26-08-2023, 08:59 AM
যখন কোনো একটা জিনিস খুব সুন্দর বা ভালো হয়, তখন তার ছোটো ছোটো খুঁতগুলোও খুব সহজে ধরা পড়ে যায় আর চোখে লাগে। এতো সুন্দর একটা লেখা, কিন্তু কয়েকটা জায়গায় বানান ভুল আর ঠিকঠাক যতিচিহ্নের যথাযথ ব্যবহার না থাকায় বড্ড চোখে লাগলো। হয়তো এর ভাগ শতকরা একেরও অনেক অনেক কম, তবুও - যখন লেখার মান এতোটা উঁচু হয়েছে এই প্রায় অদৃশ্য ভুলগুলোও ক্ষমার অযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
এখন এই ধরণের non-erotic লেখার স্বাভাবিক ভাবেই views অনেক অনেক কম হবে সেটা অনুমান করার জন্য rocket science-এ পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। তাই যা স্বাভাবিক তাই হয়েছে।
কয়েকটা জায়গায় একটু খটকা লাগলো। কোলকাতা-মুম্বাই direct flight duration কম না হলেও আড়াই ঘন্টার কাছাকাছি। এখন বিমানযাত্রার দরুণ যে ঘটনাগুলো ঘটেছে, বারবার মনে হয়েছে কোলকাতা-রায়পুর, নাহলে বড়জোর কোলকাতা-নাগপুর flight ছিলো। কম করেও আড়াই ঘন্টার ধরে এই ঘটনাগুলো সম্ভব নয় যদি না 0.5x speed-এ ঘটে থাকে; যতোই seat change আর জলপানের জন্য সময় নষ্ট হয়ে থাকুক।
আরেকটা কথা, বোম্বেতে অফিস আর উঁচু বেতনের চাকরী নিয়ে নভী মুম্বাইতে থাকা ব্যাপারটা খুব একটা হজম হলো না, যতোই নিজের personal conveyance(4-wheeler) থাকুক না কেন। যারা নভী মুম্বাইতে থাকে আর অফিস বোম্বেতে, তারা কেউ প্রত্যেকদিন নিজের বাহনে অফিসে যাতায়াত করে না, সে ন-ছ'মাসে একবার হলে হয়তো। সবাই local-এ যাতায়াত করে থাকে। আর অফিস টাইমে লেডিস কম্পার্টম্যান্টগুলোতেও তিল ধারণের জায়গা থাকে না, আর commom কম্পার্টম্যান্টগুলোর কথা তো বাদই দিয়ে দিলাম। সে যে কতোটা ঝক্কির আর পরিশ্রমের যে অফিস টাইমে [শুরুর সময় (towards-city) আর ছাড়ার সময় (off-city)] যাতায়াত করেছে সে জানে, আর তার উপর প্রায় এক ঘন্টারও বেশী সময় ধরে যাত্রা (slow local হলে তো আরো গেছে) – এর কথা তো ছেড়েই দিলাম। কেউ ভালো চাকরী করে এই ধরণের নির্বুদ্ধিতা দেখায় না।
এখন লেখাটা খুবই সুন্দর সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই লেখাটা থেকে যৌনবিষয়ক (যতোটাই রয়েছে) বিষয়গুলো বাদ দিয়ে, একজন প্রৌড় আর প্রৌড়ার সাক্ষাৎকে কেন্দ্র করে প্রেমের-গভীরতা-ইত্যাদি মশলাপাতি যোগ করে কোনো একটা বড়োদের পূজাবার্ষিকীতে দিয়ে দিতে পারো। চলে যাবে।
Bdw, অতসী, তুমি কি মৈত্রেয়ী দেবীর লেখা "ন হন্যতে" গল্পটি পড়েছো ? For your kind information, এই গল্পটির উপর ভিত্তি করে হিন্দীতে "হম দিল দে চুকে সনম" ছবিটি তৈরী করা হয়েছিলো, যদি না জেনে থাকো। যদিও ছবিটির দ্বিতীয়ার্ধ ভারতীয় দর্শকদের feelings মাথায় রেখে... আর বললাম না।