Posts: 93
Threads: 0
Likes Received: 234 in 69 posts
Likes Given: 989
Joined: Nov 2019
Reputation:
20
What the fuckkkkkkk!! আই মিন লিটেরেলি কী পড়লাম এইটা। এতদিন ঠিকঠাক লেগেছে যে না একটা ইরোটিক নোভেল পড়তেছি। বাট আজকের এই পর্ব। মাই গুডনেস। কোথাকার কাহিনী কই চলে গেলো!! এত হার্ড & হাই রিচিং ক্লাইম্যাক্স। Anyone can barely think of! আজকে জাস্ট মনে হচ্ছিলো উপন্যাস না, কোনো ডিরেক্টর তার মুভির স্ক্রিপ্ট পড়তে দিয়েছিলো। এত লাইভলি, এত ডায়নামিক প্রতিটা সিন। এত বাস্তবঘেষা। সামনের পর্ব গুলাতে কি আসবে জানিনা, বাট i must say Kader vai, আজকের পর্ব টা এই গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। শুধু সেক্স এর কারণে যারা গল্প পড়ে তারা হয়তো এই পর্বের এট্রাকশন বা ম্যাডনেস টা ফিল করতে পারবেনা দুর্ভাগ্যজনকভাবে, বাট একজন প্রপার রিডার হলে সে অবশ্যই এই পর্বের মাহাত্ম্য ধরতে পারবে।
ঝড়ের আগে যেমন হটাৎ একটা নীরবতা, সব নিস্তব্ধ স্থির, এই পর্বটা যেন ঠিক সেরকমই একটা বড় ঝড়ের পূর্বাভাস দিয়ে সমাপ্তি টানলো। বড় একটা ঝড় আসতে চলেছে। মনে কিছু প্রশ্ন জমা হয়েছে এই পর্ব পড়ে, অবশ্যই আপনাকে সেগুলো জানাবো।
পরের আপডেট এর অধীর অপেক্ষায় রইলাম। বরাবরের মতই এত কষ্ট করে লেখার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভাই, আপনার ১০০ টা পাঠক থাকলে ৯৫ জনই আপনার লেখা অনেক ভালোবাসে, আপনার জন্য মন থেকে অপেক্ষা করে। বাকি ৫ জন যারা হোপলেস হয়ে যায়, এবং বুলশীট মার্কা কথাবার্তা শুরু করে তাদের কথায় আপনি আহত হন জানি। তবে আমাদের ভালোবাসা টা ভুলে যাবেন না ভাই। বর্তমানে এই বাংলা গল্পের খড়া ও দুর্ভিক্ষের মধ্যে আপনার এই গল্প অনেক বড় একটা আশার প্রতীক আমাদের জন্য। তাই আমাদের জন্য একটু কষ্ট হইলেও লেইখেন ভাই। হয়তো আমরা ৯৫ জন সেই হোপলেস ৫ জনের মত আমাদের মন্তব্যে আপনার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারিনা, কিন্তু যতটা পারি তা একদমই খাঁটি আর নির্ভেজাল। সবসময় আপনার প্রতি আমাদের সেই সাপোর্ট আর ভালোবাসা থাকবে ভাই। আপনি শুধু আমাদের আপনার এই জাদুকরী লেখনী উপহার দিয়ে যান। নিরন্তর ভালোবাসা কাদের ভাই।।।
Posts: 52
Threads: 0
Likes Received: 51 in 40 posts
Likes Given: 250
Joined: Feb 2021
Reputation:
2
খুব সম্ভবত মাহফুজ কোনো বিপদে পরতে যাচ্ছে। দেখা যাক মাহফুজ কিভাবে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করে। যেহেতু এই সমস্যা তৈরির মূল কারিগর মাহফুজ নিজেই,এখন তার দায়িত্ব এই সমস্যার সমাধান করা।লেখা অনেক গোছানো ছিল।ধন্যবাদ ভাই।
Posts: 55
Threads: 1
Likes Received: 54 in 34 posts
Likes Given: 76
Joined: Dec 2022
Reputation:
3
কেন যেন মনে হচ্ছে সামনে যে ঝড় আসছে তাতে অনেক কিছুই উড়িয়ে নিয়ে যাবে এতে এখন পর্যন্ত মনে হয় মাহফুজের কোনো কাজ নেই । আবার নুসাইবা ও এই ঝড়ের শিকার হতে পারে । আমার ভাবনা মাহফুজ কি পারবে নিসাইবা কে এই ঝড়ের থেকে বাঁচিয়ে রাখতে । নুসাইবার ফ্যামিলি কে টিকিয়ে রেখে তার আর সিনথিয়ার সম্পর্কের শক্ত ভীত তৈরি করতে ।
তবে এর সবকিছুই লেখক ভাই এর হাতের কারিশমায় দেখতে পারবো আশা করি ।
আর হ্যা কাদের ভাই আপনি ফিরে এসেছেন শত ব্যস্ততা অতল তল থেকে এর জন্য ধন্যবাদ । পাছে অনেক লোক অনেক কিছুই বলবে আমরা আপনার প্রত্যাহিক জীবনের ব্যস্ততা কে সম্মান করি । অন্য কেউ করুক আর নাই করুক । অন্তত আমাদের জন্যে হলেও আপনি চালিয়ে যান । এত বড় আপডেট এর জন্য অসংখ্য ধন্যবাদ যদিও একবারে পড়ে আর মন ভরে না । মন খালি চাই চাই করে ।
আমার কথা অগোছালো তাই মনে কিছু নিবেন না আশা করি
Posts: 38
Threads: 0
Likes Received: 41 in 22 posts
Likes Given: 4
Joined: Aug 2023
Reputation:
5
(05-10-2023, 12:52 PM)কাদের Wrote: চ
মুন্সী একটা কুয়াশা। অস্বিত্ব বুঝা যায় তবে ঠিক দেখা যায় না। মুন্সীর আসল নাম কি আসলে কেউ জানে না। নামের আগে বা পড়ে কিছু আছে কিনা সেটাও জানা নেই কার। কোথা থেকে এসেছে কোথায় বাড়ি জানা নেই। কথায় কোন আঞ্চলিক ভাষার টান নেই যেটা শুনে টের পাওয়া যাবে। অদ্ভুত একটা লোক। পাচ ফুট এক বা দুই ইঞ্চি লম্বা। গড়পড়তা বাংলাদেশের ছেলদের তুলনায় নিতান্ত ছোটখাট মানুষ। বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি কোথাও। শীত গ্রীষ্ম বর্ষা সব সময় একটা সাফারি সুট পড়ে থাকবে। মুন্সীর জন্ম কোথায় এটা কার জানা নেই, কিভাবে তার উত্থান সেটাও কেউ সিওর না। তবে গত বিশ বছর ধরে মুন্সী বাংলাদেশের অনন্য এক নাম। কার সম্পর্কে গোপন খবর বের করা দরকার, কাউকে ব্লাকমেইল করা দরকার তাহলে মুন্সী কে ভাড়া কর। মুন্সী ঠিক খবর বের করবে, আর ব্লাকমেইল ব্যাপারটা কে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে মুন্সী। ব্লাকমেইলের সাইকোলজিক্যাল মাস্টার। কিভাবে মানসিক প্রেসার দিয়ে একজন লোক কে ভেংগে ফেলতে হয়, কথা শুনতে বাধ্য করতে হয় সেটা মুন্সীর থেকে ভাল কেউ জানে না। ওশন গ্রুপ যখন নির্বাচনে নমিনেশন পাবার জন্য মরিয়া তখন তাদের এক আন্ডারগ্রাউন্ড কানেকশন প্রথম মুন্সীর কথা বলে। ওশন গ্রুপের মালিক ব্যাপারটা নিয়ে খোজ খবর নিতে গিয়ে অবিশ্বাস্য সব গল্প শুনে। শুনে মনে হয় যেন সব গালগল্প। দেশের বড় বড় কেলেংকারী, ক্ষমতার হাত বদল এই সবের অনেক গুলোর সাথে নাকি মুন্সী জড়িত। মুন্সী কে হায়ার করলে মুন্সী আপনাকে খবর জোগাড় করে দিবে এরপর এই খবর আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। আর মুন্সী কে খুজে পাওয়া কঠিন। প্রতিটা কাজের পর কয়েক মাসের জন্য হাওয়া হয়ে যায়। এরপর হঠাত উদয় হয়। কোথায় যায় কোথা থেকে আসে কেউ জানে না। ওশন গ্রুপের মালিক তাই অনেক কাঠখোড় পুড়িয়ে মুন্সীর সাথে একটা মিটিং ফিক্স করে। মুন্সী প্রফেশনাল। কথাবার্তার শুরুতেই জানতে চায় কাদের সম্পর্কে খবর যোগাড় করতে হবে। সানরাইজ গ্রুপের নাম শুনে কিছুক্ষণ চুপ থাকে। সানরাইজ গ্রুপের টাকার জোর সবার জানা, আরেকটা জিনিস অনেকের জানা। সেটা হল সানরাইজ গ্রুপের মালিক আনোয়ার খান। এই লোকটা প্রতিদ্বন্দ্বীদের জন্য কতটা নির্মম হতে পারে তার অনেক গল্প মাঠে প্রচলিত আছে। মুন্সী একটু ভেবে বলে আমি আপনাদের খবর যোগাড় করে দিব তবে সরাসরি সানরাইজ গ্রুপের কার সাথে আমি লাগতে পারব না। আপনাকে তথ্য দিব বাকিটা আপনার কাজ। রাজি হয়ে যায় ওশন গ্রপের মালিক।
গত তিন মাস ধরে সানরাইজ গ্রুপের অতীত থেকে বর্তমানের সব স্ক্যান্ডাল খোজ বের করার চেষ্টা করছে মুন্সী। তবে এমন ফ্রাস্টেটিং কাজ আগে করে নি কখনো। প্রতিটা স্ক্যান্ডালের খোজ যেন একটা কানা গলি। হঠাত করে একটা জায়গায় গিয়ে রাস্তা শেষ। যারা এইসব স্ক্যান্ডালের সঠিক খবর দিতে পারত তারা হয় মৃত, নিখোজ না হয় দেশের বাইরে। এই দেশে বড়লোকদের দুই একটা স্ক্যান্ডাল থাকবে না তা হয় না, আর লোকেরাও তা অনেকটা মেনে নিয়েছে। তাই কোন প্রমাণ ছাড়া এইসব নিয়ে মিডিয়ায় রিপোর্ট করলে দুই একদিন একটু হইচই হবে কিন্তু আসল কাজ কিছু হবে না এটা মুন্সী বুঝে। তবে সানরাইজ গ্রুপ যেন সব প্রমান হাওয়া করে দিয়েছে না হয় সাত ফুট মাটির নিচে পুতে ফেলেছে। একের পর এক ব্যর্থ লিডের পিছনে ঘুরে ঘুরে যখন মুন্সী ভেবে নিয়েছে এইবার বুঝি কিছু খবর বের করা সম্ভব না ঠিক তখন এক ঘটনার সূত্রে আরশাদের খোজ পায় মুন্সী। ওশন গ্রুপের মালিকের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ট্যাক্স ক্যাডারের এক সিনিয়র অফিসার কে দিয়ে একটা সমঝোতা করতে চায় আরশাদের সাথে। তবে আরশাদ সানরাইজ গ্রুপের ভয়ে এত ভীত যে সে এই ব্যাপারে কোন কথা শুনতে রাজি না। তখন মুন্সী নামে আরশাদের খোজ খবর বের করতে। লোকটা সরকারী বড় অফিসার তবে খারাপ শখের অভাব নেই। জুয়া খেলা, ঘুষের টাকায় প্রোপার্টি বানানো আর মেয়ে মানুষ সব কিছুর সখ আছে। আর ভাল হচ্ছে সবার সামনে বউ নিয়ে খুব সুখী মানুষের ভান করে। ব্লাকমেইলের জন্য আদর্শ ক্যান্ডিডেট। তার হাতে কলমে আর কিছু খবর জোগাড় করে আরশাদ কে বাগে আনার জন্য কয়েক দিন সময় নেয় মুন্সী। এর মধ্যেই যেন আরশাদ হাওয়া। কোথাও নেই। হঠাত করে এক দিনের নোটিশে বদলি হয়ে ঢাকা এসে জয়েন করে হাওয়া। কেউ বলতে পারে না কই আছে। ফোন বন্ধ। সানরাইজ গ্রুপ যে আবার প্রমাণ হাওয়া করেছে টের পায় মুন্সী। তবে কিছু করার নেই যেন। এইবার মুন্সীর যেন জেদ চেপে গেল। যেভাবেই হোক খোজ বের করতে হবে আরশাদের।
আরশাদের তথ্য গুলো নিয়ে আবার বসে মুন্সী। লোকটা বড় অফিসার, বাইরে সৎ হিসেবে সুনাম আছে। তবে সৎ যে না সেটা মুন্সী বুঝে ফেলেছে। তবে এই লোক হরেদরে সবার কাছ থেকে ঘুষ খায় না। লুকিয়ে চুরিয়ে বড় পার্টির কাছ থেকে বড় ঘুষ খায়। ওর সোর্স বলছে এই লোক সানরাইজ গ্রুপের অন্তত লাস্ট পাচ বছরের ট্যাক্সের কাজ গুলো করে দিয়েছে। অর্থাৎ ওদের ট্যাক্স রিলেটেড কোন ঘাপলা থাকলে এই লোক জানবে। সরকারী দল বর্তমানে দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে তাই ট্যাক্স কেলেংকারী করেছে এমন কার খবর ছাপা হলে সরাসরি এই মুহুর্তে নমিনেশন দিবে না। তাই এইটা একটা সেফ বেট। তবে আরশাদ লোকটা ঘাগু। বাসায় সুন্দরী বউ আছে। ছবিটা দেখে মুন্সী। নুসাইবা করিম নাম। দেখতে সুন্দরী নিসন্দেহে বলা যায়। এমন একটা বউ রেখে কেউ ফস্টি নশটি করে। পাশে থাকা ফ্লোরা হাসানের ছবিটা দেখে। এই মহিলাও সুন্দরী তবে বয়সের ছাপ পড়েছে চেহারায়। এই লাইনে কাজ করতে গিয়ে কত কিছু দেখেছে জীবনে। এক বড় সৎ অফিসার কে একবার বশ মানিয়েছিল তার কাজের মেয়েদের নজর দেবার অভ্যাস টাকে ইউজ করে। লোকটার বাসায় এত সুন্দরী বউ থাকতেও দেখতে বাসার মাঝ বয়সী বুয়াদের উপর হামলে পড়ত। সেই খবরটাই বের করে লোকটাকে নত করিয়েছিল। আর এখানে আরশাদ তো ফ্লোরা হাসানের মত সুন্দরীর চক্করে। তবে এই ফ্লোরা হাসানও একদম হাওয়া। খোজ নিয়ে দেখেছে মহিলা অস্ট্রিলিয়া গেছে কয়েক মাসের জন্য ছেলের কাছে। যে সময় আরশাদ হাওয়া হয়েছে তার কাছাকাছি সময়ে। কাকতলীয় মনে হলেও মুন্সী জানে এইসব সানরাইজ গ্রুপের কাজ। মুন্সী আবার নুসাইবার ছবি দেখে। এই মহিলা কি ট্রফি ওয়াইফ? অনেক বড় অফিসার বিজনেস ম্যান সুন্দরী বউ রাখে কারণ এতে তাদের প্রেস্টিজ বাড়ে আর বাইরে রক্ষিতা রাখে কারণ সেটা তাদের খায়েশ মিটায়। এইসব বউদেরও বাইরে অনেক চক্কর থাকে। এই মহিলার আছে নাকি? এইসব কাজ করতে গিয়ে অনেক সময় এমন অনেক মহিলার থেকে কিছু আদায় করে নিয়েছে মুন্সী। অবশ্য মুন্সীর মতে এইটা আনএথিকাল না। বেশির ভাগ সময় এইসব মহিলারা ধোয়া তুলসী পাতা না। স্বামীর সব অন্যায় চোখ বুঝে মানে কারণ তাদের চাকচিক্যময় জীবন দরকার আর বাইরে প্রেমিক পুষে স্বামীর মনযোগের অভাবে। সেখানে মুন্সী হয়ত কয়েকদিন তাদের মনরঞ্জন করে। উইন উইন। এই মহিলার কেস কি সেরকম নাকি? হলে ভাল হয়। তাহলে বউটাকে ব্লাকমেইল করে জামাই এর খবর প্লাস দুই একদিনের সংগ পাওয়া যায়। মুন্সীর কাছে এই সংগ গুলা হল বোনাস। মুন্সী ঠিক করে এই মহিলার আর খবর বের করতে হবে আর সাথে দেখাও করতে হবে। মুন্সী মানুষের পেটের খবর কিভাবে মুখে ছায়া ফেলে সেটা পড়তে জানে। আর এটা দেখার জন্য সামনা সামনি একটা স্বাক্ষাতকার দরকার। আর কে জানে এই সুন্দরীর কাছে অতিরিক্ত কিছু পাওয়া যায় কিনা।
Uff dada ki dilan
Posts: 55
Threads: 1
Likes Received: 54 in 34 posts
Likes Given: 76
Joined: Dec 2022
Reputation:
3
(05-10-2023, 02:29 PM)Wonderkid Wrote: খুব সম্ভবত মাহফুজ কোনো বিপদে পরতে যাচ্ছে। দেখা যাক মাহফুজ কিভাবে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করে। যেহেতু এই সমস্যা তৈরির মূল কারিগর মাহফুজ নিজেই,এখন তার দায়িত্ব এই সমস্যার সমাধান করা।লেখা অনেক গোছানো ছিল।ধন্যবাদ ভাই।
ভাই সমস্যায় পড়তে যাচ্ছে নাসাইবা । আর এখান থেকে নসাইবা আর আরশাদ কে বাঁচাতে পারলেই মাহফুজ আর সিনথিয়ার পথ পরিষ্কার । আর আমার চিন্তা ভাবনা বলে কাদের ভাই এই গল্পে যে কষ্ট করেছে তাতে নাসাইবার ক্ষতি করে মাহফুজ আর সিনথিয়ার মিলন আটকিয়ে এখানেই ইতি টানবেন না ।
তাই দেখা যাক আমাদের মনে যে রোমাঞ্চের আবহাওয়া আসি আসি করে সেটা কাদের ভাই কতদূর নিয়ে যায় ??
Posts: 133
Threads: 0
Likes Received: 127 in 84 posts
Likes Given: 17
Joined: Jun 2019
Reputation:
5
জনপ্রিয় ওয়েবসিরিজ দেখার সময় যে একটা ফিল
হয়। লাইক না শেষ করে উঠা যায় না। কাদের ভাইয়ের
লিখা পড়লে ঠিক সেম ফিল হয়। এক নি:শাসে পড়ে ফেলার মত
আপডেট৷
Posts: 139
Threads: 4
Likes Received: 162 in 63 posts
Likes Given: 1,251
Joined: Mar 2023
Reputation:
25
ভাই আপনি সেরা, পুরাই আনপ্রেডিক্টেবল। আপনি এমন সব সাসপেন্স তৈরি করেন যা বলার বাইরে আবার সমস্যার সমাধানও করেন চমংকারভাবে।
নুসাইবা খুব সম্ভবত ভালোই বিপদে পড়তে যাচ্ছে। মাহফুজ কীভাবে এই সমস্যা সমাধান করে সেটাই এখন দেখার বিষয়। মাহফুজের ছোট্ট একটা সার্থসিদ্ধির জন্য ঘটানো ছোট একটা ঘটনা Butterfly Effect এর মতো এত বিশালভাবে মোড় নিয়েছে যে এটার সমধান করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখন মাহফুজের দায়িত্ব হলো নুসাইবাকে ও এরশাদকে সেইফ করা যেকোন মূল্যে।
আপনার সবচেয়ে গুরুত্বপূর্ন একটা গুন হলো, আপনি প্রতিটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেন যে আমরা ক্যারেক্টারটিকে পুরোপুরি ফিল করতে পারি।
কাদের ভাই পরবর্তী আপডেটের জন্য অধীর আগ্রহে থাকবে। আমরা আশাবাদি কিছু নিন্দুকের কটু কথায় বা আচরনে আপনি গল্প লেখা থামাবেন না। নিজের ব্যাস্ততম লাইফের ফাঁকে সময় বের করে একটা গল্প লেখা কতটা কষ্ট তা আমি খুব ভালোভাবে বুঝি। আপডেট দেরিতে আসলেও আপডেট যেন প্রতিনিয়ত অব্যাহত থাকে এই আশাই থাকবে।
Posts: 119
Threads: 0
Likes Received: 73 in 47 posts
Likes Given: 53
Joined: May 2019
Reputation:
-1
এত দিন পরে আপডেট পেয়ে এক নিশ্বাসে পড়ে ফেল্লাম। এখন থেকে গল্পের টুইস্ট শুরু হল। আমি প্রথম থেকে আপনার গল্পের একজন অনুরাগী। আপনার অসুবিধা আমরা বুঝি কারণ আমরাও নিজেদের জীবন জীবিকার সন্ধানে ছুটে বেড়াচ্ছি। তবে মাঝে মাঝে ভয় হয়। কিছু মনে করবেন না। আমাদের পজিটিভ মন্তব্যগুলি পাথেয় করে গল্পটা এগিয়ে নিয়ে চলুন এটায় কাম্য।
Posts: 2,751
Threads: 0
Likes Received: 1,212 in 1,068 posts
Likes Given: 44
Joined: May 2019
Reputation:
26
Posts: 240
Threads: 0
Likes Received: 156 in 111 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
2
বলার ভাষা নাই কিভাবে আপনার প্রশংসা করবো দাদা!!! নিজেকে অনন্য উচ্চতায় অনেক আগেই নিয়ে নিয়েছেন । আমরা পাশে আছি সব সময়, !!! তাড়াতাড়ি আপডেট দিন এটা বলবো না, তবে আপনার আপডেটের আশায় অজস্র চোখ প্রহর গুনে । শুভকামনা থাকলো, আপনার জন্য ।
Posts: 650
Threads: 0
Likes Received: 353 in 282 posts
Likes Given: 1,431
Joined: Dec 2021
Reputation:
13
আপডেট পড়লাম, পড়ে খুব ভালো লাগলো, গল্প এখন অত্যন্ত আকর্ষনীয় অবস্থায় আছে, আপনার লেখার হাত অত্যন্ত সুন্দর ও আকর্ষনীয়। শুভেচ্ছা রইল, ভালো থাকুন ও এভাবেই গল্প লিখতে থাকুন ।
Posts: 4,428
Threads: 6
Likes Received: 9,218 in 2,849 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,225
আজকের এই পর্ব পড়ার পর বুঝলাম, এতদিনের অপেক্ষা সার্থক হয়েছে আমাদের। এইভাবেই চলতে থাকুক আপনার উপন্যাস, best wishes
Posts: 47
Threads: 0
Likes Received: 39 in 25 posts
Likes Given: 10
Joined: Jan 2020
Reputation:
0
আপনি যদি এরকম update দেন তাহলে আমরা আবার এক্ষুনি update দেওয়ার জন্য আবেদন করবো। এই রকম উত্তেজনা সহ্য হয় না, আমরা thriller web সিরিজ এক রাতে পুরো শেষ করে দিই। এ তো সেরকম ই। তাড়াতাড়ি update দেন। রাতে ঘুমাতে পারবো না।
Posts: 29
Threads: 0
Likes Received: 25 in 16 posts
Likes Given: 802
Joined: Mar 2019
Reputation:
2
কি মোচড় দিলেন রে ভাই!!!!!! হ্যাটস অফ টু ইউ.❤️❤️❤️
Posts: 40
Threads: 0
Likes Received: 27 in 20 posts
Likes Given: 195
Joined: Sep 2020
Reputation:
0
just wow.. what a climax.. what a thrill ..
Please keep going.. We are with you.
Posts: 101
Threads: 0
Likes Received: 82 in 55 posts
Likes Given: 87
Joined: Jun 2019
Reputation:
1
ধন্যবাদ। এতো সুন্দর থ্রিলিং একটা আপডেটের জন্য। কুৎসা রটনাকারীরা কে কী বলল সেদিকে মনযোগ না দিয়ে আপনি আপনার লেখা চালিয়ে যাবেন সেই আশা করি। আবারো ধন্যবাদ সগৌরবে ফিরে আসার জন্য। পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকব।
Posts: 12
Threads: 0
Likes Received: 22 in 11 posts
Likes Given: 10
Joined: Aug 2019
Reputation:
3
Kader vai, take a bow. Your writing is out of this world. Please ignore the naysayers. Your writing is like a drug. When people don't get new stuff from you, they go through withdrawal. Majority of your fanbase is understanding of your situation, please don't let the 1-2 bad apples ruin your mood. We love you and your creations.
Posts: 548
Threads: 1
Likes Received: 627 in 383 posts
Likes Given: 1,642
Joined: Sep 2019
Reputation:
34
সেক্স না থাকলেও, এই পর্বের আপডেট পরবর্তী পর্বের আপডেটের জন্য বেস্ট বিল্ডআপ। এবারের আপডেটে মাহফুজকে মিস করলাম। আশা করি পরবর্তী পর্বে মাহফুজ স্বমহিমায় ফিরবে তার রণকৌশল নিয়ে। খুব সাবধানে ভাই, যেভাবে জাল ফেলছেন, গুটিয়ে কিন্তু আপনাকেই আপনাকেই আনতে হবে। সেক্স এবং থ্রিল দুটোকেই সমান তালে নিয়ে চলুন।
পরিশেষে আপনার শুভ কামনা করি, ভালো থাকবেন ভাই।
Posts: 505
Threads: 0
Likes Received: 356 in 294 posts
Likes Given: 378
Joined: Aug 2022
Reputation:
8
06-10-2023, 02:14 PM
(This post was last modified: 06-10-2023, 02:15 PM by Patrick bateman_69. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-10-2023, 12:14 PM)sudipto-ray Wrote: সেক্স না থাকলেও, এই পর্বের আপডেট পরবর্তী পর্বের আপডেটের জন্য বেস্ট বিল্ডআপ। এবারের আপডেটে মাহফুজকে মিস করলাম। আশা করি পরবর্তী পর্বে মাহফুজ স্বমহিমায় ফিরবে তার রণকৌশল নিয়ে। খুব সাবধানে ভাই, যেভাবে জাল ফেলছেন, গুটিয়ে কিন্তু আপনাকেই আপনাকেই আনতে হবে। সেক্স এবং থ্রিল দুটোকেই সমান তালে নিয়ে চলুন।
পরিশেষে আপনার শুভ কামনা করি, ভালো থাকবেন ভাই।
দাদা আপনার মতামতটি পড়িলাম ভালই লাগিলো । হ্যা সত্যি যে জালের পেছ দিচ্চে, এ পেছ বুজতে বুজতে আরো ২-৩ আপডেট অন্তত লাগিবে । এখন আবারও প্রহর গুনার পালা। কাদের ভাই নেক্সট আপডেট এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। লাইক এবং রেপু ৫+ অ্যাডেড
My pain is constant and sharp, and I do not hope for a better world for anyone.
Posts: 19
Threads: 0
Likes Received: 20 in 12 posts
Likes Given: 26
Joined: Aug 2021
Reputation:
0
06-10-2023, 04:15 PM
(This post was last modified: 06-10-2023, 07:47 PM by Pajaro.Libre. Edited 1 time in total. Edited 1 time in total.)
পড়া শেষ হওয়ার পর মনে হচ্ছে এর ছোট আপডেট !!!
আমার কাছে মনে হচ্ছে কাদের ভাই আরো লিখলেও আস্তে আস্তে পোস্ট করবেন এবার।
তবে গল্পের ব্যাপারে কয়েকটা অবজারভেশন:
1) মাহফুজ সিনথিয়াকে যেমন একটা রিয়েল গেঞ্জাম থেকে সেভ করেছিল, নুসাইবা এর ক্ষেত্রে এখন পর্যন্ত প্রবলেমটা অনেকাংশেই মাহফুজের তৈরি করা ছিল। এখন দেখা যাক একটা রিয়েল জটিলতা ক্ষেত্রে মাহফুজ নুসাইবা কে কিভাবে সেভ করে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার প্রবলেমটা ট্রিগার কিন্তু মাহফুজ ই করেছিল যদিও now it's going out of hand.
2) সামনের ইভেন্ট গুলোতে মাহফুজ এর সামনে কিছু হেভিওয়েট ভিলেন কে ফেইজ করার ক্ষেত্রে একটা তৈরি হয়েছে, আশা করছি এখানে খুব ইন্টারেস্টিং একটা কিছু একটা হবে।
3) এই ইভেন্ট গুলো মাহফুজকে যেমন পলিটিক্যাল পাওয়ার ফ্লেক্স করার একটা ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে আবার একই সাথে এটা একটা মেক ওর ব্রেক ইভেন্ট বলা যায়, মাজফুজ যেমন এর মাধ্যমে একদিকে ভাল পলিটিক্যাল গেইন পেতে পারে আবার উল্টো চরম ভাবে ফেইলও করতে পারে। যদিও এই উঠে দাড়ানোর গল্পটা নিজেই অনেক বড় গল্প হতে পারে। দেখা যাক কাদের ভাই কাহিনী কোন দিকে নিয়ে যায়।
4) মুন্সী কে যেভাবে বর্ননা করা হয়েছে তাতে আমার মনে হয় এই লোক নুসাইবার আগে রিপোর্টারকে টার্গেট করত। রিপোর্টার এর মাধ্যমে মাহফুজ এর কাছে যেয়ে একটা মুখোমুখি সিচুয়েশন এর মধ্যে পড়ত। কিন্তু এটা অনেক সহজ কাহিনী হয়ে যেতে পারত সে ক্ষেত্রে।
|