Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(11-08-2022, 04:44 PM)Bumba_1 Wrote: Baban is back with a bang .. অসাধারণ
অনেক ধন্যবাদ ♥️
আজকের জন্য সেই বাবানকে জাগিয়ে তুললাম
(11-08-2022, 05:31 PM)Avishek Wrote: অনেকদিন পর এই থ্রেডে এলাম। এসেই চমকে গেছি। এর মধ্যে কত কিছু লিখে ফেলেছেন বাবান দা। ও খোকন টা তো সাংঘাতিক লাগলো। এক মায়ের মাতৃত্ব কি সেটা বোঝালো এই গল্প। শেষের চমক টা সত্যিই বেদনাময়। আর বাকি অনু গল্প ও ছড়া গুলোও দারুণ।
এমন একটা থ্রেড আরকিনা মাত্র তিনটে ষ্টার? আমি শেষবার ৪টে দেখেছিলাম। এটা খুবই দুঃখজনক। আগে দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি দিতে পারলাম না। লাইক রেপু দিলাম।
প্রথমত অনেক ধন্যবাদ ♥️
আপনার সবকটা বিশেষ করে ও খোকন গল্পটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আর এই আজকেও ৪ স্টার ছিল, যেই আজকের কবিতাটা পোস্ট করলাম আর সামনে প্রথম পেজে চলে আসলো থ্রেডটি অমনি জাদুবলে চার থেকে তিনে নেমে গেলো সেটি
কেউ হয়তো খুব ভালোবাসে আমায় তাই এমন দুস্টুমি করে। কিন্তু একবারও বোঝেনা কিছু দুস্টুমি অন্যকে ব্যাথা দিতে পারে। আমি অবশ্য এই নিয়ে আর ভাবিনা। আপনারা পড়ে মতামত দিচ্ছেন সেটার থেকে বড়ো কিছু নয়।
(11-08-2022, 05:51 PM)Sanjay Sen Wrote: অসাধারণ বললেও কম বলা হয় , দুর্দান্ত লাগলো কবিতাটা।
অনেক ধন্যবাদ ♥️
অনেকদিন কিছু লেখা হয়নি এখানে তাই লিখলাম
•
Posts: 173
Threads: 0
Likes Received: 183 in 162 posts
Likes Given: 962
Joined: Feb 2022
Reputation:
12
(11-08-2022, 04:36 PM)Baban Wrote: দস্যি - বাবান
ছিলি তুই যে এত্তোটুকু
পুতুল যেন একটা মোটু
পারতিস না বলতে কথা
মোটকু শরীরে মোটা মাথা
এদিক ওদিক তাকিয়ে দেখা
আমাকে দেখে নকল শেখা
চোখ পিটপিট আর ঠোঁটের হাসি
যেন নীল বালক যার হাতে বাঁশি
ভুলভাল কিযে তুই বলতিস
ঘুম থেকে উঠে চোখ ডলতিস
যেই তোকে আমি কোলেতে নিতাম
তোর মায়ের বকুনি খেতাম
অবশ্য সে যে মা আমারই
তুই এসে ব্যাটা ভাগ বসালি
রাগ হতো খুব তোর ওপর
খেতিস যখন মায়ের আদর
আমি ছিলাম মায়ের মামনি
মিষ্টি দুস্টু মেয়ে সোহিনী
কিন্তু ব্যাটা তুই আসার পরেই
বড়ো হয়ে গেলাম হটাৎ করেই
পাল্টে গেলো মায়ের আদর
সব তোর জন্য উল্লুক বাঁদর
আর বসিনা মায়ের কোলে
ভুল করলেই কান দিতো মুলে
তুই হাসতিস খিলখিলিয়ে
ইচ্ছে করতো দি পিটিয়ে
মায়ের ওই চোখ রাঙানি
তাই কিছু করতে পারিনি
দুস্টু ছিলি তুই শয়তান ব্যাটা
আমার থেকে ছিলি যে নাটা
সেই যেবারে পা ভাঙলি
মামা করে কত কাঁদলি
বাবার চিন্তা মায়ের সোহাগ
সেটাই ছিল ব্যাথার খোরাক
কিন্তু তুই জানিসও নি
সেদিন শুধুই ওরা কাঁদেনি
এই দিদিরও ছিল চোখে জল
লাল চোখ করেছিল ছলছল
সব লুকিয়ে এসেছিলাম
তোর পাশেতে বসেছিলাম
ব্যাথায় আমার হাতটা ধরে
বলেছিলি দিদি গেলাম মরে
মুখ চেপে তোর দিয়েছিলাম
ভয় কি সেদিন বুঝেছিলাম
ঠাকুর ঘরে আমি লুকিয়ে
উঠেছিলাম আমি কোকিয়ে
ওগো ঠাকুর আমার একটা বায়না
ভাইকে ঠিক করে দাও আর কিছু চাইনা
শুনে ছিল ঠাকুর আমার কথা
কমে গেছিলো তোর যে ব্যাথা
আমার ভাইটা আবার উঠে
ফিরে গেছিলো মায়ের বুকে
তাতেই আমি সুখী ছিলাম
যদিও রেগেই তাকিয়েছিলাম
হতচ্ছাড়া মোটকু বাঁদর
ঠান্ডায় যে জড়িয়ে চাদর
আমার মুখে ভুতের গল্প
শুনে কাঁপতিস ভয় অল্প
রাতে আমায় শুতি জড়িয়ে
বুকটা যেত খুশিতে ভোরে
ঘুম পাড়িয়ে দিতাম তোকে
ভীতু বাচ্চা বলে হালকা বোকে
আজ কত্ত বড়ো আমার সে ভাই
নেই মোটকু, লম্বু তাগড়াই
দাঁড়িয়ে আজ নিজের দুই পায়ে
এগিয়েছে নিজের যোগ্যতায়
আজও নিজের হাত যে বাড়ায়
দিদির কোলে মুখ লোকায়
ভাইতো নয় যেন আমার ছেলে
এইভাবেই যেন এগিয়ে চলে
গেছে সে যে দূরের দেশে
কাজের সূত্রে উড়ে ভেসে
আজকে সে যে দেশে ফিরবে
এসেই আমায় জড়িয়ে ধরবে
সেই যে যেমন ছোটবেলায়
দিদির পিঠে ভাইটা লাফায়
হতচ্ছাড়া জ্বালিয়েছে কম?
সামলাতে অনেক বেরিয়েছে দম
মনে পড়লেই ভোরে ওঠে আঁখি
ফিরবে ভাই, আজ যে রাখি
#বাবান
Darun darun!
Posts: 1,473
Threads: 7
Likes Received: 2,458 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
512
দাদার হাতে কজন রাখি বাঁধলো দাদা।
আমার বড় কোন বোন নেই, যারা আছে তারা সবাই ছোট, ওদের নিয়ে আমার আলাদা একটা জগত আছে, ওদের আবদার, ইচ্ছে পূরন, দেখভাল করা এসবেই দিন চলে যায। বড় বোনের আদর শাসন ভালোবাসা খুব মিস করি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
12-08-2022, 02:59 PM
(This post was last modified: 12-08-2022, 03:01 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-08-2022, 10:55 AM)Papai Wrote: Darun darun!
ধন্যবাদ ❤
(12-08-2022, 12:52 PM)nextpage Wrote: দাদার হাতে কজন রাখি বাঁধলো দাদা।
আমার বড় কোন বোন নেই, যারা আছে তারা সবাই ছোট, ওদের নিয়ে আমার আলাদা একটা জগত আছে, ওদের আবদার, ইচ্ছে পূরন, দেখভাল করা এসবেই দিন চলে যায। বড় বোনের আদর শাসন ভালোবাসা খুব মিস করি।
এর উত্তরে বলবো -
এখন সবাই যেযার দেশে
কাজের মধ্যে গেছে মিশে
আগের মতো ছোটটি নেই
মজার মজার দিনগুলো সেই
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
15-08-2022, 07:03 PM
ওদের জন্য - বাবান
ওরা জানে লড়তে
নতুন শক্তি গড়তে
ওরা জানে লড়তে
প্রয়োজনে মরতে
ওরা চায় যুদ্ধ
ভীষণ ওরা ক্রুদ্ধ
স্বেত শক্তির বশে
বাকি রঙ গেছে মিশে
বাকি শুধুই ওরা
আগুন বুকেতে ভরা
হাতে তাদের অস্ত্র
নাই বা শরীরে বস্ত্র
কিন্তু ওরা যে মরিয়া
কালো শক্তি যাবে ছাড়িয়া
ফিরবে আবার রঙ সকল
থাকবে শুধুই সুখের দখল
সেইদিনের স্বপ্ন নিয়ে
ওরা গেছিলো যুদ্ধে এগিয়ে
ঘুম ভাঙেনি অনেকেরই আর
অগ্নিকান্ডে সব ছারখার
তবু বাকিরা গেছে লড়ে
নতুন ইতিহাস গেছে গড়ে
যুদ্ধে তারা হেরেছে জিতেছে
রক্ত বন্যায় তারাও ভিজেছে
কিন্তু তারা লড়ে গেছে রাতদিন
করে গেছে মোদের স্বাধীন।
#বাবান
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
আশেপাশে আজও শোনা যায় ছোটদের ক্যাপ বন্দুকের আওয়াজ। আজও ভেসে আসে দূর কোনো মণ্ডপ থেকে কিশোর কুমার, লতাজি বা আশাজির মধুর কণ্ঠ। হ্যা সাথে আজকের সাথে মানানসই টুম্পা ময়নাও। কিন্তু এদের উপস্থিতির পাশাপাশি ঢাকের আওয়াজ কানে আসলেই যেন মন বলে ওঠে - ওরে পাগলা এইদিন এইসময়টা বছরের অন্য ব্যাস্ত দিনগুলোর থেকে আলাদা রে, সারা বছর জুড়ে তো দায়িত্ব লোভ সম্মান ইচ্ছাপূরণ বেঁচে থাকার লড়াই লড়তে লড়তেই কাটিয়ে ফেলিস। আজ না হয় একটু বিশ্রাম দে নিজেকে। একটু না হয় অতীত সাগরে ডুবে আবারো ধরলি বাবা মায়ের হাত, আবারো না হয় তাদের সাথে রাস্তায় বেরোলি দুগ্গা মাকে নানা রূপে দেখতে। রাতের আকাশ ও চারিপাশের আলোর ঝলকানি মিলেমিশে যে অদ্ভুত এক জাদুছবি ফুটিয়ে তোলে তা আবার দেখবি না? দামি ফোনের ক্যামেরায় সেলফি না তুলে চোখের লেন্সে বন্দি করবিনা চারিপাশের হাসিমুখ গুলো আর মায়ের উজ্জ্বল মিষ্টি রূপ?
পূজা সকলের ভালো কাটুক।
- বাবান
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
♥️ শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ♥️
•
Posts: 321
Threads: 0
Likes Received: 116 in 97 posts
Likes Given: 1,242
Joined: Feb 2023
Reputation:
1
•
|