07-11-2023, 03:12 PM
শহর থেকে এসে মহব্বত রহিম কে ডাকে তাদের ক্ষেতে।
রহিম- ছোট হুজুর ! আমারে মাফ কইরা দেন, এমন কাজ আর জীবনে করুম না। নাজমা চাচীর যৌবন দেইখ্যা নিহেরে আটতাইবার পারিনাই।
মহব্বত- শোন, আমি তোরে মাফ করে দিছি। আর তুই তো জবরদস্তি করস নাই যে ,তুই নিজেরে এতো গুনাহকারী ভাববি।আমি ডাকছি একটা কারণে।(চিন্তিত ভাব নিয়ে)
রহিম- হুকুম করেন খালি, কখন জান দিমু?
মহব্বত- আরে জান দেওন লাগব না। আমি আসলে ভাবতেছি, গ্রামের মানুষগুলারে নিয়া। কতদিন আর আমাদের জমিদারী অধীনে থাকবে। এইটা অন্যায়, দিনের পর দিন আমাগো তারা তাদের রক্ত পানি করা পরিশ্রম দিয়া আয় তুলে দিতাছে। আমি চিন্তা করতাছি কি, গ্রামের মানুষ দিয়া মামলা দেয়ামু , কারণ আব্বাূ তো মানবো না।
রহিম- অবাক হয়ে তাকায় আর বলে, কি বলতাছেন ভাইজান।
রহিম- ছোট হুজুর ! আমারে মাফ কইরা দেন, এমন কাজ আর জীবনে করুম না। নাজমা চাচীর যৌবন দেইখ্যা নিহেরে আটতাইবার পারিনাই।
মহব্বত- শোন, আমি তোরে মাফ করে দিছি। আর তুই তো জবরদস্তি করস নাই যে ,তুই নিজেরে এতো গুনাহকারী ভাববি।আমি ডাকছি একটা কারণে।(চিন্তিত ভাব নিয়ে)
রহিম- হুকুম করেন খালি, কখন জান দিমু?
মহব্বত- আরে জান দেওন লাগব না। আমি আসলে ভাবতেছি, গ্রামের মানুষগুলারে নিয়া। কতদিন আর আমাদের জমিদারী অধীনে থাকবে। এইটা অন্যায়, দিনের পর দিন আমাগো তারা তাদের রক্ত পানি করা পরিশ্রম দিয়া আয় তুলে দিতাছে। আমি চিন্তা করতাছি কি, গ্রামের মানুষ দিয়া মামলা দেয়ামু , কারণ আব্বাূ তো মানবো না।
রহিম- অবাক হয়ে তাকায় আর বলে, কি বলতাছেন ভাইজান।