Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
(02-07-2023, 12:06 PM)চিত্রক Wrote: রাস্তা ফাঁকা, মহিলা ভাবিকে কোলে তুলে রয়েছেন অবলীলায়, বোঝার কোনো উপায় নেই ভাবির ওজনে তার উপর কোনো প্রভাব পড়ছে নাকি। আমি মহিলাকে বললাম " একটা ট্যাক্সি ডেকে আমার ভাবিকে ঘরে......" কথাটা শেষ হওয়ার আগেই দেখলাম রাস্তায় একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। অথচ একটু আগে কোনো ট্যাক্সিই এখানে ছিল না আমি নিশ্চিত। ভাবির জ্ঞান ফিরেছে। মহিলা ট্যাক্সির লোককে কি বললেন বোঝা গেল না, ভাবি গাড়িতে উঠে বসতেই ট্যাক্সি ছেড়ে দিল। মহিলাকে এতক্ষণে ভালো করে দেখলাম, বয়স বছর ত্রিশের মতো হবে, গায়ের রং তামাটে-শ্যামলা গোছের। উন্নত স্তন সুন্দর দেহ, যে পোশাকটি পড়ে আছেন তাতে আরও সুন্দর লাগছে ওনাকে। উনি টানা টানা চোখে আমার দিকে চেয়ে বললেন "চলো আদির ফ্ল্যাট অবধি তোমায় ছেড়ে দিয়ে আসি", আমি মন্ত্রমুগ্ধের মতো ঘাড় নাড়লাম।
তুমি আফ্রিন! তাই না আমার নাম... উঁ...উঁ....যামিনী। আসলে অনেকদিন পর আর এসব মনে থাকে না।
ভারী অদ্ভুত তো, আমি বললাম আদির সাথে আপনার ছাড়াছাড়ি হলো কতদিন হয়েছে?
উনি সেকথার কোনো উত্তরই দিলেন না,বললেন তোমার বয়স কত এখন?
বললাম ২৭ হবে সামনের ডিসেম্বরে।
তোমার জন্মের ১০ বছর আগে, বলেই হাসতে লাগলেন।
আমি বললাম তা আপনার বয়স তাহলে কত ১২০?
উহু, নাহ! ছেলেদের আমি বলিনা কিন্তু তুমিতো মেয়ে তারপর আমার প্রিয় তোমাকে বলাই যায়, আমার বয়স ওই ৩৫০+ আচ্ছা তোমার খুশির জন্য ৩৮০।
একি পাগল মহিলা নাকি? এ কার পাল্লায় পরা গেল। আচ্ছা মুসকিল আদির উপর বেজায় রাগ হচ্ছে ওকে ফোনে পাওয়ার নাম নেই।
কথা বলতে বলতে খেয়াল হলো কখন আদির ফ্ল্যাটের মেইন গেটে দাঁড়িয়েছি। এতো তাড়াতাড়ি এখানে কি করে এলাম?
আদির রুম তো রেস্তোরাঁ থেকে মিনিট ১৫, আমরা এতো দ্রুত হাঁটছি?
মহিলা বললেন, "যাও আফ্রিন আমি অন্য কোনোদিন আসব"
আমি পেছন ঘুরে কিছু বলতে যেতেই দেখলাম কেউ কোথাও নেই। যেন আমি একাই এতোটা পথ এলাম। সামনে যেন জমাট অন্ধকার কেউ কোথাও নেই। সমস্ত ফ্ল্যাটগুলো যেন কোন অন্ধকারে তলিয়ে গেছে। সিড়িতেও আলো নেই। কোনো রকমে ফোনের ফ্ল্যাশ জ্বেলে আদির রুমের সামনে এলাম, বারবারই মনে হচ্ছে কেউ যেন নজরে রাখছে, গা টা ছমছম করে উঠল। দরজায় চাবি লাগিয়ে তালা খুললাম। ভেতরে অন্ধকার জমাট বেঁধে আছে। ভয় করছে ভীষণ আলো জ্বালালাম, মৃদু আলেকিত হল ঘরটা । যেন কেউ উপস্থিত আছে যে তার উপস্থিতি জানান দিতে চাই না।আদিকে ফোন করলাম রিং হলো
হ্যালো আদি!
বলো?
কখন আসছে?
আধঘন্টা এয়ার পোর্টে ল্যান্ড করেছি জাস্ট
তাড়াতাড়ি এসো, আমার না খুব ভয় করছে!
ভয়?? পাগলী একটা আমি আসছি
হঠাৎ ফোনটা কেটে গেল, কারেন্টও হঠাৎ অফ হয়ে গেল, একদম অন্ধকার।
বুকের কাছে ধক করে একটা ভয় উঠে গলা দিয়ে বেরতে চাইল।
আদির রান্না ঘরে কিসের শব্দ হচ্ছে। জল পড়ছে, দৌড়ে গেলাম । কোথাও কিছু নেই, আবার ঘরে ফিরে এলাম বারবার মনে হচ্ছে কেউ যেন শুধু নজরে রাখছে আমায় ভীষণ ভয় করছে।
পাশের ঘরে কিসের যেন শব্দ হল। মনে সাহস নিয়ে বললাম কে?
কোনো উত্তর নেই। আবার একটু পরে একই শব্দ গেলাম ভেতরে না কিছু নেই। দরজার দিকে ফিরে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল একটা বিশাল দেহধারী মহিলা তার চুল খোলা শরীরী সৌন্দর্য্য আর হিংস্র দাঁত দুই এই আধো অন্ধকারে ফুটে উঠেছে।
দেহটা ঝাঁপিয়ে পড়ল সুলতানার উপর, একটা তীব্র চিৎকার অচিরেই মিলিয়ে গেল রাতের আকাশে।
আদিনাথ যখন নিজের ফ্ল্যাটে ফিরল তখন ১০:১০। সব একদম অন্ধকার। আজ যেন একটু বেশি অন্ধকার লাগছে তার আদিনাথ এমনিতে বিচলিত হয়না, কিন্তু আজ যেন তার ভীষণ ভয় করছে। এতো অন্ধকার তো কখনও কিছু এই ফ্লাটে দেখা যায় না। প্রল্হাদের সাথে টেকনোলজি জগতে থাকলে এক অন্য আকাশ দেখা যায়, আর এই শহরতলির ফ্ল্যাটে দাঁড়িয়ে আদির শরীরে ভয় বাসা বাঁধছে। সিঁড়ি দিয়ে একটু একটু করে এগোতে এগোতেই মনটা কেমন যেন করতে শুরু করল তার কোথাও একটা কিছু গন্ডোগোল আছে, যা সে ধরতে পারছে না। একটু আগে পরীকে ফোন করেছিল সে, পরীর গলাটাও কেমন জানি মনে হলো। অজানা আশঙ্কা আর ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠল আদির মন। এবার কিন্তু কপিরাইট স্ট্রাইক দেব। আরে মশাই একটু ক্রেডিট তো দিন । Jokes aside। ভালো লাগলো পড়ে। তবে রাক্ষস এ এক ভয়ঙ্কর টুইস্ট আস্তে চলেছে। সর্বনাশ এর জন্ন প্রস্তুত থাকুন। ইতি, ভৈরব।
•
Posts: 1,616
Threads: 3
Likes Received: 1,004 in 873 posts
Likes Given: 1,289
Joined: May 2022
Reputation:
29
Vabi ke kichu kora hole better hoto
•
Posts: 243
Threads: 0
Likes Received: 163 in 144 posts
Likes Given: 206
Joined: May 2023
Reputation:
7
02-07-2023, 04:21 PM
(This post was last modified: 02-07-2023, 04:27 PM by Papiya. S. Edited 2 times in total. Edited 2 times in total.)
Kmn ekta anticlimactic hoye gelo
•
Posts: 361
Threads: 0
Likes Received: 263 in 227 posts
Likes Given: 279
Joined: Jan 2023
Reputation:
2
02-07-2023, 04:23 PM
(This post was last modified: 02-07-2023, 04:24 PM by Mustaq. Edited 1 time in total. Edited 1 time in total.)
Valo lagche kintu onno kichu asa korechilam
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
(02-07-2023, 02:53 PM)KingisGreat Wrote: এবার কিন্তু কপিরাইট স্ট্রাইক দেব। আরে মশাই একটু ক্রেডিট তো দিন । Jokes aside। ভালো লাগলো পড়ে। তবে রাক্ষস এ এক ভয়ঙ্কর টুইস্ট আস্তে চলেছে। সর্বনাশ এর জন্ন প্রস্তুত থাকুন। ইতি, ভৈরব।
মাল্টিভার্সটা তো তোমারই আমি শুধু কারেক্টারগুলোকে একসুঁতোয় গাঁথছি যাস্ট। শিবের ক্যারেক্টরটা রাক্ষসে অ্যাড করো। আর ক্রেডিট দিয়ে ছোটো করব না, তুমি যে মাল্টিভার্সটা ক্রিয়েট করেছ। সেটাকে যতটা পারব হেল্প করার চেস্টা করব।
Posts: 403
Threads: 0
Likes Received: 269 in 239 posts
Likes Given: 227
Joined: Jun 2023
Reputation:
5
Vabi ke lesbian korle better hoto
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
আদি যখন দরজায় দাঁড়ালো ততক্ষণে সমস্তটায় অন্ধকারে আচ্ছন্ন। ফ্ল্যাটটা আজ অদ্ভুত অন্ধকারে ডুবে আছে, দরজায় বেল বাজিয়ে যাচ্ছে আদিনাথ, অথচ দরজা খোলার নাম নেই কারো। মিনিট পাঁচেক পর আফ্রিন এসে দরজা খুলল। আফ্রিন কি অসুস্থ তাকে এরকম দেখাচ্ছে কেন? ভারী অদ্ভুত তো। কোথাও যেন একটা সন্দেহ দানা বাঁধছে আদিনাথের মনে কিছু গন্ডোগোল আছে কিন্তু কি?
আফ্রিন!!? তোমার পৌঁছাতে কোনো প্রবলেম হয়নি তো শুনলাম এখানে কোথাও খুন হয়েছে দুটো।
আফ্রিন কোনো উত্তর দিলো না, শুধু দুদিকে মাথা নাড়ল। তারপর খুবই শান্ত স্বরে বলল " আদি তোমার জন্য রান্না করেছি খাবে, আগে ফ্রেশ হয়ে এসো"
বাথরুমে ডুকে আদি দেখল ঘরের লাইটগুলো খুবই কম উজ্জ্বল। এমন কেন হচ্ছে, পরী রান্না করতে জানে! হবে হয়তো। হবু স্বামীকে খাওয়াতে ইচ্ছে হচ্ছে। আদি ভাবল সে একবার আফ্রিনের বাবার সাথে কথা বলবে। বিয়ে নিয়ে একটা ঝামেলা হতেও পারে। কিন্তু আদি সামলে নেবে, এর আগেও সে এসব সামলেছে।
ফ্রেশ হয়ে খাবার টেবিলে আদি দেখল ভেজ আইটেমে সবই তার ফেবারিট পদ। আফ্রিন এতো জানে!?
হঠাৎই মনে হল, আফ্রিন তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল খাওয়ার কথা তার মধ্যে একটা।
খাওয়া শেষে আদি বলল, আফ্রিন চলো রুমে তোমার জন্য কিছু এনেছি। আফ্রিন কোনো কথা বলল না শুধু চুপচাপ আদিকে ফলো করল। বেডে এসেই সুলতানা হঠাৎই ঘরের লাইট নিভিয়ে দিল বাইরের রুমের ক্ষিণ আলো ঘরে আসছে। আদি কিছু বলতে যেতেই আফ্রিন তার মুখের উপর আঙুল চাপা দিয়ে আদির বুকে এক ধাক্কা দিল, তারপর আদির বুকের উপর চেপে বসল, আদির হাতদুটো চেপে ধরে সোজা মাথার উপর নিয়ে গেল, তারপর খাটের সাথে বেঁধে দিল। আদি মুখে হাসি খেলে গেল। আজকে এতো অ্যাগ্রেসন? আফ্রিন কিন্তু কিছুই বলল না আদির প্যান্টটা খুলে নিল, আদি ততক্ষণে শক্ত হয়ে উঠেছে, আদির লিঙ্গটা মুখে নিয়ে সুলতানা অদ্ভুতভাবে চুষতে শুরু করেছে, সুলতানার চোষণে আদির চোখ বুজে উঠেছে, আফ্রিন এমনভাবে মুখমৈথুন শিখল কবে?
ইশ! কি সুখ, আস্তে আস্তে আফ্রিন উঠেএলো উপরে তারপর নিজের গাউনটা খুলে ফেলল, আজকে আফ্রিনকে আরো বেশি লাস্যময়ী লাগছে আদির নাকি সবই চোখের ভুল?
আফ্রিন ধীরে ধীরে আদির উপরে উঠে বসল, ধীরে ধীরে নিজের শরীরটা আদির লিঙ্গের উপর ঘষতে শুরু করল, আদির চোখ সুখে বুজে আসছে এভাবে আফ্রিন কখনও করে না, আস্তে আস্তে লিঙ্গটা নিজের ভেতরে নিয়ে নিল আফ্রিন, শরীরটাকে সামনের দিকে ঝুঁকিয়ে নিতম্বটাকে কায়দা করে উপর নীচ করতে লাগল আফ্রিন। এই কৌশল কোথায় শিখল সে?
আস্তে আস্তে আফ্রিন তীব্র মৈথুন শুরু করল আদি পাড়ছে না আর সামলাতে! আফ্রিনের চুলগুলো মুখের উপর চলে এসেছে, আদি কিছু বলার আগেই আদির ঠোঁটে নিজের ঠোঁট বসালো আফ্রিন, তারপরই একটা কষাটে চেনা স্বাদ মুখে এলো আদির রক্ত!!
রক্ত এলো কি করে? আফ্রিনের চুলগুলো সরে সে জায়গায় যে মুখটা এসেছে সেটা আফ্রিনের না, সেটা সেটা .....কোনো রকমে কথা বলল আদিনাথ "কামিনী তুমি?"
দেব!! কেমন আছো, কিভাবলে আমি মরে গেছি, না, দেব আমি শক্তি সঞ্চয় করেছি, এখন আমি তোমার থেকেও স্ট্রং, ভেবেছিলাম তোমায় নিজের ক্ষমতায় নিজের শক্তির বসে নিয়ে আসব কিন্তু আর ইচ্ছে করল না, ওই মেয়েটার সাথে তুমি জড়িয়েছো! আমার তিনশো বছর ধরে করায়ত্ত করা শক্তি দিয়ে আমি তোমায় আমার দাস করার পরিকল্পনা করেছিলাম কিন্তু নাহ! শুনলাম নতুন প্রেম করছ, মেয়েটাকে দেখতে এসে
রেস্তোরাঁয় তোমার নতুন প্রেমিকাকে বাঁচালাম, এখন আমি একসাথে অনেকের মস্তিষ্ক ম্যানুপুলেট করতে পারি, একদিন তুমি আমাকে যে বিদ্যা শিখিয়েছিলে সেই বিদ্যায় আজ আমি সর্বশক্তিসম্পন্না। এছাড়াও আমি আরও অনেক অনেক কিছু জানি। রিয়েলিটি অল্টার করা। সেপ স্টিফ্ট সব সব ম্যাটার কল্ট্রোল আরও অনেক ক্ষমতা আমার আছে। ব্লাড আমি এখন আর ড্রিঙ্ক করি না। তুমি তো জানো ওটা না করলেও আমাদের শক্তিতে কোনো এফেক্ট পরে না। ভ্যাম্পায়ার তো নই,তাই। কিন্তু মজা কি জানো আগে যখন তোমার সাথে দেখা হয় তখন শুধু রিয়েলিটি অল্টারটা জানতাম আর ম্যানিপুলেশন আমাদের সমাজের শ্রেষ্ঠ জ্ঞানধাত্রী মানুষ, তোমাদের ভাষায় ডাইনি। কিন্তু আজ আমি সেই শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমি এখন এক এবম্ অদ্বিতীয় । আদি আজ তোমার শেখানো ম্যানিপুলেশনে তোমায়ই ফাঁসালাম। বয়স হয়েছে বলে ধরতে পারোনি, বোধহয় কি করবে, তোমার নতুন প্রেমিকার শরীরটা পাশের ঘরে পরে আছে রক্তশূন্য একটু পরে তুমিও অবশ্য তাই হবে, বলেই হেসে উঠল মহিলা। কিন্তু আদির মুখে ভয় নেই সে যেন হালকা হাসছে,যেন সব জানে এই হাসি টা বড়োই অদ্ভুত কষ্ট হচ্ছে মহিলার ভালো কি বাসত আদিকে? সেই কত বছর দেখা নেই। এতো মায়া দেখানোর কোনো দরকার নেই ঝাঁপিয়ে পড়ল সে আদির উপর।
আদি কই?! সুলতানা দাঁড়িয়ে আছে তার পাশে, একি!! সে এখনও রেস্তোরাঁর সামনে? একি করে সম্ভব? এরকম তো হওয়ার কথা নই, এরকম কি করে হচ্ছে । তার ডাইনিবিদ্যায় এরকম পরিস্থিতি কি করে হলো? এটা কি .....
আফ্রিন বলে মেয়েটা তাকে বলছে "এই যে যামিনীদেবী একটা ট্যাক্সি ডাকুন, ভাবি ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব?"আপনি বাইরে বেরিয়েই এরকম চুপচাপ দাঁড়িয়ে পড়লেন আমি ভাবলাম কিছু হল আপনার, আপনি ঠিক আছেন?
কি বলবে? কামিনী সে এতোবড়ো একজন ডাইনী সিদ্ধ প্রাণী আজ সে বুঝতে পারছে না কি হচ্ছে!
এই মেয়েটা কি কিছু জানে? তার দৃষ্টিতে তো অভ্যন্তরীণ কোনো অতি শক্তি ধরা পড়ে না।
আফ্রিন আবার বলল, ও ম্যাডাম আপনি ঠিক আছেন?
কামিনী মাথা নাড়িয়ে কিছু করতে যেতেই আফ্রিন বলল " ওই তো ট্যাক্সি দাঁড়িয়ে"
কামিনী নিজে জানে সে কোনো তন্ত্র প্রয়োগ করেনি। কোনো ট্যাক্সিও এখানে এতোক্ষণ ছিল না সেটাতেও সে নিশ্চিত। ট্যাক্সি এলো কিভাবে? তার ম্যানিপুলেশন ট্রিক কিভাবে এরকম উল্টো হচ্ছে? কি হচ্ছে সে নিজেও বুঝচ্ছে না। তার মতো এত অভিজ্ঞ ডাইনী এই ক্ষমতার সামনে নিতান্ত শিশু। সামনের মেয়েটি একদম সরল সে জানেও না তার সাথে শ্রেষ্ঠ ডাইনী রয়েচে। তার বোঝার কথাও না কিন্তু এ মুহূর্তে যা হচ্চে, তা কামিনীরও হাতে নেই।
এই যে যামিনী ম্যাডাম, থ্যাঙ্ক ইউ আপনি আজকে না থাকলে যে কি হতো! চলুন না আদির রুমে আপনি কি যেন বলছিলেন বলবেন।
কামিনী শুধু মাথাটা কাত করলো। আজ এতোদিন পর যে সম্পূর্ণ হতবুদ্ধি।
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
কামিনী এখন বেশ চুপচাপ, হেঁটে চলেছে আপন মনে এখন বিষয়টা তার কাছে স্পষ্ট না। তার রিয়ালিটি ম্যানুপুলেশনের দক্ষতা বাকি সবার চেয়ে বেশি, কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে পুরোটায় তার হাতের বাইরে, সে কোনো রকমে অন্যকারো ম্যানুপুলেশনে আটকে আছে আর তার ক্ষমতা সাধারণ কোনো ব্যক্তির না। আদির ক্ষমতা ছিল সামান্য সে যখন আদির সাথে দেখা করে তখন আদি তাকে বলেছিল সে এই একটি জিনিসই জানে আর বেশি না, না আদি জানে ঘটনাগুলো স্পষ্ট হলো এতোদিন পর আদি আসলে অনেক অনেক বেশি ক্ষমতাশীল। কিন্তু এরকম সাধারণ মানুষ সেজে থাকে। সে ভেবেছিল এতোদিনে তার ক্ষমতা এতো বেড়েছে, ওই পুচকে তন্ত্রের অধিকারীকে সে আজ নাস্তানাবুদ করবে কিন্তু এখন বুঝছে আসলে সে যা এতোদিন ভাবত সবই ভুল। এতোক্ষণে সুলতানা বলে মেয়েটি এখন আর চরপাশে নেই, একি আদির ফ্ল্যাটের সামনে সে দাঁড়িয়ে ভেতরে ভীষণ অন্ধকার, কেউ কোথাও নেই। এসব কি হচ্ছে, এতো ক্ষমতার পরও নিজেকে শিশু মনে হচ্ছে তার উপরে উঠল সে যেন অদৃশ্য কোনো বাঁধনে আটকা পড়ে নিজেই এগিয়ে চলেছে সে পথে। আদির ঘরের দরজা খোলা ভেতরে ওটা কে? মা!! মা কি করছে আদির ঘরে?
তার মা আজ থেকে ৪০০ বছর আগে মারা গেছে, তার বয়স যখন সবে পাঁচ। ছোটো এক পাহাড়ে থাকত তারা, হঠাৎ আক্রমণ.... ওই তো ছোটো কামিনী উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে তার দিকে, সব গন্ডোগোল হয়ে যায় কামিনীর তার শরীর অবশ হয়ে আসছে আর তার পক্ষে দাঁড়ানো সম্ভব না। দরজার সামনে বসে পড়ল সে,
" এই যে যামিনীদেবী, আপনি ঠিক আছেন?"
অ্যাঁ!
সুলতানা দাঁড়িয়ে আছে, পাশে তার সাথে রেস্টুরেন্টের মেয়েটা নিজের পায়ে
মেয়েটা এসে কামিনীকে বলল " আপনি কি সাহসী, বেহেনজি আমার তো সাহসও ছিল না"
সুলতানা বলে মেয়েটা বলল " হ্যাঁ, ভাবি উনি ব বোধহয় স্ট্রেটটা নিতে পারেননি, আপনি একটু জল খাবেন"
কামিনী বোকার মতো চেয়ে আছে, জল?
খাবেন?
হুম বলে মাথা নাড়ল কামিনী।
রেস্টুরেন্টের থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে তারা, কামিনী বলল " আমরা রেস্টুরেন্ট থেকে কখন বাইরে এলাম?"
একটু আগে! কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন?
না, আপনার এই বৌদিটিকে ঘরে পৌঁছে দিতে হবে।
দরকার নেই, ভাবির বাড়ি কাছেই উনি যেতে পারবেন বলেছেন। "তা কি করে হয় উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন" কামিনী কোনো রকমে বলল।
চাপ নেই, আসাদকে কল করেছিলাম ও আসবে। বলেই সুলতানার পাশের মেয়েটি মুচকি হাসল।
সুলতানা বলল" যামিনীদেবী আপনি বরং আমার সাথে আসুন"
কামিনী অবাক চোখে তাকাল! সেকি ঘোরে আছে বোঝা যাচ্চে না। খুব দুর্বল লাগছে তার।
লেখক কথন:- বিষয়টা একটু নড়বড়ে আমি প্রথমে নিজে বুঝতে পারিনি পরে বুঝলাম। এই ঘটনাটা পড়ে অ্যাড করা ছিল। সুলতানার ডায়েরির শেষের দিকে, যা হোক এটা লিখে না রাখলে বোঝা যেত না বিষয়টা তাই অ্যাড করলাম।
এই অংশ থেকে সুলতানার নিজস্ব লেখনী শুরু হচ্ছে। রেস্টুরেন্টের ঘটনার পর এটা(নীচের অংশ) সুলতানার ডায়রিতে লেখা ছিল
২৮ শে সেপ্টেম্বর,
যামিনী বলে মেয়েটি ভারী অদ্ভুত। হঠাৎ আমাদের বাঁচালো তারপরই কেমন যেন ট্রান্স স্টেটে চলে গেল, ঠিক করে কথা বলছে না এখন অবধি। কি মিষ্টি মেয়ে, অথচ যেন কোনো এক গভীর ঘোরে মগ্ন।
আদির ফোন পেলাম আদির রুমে আশার ১০ মিনিট পর। যদিও আদি মেসেজ করেছিল রেস্টুরেন্ট থেকে বেরনোর সময়,
" তুমি আশা করি ঠিক আছো, ফ্ল্যাটে চলে যেও আর যামিনী বলে একটি মেয়ে তোমার সাথে থাকবে তাকেও নিও। তোমার সেফটির জন্যই ওকে তোমায় ফলো করতে বলেছিলাম। রাগ করো না প্লিজ" সাথে একটা ইমোজি।
আদির সাথে ফোনে কথা হল, আদি একটা নতুন ধরনের মেটাল আর্মার তৈরী করার পরিকল্পনা করছে যেটা সম্পূর্ণ A.I পরিচালিত যাতে শহরে বিপদ হলে পুলিশের বদলে মেশিন দিয়ে প্রোটেশন দেওয়া যায়।
বললাম" তোমার এই স্টার্কটা কে বলতো? এই যামিনীও বল ছিল প্রল্হাদ দত্ত না কে?"
" সে PORI নামে একটা নতুন ভার্সন A.I অ্যান্ড্রোয়েড বানিয়েছে, মানে বানিয়েছিল এখন ওর অ্যাসিন্টান্ট তো ওর সাথে মিলেই আমি এই নতুন পরিকল্পনাটা ভেবেছি।"
বাকি কথা পড়ে হবে, যামিনী ঠিক আছে?
হ্যাঁ!
আচ্ছা বাকি কথা এসে হবে।
আদি ফোন রেখেদিল। যামিনী মেয়েটা অঘোরে ঘুমচ্চে।
এই মেয়েটা সুস্থ তো নিজের বয়স ৩০০+ বলছিল, আদির সাথে আমার আগেও নাকি বিয়ে.....
এবার সত্যিই চিন্তা হচ্ছে। মেয়েটাকে ডাকা উচিত।
Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
(03-07-2023, 08:18 PM)চিত্রক Wrote: কামিনী এখন বেশ চুপচাপ, হেঁটে চলেছে আপন মনে এখন বিষয়টা তার কাছে স্পষ্ট না। তার রিয়ালিটি ম্যানুপুলেশনের দক্ষতা বাকি সবার চেয়ে বেশি, কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে পুরোটায় তার হাতের বাইরে, সে কোনো রকমে অন্যকারো ম্যানুপুলেশনে আটকে আছে আর তার ক্ষমতা সাধারণ কোনো ব্যক্তির না। আদির ক্ষমতা ছিল সামান্য সে যখন আদির সাথে দেখা করে তখন আদি তাকে বলেছিল সে এই একটি জিনিসই জানে আর বেশি না, না আদি জানে ঘটনাগুলো স্পষ্ট হলো এতোদিন পর আদি আসলে অনেক অনেক বেশি ক্ষমতাশীল। কিন্তু এরকম সাধারণ মানুষ সেজে থাকে। সে ভেবেছিল এতোদিনে তার ক্ষমতা এতো বেড়েছে, ওই পুচকে তন্ত্রের অধিকারীকে সে আজ নাস্তানাবুদ করবে কিন্তু এখন বুঝছে আসলে সে যা এতোদিন ভাবত সবই ভুল। এতোক্ষণে সুলতানা বলে মেয়েটি এখন আর চরপাশে নেই, একি আদির ফ্ল্যাটের সামনে সে দাঁড়িয়ে ভেতরে ভীষণ অন্ধকার, কেউ কোথাও নেই। এসব কি হচ্ছে, এতো ক্ষমতার পরও নিজেকে শিশু মনে হচ্ছে তার উপরে উঠল সে যেন অদৃশ্য কোনো বাঁধনে আটকা পড়ে নিজেই এগিয়ে চলেছে সে পথে। আদির ঘরের দরজা খোলা ভেতরে ওটা কে? মা!! মা কি করছে আদির ঘরে?
তার মা আজ থেকে ৪০০ বছর আগে মারা গেছে, তার বয়স যখন সবে পাঁচ। ছোটো এক পাহাড়ে থাকত তারা, হঠাৎ আক্রমণ.... ওই তো ছোটো কামিনী উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে তার দিকে, সব গন্ডোগোল হয়ে যায় কামিনীর তার শরীর অবশ হয়ে আসছে আর তার পক্ষে দাঁড়ানো সম্ভব না। দরজার সামনে বসে পড়ল সে,
" এই যে যামিনীদেবী, আপনি ঠিক আছেন?"
অ্যাঁ!
সুলতানা দাঁড়িয়ে আছে, পাশে তার সাথে রেস্টুরেন্টের মেয়েটা নিজের পায়ে
মেয়েটা এসে কামিনীকে বলল " আপনি কি সাহসী, বেহেনজি আমার তো সাহসও ছিল না"
সুলতানা বলে মেয়েটা বলল " হ্যাঁ, ভাবি উনি ব বোধহয় স্ট্রেটটা নিতে পারেননি, আপনি একটু জল খাবেন"
কামিনী বোকার মতো চেয়ে আছে, জল?
খাবেন?
হুম বলে মাথা নাড়ল কামিনী।
রেস্টুরেন্টের থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে তারা, কামিনী বলল " আমরা রেস্টুরেন্ট থেকে কখন বাইরে এলাম?"
একটু আগে! কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন?
না, আপনার এই বৌদিটিকে ঘরে পৌঁছে দিতে হবে।
দরকার নেই, ভাবির বাড়ি কাছেই উনি যেতে পারবেন বলেছেন। "তা কি করে হয় উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন" কামিনী কোনো রকমে বলল।
চাপ নেই, আসাদকে কল করেছিলাম ও আসবে। বলেই সুলতানার পাশের মেয়েটি মুচকি হাসল।
সুলতানা বলল" যামিনীদেবী আপনি বরং আমার সাথে আসুন"
কামিনী অবাক চোখে তাকাল! সেকি ঘোরে আছে বোঝা যাচ্চে না। খুব দুর্বল লাগছে তার।
লেখক কথন:- বিষয়টা একটু নড়বড়ে আমি প্রথমে নিজে বুঝতে পারিনি পরে বুঝলাম। এই ঘটনাটা পড়ে অ্যাড করা ছিল। সুলতানার ডায়েরির শেষের দিকে, যা হোক এটা লিখে না রাখলে বোঝা যেত না বিষয়টা তাই অ্যাড করলাম।
এই অংশ থেকে সুলতানার নিজস্ব লেখনী শুরু হচ্ছে। রেস্টুরেন্টের ঘটনার পর এটা(নীচের অংশ) সুলতানার ডায়রিতে লেখা ছিল
২৮ শে সেপ্টেম্বর,
যামিনী বলে মেয়েটি ভারী অদ্ভুত। হঠাৎ আমাদের বাঁচালো তারপরই কেমন যেন ট্রান্স স্টেটে চলে গেল, ঠিক করে কথা বলছে না এখন অবধি। কি মিষ্টি মেয়ে, অথচ যেন কোনো এক গভীর ঘোরে মগ্ন।
আদির ফোন পেলাম আদির রুমে আশার ১০ মিনিট পর। যদিও আদি মেসেজ করেছিল রেস্টুরেন্ট থেকে বেরনোর সময়,
" তুমি আশা করি ঠিক আছো, ফ্ল্যাটে চলে যেও আর যামিনী বলে একটি মেয়ে তোমার সাথে থাকবে তাকেও নিও। তোমার সেফটির জন্যই ওকে তোমায় ফলো করতে বলেছিলাম। রাগ করো না প্লিজ" সাথে একটা ইমোজি।
আদির সাথে ফোনে কথা হল, আদি একটা নতুন ধরনের মেটাল আর্মার তৈরী করার পরিকল্পনা করছে যেটা সম্পূর্ণ A.I পরিচালিত যাতে শহরে বিপদ হলে পুলিশের বদলে মেশিন দিয়ে প্রোটেশন দেওয়া যায়।
বললাম" তোমার এই স্টার্কটা কে বলতো? এই যামিনীও বল ছিল প্রল্হাদ দত্ত না কে?"
" সে PORI নামে একটা নতুন ভার্সন A.I অ্যান্ড্রোয়েড বানিয়েছে, মানে বানিয়েছিল এখন ওর অ্যাসিন্টান্ট তো ওর সাথে মিলেই আমি এই নতুন পরিকল্পনাটা ভেবেছি।"
বাকি কথা পড়ে হবে, যামিনী ঠিক আছে?
হ্যাঁ!
আচ্ছা বাকি কথা এসে হবে।
আদি ফোন রেখেদিল। যামিনী মেয়েটা অঘোরে ঘুমচ্চে।
এই মেয়েটা সুস্থ তো নিজের বয়স ৩০০+ বলছিল, আদির সাথে আমার আগেও নাকি বিয়ে.....
এবার সত্যিই চিন্তা হচ্ছে। মেয়েটাকে ডাকা উচিত। telegram e asbe? kotha hoto ...
@iamkkingtiger eta amar id
please respond .
nice update.
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
(03-07-2023, 08:23 PM)KingisGreat Wrote: telegram e asbe? kotha hoto ...
@iamkkingtiger eta amar id
please respond .
nice update. @Chittrokishere
Massage me, can't find you brother
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
04-07-2023, 04:00 PM
(This post was last modified: 05-07-2023, 02:43 PM by চিত্রক. Edited 1 time in total. Edited 1 time in total.)
29 শে সেপ্টেম্বর,
আদি যখন ফিরল তখন ঘড়িতে রাত প্রায় ১২টা ছুই ছুই। যামিনী নামের মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার হুশ নেই। আমার ঘুম আসছে না। এমন সময় ফোন ঢুকল, ভাবলাম আদি, কিন্তু না একেক সময় এমন লোকজন ফোন করে যাদের ফোন পাওয়া সত্যিই দুষ্কর। এই যেমন অনিন্দিতা। দিল্লীতে পড়ার সময় কত কাছের বন্ধু ছিল, অথচ এখন তার পাত্তাও নেই। সে অব্শ্য না হওয়ারই কথা কারণ যে মেয়ে কলেজে পড়তে ছেলেদের পিটিয়ে লাট করত আর কলেজ শেষে বাড়ির অমতে প্যারা এস এফ জয়েন করল তাকে আর যায় হোক সাধারণ বলা চলে না, আর অসাধারণ লোকের সান্নিধ্য এ জীবনে আমার হবে না। ফোন ধরতেই বুর্জ খলিফার উঁচু বিল্ডিং নজরে পড়ল, তারপর অনির হাসিমুখ, আমায় বলল "হাবিবি, ওয়েলকাম টু দুবাই সুলু"
তুই এখন দুবায়ে কি করছস?
ছুটি কাটাচ্ছি!
তুই কোথায় ডার্লিং
এই তো এখনও শহরেই আছি, বাবার বিজনেস্ দেখছি"
"এই তো বাবু, সেই বাংলার মেন্টালিটি চাইলে তুইও আজকে অফিসার হতিস। বেকার পরীক্ষা দিলি না।"
ওরে আমার কে রে, বাংলা নিয়ে কথা না।
আচ্চা আচ্ছা, আরে ওই মেয়েটা কে? ও হরি, আমাদের সুলু এখন লেসবিয়ান?
ধ্যাত! লেসবিয়ান কেন হবো.....ইনি আমার পরিচিত।
ও আমি ভাবলাম আমার থেকে সেক্সি মেয়ে পেয়ে আমায় ভুলে গেলি।
এই মেয়েটা না খালি বাজে বকে। নিজে যে সহকর্মী ভদ্রলোককে বিয়ে করেছ, আমি দেখিনি?
ইশ! দেখলি এইটা নিশ্চিত আমাদের ব্যাচের কারো কাজ। বিশ্বাস কর বাবু গত ছয়মাসে একবারও কোলকাতা আসেনি, এলে পার্টি হবে কনফার্ম।
পাশেই অনির স্বামীকে দেখা গেল। কারো সাথে ফোনে ব্যস্ত । ফোন রেখে অনির দিকে তাকাতেই অনি বলল মিট মাই বয়ফ্রেন্ড সরি! আই মিন স্বামী মিস্টার রণাঙ্গন রায় । আর আমার বান্ধবী আফ্রিন সুলতানা।
নমস্কার প্রতি নমস্কারের পর কোলকাতায় আসেই নেমতন্নের প্রতিশ্রুতি দিয়ে ওরা ফোন রাখল।
অনির কথা ভেবে মনটা বেশ ফুরফুরে ছিল, এমন সময় দরজায় বেল বাজল।
বাড়িতে জানে আমি নিজের ফ্ল্যাটে থাকব। কিন্তু আদির ফ্ল্যাটে আজও ......ভেবে মাথায় আবার দুষ্টু বুদ্ধি চাপল।
দরজা খুলতেই দেখি আদি দাঁড়িয়ে,একগাল হেঁসে আমারে জড়িয়ে ধরে বলল " যাক সব তাহলে ঠিকই হলো"
কি ঠিক হলো বলত?
কিছু না, শুধু তুমি ঠিক আছো দেখে খুশি হলাম।
বাজে বোকো না ফোন ধরো না, আজ আমি মরে যেতাম, নেহাত.....
কামিনী বাঁচালো, তাই তো?
কামিনী কে?
আই মিন যামিনী বাঁচালো, তাই তো?
হুম।
আদি কিছু বলল না শুধু হাসল।
Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
(04-07-2023, 04:00 PM)চিত্রক Wrote: 29 শে সেপ্টেম্বর,
আদি যখন ফিরল তখন ঘড়িতে রাত প্রায় ১২টা ছুই ছুই। যামিনী নামের মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার হুশ নেই। আমার ঘুম আসছে না। এমন সময় ফোন ঢুকল, ভাবলাম আদি, কিন্তু না একেক সময় এমন লোকজন ফোন করে যাদের ফোন পাওয়া সত্যিই দুষ্কর। এই যেমন অনিন্দিতা। দিল্লীতে পড়ার সময় কত কাছের বন্ধু ছিল, অথচ এখন তার পাত্তাও নেই। সে অব্শ্য না হওয়ারই কথা কারণ যে মেয়ে কলেজে পড়তে ছেলেদের পিটিয়ে লাট করত আর কলেজ শেষে বাড়ির অমতে প্যারা এস এফ জয়েন করল তাকে আর যায় হোক সাধারণ বলা চলে না, আর অসাধারণ লোকের সান্নিধ্য এ জীবনে আমার হবে না। ফোন ধরতেই বুর্জ খলিফার উঁচু বিল্ডিং নজরে পড়ল, তারপর অনির হাসিমুখ, আমায় বলল "হাবিবি, ওয়েলকাম টু দুবাই সুলু"
তুই এখন দুবায়ে কি করছস?
ছুটি কাটাচ্ছি!
তুই কোথায় ডার্লিং
এই তো এখনও শহরেই আছি, বাবার বিজনেস্ দেখছি"
"এই তো বাবু, সেই বাংলার মেন্টালিটি চাইলে তুইও আজকে অফিসার হতিস। বেকার পরীক্ষা দিলি না।"
ওরে আমার কে রে, বাংলা নিয়ে কথা না।
আচ্চা আচ্ছা, আরে ওই মেয়েটা কে? ও হরি, আমাদের সুলু এখন লেসবিয়ান?
ধ্যাত! লেসবিয়ান কেন হবো.....ইনি আমার পরিচিত।
ও আমি ভাবলাম আমার থেকে সেক্সি মেয়ে পেয়ে আমায় ভুলে গেলি।
এই মেয়েটা না খালি বাজে বকে। নিজে যে সহকর্মী ভদ্রলোককে বিয়ে করেছ, আমি দেখিনি?
ইশ! দেখলি এইটা নিশ্চিত আমাদের ব্যাচের কারো কাজ। বিশ্বাস কর বাবু গত ছয়মাসে একবারও কোলকাতা আসেনি, এলে পার্টি হবে কনফার্ম।
পাশেই অনির স্বামীকে দেখা গেল। কারো সাথে ফোনে ব্যস্ত । ফোন রেখে অনির দিকে তাকাতেই অনি বলল মিট মাই বয়ফ্রেন্ড সরি! আই মিন স্বামী মিস্টার রঙ্গন রায় । আর আমার বান্ধবী আফ্রিন সুলতানা।
নমস্কার প্রতি নমস্কারের পর কোলকাতায় আসেই নেমতন্নের প্রতিশ্রুতি দিয়ে ওরা ফোন রাখল।
অনির কথা ভেবে মনটা বেশ ফুরফুরে ছিল, এমন সময় দরজায় বেল বাজল।
বাড়িতে জানে আমি নিজের ফ্ল্যাটে থাকব। কিন্তু আদির ফ্ল্যাটে আজও ......ভেবে মাথায় আবার দুষ্টু বুদ্ধি চাপল।
দরজা খুলতেই দেখি আদি দাঁড়িয়ে,একগাল হেঁসে আমারে জড়িয়ে ধরে বলল " যাক সব তাহলে ঠিকই হলো"
কি ঠিক হলো বলত?
কিছু না, শুধু তুমি ঠিক আছো দেখে খুশি হলাম।
বাজে বোকো না ফোন ধরো না, আজ আমি মরে যেতাম, নেহাত.....
কামিনী বাঁচালো, তাই তো?
কামিনী কে?
আই মিন যামিনী বাঁচালো, তাই তো?
হুম।
আদি কিছু বলল না শুধু হাসল। Awesome update। Telegram e knock korechi। Ektu asben? Tahole কয়েকটা জিনিস বলতাম ছোট খাটো জাতে পরের update aro bhalo hoy। ব্যাস।
Another great update।
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
আদি ডিনার টেবিলে চুপচাপ বসে আছে, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। বললাম কি ব্যাপার বলতো তুমি কি এতো ভাবছ?
আদি চমক ভেঙে বলল " সাপেরা কি মরে বেঁচে ওঠে?"
কি সব বলছ? জানিনা। কেন?
এমনি, আমার মনে হয় সাপ এখন আর ঢ়োড়া নেই অ্যানাকোন্ডা হয়েছে।
পাশের রুম থেকে মেয়েলি কন্ঠ ভেসে এলো "নিজেরটার কথা বলছে?"
ঘাড় ঘুরিয়ে দেখা গেল শোয়ার রুমের দরজায় আদির একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে যামিনী। আদির জামাটা তার থাই অবধি এসে শেষ হয়েছে। শ্যামলা লম্বা পা দুটো ভীষণ সেক্সি লাগছে।
আদি কিছু উত্তর দিল না, যামিনীর দিকে তাকিয়ে বলল " সুস্থ??!"
যামিনী ঘাড় নাড়ল, তারপর বলল " তোমার ক্ষমতা সম্পর্কে আমি তাহলে শিশু?"
কি ক্ষমতা প্রশ্ন করতে বাধ্য হলাম!
কেন,বেডে!! তোমরা এখনও......জানো আদি না দারুণ আমি আমিও হাঁফিয়ে যায়, কিন্তু খুব উপভোগ্য, তাই না আদি?
আদি একবার আমার দিকে তাকাচ্ছে একবার যামিনীর দিক।
যামিনী বলল " কি হল? সত্যি বললাম, তাই না আদি, অবশ্য তুমি তো এখন একদম ছোটো এককাজ করো আফ্রিন তুমি একটু চা করে আনো। বড়দের দুষ্ট কথা শুনতে হবে না।
আদির দিকে তাকালাম, আদি মুখটা কেমন কেমন করে বলল পরী আসলে! .....
থাক....রেগে সোজা রান্নাঘরে চলে এলাম।
একটু পরে আদি এসে আমাকে জড়িয়ে ধরতে গেল, ওকে ছাড়িয়ে দিলাম....বললাম পুরনো প্রেমিকার সাথে আবার মিলিত হতে খুব অসুবিধা করে দিলাম। একটু পরেই চলে যাবে। গাড়িটা আনতে বলছি।
আদি বলল " আরে তুমি রাগ করছ কেন? আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি তুমি একটু শোনো পরী। রাগ করো না"
রাগ করার তো কিছু নেই আদি, তোমার বেস্ট সেক্সপার্টনার চলে এসেছে, বেডে তোমায় পাগল করে দেয়। যাও শুরু করো।
"আরে আমি কখন বললাম আমায় পাগল করে, যামিনী বলল কথাটা"
ওহ তারমানে আমি ভুল বলছি? আমাকে ডাকলে কেন? ওর সেক্স প্রতিভা দেখাবে বলে?
নাকি দুজনের সাথেই শোয়ার লোভ আছে তোমার?
"আলাদা আলাদা না একসাথে আছে"
কিহ্? কি বললে? আদির গলায় রান্নার চাকু ধরে বললাম" শোনো আদিনাথ দেব, তুমি আমার শুধু আমার, অন্যমেয়ের সাথে যা ছিল ছিল, এখন যেন না থাকে"
আর বাচ্চা!! আমাকে বাচ্চা বলে কোন সাহসে?
"বয়সের হিসেবে!"
ইয়ার্কি মারছ?
নাহ্, টেকনিক্যালি বললাম, ওর নিরিখে ও তোমার দিদিমার যদি দিদিমা হন তার বয়সী"
মানে?
একটু অবাস্তব লাগবে, পরী কিন্তু এটায় সত্যি।
Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
Conversation গুলো আর রাগের মোমেন্ট গুলো হেব্বি বাস্তব। অনুপ্রেরণা পেলাম। আমার গল্পেও এরম আনবো।
লাইক আর repu রইলো। প্রত্যেক বরের মত।
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
06-07-2023, 10:39 PM
(This post was last modified: 07-07-2023, 01:58 AM by চিত্রক. Edited 1 time in total. Edited 1 time in total.)
You mean the woman sitting next there is a 300 years old woman? Are you crazy Adi?
"উমম্ টেকনিক্যালি, ৩০০বছর বয়সী উইচ্ মানে মানুষই কিন্তু উইচটা জাস্টিফাইড!
হ্যাট যতসব আজগুবি, তুমি তো শিক্ষিত তারপরও এসব বলছ?
দেখো আমি উইচ বললাম ডাইনী তো বলি ন
, তাহলে মানে ইংলিশ ট্রাম তো গ্রহণযোগ্য বাংলায় বললে না হয় আমাকে অন্ধবিশ্বাসী বলতে!
দেখো আদি, বাংলায় বলো আর ইংরেজি আমি এই বিষয়টা মানতে পারছি না।
কত নিরিহ মানুষ এসবের জন্য মারা যায় জানো তুমি? ও বুঝেছি তোমার সাথে সম্পর্ক খারাপ বলে তুমি ওকে এসব অপবাদ দিচ্ছ? আদি ছি:!
আরে পরী আমি মিথ্যে কেন বলব? আর নিরিহ মানুষকে ডাইনী সন্দেহে মারা খুবই খারাপ। তা অপরাধ আমি বলছি অন্যের ক্ষতি করার আগে অবধি সকলেই নিরপরাধ তা সে উইচ মানে ডাইনী হলেও।
কিন্তু তোমার সামনে যে বসে আছে, তারা একধরণের রক্ত খায় গোল্ডেন ব্লাড!
কি! গোল্ডেন ব্লাড? সেটা আবার কি?
হিমালয়ের পাদদেশে পাওয়া যায় সায়েন্টিফিক নেম ধরে নাও indicano medicinal"
কিহ! এসব আবার কি? তুমি কি ক্ষেপে গেছে? সত্যি করে বলতে ওই প্রল্হাদ তোমায় কিছু করেছে? Is he Connect a chip to you?
"না না, সে ছেলে অতি ভালো, তবে সময়ে সময়ে মানুষকে ভালো থেকে একটু খারাপ হতে হয় " ধর্মহিংসা তদৈব চ্" তো এই ছেলেও নিজের সত্ত্বাধর্মের প্রতি একটু অবশেসড্। যা হোক সে অন্য কথা আমি যেটা বলছিলাম, তো ওরা এই গাছের পাতার রস খায় যার জন্য এদের আয়ু এতো বেশি। "
তুমি বলছ ওই একটা গাছের রস খেয়ে এই বছর ২৮ এর মেয়েটার বয়স ৩০০ বছর?
টেকনিক্যালি ৩৬০ মানে ৩৬১ হবে যদি আর দু-মাস দাঁড়ায়। দরজায় যামিনী উপস্থিত হয়েছে। ওকে ক্রমেই আরও সেক্সি লাগছে।
বললাম তুমি আর আদি মিলে আমার সাথে এগুলো কেন করছ?
"দেখো, আদি তোমাকে সত্যিটায় বলছে, তুমি এখানে বসো, আমি বলছি"
এখানে? এই কিচেনে? ওমা কই কিচেন আমি রুমে এলাম কখন?
"আফ্রিন তুমি চা কিন্তু দারুণ বানাও"
"চা?? একি আমার হাতে চায়ের কাপ, এটা কি হচ্ছে?
রিয়েলিটি অল্ট্রার। দারাও তোমায় আরাকটা জিনিস দেখায়
কি জিন....আব্বু? তুমি এখানে? আদির ফ্ল্যাট তুমি কি করে.... ভাইয়া তুইও?
"Is it some kind of halusination drug you using?
No, afrin I aren't and relax , I am just controlling you mind "
আদি কই? আদি তো তোমার সামনে?
দেখলাম এখনও রান্না ঘরে দাঁড়িয়ে আর আমার সামনে আদি, কি হচ্ছে?
You using something to make me sick
আফ্রিন তোমার এটা মনে হয়নি সুলেমানের শাগরেদ ওকে হঠাৎ খুন করল কেন?
তাই তো বিষয়টা এতক্ষণ ভাবছিলাম.....তাহলে কি....তুমি?
কিছু করার ছিল না আফ্রিন। তুমি তো সবটায় দেখলে
কিন্তু তুমি আমাকে পেলে কি করে?
আদিকে ট্রাক করছিলাম ওর উমম্ কি বলি, তুমি ইনার্জি প্রজেকশন বোঝো তো, বডিও এরকম এনার্জি প্রজেক্ট করে ওটাকে আমরা ওউরা বলি। মনে করো আদির ওউরা ওর প্রেজেন্স নির্নয় করে। আমি যখন ওকে খুঁজছিলাম তখনই দুজন লোককে পায় যাদের সাথে আদি সবচেয়ে বেশি ওউরা প্রেসেন্স আছে, মানে প্রায় কয়েক দশক ধরে, তারমধ্যে একজন খুব সাধারণ গোছের,লোকটা সাপের খেলা দেখায়, সাপুড়ে....ওর কাছে গেলাম,ওকে হিপ্নোটাইজ করলাম,বিষয়টা খুবই সহজ এসব লোককে হিপনোটাইজ করা সোজা কিন্তু লোকটার ব্রেইন পুরো জিরো, মানে কোনো স্মৃতিই লোকটার নেই,মনে হয় তখন নেশার ঘোরে ছিল, তাই ওকে বাদ দিতে হল আর একজন ওই আদির কম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর।
"নন্দীবাবু!! কথাটা আপনা থেকেই বেরিয়ে এলো।"
"হুম হুম ওই বাচ্চাটা। ওকে ধরতেই সব বলে দিল...তোমার ওউরা ট্রাক করা খুব ইজি, কারণ তোমার সাইন করা পেন ছিল ওই ছোকরার কাছে ওটা থেকে......"
একটা কথা আমার মাথায় চট করে খেলে যেতেই আদির দিকে তাকালাম।
যামিনীও আদির দিকেই তাকিয়ে আছে দুজনের চোখে বিশ্ময়!!!
আদি হেঁসে বলল "দুজনেই একটু রেস্ট করো অনেক মাথা ঘামিয়েছো, ওসব কিছু না সবটায় কাকতালীয়"
যামিনী বলল আদি আমরা কিছুই বলিনি, মাইন্ড রিড করছ, সেটাতে ধরা পড়ে গেল।
আদি বলল" এটা গেস্ ম্যাডামদ্বয় আপনারা বুঝবেন না, বসুন আমি রান্নায় নামি"
Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
13-07-2023, 02:51 AM
(This post was last modified: 13-07-2023, 02:56 AM by চিত্রক. Edited 2 times in total. Edited 2 times in total.)
আদিনাথ আজকে মাশরুম রান্না করছে, ফ্লাইট থেকে নেমেও আদির জেটল্যাগ ফিল হচ্ছে না দেখে একটু অবাক লাগল। আদি মাশরম নিয়ে এলো, সঙ্গে ভাত-ডাল আর আলুসেদ্ধ। ঘি এর কৌটো খুলে একটু করে ঘি ছড়াচ্ছি, এমন সময় যামিনীর দিকে চোখ গেল, অসম্ভব সুন্দরী মেয়ে একদম নিরপরাধ, কিন্তু আদির কথায় নাকি ডাইনি। আচ্ছা আদি কি সত্যি মস্তিষ্ক পড়তে সক্ষম?
শুধু পড়তে না বুঝতেও?
কে বলল? কথাটা? আমি নিজের অজান্তেই আঁতকে উঠলাম, উত্তরটা যেন কেউ কানের ভেতরে দিল।
আরে আঁতকে উঠছ কেন? আমি উত্তর দিলাম,এই যে,এদিকে সুলতানা আমি যামিনী!
যামিনীর দিকে তাকাতেই দেখি সে ভাত মাখছে, কি হল তাকে দেখে মনে হচ্ছে না সে কথা বলছে কিন্তু!
কিন্তু কিন্তু কি করছ? আমিও তো মাইন্ড রিড করেই উত্তর দিচ্ছি!
টেলিপ্যাথি!!.....
বলতে পারো!
হাসি পেয়ে গেল, মনে মনে বললাম" আছে আছে....."
এই একই ডায়লগ গেয়ো না তো উপেন্দ্রর নাতিটা যবে থেকে লিখেছে তোমাদর মাথায় একদম ওই একই জিনিস গেঁথে দিয়ে গেছে।
বাপরে এ তো দেখছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরিকেও চেনে?
শুধু চিনি না খুঁকি তাকে ছোটোবেলায় নিজের হাতে খাইয়েছিলাম।
হুম, বুড়ি ঠাকু.....
এই খুকি .....ঠাকুমা কাকে বলছিস?
তুই চিৎকার কি করছিস?
চিৎকার করলেও কেউ শুনবে না এটা সিকিওর মাইন্ড রিডিং বুঝলে সুলতানা খুকি, কারও দম নেই এটা ব্রেক করে এই কনভারসেশনটায় ঢোকে।
কেন? হোয়াটস্যাপ নাকি?
বলতে পারো এন্ড টু এন্ড এনক্রিপটেড!
খুব ভালো যামিনীদেবী এবার আপনিও একটা ব্রেন্ডন রিডিং সাইট খুলে ফেলুন।
নেকুপুশ!! আমার অন্য অনেক কাজ আছে,
আদিনাথ হঠাৎ গলাটা ঝেড়ে বলল, " হোয়টস্যাপ এখন সেফ?"
ডেটা লিক্ হচ্ছে শুনলাম!"
মানে?(দুজনেই সমস্বরে বলে উঠলাম)
আরে এই যে নিউজ পোর্টালে দেখলাম তাই বললাম!
এই সুলতানা জানো যামিনী আগে উপেন্দ্রকিশোরের জেঠুর জমিদারিতে থাকত।
ওহ, তারপর?
তারপর চলে আসে, ভাত খাওয়াতে পারেনি!
বেশ হাসি পাচ্ছিল। যামিনী একটু হকচকিয়ে গেল তারপর খাওয়ার মনোনিবেশ করল।
যামিনী মুখ টা নামিয়ে খেতে যাচ্ছিল, দেখলাম ওর মাশরুমে রসুন, এতে রসুন আছে.....হে আল্লাহ রসুন তো ওদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে, আমি টেবিলের উপর উঠে ওর হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে বললাম " একদম খাবে না এতে রসুন আছে"
তো?
তো মানে? এতে রসুন আছে খেলে তোমার কি হবে ভেবেছ?
কি হবে? মানে? ওহ তুমি কি আমাকে ভ্যাম্পায়ার মনে করেছ? দেখ সুলতানা ভ্যাম্পায়ার আর ডাইনী আলাদা। তুমি কি ওরাংওটাং আর শিম্পাঞ্জি তে পার্থক্য বোঝা না। আমরা আর ভ্যাম্পায়ার এক না। শোনো এসব সং সেজে বাদুড় হয়ে ঘোরা তোমাদের কুল লাগতে পারে আমার না।
সরি, যামিনী আমি বুঝিনি। তো তুমি কোনটা? ওরাং-ওটাংটা নাকি.......?
আদি না থাকলে না তোর নাক টা ফাটিয়ে দিতাম।
কি বললি? তোর ডাইনী বিদ্যা তোর ওখানে গুঁজে রাখা! আমার সাথে না বুঝলি আমি আফ্রিন সুলতানা।
কিহ!! তুই সুলতানা হো আর মহারাজই হো তোকে দেখাচ্ছি বলে চামচটাকে তরবারির মতো ধরল, আমিও তাই
ডুয়েল লড়বি?
কেন তুই লড়বি নাকি ডাইনি?
ডাইনি কাকে বললি রে মুখপুড়ি?
তোকে!! ডাইনীই তো তুই!
আবে যা! ওর বিদ্যা অর্জন করতে তোর চার পুরুষের ফেটে হাতে চলে আসত!
যামিনী এটা ভদ্রলোকের বাড়ি তোমার গুহা না আমার চার পুরুষ নিয়ে বলার তুই কে?
তোর চার পুরুষের থেকে বেশি বয়স আমার বুঝলি?
আদি এবার বেশ গম্ভীরভাবে বলল " দুজনে চুপচাপ খেয়ে ওঠো"
এই তুমি চুপ থাকো বুঝলে!(দুজনে সমস্বরে
বলে উঠলাম)
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
খবর চলছে, সন্ধ্যের রেস্টুরেন্টের ঘটনাটা টিভিতে চলছে। যামিনীর ভ্রুক্ষেপ নেই সেদিকে, সে আদির বুক সেল্ফ থেকে একটা পুরনো বই নিয়ে একমনে পড়ছে। আদি আমাদের কাউকেই কাজ করতে না দিয়ে, নিজে সব করছে। রুমের বাইরের জানালা দিয়ে সুন্দর আলো ছড়িয়ে পড়েছে বিছানায়, নিয়নের আলোয়-ঘরের আঁধারীতে যামিনীর দেহ আরো সুন্দর লাগছে! যামিনী কিছুক্ষণ চুপ করে চোখ বুজে বসে ছিল, সন্ধ্যের পর থেকে সে এখন অনেক সুস্থ। আমি যামিনীকে বললাম, তুমি তো উইচ্ মানে ইয়ে .......
হু, কেন?
না তুমি ওদের হিপনোটাইজ করলে, তারপর এরকম নিজে চুপসে গেলে কেন?
তোমাকে জানতে হবে না, অতো জেনে কাজ কি?
সেটা না মানে বলছিলাম যে তুমি তো বললে তোমার ক্ষমতা অনেক তা সত্ত্বেও কিছু.....?
দেখ সুলতানা তুমি এখনও কিছুই জানো না, কি হতে পারে আর কি পারে না সে বিষয়ে তুমি একদমই শূন্য। তোমার সাথে আমি কথা বলে সময় নষ্ট করব না।
যামিনীর সাথে কথা বলা বেকার, অতএব টিভির চ্যানেল চেঞ্জ করলাম।
"নমস্কার, একজন ব্যাংক কর্মীর আকস্মিক মৃত্যুতে হতবাক অঞ্চলের বাসিন্দারা। আজ সন্ধ্যেই নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ওনাকে। ভদ্রলোক একাই থাকতেন,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াতেই......"
ধুর বেকার খবর হার্ট অ্যাটাক নিয়ে আজকাল লোকজন অবাক হচ্ছে....ভেবেই চ্যানেল চেঞ্জ করতে যাচ্ছিলাম, এমন সময় কেউ আমার হাতটা চেপে ধরল, ঘুরে দেখি আদি। একদৃষ্টিতে তাকিয়ে আছে খবরের দিকে।
এই আদি কিছু হয়েছে?
আদি চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর বলল না, দিয়ে টিভি বন্ধ করে দিল।
পরী চলো ঘুমবে।
এই কি হয়েছে? আদি?
কিছু না, ট্রাভেল করে খুব ক্লান্ত তাই।
ঠিক আছে, (আমি)
যামিনী, তুমি চাইলে পরীর সাথে শুতে পারে। আমি অন্যঘরে না হয়......
থাক, কোনো দরকার নেই, তুমি আর তোমার পরী একঘরে শোও আমি পাশের রুমে শোবো।
আদি কিছুই বলল না, শুধু মাথা নাড়ল।
৩০ শে সেপ্টেম্বর সকাল,
লিখতে একটুও ইচ্ছে করছিল না, কিন্তু আদির শরীর থেকে নিজেকে আলাদা করার পর ভাবলাম লিখি সারাদিন যদি সময় না হয়, আসলে ত্রিসাম যে এতো তৃপ্তিদায়ক আগে কখনও অনুভব করিনি। আদির ক্ষমতা সত্যিই অনবদ্য, যামিনীর মুখ দেখে অবশ্যই তা যে কেউ বলে দেবে, যদিও যামিনী আমার কপালে চুমু খেয়ে বলছিল আমি নাকি সত্যিই বেডে ওর থেকে বেটার। মনটা খারাপ করছে, যামিনী যে সকালে চলে যাবে ভাবিনি। যাওয়ার আগে অবশ্য বলে গেল দেখা হবে। কিন্তু ওটুকুই।
শেষ রাতের পর আমাদের দূরত্ব যে অনেকটা কমেছে, তা ওর চলে যাওয়ার সময়ই বুঝলাম। সত্যিই নিজের দিদির মতোই মনে হচ্ছিল। প্রথমে যে বাচ্চা রূপে আমাকে অবজ্ঞা করাটা ছিল যাওয়ার সময় সেটাকে আর অতোটাও খারাপ লাগছে না। বরং আমাকে আগলে রাখার যে একটা চেষ্টা সেটায় চোখে পড়ে। যাওয়ার আগে যেসময়টুকু শুধু আমি আর যামিনী কাটালাম তাতে বুঝলাম আমি আর আদিই এখন ওর পৃথিবী। তাই হয়তো আমাকে আগলে রাখে।আদিকে আগলে রাখা কারো সাধ্য না। কিন্তু তার উপর যামিনীর আমাকে নিয়ে যে একটা অভিমান ছিল তা মুছে গেছে। সে এখন নতুন পথের পথিক, হয়তো কোনো অজানা মোরে আবার দেখা হবে তার সাথে;যামিনী ভালো থেকো।
না সম্পূর্নটা প্রথম থেকে না লিখলে অন্যায় হয়, প্রথম থেকেই শুরু করা যাক।
Posts: 233
Threads: 5
Likes Received: 561 in 189 posts
Likes Given: 1,363
Joined: Oct 2022
Reputation:
223
•
Posts: 45
Threads: 2
Likes Received: 61 in 37 posts
Likes Given: 9
Joined: May 2023
Reputation:
16
যামিনী শুতে যাওয়ার পর আদি আমায় শুতে বলল, তারপর নিজে আকাশের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে বাইরের আকাশ পরিস্কার দেখা যাচ্ছে, অসংখ্য তারায় ভরা সে আসমান। তার মাঝে আদিনাথকে যেন আল্লাহ কোনো ফেরেস্তা মনে হচ্ছে। আদিনাথ স্থির যেন এই আসমান এই তারাদের দিকে কোনো খেয়াল নেই সে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের জগতে ব্যস্ত। ভাবলাম ওকে ডাকি, তার আগেই আদি বলল " শুয়ে পড়ো পরী, তুমি ক্লান্ত।
আচ্ছা আদি একটা কথা বলতো, ওই যামিনী যা বলল সব কি সত্যি?
সব না কিছুটা
কতটা?
সে অনেক কথা পরী অন্য একদিন বলব, এখনও সময় আসেনি।
বাহ রে! মেয়েটা আমাকে ওরকম করছে আর তুমি কিছু বললে না?
পরী, ওর কেউ নেই ......এক আমি আছি!
তাহলে ওকে ছেড়ে দিলে কেন?
শীঘ্রই আসছি
|