Thread Rating:
  • 83 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
-মন্দের ভালো (সমাপ্ত)
(10-07-2022, 10:46 PM)Baban Wrote: গোয়েন্দাগিরি, দাদা বোন, দিদি বোনেদের ইয়ার্কি দুস্টুমি আর ইমোশনাল মোমেন্ট সাথে আবার অতীতের সেই হারিয়ে যাওয়া মানুষটার অপেক্ষায় বসে থাকা। নিজের কাছে নিজের ছোট হবার জেদ, ছেলেমানুষি, ছেলেখেলা সব কিছু নিয়ে জমজমাট পর্ব। সাথে আবার পুরানো ফিল্মের বাবা নামক ভিলেন। যদিও পুরোটাই গল্পের স্বার্থে এমন বাবা চরিত্র আনতে হয়েছে কিন্তু এমন বাবা দেখলে মটকা গরম হয়ে যায়। রাগী হওয়া ভালো। পরিবারের বন্ধন বজায় থাকে কিন্তু রাই এর ভাবার এটা নিম্ন মানের চিন্তাধারা। মেয়েকে ভালোবাসেন ঠিক কতটা সেটা জানিনা কিন্তু নারীদের উনি শক্তি হিসাবে বোধহয় দেখেন না, বিপরীতটাই হবে।

আর শেষে বলি.... ওই উপরের ছড়া আমি লিখলেও আমাকে রাই ম্যাডাম এর জন্য লিখতে বলেছিলো রূদ্র বাবু।

ছড়া দিয়েই শুরু, ছড়ার হাত টা তোমান অনবদ্য দাদা।
সময় কাহিনি সংলাপের সংযোজনে তুমি যে ছড়া রচনা করো সেটা অতুলনীয়। বৌদির জন্য এমন লেখো বুঝি??

কাহিনী বিন্যাসে সবটাই দরকার ছিল তাই না চাইতেও ওমন একটা জঘন্য চরিত্র আনতেই হলো। তারপরও দেখি রাই কতোটা কি করতে পারে নইলে আমাদের হিট জুটি অবিনাশ-অঞ্জলি তো আছেই।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
পরের পর্বের জন্য আবার সেই এক সপ্তাহের অপেক্ষা।
[+] 1 user Likes Arpon Saha's post
Like Reply
(11-07-2022, 02:43 AM)Arpon Saha Wrote: পরের পর্বের জন্য আবার সেই এক সপ্তাহের অপেক্ষা।

চেষ্টা তো করি তাড়াতাড়ি দেবার কিন্তু  লেখাপড়া বিজনেস বাকি জীবন সবকিছু সামলে তারপর লিখি। জানি এটা কোন অজুহাত হতে পারে না তবুও চেষ্টা করবো আগেই আপডেট দেবার।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
এইবার খেলা জমে উঠেছে, দুর্দান্ত লাগল আজকের পর্ব  yourock

[Image: Images-2-2-1.jpg]

[+] 1 user Likes Somnaath's post
Like Reply
(11-07-2022, 07:27 PM)Somnaath Wrote: এইবার খেলা জমে উঠেছে, দুর্দান্ত লাগল আজকের পর্ব  yourock

খেলা হবে  Big Grin
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
(11-07-2022, 11:46 AM)nextpage Wrote: ব্যস্তময় জীবন........ 
কিছু করার নেই ঃ)
[+] 1 user Likes Arpon Saha's post
Like Reply
Namaskar
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply


নয়তো নিজের সাথে আর যুদ্ধ টা আর চালিয়ে নেয়া যেত না, দর দর ঘামছে শরীরটা নাকের পাটা দুটো ফুলে আছে ঘন ঘন শ্বাস নেবার কারণে। চোখ মুখের লাবণ্যতার জায়গা দখলে নিয়েছে ক্ষণিকের কিশোরী শরীরের অজানা উদ্দীপনা, চোখের সামনে এখনো ভেসে উঠছে সেই বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নগ্ন নিষিদ্ধ  ছবি গুলো।




অজানা কিছু কথা নতুন কিছুর আগমনে আসতে চলেছে নতুন পর্ব। আর সেটার জন্য একটু অপেক্ষা, আগামীকাল আসছে নতুন পর্ব -পাশা বদল ২
[+] 4 users Like nextpage's post
Like Reply
অপেক্ষায় থাকবো ..
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(14-07-2022, 09:16 PM)Bumba_1 Wrote:
অপেক্ষায় থাকবো ..

thanks দাদা
কাল রাত অব্দি অপেক্ষা...
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
(14-07-2022, 09:14 PM)nextpage Wrote:

নয়তো নিজের সাথে আর যুদ্ধ টা আর চালিয়ে নেয়া যেত না, দর দর ঘামছে শরীরটা নাকের পাটা দুটো ফুলে আছে ঘন ঘন শ্বাস নেবার কারণে। চোখ মুখের লাবণ্যতার জায়গা দখলে নিয়েছে ক্ষণিকের কিশোরী শরীরের অজানা উদ্দীপনা, চোখের সামনে এখনো ভেসে উঠছে সেই বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নগ্ন নিষিদ্ধ  ছবি গুলো।






অজানা কিছু কথা নতুন কিছুর আগমনে আসতে চলেছে নতুন পর্ব। আর সেটার জন্য একটু অপেক্ষা, আগামীকাল আসছে নতুন পর্ব -পাশা বদল ২

এতো সেই সেদিনে ফিরে গেছে যখন একজন ছাত্রী বন্ধুর বাড়ি গিয়ে অন্য কিছু খুঁজে পেয়েছিল  Big Grin
[+] 1 user Likes Baban's post
Like Reply
(14-07-2022, 10:11 PM)Baban Wrote: এতো সেই সেদিনে ফিরে গেছে যখন একজন ছাত্রী বন্ধুর বাড়ি গিয়ে অন্য কিছু খুঁজে পেয়েছিল  Big Grin

দুষ্টু খেলা  Big Grin
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
পাশা বদল-২








রাই খাবার টেবিল ছেড়ে উঠে ঘরে চলে যায়, যাবার পথে দরজার আড়ালে তনু কে দাড়িয়ে থাকতে দেখে কিছু বলবে ভেবেও আর বলে না৷ তখনো বিজয় চৌধুরীর গর্জন শোনা যাচ্ছে, দেবীকা দেবী কে ভৎসনা করছে রাই এর এমন আচরনে জন্য। তার মেয়ে বাবার মুখের উপরে কখনো কথা বলবে সেটা কখনো চিন্তায় আনে নি, সেই রাগের বহিঃপ্রকাশে একদুটো অশ্লীল শব্দও হয়তো বেরিয়ে গেছে মুখ থেকে। রাগ আর উত্তেজিত হবার কারণে খুব দ্রুত ছোট ছোট শ্বাস নিচ্ছে। স্বামীর এমন আচরণ নতুন কিছুই নয় দেবীকা চৌধুরীর কাছে, বাইরের মানুষের কাছে যতটাই নিপাট ভদ্রলোক সেজে থাকুক না কেন বাড়িতে কখনোই সে সেই ভদ্রতার মুখোশের ধার ধারে নি৷ বিয়ে হয়ে আসার পর থেকেই এমন আচরণ সয়ে আসছে, হয়তো এখনকার সময় হলে সইতো না। কিন্তু তার সেই ছোট সময়ের আনকোরা মস্তিষ্কেই যে পরিবার থেকে একটা শিক্ষা গেঁথে দিয়েছিল স্বামী হলো দেবতা তার কথার অবাধ্য হতে নেই, তার মন জুগিয়ে চলাই হলো স্ত্রীর কর্তব্য। শশুরবাড়ীতে এসে সবার সাথে মানিয়ে নিয়েই সংসার করতে হয়, মুখ বুজে অনেক কিছু সহ্যও করতে হয়। সেই কারণেই হয়তো এতটা কাল এই মানুষ টার সাথে সংসার করে চলেছে। তবে এখন আর তেমনটা মনে হয় না, তাই আজকাল স্বামীর অন্যায়ের প্রতিবাদ করতে মনের গোপন কুঠুরিতে স্পৃহা জেগে উঠে। যেমন আজ চাইছে মেয়ের হয়ে কথা বলতে, নিজে যা সইবার সয়েছে কিন্তু মেয়েটার যেন তেমন করে জীবন কাটাতে না হয় সেটাই চায় দেবীকা দেবী। চিরকাল তো মুখ বুজে সব কিছু বিষের মত হজম করেই এসেছে আজও যদি সেটা করে তবে সেটার অনুশোচনা বাকিটা জীবন বয়ে বেড়াতে হবে।

দূরে দাড়িয়ে থাকা তনু এতক্ষণ সবকিছুর উপর নজর রাখছিলো কিন্তু স্কুলের সময় হয়ে যাওয়াতে ওকে বেড়িয়ে পড়তে হলো। আজ আর নাস্তা করা হয় নি ওর কাঁধে ব্যাগ চাপিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, যাবার আগে একবার পিছন ফিরে তাকিয়ে রাইয়ের অশ্রুসিক্ত চোখ দেখে আর থাকতে পারে নি দ্রুতই বাসা থেকে বের হয়ে যায়। আগের চেয়ে পরিবেশ একটু শান্ত হয়ে এসেছে দেবীকা দেবী স্বামীর পাশের চেয়ার টা টেনে বসে পড়ে

-(শান্ত গলায় বলতে শুরু করে) তুমি মেয়ের বিয়ে ঠিক করে ফেললে সেটা একবারও আমাকে পর্যন্ত জানালে না। আমার তো সেই অধিকার টা আছে তো নাকি।

-(আবার গর্জে উঠে) সেটা তোমার কাছে জবাবদিহিতা করতে হবে নাকি? আমার মেয়ে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে।

-(এবার একটু চড়া গলাতেই বলে উঠে) চেচামেচি করবে না, আস্তে করে কথা বলো। তোমার চেচামেচি পাশের ইউনিট পর্যন্ত পৌঁছে যায়, তারা তোমাকে আর যাই ভাবুক ভদ্রলোক ভাবে না সেটা মনে রেখো। আর আমার মেয়ে আমার মেয়ে
এ কথাটা বারবার বলছো কেন? মেয়ে কি তোমার একার নাকি ও আমারও সন্তান। ওর ভালো মন্দের দেখভালে অধিকার আমারও আছে। আমারও জানার অধিকার আছে কোথায় কার কাছে মেয়ে বিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা মেয়ে বড় হয়েছে ওরও একটা মতামত আছে ওর কোন পছন্দ অপছন্দ থাকতেই পারে। আগে তো তোমার উচিত ছিল সেটা জানা, তারপর না হয় তুমি খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিতে পারতে। কিন্তু না তুমি সেটা করলে না উল্টো তো আমাকেও না জানিয়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছো। তুমি যদি ভেবে থাকো আগের মত এখনো সব তোমার খেয়াল খুশি মত হবে তবে তুমি ভুল ভাবছো, আমি অন্তত সেটা হতে দেব না।(এক টানা কথা গুলো বলে বলে একটা লম্বা শ্বাস নেয় দেবীকা দেবী)

-(এত বছরের নিশ্চুপ স্ত্রীর এমন বদলে কিছুটা হলেও ঘাবড়ে যায় বিজয় চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবীকা দেবীর দিকে যেন এখনি হামলে পড়ে ছিন্নভিন্ন করে দিবে বিপরীতে মানুষটাকে কিন্তু সেটা কেন জানি পারছে না। স্ত্রীর এমন অগ্নিগর্ভ রূপ আগে সে প্রত্যক্ষ করে নি সেটাতেই যেন তার পৌরুষের তেজ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবে সে দমে যাবার মত নয় আহত বাঘের মত আবার গর্জে উঠে) এই একদম উচু গলায় কথা বলবে না, আমার মাথা গরম করো না হাত উঠে যাবে বলে দিলাম। এতদিন যেহেতু আমার মতেই সব হয়েছে আগামীতেও হবে। আমার কাছে তোমাদের মতামত নেবার মত কিছুই ইম্পরট্যান্ট মনে হয় নি। আমি যেটা চাইবো সেটাই হবে আমার পছন্দ করা ছেলের সাথেই ওর বিয়ে হবে। এই আত্মীয়তায় আমার বিজনেসের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট দিবে  পারলে তুমি আটকে দেখাও...

-তুমি যে নিচু মানসিকতার মানুষ সেটা জানতাম তবে আজ দেখে মনে হচ্ছে তুমি মানুষের কাতারেই নেই, নিচে নামতে নামতে কোথায় এসে দাড়িয়েছো সেটা একবার দেখো। নিজের বিজনেসের জন্য মেয়েকে ব্যবহার করতেও দ্বিধা বোধ কাজ করছে না।(কড়া গলাতেই উত্তর দেয় দেবীকা চৌধুরী)

-একদম চুপ, আমি যেখানে আছি ঠিক আছি, কিন্তু তুমি তোমার জায়গাতে নেই, আরেকবার কথা বলবে মুখ চিপে ধরবো। (দু হাত বাড়িয়ে দিয়ে শাসিয়ে উঠে বিজয় চৌধুরী)

-(ঘর থেকেই মা বাবার কথা শুনছিলো সেটা যে বাজে দিকে যাচ্ছে সেটা বুঝতে পেরে ঘর থেকে বেড়িয়ে এসেই বাবার এমন বিভৎস রূপ দেখতে পায়) ছি বাবা ছি.... তুমি মায়ের সাথে এমন আচরণ কেমন করে করলে। তোমার প্রতি যতটুকু সম্মান ছিল আজ থেকে সেটাও আর মন থেকে আসবে না। আমি আগে কখনই তোমার কথার উপরে কিছু করি নি আগেও হয়তো করতাম না কিন্তু আজকের ঘটনার পর থেকে সেটা আবার নতুন করে ভাবতে হবে দেখছি।
(মেয়ের সামনে আর সেই দাপট ধরে রাখতে পারে নি বিজয় চৌধুরী, ধপ করেই চেয়ারে বসে নজর অন্য দিকে ঘুরিয়ে নেয়)
শুনো বাবা তোমার পছন্দ করা ছেলে কে আমি বিয়ে করতে পারবো না। আমি একজন কে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করবো, ভেবেছিলাম তোমাদের মতামত নিয়েই যা হবার হবে কিন্তু আজ যা দেখলাম তাতে বাবার মতামত তো জানাই হয়ে গেল। মা তোমার মতামতও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ তাই তোমাকেই বলছি আমি একজন কে ভালোবাসি তার বাবা মায়ের সাথে কথা বলেছি তারা রাজি এখন শুধু তোমাদের মতামতের অপেক্ষা করছিলো তবেই তারা আসতো কথা বলতে।

-ছেলে টা কে? কি করে? (শান্ত গলায় দেবীকা দেবী জিজ্ঞেস করে)

-তোমরা চিনবে মা, ওর নাম রুদ্র... রুদ্র রায়। গোপালপুরে আমরা একসাথেই পড়তাম। ওরা এখন শহরেই থাকে, ও এখন আমি যে কোম্পানিতে আছি সেটাতেই আছে প্রজেক্ট ইনচার্জ হিসেবে।

-ঐ বখাটে লম্পট টা এখনো তোমার পিছে পড়ে আছে। যার কারণে তোমাকে শহরে নিয়ে এলাম সেই আবারও... তাই তো বলি তোমার এমন আস্পর্ধা হয় কি করে। ওমন ছেলের সাথে ঘুরলে তো এমন অবস্থা হবেই।(মেয়ের দিকে তাকাতে গিয়েও তাকাতে না পেরে অন্য দিকে চোখ ঘুরিয়ে কথা গুলো বলে যায় বিজয় চৌধুরী)

-তুমি তো সবসময়ই সবার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারদর্শী। আমার তোমাদের বলার দরকার ছিল বললাম, এখন তোমাদের সিদ্ধান্ত নেবার পালা। (মায়ের দিকে তাকাতেই দেবীকা দেবী হালকা মাথা দুলিয়ে সায় দেয়) মা তোমার সাথে পরে কথা বলে নেব, এখন অফিসে যাচ্ছি এমনিতেই দেরি হয়ে যাচ্ছে ক্যান্টিনেই কিছু খেয়ে নেব।


রাই বেরিয়ে যাবার পর দেবীকা চৌধুরীও খাবার টেবিল ছেড়ে ঘরে চলে যায়, সকালের খাবার টা আজ আর কারও মুখেই উঠলো না। বিজয় চৌধুরীর সামনে থাকা প্লেটের রুটি গুলো ততক্ষণে ঠান্ডায় নেতিয়ে গেছে, সেগুলোই তিন আঙুলে টুকরো টুকরো করে মুখে নিতে গিয়েও নিতে পারে না। এ এক বিশ্রী রকমের নীরবতায় চারদিক গ্রাস করে নিয়েছে, সেই নীরবতার ঘুন পোকা গুলো একটু একটু করে তার এতদিনের অহংবোধ কাটতে শুরু করে।

রাই বরাবরই নিজেই গাড়ি ড্রাইভ করে, সিগনালে গাড়ি দাড়িয়ে আছে। লম্বা জ্যাম পড়েছে, এসির বাতাস টা মুখে এসে লাগছে সকালে এমন একটা ঘটনা ঘটবে সেটা আশা করে নি। ভেবেছিল ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবে কিন্তু ভাবা হয় এক আর ঘটতে থাকে আরেক।




ফিজিক্সের একটা নোট বাবু কে দিয়েছিল সেটা আজ মনে করে স্কুলে ওর থেকে নেয়া হয় নি। সেটা আনতেই বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু বাবু বাড়িতে নেই বিকেলে মাঠে চলে যায় খেলতে সেটা তো জানাই ছিল কিন্তু নোট টা ভীষণ দরকার ছিল তাই আসতেই হলো। আন্টির সাথে দেখা হতেই বললো ওর ঘর থেকে নোট কোথায় আছে খুঁজে নিয়ে যেতে। রাই বাবুর পড়ার টেবিলে এত খুঁজেও নোট টা কোথাও পেল না, কোথায় রেখে গেল কে জানে। একবার বিছানার আশপাশটাও দেখে নিয়ে ঘর থেকে বের হতে যাবে তখনি নজরে পড়লো বাবুর স্কুল ব্যাগটা টেবিলের একপাশে আড়াল করে দাড় করানো। কাছে গিয়ে ব্যাগটা তুলে নিয়ে নোট টা খুঁজতে থাকে, নোট টা পেয়ে সেটা বের করে আনতেই সেটার সাথে আরেকটা ছোট পাতলা বইয়ের মত কিছু একটা নিচে পড়ে গেল। সেটা তুলে পাতা উল্টাতেও রাই এর চোখ ছানাবড়া। আর  একদুটো পাতা উল্টাতেই নিজেকে কেমন পালকের মত হালকা মনে হতো লাগলো। মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে, কান দিয়ে গরম ভাপ বের হচ্ছে প্রতিটা পাতায় বিভিন্ন নায়ক নায়িকার নগ্ন ছবি তার নিচেই গল্পের মত কিছু একটা লেখা, না রাই আর এক মূহুর্ত দাড়িয়ে থাকতে পারে না পা গুলো কেন জানি অসারের মত হয়ে যাচ্ছে। ব্যাগটা জায়গা মত রেখে ওর ফিজিক্স নোট টার সাথে সেই বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে নিজের বাসার দিকে ছুটতে থাকে।

বাসায় এসে নিজের ঘরে ঢুকেই দরজা টা চাপিয়ে দিয়ে নোটের ভেতর থেকে সেই নগ্ন ছবির বইটা সন্তপর্ণে বের করে আনে৷ আবারও একের পর এক পাতা উল্টে যায়, নিজের শরীরের আর মানসিক পরিবর্তন অন্যদিকে কিছু ইঁচড়েপাকা বান্ধবীর কল্যানে বইয়ের বিষয়বস্তু একেবারেই আর অজানা থাকার কথা না। ছবি গুলোর নিচে প্রিন্ট করা গল্প গুলোও একদুটো পড়া হয়ে যায় এই ফাঁকে। সারা শরীরের একটা অদ্ভুত শিহরণ অনুভব করছে রাই, বিশেষ করে শরীরের স্পর্শকাতর অঙ্গগুলির মাঝে একটা প্রভাব বুঝতে পারে যেন সেখানে আজ কোন উৎসব লেগে গেছে সেই উৎসবের উদ্দীপনার সঞ্চারে মনের অজান্তেই একটা পা আরেকটা পায়ের উপর কখন থেকে ঘসে চলেছে সেটার সময় দেখা হয় নি। রক্তের গতিবেগ যেন মূহুর্তে মূহুর্তে বেড়েই চলেছে, হাত পা গুলো অসারের মত মনে হচ্ছে না আর পারছে না নিজের কিশোরী শরীরটা কেমন আনচান করে উঠছে কিছু এটা হচ্ছে ভেতরে ভেতরে তবে সেটা কি সেটাই বুঝতে পারছে না কোন মতে মস্তিষ্কের সাথে যুদ্ধ করে বইটা দূরে ছোড়ে মারে। নয়তো নিজের সাথে আর যুদ্ধ টা আর চালিয়ে নেয়া যেত না, দর দর ঘামছে শরীরটা নাকের পাটা দুটো ফুলে আছে ঘন ঘন শ্বাস নেবার কারণে। চোখ মুখের লাবণ্যতার জায়গা দখলে নিয়েছে ক্ষণিকের কিশোরী শরীরের অজানা উদ্দীপনা, চোখের সামনে এখনো ভেসে উঠছে সেই বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নগ্ন নিষিদ্ধ  ছবি গুলো। নিজের নিম্নাঞ্চলের ঈষৎ ভেজা ভাবটা মস্তিষ্কের কাছে অনেক আগেই ধরা পড়ে গেছে। অদ্ভুত এক আকর্ষণের মায়াজালে যেন নিবন্ধ হয়ে পড়েছিল নিজের পরিস্ফুটিত হতে থাকা শরীরের আনাচে কানাচে জমতে থাকা উত্তেজনার পারদ, হাত পায়ের শিরা ধমনি গুলো যেন হঠাৎই কেমন টান টান হয়ে যাচ্ছিলো। কিছুটা সময়ের ব্যাপ্তিতে উত্তেজনার প্রকোপ টা কমতেই সেখানে ঘৃণার আনাগোনা বাড়তে থাকে, বাবুর উপর তার চেয়ে বেশি হয়তো নিজের উপরে ঘৃণার জন্মে গা টা কেমন ঘিনঘিন করে উঠে রাইয়ের। চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বাথরুমে চলে যায়, পাগলের মত জলের ঝাপটা দিতে থাকে নিজের চোখে মুখে। কতক্ষণ এভাবে কেটে সেটা হয়তো ঐ দূরের টিকটিক করে চলতে থাকা ঘড়ির কাছেই হিসেব তুলা রইলো। এত বছর ধরে একসাথে বড় হওয়া মানুষটার এমন বদলে যাওয়া টা রাইয়ের কাছে একটা বিশাল ধাক্কা, বাবুর কাছে এমন একটা বই থাকতে পারে সেটা সে কল্পনাতেও ভাবতে পারে নি। নিজের শরীরের পরিবর্তনের সাথে সাথে যখন মনের মাঝেও পরিবর্তন ঘটতে থাকে তখন থেকেই বাবু কে আর আট দশটা বন্ধুর মত ভাবতে পারে নি কখনো, শত চেষ্টাতেও আর আগের জায়গায় বসাতে পারে নি ওর প্রতি যে টান টা সে অনুভব করে সেটা আর কারো প্রতি আসে না৷ ওর হাবভাব দেখে বান্ধবী গুলো বারবারই বলে ও নাকি বাবুর প্রেমে পড়েছে। এটা প্রেম নাকি ভালোবাসা সেটার সিদ্ধান্ত নেবার মত বয়স এখনো হয়তো হয়নি, সেই সাথে এতটাও পরিপক্বতা আসে নি যে এমন বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে তবে এটা ঠিক বুঝতে পারে ও এখন আর বন্ধুর গন্ডিতে নেই সেটা ছাড়িয়ে বেশি কিছু৷ সে কারণেই হয়তো বাবুর কাছে এই বইটা কেন থাকবে সেটা মেনে নিতে পারছে না, অন্যকারও হলে হয়তো ওর এত সমস্যা হতোই না যতটা না বাবুর জন্য হচ্ছে৷ ইচ্ছে করছে যেন এখনি ওর চুল গুলো মুঠি করে জোরে টেনে ছিঁড়ে নিক, ইচ্ছে মত যতক্ষণ না মন শান্ত হয় ততক্ষণ পর্যন্তই মারতে । নিজের সবটা রাগ বাবুর উপর উগড়ে দিতে, না ওটার জবাব ওকে দিতেই হবে৷ তবে কাল স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হবে।


পরদিন স্কুল ছুটি হতেই বাবুর সাইকেলে চেপে গিয়েছিল ঐ ভাঙা ব্রীজের এখানে, জায়গাটা একদম শুনশান নীরব এদিকে তেমন কেউ আসে না তাই হয়তো প্রকৃতি এই জায়গাটা একটু নিজের মত করেই সাজিয়ে নিয়েছে। এমন একটা জায়গাই বাবু কে শাসানোর জন্য সেইফ মনে হয়েছিল অন্যকোথাও কেউ না কেউ দেখে নিতো ওদের দুজনকে। কিন্তু আমরা ভেবে রাখি এক আর আমাদের জীবনে ঘটে চলে আরেক। বইটা বের করার আগেই বাবু হয়তো বুঝে গিয়েছিল রাই ওকে কি নিয়ে বলতে চাইছে সেটা ওর মুখের কাচুমাচু ভঙ্গি টাতেই স্পষ্ট কিন্তু রাই একদম বুঝতে পারেনি যেটা মাত্রই ওর সাথে ঘটে গেল, গতকাল যেখানে সবকিছু থেমে ছিল আজ যেন সেখান থেকেই সব শুরু হয়ে গেল বাবুর হাতের স্পর্শে। নিজের বুকের উপর প্রবল কৌতুহলে জেগে উঠা দুটো নরম মাংসপিণ্ডের উপর বাবু হঠাৎ করেই এমন ভাবে বল প্রয়োগে চেপে ধরবে সেটা আচ করতে পারেনি। মূহুর্তের ঘটনায় প্রথমে ব্যাথায় গুঙিয়ে উঠার পরক্ষণেই অবর্ণনীয় এক অনূভুতি ছড়িয়ে পড়ে নিজের কুমারী শরীরে। এই প্রথম কোন জোরালো পুরুষ স্পর্শে কম্পিত হলো পুরো শরীর, কয়েক সেকেন্ডের ঘটনায় যেন সব কিছু বদলে গেল নিজের চেনা জগতের। আগের দিনের জমে থাকা রাগটা এখন আরও প্রবল হয়ে ফিরে এসেছে, কোথা থেকে কি হয়ে গেল সেটা ভাবার ফুসরত টুকুও যেন পেল না সদ্য কৈশোরে ভাসতে থাকা দুটো কিশোর কিশোরী। রাগের মাথায় বাবুর ঘাড়ে দাঁত বসিয়ে দেয় রাই, তবে যেটুকু চেয়েছিল উত্তেজনার ফাঁদে পা দিয়ে তার চেয়ে বেশিই দাঁত গুলো বসে গিয়েছিল বাবুর ঘাড়ে সেটা বুঝতে পারে যখন দেখতে পায় রক্তের ধারা বইছে। ভয়ে পেয়ে যায় রাই কোনমতে ব্যাগ থেকে রুমালটা বের করে চেপে ধরে বাবুর ঘাড়ে,নিমিষেই শুকনো রুমালট্ রক্তে ভিজে জবজবে হয়ে যায়। বাবুকে নিয়ে কোনভাবে বাজারের একটা ফার্মেসীতে গিয়ে ড্রেসিং করিয়ে যে যার বাসায় চলে যায়।

তখন থেকেই মনটা উশখুশ করে যাচ্ছে কোন ভাবেই পড়ায মন বসাতে পারছে না রাই, এমনটা কি করে হয়ে গেল সেটাই এখনো বুঝতে পারছে না। রাতে বাবার গম্ভীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মায়ের সাথে উচু গলায় কিছু একটা নিয়ে কথাকাটি হচ্ছে। বাবার এই রূপ নতুন নয়, তবে আজকের গলার স্বরটা অন্যরকম ঠেকছে সেটার জন্যই ভয় টা বেশি হচ্ছে৷ এমনিতেই রাই ওর বাবাকে বাঘের মতই পায়... হঠাৎই রাই এর ডাক পড়ে। দেবীকা দেবীর পেছন পেছন রাই গিয়ে বাবার সামনে দাঁড়ায়

-এইসব করার জন্য তোমাকে স্কুলে পাঠাই? এত এত টাকা খরচ করছি তোমার পিছনে আর তুমি এর সাথে তার সাথে ঘুরে বেড়াও। কতদিন ধরে চলছে এসব??

-(ভয়ে ঠকঠক করে কাঁপছে এই হয়তো চোখের বাঁধ ভেঙে উপচে আসবে অশ্রুধারা) বাব...বা কি বলছো ত..তুমি আমি লেখাপড়া বাদ দিয়ে কিচ্ছু করিনি। কারও সাথে ঘুরতে যাই নি।

-(গর্জন করে উঠে) মিথ্যে বলবে না, ঐ যে অবিনাশ না কি তার ছেলেটার সাথে তুমি সাইকেলে করে বাজারে যাও না?

-লাইব্রেরি গিয়েছিলাম খাতা কিনতে, ও আমার বন্ধু..

-এসব বখাটে ছেলে তোমার বন্ধু?? তাই তো এই অধঃপতন হয়েছে তোমার। আজও ওর সাথে কোথায় গিয়েছিলে?? ছি ছি আমার বলতেও লজ্জা লাগছে ওসব জায়গায় তোমার কি কাজ তাও ঐ ছেলের সাথে..

-কিসব বলছো মেয়েকে, তুমি মাথা ঠান্ডা করে ভেবে তারপর বলো। রাই এমন কিছু করবে কেন?(বরাবরের মতই শান্ত গলায় কথা বলে যায় দেবীকা চৌধুরী)

-(শাসিয়ে উঠে বিজয় চৌধুরী) একদম কথা কম বলবে, তুমি বাড়িতে থেকে কি জানবে কি হচ্ছে না হচ্ছে। আমার কাছে তো সব খবরই আছে, আমার এক স্টাফের কাছ থেকেই খবর পেয়েছি তোমার মেয়েকে জিজ্ঞেস করো সত্য না মিথ্যা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কালই আমরা শহরে শিফট করবো এখন থেকে তুমি ওখানেই পড়বে।

-না বাবা, প্লিজ... আর এমনটা হবে না তবুও শহরে যেতে বলো না, আর এখন তো বছরের মাঝামাঝি গিয়ে মানাতে পারবো না। আমি আর কোথাও যাবো না কারও সাথে মিশবো না। প্লিজ বাবা প্লিজ (কাকুতিমিনতি করতে থাকে বারবার, হঠাৎ করে সব এমন উলট পালট হয়ে যাবে বুঝতে পারে নি)

-আমার সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এটা আর বদলাবে না। বাড়াবাড়ি করলে ঐ ছেলের বাড়িতে নালিশ জানাবো এখনো সেটা করিনি। ব্যাগপত্র গুছিয়ে নাও(কথাটা শেষ করেই হনহন করে ঘরে দিকে হাঁটতে থাকে বিজয় চৌধুরী)

সারারাত রাই ঘুমাতে পারে নি, বাবার সিদ্ধান্ত যে বদলাবে না সেটা ওর অজানা নয়। ওর হাতে আর কিছুই নেই সব কিছু ছেড়ে চলে যেতেই হবে শেষবারের মত একবার বাবুর সাথে দেখা করতে হবে, ওদের বাড়ির নাম্বার টা আনতে হবে পরে যোগাযোগ করা যাবে। পরদিন সকালেই বাবা একটু বের হতেই রাই ছোটে গিয়েছিল বাবুদের বাড়িতে। বাসায় গিয়ে দেখে বাবু জ্বরে অচেতন হয়ে আছে আন্টি ওর মাথায় জল ঢেলে চলেছে। কিছুক্ষণ চুপচাপ দাড়িয়ে থেকেছিল রাই সেখানেই শেষ দেখাটা আর হয়ে উঠে নি, কত কথা বলার ছিল সেসব আর হয়তো কখনোই বলা হবে না। ভেজা চোখ নিয়েই বাড়িতে ফিরে এসেছিল রাই কিছুক্ষণ পরেই গাড়ি চলে আসে, শেষবারের মত ঐ পথটার দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে আর হয়তো কখনোই আসা হবে না এখানে আর মানুষগুলো সাথেও দেখা হবে না। আর বাবু.....


গাড়ির জানালায় টুকা দেবার শব্দে ঘোর ভাঙে রাইয়ের... সামনের দিকে চেয়ে দেখে সিগনাল ছেড়ে দিয়েছে, পেছনের গাড়ি গুলো উচ্চশব্দে বারবার হর্ন বাজিয়ে চলেছে। রাইয়ের গাড়িও সামনের দিকে চলতে শুরু করে।




কনফারেন্স রুমেই এতক্ষণ বসে ছিল রুদ্র একটা মিটিং হতো কিন্তু ম্যানেজার ম্যাডাম এখনো না আসাতে ২০ মিনিট পর আবার সবাইকে আসতে বলা হয়েছে। রুদ্র নিজের রুমেই চলে যাচ্ছিলো হঠাৎ রূপালির ডেস্কের সামনে দিয়ে যাবার সময় অজানা নাম্বার থেকে আসা মেসেজ সম্পর্কে মনে পড়তেই রুপালির ডেস্কের দিকে পা বাড়ায়। রুপালি কোন একটা ফাইলের এন্ট্রি নিয়ে কাজ করছিলো, রুদ্র কে দেখেই পাশের একটা খালি চেয়ার টেনে ওকে বসতে দেয়। কৌতূহল কে পেছনে রেখে হাসিমুখেই চেয়ার টা টেনে রুপালির পাশে বসে

-কি খবর কেমন আছো?

-(অনেকটা নাকটানা সুরেই কথা বলতে শুরু করে) আজকাল তো আমার খবর নেবার সময়ই তোমার হয় না, তনয়া কি জাদু মন্ত্র জানে নাকি? একেবারে বশ করে নিয়েছে তোমাকে। যখনই দেখি তোমার সাথে আঠার মত লেগে থাকে, আমাদেরও একটু সুযোগ দিও। নাকি তোমার মন আর এদিকে ফিরে তাকাতে বারণ করে??

-(সকল অভিযোগ বাতাসে উড়িয়ে দেবার মতই করে হাসির রেখা টেনে) আরে না কিসব বলছো, ওসব বশ টশ আমি কখনো হয় নি আর হবোও না। নতুন প্রজেক্টের পর থেকে তো দম ফেলার সুযোগই পায় না, নইলে তুমি কি কম সুন্দরী নাকি যে আমার মন তোমাকে এড়িয়ে যাবার মত স্বৈরাচারী হয়ে উঠবে। একটু ফ্রি হলে একদিন না হয় একটা লং ড্রাইভে চলে যাবো, কি যাবে তো? আর আমার একটা পাওনা তো বাকি আছে সেটাও না হয়...

-(অভিমানের মেঘ সরে গিয়ে উজ্জ্বল আলোর রেখায় ঝলমলে চেহারার দীপ্তি ছড়িয়ে) তুমি ভালো করেই জানো কিভাবে কার মান ভাঙাতে হয় এমন সব কথা বলো আর অফার করো যে রাগ করে থাকার মত জোর মন বা মস্তিষ্ক কোনটাতেই পাই না। (ছোট্ট হাসি) তোমাকে কি কখনো বারণ করেছি যখন চাইবে নিজের করে নিবে।

-যাক তাহলে মন গললো, একটা কথা জিজ্ঞেস করার ছিলো সরাসরি উত্তর দিলে খুশি হবো।

-সিরিয়াস কিছু(অজানা আতঙ্কে ভ্রু দ্বয় কুঁচকে উঠে)

-(মোবাইল বের করে নাম্বার টা দেখিয়ে) এটা কি তোমার নাম্বার? তুমি কি এই নাম্বার থেকে মেসেজ পাঠাও আমাকে?

-(মেসেজ গুলো দেখে দুষ্টুমির হাসি হেসে) আহা এতো প্রেম কার বুকে উতলা ঢেউ এর মত আছড়ে পড়ছে, যদি আমি হতাম তবে কি তুমি আমার হতে? যদি হও তবে আমি স্বীকার করে নেব সব। তোমার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি।

-প্লিজ ভনিতা করো না, এটা কি তোমার কাজ? তুমি যদি এটা মজার ছলে করে থাকো তবে বলে দাও

ওমনি ম্যানেজার ম্যাডাম রিদ্ধিমা চৌধুরী কে আসতে দেখেই রুপালি ডেস্ক ছেড়ে দাড়িয়ে গুড মর্নিং সম্ভাষণ জানায়, রুদ্র উল্টো দিকে বসা ছিল তাই ও ম্যাডাম কে দেখতে পারে নি রুপালি কে দাড়াতে দেখে ও নিজেই দাড়িয়ে ঘুরতেই দেখে ম্যাডাম আসছে। রুদ্রও সাথে সাথে সম্ভাষণ জানাই, ওর কাছে মনে হলো ম্যাডাম হয়তো একটু রাগান্বিত চোখেই ওর দিকে তাকিয়ে থেকেই নিজের রুমের দিকে এগিয়ে গেল, মনে হলো ক্ষণিকের ঐ দৃষ্টিতেই যেন সে ঝলসে যাচ্ছিলো। ম্যাডাম এসে গেছে তাই মিটিং শুরু হয়ে যাবো এই ভেবে রুদ্রও আর চেয়ারে না বসে  এগিয়ে যায় সামনের দিকে রুপালির উত্তর টা ওর আর নেয়া হলো না পরে আবার কখনো এক ফাঁকে আবার আসতে হবে। কনফারেন্স রুমে যাবার আগে নিজের রুম থেকে ফাইলটা নিতে হবে তাই সেদিকে যাচ্ছে রুদ্র, মোবাইলে নোটিফিকেশনের আওয়াজ হয় পকেট থেকে মোবাইল টা বের করতেই আবারও সেই নাম্বার থেকে মেসেজ আরও কয়েকটা লাইন

আমি হয়তো তোমার ব্যাপারে বড্ড হিংসুটে, সেটা তুমি দোষ গুণ যেটা খুশি ভাবতেই পারো
তোমার পাশে কাউকেই আমার সহ্য হয় না
বলতে পারো এটা আমার ভালোবাসা কিংবা পাগলামি....
তবু আমি জানি আমি তোমাকেই ভালোবাসি।


সাথে সাথে ফোন দিলেও এইবারেও ব্যর্থ ততক্ষণে নাম্বার টা বন্ধ হয়ে গেছে। আশেপাশে চোখ বুলিয়ে একবার বুঝতে চেষ্টা করে এখানকার কারও কাজ কিনা এটা, বারবার কেন মনে হচ্ছে যেই মেসেজ টা যেই পাঠাক না কেন সে হয়তো ওকে সবসময়ই নজরে রাখছে আবার এটা মনের ভুলও হতে পারে। নিজের রুমে ঢুকতে যাবে তখনি পেছন থেকে রিতা ডেকে উঠে, রুদ্রের ইচ্ছে না থাকলেও ওর ডেস্কের দিকে এগিয়ে যায় ওর মনটা আবারও ঐ মেসেজ আর নাম্বারের দিকেই ধাবিত হচ্ছে। রুদ্র ডেস্কের কাছাকাছি যেতেই রিতা কিছু একটা আড়াল করলো কয়েকটা কাগজের নিচে, একটু হলেও সেটা রুদ্রের নজরে সেটা পড়েছে কারণ ওর দিক থেকে ডেস্ক টা পুরোটাই দেখা যায়।

-রুদ্র দা অফিসের পর ফ্রি আছো?

-কেন? কোন দরকার?

-বাসায় বিয়ের কথা বলছে, তুমি যাবে আমার সাথে বাসায় আমাকে বিয়ের করার প্রস্তাব নিয়ে।

-এখন মজা করার মোড নেই, কি দরকার সেটা বলো।

-বাহ! দরকার ছাড়া আমার সাথে কোথাও যেতে তোমার সমস্যা হয় বুঝি? থাক তাহলে আর দরকার নেই(আহ্লাদের সাথে অভিমানের সংমিশ্রনে মিলিত স্বরে কথা টা বলে উঠে)

-না তেমনটা নয়, কাজের চাপ আছে তাই আর কি। কোথায়ও যেতে হবে দূরে কি?

-তেমন কোন সমস্যা হবে না, একটু শপিং এ যেতাম কিন্তু আমার কালার সেন্স খুব বাজে তাই তুমি থাকলে একটু ভালো হতো আর কি। সাথে কেউ থাকলে একটা কনফিডেন্স কাজ করে, আর সেই সাথে তোমার পছন্দ কেমন সেটাও দেখা হয়ে গেল।

-(একটু স্ফীত হাসিতে) আমার কালার সেন্স তোমার চেয়েও খারাপ, আমিই তো এখনো মা কিংবা বোনকে সাথে করে নিয়ে যাই। এর চেয়ে ভালো তুমি তোমার বয়ফ্রেন্ড কে নিয়ে যাও সেটাই বেস্ট হবে, বেচারার চয়েস সম্পর্কেও জেনে যাবে।

-বয় ফ্রেন্ড কোথায় পাবো? ভাড়া দেয় নাকি কেউ? তুমি যদি রাজি হতে তবে তো তুমিই হয়ে যেতে (শেষটায় লাজুকতার সাথে মিষ্টতার অনন্য মিশ্রণ) এখন তুমি যাবে কি না সেটা বলো।

-আচ্ছা ফ্রি হলে জানাবো, ঠিক আছে!

-থ্যাংকস রুদ্র দা( কথা বলতে গিয়ে একটু ঘুরতেই একটু আগে কাগজের নিচে লুকানো জিনিসটা অসাবধানতার কারণে নিচে পড়ে যায়। রুদ্র নিচু হয়ে তুলতে গিয়ে দেখে একটা মোবাইল)

-(মোবাইলটা হাতে নিয়ে উপরে উঠতেই দেখে ডেস্কের কোনে আরেকটা মোবাইল রাখা, হাতের মোবাইল বন্ধ হয়ে আছে) তোমার কটা মোবাইল? এটা কোথা থেকে পড়লো।

-(একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়ে) না মানে এটা আমার না। মানে এটা আমার মায়ের মোবাইল কি একটা সমস্যা হয়েছে সার্ভিসিং এ দেবার জন্য নিয়ে এসেছিলাম।

-ওহহ! তাই বলি এত মোবাইল দিয়ে কি করো।

পিয়ন এসে জানিয়ে গেছে ম্যাডাম নাস্তা সেরেই মিটিং এ বসবেন। রুদ্রের মনে হলো মাথা টা কেমন ঝিমঝিম করছে তাই ক্যান্টিনে চলে যায় চা খেতে। ক্যান্টিনে চা এর অর্ডার দিয়ে পেছন ফিরতেই দেখে ম্যানেজার ম্যাডাম পাশের টেবিলেই বসে নাস্তা খাচ্ছে। রুদ্র কখনো ভাবে নি ম্যাডাম ক্যান্টিনে এসে খেতে পারে এটা তো সাধারন স্টাফের জন্যই, বস আর ম্যাডামদের কিছু লাগলে সেটা তাদের রুমেই চলে যায়। রুদ্রের কিছুটা ইতস্তত বোধ হয় চা নিয়ে অন্য পাশে চলে যেতে এগোবে তখনি ম্যাডাম ডেকে উঠে

-কি ব্যাপার মি. রুদ্র, ওদিকে কোথায় যাচ্ছেন? এখানেও বসতে পারেন কোন সমস্যা নেই।

-না মানে ম্যাডাম আপনি যদি রাগ করেন তাই আর কি।

-(একটা ছোট্ট হাসিতে সকল শঙ্কা উড়িয়ে) আমাকে দেখে কি রাগী মনে হয়? নাকি মুখে লেখা আছে কোথাও? এখানেই বসুন।

-(রুদ্র আর কথা না বাড়িয়ে বসে পড়ে) থ্যাংকস ম্যাডাম। তা ম্যাডাম আপনি এখানে কেন খাচ্ছেন আপনি বললে তো রুমেই চলে যেত।

-কেন? আমার কি এখানে খাওয়া বারণ? আমার তো বেশ লাগছে।

-না বারণ হবে কেন? আগে কখনো দেখিনি তাই, তা আজ বাসায় নাস্তা করা হয় নাই তাই হয়তো?

-তোমার জন্যই তো বাসায় এত কান্ড ঘটিয়ে চলে আসলাম(কথাটা একদম আস্তে করেই বলে)

-কিছু বললেন ম্যাডাম?

-না মানে, এমনি দেরি হয়ে যাচ্ছিলো তাই আর কি।

-(খানিকটা ইতস্ততা নিয়েই) ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো? যদি কিছু মনে না করেন।

-বলুন।(আড় চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে)

-আপনি কি কোন কারণে কি আমার উপর রেগে আছেন? মানে ঐ দিনের ঘটনার জন্য? আমি কিন্তু সেটার জন্য ক্ষমা চেয়েছি, মন থেকেই অনুশোচনা বোধ হয়েছে আমার। ওমন করে কথা বলা ঠিক হয় নি সেদিন।(একবারও ম্যাডামের দিকে তাকাতে পারেনি কথা গুলো বলার সময়, কেমন একটা বিব্রতবোধ কাজ করছিলো)

-না না, সেটা আমি মনে রাখে নি। সেদিন আমারও ওভাবে রিয়্যাক্ট করা ঠিক হয় নি। আপনার উপর কোন রাগ নেই আমার, এটা আপনার মনের ভুল ধারণা। আমিও সেটার জন্য স্যরি ফিল করেছি, আই এম রিয়েলি স্যরি।(রুদ্রের দিকে তাকিয়ে কথাটা বলে) তা চা তো ঠান্ডা হলো আপনার, এখন না হয় চলুন মিটিং এ একসাথেই চা খাওয়া যাবে।

-ওকে ম্যাডাম (রিদ্ধিমা চৌধুরীকে যতটা গম্ভীর আর রাগী ভেবেছিল ততটা নয় সেটা রুদ্র আজ উপলব্ধি করতে পেরেছে, শুধু শুধুই নিজেকে একটা গাম্ভীর্যতা আর রাগী চেহারার আড়াল রাখে হয়তো এত বড় দায়িত্ব পালন করতে গেলে এমন হতে হয়৷  কিন্তু একটা জিনিস এখনো ক্লিয়ার হলো না রুদ্রের ঐ মেসেজ কে পাঠাচ্ছে? রুপালির উত্তর টা জানা হলো না ওদিকে রিতার ফোন লুকিয়ে রাখা নতুন করে সন্দেহের জন্ম দিচ্ছে)


-(কি মনে হলো তাই রুদ্রকে একটু চমকে দেবার জন্যই দিতেই বলে উঠলো) কি হলো চলুন, নাকি ঠান্ডা চায়ের মায়াতেই আটকে আছেন মনে হয় চা খুব ভালোবাসেন?

-(ম্যাডামের এমন রসিকতার ছলে বলা কথাতে রুদ্র হতবাক হয়ে যায়) না না ম্যাডাম,তেমন কিছু না ঐসব মায়া টায়া আমার কম। আপনি এগিয়ে যান আমি আসছি

রিদ্ধিমার পেছন পেছন রুদ্র ক্যান্টিন থেকে বেরিয়ে কনফারেন্স রুমের দিকে এগিয়ে যায়...

[+] 13 users Like nextpage's post
Like Reply
রাই ওরফে ঋদ্ধিমা চৌধুরী যে কিনা একটা এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে কাজ করে, ধরে নিচ্ছি গাড়িটাও ওর নিজস্ব। তার ওই জানোয়ার বাবা বিজয় চৌধুরীকে পাত্তা দেওয়ার বেশি দরকার নেই। আজ যে কথাগুলো বাবার মুখের উপর বলেছে, একদম ঠিক বলেছে। 

গাড়ি চালাতে চালাতে রাইয়ের অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে আবার বর্তমানে ফিরে আসার এই বিষয়টা বেশ উপভোগ্য লেগেছে। রুদ্র জংলি ঘোড়া ঠিকই, তবে রাইকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে ওরা সুখীই হবে। তবে রাস্তা বেশ কঠিন .. লড়ে জিততে হবে।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply
ঋদ্ধিমা ম্যাডাম যে আজকে অন্য সুরে কথা বলছে। ওদিকে একজন ফোন লুকিয়ে রাখছে, আরেকদিকে অচেনা নম্বর থেকে বার বার ম্যাসেজ। যদিও হয়তো লেখক এইটা দেখিয়ে নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সত্যি হয়তো অন্য। অনেকটা ওই গোয়েন্দা গপ্পের মতো। দেখে মনে হয় অপরাধী একজনকে কিন্তু আসলে বেরোয় অন্য একজন। ছোটোখাটো থ্রিলার চলছে এই গল্পে।

এদিকে মহান বাবাজির মহান জ্ঞান। আহা পুরুষ বোধহয় একেই বলে। মেয়ে বৌ যাক চুলোয়, খুজি সোনা ধুলোয়। আগেও বলেছিলাম কঠোর হওয়া ভালো, এতে পরিবার বন্ধন দৃঢ় হয় কিন্তু এটাতো বিকৃত। শুধুই যৌনতাতে বিকৃত মানুসিকতা থাকে তা নয়, এমন অনেক কিছুতেই লুকিয়ে থাকে।  যে সন্তান পিতা মাতার স্নেহ কম আর ধমক আর রাগ সহ্য করে বড়ো হয় তাদের মানুসিকতাও হিংস্র হয়ে যাবার চান্স থাকে। আর এই মহান পিতা তো নিজের পৌরুষ ও লোভে মেতে। না বৌ, না কন্যা কেউ আপন না এর কাছে। কন্যার সুখ দুঃখ কিছুরই মূল্য নেই এর কাছে  Angry

যাইহোক এতো পুরো ৯০ এর বাংলা সিনেমার সিন্ দেখলাম আজকে। এমন কোনো শট কোনো ফিল্মে হলে রাই এর বাবার ভূমিকায় শুভেন্দু বাবু অসাধারণ অভিনয় করতেন, রাই হয়তো ঋতুপর্ণা কিংবা ইন্দ্রানী আর রূদ্র বাবু তো প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায়না। Big Grin

clps yourock
[+] 2 users Like Baban's post
Like Reply
(15-07-2022, 10:12 PM)Baban Wrote:
ঋদ্ধিমা ম্যাডাম যে আজকে অন্য সুরে কথা বলছে। ওদিকে একজন ফোন লুকিয়ে রাখছে, আরেকদিকে অচেনা নম্বর থেকে বার বার ম্যাসেজ। যদিও হয়তো লেখক এইটা দেখিয়ে নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সত্যি হয়তো অন্য। অনেকটা ওই গোয়েন্দা গপ্পের মতো। দেখে মনে হয় অপরাধী একজনকে কিন্তু আসলে বেরোয় অন্য একজন। ছোটোখাটো থ্রিলার চলছে এই গল্পে।

এদিকে মহান বাবাজির মহান জ্ঞান। আহা পুরুষ বোধহয় একেই বলে। মেয়ে বৌ যাক চুলোয়, খুজি সোনা ধুলোয়। আগেও বলেছিলাম কঠোর হওয়া ভালো, এতে পরিবার বন্ধন দৃঢ় হয় কিন্তু এটাতো বিকৃত। শুধুই যৌনতাতে বিকৃত মানুসিকতা থাকে তা নয়, এমন অনেক কিছুতেই লুকিয়ে থাকে।  যে সন্তান পিতা মাতার স্নেহ কম আর ধমক আর রাগ সহ্য করে বড়ো হয় তাদের মানুসিকতাও হিংস্র হয়ে যাবার চান্স থাকে। আর এই মহান পিতা তো নিজের পৌরুষ ও লোভে মেতে। না বৌ, না কন্যা কেউ আপন না এর কাছে। কন্যার সুখ দুঃখ কিছুরই মূল্য নেই এর কাছে  Angry

যাইহোক এতো পুরো ৯০ এর বাংলা সিনেমার সিন্ দেখলাম আজকে। এমন কোনো শট কোনো ফিল্মে হলে রাই এর বাবার ভূমিকায় শুভেন্দু বাবু অসাধারণ অভিনয় করতেন, রাই হয়তো ঋতুপর্ণা কিংবা ইন্দ্রানী আর রূদ্র বাবু তো প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায়না। Big Grin

clps yourock
সহমত আপনার সাথে। 



[+] 1 user Likes Arpon Saha's post
Like Reply
(15-07-2022, 09:30 PM)Bumba_1 Wrote: রাই ওরফে ঋদ্ধিমা চৌধুরী যে কিনা একটা এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে কাজ করে, ধরে নিচ্ছি গাড়িটাও ওর নিজস্ব। তার ওই জানোয়ার বাবা বিজয় চৌধুরীকে পাত্তা দেওয়ার বেশি দরকার নেই। আজ যে কথাগুলো বাবার মুখের উপর বলেছে, একদম ঠিক বলেছে। 

গাড়ি চালাতে চালাতে রাইয়ের অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে আবার বর্তমানে ফিরে আসার এই বিষয়টা বেশ উপভোগ্য লেগেছে। রুদ্র জংলি ঘোড়া ঠিকই, তবে রাইকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে ওরা সুখীই হবে। তবে রাস্তা বেশ কঠিন .. লড়ে জিততে হবে।


ঘোড়া কিন্তু দারুন বশ মানা প্রাণী....
রাই একা আর কত এগোবে রুদ্র বাবুর তো কোন হেলদোল দেখি না৷ ব্যাটা আছে মেয়ে খুঁজার মাঝে।
দেবীকা চৌধুরী যদি একটু হেল্প করে তবেই..
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
(15-07-2022, 10:12 PM)Baban Wrote:
ঋদ্ধিমা ম্যাডাম যে আজকে অন্য সুরে কথা বলছে। ওদিকে একজন ফোন লুকিয়ে রাখছে, আরেকদিকে অচেনা নম্বর থেকে বার বার ম্যাসেজ। যদিও হয়তো লেখক এইটা দেখিয়ে নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সত্যি হয়তো অন্য। অনেকটা ওই গোয়েন্দা গপ্পের মতো। দেখে মনে হয় অপরাধী একজনকে কিন্তু আসলে বেরোয় অন্য একজন। ছোটোখাটো থ্রিলার চলছে এই গল্পে।

এদিকে মহান বাবাজির মহান জ্ঞান। আহা পুরুষ বোধহয় একেই বলে। মেয়ে বৌ যাক চুলোয়, খুজি সোনা ধুলোয়। আগেও বলেছিলাম কঠোর হওয়া ভালো, এতে পরিবার বন্ধন দৃঢ় হয় কিন্তু এটাতো বিকৃত। শুধুই যৌনতাতে বিকৃত মানুসিকতা থাকে তা নয়, এমন অনেক কিছুতেই লুকিয়ে থাকে।  যে সন্তান পিতা মাতার স্নেহ কম আর ধমক আর রাগ সহ্য করে বড়ো হয় তাদের মানুসিকতাও হিংস্র হয়ে যাবার চান্স থাকে। আর এই মহান পিতা তো নিজের পৌরুষ ও লোভে মেতে। না বৌ, না কন্যা কেউ আপন না এর কাছে। কন্যার সুখ দুঃখ কিছুরই মূল্য নেই এর কাছে  Angry

যাইহোক এতো পুরো ৯০ এর বাংলা সিনেমার সিন্ দেখলাম আজকে। এমন কোনো শট কোনো ফিল্মে হলে রাই এর বাবার ভূমিকায় শুভেন্দু বাবু অসাধারণ অভিনয় করতেন, রাই হয়তো ঋতুপর্ণা কিংবা ইন্দ্রানী আর রূদ্র বাবু তো প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায়না। Big Grin

clps yourock

বিজয় চৌধুরী কে সামনে পেলে পিটিয়ে মেরে ফেলতাম এমন মনে হয়। এমন চরিত্র কে ঝেটিয়ে গল্পের বাইরে বের করে দেব।

রুদ্র তো অনেক দিনই খেললো এবার না হয় ওর সাথেও কেউ খেলুক। রিতার ভাবসাবও ভালো ঠেকছে না, নেতার মেয়ে জোর করেই যদি বিয়েটিয়ে করে ফেলে তার আগেই রাই রুদ্রের শুভদৃষ্টি ঘটাতে হবে।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
thanks

Arpon saha
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
দারুন ভাবে এগিয়ে চলছে,এই গ্রীষ্মের দাবদাহের ভেতরেও এমন গল্প শীতল ঠান্ডার অনুভূতি নিয়ে আসে এ ভাবেই চালিয়ে যান ভাইসাব।
horseride আমাকে আমার মত থাকতে দাও horseride
[+] 1 user Likes Boti babu's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)