Posts: 645
Threads: 7
Likes Received: 7,084 in 603 posts
Likes Given: 46
Joined: Jan 2019
Reputation:
1,723
অংশু স্কু ল বেরোনোর সময় তাড়াহুড়ো করতে লাগলো। আজ বড্ড দেরি হয়ে গেছে। ফার্স্ট ক্লাস আজ কেমিস্ট্রির। তারপরেই ল্যাব আছে। দ্রুততার সাথে ও' কলেজ ব্যাগ গুছিয়ে নিচ্ছিল।
আজ আবার বড্ড গরম, ড্রয়িং রুমে এসি নেই। ফ্যানটা যেন বড্ড স্লো ঘুরছে। ঘেমে যাচ্ছে সে। সুচি ছেলের মুখটা আঁচল দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে বলল---কেমন ঘামে ভিজে যাচ্ছিস! জল নিয়েছিস?
অংশু স্বল্প উত্তরে জানালো---না।
---দাঁড়া...!
দ্রুত সুচিত্রা জলের বোতলে জল ভরে ছেলের ব্যাগে দিয়ে বললে---জল না খেলে ডিহাইড্রেট হয়ে যাবে। উফঃ যা গরম পড়েছে! এই বৃষ্টি তো এই রোদ!
অংশু চলে যাবার সময় ভাবলে আজ আবার গফুর আসবে না তো! মা আর গফুর আবার...অশ্লীল ভাবনাটা আসতেই অস্বস্তি বাড়লো তার। স্কু লের পথে রওনা দিল সে।
***
জয়ন্ত যখন ফিরল দুপুর আড়াইটে। সুচি স্নান করে ছাদ বারান্দায় ভেজা চুল মেলে দাঁড়িয়ে আছে। জয়ন্ত ব্যাগটা নামিয়ে রেখে শার্ট খুলতে খুলতে বলল---পিউ পরশু আসছে।
---হুম্ম জানি। সুচিত্রা এটুকুই প্রত্যুত্তর করল।
জয়ন্ত বলল---অংশু কলেজ গেছে?
---হুম্ম।
জয়ন্ত শার্ট খুলে তোয়ালেটা জড়িয়ে নিয়ে লক্ষ্য করল বিট্টু-লাট্টু ঘুমোচ্ছে। সটান বাথরুমে গেল সে। বাথরুমের ভেতরটা কেমন একটা কটু গন্ধ। গন্ধটা বড্ড ঘেমো ধরনের। নিজের গা থেকেই এমন কটু গন্ধ আসছে কিনা কে জানে। বাড়তি সময় নিয়েই আজ স্নান করল তাই জয়ন্ত। এমনিতেই গরমে গায়ে জল দিতে বেশ আরামপ্রদ অনুভূতি হল তার। কিছুক্ষণ পরে মনে হল গন্ধটা ভীষণ কটু। তার গায়ের ঘ্রাণ নয়। হালকা উগ্রতা আছে এই গন্ধের সাথে।
ভেবেছিল খাবার টেবিলে বসে সুচিত্রার সাথে আজ একটা ফয়সালা করবে। ছেলে-মেয়েদের এর ভেতরে কেন টানছে সে। কেন সে মেয়েকে ডিভোর্সের কথা বলেছে, ইত্যাদি। কিন্তু বাথরুম হতে বার হতেই দেখল ডাইনিং টেবিলে খাবার রেখে সুচি কোথাও বের হচ্ছে। হালকা হলদে একটা সিল্ক শাড়ি পরেছে ও'।
জয়ন্ত বললে---এই রোদে আবার কোথায় বেরোলে?
আয়নার সামনে চুলটা ক্লিপ এঁটে খোঁপা করতে করতে সুচিত্রা বলল---দরকার আছে। ফিরতে দেরি হবে। ছবি এলে বলে দিও অংশুর জন্য জলখাবার করে রাখতে।
জয়ন্ত পুনরায় বলল---বাইরে ভীষণ রোদ। এখন কি বেরোনোর খুব একটা দরকার ছিল?
সুচিত্রা তার চশমাটা হাতে নিয়ে বলল---ডাঁটিটা কাল লাট্টুর টানাটানিতে ভেঙে গেছে। ওটা সারানো দরকার।
---কখনো কি এসব কাজ তোমাকে করতে হয়েছে? ওটা রেখে দাও, আমি কাল সকালে সারিয়ে এনে দেব।
সুচি শান্ত অথচ অবলীলায় বলল---নিজের কাজ নিজে করতে পারাটাই ভালো। তাই আমি এটা পারবো।
জয়ন্ত আর কোনো জবাব দিল না। সুচি চলে গেল। জয়ন্ত লাঞ্চ সেরে মুখ হাত ধুয়ে শুয়ে পড়ল বিছানায়। বড্ড গরম, এসিটা খানিক বাড়িয়ে দিল সে।
কলেজ থেকে ফিরল অংশু ঠিক সাড়ে চারটায়। মা বাড়িতে নেই। বাবা একটা মোটা বই নিয়ে ছাদ বারান্দায় বসে রয়েছে। ছবি মাসি রান্নাঘরে। অংশু ঢুকতেই ছবি বলল---বাবু, লুচি করে দিই?
---মা কোথায়?
---জানিনে। কোথায় বেরিয়েছে, দাদা বলল।
অংশু বিট্টু-লাট্টুর ঘরে উঁকি দিল। ওরা দুই ভাই ঘুমোচ্ছে তখনও। জয়ন্ত বলল---অংশু, তোর মাকে ফোন কর তো কখন আসবে?
ইচ্ছে করছিল না অংশুর মাকে ফোন করে। তবু সে একরাশ বিরক্তি নিয়ে বাধ্য হয়ে টেলিফোন করল মায়ের মোবাইল নম্বরে। রিং হলেও ফোনটা কেউ তুলল না।
ছবি মাসি লুচি আর আলু কষা করে দিয়েছে। অংশু মুখ হাত ধুয়ে জলখাবার সারলো দ্রুত। তার ইংরেজির হোম টিউটর সুখবিলাস বাবু সন্ধে ছ'টার দিকে আসবেন। সকালে আসার কথা ছিল, পারিবারিক অসুবিধার জন্য তিনি আজ সন্ধেতে পড়াতে আসবেন।
ঘড়ির দিকে তাকালো অংশু। পাঁচটা কুড়ি। লাট্টু ঘুম থেকে উঠেই 'মা মা' করে ডাকাডাকি শুরু করেছে। অংশুর বড্ড বিরক্তি হয় আজকাল এই দুটো ছেলের ওপর। এমনিতে ওরা তার মায়ের ভালোবাসা, আদরের দখল নিয়েছে, তার ওপরে গফুর আর মায়ের সম্পর্কের পর গফুরের ছেলে ওরা বলে অংশুর যেন আরো রাগ। ধমক দিয়ে লাট্টুকে চুপ করালো অংশু। বলল---চুপ কর, নাহলে বাঘের কাছে ছেড়ে আসব।
লাট্টু ভয় পেল বটে, তবে তার ফুঁপিয়ে কান্না তাতে বাড়লো। চিৎকার শুনে জয়ন্ত বললে---কি করছিস অংশু? ওদের ভয় দেখাচ্ছিস কেন? তোর মা কি বলল?
---ফোন তোলেনি।
অংশু লক্ষ্য করল মায়ের ঘরে যেখানে বিট্টু শুয়ে আছে তার এক প্রান্তে মায়ের ঐ নীল রঙের ডায়েরিটা রাখা। ওটা তুলে নিয়ে কয়েক পাতা আওড়াতেই ওর চোখ আটকে গেল সদ্য মায়ের হাতের লেখায় আরো বাড়তি কয়েক পৃষ্ঠা। অন্ধসন্ধিৎসু অংশু বিস্মিত হল। সেদিন যে পর্যন্ত সে ডায়েরিটা পড়েছিল, তা বহুদিন আগে মা লিখেছে। শেষবার লিখেছে তার দিদির জন্মের সময়। আবার এতদিন পর মা এই ডায়েরির পাতা ভরিয়ে লিখেছে অনেক কথা। অংশুর কৌতূহল হলেও সে বাবা এখন থাকায় ডায়েরিটা যেমন ছিল তেমনই রেখে দিল ওখানে।
***
The following 16 users Like Henry's post:16 users Like Henry's post
• Atonu Barmon, bismal, chitrangada, ddey333, Deep Focus, Gl Reader, Helow, Manofwords6969, PrettyPumpKin, ray.rowdy, Shakespear, Shorifa Alisha, suktara, Sumit22, tahsir234, zahira
Posts: 645
Threads: 7
Likes Received: 7,084 in 603 posts
Likes Given: 46
Joined: Jan 2019
Reputation:
1,723
সুচিত্রা ফিরল সাড়ে ছ'টা নাগাদ। জয়ন্ত তখন টিভির সামনে। ছবি রেঁধে চলে গেছে। সুচি ঢুকেই বলল---অংশুর স্যার এসেছেন নাকি?
জয়ন্ত বললে---হ্যা।
---ছবি চা দিয়েছে স্যারকে।
জয়ন্ত ঠিক খেয়াল করতে পারলো না। তবে ছবি ইতিমধ্যে তাকে যখন এক কাপ চা খাইয়েছে, তারমানে অংশুর হোম টিউটরকেও চা দিয়েছে। সুচিকে দেখেই বিট্টু-লাট্টুর আনন্দ ধরে না। লাট্টু আধো আধো শব্দে কত কিছু বলতে লাগলো সুচিকে। বিট্টু বলল---মা, দাদা না লাট্টুকে বকেছে...
সুচি তখন শাড়িটা গা থেকে খুলে সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে। বলল---কেন? আমি দাদাকে বকে দেব।
জয়ন্ত লক্ষ্য করল আচমকা লাট্টু আনন্দে লাফিয়ে উঠে বলতে লাগলো---মা...দু..দু....মা...দু..দু
জয়ন্তে সুচির দিকে তাকাতেই বুঝতে পারলো লাট্টুর অমন আনন্দের কারণ। সুচি সবে গায়ের ব্লাউজটা খুলে বদল করতে। ও' এই মুহূর্তে শুধু কালো সায়াটা পরে রয়েছে। ফর্সা গায়ে ঘামে ভিজে রয়েছে ওর গা। তাতেই জয়ন্ত দেখলে এক ঝলক তার বাইশ বছরের দাম্পত্য সঙ্গিনীর পরিচিত স্তনজোড়ার এক অপরিচিত রূপ। জয়ন্ত বিস্মিত হয়ে দেখল দুগ্ধবতী হওয়ায় সুচিত্রার স্তনজোড়া বেশ ভারী ও বড় হয়ে নুয়ে আছে। মোটেই তার বহু পরিচিত সেই ছোট ছোট স্তন দুটি নেই। বরং সুচির পাতলা চেহারায় ঐ দুটো যেন অত্যধিক বৈসাদৃশ্য সম্পন্ন ঠাসা দুটি পেঁপে। সুচি ওভাবে এদিক ওদিক গেলে পরে দুলছে ঐ দুটো ক্রমাগত।
সুচি একটা সুতির ঘরোয়া নাইটি চাপিয়ে নেওয়ার মুহূর্তে জয়ন্ত দেখল সুচির যেন স্তনের বোঁটাটি চেপে ঢুকে গেছিল সেটিও বেরিয়ে আছে খাড়া হয়ে। শুধু স্তন নয়, দুটো স্তনবৃন্ত তার যেন বাচ্চাদুটির চোষনে বেশ ছাগলীর মত বেড়ে উঠেছে। যেন এখুনি দুটো বাচ্চা মিলে ব্যাপক চোষাচুষি করে এখন উদ্ধত করে দিয়েছে লালচে বাদামী বোঁটা দু'খানি।
নিজের স্ত্রীকে এভাবে জয়ন্ত দেখেনি এর আগে। সুচির স্তনের আকার বেড়েছে আগেও টের পেয়েছিল সে। ব্রাহীন নাইটি পরলে বোঝাই যায় কাজের তালে দুলতে থাকা তার বুক দুটির সৌজন্যে। কিন্তু এখন যেন মনে হচ্ছে আরো বড় হচ্ছে বুক দুটি। রোগা পাতলা চেহারার মহিলাদের যা সমস্যা, এক্ষেত্রে সুচিত্রারও তাই; পাতলা দেহে স্তন বড় হলে মনে হয় যেন বুক উঁচিয়ে হাঁটছে রমণী। কিংবা পাতলা রমণীর বৃহৎ স্তন নজরেও আসে বেশি।
জয়ন্ত সুচিকে পর্যবেক্ষণ করছিল ড্রয়িং রুম হতেই বেডরুমের দরজা দিয়ে। নাইটিটা পরেই সুচিত্রা দরজাটা ভেজিয়ে দিল। জয়ন্ত বুঝতে পারছে সুচি এখন বিট্টু-লাট্টুকে বুকের দুধ খাওয়াবে। এমনিতে সে এমন দরজায় খিল দিয়ে বাচ্চা দুটোকে দুধ খাওয়ায় না, আসলে পাশের ঘরে অংশুর হোম টিউটর রয়েছেন। ছুটি করে বার হলে এদিক দিয়েই তিনি সিঁড়ি পথে যাবেন।
***
The following 16 users Like Henry's post:16 users Like Henry's post
• Atonu Barmon, bismal, Bitu007, chitrangada, ddey333, Deep Focus, Gl Reader, Helow, PrettyPumpKin, ray.rowdy, Shakespear, Shorifa Alisha, suktara, Sumit22, tahsir234, zahira
Posts: 645
Threads: 7
Likes Received: 7,084 in 603 posts
Likes Given: 46
Joined: Jan 2019
Reputation:
1,723
29-11-2024, 12:34 PM
(This post was last modified: 29-11-2024, 12:35 PM by Henry. Edited 1 time in total. Edited 1 time in total.)
অংশুর কানে ঠেকল চেঁচামেচি অকস্মাৎ। মা ও বাবার তীব্র ঝগড়াঝাটির শব্দ। মায়ের গলার স্বর বেশি। বাবা যেন কেমন মিইয়ে গেছে। ঘুমোতে যাবার আগে এ হেন ঝগড়াঝাটি ওর অস্বস্তি বাড়ালো। ধীর পায়ে মা-বাবার ঘরের দরজার কাছে কান পাতলো সে।
---ডিভোর্স নেওয়ার জন্য তোমার অনুমতি লাগবে নাকি? বা রে! লোকের বউয়ের সাথে ফষ্টিনষ্টি করবার সময় কার অনুমতি নিয়েছিলে?
মা বাবাকে প্রশ্ন করছে ঝাঁঝালো কন্ঠে। অংশু বুঝতে পারছে মা ডিভোর্স নিতে চায়। নিতান্তই রাগের কথা নাকি সত্যিই! বাবার কন্ঠে যেন কেমন কাকুতি মিনতি---সুচি, ছেলে-মেয়েরা কি ভাববে?
---ওরা সবটাই জানে। আর নতুন করে ভাবার কিছু নেই, ব্যাস। তোমার আর আমার এবার আলাদা হয়ে যাওয়া দরকার। খালি খালি তোমার জীবনে আমি বোঝা হয়ে উঠেছি।
---আমি কি তাই বলছি নাকি সুচি? একটা ভুল, সামান্য বিষয় নিয়ে তুমি অত প্রহসন করছ...
---সামান্য বিষয়?
দরজার ফাঁক দিয়ে অংশু দেখতে পেল মায়ের মুখে ঘৃণা আর তাচ্ছিল্যের হাসি। মা বাবার বিছানার চাদরটা পরিচ্ছন্ন করে রাখছে। খানিক মধ্যে মা শান্ত হয়ে বলল---দেখো, বিয়েটা আমাদের হয়েছিল শুধু দুই বাড়ির মতে নয়। ভালোবেসেও বিয়ে করেছিলাম। এখন মনে হয় আমাদের দুজনেরই পথ আলাদা হয়ে গেছে। বরং নিজের মত করে বাঁচো। আমি তোমার ওপর বার্ডেন হয়ে থাকবো না। আর ছেলে-মেয়েদের কথা বলছ? মেয়ে আমাদের যথেষ্ট বড় হয়েছে। ওর নিজস্ব জীবন আছে। ছেলেটাও তো ক'দিন পর আঠারো হবে। আর ডিভোর্স নিয়ে মায়ের কাছে যাচ্ছি মানে, আমার ছেলে-মেয়ের সাথে সম্পর্ক থাকবে না, তা হতে পারে না।
অংশু বুঝতে পারছে, এ' কোনো নিছক অভিমানের কথা নয়, রাগের বহিঃপ্রকাশ নয়, সত্যিই মা ডিভোর্স চাইছে। বাবা বলল---আমাদের কোনো কিছুই আলাদা হয়ে যায়নি। আমি একটা অপরাধ করেছি, মানছি। তারপর তো...
এবার মায়ের গলায় কান্নার সাথে দৃঢ়তা মেশানো শব্দ---আলাদা হয়ে গেছে। আমাদের সব কিছু আলাদা হয়ে গেছে। তুমি আমাকে ঠকিয়েছ। যতদিন তুমি আমাকে ঠকাওনি। ততদিন আমিও তোমার প্রতি...কমিটেড ছিলাম।
---কি বলতে চাইছ, সুচি?
---যা বলতে চাইছি, তাই'ই। আমিও চিটার...অবশ্য এর জন্য তুমি দায়ী থাকবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু ঈশ্বরও নির্দয়...তোমার পাপের ভাগী আমাকেও করে দিয়েছেন।
জয়ন্ত বুঝতে পারছে না সুচিত্রা কিসের পাপের ভাগ বলছে! কি বলতে চায়! সুচিত্ৰাও চিটার মানে? সুচিও কি অন্য কারোর সাথে? প্রতিহিংসায়? জয়ন্তের পা দুটি কাঁপছে, সব কিছু ভেঙে যাচ্ছে যেন। আকাশ, মাটি, এই ঘর, মেঝে, ছাদ সব নিমেষে ভেঙে পড়ছে। সে বললে---সুচি? তুমি কি প্রতিহিংসায়...? কে সে?
সুচিত্রা বিছানাটা ততক্ষনে পরিপাটি করে ফেলেছে। সে বলল---প্রতিহিংসায়? হয়ত? কিন্তু তুমিই বা জানতে চাইছ কেন যে কে সেই ব্যক্তি? আমি তো কোনোদিন কিছুই লুকাইনি তোমার কাছে। তোমাকে ঠকালাম যখন তখনও না। এখন তোমার অপরাধ কমে গেছে, আমরা দুজনেই সমান পাপী। আমাদের মধ্যে পবিত্রতা বলে কিছু নেই।
---সুচি? এই বয়সে তুমি কি ছেলেমানুষ হয়ে গেলে? মিথ্যে বলছ কেন?
অংশু দেখল মায়ের মুখে তাচ্ছিল্যের হাসি। বলল---তুমি পঞ্চাশ বছর বয়সে এসে ফষ্টিনষ্টি করতে পারো, আর আমি এ' বয়সে করলে কৈফিয়ত?
জয়ন্ত থমকে গেল। কান গরম হয়ে গেল তার। মাথা ভার হয়ে উঠছে। সুচিত্রার মুখে জব্দ করবার তৃপ্তি আর অভিমান দুই মিশে আছে। অংশুর মুখের ওপরই দরজা খুলে সে বার হল। ছেলেকে দেখে চমকে গেল সুচিত্রা। বলল---তুই! ঘুমোসনি?
অংশু বড্ড বিরক্ত। ঝাঁঝ মেশানো কন্ঠে বলল---তোমাদের ঝগড়ায় কি ঘুমোনো যায়?
জয়ন্ত বুঝতে পারছে তাদের সমস্ত কিছু ছেলেরও আর জানতে বাকি নেই। এভাবে সত্যিই দিন দিন তারা ছেলে-মেয়ের কাছে হাস্যকর হয়ে ওঠার চেয়ে তাদের আলাদা হয়ে যাওয়াটাই দরকার। সুচি আর তার দাম্পত্যে যে ফাটল ধরে গেছে, তা তারা জোর করে জোড় লাগালেও দাগ মিটবে না। বরং কত দম্পতি মধ্য বয়সে এসে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। যা হয় হোক, সে আর সুচির কাছে মাথা নোয়াবে না। সুচি ডিভোর্সের পিটিশন করেছে। জয়ন্ত কোনোরকম প্রতিরোধে যাবে না। এটাই তাদের ভবিতব্য।
কিন্তু সুচিও, নিছক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে চিট করল? কার সাথে? সত্যিই? নাকি তাকে ঈর্ষান্বিত করতে এমন কথা বলছে? মাথা থেকে বেরোচ্ছে না জয়ন্তের। বাইশ বছরের দাম্পত্য সঙ্গিনী তার স্ত্রী, তার দুই সন্তানের মা সুচিত্রাকে জয়ন্ত এতদিন স্বামী হিসেবে কতৃত্ব করেছে সংসারে, স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেছে ছেলে-মেয়ের সামনে। আজ সেই সুচিত্রা কি অবলীলায় তাকে দ্বিধা, ধন্দে ফেলে রেখে পাশের ঘরে ঘুমোতে চলে গেল। যেন সব ঠাট্টা আর আর স্বামী নামক পুরুষের একমাত্র কতৃত্বকেই জবাব দিয়ে গেল সে।
চলবে।
The following 27 users Like Henry's post:27 users Like Henry's post
• Atonu Barmon, bismal, chitrangada, Chodo, ddey333, Deedandwork, Deep Focus, Gl Reader, Helow, Hunter23, JiopagLA, Kakarot, Manofwords6969, N080THY, PrettyPumpKin, Rajulove, ray.rowdy, Sandyds, Shakespear, Shorifa Alisha, suktara, Sumit22, tahsir234, Thomascrose, Voboghure, zahira, মিসির আলি
Posts: 484
Threads: 0
Likes Received: 211 in 202 posts
Likes Given: 390
Joined: Jan 2024
Reputation:
3
•
Posts: 25
Threads: 0
Likes Received: 18 in 14 posts
Likes Given: 28
Joined: Feb 2023
Reputation:
-1
(29-11-2024, 12:22 PM)Henry Wrote: ![[Image: d7a1d4c8-4735-4b9d-8706-2eb0d0a03be7.png]](https://i.ibb.co/bNPRD81/d7a1d4c8-4735-4b9d-8706-2eb0d0a03be7.png)
তার বিশাল হাতের থাবায় বন্দী মায়ের দুটো নরম স্তন। বেশ কঠোর ভাবে ও' দুটোকে আঁকড়ে ধরে টিপছে সে। দুর্দান্ত লেখনী। সাথে দুর্দান্ত ছবি। ঠিক সেই চিরাচরিত হেনরি!
এক নিমেষে পড়ে ফেললাম আপনার জাদুময় লেখা। হেমন্তের অরণ্য, Possession, পদ্ম নাগের বিষের পর 'ভাঙনের পর' হতে যাচ্ছে আপনার আরেকটা মাস্টারপিস।
আর মাঝেমধ্যে লেখায় এরকম ছবি যুক্ত করলে প্রাণবন্ত হয়ে ওঠে। সুচি যেহেতু এখন দুধ দেয়, স্তনও আগের চেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, তাই ছবিটায় সুচির স্তন আরেকটু পরিপুষ্ট দেখালে একদম পারফেক্ট হতো।
চালিয়ে যান বস। সাথে আছি।
Posts: 1,267
Threads: 3
Likes Received: 1,443 in 961 posts
Likes Given: 3,880
Joined: Apr 2022
Reputation:
152
দুর্ধর্ষ গল্প আরও এমন লেখা চাই মনথেকে এমন লেখার গুনগান করতেই হবে । দারুণ আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই । আচ্ছা এমন মিলন কেন দেখালেন। কি ভাবে শুরু হয়েছে সুমিত্রা কি অনুভব করেছে তা কিছুই পেলাম না । আপনার লেখার যে উগ্র ছন্দ জংলি একটা ভাব থাকে সুন্দর করে সব কিছুর বিবরন থাকে । সেটা এই পর্বেও পেলাম না। সামনের পর্বে কি হয় সেটাই এখন দেখার।
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 143
Threads: 0
Likes Received: 60 in 52 posts
Likes Given: 6
Joined: Aug 2024
Reputation:
0
হেনরি দাদা আমার সরল মনে একটা প্রশ্ন ছিলো, সুচি তো আগে থেকে বাসা থেকে গায়েব থাকতো আর সে স্তন বড়ো করার ঔষধ ব্যবহার করতো তাহলে কি সে আগে থেকেই পরোকিয়া করতো আর জয়ন্তর সামনে ভালো সাজলো??
Posts: 767
Threads: 7
Likes Received: 858 in 468 posts
Likes Given: 4,022
Joined: Nov 2019
Reputation:
91
যথারীতি অসাধারণ। চালিয়ে যান, দাদা।
Posts: 162
Threads: 0
Likes Received: 66 in 59 posts
Likes Given: 3
Joined: Jan 2019
Reputation:
1
•
Posts: 308
Threads: 0
Likes Received: 114 in 82 posts
Likes Given: 2,128
Joined: Oct 2023
Reputation:
1
অসাধারণ লেখায়। দাদা আপনাকে কি বলে ধন্যবাদ দিবো এত তাড়াতাড়ি আপডেট দিলেন সেই জন্য।
পরবর্তী আপডেট অপেক্ষায় রইলাম
Posts: 57
Threads: 0
Likes Received: 34 in 27 posts
Likes Given: 69
Joined: May 2024
Reputation:
0
Lot's of love Henry sir
সূচি সাথে gofur এর মিলন টা কী রকম শুরু হয়ে গেলো যেনো
Henry স্যার
zindabad the
Zindabad hoo
Or zindabad rahoge
Hamesa. Love you sir
Posts: 6
Threads: 0
Likes Received: 5 in 3 posts
Likes Given: 10
Joined: Sep 2022
Reputation:
2
Golpo ta khub sundor ago6e. Ei shes porbo ta amar kache sobtheke sundor 6ilo.. r apnar lekha nie r ki bolbo.... Apnar lekhar modhhe professional writer er moto sob kichu perfect. Ekta porbo kivabe suru hobe r kivabe ektu suspense nie sesh hobe sob kichu te perfection.. apni j vabe charector build up koren r tader emotion gulo lekhar madhyome tule dhoren amra setar e fan. Sotti bolte sudhu choti golpo porte apnar golpo kakhono pori ni. Apnar golpe jounota ase golper niome...valo thakben dada
•
Posts: 6
Threads: 1
Likes Received: 3 in 2 posts
Likes Given: 7
Joined: Oct 2024
Reputation:
0
30-11-2024, 03:03 PM
(This post was last modified: 15-01-2025, 12:49 PM by SpermSeed. Edited 1 time in total. Edited 1 time in total.)
Vffhgfjcbcchxcv
Posts: 365
Threads: 0
Likes Received: 158 in 135 posts
Likes Given: 1,555
Joined: Aug 2023
Reputation:
2
(29-11-2024, 05:12 PM)Sam.hunter7898 Wrote: হেনরি দাদা আমার সরল মনে একটা প্রশ্ন ছিলো, সুচি তো আগে থেকে বাসা থেকে গায়েব থাকতো আর সে স্তন বড়ো করার ঔষধ ব্যবহার করতো তাহলে কি সে আগে থেকেই পরোকিয়া করতো আর জয়ন্তর সামনে ভালো সাজলো?? আমারও প্রশ্ন
•
Posts: 164
Threads: 0
Likes Received: 84 in 70 posts
Likes Given: 97
Joined: Oct 2024
Reputation:
3
01-12-2024, 02:54 AM
(This post was last modified: 01-12-2024, 03:43 AM by Gl Reader. Edited 2 times in total. Edited 2 times in total.)
asha kori apni ekhon sushto.... & valo asen..
"আপনি যে দক্ষতায় গল্পের মধ্যে আবেগ এবং অনুভূতির গভীরতা তুলে ধরেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার লেখার মধ্যে চরিত্রগুলোর জটিলতা এবং সংবেদনশীলতা অত্যন্ত ভালোভাবে ফুটে ওঠে, যা গল্পের যৌনতা ও আবেগকে একটি নতুন মাত্রা দেয়। এটি স্পষ্ট যে, আপনি শুধু যৌনতা নয়, বরং গল্প বলার ক্ষেত্রে একটি গভীর বোঝাপড়া রাখেন, যা পাঠকদের জন্য এক অমূল্য অভিজ্ঞতা তৈরি করে।"
Just awesome.... And always best....
Posts: 61
Threads: 2
Likes Received: 48 in 29 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Posts: 52
Threads: 0
Likes Received: 55 in 31 posts
Likes Given: 106
Joined: Aug 2022
Reputation:
6
(29-11-2024, 12:34 PM)Henry Wrote: -যা বলতে চাইছি, তাই'ই। আমিও চিটার...অবশ্য এর জন্য তুমি দায়ী থাকবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু ঈশ্বরও নির্দয়...তোমার পাপের ভাগী আমাকেও করে দিয়েছেন।
জয়ন্ত বুঝতে পারছে না সুচিত্রা কিসের পাপের ভাগ বলছে! কি বলতে চায়! সুচিত্ৰাও চিটার মানে? সুচিও কি অন্য কারোর সাথে? প্রতিহিংসায়? জয়ন্তের পা দুটি কাঁপছে, সব কিছু ভেঙে যাচ্ছে যেন। আকাশ, মাটি, এই ঘর, মেঝে, ছাদ সব নিমেষে ভেঙে পড়ছে। সে বললে---সুচি? তুমি কি প্রতিহিংসায়...? কে সে?
সুচিত্রা বিছানাটা ততক্ষনে পরিপাটি করে ফেলেছে। সে বলল---প্রতিহিংসায়? হয়ত? কিন্তু তুমিই বা জানতে চাইছ কেন যে কে সেই ব্যক্তি? আমি তো কোনোদিন কিছুই লুকাইনি তোমার কাছে। তোমাকে ঠকালাম যখন তখনও না। এখন তোমার অপরাধ কমে গেছে, আমরা দুজনেই সমান পাপী। আমাদের মধ্যে পবিত্রতা বলে কিছু নেই।
---সুচি? এই বয়সে তুমি কি ছেলেমানুষ হয়ে গেলে? মিথ্যে বলছ কেন?
অংশু দেখল মায়ের মুখে তাচ্ছিল্যের হাসি। বলল---তুমি পঞ্চাশ বছর বয়সে এসে ফষ্টিনষ্টি করতে পারো, আর আমি এ' বয়সে করলে কৈফিয়ত? সুচিত্রার প্রতিহিংসা পরায়ণা মূর্তি দেখতে বেশ লাগছে। সংসার ভেঙ্গে দেওয়ার মোক্ষম অস্ত্র। এ যেন অশ্বত্থামা ও অর্জুনের যুদ্ধ। দুজনেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। সৃষ্টি বিনাশ অবশ্যম্ভাবী।
Posts: 53
Threads: 8
Likes Received: 49 in 21 posts
Likes Given: 605
Joined: Aug 2023
Reputation:
3
(29-11-2024, 12:22 PM)Henry Wrote: ![[Image: d7a1d4c8-4735-4b9d-8706-2eb0d0a03be7.png]](https://i.ibb.co/bNPRD81/d7a1d4c8-4735-4b9d-8706-2eb0d0a03be7.png)
এক কথায় অসাধারণ। হেনরি দা তোমার লেখনীর কোনো জবাব নেই সাথে তোমার গল্পের সাথে মিলিয়ে ছবি উফ্ গল্পের এক আলাদা মাত্রা এনে দেয়। হেনরি দা তোমার এই সুন্দর ছবি গল্পের আরো উত্তেজনা বাড়িয়ে দেয়। এই ভাবেই ছবি দিয়ে পোস্ট দিও।
Rajkumar Roy
Posts: 164
Threads: 0
Likes Received: 84 in 70 posts
Likes Given: 97
Joined: Oct 2024
Reputation:
3
Jotoi pori totoi valo lage henry er golpo gula....
Posts: 164
Threads: 0
Likes Received: 84 in 70 posts
Likes Given: 97
Joined: Oct 2024
Reputation:
3
Porer update er jnno onek opekhai
Ki na ki hoi....
•
|