Poll: এই গল্প টা আপনাদের ভালো লাগলে নীচের অপশন এ ক্লিক করে জানান কেন ভালো লাগছে
You do not have permission to vote in this poll.
গল্পের কাহিনী
10.00%
2 10.00%
গল্পের গতি
0%
0 0%
গল্পের গতি এবং কাহিনী
85.00%
17 85.00%
গল্প টি ভালো লাগছে না
5.00%
1 5.00%
Total 20 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 96 Vote(s) - 3.46 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy বাঘমুড়োর আতঙ্ক - সমাপ্ত
                                                                                        
                                                                                 পর্ব নয়
ততক্ষণে, মহাদেবের বাড়ি থেকে ডাক আসায়, মহাদেব চলে গেল। নগেন বেশ খানিকক্ষণ বসে রইল মণ্ডপের উঁচু রোয়াকে। রাধাচুড়া গাছের মিষ্টি ছায়ার তলায়। দেখল বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে লোকের আনাগোনা। তারপরে খানিক এদিক সেদিক করে নগেন ভোলা যেদিকে গেছে, সেই দিক অনুসরণ করে এগিয়ে গেল। খানিক টা যেতেই দেখল, রাস্তার ধারে মহাদেবের বাড়ির মাটির পাঁচিলের দিকে ভোলা এক মনে তাকিয়ে আছে। নগেন মনে মনে ভাবল এই এতোক্ষন ধরে ভোলা এখানে দাঁড়িয়ে? নগেন রাস্তায় পা দিতেই ভোলা ও মহাদেবের বাড়ির পিছন দিকের গলি তে ঢুকে পরল, যেদিকে কিছু টা গেলেই পুকুর টা আছে। ও এগিয়ে গেল। কারন ওই দিকে পুকুরের ধার ধরে নগেনের বাড়িও যাওয়া যায়। ও গলির ভিতরে ঢুকে দেখল একটু দূরে ভোলা ঠিক মহাদেবের বাড়ির খিড়কি দরজার সামনে দাঁড়িয়ে হাতের ঘটি থেকে জল নিচ্ছে আর মহাদেবের বাড়ির গায়ে ছেটাচ্ছে। আর বিড়বিড় করে কিছু বলছে। কুকুরের মতন মহাদেবের বাড়ির পিছনের দেওয়ালে শুঁকছে ভোলা। নগেনের পায়ের তলায় একটা কাঠি পড়তেই পট করে আওয়াজ হলো। আর তাতেই ভোলা চেয়ে দেখল নগেনের দিকে।

কিন্তু একী? এ কার মুখ? এমন বিশ্রী ভাবে ভোলা তাকিয়ে আছে কেন? যেন কোন কাজে বাধা দিলো নগেন। ভাব লেশ হীন মৃত মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। কিন্তু মুখে একটা বীভৎস হিংসা। চোখে নির্লিপ্ততা। উফ নগেনের সারা শরীর মনে হচ্ছে কাঁপতে কাঁপতে থেমে যাবে এবারে। নগেন মহাদেবের মাটির দেওয়াল ধরে কোনরকমে নিজেকে সামলাল। আর ভোলা হিস হিস করে চাপা আওয়াজে বলে উঠলো,

-      কি!!! লুকিয়ে লুকিয়ে আমার পিছু নেওয়া হচ্ছে নাকি?

নগেন এমনিতেই ভয় পেয়ে গেছিল ভোলার নজরে। এখনো মনে হচ্ছে লাল চোখ দুখানা।এবারে  এই নির্জন গলি তে গলার আওয়াজেও ভয় পেয়ে গেল। কেমন চোখ বড় বড় করে ঘাড় নেড়ে ভোলা মুখে একটা নিষ্ঠুর হাসি এনে জিজ্ঞাসা করল কথাটা। ভোলার গলার আওয়াজ তো আছেই, সাথে মনে হচ্ছে অন্যের আওয়াজ ও রয়েছে ভোলার গলার আওয়াজের পিছনে। কেমন গম্ভীর সেই আওয়াজ। ভলার নিরীহ আওয়াজের পিছনে সেই বাজখাই আওয়াজে নগেনের বুদ্ধিও হাল ছেড়ে দিল বোধ করি। কিন্তু খেই হারালে চলবে না এখন নগেনের। ভুল ও হতে পারে নগেনের। ভোলা হয়ত কোন কাজেই এসেছিল এদিকে। হয়ত পুকুরেই এসেছিল । ধীরে ধীরে সাহস টা খানিক ফিরে এলো নগেনের এবারে। আমতা আমতা করে বলে উঠলো নগেন।

-      না না ভোলা, আমার বাড়ি তো এদিক দিয়েও যাওয়া যায়। তাই যাচ্ছিলাম এদিক দিয়ে। আর তোর পিছু কেন নেব বাপ আমার? তুই কত ভাল কীর্তণ করিস। সেই কথাই হচ্ছিল বুঝলি, মহাদেবের সাথে। 

অনেক টা সামলে নিল নগেন। বয়েস হয়েছে এখন। প্রতিটা কাজ ই একটু ধীর লয়ে করতে হয় নগেন কে। ভোলা কিন্তু দাঁড়িয়ে আছে গলি জুড়ে। কেমন একটা অবিশ্বাসের নজর ভোলার। কুতকুত নজরে তাকিয়ে নগেনের দিকে। আবার সেই রকম হিসহিসিয়ে বলে উঠলো,

-      ও, তা দাঁড়িয়ে কেন? বিদেয় নেওয়া হোক।  

মুখের মধ্যে একটা তীব্র কাঠিন্যের সাথে জিঘাংসা ভোলার চোখে। নগেন বুঝতে পারল, ভোলার কান্ডকারখানায় ভয় পেয়েছে সেটা বোঝালে চলবে না।যতটা সম্ভব নিজেকে একেবারে নির্লিপ্ত প্রমাণ করতে হবে ভোলার সামনে। আবার ভোলা কে পেরিয়ে যেতেও পারছে না। দেখতে ছোটখাটো ভোলা কিন্তু মনে হচ্ছে গলি টা পুরো টাই আগলে দাঁড়িয়ে আছে সে। কেমন একটা গা ছমছম করছে নগেনের। তাই অন্য দিকেই চোখ রেখে কথা ঘোরালো। বলল,

-      তা কি করছিস বাপ? পুকুরে মাছ ধরতে এসেছিস? এই দুপুরে? সকালে আর যাস না তো আমাদের বাড়ির পিছনে। আগে তো রোজ যেতিস।

এতো প্রশ্ন একসাথে শুনে, ভোলা মনে হলো রেগেই গেল। এগিয়ে এলো হন হন করে নগেনের দিকে। নগেন পিছিয়ে এলো কিছু টা ভয়েই। ধাক্কা খেলো কারর সাথে। পিছনে কে দেখার সময় ও পেল না। কিন্তু ভোলা ভারী অবাক আর কিছু টা ভয় পেয়ে পিছিয়ে গেল, গিয়ে আগে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক দেখতে লাগল ভোলা। আর পিছন ফিরে নগেন তাকিয়ে দেখল, রহিম দাঁড়িয়ে কাঁধে লাঙল চাপিয়ে। উন্মুক্ত বক্ষে, কাঁধে একটা লাঙল নিয়ে, সারা গায়ে কাদা ধুলো মেখে রহিম দাঁড়িয়ে। কাঁধে একটা গামছা। ধরে প্রাণ এলো নগেনের। এই দুপুরেও এমন গা ছম ছম করবে নগেন ভাবে নি। গা ছমছমানি টা হুশ করে চলে গেল। সাহস টা একেবারে গলা অব্দি ফিরে এসেছে এখন। ততক্ষণে ভোলা পুকুরের দিকে এগিয়ে গেছে, মহাদেবের খিড়কি দরজা ছেড়ে। কিন্তু নগেন যেন শুনতে পেল মনে হলো ভোলার মুখ থেকে। বিড়বিড় করে বলছে বটে ভোলা কিন্তু শুনতে পেল নগেন।

-       অ্যাঁ? এও আছে এখানে? এ কোথা থেকে এলো? একা আছে? সে কোথায়? হুম সেও আছে। আছে। আছে। সে ও আছে। ভেঙ্গে দোব বিষ দাঁত আমি তোর। ভেঙ্গে দেব।

মাথা মুণ্ডু কিছুই বুঝল না কিন্তু বুঝতে পারছে, ভয়ের জাল আস্তে আস্তে বিস্তার লাভ করছে। ভয়ে অন্তর শুকিয়ে যাবার জোগাড় হলো নগেনের। ভোলা এগিয়ে গেল সামনে দিকে। নেমে গেল পুকুরের ঘাট বরাবর। নগেন রহিম এর দিকে তাকিয়ে থরথর করে কাঁপছিল তখনো। রহিম নগেন কে দুই হাতে ধরে বলল,

-      দাদু নিজেকে সামলাও। বিকালে আমরা দেখা করব কচুবনে আবার। তুমি চলে এস। আমি বরং একবার পিছু নি ভোলার।
নগেন বেশ ভয়ের সাথেই বলল রহিম কে,
-      রহিম তুই ভোলার চোখ দুটো দেখলি? কেমন মরা মাছের মতন না?

থর থর করে কাঁপছিল নগেন। সেটা দেখেই আবার রহিম নগেন কে বলল,

-      দাদু সামলাও এখন নিজেকে একটু। কাউকে বলতে যেও না এ কথা। বিকালে আমরা আবার কথা বলব। এখন তুমি ঘরে যাও। আমি যাই ওর পিছনে, কোথায় যায় দেখি।  

রহিম বেশ দ্রুত এগিয়ে গেল ভোলার পিছনে।রহিম একটু এগিয়ে যেতেই মহাদেবের বাড়ির খিড়কী দরজা খুলে যে বেড়িয়ে এল তাকে দেখেও চমকে গেল নগেন। দেখল হীরা খালি গায়ে একটা বারমুডা পরে বেড়িয়ে এসেছে খিড়কী দরজা দিয়ে। হীরা কালো নগেন জানে। কিন্তু এই রকম তীব্র বর্ষার দুপুরে এই রকম একটা ভয়ের পরিবেশে হীরার গায়ের রঙ নীল বলে মনে হলো নগেনের।  নগেনের হাত পা কাঁপতে শুরু করল বলতে গেলে। কারন ওর কাছে হীরার কাজ কর্ম ও কম সন্দেহ জনক নয়। কেমন অদ্ভুত মনে হচ্ছিল নগেনের। একটা অন্যরকম হাসি যেন হীরার ঠোঁটে লেগে রয়েছে। দেখলেই নগেনের মনে হয়, যেন কত জন্মের অকৃতজ্ঞতা জমে আছে নগেনের ভিতরে। নগেনের বোধ হয়, প্রচুর ঋণ তার জীবনে। নিজের পিতার কাছে, নিজের মায়ের কাছে, ভগবানের কাছে। সেই ঋণ সে শোধ করতে পারছে না। জানেনা নগেন হীরা কে দেখলেই তার এমন অনুভব আসে কেন? হয়ত নগেন ওখানে বসেই পড়ত। কিন্তু ততক্ষণে রহিম ছুটে এল ঘাটের সামনে থেকে। এসেই বলল,

-      না গো দাদু কোথাও দেখতে পেলাম না তো।

নগেন রহিম কে দেখে ততক্ষণে একটু সাবলীল হয়েছে। রহিমের এলেম দেখেছে নগেন আগেই। তাই মুখে বুলি ফুটল একটু। বলল,

-      দুটো গলি আছে তো। অন্য টায় গেছে হয়ত।
-      না গো না, দুট গলি ই দেখলাম তো। অতো তাড়াতাড়ি দুটো গলির কোন টাই পার হতে পারবে না ও। জলেও দেখলাম। ভাবলাম হয়ত মাছ ধরতে নেমে পরেছে। কিন্তু নাহ সেখানেই নেই।  

হীরা শুনছিল কথা ওদের দুজনার ই। নগেনের দিকে হেসে বলল এবারে,
-      কি গো তোমরা এখানে দাঁড়িয়ে? বাড়ির পিছনে কেন? বাড়িতে এস।

রহিম এক গাল হেসে বলল,
-      না রে যাব না। কি রে,  খাওয়া দাওয়া হয়ে গেলো তোর।
-      হ্যাঁ গো রহিম দা। কিন্তু তোমরা এখানে কি করছ? যতদুর জানি এই রাস্তা দিয়ে তো কেউ যাতায়াত করে না। এ তো ঘাটে যাবার রাস্তা।

নগেন ইতস্তত করলেও রহিম বলেই দিল,

-      না রে, এদিকে ভোলা কাকা কে যেতে দেখলাম দুজনেই। তাই দেখছিলাম কোথায় যায়। কিন্তু আর দেখতেই পেলাম না। ভোজবাজীর মতন উবে গেল যেন।
-      ও। তা না যাবার কি আছে? এদিক দিয়ে অনেকের ঘাটেই যাওয়া যায়। ভোলা কাকু তো এদিক দিয়ে যায় আসে। আমি অনেক বার দেখেছি। মাছ ধরতে যায় মনে হয়।

-      অ্যাঁ?                           – নগেন চমকে উঠল কথা টা শুনে।

রহিম একটু অবাক হয়েই জিজ্ঞাসা করল হীরা কে।

-      তুই ঠিক জানিস?

হীরা ততক্ষণে, বাড়ির মাটির দেওয়ালে লেগে থাকা, প্রায় শুকিয়ে যাওয়া, ভোলার ছুঁড়ে দেওয়া জলের বিন্দু গুলো কে দেখতে লাগল একেবারে কাছে গিয়ে। সেইগুলো দেখে, মিষ্টি হাসি হেসে বলল,

-      হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি। আমি যাই এবারে। একটু ঘুমোব। দুপুরে ঘুম টা আমার দরকার।

রহিম একটু অন্যমনস্ক ছিল হীরার কথা শুনে। ভোলা এদিক দিয়ে রোজ যায়? কিন্তু এদিকে ওর কি কাজ। মাছ তো ধরে না পুকুরে ও এখন। এদিকে ওর কি কাজ। রহিম হীরার দিকে তাকাল। দেখল চোখে আর মুখে তীব্র মিষ্টতা নিয়ে হীরা তাকিয়ে আছে রহিমের দিকে। রহিম বলল হীরা কে,

-      আচ্ছা তুই শুতে যা আমি যাই বাড়ি, দুপুর হয়ে এলো।

তারপরে নগেনের দিকে তাকিয়ে বলল,
-      চলো গো জ্যাঠা, তোমাকে বাড়ি পৌঁছে দি।  
-      হুম চল।

খানিক রাস্তা চলে আসার পরে হীরা পিছন থেকে বলে উঠলো,
-      গলি মানে তো গলি ই। দেখতে গেলে গলির মানে হলো, বড় রাস্তার পরিবর্তে ব্যবহৃত ছোট পায়ে চলা রাস্তা। গলি দুরত্ব, সময় আর দুটোই বাঁচায় গো দাদু!! আর নিজেকে অন্যের চোখের আড়াল ও করা যায়।

রহিম আর নগেন পিছন ফিরে দেখল হীরা কথা টা বলেই ঢুকে পরেছে ভিতরে। দরজা টা বন্ধ। দরজার সামনের কড়া টা হালকা নড়ছে। নগেন ভাবছে, “গলির মানে বোঝাল মহাদেবের ব্যাটা? না হয় পড়াশোনায় ভালই। তা বলে গলির মানে বলে দেবে? আমি কি জানি না নাকি গলির মানে? ”

নগেন বাড়ি ঢোকার সময়ে উঠোনে রাধামাধবের মন্দিরের দিকে তাকিয়ে দেখল। দেখতে পেল রাধা ঠিক আছে, কিন্তু মাধবের পরনে একটা বারমুডা আর খালি গা। অবিকল মহাদেবের ব্যাটা। কিন্তু তার স্পষ্ট মনে আছে, ও যখন প্রনাম করে বেরিয়েছিল বাড়ি থেকে মাধবের পরনে হলুদ পাঞ্জাবী আর সাদা পাজামা ছিল। আর রাধার পরনে শাড়ি। পরেশের বেটি মানে লালি কত বার জিজ্ঞাসা করেছে, গোটা গ্রামের মন্দিরে মন্দিরে কৃষ্ণ হলুদ ধুতি আর খালি গায়ে আর রাধা ঘাঘড়া পরে থাকে। আর এখানে এমন অদ্ভুত বেশ কেন? নগেন ভাসা ভাসা জানে কিছু টা উত্তর। শুনেছিল তাদের কোন পূর্বপুরুষ কে দেখা দিয়ে ছিল কৃষ্ণ এই বেশেই। তাই সেই থেকে মন্দিরে কৃষ্ণের এই বেশ। কাজেই বাড়ির মাধবের এই বেশ নিয়ে নগেনের কোন সন্দেহ নেই। এদিকে রান্না ঘর থেকে দুই বউমা আর নাতি নাতনীর কোলাহল ভেসে আছে। একটু দুরেই বাড়ির বারান্দায় ছায়া তে বসে আছে ছোট ছেলে নগেনের। গল্প করছে ঘরে বসে থাকা নগেনের , স্বর্গত দাদার স্ত্রী মানে জেঠির সাথে। বিশাল বাঁধানো উঠোনে , চমচমে রোদে নগেন দাঁড়িয়ে আছে। কিন্তু নিজেকে মনে হচ্ছে একেবারে একা। বুঝতে পারছে নগেন এবারে হয়ত ধড়াম করে পরে যাবে সান বাঁধানো উঠোনে। একী দেখছে সে? এও কি সম্ভব নাকি নগেনের মাথা ঘুরছে? নাকি কালকের ঘটনা নগেন কে এতোটাই মোহিত করে রেখেছে যে নগেন ভুল দেখছে এবারে? কাউকে ডাক তে যাবে ভয়ে বিস্ময়ে , কিন্তু তার আগে চোখ টা একবার কচলে তাকিয়েই দেখল, কই, হলুদ পাঞ্জাবী আর সাদা পাজামা ই তো পরে আছে মাধব।

নাহ, সত্যি বুড়ো হয়ে গেছে নগেন। আর তা না হলে গত তিন চারদিনের ঘটনা ওকে বিহ্বল করে দিয়েছে একেবারে। অভ্যাস মতন প্রণাম করে ঘরে এসে স্নান করে খেয়ে দেয়ে একটু বিছানায় গড়াল। মনের মধ্যে মহাদেবের ছেলের গলির মানে বোঝানো টা ঘুরপাক খাচ্ছে। নগেন জানে মহাদেবের ছেলে পড়াশোনায় সাংঘাতিক রকম ভাল।

“ কিন্তু তা বলে গলি কথার মানে কেন বলল? ওই ছেলে তো কথা বলেই না তেমন। গায়ে পরে এই গলি কথার মানে বোঝানোর কি দরকার ছিল। নাহ সবাই যেমন ভাবে ওকে ব্রিলিয়ান্ট। তেমন কিছু না। নগেন ভুলে যেতে চাইল কথাটা, হীরা কে বাচ্ছা ছেলে ভেবেই। কিন্তু………। নাহ কিছু তো আছে। কেন বলল ও ওই কথাটা? আচ্ছা, হীরা বলল, ও ভোলা কে প্রায় ই দেখে ওই রাস্তায় যাতায়াত করতে। মিথ্যে নিশ্চই বলছে না ও। ওই রাস্তায় ভোলা কি করে? মাছ তো ধরে না। তাহলে?

উফ অনেক প্রশ্ন মাথায় এখন নগেনের। চারিদিকে পরিস্থিতি এতো ভারী যে এখনি কিছু না করলে সর্বনাশ হতে দেরী নেই আর। প্রশ্ন গুলো কে সাজিয়ে ফেলল নগেন এক এক করে।

১) বাঘমুড়ো কেন হাজার হাজার বছর ধরে এখানে আছে? কবচ দিয়ে তো গ্রাম ঢাকা ছিল। বাঘমুড়ো অন্য কোথাও চলে যেতে পারত, হত্যালীলা চালাতে পারত। কিন্তু যায় নি এখানেই আছে। বাঘমুড়োর দরকারী কিছু আছে এখানে?

২) অনেক গ্রাম থাকতে এই গ্রাম কেই কেন কবচ দিয়ে ঢাকা হলো? তার মানে এই গ্রামেই কিছু আছে যেটা বাঘমুড়ো কে এখান থেকে নড়তে দেয় নি। গ্রামে কি আছে?

৩) কবচ ভাঙল কে? বাঘমুড়ো নিশ্চই নয়। তাহলে অনেক আগেই ভেঙ্গে দিতে পারত। হতে পারে বাঘমুড়ো এখন শক্তি পেয়েছে। কিন্তু কে দিল সেই শক্তি? রহিমের কথা ফেলে দেবার মতন নয়। পিছনে কেউ না কেউ আছে যে কবচ ভেঙ্গেছে। কে আছে বাঘমুড়োর পিছনে? কোন অপ্রাকৃতিক কিছু?

৪) এই তিনজন কে? রহিম অভি আর লালি তিনজন ই এই গ্রামে জন্মেছে। নগেন ওদের জন্মাতে দেখেছে। তিনজন নিরীহ ছেলে মেয়ের মধ্যে এমন ভয়ানক শক্তি কোথা থেকে এল?

৫) তার মানে এদের পিছনেও কেউ আছে। যতই এরা বাঘমুড়োর বিরুদ্ধে লড়ুক, এই তিনজন ও মহাশক্তিশালী। এদের পিছনে কে আছে। অন্য কোন পিশাচ?

৬) মহাদেবের ব্যাটাও কি কোন শক্তি? সেদিনে চন্ডীমণ্ডপে যা দেখেছিল নগেন, সেটা কি কোন মানুষ করতে পারে? হ্যাঁ অধ্যাবসায় এই প্রশ্নের একটা উত্তর। কিন্তু নগেন তো জীবনে হীরা কে ফ্লাইং ডিস্ক নিয়ে কোন প্র্যাক্টিস করতে দেখে নি। ওর জন্ম ও একটা রহস্য। নগেনের কেন জানিনা মনে হচ্ছে, এই লড়াই এ হীরা ও একটা অংশ। কিন্তু ও কে?

৭) ভোলার কি হয়েছে? ওকে কেমন মৃত মনে হয় নগেনের। দেখলে ভয় লাগে। কিন্তু কেন? কি হয়েছে ওর? ওর বোন ই বা কোথায় গেল?

৭) গলির কথা হীরা বলল কেন? আর কাউকে যেতে দেখে না ও। কিন্তু ভোলা কে দেখেছে। ও কি ভোলার উপরে নজরে রেখেছে? কারন ওই গলি দিয়ে অনেকেই যাতায়াত করে। লালিও ওই গলি দিয়ে একশ বার যায়। তার মানে হীরা বোঝালো, ভোলা ওই গলি দিয়েই যাতায়াত করে। কিন্তু কেন? ওই গলি তে ভোলার কি আছে? গলি গলি গলি গলি…

উফ এবারে মাথা টা ফেটে যাবে নগেনের। এতো প্রশ্ন? আর উত্তর কই? নেই। উত্তর নেই।খানিক এপাশ ওপাশ করে নগেন উত্তেজনায় উঠে বসল বিছানাতেই। ভাবল,

-      আচ্ছা, ওই গলি তেই রহস্য লুকিয়ে নেই তো? হ্যাঁ, তাই হবে। ওই গলি তেই রহস্য আছে । অনেক অনেক রহস্য। সেদিনেও ওই গলি দিয়েই যাবার সময়ে ওরা অন্য কম্পাঙ্কে পৌঁছে গেছিল বাঘমুড়োর পিছু নিতে গিয়ে। হ্যাঁ, তাই তো!! নাহ ওই তিন জনের সাথে এক্ষনি আলোচনা করতে হবে। এক্ষনি ।

রহস্য এমন ই জিনিস, সবাই মাথা ঘামাতে পারে না। কিন্তু যে ঘামায় সে বেড়িয়ে আসতে পারে না কোন ভাবেই। এই যেমন নগেনের হয়েছে এখন। কিন্তু সমস্যা হলো, রহস্য যে ভেদ করে, সেই ভেদীর দিকেও অনেকের নজর থাকে, যারা সেই রহস্যের সাথে জড়িত। ভেদীর কাছে তাদের উপস্থিতি রহস্যের জট ছাড়ানোর কাজে লাগে। ভেদী বুঝতে পারে , কত জন কুশী লব জড়িয়ে আছে। রহস্যে জালের বুনোট কে ধীরে ধীরে ছাড়াতে সুবিধা হয় তখন।

নগেন আর অপেক্ষা করল না। বেড়িয়ে এল বাড়ি থেকে রাধা মাধব কে প্রণাম করে। গ্রামের দুপুর। শুনশান চারিদিক। পাখি গুলো ও ঝিমোচ্ছে। আওয়াজে ক্লান্তির আভাষ। বাড়ির কুকুর টা ঠিক বাড়ির সামনেই গুটুলি পাকিয়ে শুয়ে আছে ছায়ায়। নগেন পাশ দিয়ে এল, কোন ভ্রূক্ষেপ ই করল না। পাশেই ছোট পুকুর থেকে, কড়াই এ ইট ঘষে পরিষ্কার করার আওয়াজ ভেসে আসছে নগেনের কানে। একে বর্ষা কাল। তারপরে চমচমে রোদ। গা যেন পুড়িয়ে দিচ্ছে নগেনের। ভিজে গামছা টা গায়ে চড়িয়ে লালির বাড়ির দিকে রওনা দিল নগেন। এক সময়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছুল চার মাথার মোড়ে। অস্বাভাবিক শান্ত জায়গা। চার মাথার চার রাস্তা চলে গেছে চার দিকে। একটা পূব দিকে লালি দের বাড়ি। একটা উত্তর পূর্ব, যে দিকে নগেনের বাড়ি। একটা পশ্চিমে বামুন পাড়া। আর একটা দক্ষিণ পশ্চিম দিকে রহিম দের বাড়ি। নগেন কে যেতে হতো লালি দের বাড়ি। কিন্তু ঠিক মোড়ের মাথায় এসে মনে হলো চারিদিক অস্বাভাবিক শান্ত। কেউ কোথাও নেই। বলতে গেলে এক লহমা আগেও বাড়ি বাড়ি থেকে আওয়াজ আসছিল। এখন যেন দুম করে সব থেমে গেল। অসহ্য লাগছে নগেনের। এত একা জীবনে কোন দিন ও লাগে নি নগেনের। দীর্ঘ পঞ্চাশ বছরের সাথী, নগেনের স্ত্রী মারা যাবার পরেও নগেনের এতো একা লাগে নি। ভয় লাগছে নগেনের ভীষণ।

চার মাথার মোড়ে একটা মন্দির আছে। মন্দির নয় ঠিক, সেখানে দোলের সময়ে, রাধামাধব, নিজের মন্দির থেকে বেড়িয়ে দোল খেলতে খেলতে, এখানে বিশ্রাম নেন। ছোট্ট একটা উঁচু, চার টে থাম দিয়ে বানানো, মাথায় চুড়ো নিয়ে একটা মন্দিরের ক্ষুদ্র সংস্করণ মাত্র। বেশ উঁচু। প্রায় ফুট সাতেক বেদী। তার উপরে মন্দির খানা। ওখানে রাধা মাধব বসেন। মাহাত্ব্য বিবেচনা করে, সেই মন্দির কেই প্রণাম করে নিল নগেন এই ভয় থেকে রক্ষা পেতে। এতোই ভয় পেয়ে আছে যে এক পা এগোতে পারছে না লালিদের বাড়ির দিকে এই ভরা দুপুরেও। ভয়ের কারণ খুঁজতে গিয়ে দেখল, লালিদের বাড়ির দিকের রাস্তায়, ঠিক পঁচিশ হাত দূরে একটা বাড়ির সামনের রোয়াকে ভোলা বসে। ভোলা নিজের মাথাটা নীচের দিকে করে, ঠিক নগেনের দিকেই তাকিয়ে আছে ভাব লেশ হীন মুখে। মুখে একটা পৈশাচিক হাসি। যেন অপেক্ষা করছিল। একে বয়েস হয়েছে তারপরে ভোলা কে ওই ভাবে দেখে নগেন ওই খানেই বসে পরল। হাঁটু দুটো মারাত্মক কাঁপছিল নগেনের। নিজেকে ধরে রাখতে পারছিল না আর। উফ এই টানাপোড়েন আর নিতে পারছে না নগেন। এ তো প্রাণ সংশয়!!

-      হে রাধামাধব রক্ষা কর আমাকে। সারা জীবন তুমি ছাড়া কিছুই বুঝিনি আমি। হে প্রভু, আমাকে মারতে হলে মেরে ফেল, কিন্তু আমাকে দেখে যেতে দাও , আমার এই গ্রাম সব দিক থেকে শান্তি তে আছে। হে মাধব, হে হৃষীকেশ, হে মধুসূদন, রক্ষা কর।

আর রক্ষে আছে কি? না নেই। ভোলা এখন উঠে এগিয়ে আসছে নগেনের দিকেই। নাহ আর কোন আশা নেই। মরণ নিশ্চিত। কোন সুদুর থেকে ভেসে আসছে, কি মিষ্টি একটা বাঁশীর সুর। কান দিয়ে ঢুকে একেবারে প্রানের ভিতরে সেদিয়ে যাচ্ছে সেই সুর। সামনে মরণ। মরণ কি এই ভাবেই হয়? এমন ভয় লাগে মরণের আগে? এতো সুন্দর বাঁশী বাজে কানে? এ তো সুখের মরণ হবে ওর!  ভুলে গেল নগেন মরণের কথা। বাঁশীর আওয়াজ যেন ওকে মোহিত করে দিচ্ছে। অবশ হয়ে যাচ্ছে ওর শরীর। মরণের ভয় টা চলেই গেল বলতে গেলে। মরণের দিকে আর খেয়াল নেই। শুধুই বাঁশী শুনছে নগেন আর ভাবছে এ নিশ্চই পৃথিবীর সুর নয়। এ স্বর্গের সুর। নগেন ওই চার মাথার মোড়ে হাঁটু মুড়ে বসে দুই হাত বাড়িয়ে দিল মরণের দিকে। ভোলা এগিয়ে আসছে নগেনের দিকে কেমন হাতড়াতে হাতড়াতে। যেন দিনেও অন্ধ।  

কিন্তু কি যে হল, সহসা ভোলা এদিক ওদিক দেখল। আর সেই দেখার মধ্যে ভয়ের সাথে আতঙ্ক ছিল। আর নগেন দেখল, চারিপাশ টা বদলে গেল। ভোলা মনে হলো ছুটে পালালো লালিদের বাড়ির দিক বরাবর। মুহুর্তে চারিদিক থেকে আগের আওয়াজ ভেসে এলো নগেনের কানে। মনে হলো সুর টা কানের পাশেই বাজছে। নগেন বসেই রইল ওখানে হাঁটু মুড়ে। কি মিষ্টি, কি মিষ্টি। কতক্ষন কেটেছে নগেন জানেই না। শুনতে পেল ওই মন্দিরের বেদী থেকে কেউ একজন বলছে,
-      কি গো দাদু, রাস্তার মাঝে ওই ভাবে বসে কেন?

নগেনের যেন ধ্যান ভাঙল। দেখল ভোলা নেই আশে পাশে। পাখির আওয়াজ, আশে পাশের বাড়ি থেকে নানান কোলাহল আবার ভেসে আসছে নগেনের কানে। আগে রাস্তায় একটা লোক ও ছিল না সেখানে দেখল দূরে দূরে লোকজন রাস্তা দিয়ে হাঁটছে। আর মন্দিরের বেদীর উপরে গালে হাত দিয়ে পা ঝুলিয়ে বসে আছে হীরা। অন্য হাতে একটা বাঁশী। নগেন দাঁড়িয়ে পরল। জিজ্ঞাসা করল,

-      বাঁশী তুই বাজাচ্ছিলি?
-      ধুর আমি তো বাজাতেই পারি না। এই দেখ।

নগেন দেখল হীরা দু তিন বার চেষ্টা করল বটে, কিন্তু আজগুবি আওয়াজ ছাড়া কিছুই বের হলো না। বুঝে গেল হীরা বাঁশী বাজায় নি। বলল,
-      তুই এখানে কখন এলি?
-      কেন ডাকলে যে আমাকে?

নগেন ভারী অবাক হল।
-      আমি কখন ডাকলাম তোকে?

হীরার চোখে তখন হাসি। বলল,
-      ও হবে হয়ত। আমি তো শুনতে পেলাম তুমি ডাকছিলে। বেশ তবে তাই হোক। এলাম তবে।

নগেন দেখল, সাত ফুট উঁচু মন্দিরের বেদী থেকে মনে হল পা পেয়ে গেল নীচে অব্দি হীরা। কোন আওয়াজ হলো না। নেমেই বলল,

-      মায়া বড় খারাপ জিনিস গো দাদু। মায়া কোথা থেকে আসে জান? লোভ। লোভ থাকলে মায়া কে মানুষ বশ করতে পারে না। মায়ার ঢাকা সংসার। শোননি কোনদিন কথাটা?

কথা খানা বলতে বলতেই লালিদের বাড়ির দিকে রাস্তায় হাঁটা দিল। কারন ওই দিকেই ওদের ও বাড়ি। নগেন আর দেরী করল না। মনে এক রাশ চিন্তা আর হতভম্ভতা নিয়ে হীরার পিছন পিছন হাঁটতে শুরু করল নগেন লালি দের বাড়ির উদ্দেশ্যে। মনে মনে ঘুরতে লাগল হীরার কথা গুলো। দুপুরে গলি আর এখন মায়া। মায়া??

সন্ধ্যে বেলায় নগেন আর তিন মুর্তি বসে ছিল জলার মাঠের ধারে অশ্বত্থ গাছের নীচে। এতক্ষনে নগেন নিজের চিন্তা ভাবনা আর প্রশ্নের ডালি মেলে ধরেছিল তিন মূর্ত্তির সামনে। শুধু হীরার ব্যাপার টা চেপে গেছিল লালির সামনে। বলে নি হীরার ব্যাপারে কোন কথা। দুপুরে চার মাথার মোড়ের ঘটনা ও বলে নি লালির সামনে। নগেন বোঝে হীরার উপরে লালির বিশেষ দুর্বলতার ব্যাপার টা। তাই কিছু বলে নি। হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে তাতে। লালি হয়ত বিগড়ে গেল। যাক, সে সব ভাবলে এখন চলবে না। বরং গলির ব্যাপার টা খোলসা করতে হবে এখানে। দুপুরে হীরাদের বাড়ির পিছনের ঘটনা সব টাই বলল নগেন তিনজন কে। আর নিজের বিশ্লেষণ ও সব টা জানাল। সব কিছু শুনে লালি বলল,

-      দাদু, হীরার কথা যদি সত্য হয় তবে, ভোলা ওই রাস্তা দিয়েই যাতায়াত করে। ওখানে নিশ্চই কোন পোর্ট কী আছে।
-      হ্যাঁ আমার ও তাই মনে হচ্ছে। আর তোদের কে বলি, আমার মনে হলো হীরা যেন এটাই বোঝাতে চাইল আমাকে। এমন ভাবেই বোঝালো যেন ও কিছু বোঝে না। কিন্তু ওর ওই গলির মানে উদ্ধার করতে গিয়ে মনে হলো, ওই খানে পোর্ট কী থাকা স্বাভাবিক। তাই ভোলা ওই রাস্তা নেয়।

নগেনের বাক্য শেষ হতে না হতেই রহিম বলল,

-      ঠিক বলেছ দাদু। মাথায় আসে নি ব্যাপার টা। সেদিনেও তো আমরা ওই গলি দিয়েই পৌঁছে গেছিলাম লড়াই এর জায়গায় তাই না?
লালি চিন্তায় পরে গেল একটু। ভাবছিল, এটা কি হীরা জেনে বলেছে না ব্যস এমনি ই নিজের বিদ্যে জাহির করেছে। ও বলল,

-      হ্যাঁ রহিম দা। ঠিক বলেছ। বাঘমুড়ো ওই দিক দিয়েই ঢোকে গ্রামে। আর এই পোর্ট কী র জন্যেই কবচ টা ভাঙছে। কিন্তু ভোলা কাকার কি হলো?  

নগেন বেশ চিন্তা নিয়ে বলল,

-      হুম ওটাই চিন্তায় ফেলেছে আমাকে। ভোলার রহস্য উদ্ধার করতেই হবে। তা না হলে কিছুই বোঝা যাবে না। সব শেষ প্রশ্নের উত্তর পেয়ে এক এক করে বাকি প্রশ্নের উত্তর পেতে হবে আমাদের। সবার আগে ভোলা কে? আর ওর সাথে বাঘমুড়োর কি সম্পর্ক? ওরা কেনই বা এখানে? বাঘমুড়োই কি ওই পোর্ট কী দিয়ে ঢোকে নাকি অন্য কেউ? বুঝলি??? অনেক কথা পরে আছে। উত্তর চাই । না হলে কিছুই করতে পারব না আমরা।

সবাই চুপ করে ছিল, কারণ এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। সবাই অল্প বয়সী, শারীরিক ক্ষমতায় বেশ পারদর্শী, কিন্তু বুদ্ধির দৌড়ে এখানে বুড়ো নগেন ই ভরসা। প্রথমে নগেন ই বলল কথা,

-      দ্যাখ আমার মনে হচ্ছে আমাদের পোর্ট কী দিয়ে যাওয়া উচিৎ। দেখা দরকার কে যাতায়াত করছে ওই পোর্ট কী দিয়ে? যে আসছে সেই কি বাঘমুড়ো কে সাহায্য করছে? নাকি অন্য কেউ।

অভি চুপ করেছিল অনেকক্ষণ। এবারে প্রথম কথা বলল,

-      আমার মনে হয় দাদু ঠিক বলেছে। আমাদের যেতেই হবে না হলে বুঝতে পারব না। তবে আমাদের মনে হয় আমাদের দল টা ভাগ হলে ভাল হয়। রহিম দা দাদু কে নিয়ে থাকুক আর আমি আর লালি দি। আমরা বরং পোর্ট কী ধরে যাই আর রহিম দা আর দাদু থাকুক গ্রামের ভিতরে।

রহিম সব শুনে বলল,
-      এটাই ঠিক হবে। তোরা যা। কিন্তু বিপদে আমাদের জানাবি কি করে?

লালি বলল,
-      না গো রহিম দা। খুব সন্তপর্নে যেতে হবে আমাদের। কোন লড়াই এ জড়ালে চলবে না। কারণ, বাঘমুড়ো এই গ্রামে এলে তোমাকে থাকতে হবে। দাদু ঠিক বলেছে। কিছু তো আছে এই গ্রামে। সেটা নিতেই ওরা আসছে। আর এখন কবচ ভেঙ্গে গেছে। বাঘমুড়ো ঢুকে পরতে পারে যে কোন সময়ে। আমাদের আর অপেক্ষা করা যাবে না। এখনি যেতে হবে। কালকে জন্মাষ্টমী। বের হতে পারব না আমি বাড়ি থেকে।

তখন নগেন বলল লালি কে,

-      না রে দিদি ভাই, তবে আজকে থাক। আমার মন সায় দিচ্ছে না। বরং কালকের দিন টা পার হয়ে যাক।
-      হ্যাঁ লালি দি সেই ভাল।

চার জন অসম বয়সী নর নারী নিজেদের মধ্যে গল্প করছিল, জলার ধারে অশ্বত্থ গাছের নীচে। আর সন্ধ্যের সময়ে গ্রাম থেকে ভেসে আসছিল, শঙ্খের আওয়াজ। গৃহস্থের বাড়িতে সন্ধ্যে দিচ্ছে যে গৃহবধু রা। নগেন তাকিয়ে দেখল পূব আকাশে হালকা চাঁদ। আর পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে সন্ধ্যা তারা।
 
                                                                                          অধ্যায় দুই
মাঝে মাঝেই আমার মনে ভেসে ওঠে এই সমস্ত ঘটনা। বুঝিও না ছাই কোথা থেকে আসে এই সব দৃশ্য আর কেনই বা আসে। আমি দেখতে পাচ্ছি একটি কিশোর বালক কে একটি বাগানের মতন মনোরম জায়গা তে। আহা কি নেই সেই বাগানে। আম থেকে শুরু করে ছোট বড় নানান বৃক্ষ। ম ম করছে চারিদিক সুগন্ধি আম এবং অন্যান্য ফলের গন্ধে। ইতিউতি গরুর দল দূর্বা ঘাস এ মজে। যমুনার জল যেন পারে এসে ছুঁতে চাইছে বালক টির পা। ছলাক ছলাক করে পারে ধাক্কা দিচ্ছে জলের ঢেউ। আপনা হতেই ফুল ঝরে পরছে উপর থেকে যেখানে বালক টি দাঁড়িয়ে। আর বালক টি দাঁড়িয়ে আছে একটা বিশাল গুলঞ্চ বৃক্ষের তলায়। বিশাল হলেও গাছের ডালপালা যেন নীচে থেকেই বিস্তার লাভ করেছে। আর ছেলেটি তেমন এক বিশাল ডালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুটো পা কে কাঁচির মতন করে বাঁশী বাজাচ্ছে। যেন জগত ভোলা।  আহা পা দুখানি দেখে মনে হয়ে যেন জড়িয়ে ধরি। নীল পদযুগল। রক্তিম পদতল। আলতা পরা পা দু খানি। কার ছেলে কে জানে? সেই মা হয়ত পরম মমতায় ছেলের পা দুখানি আলতায় রাঙ্গিয়ে দিয়েছে। দু খানি রূপোর বালা পায়ের পাতার উপরের অংশে শোভা পাচ্ছে। হলুদ ধুতি পরে আছে বালক টি। তাতে লাল বর্ডার। সামনের কোঁচা টা ময়ূরের পেখমের মতন পায়ের পাতার উপরে দোল খাচ্ছে। কতই বা বয়েস হবে ছেলেটির। ষোল সতের। নীল কমনীয় শরীর। ক্ষীনকায়া নয় বালক টি আবার স্থুল ও নয়। নীল শরীরের পেশী না দেখা গেলেও, সামর্থের শেষ নেই সেটা বোঝাই যাচ্ছে । হুম বুঝেছি। জগতের আরাধ্য, দিন কয়েক আগেই, কংস কে বধ করে গোকুলে ফিরেছে আমাদের নয়নের মনি, যশোদার হৃদপিণ্ড , আর আমারও আরাধ্য স্বয়ং কৃষ্ণ। কে বলবে তার এই সুরের মুর্ছণা শুনে যে, কয়েক দিন আগেই, এই বালক কংস কে হত্যা করেছে? তাও শুধু হাতে? আর সুর তো নয় যেন কথা বলছে ওর বাঁশী। যেন ডাকছে সবাই কে। কেউ কি আছে এই গোকুল এ, এই বাঁশী শুনে নিজেকে সমর্পণ করে দেবে না ওই পায়ের তলায়? কে বলে রাধা পাগল ছিল বাঁশীর জন্য? সুর শুনে তো মনে হচ্ছে, বাঁশী ই আকুল হয়ে রাধা কে ডাকছে।   

আর হয়ত ও থাকবে না ও এই বৃন্দাবনে। সমগ্র বৃন্দাবন, গত মাস থেকে কি যে দুঃখের সাগরে নিমজ্জিত, তা বলে বোঝাতে পারা যাবে না। ছেলে আমাদের গেছিল মথুরা তে। মহারাজ কংস ডেকে পাঠিয়েছিলেন যে। ছেলেও এক ডাকেই চলে গেছিল। তারপরে তো যা হয়েছে, না জানি কত লক্ষ বছর ধরে মানব ইতিহাসে এই ঘটনা লেখা হয়ে থাকবে উজ্জ্বল হয়ে। খেলার ছলে বিশালাকার, মহাবীর, কংস কে সম্মুখ দ্বন্দ্ব যুদ্ধে হত্যা করেছে এই বালক। কে বলবে সেটা এখন ওকে দেখে, যে এই বালক ই সংহার করেছে কংস কে। তাই সেই আনন্দে, গত কাল, মথুরায় হোলি খেলার পরে, ঠিক পাঁচ দিনের দিন সে মথুরা থেকে ফিরে হোলি খেলেছে সমস্ত বৃন্দাবনে। সকাল থেকে রাত অব্দি। নাওয়া খাওয়া ছেড়ে দুষ্টুমি করেছে। প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিতে গলি তে, প্রতিটা পুকুরের ঘাটে, প্রতিটা গাছের পাতায় আবিরের রং লেগে এখনো। সমগ্র বৃন্দাবণে ছেলের স্পর্শ। আহা খেলার পরে গোকুলের কেউ স্নান ও করে নি। কেউ যে মুছে ফেলতে চায় না তাদের কানাই এর শেষ স্মৃতি টুকু। আর দেখ, যাকে নিয়ে এই পাগলামী , সে সকাল সকাল স্নান করে এসে এই গাছে তলায় দাঁড়িয়ে। হয়ত সে চায় না এই বৃন্দাবনের স্মৃতি নিয়ে মথুরাতে ফিরতে। হয়ত সে চায় না তার পরবর্তী জীবন এর সাথে আর বৃন্দাবন কে জড়াতে। কি জানি, কি লীলায় মেতেছে দুষ্টু টা। এই দেখনা , গোটা বৃন্দাবন এখন শোকে মগ্ন, আর ইনি এখানে এসে হাজির। কারোর অপেক্ষায় বাঁশী বাজাচ্ছে। ডাকছে তাকে করুণ ভাবে।  কে সেই ভাগ্যবান যার অপেক্ষায় স্বয়ং সময়? বা কে সেই জন যার অপেক্ষায় শেষ বাঁশী বাজিয়ে নিচ্ছেন সর্বশক্তিমান এই পুরুষ?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
উফফফফফ টান টান উত্তেজনার মাঝে বার বার ওই দুস্টু ছেলেটার আগমন আর বাঁশির সুর। ভুবন ভোলানো সেই সুরে যেন সবাই মুগ্ধ। সকল বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে তাতে। আর নগেন জ্যাঠার প্রশ্নে সেই উত্তর - তুমিই তো আমায় ডাকলে... উফফফফফ clps

আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -

গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
সূয্যি নেমে গেল পাটে
সূয্যি নেমে গেল পাটে
নাই কোনো খেয়াল। 
কেমন বাঁশি বাজায় শোনো 
মাঠেতে রাখাল
তার সুরে বুঝি যাদু আছে
মন হল মাতাল.....
[+] 3 users Like Baban's post
Like Reply
ঠিক যেন মনে হচ্ছে একটা চলচ্চিত্র দেখছিলাম। নগেন জেঠার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেদিন সে পেয়ে যাবে, সেদিন বাঘমুড়োর বধ নিশ্চিত। এ তো কাহিনী নয়, এ যেন একটি রত্নখচিত সীতাহার .. যার প্রত্যাশায় বসে থাকি আশা করে।  clps clps
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
কি সব দুর্দান্ত আপডেট!!!! আজকের টা তো অসাধারণ বললে কম বলা হয়। কি সুন্দর বর্ণনা। সত্যি বুম্বার সাথে এক মত। মনে হচ্ছিল চলচিত্র দেখছি। দরজার কড়া নাড়ানোর দৃশ্য টা অব্দি চোখের সামনে ভাসছে। মরণের আগে বাঁশীর আওয়াজ, মনে হচ্ছিল আমি যেন শুনছি। দিদি একটা কথা বলি। কাউকে ছোট না করেই বলছি, এতো স্বল্প কথায়, কোন দৃশ্য রচনায় আপনার জুড়ি নেই। আমি অনেক বড় লেখকের কথা মাথায় রেখেই বলছি। হয়ত আপনি সখে লেখেন, তাই এতো নিপাট সুন্দর আর মিষ্টি লাগে পড়তে। অসাধারণ।  

আর শেষের বৃন্দাবণের দৃশ্য মনে হলো সিরিয়ালে টিভির সামনে দেখছি। বৃন্দাবণের বর্ণনা হয়ত আমার আর কারোর থেকে ভালো লাগবে না। এটাই মনে গেঁথে গেল। উফ দুর্দান্ত। সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে!!!! 
[+] 1 user Likes boro bara's post
Like Reply
বাশির সুরটা যেন এখনো কানে বাজছে....

নগেন জ্যাঠা দর্শন পেয়েছেন নাকি তাকে দর্শন দিয়েছেন। অনেক প্রশ্ন জমা হচ্ছে একে একে সবের উত্তর মিলবে আর ততক্ষণে ঐ বাঘমুড়োর নিধন হবে।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
dada apni pls golpo ta publish korun... tahole aro oneke porte parbe
[+] 1 user Likes krish159753's post
Like Reply
(28-06-2022, 06:58 PM)Bumba_1 Wrote: ঠিক যেন মনে হচ্ছে একটা চলচ্চিত্র দেখছিলাম। নগেন জেঠার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেদিন সে পেয়ে যাবে, সেদিন বাঘমুড়োর বধ নিশ্চিত। এ তো কাহিনী নয়, এ যেন একটি রত্নখচিত সীতাহার .. যার প্রত্যাশায় বসে থাকি আশা করে।  clps clps

এই গল্প হলিউড এর প্রযোজকরা পেলে "AVATAR " এর মতো একটা SCI FI সুপার ডুপার হিট ছবি বানিয়ে ফেলবে !!!! 
clps clps
[+] 1 user Likes ddey333's post
Like Reply
(28-06-2022, 06:55 PM)Baban Wrote: উফফফফফ টান টান উত্তেজনার মাঝে বার বার ওই দুস্টু ছেলেটার আগমন আর বাঁশির সুর। ভুবন ভোলানো সেই সুরে যেন সবাই মুগ্ধ। সকল বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে তাতে। আর নগেন জ্যাঠার প্রশ্নে সেই উত্তর - তুমিই তো আমায় ডাকলে... উফফফফফ clps

আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -

গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
সূয্যি নেমে গেল পাটে
সূয্যি নেমে গেল পাটে
নাই কোনো খেয়াল। 
কেমন বাঁশি বাজায় শোনো 
মাঠেতে রাখাল
তার সুরে বুঝি যাদু আছে
মন হল মাতাল.....

ছেলে মেয়ে নির্বিশেষে , ওই দুষ্টু টার জন্যেই পাগল।  Heart
Like Reply
(28-06-2022, 06:58 PM)Bumba_1 Wrote: ঠিক যেন মনে হচ্ছে একটা চলচ্চিত্র দেখছিলাম। নগেন জেঠার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেদিন সে পেয়ে যাবে, সেদিন বাঘমুড়োর বধ নিশ্চিত। এ তো কাহিনী নয়, এ যেন একটি রত্নখচিত সীতাহার .. যার প্রত্যাশায় বসে থাকি আশা করে।  clps clps

হে হে। কি যে ভাল লাগে এই সব ভালো ভালো কমেন্ট পেলে বলে বোঝাতে পারব না।  Heart
Like Reply
(28-06-2022, 10:02 PM)boro bara Wrote: কি সব দুর্দান্ত আপডেট!!!! আজকের টা তো অসাধারণ বললে কম বলা হয়। কি সুন্দর বর্ণনা। সত্যি বুম্বার সাথে এক মত। মনে হচ্ছিল চলচিত্র দেখছি। দরজার কড়া নাড়ানোর দৃশ্য টা অব্দি চোখের সামনে ভাসছে। মরণের আগে বাঁশীর আওয়াজ, মনে হচ্ছিল আমি যেন শুনছি। দিদি একটা কথা বলি। কাউকে ছোট না করেই বলছি, এতো স্বল্প কথায়, কোন দৃশ্য রচনায় আপনার জুড়ি নেই। আমি অনেক বড় লেখকের কথা মাথায় রেখেই বলছি। হয়ত আপনি সখে লেখেন, তাই এতো নিপাট সুন্দর আর মিষ্টি লাগে পড়তে। অসাধারণ।  

আর শেষের বৃন্দাবণের দৃশ্য মনে হলো সিরিয়ালে টিভির সামনে দেখছি। বৃন্দাবণের বর্ণনা হয়ত আমার আর কারোর থেকে ভালো লাগবে না। এটাই মনে গেঁথে গেল। উফ দুর্দান্ত। সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে!!!! 

অনেক বড় প্রশংসা করলেন ভাই। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন। Heart
Like Reply
(29-06-2022, 01:10 AM)nextpage Wrote: বাশির সুরটা যেন এখনো কানে বাজছে....

নগেন জ্যাঠা দর্শন পেয়েছেন নাকি তাকে দর্শন দিয়েছেন। অনেক প্রশ্ন জমা হচ্ছে একে একে সবের উত্তর মিলবে আর ততক্ষণে ঐ বাঘমুড়োর নিধন হবে।

হ্যাঁ অনেক প্রশ্ন। সেদিনে সোমনাথ বলল, দিদি আরো বড় করে লিখুন। সেই চেষ্টা তেই আছি। আসলে সবাই জানি যে কৃষ্ণ চাইলেই সব হয়ে যায়। খুব ছোট বেলায় গজেন বাবুর পাঞ্চজন্য পড়েছিলাম। ওটাও একটা ফ্যান্টাসি ছিল। কিন্তু পড়তে পড়তে ভেবেছিলাম, সত্যিই তো। চাইলেই তো হয়ে যায় না সব কিছু। তার পিছনে , বুদ্ধি পরিশ্রম সব থাকে। নিজের ক্ষমতা আর বুদ্ধির উপরে আস্থা থাকা খুব দরকার। তাই তো উনি কৃষ্ণ। অর্জুন কে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া, ঘটোতকচ কে সামনে এগিয়ে দিয়ে। এই সব সিদ্ধান্ত সহজ ছিল না। আজকেও তার জন্য অভিশাপ আর চোখের জলের দাম চুকিয়ে যান উনি। আমরা মেনে নিতে পারিনি ঘটোতকচের মৃত্যু। 

সেই অধ্যাবসায়, সেই চরম প্ল্যানিং এর কিছু কিছু এখানে ধরার চেষ্টা করেছি। আর সেই প্ল্যানিং যখন উনি নিজে করেন তখন মনে হয়, যে উনি চাইলেন আর হয়ে গেল। ঠিক যেন ম্যাজিক!
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
(29-06-2022, 01:47 AM)krish159753 Wrote: dada apni pls golpo ta publish korun... tahole aro oneke porte parbe

দাদা নই ভাই। দিদি হবার শারীরিক আর মানসিক গুণাবলী নিয়ে জন্মেছি এবং সেই সব দিয়েই কন্টিনিউ করছি। যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ।  Heart
Like Reply
(29-06-2022, 11:57 AM)ddey333 Wrote: এই গল্প হলিউড এর প্রযোজকরা পেলে "AVATAR " এর মতো একটা SCI FI সুপার ডুপার হিট ছবি বানিয়ে ফেলবে !!!! 
clps clps

হাহাহাহাহাহা। দেখো কোন প্রোডিউসার। বিক্রী বাটা করি। দেয়া নেয়া সেরে ফেলি।  Heart Heart
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
(29-06-2022, 12:28 PM)nandanadasnandana Wrote: হাহাহাহাহাহা। দেখো কোন প্রোডিউসার। বিক্রী বাটা করি। দেয়া নেয়া সেরে ফেলি।  Heart Heart

OK !!! Smile
[+] 1 user Likes ddey333's post
Like Reply
একেই বোধহয় বলে চুমু আপডেট, দিদি tussi great ho

[Image: Images-2-2-1.jpg]

[+] 1 user Likes Somnaath's post
Like Reply
পড়ে মুগ্ধ হলাম
[+] 1 user Likes rubisen's post
Like Reply
(03-06-2022, 02:31 PM)nandanadasnandana Wrote:
[Image: 20220610-174626.jpg]

বাঘমুড়োর আতঙ্ক
টিজার 

অনেক সময়, বহু কাহিনী বা গল্প আমাদের ভিতর দিয়ে চোরা স্রোতের মতন , প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। হয়ত কোন সত্যি ঘটনা, কোন নায়ক, অন্তর্মুখী স্রোতের টানে, কল্পকাহিনী হয়ে বা সেই নায়ক মহানায়ক হয়ে আমাদের মধ্যে বিরাজ করে। আমি চিরকাল ই ভেবেছি, আমরা কোন প্রতিমা বা মূর্তি কে পুজো করি না। আমরা পুজো করি, সেই প্রতিমা বা মূর্তির ভিতরে যে ত্যাগ, সাহস, ভালোবাসা ইত্যাদি নানান গুণের কাহিনী লুকিয়ে আছে, তার পুজো করি। সেই কাহিনীর ভিতরে যে সব নায়ক বা নায়িকা থাকেন, তাদের নানান গুণাবলী কে আমরা পুজো করি। নায়কের বীরত্ব কে নয়, পুজো করি সেই বির হবার জন্য তার অধ্যাবসায় কে। নায়িকার সৌন্দর্য্য কে নয়, তাঁর সন্তান বা স্বামীর ভিতরে আগুন জ্বালিয়ে দেবার মাহাত্ব্য কে পুজো করি। কোন বৃদ্ধের জ্ঞান কে নয়, সেই বৃদ্ধের সংসাররূপ বিশাল ঘানি কে ক্ষমা ও মানসিক শক্তির মাধ্যমে , সেই সংসার কে টিকিয়ে রাখার প্রক্রিয়া কে পুজো করি। শিব কে নয় পুজো করি তাঁর সংহারতার উদ্দেশ্য কে। ব্রহ্মা কে নয় পুজো করি তাঁর সৃজনশীলতা কে। নারায়ন কে নয়, পুজো করি তাঁর রক্ষনভাব এবং ভালবাসায় নত হবার বিশেষ গুণ কে। সরস্বতী কে নয়, পুজো করি তাঁর শিক্ষা নেবার এবং দেবার গুণ কে। লক্ষী নয়, পুজো করি তাঁর সম্পদ স্বরূপ কে। যাতে করে আমরা ভাবতে পারি , সম্পত্তি নয় সম্পদ হলো জীবনের আসল।

টিজার - ২ 

এই জঙ্গলের নাম বাঘমুড়ো হবার কারন হিসাবে অনেকে অনেক কথা বলে। আমিও জানি কিছু কিছু। আমি তো আজ থেকে না, এই গ্রামের সেই শুরু থেকে আছি। এই গ্রামের ধুলোকনায়, এই গ্রামের মানুষের মনে, এই গ্রামের গাছে গাছে, পাখীদের কলতানে, বাচ্চাদের কান্নায়, মায়ের আদরে আমি আছি। আমি আছি শ্মশানে, আমি আছি বুড়োগাছে ভালো আত্মা দের সাথে, আমি আছি, প্রতিটা মায়ের চিন্তায়, বাপের শ্রমের মধ্যে লুকিয়ে। যাই হোক আমার কথা থাক, বরং এই গ্রামের কথা বলি।


টিজার ৩-  

স্বয়ং রিষভ, আমার কৃষ্ণ, পদ সেবা করে দিয়েছিলেন অভ্যাগত মুনি ঋষি দের। তার সেই সেবক মুর্তি দেখে গলে গিয়েছিলেন তৎকালীন বুদ্ধিজীবি রা। ঢের ঢের আশীর্ব্বাদে ভরিয়ে দিয়েছিলেন পান্ডব এবং রিশভ কে। যজ্ঞের জন্য উপস্থিত শত সহস্র পুরোহিত এবং ঋষি রা ক্রমাগত মন্ত্রোচ্চারণে সমগ্র রাজ্য কে যেন এক দিব্য আবহাওয়ায় ঢেকে দিচ্ছিলেন। খান্ডবপ্রস্থের গহীন জঙ্গল কে কেটে তৈরি ইন্দ্রপ্রস্থের উর্বর জমির স্বাদ নিতে, সেখানে বসবাস করতে, ভারতের বহু জায়গা থেকেই সাধারণ মানুষ ভিড় করছিলেন ইন্দ্রপ্রস্থে। বহুদিন খান্ডবপ্রস্থের জঙ্গলে একাকী থেকে,পান্ডব রা জেনে গেছিলেন, রাজ্যে, মানুষের কত প্রয়োজন। স্বাগত জানাচ্ছিলেন সেই সকল ব্যক্তি বর্গ কে নিজের রাজ্যে স্বয়ং কনিষ্ঠ পান্ডব। হ্যাঁ সে এক দেখার মতন যজ্ঞ ছিল বটে।

টিজার ৪

সেই সভামধ্যে বাঘের মতন গর্জন করছিল শিশুপাল। আর আমার কৃষ্ণ খুঁজছিলেন চাকা। এক খানা বিশাল চাকা। ভেবেই নিয়েছিলেন, চাকা সমগ্র মানব সভ্যতা কে প্রাচীন কাল থেকে এই সভ্য কালে নিয়ে এসেছে। চাকাই সেই জিনিস যা মানুষ কে স্থির থেকে গতিবান করেছে। কাল এর সাথে সামঞ্জস্য রেখে চাকাই মানুষ কে সভ্য করেছে, তাই এই চক্রের ফাঁদেই, এই শিশুপাল নামক অসভ্য দৈত্য কে চিরকালের জন্য শুইয়ে দিতে হবে। চাকাই পারে এই অসভ্যতা কে সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে।

টিজার ৫

মহাবীর শিশুপালের সেই মস্তকহীন দেহ কে মা গঙ্গা ও শোধন করতে পারলেন না। গলিয়ে পচিয়ে মিশিয়ে নিতে পারলেন না পাপী শিশুপালের দেহ কে নিজের অতূল জলরাশির মধ্যে। ভাসতে ভাসতে সেই দেহ চলে এলো এই গ্রামের দিকে । আটকে গেলো নদীর উপরে প্রায় শুয়ে পরা বিশাল বৃক্ষের জল নিমজ্জিত ডালে। অপ্রাপ্তি, লোভ, হিংস্রতা, আর অনেক জিঘাংসা নিয়ে শিশুপালের মাথা হীন দেহ রয়ে গেল এই জঙ্গলেই। খুঁজে বেরাতে লাগল একটা মাথা। 

টিজার ৬ 

গ্রামে মোবাইল আছে কিন্তু জঙ্গলের কাছাকাছি আসলে আর কোন সিগ্ন্যাল থাকে না। গ্রামেও সিগন্যাল বিশেষ থাকে না। কোন অদৃশ্য জ্যামার যেন জ্যাম করে দেয় সিগন্যাল। বছর দশেক আগে, সরকার থেকে এক দিনে, দিনের বেলায় এই বিশ কিমি জঙ্গলের রাস্তায় পোল বসিয়ে ইলেক্ট্রিক চার্জ করিয়ে দেওয়া হয়েছিল। হাজার লোকে কাজ করেছিল সেই দিনে। গ্রামের লোকেও হাত লাগিয়েছিল। সবাই ভেবেছিল, এই আতঙ্কের নিরসন বুঝি এই ভাবেই করা যাবে। কিন্তু পরের দিন সকালে দেখা যায় কে বা কারা যেন, কংক্রীটের পোল গুলো কে উপড়ে পাশের জলায় ফেলে দিয়েছে। ছিঁড়ে দিয়েছে বিদ্যুতের তার। পোল গুলোর অবশেষ জঙ্গলের রাস্তার দুই দিকে আজ ও বর্তমান। আশে পাশের কোন গ্রামেই বিদ্যুতের ব্যবস্থা করতে পারে নি সরকার। শিশুপালের অভিশাপ যেন বয়ে নিয়ে চলেছে বাঘমুড়ো আর ও নয় টা গ্রাম। গ্রামের লোকেরা দেখে, দক্ষিণ মাঠ পেরিয়ে দূরে কোন গ্রামে ঝিকিমিকি করছে বিদ্যুতের আলো। কিন্তু এই সব গ্রামে কোন দিন ও আলো আসবে কিনা সন্দেহ।

টিজার ৭

যখন মাখন খায় কোন দিকে খেয়াল থাকে না ওর। কেমন গভীর কালো চোখের মনি দুটো। দেখলেই ছ্যাঁত করে বুক টা। মনে হয় ওই চোখে ডুব দিলেই আর উঠতে পারা যাবে না। কালো গায়ের রং। না না কালো না। সবাই বলে বটে হীরা কালো। কিন্তু লালির মনে হয় কেমন একটা উজ্জ্বল রং। সূর্যের মতন তপ্ত কাঞ্চনবর্ণ না, চাঁদের শীতল জ্যোৎস্নার মতন উজ্জ্বল গায়ের রং ওর।  মনে হয় আলো পিছলে পরবে ওই রঙের জেল্লায়। কি মিষ্টি মুখ টা। আর তার থেকেও মিষ্টি ওর হাসি। ভুবন মোহন একেবারে। লম্বা বেশ। লালির থেকে ঢের বেশী লম্বা। আর ঠোঁট দুটো গোলাপি। হাতের চেটো দুটো ও গোলাপি। মাঝে মাঝে ওদের বাড়িতে গিয়েও হীরা কে লুকিয়ে লুকিয়ে দেখে লালি, উমা কাকিমার সাথে বকবক করার সময়ে। 

টিজার ৮

রাতের নানান সময়ের এক এক টা সুর থাকে। কি জানি সেই সুর কি ভাবে আসে। কিন্তু থাকে। নতুন ছেলে পুলে রা বুঝবে না। কিন্তু পুরোনো মানুষ গুল সুর টা চেনে। যেমন সন্ধ্যে রাতে সব ঘরে ফেরার আওয়াজ, অনবরত সাইকেলের ক্যাঁচক্যাঁচ, গরুর গাড়ীর চাকার আওয়াজ, কোন দূরে বাড়ি ফেরার তাগিদে বারংবার বাসের হর্ন, পাখীগুনো খেয়ে দেয়ে পেট ভরে যাবার পরে শোবার তোড়জোড়, ডানা ঝাপটানি, দাওয়ায় বসে পড়তে থাকা কচিকাঁচা গুলোর কলরব, রান্না ঘরে সন্ধ্যে বেলায় মা ঠাকুমাদের শাঁখের আওয়াজ, রান্নার তোড়জোড়ের হাতা খুন্তীর ঝনঝনানি, কত বলব? এই সব মিলিয়ে একটা সুর তৈরি হয়। সেই রকম ই এই মাঝরাতের ও একটা সুর থাকে। যেমন সবার ই নিশ্চিন্তে ঘুমনোর একটা শান্তি, তখন খুব ধীরে প্রশ্বাস এর শব্দ। প্রহর ভুল করা নব্যযুবা পাখীদের কিচমিচ, দু একটা বাচ্চার হাত বাড়িয়ে মা কে না পাবার ফোঁপানি, হাঁস হীন পুকুরে বাধা না পাওয়া জলের ঢেউ এর বয়ে যাওয়ার শব্দ, রাত থাকতে থাকতে জেলেদের বাড়ি থেকে বেড়িয়ে কথা বলার শব্দ। জমির আল দিয়ে নির্ভীক ভাবে চলতে থাকা আল কেউটের সড়সড় আওয়াজ। সর্বোপরী নতুন দিনের সূচনার একটা সুর, সব মিলিয়ে কেমন একটা গান হয়ে চলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন। এমনি বোঝা যায় না, কিন্তু একটু কান খাড়া করে শুনলে গান টা শুনতে পাওয়া যায়। 

টিজার ৯- 

এক মুখ হাসি নিয়ে এক মালসা ভর্তি মাখন নিয়ে হাজির হলো লালি গাছের পিছনে। দেখে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে হীরা। একটা ঢিলা হলুদ জামা পরে। আর একটা আকাশী জিন্সের প্যান্ট। দুটো পা এর পাতা কে একে অপরের সাথে কাঁচি দিয়ে দাঁড়িয়ে। খাওয়াবে কি লালি। হারিয়েই গেলো মনে হয়।

-     কই রে আয়? খাবি আয়। দেখ কি এনেছি?
-     আরে ব্বাস। বড় ঠাম্মুর বানানো?
-     হুম।
আশেপাশের অনেকেই দেখছে, লালি হীরা কে মাখন খাইয়ে দিচ্ছে গাছের নিচে। আর লালি? হা করে দেখছে হীরা কে। খিদে তেস্টা সব উবে যায় এই ছোঁড়া কে দেখলে যেন। মাঝে মাঝে ভুলেই যাচ্ছে খাওয়াতে। হীরা, লালির হাত টা টেনে এনে নিজেই নিজের মুখে পুরে নিচ্ছে। আর ওদিকে বড় ঠাম্মু গান ধরেছে

- কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মইর‍্যা যাইমু, কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমর, কইয়ো গিয়া।

টীজার ১০-

ললিতা আর ও আঁকড়ে ধরল তার কানু কে। আহা ছেলেটা স্নান করে এসেছে। চোখের জলে বুক ভিজে যাচ্ছে কানুর। আর অমন রাজবেশ, সুগন্ধী শরীর চোখের জলে নোংরা হয়ে যাচ্ছে। যাক। আর তো একটু খানি সময়। কানুও যেন টেনে নিল ললিতা কে নিজের কাছে আরো। বলতে শুরু করল।

-     এই বিশাল মহাবিশ্বের রক্ষার ভার যেদিন নিয়েছিলাম, নিতান্তই শিশু ছিলাম আমি।শৈশবেই আমাকে লড়তে হয়েছিল দুই দৈত্যের সাথে। মধু আর কৈটভ। সেদিন বুঝিনি তারা কারা। ছোট ছিলাম। আজকে বুঝি তারা আমার থেকেই জাত দুটো মহা শক্তিশালী দোষ। আমি তাদের নিজের মতন করে নাম দিয়েছি চাওয়া আর ঘৃণা। ওদের আমি বধ করেছিলাম। আমি সেদিনে বুঝেছিলাম, আমি কোন সাধারন কেউ নই। আমি মনের মধ্যে বসে থাকা সেই মহানতম গুণ, যা যে কোন জীব কে, ভালো খারাপ নির্বিশেষে  রক্ষা করতে ব্রতী হওয়ায়। সেদিনেই বুঝেছিলাম, রক্ষা করতে গেলে ভালো খারাপ বিচার করলে চলে না। মায়ের কাছে ভালো ছেলে খারাপ ছেলে কি? তাই না বল? কাজেই আমি তোমার মধ্যেও আছি। আর কংসের মধ্যেও ছিলাম। লোকে ভুল বোঝে আমাকে। আমি তো শুধু ভালোবাসা ছড়াতেই আসি। পৃথিবীর মহানতম গুণ ভালবাসা। আমি সেই ভালবাসার ই বাহ্যিক রূপ মাত্র। তুমি শুধু ভালবেসে ডেক আমাকে । যে ভাবে ডাকবে, যে নামে ডাকবে আমি আসব। যদি বুঝি আমাকেই ডাকছ আমি সাড়া দেব। আর এই কথাই রইল, আমাদের মিলন হবে। সত্যি হবে। সত্যি হবে।
  ললিতার বুক যেন জুড়িয়ে গেল। হয়ত কানুর কথা গুলো ওর কানে যায় নি। কিন্তু সত্যি হবে সত্যি হবে কথা গুলো যুদ্ধের দামামার মতন গুম গুম করে বুকের ভিতরে বাজতে লাগল। তিনহাজার বছর তো এমনি কেটে যাবে তার কানুর কাছে আবার ফিরে যেতে। বড্ড হালকা এখন ও। যাক ওর দেরী হচ্ছে । চাঁদের থেকেও মিষ্টি মুখু টা একবার দেখে ওকে যেতে দিতে হবে, না হলে এই অবেলায় যাত্রা করলে না জানি কি হয়। যাবে সেই মথুরা। চোখ খুলতেই দেখল কই সে? কিচ্ছু নেই। বিশাল গাছ টা জড়িয়ে ধরে বসে আছে ললিতা। ঠিক কানাই এর মতনই গাছ টা ডালপালা ছড়িয়ে যেন জড়িয়ে আছে ললিতা কে। চমকে দাঁড়িয়ে পাগলের মতন খুঁজতে লাগল ললিতা কানাই কে। উফফ কোথায় গেলো ছেলেটা। একবার শেষ বারের মতন দেখতেও দিল না ! তাকিয়ে দেখল চারদিকে, কানাই থাকার সময়ে যে পরিপাটি ভাব ছিল, কয়েক লহমাতেই ভোল পালটে গেছে। যেন মনে হচ্ছে বেশ কয়েক যুগ এই বাগানের কোন দেখভাল হয় নি। বুক টা কেঁদে উঠল ললিতার। মনে হলো সর্বস্ব হারিয়ে গেল তার জীবন থেকে । মনে হল জীবনে এর থেকে ফাঁকা আর কখনো সে অনুভব করে নি । চিৎকার করে উঠল
-     যাস না কানু। যাস না। তোকে ছাড়া কি ভাবে বাঁচব আমি। কানু উ উ উ উ উ উ উ উ উ!  
 
-     লালি এই লালি, কাঁদছিস কেন। এই লালি।
 



জানিনা এই গল্প কত খানি ভাল লাগবে আপনাদের। তবে হ্যাঁ এতেও কোন কাম জাতীয় ব্যাপার নেই। শুরু হবে ৮ ই জুন। 

সবে পড়তে শুরু করলাম ...... শুরুতেই গা ছমছম করা করা কথা বার্তা ! তবে লালি আর হীরার কাহিনি যে গল্পে একটা নতুন মোর নেবে !! আজ রাতে পুরো গল্পটাই পরে ফেলব আশা রাখি ! 
[+] 1 user Likes আমিও_মানুষ's post
Like Reply
দারুন ডিটেল। গল্প ঝরঝর করে এগোচ্ছে।
[+] 1 user Likes dipankarmunshidi's post
Like Reply
(30-06-2022, 11:02 AM)Somnaath Wrote: একেই বোধহয় বলে চুমু আপডেট, দিদি tussi great ho

হাহাহাহাহা। নতুন বিশেষণ "চুমু আপডেট"।  Heart
Like Reply
(30-06-2022, 08:47 PM)আমিও_মানুষ Wrote: সবে পড়তে শুরু করলাম ...... শুরুতেই গা ছমছম করা করা কথা বার্তা ! তবে লালি আর হীরার কাহিনি যে গল্পে একটা নতুন মোর নেবে !! আজ রাতে পুরো গল্পটাই পরে ফেলব আশা রাখি ! 

অনেক অনেক ধন্যবাদ!!!! হ্যাঁ মোড়ের পর মোড় আছে। পড়ে ফেলুন।
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)