Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
05-09-2024, 11:58 PM
(This post was last modified: 06-09-2024, 10:32 AM by বহুরূপী. Edited 5 times in total. Edited 5 times in total.)
পর্ব ২২
সঞ্জয়ের মতো মজলিশি মিশুক মানুষ দেখা যায় না। বোধহয় আগেই বলিয়াছিলাম একথা। তবে ঠিক মনে নাই বলেই ওকথা আবারও উঠছে। সঞ্জয়ের লম্বা-চওড়া দেহটি লোকের মনে ভয় জাগায় বটে,তবে তার মুখখানিতে সর্বদা একটু হাসিখুশি ভাব থাকায় সকলেই তার সাথে নির দ্বিধায় কথা বলতে পারে। তাছাড়া অবস্থাপন্ন হইলেও সাধারণ মানুষের সুখ-দুঃখে যে পাশে থাকতে পারে। সাধারণত এমন লোককে বেশিরভাগ মানুষই কাছের মানুষ বলিয়াই মনে করিতে দ্বিধাবোধ করে না।
সুতরাং হেমলতা ও সঞ্জয়ের ব্যাপারটা জানাজানি হবার পর পরই,মুরুব্বিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ চরণ ঘোষ নয়নতারার পিতারকানে একটু অন্যরকম করেই তুলে ধরল। মানে যেভাবে বলল গৃহস্থের ও গৃহকর্তার মান সম্মানে আঘাত করে না,সেই ভাবে।
চরণ ঘোষের মুখে সঞ্জয়ের সাথে হেমলতার বিবাহের প্রস্তাব শুনে, তিনি এই ব্যাপারে বড় মেয়ে নয়নতারার সাথে দুপুরের খানিক আলোচনা করলেন।
আলোচনা এই যে হেমলতার বিবাহের প্রস্তাব একটি নয়।বেশ কিছুদিন আগেই নয়নতারার মাতা যে পত্র দিয়াছিলেন। তাতে আর একটি পাত্রের বর্ণনা দেওয়া ছিল। এবং বর্ণনা অনুযায়ী মাস্টার মশাইয়ের বুঝতে অসুবিধা হয়নি পাত্রটি জমিদার বাড়ির গোবিন্দ লাল। তবে তিনি আপাতত কোন সিদ্ধান্ত নিতে আগ্রহী নন।
কিন্তু নয়নতারার এই আলোচনা শুনিবার পর খানিক চিন্তিত হইয়া পরিলো। কারণটি এই যে,কলকাতায় তার প্রেরিত চিঠির কোন উত্তর এখনও আসেনি।
জ্যৈষ্ঠের দুপুরে বারান্দায় বসে নয়নতারা বৃষ্টিস্নাত জামগাছটার দিকে তাকিয়ে ছিল। বাবু ও নয়নের পিতা ভেতরের ঘরে ঘুম দিয়েছে সেই খাওয়া দাওয়ার পর থেকে। নয়নতারার খাওয়া হয়নি এখনো। কারণটি হয়তো সঞ্জয় দুপুরে খেল না বলে,অথবা তার নিজেই খাবার ইচ্ছে নেই বলে।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জল জমছে উঠনে। যদিও উঠনে বৃষ্টির জল জমার কথা নয়। পেছনের দিকে দেয়ালের নিচে জল নেমে যাবার একটা পথ করা আছে। কিন্তু কোন কারণে জল নামছে না।
নয়নতারার সেই কারণটি এই মুহূর্তে জানবার ইচ্ছে হচ্ছিল। কিন্তু এই বৃষ্টিতে একটু নামলেই কাক ভেজা হয়ে যাবে। এমন বৃষ্টিতে সঞ্জয় বাড়ি কিভাবে এল হঠাৎ এই ভাবনা নয়নতারার মনে উদয় হলো। এই বৃষ্টিতে শুধু শুধু ভিজবার কি দরকার ছিল? এমনতো নয় সে বাড়িতে ক্ষুধার তারনায় এসেছে। স্নান সেরে কিছু মুখে না তুলেই তো দোতলায় উঠে গেল। ভাবতে ভাবতে সে উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো।
দোতলার মেঝে ভেজা। ঠান্ডা মেঝেতে হাটার সময় শরীরে কেমন শিরশির ভাব চলে আসছে। বাইরের প্রকৃতি খানিকটা উত্তালই বলা চলে। হাওয়া খুব বেশি না হলেও, তার ঝাপটায় গায়ে জল লাগছে।
সঞ্জয়ের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকাতেই খালি বিছানা চোখে পরল নয়নতারার। সঞ্জয় তার পাশেই চেয়ায়ে বসে আছে। হাতে ওপরে মাথা রেখে শুয়ে আছে সে। দুপুরে আসার পর থেকেই শরীর খারাপ বলে কিছু মুখে তোলেনি। এখন এই রকয অবস্থা দেখা নয়নের চিন্তিত হওয়া ছাড়া উপায় কি!
নয়নতারা এগিয়ে যেতেই দেখলো,সঞ্জয় টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। নয়নতারা কপালে হাত ছোয়ালো। তার হাতের ছোঁয়াতে ঘুমন্ত সঞ্জয় একবার কেঁপে উঠলো,তবে ঘুম ভাঙলো না।
না, সঞ্জয় অসুস্থ বলে মনে হলো না। খানিকক্ষণ সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে নয়নতারা ভাবছিল ডাকবে কি না। তবে ডাকা হলো না। তার বদলে নয়নতারা সঞ্জয়ের এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে টেবিলে লাগোয়া জানলার বাইরে তাকিয়ে রইলো।
এই জানলা দিয়ে তালতলার পথ, মাঝি পাড়ার পথ ও তার মাঝে চায়ের দোকানটি দেখা যায়। ঝমঝম বৃষ্টি হচ্ছে। তার মাঝেই একটি সাইকেল করে দুটি নারীপুরুষ বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। পেছন বসা মেয়েটি যদিও একটা ছাতি ধরে আছে।তবুও বাতাসের ঝাপটায় বৃষ্টি ঠিকই তাদের ভিজিয়ে যাচ্ছে বলেই মনে হয়। এই ব্যর্থ প্রচেষ্টায় না জানি বেচারী বউটাকেই বাড়ি পৌঁছে কথা শুনতে হবে। দেখতে দেখতে সাইকেলটি চোখের আড়ালে চলে গেল। চায়ের দোকান সামনেটা খালি, লোকজন সব ভেতরের দিকে ঢুকে পরেছে। মাঝি পাড়ার পথ ধরে কয়েকটি ছেলে উদোম গায়ে ছুটে যাচ্ছে,গন্তব্য হয়তো নদী তীর। নয়নতারা নিজেও ধিরে ধিরে বেড়িয়ে এলো। সিঁড়ির কাছটায় এসে নিজের মনে খানিক কি যেন ভাবলো, তারপর সোজা উঠেগেল ছাদে।
ঘরের ভেতরটা আবছা অন্ধকার। বাইরে এখনো বৃষ্টি পরছে।অবিরাম বারিধারা যেন সব ভাসিয়ে দেবার উদেশ্যে নেমে এসেছে আজ। এই বৃষ্টি যেন আষাঢ়ের আগমনের অগ্রিম বার্তা। নয়নতারা আলো জ্বালল ঘরে। সঙ্গে সঙ্গে আরশীতে বিকশিত হল তাঁর প্রতিবিম্ব। লম্বাটে দেহে ভেজা শাড়িটা লেপ্টে গেছে একদমই। প্রতিবিম্বের দিকে তাকালে সহজেই চোখে পরছে তার দেহের উচুঁ নিচু উপত্যকার আভাস। দেহের কোথাও কোথাও পাতলা মেদ জমে তা আরো আকর্ষণীয় করে তুলেছে। একগাদা নিতম্ব ছাড়ানাে চুল থেকে চুয়ে চুয়ে জল গড়িয়ে পরছে মেঝেতে। ঠান্ডা জলের স্পর্শে যে শীতলতা, তাতেই অল্প কম্পন ধরেছিল নয়নতারার দেহে। কিন্তু বুকের ভেতর এক উত্তাল ঢেউ খেলে বেরাছে। সেটি থামবার কোন লক্ষণ দেখা দিচ্ছে না।
আরশীর নারী প্রতিবিম্বের বুকে এক সময় মেঝেতে লুটিয়ে পরলো। আরশীতে নিজে ঐ রূপ দেখে নিকে সামলানো মুসকিল হয়ে পরেছে। নয়নতারার ভেজা দেহে তার নিজের হাত দুখানিই অশ্লীল ভঙ্গিমায় হাতড়ে বেরাতে শুরু করছে ইতিমধ্যে।।।ঘনসন্নিবিষ্ট তার সুডৌল দুটি বুক হাপরের মতো ওঠানামা করছে। কালো রঙের এই কাঁচুলির বাঁধনে তারা যেন আর বাঁধা থাকতে চায় না। বৃষ্টিস্নাত দেহে বিন্দু বিন্দু উজ্জ্বল জলকণা তার সুউচ্চ কুচযুগ বেয়ে ধীরগতিতে গড়িয়ে নেমে যাচ্ছে রোমাবৃত নাভিবিন্দুর দিকে। কাঁচুলির ওপড়ে পাঁচটি আঙ্গুলের চাপ আর সহ্য করতে না পেরেই হয়তো; তার সুউচ্চ স্তনযুগল কাঁচুলির গলা ফুরে বেরিয়ে আসছে চাইছে। বাঁ হাতটি নেমে যাচ্ছিল আরও নিচে। দুই উরুর সংযোগস্থলে হাত পরতেই নয়নতারার আয়ত চোখে যেন আনন্দের বান ডাকল। “আহহ্” মুখ দিয়ে বের হল তীব্র চীৎকার। কতটুকু সময় গেল তার হিসেব কে রাখে! এক সময় সুখের আবেশে নয়নতারার দুই চোখ বুঝে এলো।বন্ধ চোখের পাতায় কার মুখখানি সে কল্পনা দ্বারা এঁকে চলছে! তার বোঝা গেল না।
নয়নতারা আপন মনে আরশীর সামনে দাঁড়িয়ে ভেজা কাপড়ে ছেড়ে, সবেমাত্র সবুজ এখানা শাড়ি জড়িছে দেহে। এমন সময় ঘুরে দাঁড়িয়ে মুখখানি ওপড়ে তুলতেই আতকে উঠলো সে। তার কক্ষের দরজা খোলা। আর খোলা দরজা একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জয়। এই দৃশ্য দেখে ক্রোধে নয়নতারার দুই চোখ জ্বলে উঠলো। তা কয়েকদিন ধরে নয়নতারা প্রশ্রয় দিছিল সঞ্জয়কে, বলতে বাধা নেই একটু বেশিই দিচ্ছিল। কিন্তু এই মুহূর্তে নয়নতারার রাগের মুখেই পড়তে হলো সঞ্জয়কে।
– বারে, সব দোষ আমার কেন হবে? তুমি দোর খোলা রাখলে বলেই তো চোখে পরলো, নয় তো আমি শুধু খিদে পেয়েছে বলে ডাকতে এলাম সবেমাত্র। তাছাড়া তুমি তো দিব্যি কাপড় পড়ে সেজেগুজে বসে আছো। এত লজ্জা কিসের তোমার?
কথা সত্য,ঘুম ভাঙার পর পর ক্ষুধা নিবারণের উদেশ্যে নিচে নেমে এসেছিল সঞ্জয়। তারপর দোর খোলা পেয়ে নয়নতারার কক্ষের সামনে হাজির। এরপর ভেতরের দৃশ্য দেখে খানিকটা থতমত খেয়েই দাঁড়িয়ে গিয়েছিল সে। তবে খুব বেশি কিছু দেখেনি হয়তো। ওই আয়নায় যতটুকু চোখে পরে আর কি।তবে নয়নতারার রাগের ওপরে ওসবকি আর বলা চলে নাকি! উল্টো অভিমান দেখিয়ে খাবার না খেয়েই বেড়িয়ে গেল বাড়ি থেকে। যদিও বৃষ্টি এখনো থামেনি, তবে কমে এসেছে অনেকটাই।
বিছানায় এক পাশে বসে থেকে নয়নতারা ভাবছিল। দরজা খোলা রাখাটা তারই ভুল। সত্যি যদি সঞ্জয় তাকে উদোম অবস্থা না দেখে থাকে! একথা মনে হতেই তার রাগ কমে এলো। মনে মনে ভাবলো,বেচারা ক্ষুধার্ত দেবরটিকে ওভাবে কথা শোনানো টা অন্যায় হয়েছে তার।
খানিকক্ষণ পরেই তার পিতার কাছ থেকে বাবুকে কোলে করে বৈঠক ঘর থেকে বেরিয়ে এলো সে। তারপর নূপুরের রুনুঝুনু আওয়াজ তুলে দোতলার সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সে। তবে সঞ্জয়ের ঘর খালি দেখে তার মনের অপরাধবোধটা আরো চেপে বসলো যেন। মন খারাপ ভাব নিয়েই নিজের ঘরে ফেরতে হলো নয়নতারাকে।
এক সময় সূর্য পশ্চিমে ঢলে পরে সন্ধ্যা নামলো। খানিক আগেই আসর ভেঙে পাড়ার মেয়েরা যে যার ঘরে ফিরেছে। সন্ধ্যা নামতেই নয়নতারাও তার কাজে মননিবেশ করলো। তবে সে ভেতর ভেতর সঞ্জয়ের ফেরার পথ চেয়ে বসে আছে। সঞ্জয়ের সন্ধ্যায় ফেরার কথা। কিন্তু এক সময় সন্ধ্যা পেরিয়ে চারদিক অন্ধকার করে এলো। রাত গভীর হয়ে ক্রমে আট'টা এবং দেখতে দেখতে নয়'টা ছাড়িয়ে গেল। কিন্ত সঞ্জয়ের ফেরার নাম নেই। ধীরে ধীরে নয়নতারার মন ব্যাকুল হয়ে উঠলো। তবে কি বিনা দোষে সে সঞ্জয়ের মনে আঘাত দিল?
সমস্ত রাগটা এবার পরলো নিজের ওপড়ে। এক সাথে দুটি পুরুষের মনে সে রাখে কি উপায়ে। চিন্তা-ভাবনা কিছুই কাজ করছে না তার। সোহম যেমনটি হোক না কেন, তার স্বামী যে তার প্রতি কতটা দূর্বল সে নয়নতারার অজানা নয়। নয়নতারা নিজেও স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবতে পারেনি কখনোই।
সোহম নিতান্তই বিরস পুরুষ মানুষ। প্রেম ভালোবাসা বা সাংসারিক সাধারণ রসবোধটুকুর কিছুই বিশেষ নেই তার মাঝে। তার ওপড়ে কিছু বাজে বন্ধু জুটিয়ে মদ,জুয়ার অভ্যেস কে আপন করে নেয় সে। তারপরেও নয়নতারার জীবন মন্দ ছিল না। শারীরিক চাহিদা স্বামীর কাছে ও হৃদয়ের চাহিদা টুকু সঞ্জয়কে দিয়ে পুষিয়ে নিয়েছিল সে। কখনো ভাবতেও পারেনি কোন এক কালে এমন দোটানায় ভগবান ফেলবেন তাকে। যে শরীরে স্বামী ছাড়া অন্য কেউ কখনো স্পর্শ করেনি,এখন কিনা আরেকটা পুরুষ তার শরীরে হাত দিচ্ছে। আর শুধু হাত দিয়েই কি শান্তি হচ্ছে তার! সে যে একপ্রকার দলাই মলাই করেছে তার দেহটাকে। কিন্তু কি আশ্চর্য! তাতে নয়নতারা প্রতিবাদ তো করেনই নি উল্টো মৌন সমর্থন দিয়ে গেছে। ভাবতে ভাবতেই নয়নতারার চোখের কোন আদ্র হয়ে এলো।
রাত্রি যখন আরো গভীর হয়ে,নয়নতারা তখন একখানি প্রদীপ জ্বালিয়ে রাস্তার কাছে পাচিল ঘেষে দাঁড়ায়। তার চোখে অশ্রু দাগ মেলায়নি এখনো। অশ্রুসিক্ত দুই চোখ কেউ কে এই অন্ধকার পথে খুঁজে চলেছে। অবশেষে রাত যখন বারোটা পেরিয়ে গেল, তখন এক অজানা ভয়ে হঠাৎই নয়নতারা মুখখানি বিবরণ হয়ে গেল। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করেছে। সে আর থাকতে না পেরে হাতের প্রদীপ ফেলে ছোটে তার বাবার ঘরের দিকে।
/////
সারা রাত্রি নয়নতারা ঘুমায় নাই। শেষ রাতের দিকে খবর হয়; সঞ্জয় ও পুলক দেবুকে সাথে নিয়ে নদীপথে গেছে মধুপুর সাস্থ্য কেন্দ্রে। মাঝি পাড়ার কোন এক বালক গাছের ডাল ভেঙে পরে গিয়ে পা ভেঙেছে। সেদিন নন্দলালের কাছে খবর পাওয়া মাত্রই সঞ্জয় নিজে ডাক্তার সাথে নিয়ে দেখে আসে। ব্যথায় এমন অবস্থা যে বিছানাতেই পাশ ফিরিতে পারে না। গতকাল ছেলেটি অবস্থা খারাপ হওয়াতেই শীঘ্রই তার ব্যবস্থা করতে তাদের মধুপুর যাত্রা।
দুপুরে দেবু ফেরে, কিন্তু নয়নতারার মন মানে না। তবুও মনের ভাবে মনে চেপে সে সংসারের কাজে মন লাগায়। সঞ্জয় ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়। তখন নয়নতারা বাবুকে কোলে নিয়ে জামগাছটার তলায় বসে আসে। এই সময়টা বেশিরভাগ সময় পাড়ার মেয়েদের আসর বসে এখানটায়। কিন্তু আজ নয়নতারার মনের অবস্থা বিশেষ ভালো না হওয়াতে আসর বসার আগেই উঠে গিয়েছিল।
সঞ্জয় বাড়ি ফিরে বেশ ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ির পাশটায় বসে পরে। তার পরেই চোখে পরে রান্নাঘরে পাশে জামগাছের তলায়। নয়নতারা এক দৃষ্টিতে তাকিয়ে তারই দিকে। প্রথমে সঞ্জয় ব্যাপারটা বুঝতে না পারলেও,পরক্ষণেই নয়নতারার মুখপানে তাকিয়ে সিড়ি থেকে উঠে এগিয়ে যায় সে। নয়নতারার সামনে হাটুগেড়ে তার হাত দুখানি রাখে নয়নতারার গালের দুই পাশে। নয়নতারার চোখে চোখ পরে সঞ্জয়ের। পাখির নীড়ের মত সাজানো গোছানো নিখুত জোড়া আখি। যে চোখ এক টুকরো মিষ্টি হাসির যোগ্য সহযোগী, সেই চোখে এখন কেমন বিষাদময় অতৃপ্তি! ওই অনিন্দসুন্দর চোখ, ওই মায়াবী আকর্ষন হাহাকার জাগিয়ে তোলে সঞ্জয়ের মনে। তার মস্তিস্কের আধাধুসর কোষগুলো জট পাকিয়ে যেতে থাকে যেন। মাথার ভেতর চিনচিনে ব্যাথা অনুভব হয়। সৌন্দর্যের বিকিরনে এ কেমন প্রতিক্রিয়া? রাঙা ওষ্ঠাধরের মৃদু কম্পন জানিয়ে দেয় নয়নতারা কিছু বলতে চাইছে। কিন্তু ঠোঁটের কম্পন সহযোগে নাকের দুই পাশে কেমন ফুলে ফুলে উঠছে তার। তবে মুখ দিয়ে একটি বাক্য উচ্চারণ হচ্ছে না। সঞ্জয়ের এই দৃশ্য বেশিক্ষণ সহ্য্য হয় না,সে বুকে টেনে নেয় নয়নতারাকে। কানের কাছটায় মুখ গুজে ফিসফিসিয়ে বলে,
– বড্ডো অন্যায় হয়ে গেছে বৌদিমণি। এবারকার মতো ক্ষমা কর লক্ষ্মীটি। আর এমনটি কখনোই হবে না।
অপরাধী যেই হউক,সঞ্জয়ের বুকে মাথা রেখে নয়নতারা চোখের জল সামলাইতে পারিল না। সঞ্জয়ের মিষ্টি কথা বা শান্তনা কোনটাই এইক্ষেত্রে কাজে লাগিলো না। অবশেষে সঞ্জয় নয়নতারার দেহকে বাহুপাশে আবদ্ধ করে এক নিষ্ঠুর চুম্বনের দ্বারা পিষ্ট করে নিলে তার অধরােষ্ঠকে। এতে নয়নতারার অশ্রু থামলেও আবারও রাগের উপ্রদব দেখা দিল। তবে সঞ্জয় নয়নতারাকে তার বাহুর বন্ধন থেকে মুক্ত করলো না,খানিকটা সময় তাকে জড়িয়ে সেখানেই বসে রইলো।
নয়নতারার নিজের কক্ষে খাটের ওপরে খাটের থালা হাতে বসিয়া। সঞ্জয় ঠিক তার পায়ের পাশেই মেঝেতে বাবু কোলে করিয়া বসিয়াছিল। আজ বহুদিন পর নিজ হাতে সঞ্জয়ের মুখে খাবার তুলে দিতে দিতে অতিত জীবনের স্মৃতি মনে পরে নয়নতারার।
আজকের কথা নয় সে, নয়নতারার বিবাহের ছয়মাস পরের কথা। তখন তার বয়স পনেরো কি ষোল। সঞ্জয় তখন আট কি নয় বছরে বালক। সঞ্জয়ের সাথে দেখা হবার আগ পর্যন্ত নয়নতারা জানিত না তার একটি দেওর আছে। যখন জানিয়াছিল তখন তার বিস্ময়ের অন্ত ছিল না। প্রথম প্রথম সঞ্জয় তার কাছে ঘেষতো না। নয়নতারা স্বামী বা অন্য কেউ কাছে পিছে না থাকলেই তার দেখা মিলতো।সম্পূর্ণ ঘটনা বলার প্রয়োজন নয় বলেই মনে করি। তবে যেদিনকার ঘটনা সেদিন নয়নতারা মা কি একটা কারণে বাড়ির বাইরে ছিল। বাকিরা কেহই বাড়িতে না থাকিবার দরুন নয়নতারা সেদিন স্বামীর আদেশ অমান্য করিয়া সঞ্জয়কে কাছে ডাকিয়া ছিল। সঞ্জয় ধির পদক্ষেপ নাগালের মধ্যে আসতেই নয়নতারা তার একখানা হাত বাড়িয়ে কাছে টেনে নেয়। এবং তার সহিত ভাব জমানোর উদেশ্যে একখানা সন্দেশ হাতে দিয়া জিজ্ঞাসা করিয়াছিল,
– কি ওমন দেখা হয় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে! বর হবে আমার?
সঞ্জয়ের হাতের সন্দেশ সমাপ্ত হইলে সে উত্তরে ওপড় নিচ সম্মতি সূচক মাথা নাড়ে। কি বুঝিয়া সঞ্জয়ের এই রূপ ভাব প্রকাশ কে জানে, বোধ হয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে, বরে বুঝি কেবল সন্দেশই খায়। তবে আজ এতদিন পরে সেই স্মৃতি মনে পরতেই নয়নতারার মুখ খানিক রাঙা হয়ে উঠলো। অবশ্য সঞ্জয়ের চোখে এই দৃশ্য পরলো না। তবে এর পর থেকে নয়নতারা যেন সঞ্জয়ের কাছে আরও খানিকটা সহজ হয়ে এল। সুযোগের সৎ ব্যবহার কি করিয়া করিতে হয় সঞ্জয় তা জানিতো। আর তা জানিতো বলিয়াই পোড়া কপালি নয়নতারার যন্ত্রণা দিনে দিনে বৃদ্ধি পেতেই শুরু করলো। যেই কাজ নয়নতারা স্বামীও কোন কালে করে নাই, সঞ্জয় তাই করিতে আরম্ভ করিয়াছিল। দৈনিক সকাল- সন্ধ্যা হাটে যাবার ও আসবার সময় সে নয়নতারার চুম্বন এক রকম বাধ্যতামূলক করিয়া নিল। শত অপরাধবোধ অনুশোচনা থাকিবার পরেও কি করিয়া সেই নিষিদ্ধ আকর্ষণ জয়ী হইতো নয়নতারা তা বুঝিয়া উঠিতে পারিতো না।
আপাতত এটুকুই আগামীকাল লেখার সুযোগ হবে না,নয়তো আর একটু বড় করতাম আপডেট। তবে সমস্যা কি আপাতত এটা চলুক, তারপর.....
The following 14 users Like বহুরূপী's post:14 users Like বহুরূপী's post
• bad_boy, Boss1996, Charon, crappy, Mamun@, moly.maji, ojjnath, poka64, Ptol456, Roy234, Sage_69, samael, Sweet angel, ৴৻সীমাহীন৴
Posts: 784
Threads: 0
Likes Received: 350 in 286 posts
Likes Given: 1,597
Joined: Feb 2022
Reputation:
15
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
(06-09-2024, 01:14 AM)Ari rox Wrote: অসাধারণ
থ্যাংস ব্রো❤️
•
Posts: 57
Threads: 0
Likes Received: 36 in 29 posts
Likes Given: 121
Joined: Aug 2022
Reputation:
6
(05-09-2024, 11:58 PM)বহুরূপী Wrote: পর্ব ২২
সঞ্জয়ের হাতের সন্দেশ সমাপ্ত হইলে সে উত্তরে ওপড় নিচ সম্মতি সূচক মাথা নাড়ে। কি বুঝিয়া সঞ্জয়ের এই রূপ ভাব প্রকাশ কে জানে, বোধ হয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে, বরে বুঝি কেবল সন্দেশই খায। তবে আজ এতদিন পরে সেই স্মৃতি মনে পরতেই নয়নতারার মুখ খানিক রাঙা হয়ে উঠলো। অবশ্য সঞ্জয়ের চোখে এই দৃশ্য পরলো না। তবে এর পর থেকে নয়নতারা যেন সঞ্জয়ের কাছে আরও খানিকটা সহজ হয়ে এল। সুযোগের সৎ ব্যবহার কি করিয়া করিতে হয় সঞ্জয় তা জানিতো। আর তা জানিতো বলিয়াই পোড়া কপালি নয়নতারার যন্ত্রণা দিনে দিনে বৃদ্ধি পেতেই শুরু করলো। যেই কাজ নয়নতারা স্বামীও কোন কালে করে নাই, সঞ্জয় তাই করিতে আরম্ভ করিয়াছিল। দৈনিক সকাল- সন্ধ্যা হাটে যাবার ও আসবার সময় সে নয়নতারার চুম্বন এক রকম বাধ্যতামূলক করিয়া নিল। শত অপরাধবোধ অনুশোচনা থাকিবার পরেও কি করিয়া সেই নিষিদ্ধ আকর্ষণ জয়ী হইতো নয়নতারা তা বুঝিয়া উঠিতে পারিতো না।
বেশ ভালই চলেছে। আরও চলুক
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
(06-09-2024, 09:40 AM)Charon Wrote: বেশ ভালই চলেছে। আরও চলুক
ধন্যবাদ❤️
•
Posts: 291
Threads: 10
Likes Received: 370 in 185 posts
Likes Given: 198
Joined: Oct 2021
Reputation:
41
06-09-2024, 11:08 PM
(This post was last modified: 06-09-2024, 11:09 PM by Fardin ahamed. Edited 1 time in total. Edited 1 time in total.)
চলিত ভাষা'ই ঠিক আছে
সাধু ভাষা সবাই নিতে পারবে না আমার মতে
যেমন আমি
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
06-09-2024, 11:28 PM
(This post was last modified: 06-09-2024, 11:29 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-09-2024, 11:08 PM)Fardin ahamed Wrote: চলিত ভাষা'ই ঠিক আছে
সাধু ভাষা সবাই নিতে পারবে না আমার মতে
যেমন আমি
ডোন্ট ওয়ারি! সাধু বেশি নেই, যেটুকু আছে তা সহজেই বোঝা যায়।
মাঝে মধ্যেই একটু আধটু হাত ফসকে যায় আর কি। সেদিকে নজর না দেই আমরা ,ওকে....!!
•
Posts: 156
Threads: 0
Likes Received: 185 in 132 posts
Likes Given: 294
Joined: Oct 2023
Reputation:
6
(06-09-2024, 11:28 PM)বহুরূপী Wrote:
ডোন্ট ওয়ারি! সাধু বেশি নেই, যেটুকু আছে তা সহজেই বোঝা যায়।
মাঝে মধ্যেই একটু আধটু হাত ফসকে যায় আর কি। সেদিকে নজর না দেই আমরা ,ওকে....!!
No problem
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
(07-09-2024, 08:09 AM)Mamun@ Wrote: No problem
থ্যাংস ব্রো❤️
•
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
For all of my lovely haters and lovely reader
Posts: 37
Threads: 0
Likes Received: 41 in 33 posts
Likes Given: 121
Joined: Feb 2024
Reputation:
0
(05-09-2024, 11:58 PM)বহুরূপী Wrote: সঞ্জয়ের হাতের সন্দেশ সমাপ্ত হইলে সে উত্তরে ওপড় নিচ সম্মতি সূচক মাথা নাড়ে। কি বুঝিয়া সঞ্জয়ের এই রূপ ভাব প্রকাশ কে জানে, বোধ হয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে, বরে বুঝি কেবল সন্দেশই খায়। তবে আজ এতদিন পরে সেই স্মৃতি মনে পরতেই নয়নতারার মুখ খানিক রাঙা হয়ে উঠলো। অবশ্য সঞ্জয়ের চোখে এই দৃশ্য পরলো না। তবে এর পর থেকে নয়নতারা যেন সঞ্জয়ের কাছে আরও খানিকটা সহজ হয়ে এল। সুযোগের সৎ ব্যবহার কি করিয়া করিতে হয় সঞ্জয় তা জানিতো। আর তা জানিতো বলিয়াই পোড়া কপালি নয়নতারার যন্ত্রণা দিনে দিনে বৃদ্ধি পেতেই শুরু করলো। যেই কাজ নয়নতারা স্বামীও কোন কালে করে নাই, সঞ্জয় তাই করিতে আরম্ভ করিয়াছিল। দৈনিক সকাল- সন্ধ্যা হাটে যাবার ও আসবার সময় সে নয়নতারার চুম্বন এক রকম বাধ্যতামূলক করিয়া নিল। শত অপরাধবোধ অনুশোচনা থাকিবার পরেও কি করিয়া সেই নিষিদ্ধ আকর্ষণ জয়ী হইতো নয়নতারা তা বুঝিয়া উঠিতে পারিতো না।
এর অপেক্ষা ছিলাম, দেখা যাক এখন কি হয়।
Posts: 291
Threads: 10
Likes Received: 370 in 185 posts
Likes Given: 198
Joined: Oct 2021
Reputation:
41
(08-09-2024, 09:17 AM),,., Wrote:
দিনদিন এ-সব ফালতু কমেন্ট বেশি দেখছি
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
(08-09-2024, 10:24 AM)Fardin ahamed Wrote: দিনদিন এ-সব ফালতু কমেন্ট বেশি দেখছি
ঐ সবে নজর দিও না,ওসব আসবে যাবে থাকবে না। তবে, এই সব লিংকগুলো তে ক্লিক করা থেকে বিরত থাকো,আর কোন সমস্যা নেই।
(08-09-2024, 08:48 AM)৴৻সীমাহীন৴ Wrote: এর অপেক্ষা ছিলাম, দেখা যাক এখন কি হয়।
•
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
10-09-2024, 06:03 PM
(This post was last modified: 10-09-2024, 10:09 PM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
পর্ব ২৩
সাধারণ চুম্বনও যে এত মারাত্মক রূপ ধারণ করতে পারে, সেটি নয়নতারার জানা ছিল না। অবশ্য বইয়ের পাতায় প্রেম চুম্বনের বিবরণ সে পড়েছিল বটে। তবে কিনা বইয়ের পড়া আর ব্যস্ততা মধ্যে ফারাক অনেক। তাছাড়া সেই সকল চুম্বন বিদ্যা নয়নতারার দাম্পত্য জীবনে কোন কাজেই লাগে নাই। মোট কথা সোহম ও নয়নতারার দাম্পত্য জীবনে চুম্বন অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ।
তো যা বলছিলাম, চুম্বন। তা শুধু চুম্বন হলেও চলতো। কিন্তু চুম্বনের সাথে আরও কিছু অপ্রীতিকর! না না বোধহয় সম্পূর্ণ রূপে অপ্রীতিকর নয়। তবে সে যাইহোক, চুম্বনের সময় সঞ্জয়ের হাত দুখানি বড্ড অবাধ্য হয়ে উঠতো। নয়নতারার কোমল হাতের মৃদুমন্দ বাঁধাকে তারা তোয়াক্কা করতো না বললেই চলে।
এই আজ সকালেই তো, নয়নতারার কক্ষের দরজার পাশে তাকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করার সময়; সঞ্জয়ের হাত খানি নয়নতারার ডান পাশে স্তন রি বেহাল অবস্থা করলো "উফ্" এখন ভাবতেও লজ্জা করে তার। ফর্সা মুখখানি রক্তিম বর্ণ ধারণ করে মূহুর্তেই। তখনও বাবুকে খাওয়ানো হয়নি। সঞ্জয়ের ওই নির্দয় হাতের চাপে দুধ বেড়িয়ে নয়নতারার কাঁচুলির খানিকটা ভিজিয়ে দিয়েছিল। সঞ্জয় ছাড়বার পরে বেশ খানিকক্ষণ বুকের ডান পাশটা টনটন করছিল। এই রাত্রিকালে আরশীর সামনে দাঁড়িয়ে এই সব ভাবতে ভাবতেই নয়নতারা কামসিক্ত হয়ে পরে।
উঠনে চাঁদের আলো পরছে,খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ডুকছে। আর সেই জানালার একদম সোজাসুজি নয়নতারা শুধুমাত্র একটি বেগুনি শাড়ি গায়ে জড়িয়ে, আরশীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। না শুধু দাঁড়িয়ে রয়েছে বললে ভুল বলা হবে। নয়নতারার হাত দুখানি তার সর্বাঙ্গের কামজ্বালা নিবারণের চেষ্টা করে চলেছে। আর সেই সাথে নয়নতারা নিজের মনে ভেবে চলেছে এই কদিন ধরে ঘটে চলা নিরবিচ্ছিন্ন কতগুলি ঘটনার কথা।
না, সব গুলি বলে শেষ করবার সময় নেই হাতে।এই আজ দুপুরের ঘটনায় বা কম কিসে; সঞ্জয়ের ঘরে ঢুকে দেবু যখন খাবারের পাত্র গুলি টেবিলে নামিয়ে নেমে গেল। তখন নয়নতারার জলের পাত্র ও একটা তাল পাখা হাতে নিয়ে দরজার পাশ থেখে বেরিয়ে সঞ্জয়ের ঘরে প্রবেশ করে। সঞ্জয় তখন এক দৃষ্টিতে তার বৌদিমণির নগ্ন পা দুখানির দিকে তাকিয়ে কান পেতে আছে নুপুরের রুনুঝুনু আওয়াজ শোনার জন্য।
যথাযথ নুপুরের আওয়াজ তুলেই নয়নতারা এগিয়ে এলো টেবিলের কাছে। সঞ্জয় অপেক্ষায় ছিল,নয়নতারা হাত থেকে জলের পাত্রটি টেবিলে নামানোর সাথে সাথেই বাঁ হাতখানি চেপেধরলো সে। তারপর এক হেঁঁচকা টানে নয়নকে তার কোলে টেনে নিল। নয়নতারাকে বাঁধা দেবার কোন রকম সুযোগ না দিয়ে এক হাতে কোমড় জড়িয়ে নয়নের ভাড়ি নিতম্বটা কোলের ওপড়ে চেপে রাখলো সে।
এমন আকষ্মিক ও অপ্রত্যাশিত ঘটনাটির জন্যে নয়নতারা তৈরি ছিল না। খানিকক্ষণ প্রায় বাকরুদ্ধ হয়ে রইল সে। তারপর হঠাৎ ভাড়ি নিতম্ব নিচে শক্ত কিছু একটার স্পর্শে পাওয়া মাত্রই সে সর্বাঙ্গ মুচড়ে উঠে পরতে চাইছিল। তবে সঞ্জয়ের পেশীবহুল দেহের শক্তির সাথে সে পারবে কেন! সঞ্জয়ের পুরুষালী হাতের চাপের কাছে নয়নতারার বাধা বড্ড দুর্বল হয়ে পরলো। অবশেষে তার মায়াবী চোখ দুটি সঞ্জয়ের মুখের পানে তুলে ধরে খানিক অনুরোধ মাখা কন্ঠে বলল,
– এখন এই ভরদুপুরে আবার ওসব কেন! দোহাই লাগে ঠাকুরপো এখন ছাড় আমায়।
– রাত্রিরে তোমায় পাবে কোথায় আমি! এই এখন খেয়ে দেয়ে বেরুতে হবে পাশের গ্রামে,ওখান থেকে ফিরে আবার সেই মধুপুর সাস্থ্য কেন্দ্র। ফেরার সময় নৌকা না পেলে আজ আর ফেরা হবে না হয়তো।
– তাই বলে যখন তখন এমন কান্ড করতে হবে,কেউ দেখে ফেললে...
– ধুর,কে দেখবে? এখানে তুমি আমি ছাড়া আর কে আছে বল?
নয়নতারার হয়তো ছাড়া পেতে আর বাহানা দাড় করতো। কিন্তু কিছু বলার আগেই কোমড়ে রাখা সঞ্জয়ের হাতখানির নড়াচড়া টের পায় সে। এতখন সেদিকে নজর ছিল না। কথার ফাকে সঞ্জয় নয়নতারার সুগভীর নাভিটি কাপড় ঠেলে উন্মুক্ত করে দিয়েছে। এখন সেখানে আঙুলের ছোঁয়া লাগতেই মূহুর্তে যেন বিদ্যুৎ শিখা বয়ে গেল নয়নতারার শরীরের শিরা উপশিরা দিয়ে। ডান হাতে ধরা তালপাখাটি হাত ফসকে মেঝে পর গেল। দাঁতে ঠোঁট কামড়ে নিজের অনুভূতি সংবরন করলো কোন মত। তারপর বাঁ হাতটি সঞ্জয়ের বুকে মেলে ধরে কোমল কন্ঠে তাকে বোঝানোর জন্যে বলল,
– দোহাই লাগে লক্ষ্মীটি আমার কথা শোন একবার….
– উঁহু, আমার এখুনি চাই, নয়তো কাল সকাল অবধি অপেক্ষা করতে করতেই পাগল হয়ে যাবো বৌদিমণি। তুমি কি তাই চাইছো?
নয়নতারাকে কথা শেষ করতে না দিয়েই সঞ্জয় খানিক ছেলেমানুষি আবদার করে বসে। নয়নতারা অনুভব করে সঞ্জয়ের একটি আঙ্গুল তার নাভির ভেতর ঢুকে ঘোরাঘুরি শুরু করেছে। অন্য হাতটি কোমড় ছাড়িয়ে শাড়ির ফাঁক গলে আর ভেতরে উঠে আসছে। এই অবস্থা নিজের চিত্ত সংযত রাখা কঠিন হয়ে পরে । কিন্তু নয়নতারা জানে এখন সামাল না দিলে জল এখনি অনেক দূর গড়িয়ে যাবে।
সে ডান হাতটি তুলে আনে সঞ্জয়ের গালের একপাশে। তার রক্তিম ঠোট জোড়া এগিয়ে আলতোভাবে সঞ্জয়ের ঠোটে ছোয়ায়। সঞ্জয় তখন বাঁ হাতে নয়নতারার পেট ও ডান হাতে মাথার পেছনটা খামচে ধরে।তারপর নিজে ঠোঁট জোড়ার মাঝে নয়নতারার নরম ঠোঁটটি নিয়ে চুষতে শুরু করে।
একসময় ধীরে ধীরে নয়নতারার উষ্ণ মুখের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করে তার লালাসীক্ত জিভটা। কিন্তু নয়নতারার জিভের বাধা পেয়ে চোখ মেলে তাকায় সঞ্জয়। দু'জোড়া ঠোঁটের সাথে তখন দু'জোড়া চোখের মিলন ঘটেছিল। চোখের ভাষায় নয়নতারার কি বলেছিল তা এখন বোঝি মুসকিল। তবে সঞ্জয় সুবোধ বালকের মতো নয়নতারাকে ছেড়ে দেয় পরক্ষণেই। তবে তার মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছিল এতো অল্পে নয়নতারাকে ছাড়বার কোন ইচ্ছা তার ছিল না। কিন্তু নয়নতারাকে রাগিয়ে দেওয়াটা মোটেও লাভজনক নয় বলেই সে খাটে নয়নতারার মুখোমুখি খেতে বসে পরেছিল। নয়নতারা তখন ছাড়া পেয়ে ঝুঁকে পরে তালপাতার পাখাটা হাতে তুলে টেবিলের পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। খেতে খেতেই সঞ্জয় আড়চোখে দেখছিল বারবার।কি দেখছিল কে জানে, হয়তো নয়নতারার ফর্সা গাল দুটিতে রক্তিম আভা ফুটে ছিল তখনও।
এই মুহূর্তে আরশীর সামনে শাড়ির ওপড় দিয়ে আলতোভাবে নিজের দুধগুলো টিপতে টিপতে দুপুর বেলার কথাই ভাবছিল নয়নতারা। ভাবছিল বাধা না দিল কি হতো? সঞ্জয় নিশ্চয়ই তার নাভিতে হাত বুলিয়েই ক্ষান্ত হতো না। ওতো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার। ওমন ভুল সঞ্জয়ের মত লোক করবে কেন শুনি! আর একটু দেরি হলে হাতখানি নিশ্চয়ই তার শাড়ির তলায় ঢুকিয়ে একটা কেলেঙ্কারি কান্ড ঘটিয়ে ছাড় ত সে।আর ভাবে উঠতে পারে না নয়নতারা। শাড়ি গুটিয়ে নিজের হাতখানিই ধিরে ধিরে চালান করে ভেতরে।
নয়নতারার হাতটি যখন তার রেশমী যৌনকেশের আড়ালে যোনিদেশের নাগাল পায়। তখন ক্রমেই তার মুখ থেকে “আহহ্....উঃ..….উফ্..” করে অদ্ভুত সব কামাতুর আওয়াজ বেরিয়ে আসতে থাকে। দু পা পিছিয়ে "ধপ" করে বিছানায় বসে পরে সে। শাড়িটা আরো খানিকটা গুটিয়ে পা দুটি মেলে ধরে দেহের দুপাশে। এখন নয়নতারার ডানহাতের মধ্যমা তার যোনিপথের ভেতরে। সেই সাথে তর্জনী আর অনামিকা যোনির দুই পার্শ্বে ঘর্ষণ খাচ্ছে ক্ষণে ক্ষণে। ঘন নিশ্বাসের সাথে সাথে ফুলে ফুলে উঠেছে শাড়ি আঁড়ালে লুকানো সুডৌল স্তনদুটি। কামতপ্ত নয়নতারার তখন কি আর অন্য কোন দিকে খেয়াল আছে!
যৌন উত্তেজনা তার সর্বাঙ্গে কাপুনি ধরিয়ে দিয়েছে। চোখের সামনে ভেসে উঠছে সেই দিনকার সেই পতনে দৃশ্যটি। কিভাবে শুধুমাত্র তার দেহে স্পর্শ সঞ্জয়ের কামদন্ডটিকে উত্তেজিত করে তুলেছিল। নয়নতারা নিজের কল্পনায় সেটা আকার নিরধারণ করার চেষ্টা করে।সেই সাথে বাঁ হাতে ভর দিয়ে খানিক পেছনে ঝুঁকে পরে সে। আঙ্গুলের গতি বৃদ্ধির সাথে “আঃ… উঃ…” করে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে তার কন্ঠনালী থেকে। এমন সময় দোরের বাইরে পর পর দুইবার আঘাত শুনে চমকে ওঠে সে। দরজার দিকে তাকাতেই খোলা জানালাটা চোখে পরে তার। পরক্ষণেই আবারও দরজায় আঘাতের সাথে ভেসে আসে সঞ্জয়ের ডাক,
– বৌদিমণি! বৌদিমণি!! কি হয়েছে?
নয়নতারা একটু পরেই গাল দুখানা ফুলিয়ে বেরিয়ে এলো। বেচারা সঞ্জয় না বুঝিয়া বা বুঝিয়া যা করলো,তাতে নয়নতারা তার প্রতি বিরক্ত এবং খানিকটা রাগান্বিতও বটে। তবে কিনা লজ্জা নারীর ভূষণ, অলংকার স্বরূপ। তাই বোধকরি সঞ্জয় এই যাত্রা বাঁচিয়া গেল। তবে নয়নতারার মনে খানিক সন্দেহ রয়ে গেল খোলা জানালাটা নিয়ে। সে সঞয়ের মুখের দিকে থাকি কি যেন বোঝার চেষ্টা করতে লাগলো।
রাত্রি সারে এগারোটার কাছাকাছি। সঞ্জয়ের আজ ফেরার কথা ছিল না, অনন্ত নয়নতারা তাই জানতো।কিন্তু সেখানে থাকবার বিশেষ সুবিধা নেই বলেই সঞ্জয়ের এই অসময়ে বাড়ি ফেরা। তবুও ভগবানের অশেষ কৃপায় একাটা মাজ ধরার নৌকা শেষকালে পাওয়া গিয়াছিল বলিয়া রক্ষা। নয়তো সাস্থ্য কেন্দ্রের খোলা বারান্দায় রাত্রি যাপন করা ছাড়া উপায় ছিল না।
এই রাত্রি বেলাই সঞ্জয় কলঘরে স্নান করতে ঢুকলো। নয়নতারা দোতলা থেকে সঞ্জয়ের কাপড় নিয়ে এসে চুপটি করে দাঁড়িয়ে আড়চোখে তাই দেখতে লাগলো। কিন্তু মনে মনে কেমন যেন অস্বস্তি,উদ্বিগ্নতা। খানিক আগেও সে সঞ্জয়ের কথা ভেবে গুদে আঙ্গুল দিয়েছে। এখন চোখের সামনে সঞ্জয়ের উদোম দেহটা দেখেই শরীরে কেমন শিরশির অনুভূতি হচ্ছে। হস্তমৈথুন অসমাপ্ত থাকায় এই অনুভূতি নয়নতারার ঝেরে ফেলতে পারছে না। তার দেহের অতৃপ্তি ভেতর ভেতর পুড়িয়ে চলেছে তাকে। আর তার দেবরটিও বলি হাড়ি,ওমন অসভ্যের মতো কলঘরের দোরের মুখোমুখি দাঁড়িয়ে কেন? একটু আড়ালে গেলে এমন কি ক্ষতি হয় তার!
– বৌদিমণি শুনছো!
হঠাৎ চমক ভাঙে নয়নতারার। সঞ্জয় ডানহাত বারিয়ে ডাকছে তাকে। নয়নতারা হাত বাড়িয়ে কাপড়গুলো তুলে দেয় সঞ্জয়ের হাতে। তারপর ধিরে ধিরে রান্নাঘরের ঘরের দিকে পা বারায় সে।
//////
– আমার মাথা খাবে যদি ওঠো! অল্প হলেও কিছু পেটে পরা চাই।
– বাদ দাও না বৌদিমণি, এখন খেতে ইচ্ছে করছে না আমার।
নয়নতারার ভাব মুর্তির কোন পরিবর্তন দেখা গেল না। উল্টো খাবারের থালাটা সে তার নিজের হাতে তুলে নিল। সঞ্জয় বেগতিক দেখে আর আপত্তি করলো না। কোন ক্রমে কিছু মুখে তুলে খাবার পর্ব সাড়লো। তবে সত্য বলতে সঞ্জয়ের শরীরটা আজ সত্যিই ভালো নেই। নয়নতারাকে এইভাবে দেখার সুযোগ না মিললে,এতক্ষণে সে নিজের ঘরে গিয়ে শুয়ে পরতো। স্নান-খাওয়া তো বাহানা মাত্র।
আসলে নয়নতারাকে ডাকার পর সে যখন তার রাত্রিকালীন সাজে শয়নকক্ষের বাইরে বেরিয়ে এলো। তখন থেকেই সঞ্জয়ের মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। বাড়ি ফিরে এই রূপে নয়নতারাকে কাছে পাবে এই কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি।সে নৌকার একপাশে মাথায় হাত রেখে শুয়ে ভেবেছিল ,বাড়ি ফিরেই সটান দোতলায় উঠে ঘুম লাগাবে। সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে অসুস্থ দেহটা তার ক্লানত হয়ে পরেছিল। তবে নয়নতারার নগ্ন বাহুতে বেগুনি রঙে শাড়িটা তার দেহ মনে উত্তেজনার সঞ্চার করেছে নতুন করে।
এদিকে নয়নতারার এখনো সেদিকে নজর নেই।সে বেমালুম ভুলে বসে আছে তার এই সাজের কথা। মনে মনে নয়ন এখনো সঞ্জয়ের প্রতি বিরক্ত পোশন করছে কি না, তাও এখন আর বোঝা যাচ্ছে না। নয়নতারা খানিকক্ষণ জোড়া জুড়ি করে সঞ্জয়কে আরও খানিকটা খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হল।এবং আপন মনে সবকিছু গূছিয়ে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল।
এদিকে নয়নতারার পিছু পিছু সঞ্জয় এগিয়ে গেল সে দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে নয়নতারাকে দেখতে লাগলো। তবে বেশিক্ষণ নিজে মনতে আটকে রাখতে পারলো না। নয়নতারা রান্নাঘরে প্রবেশের অল্পক্ষণ পরেই সঞ্জয় এগিয়ে গেল সেদিকে। নয়নতারা যখন রান্নাঘরে সব রেখে বেরুতে যাবে, ঠিক তখনই সঞ্জয় এসে দাঁড়ালো রান্নাঘরের দোর আগলে।
নয়নতারা প্রথমটায় বুঝতে না পারলেও সঞ্জয়ের ভাবভঙ্গি তাকে পরিস্থিতি বুঝিয়ে দিল। তবে নয়নতারার খানিক কঠিন হবার চেষ্টা চালালো,
– খবরদার! এখন ওসব একদমই চলবে না,দুপুরের কথা মনে নেই বুঝি? আজ অনেক জ্বালিয়েছো আমায়,এখন নিজের ঘরে যাও বলছি।
তা দুপুরের কথা সঞ্জয়ের মনে আছে বৈকি, বেশ মনে আছে। তবে কিনা এই সাজে নয়নতারাকে পাবার ইচ্ছে সঞ্জয়ের বেশ প্রবল। আমার জানা মতে পাঠক-পাঠিকাদেরও এই কথা অজানা নয়।
নয়নতারার এই রাত্রিকালীন সাজ সঞ্জয়ের কত রাতের ঘুম কেরেছে তার হিসেবে মেলান বাকি আছে এখনো। সুতরাং সঞ্জয় পথ না ছেড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে পরলো।
– সে তো উপরি পাওনা বৌদিমণি, তাছাড়া আমি কি জানি আর জানতাম রাতে ফিরতে হবে! অতসব হিসেবে করলে চলে না,সত্যি বলছি বৌদিমণি এখন তোমায় একটু কাছে না পেলে সারা রাত আর ঘুমতে পারবো না।
রান্নাঘরের আলো নেভানো,চাঁদের আলোয় সমুখে দোরের মুখটুকুই শুধুমাত্র দেখা যায়। এই অবস্থায় সঞ্জয়ের পেশীবহুল দেহটা যেন এক বিশাল পর্বতের মতো ঠেকছিল নয়নতারার, এই পর্বত ডিঙিয়ে বেরুনো তার পক্ষে অসম্ভব।
যদিওবা,এই কয়েদিনে চুম্বনটা এক রকম স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু বোধকরি এই অন্ধকার পরিবেশ নয়নের মনে খানিকটা ভয়ের সঞ্চালন করছিল। তাছাড়া সঞ্জয়ের আর অল্পে মন ভরে কই! নয়নতারাকে কাছে টানবার একটা বাহানা পেলে তো তার আচরণ হয় উন্মাদের মতো। এই যগন তার মনের ভাবনা,তখন হঠাৎ বিদুৎ চমকের মতোই নয়নতারার মনে পড়লো সে শুধু শাড়ির আঁচল বুকে জড়িয়ে আছে। এতখন ধরে সে সঞ্জয়ের সামনে এইরূপ ভাবে বসে ছিল ভেবেই সর্বাঙ্গে তার কাঁপুনি ধরে গেল।খানিক ভয়ে দুপা পিছিয়ে যেতেই অন্ধকারে কিসের সাথে যেন পা বেধে টলে গেল সে।
ভারাক্রান্ত নয়নতারার পক্ষে টাল সামলানো সম্ভব হল না,কিন্ত সঞ্জয় কোন মতে জড়িয়ে ধরে নয়নতারার পতন ঠেকালো।
– এত ভয় কিসের তোমার!মনে হয় যেন ভূত দেখছো! শুধুমাত্র অল্পক্ষণের জন্যে কাছে চাইছি তোমায়, আর তো কিছু নয়।
নয়নতারা কোন উত্তর না করলেও নিজেকে ছাড়িয়ে নিল না। সঞ্জয় নয়নতারার মৌণ সম্মতি বুঝে নিয়ে, ডানহাতে চিবুক ঠেলে মুখখানি তুলল তার দিকে।তারপর আবারও বলতে লাগলো।
– তোমায় আজ বেশ দেখতে লাগছে বৌদিমণি, সত্যিই বলছি চোখ ফেরানো মুসকিল হয়ে পরেছিল আমার। আর একবার ভালোভাবে দেখতে ইচ্ছে করছে,দাড়াও আলোটা জেলে দিই।
বলতে বলতে নয়নতারাকে ছেড়ে এগিয়ে যেতে চাইলো সঞ্জয়। কিন্তু এই বার নয়নতারা দুহাতে তার একটা বাহু আঁকড়ে মৃদু আর্তনাদ করে উঠলো,
– নাহহ
সঞ্জয় দাঁড়িয়ে গেল,তার বুঝতে বাকি রইল না যে এতক্ষণ পার করে নয়নতারার হুশ ফিরেছে। এতখন নিজের অজান্তে ওই রূপে ঘোরাফেরা করলেও এখন আর তা করা নয়নতারার পক্ষে সম্ভব নয়। সঞ্জয় আর দেরি করলো না,সে বেশ বুঝতে পারছে যা করার জলদিই করতে হবে। নয়তো এই অবস্থায় নয়নতারার মত যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে।
সঞ্জয় তার হাতছাড়িয়ে নয়নতারার কোমড় পেছিয়ে ধরলো বাঁ হাতে,অন্য হাতটি যেন আপনাআপনি উঠে গেল নয়নতারার মাথার পেছনে। দুই হাতের দশটি আঙুল দ্বারা শক্ত করে আঁকড়ে ধরলো মাথা ও কোমড়। নয়নতারার কপালে ও নাকে সঞ্জয়ের উষ্ণ নিশ্বাস পরা মাত্র একবার শিউরে উঠলো নয়নতারার। অল্পক্ষণের ব্যবধানে মস্তক নামিয়ে সঞ্জয়ের ঠোঁট দুখানি চেপে বসলো নয়নের ঠোটে। নয়নের লালাসীক্ত জিভটা স্পর্শ করে সঞ্জয়ের জিভ এগিয়ে গেল নয়নতারার মুখের ভেতরে।
কতখন কাটলো তার খবর রইলো না। কামিনী রমণীর কামার্ত দেহ আর নিজের আয়ত্তে থাকলো না,চুম্বনের সময় বৃদ্ধির সাথে সাথে কেমন যেন অবশ হয়ে যেতে লাগলো। সঞ্জয়ের স্পর্শে অসমাপ্ত যৌনতৃপ্তির আক্ষেপ যেন মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো এবার।
সঞ্জয় নয়নকে আরও কিছুটা কাছে টেনে ডান হাতটি নামিয়ে আনলো নয়নতারার কাঁধ বেয়ে নিচের দিকে। টান পড়লো শাড়ির আঁচলে। নয়নতারার পক্ষ থেকে কোন বাধা এলো না। দেখতে দেখতে নয়নতারার শাড়ির আঁচল লুটিয়ে পরলো মাটিতে। সঞ্জয়ের হাত নেমে এল নয়নতারার স্তনের ওপড়ে। নয়নতারার মৌণ সম্মতিতে অবস্থার পরিবর্তন ঘটতে লাগলো জলদিই। শক্তপোক্ত হাতে নয়নতারার উন্মুক্ত স্তনদুটিকে চটকাতে চটকাতে সঞ্জয় নয়নতারাকে রান্নাঘরের মেঝেতে শুইয়ে দিল।
অপরদিকে নয়নতারাও দুইহাতে সঞ্জয়ের চুল ও কাঁধ আঁকড়ে চুম্বন করে চলেছে। যদিও তার বুঝতে বাকি নেই এখনকার পরিস্থিতি, কিন্তু কিসের টানে তার এতদিনের যত্নে রাখা সম্ভ্রম ভেঙেচুরে যাচ্ছে সেটি দেখবার আকর্ষণও কম নয়।
এদিকে নয়নতারার প্রতি সঞ্জয়ের আকর্ষণ সব সীমা ছাড়িয়ে গেছিল অনেক আগেই। শুধুমাত্র নয়নতারা বাধায় সে এগুতে সাহস পাচ্ছিল না। কিন্তু আজ নয়নতারার কোন রকম বাঁধা না দেওয়াতে সে অনেক দূর এগিয়ে এসেছে।তার সর্বাঙ্গে এখন এক অনাস্বাদিত যৌনশিহরণে আমেজ বয়ে চলেছে। এই অবস্থা নয়নতারার বাঁধা দিয়ে বসলে সে কি করবে বুঝে উঠতে পারছে না।
তবে ভয় থাকা শর্তেও হাত দুটি তার থেমে নেই। বোধকরি মনের চাপা ভয়ের কারণেই তারা আর দ্রুত সঞ্চালিত হচ্ছে। চুম্বনরত নয়নতারার শাড়ি কোমড় থেকে খানিক আগলা হয়ে গেছে,কিন্তু সেটি খোলার চেষ্টা করে সময় নষ্ট করলো না সঞ্জয়। টানতে টানতে শাড়িটা গুটিয়ে আনলো কোমড়ের ওপড়ে। তারপর চুম্নন ভেঙে উঠে বসলো। সঞ্জয়ের বাহু বন্ধন থেকে মুক্ত হতেই নয়নতারার মনে উত্তেজনা ও অনুতাপ মিলিয়ে এক মিশ্র অনুভূতি আবির্ভূত হল। নয়নতারার দুই পা আপনা আপনি একটা আর একটা সাথে চেপে বসতে শুরু করলো। অন্ধকারে ঠিক মতো কিছু দেখার উপায় নেই। চোখ সয়ে যটুকু দেখা যায়,তাতেই হাত বারিয়ে নয়নতারার শাড়ির আঁচল খানা টেনে আনলো বুকের কাছে।
বাঁধা দেবার শক্তি সে অনেখ আগেই হাড়িয়ে বসেছে।এখন মনে শক্তি সঞ্চার করে এই পরিস্থিতি কে মেনে নিতে প্রস্তুতি নিচ্ছিল সে। এমন সময় তার নগ্ন হাটুতে সঞ্জয়ের হাতে স্পর্শে যেন সর্বাঙ্গে কাটা দিয়ে উঠলো। নয়নতারার শাড়ির আঁচল ছেড়ে দেহের দুই পাশের মেঝে আঁকড়ে চোখ বুজলো।
এদিকে সঞ্জয় তার শক্তপোক্ত হাতের টানে নয়নতারার পা দুটিকে ফাঁক করে দিয়েছে, নয়নতারাকে পাবার এক অদম্য আকাঙ্ক্ষা পূর্ণ হবার উত্তেজনায় তার কামদন্ডটি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ নয়নতারার মুখের দিকে তাকিয়ে সঞ্জয় থমকে গেল। এই অন্ধকারের মধ্যেও যেন সে নয়নতারার মুখের ভাব বুঝতে পারলো। ভয়ে ভয়ে একটা হাত বাড়িয়ে আলতো ভাবে ছোয়াল গালে। নয়নতারার চোখে জল! মুহূর্তেই উবে গেল সঞ্জয়ের দেহের উত্তেজনা।আতকে উঠে সে সরে এলো নয়নতারার দেহের পাশ থেকে।
হটাৎ সঞ্জয়ের ছিটকে বেরিয়ে যাওয়াতে নয়নতারা নিজেও চমকে গিয়ে চোখ মেলে চাইলো। এমন হবার কথা ছিল না, নয়নতারা বহু কষ্টে নিজের মনকে পরবর্তী পরিস্থিতির জন্যে প্রস্তুত করে নিয়েছিল। এমন সময় সঞ্জয়ের হঠাৎ এমন পরিবর্তন তাকেও অবাক করে দিল। নয়নতারা উঠে বসতে বসতে সঞ্জয় রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নয়নতারা সঞ্জয়ের হঠাৎ এমন আচরণের কারণ বুঝতে পাড়লো না।
নয়নতারা সঞ্জয়ের ঘরের দরজায় কয়েকবার টোকা দিয়ে কোন সারা না পেয়ে নিচে নেমে এলো। নিজের ঘরে ফিরে নয়নতারা খাটের পাশে মেঝেতে হাটুমুড়ে বসলো সে। সঞ্জয়ের হঠাৎ এমন পরিবর্তনের কারণটি সে ধরতে পেরেছে ইতিমধ্যে।কিন্তু সঞ্জয়ের ভুল ভাঙানোর এখন কোন উপায় নেই সে নিজের ঘর খিল দিয়ে বসে আছে।
গতরাতের কথা ভেবে ভয়ে সঞ্জয়ের ঘুম এমনিতেই উড়ে গিয়েছিল। পরিস্থিতি এতটা খারাপ হবে সে নিজেও ভাবতে পারেনি। শেষে নয়নতারার কাঁদছে মনে করে তার পাগলামীর অবসান ঘটে। হাজার হোক ক্ষণিকের আনন্দ লাভের আশায় তার প্রাণে বৌদিমণির সাথে আজীবন বিচ্ছেদ সে সইবে কি করে।
খাবার সময় দেবু এসে তাকে ডাক দিয়ে গেল। কিন্ত সঞ্জয় গেল না। একে তো তার কাল থেকেই তির শরীর ভালো নেই, তির ওপড়ে গলকালকের কান্ডের পর নয়নতারার মুখোমুখি হতে তার মন সায় দিচ্ছে না।
সঞ্জয় দেবুকে ডেকে তার বন্ধু পুলকের কাজে খবর পাঠিয়ে দিল। আজ আর তার গঞ্জে যাওয়া হবে না,কিন্তু তার মোটরসাইকেল টা ইনিয়ে রাখতে হবে। গতকাল মধুপুর যিবির আগে সেটা দোকানে তুলে রেগেছিল,ফেরার সময় সে নেমেছে মাঝি পাড়াতে।
রাতে ঘুম হয়নি,তাই সঞ্জয় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নুপুরের আওয়াজ বাতাসে ভর করে তার কানে এসে লাগলো। সঞ্জয় সামনের দিকে মুখ ফিরিয়ে বসলেও নয়নতারার চোখে চোখ রাখতে পারলো না। তবে সে যা ভাবছিল তা কিন্তু হলো না। নয়নতারার বাবুকে সঞ্জয়ের কোলে তুলে দিয়ে আলতোভাবে গালে একটা চুমু এঁঁকে বলল,
– হয়েছে আর রাগ দেখাতে হবে না,খেতে এসে এবার।
সঞ্জয় চমকে মুখ তুলল, এতো কিছুর পরে বলাই ব্যাহুল সে এমনটা আশা করেনি। নয়নতারা সঞ্জয়ের অবাক হওয়া মুখের পানে তাকিয়ে একটু হাসলো। তারপর তার গালে হাত ছুইয়ে বলল,
– নিচে নামবে নাকি আমাকেই ওসব টেনে তূলতে হবে?
/////
সৌদামিনী প্রায় মাসখানেক কলকাতারা বাইরে কাটিয়ে গতকাল রাতে বাড়ি ফেরে। সকালবেলা বাগানে যাবার উদেশ্যে বাহিরে আশে।তখনি সিড়ি দিয়ে নামার সময় একগাদা চিঠি হাতে ঝিকে দাঁড়িয়ে থাকতে দেখে, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। এই মুহূর্তে চিঠি নিয়ে বসবার কোন ইচ্ছে দামিনীর ছিল না,
– ওপড়ের ঘরে রেখে আয় পরে দেখব।
বাগানে বেশিক্ষণ দামিনীর ভালো লাগলো না। সকাল সকাল একগাদা চিঠি দেখেই সে খানিক উদাসীন হয়ে পরেছে। নিজের ঘরে খাটের ওপড়ে খাম বন্ধ চিঠিগুলো পরেছিল, সেগুলো ছুয়ে দেখবার ইচ্ছেও তার ছিল না। চিঠি গুলো সৌদামিনীর একঘেয়ে ও বৈচিত্র্যহীন জীবনধারাকে মনে করিয়ে দেয় শুধু।তার পরেও শুধুমাত্র মেসোমশাইকে খুশি করার খাতিরে সৌদামিনী চিঠি নিয়ে বসতে হলো। বেশিরভাগ চিঠিই টাকা পয়সা ও ব্যবসার বিষয়ে। কিছু চিঠিতে আবার সুদর্শন কোন ডাক্তার বা উকিলের। এই সবের ভেতরে দুটি চিঠি সৌদামিনীর দৃষ্টি বিশেষ ভাবে আকর্ষণ করলো। চিঠি দুইটির ঠিকানা তালদিঘী,নয়নতারার লেখা।
আজ আর চলাচলির প্রশ্ন নয়।তালদিঘীতে নয়নতারা ও সঞ্জয়ের কি হলো তা জানতে পরের পর্বে আমন্ত্রণ রইলো সবার,বাকি আপনাদের ইচ্ছে...!
The following 13 users Like বহুরূপী's post:13 users Like বহুরূপী's post
• Boss1996, crappy, Fardin ahamed, moly.maji, poka64, Ptol456, Raj_007, Roy234, Sage_69, samael, sudipto-ray, Thumbnails, ৴৻সীমাহীন৴
Posts: 68
Threads: 0
Likes Received: 55 in 36 posts
Likes Given: 244
Joined: Jan 2019
Reputation:
0
Posts: 291
Threads: 10
Likes Received: 370 in 185 posts
Likes Given: 198
Joined: Oct 2021
Reputation:
41
Bah
Next part boro pabo ki
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
(11-09-2024, 01:12 AM)Fardin ahamed Wrote: Bah
Next part boro pabo ki
বলা যায় না,দেখি কি করা যায়।❤️
(10-09-2024, 09:40 PM)SUDDHODHON Wrote: অসাধারণ
ধন্যবাদ❤️
•
Posts: 470
Threads: 0
Likes Received: 976 in 412 posts
Likes Given: 784
Joined: Aug 2021
Reputation:
174
বৌদি আমার নয়নতারা
সারা অঙ্গ রসে ভরা
ঠোটগুলো সেই লেমনজুস
চুষি যখন হারাই হুস
দুধের কথা বলব কি আর
রসে ভরা জাম্বুরা
টিপলে সখী সানাই বাজে
মনের মাঝে তানপুরা
Posts: 737
Threads: 4
Likes Received: 1,745 in 449 posts
Likes Given: 952
Joined: Apr 2024
Reputation:
558
11-09-2024, 09:39 AM
(This post was last modified: 11-09-2024, 11:09 AM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-09-2024, 08:45 AM)poka64 Wrote: বৌদি আমার নয়নতারা
সারা অঙ্গ রসে ভরা
ঠোটগুলো সেই লেমনজুস
চুষি যখন হারাই হুস
দুধের কথা বলব কি আর
রসে ভরা জাম্বুরা
টিপলে সখী সানাই বাজে
মনের মাঝে তানপুরা
আমার থ্রেডে তোমায় সাদর ওয়েলকাম জানাছি পোকা দা❤️
পুরোনো কারো মন্তব্য পেলে মন ভরে যায়।
এখন কোন ক্রমে যদি
পিনু দা ,
রাজদীপ দা
ফ্যান্টাস্টিক ও ddey333'র কমেন্ট পাওয়া যেত, পুরো সোনায় সোহাগা হতো ব্যপারখানা।
Posts: 90
Threads: 0
Likes Received: 46 in 35 posts
Likes Given: 8
Joined: Nov 2022
Reputation:
2
|