21-10-2023, 06:29 PM
(20-10-2023, 09:33 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: দেখিতেছ! ব্যাটাছেলে নূতন জামাখানা পাইয়াই পরিধান করিয়া দাঁত কেলাইয়া কেমন হাসিতেছে। অনেক ধন্যবাদ বন্ধুবর এমণ একখানা অনন্য উপহার দিবা নিমিত্ত। বড় ভাল লাগিল। এইবার মহাবীর্য্য আর মহাবীর্য উভয়ের মুখ নিৰ্ম্মাণ তাহার বন্ধুবর করিল। ইহা মনে হয় পূজার সেরা উপহার।
এমন লেখক যুগলের জন্য এইটুকু সামান্য করিতে না পারিলে আর পাঠক কেন কহিব নিজেরে?
পুজো ভালো কাটুক তোমার ও তোমার পরিবারের ও পরিচিত সকলের। শুভ মহাসপ্তমী ❤
এই কটা দিন ফিরে যাও আবার সেই শৈশবে। কর্ম ব্যাস্ত শরীরটাকে ভুলে সেই ছোট্ট বালককে বল-
আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
পুজো ভালো কাটুক তোমার ও তোমার পরিবারের ও পরিচিত সকলের। শুভ মহাসপ্তমী ❤
এই কটা দিন ফিরে যাও আবার সেই শৈশবে। কর্ম ব্যাস্ত শরীরটাকে ভুলে সেই ছোট্ট বালককে বল-
আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।