14-08-2021, 09:41 AM
(This post was last modified: 14-08-2021, 09:42 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমার ভালোবাসা মহুল , তোমাকে নিয়ে দেখা আমার সব স্বপ্নের অপমৃত্যু ঘটেছে । আজ আমি মনের দিক থেকে নিঃস্ব ও রিক্ত । আজ তোমাকেশেষবারের মত একটা ঠিকানাহীন চিঠি লিখতে বসেছি , যেটা কোনোদিনই তোমার হাতে পৌঁছাবে না,যেটা শুধুমাত্র আমার ফ্যান্টাসি হয়েই রয়ে যাবে ।
একটা শুকনো ঝরা ফুলের মত হয়ে গেছে আমার জীবনটা।একটু বাতাসেই যে ফুলটা মুখ থুবরে পরে যেতে পারে। বেদনায় ক্ষতবিক্ষত হচ্ছে আমার হৃদয়।
সমাপ্ত
একটা শুকনো ঝরা ফুলের মত হয়ে গেছে আমার জীবনটা।একটু বাতাসেই যে ফুলটা মুখ থুবরে পরে যেতে পারে। বেদনায় ক্ষতবিক্ষত হচ্ছে আমার হৃদয়।
সবকিছু ঠিকই চলছে আগের মত,
কেবল তোমার বিহনে
কিছুই আমার চলছে না আগের মত ॥
সেই সুর সেই গান আজ ও আছে
তবু কোথায় যেন ছন্দ পতন হয়েছে-
কেউ বুঝবে না তোমায় হারিয়ে
এক জীবনে আমার ক্ষতি হয়ে গেলো কত ॥
তোমায় হারানোর ক্ষতি বিশাল এমন
বিশ্বটা এনে দিলে ও হবে না সে ক্ষতিপূরণ-
আজ আমার বেঁচে থাকাটাই হল দায়
এক জীবনে ছোট এই বুকে বেদনা নিয়ে এত ॥
তুমি স্মৃতি হয়েই থেকে যাও মস্তিষ্কের অজানা কোনো কোণে । বিদায় মহুল ,বিদায় । ভাল থেকো তুমি রক্তিমের সঙ্গে । জয় হোক প্রেমের । আমি শুধু রয়ে যাই ব্যর্থ প্রেমিকের স্বপ্নভঙ্গের একরাশ বেদনা নিয়ে ।সমাপ্ত


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)

