Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(29-05-2022, 12:35 PM)cuck son Wrote: তনয়া আর রুদ্র এই দুজন এর ব্যাপারটা পড়তে গিয়ে আমার চোখের সামনে একটা সিন ভেসে উঠলো । সেটা হচ্ছে মোরগ মুরগির পেছন পেছন ছুটছে । আর মুরগি ও ছুটছে , মোরগ এর ভাব এমন যে মুরগি কে দৌরে পরাজিত করে নিজে বিজয়ী হবে । কিন্তু মুরগি যে ইচ্ছে করেই ধরা দেবে সেটা মোরগ জানে না ।
তেমনি রুদ্র ভাবছে আজ বাইকে তুল্বো কাল বিছানায় । আর তনয়ার মনে বিছানায় যাওয়ার প্ল্যান আগে থেকেই আছে বলে আমার মনে হচ্ছে ।
এই তাড়না পর্যন্তই পড়া হয়েছে ।
বাকি পর্ব গুলো পড়ে মন্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবেন।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(29-05-2022, 12:36 PM)cuck son Wrote: এটা আপডেট নয় , এটা টিজার
উনি বুঝতে ভুল করেছেন।
ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
প্রচ্ছায়া
পাগলের মত কে যেন কলিং বেলটা চেপেই যাচ্ছে। চুলায় মাছ ভাজা চাপানো তাই রান্নাঘর থেকে বের হতেও পারছে না। রান্নাঘরের দরজায় দাড়িয়ে চিৎকার করে মেয়েকে ডাকে।
-ছোটকি দেখতো কে এসেছে, কলিং বেল টা যেন চেপে ধরে রেখেছে।
-কে আবার আসবে এসময়ে তোমার গুনধর ছেলে ছাড়া (চিৎকার করে বলতে বলতে ঘর থেকে বের হয়ে বাড়ির দরজার দিকে এগিয়ে যায়)
দরজা খুলতেই রুদ্র বাসায় ঢুকেই বসার ঘরের সোফায় গা এলিয়ে দেয়। ওর সামনের টি টেবিলে বসে ওর ছোট বোন। ওর মুখের দিকে তাকিয়ে কি যেন দেখছে৷ ছুটকি কিসের জন্য বসে আছে সেটা রুদ্রের ভালো করেই জানা। পকেটে হাত দিয়ে ক্যাডবেরি টা বের করে বোনের দিকে হাত বাড়ায়।
হাত থেকে বাজ পাখির মত ছো মেরে ক্যাডবেরি টা নিজের মুঠিতে পুড়ে নেয়।
-কিরে দাদা তর গালে ওটা কি লেগে আছে রে?
-(হাত দিয়ে গাল মুছতে মুছতে) কি লেগে থাকবে কিছু না?
-(নিজের হাত টা বাড়িয়ে রুদ্রের মাথাটা একপাশে ঘুরিয়ে দিয়ে) আমার কাছে লুকাতে যাস না, আমার চোখ শকুনের চোখ সব কিছু ধরা পড়ে যায়। তোর গালে তো মনে হয় লিপস্টিক লেগে আছে। কিরে দাদা কোথায় গিয়েছিলি গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে? তাই এত দেরি হলো ফিরতে?
-(বেনি করা চুলের বিনুনি টা ধরে টান দিয়ে) তোকে এত পাকামি করতে হবে না বুঝলি। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে গিয়েছি তাতে তোর কি সমস্যা? তুই বুঝি যাস না?
-একদম বাজে কথা বলবি না? আমি কি তোর মত নাকি? আর যদি থাকতো তবে আমার আগে তো তুই জেনে যেতি। তুই যে আমার উপর গোয়েন্দাগিরি করিস সেটা বুঝি না নাকি। যেখানেই যাই পিছনেই তোর বাইক থাকে। যা সত্যি সেটা আমাকে বল, মা কে বলে আমি সেটিং করে দেব(মুচকি হাসির ধারা)
-তবেরে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি (দু হাত বাড়িয়ে বোনকে কাতুকুতু দিতে দিতে) মা ছোটকি কিন্তু খুব পাকা হয়েছে ওকে বিয়ে দিয়ে দাও এবার। ওকে বাড়ি থেকে বিদায় করো(উচ্চস্বরে বলতে থাকে)
-এ্যাহ আমার বিয়ে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আগে তোরটা দেই, বৌদি আসুক। আমি আর বৌদি মিলে তোর বারোটা বাজাবো। আমার বিয়ের এখনো অনেক দেরি বুঝলি।(ছোটকির দুই হাতও রুদ্র কে কাতুকুতু দিতে থাকে)
বাথরুম থেকে বের হয়ে ওদের দু ভাই বোনের খুনসুটিতে একবার চোখ বুলিয়ে নিজের ঘরের দিকে হাটতে থাকে ওদের বাবা আর গড় গড় করে বলতে থাকে
-অফিস থেকে এসেই শুরু করে দিয়েছে, কই সারাদিনের ঘামে ভেজা জামাকাপড় চেঞ্জ করবে সেটা পর্যন্ত বদলায় নি। হাত পা ধোয়া তো দূরের কথা। অফিস তো ছুটি হয় সেই পাঁচটায় এতো দেরি কেন বাসায় ফিরতে(শেষের কথা গুলো একটু জোরেই বলে)
-মা ও মা তোমার বর টাকে বলো আমাদের ব্যাপার নাক না গলাতে। শুধু শুধু আমার পেছনে লাগে কেন। বাসায় এসে শান্তি নেই।
ছেলের কথা টা কানে যেতেই গরম খুন্তি হাতে রান্নাঘর থেকে বের হয়ে আসে
-তোকে কতবার এসব বলতে না করেছি না। আজ তোকে খুন্তির গরম ছ্যাঁকা দিতেই হবে দেখছি। বাবার সাথে কেউ এভাবে কথা বলে।
মাকে আসতে দেখেই ওরা দুই ভাই বোন খুনসুটি ছেড়ে একটু দূরে চলে যায়।
-কিরে ছোটকি তোর পড়ালেখা নেই, যা পড়তে বস গিয়ে। আর তুই ঘরে গিয়ে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হ গিয়ে যা। তোরা আমাকে একদন্ড শান্তিতে থাকতে দিবি না দেখছি।
মায়ের বলতে দেরি হয় কিন্তু রুদ্রের উঠে দাড়িয়ে ঘরে চলে যেতে দেরি হয় না। ওর পিছনে ছুটকিও নিজের ঘরের দিকে যেতে থাকে।
নিজের রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে টেবিলের দিকে নজর যায়। এগিয়ে যেতেই চোখে পড়ে কে যেন সাদা কাগজে সুন্দর করে মুড়িয়ে রেখেছে কিছু। টেবিলের সামনে গিয়ে মুড়ানো কাগজ টা হাতে নিতেই দেখে তাতে কতকগুলো ঘাসফুল।
-ছুটকি এই ছুটকি আমার ঘরে কে এসেছিল, এসব আগাছা কে রেখেছে।
নিজের ঘর থেকে দৌড়ে রুদ্রের রুমে আসে।
-আমি আসার পর কেউ তো আসেনি দাদা। মা কে জিজ্ঞেস কর মা জানবে।
-মা ও মাআআ এসব আমার ঘরে গেল কি করে(মোড়ানো কাগজ টা হাতে নিয়ে রান্না ঘরের দিকে যেতে যেতে)
-তোর নামে পার্সেল এসেছিল, আমি কি করে জানবো ভিতরে কি আছে না আছে।
-এসব আগাছা আমার একদম পছন্দ না(বলেই পাশে রাখা ময়লার ঝুড়িতে ফুলসহ কাগজ টা ছুড়ে মারে)
শহরের অলি গলি খুজে বের করা খুব মুশকিল। সেই কখন থেকে জি.কে সেন রোড টা খুজে চলছে কিন্তু পাচ্ছে না। মোড়ের কাছে এসে গাড়ি থেকে নেমে একটা টং দোকানের দিকে এগিয়ে যায়। দোকানে কিছু বয়স্ক লোক বসে চা খাচ্ছে।
-আচ্ছা আঙ্কেল জি.কে সেন রোড ২৬/২ টা কোন দিকে বলতে পারবেন?
-ঐ তো বাদিকের গলিটা ধরে একটু এগোতেই দেখবে বাদিকে রাস্তাটা ঘুরে গেছে ওটাই ২৬/২।
-ধন্যবাদ আঙ্কেল।
গাড়িতে উঠে বসে দেখানো পথে চলতে শুরু করে৷ গলিতে ঢুকে একেক করে বাড়ির নেমপ্লেট গুলোতে চোখ বুলিয়ে যাচ্ছে। দুতলা একটা বাড়ির কাছে এসে গাড়িটা দাড় করায়। মেইন গেটের পাশেই বড় করে লেখা আছে "স্বপ্ন নিবাস c/o- অবিনাশ রায়"। মেইনগেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। একদিকে সুন্দর করে সাজানো ফুল ফলের বাগান, নানা রকমের ফুলে একদম ক্যানভাসের ছবির মত লাগছে। আরেক দিকে কয়েকটা চেয়ার আর একটা টেবিল বসানো পাশেই একটা বড় দোলনা, বৈকালি হাওয়াতে একটু একটু করে দোলছে সেটা। এমনিতেই সন্ধ্যে হয়ে আসছে তার উপর চারপাশ টা কেমন ভূতূড়ে নীরবতায় ডুবে আছে, একদম গা ছমছমে ব্যাপার। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজায় সে। ভিতর থেকে একজন মধ্য বয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছে। দরজার ছিটকিনি খোলার শব্দ,
-কাকে চাই? তোমাকে তো ঠিক চিনলাম না।
-আন্টি কেমন আছো? আমি রাই। চিনতে পারলে?
দুহাতে রাই এর মুখটা আজলা করে ধরে,
-ওমা, কত বড় হয়ে গেছিস। চিনবো কি করে সেই কলেজে থাকতে দেখেছিলাম। আয় মা ভেতরে আয়, এতদিন পড়ে হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো কি করে? আর বাড়িটা চিনলি কি করে?
-সে অনেক কথা, তোমাদের ঠিকানা খুজতে কষ্ট করতে হয়েছে অনেক।
ভিতরে ঢুকে বসার ঘরে এদিক ওদিক দেখতে থাকে রাই। একপাশের কোনে একুরিয়ামে নানা জাতের মাছ বেড়াচ্ছে। পাশেই দেয়াল জুড়ে ফ্যামিলি ছবির ফ্রেম গুলো ছকের মত সাজানো। ছবির গুলোর দিকে এগিয়ে যায়।
-আন্টি এটা তো বাবু তাহলে ঐ মেয়েটা কে?
-ওটা ছোটকি, মানে আমাদের ছোট মেয়ে রিতু। তুই তো ওকে দেখিস নি, তখন তো শহরে চলে গিয়েছিলি তুই।
-আন্টি ওরা কেউ বাড়িতে নেই। আঙ্কেল কেউ দেখছি না।
-নারে। তোর আঙ্কেল এখনি ফিরবে অফিস থেকে। ছুটকি বাবুর তো চলে আসার কথা। তুই বস এখানে আমি আসছি।
কখন থেকে ফোন করছে কিন্তু রিসিভ করছে না। আরেকবার ফোন করে মোবাইলটা কানের কাছে নিয়ে কাঁধে চেপে ধরে চায়ের কাপ হাতে নিয়ে রান্না ঘর থেকে বসার ঘরের দিকে পা বাড়ায়।
-আন্টি এসবের কি দরকার ছিলো৷ তুমি শুধু শুধু এ গরমে রান্না ঘরে গেলে কেন??
-খুব বড় হয়ে গেছিস দেখছি। আমি মনে হয় সারাদিন তোদের মত এসিতে বসে থাকি। নে চায়ে চুমুক দে ঠান্ডা হয়ে যাবে।
-ওর সাথে কথা হলো? কখন আসছে?
-নারে ফোনটা ধরছে নাতো। অফিসের নাম্বারে ফোন করেছিলাম, অফিস থেকে অনেক আগেই বেড়িয়ে গেছে। কোথায় গেলো যে কে জানে। ও কখনো ফোন রিসিভ না করার কথা না, খুব টেনসন হচ্ছে, দাঁড়া আরেকবার ফোন করি।
-(চা শেষ করে) আন্টি আজ তাহলে আমি উঠি, আমার একটু কাজ আছে।
-আরেকটু বস না। কতদিন পড় এলি। এরমাঝে যদি চলে আসে।
-আচ্ছা! ওর জন্য আর আধঘন্টা অপেক্ষা করবো সেই ফাঁকে তোমার সাথে গল্প করি।
-তুই এখন কি করিস? তোর বাবা মা কেমন আছে?
-আমি একটা কোম্পানিতে চাকরি করি। বাবা মা ভালোই আছে। আমার আরেকটা বোন ও আছে। একদিন নিয়ে আসবো নে। আন্টি ও এখনো আসলো না।
-সেটাই তো দেখছিরে, এতো দেরি তো সচারাচর করে না।
-আন্টি আজ তাহলে আসি, আরেকদিন আসবো নে। আর এই প্যাকেট টা রুদ্রের ঘরে রেখে যাচ্ছি, জিজ্ঞেস করলে আমার কথা বলো না।
-আচ্ছা ঠিক আছে।
জ্বর থেকে সেড়ে উঠে আজ চার দিনপর কলেজে যাচ্ছে বাবু। সাইকেল চেপে কলেজের রাস্তা ধরতেই দেখে ওদের বাড়ির দিকেই হেঁটে আসছে জয়। জয় ভেবেছিল আজও কি বাবু কলেজে যাবে কিনা সেটা জানার জন্যই ওদের বাড়ির দিকে আসছিলো। পথিমধ্যে দেখা হয়ে যাওয়ায় ভালই হলো, কাছে আসতেই বাবুর সাইকেল এ করেই দুজনে কলেজের দিকে যেতে থাকে। কলেজে পৌঁছাতেই কানে ঘন্টার আওয়াজ আসে, সাইকেল টা স্ট্যান্ড রেখেই দুজন দৌড়ে ক্লাসের দিকে যেতে থাকে।
সারাটা সময় ক্লাসে বসে থাকলেও বাবুর মনটা পড়ে আছে অন্য জায়গায়। রাই এর সাথে দেখা করাটা জরুরি হয়ে পড়েছে। সেদিন মাথায় কোন ভূত চেপেছিল সেটা এখনো বুঝতে পারছে না, না হলে এমন কাজটা কিভাবে করলো৷ রাই ও এমন ভাবে দাঁত বসালো যে সেটার প্রভাবে একেবারে জ্বরে ভুগতে হয়েছে। পরে অবশ্য মায়ের কাছে জেনেছে পরদিন রাই এসেছিলো বাসায়, ভাগ্যিস মাকে ও বিষয়ে কিচ্ছু বলে নি। টিফিনের ঘন্টা পড়তেই ক্লাস থেকে বেরিয়ে মেয়েদের সেকশানের দিকে যেতে থাকে। জানালার কাছে দাড়িয়ে ভেতরে দবকে নজর দেয়, না কোথাও রাই কে দেখা যাচ্ছে না। ওখান থেকে ক্যান্টিনের দিকে চলে যায় সেখানেও কোথাও রাই কে না পেয়ে আবার নিজের ক্লাসে চলে আসে।
ক্লাসে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে জয় এগিয়ে গিয়ে সামনের বেঞ্চে বসে।
-কিরে কি হয়েছে?? এভাবে চুপচাপ বসে আছিস
একে একে সেদিনের সবকিছু জয় কে বলতে থাকে। সব শুনে জয় বুঝতে পারে বাবুর এখন রাই এর সাথে কথা বলানো দরকার। রাই এর খোজ করতে সে ক্লাস থেকে বের হয়ে যায়। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে ক্লাসের ঘন্টা পড়ে যায়। টিফিনের পরের তিনটে ঘন্টা বাবুর কাছে তিনদিনের মত লাগছে। ক্লাসে একদম মনযোগ দিতে পারছে না, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে কখন ছুটির ঘন্টা পড়বে সেটার অপেক্ষায়। রাই এর কাছে সেদিনের জন্য ক্ষমা চাইতেই হবে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে বাবুর। রাই হয়তো মনে মনে কত খারাপ ভাবছে ওকে, কিন্তু ও কি আসলেই একটা খারাপ? ওতোটা পতন হয়েছে ওর চরিত্রের? হয়তো নইলে এমন একটা ঘটনা কেন ঘটাতে যাবে। যাই হোক দরকার হলে রাই এর পা ধরে ক্ষমা চেয়ে নেবে।
ঘন্টা পড়ার শব্দ আসছে কানে, কলেজ ছুটি হয়ে গেছে একে একে সবাই বের হয়ে যাচ্ছে ক্লাস থেকে। ক্লাস খালি হতেই বাবু জয় কে চেপে ধরে রাই এর খবর জানার জন্য।
-ভাই তাড়াতাড়ি চল, এতক্ষণে ও হয়তো ক্লাস থেকে। ওর সাথে কথা বলা খুব দরকার।
জয় কিছু না বলে ওর জায়গাতেই মাথা নিচু করে বসে আছে। ওকে বসে থাকতে দেখে অবাক হয় বাবু, এগিয়ে গিয়ে হাত ধরে টেনে উঠাতে চেষ্টা করে
-ও কলেজে আসে নি।
-তাহলে চল ওর বাসায় যাই।
-ও বাড়িতেও নেই?
-মানে কি? কলেজে নেই বাড়িতেও নেই? কোথায় যাবে তাহলে। কার কাছ থেকে জানলি।
-ও বান্ধবীর কাছ থেকে। বাবু ও শহরের কলেজে ভর্তি হয়ে ওখানে চলে গেছে।
-হঠাৎ শহরের কলেজে? বছরের এই মাঝ সময়ে, কেন চলে গেল জিজ্ঞেস করলি না? চল ও বাসায় যাই ওখানে তো যোগাযোগের নাম্বার পাওয়া যাবে।
-লাভ নেই ভাই ওদের ফুল ফ্যামিলি শহরে চলে গেছে৷ ওর বান্ধবীর কাছে যোগাযোগ করার জন্য নাম্বার চেয়েছিলাম কিন্তু ওদের কারও কাছেই নেই।
-ও কি তাহলে আমার কারণেই এভাবে হঠাৎ চলে গেল? একবার কথা বলার একটু সুযোগ ও দিলো না।
-তোর কি করার আছে, ভুল তো সবাই করে। তুই তো সেটা শুধরনো জন্য চাইছিলি কিন্তু সেই সুযোগ টাই তো তোকে দিলো না। ভুলে যা এ বিষয়টা, চলে গেছে ভাল হয়েছে এটা মাথা থেকে বাদ দে।
-নারে আমি এটা কখনই ভুলতে পারবো না৷ একটাবার তো আমাকে কিছু বলার চান্স টা দিতে পারতো। এটা সারাজীবন আমার মাথায় গেঁথে থাকবে, চাইলেও মুছতে পারবো না।
ক্লাস থেকে বের হয়ে আর কোন কথা বলে না চুপচাপ সাইকেল নিয়ে বের হয়ে যায়। বাসায় গিয়ে জামাকাপড় বদলে বাসার পেছনে ছোট্ট বাগানটার পাশে গিয়ে বসে থাকে। ওদিকে খাবার বেড়ে ছেলেকে ডাকতে এসে ফাঁকা ঘর দেখে জানালা দিয়ে উকি দিয়ে বাগানে বসে থাকতে দেখে বাবুকে, ওদিকে যেতে থাকে অঞ্জলি দেবী।
-কিরে বাবু খাবি না?
-ভালো লাগছে না মা।
-জ্বর গেলে এমন লাগে মুখ তিতা লাগে, তবুও একটু খেতে হবে তো আয় তাড়াতাড়ি।
-আচ্ছা মা আমি খুব খারাপ ছেলে তাই না।
হঠাৎ ছেলের মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায় অঞ্জলি দেবী। ছুটে এগিয়ে যায় বাবুর দিকে, পাশে বসে মাথায় হাত বুলাতে থাকে
-কি হয়েছে বাবা? কেউ কিছু বলেছে, কে আমার ছেলেকে খারাপ বলেছে আমাকে বল দেখ আমি কি করি।
-না মা কেউ কিছু বলে নি তো। এমনিই বললাম। চলো খেয়ে নেই খিদে পেয়েছে খুব।
-চল তাহলে।
মায়ের পাশে চলতে চলতে বাবু মনে মনে ভাবে খারাপ যখন হয়েই গেছি সেটার শেষটাও দেখবো কখনো।
-ছুটকি এই ছুটকি এদিকে একবার আয় তো।
-কি হলো মা ডাকছো কেন? এখন কোন কাজ দিলে আমি করতে পারবো না আগেই বলে দিলাম।
-এমনিতে মনে হয় তুই কত কাজ করে ফেলিস সারাদিন, ঐ তো মোবাইল নিয়ে বসে থাকা আর বলতে বলতে একটু বই নিয়ে উদ্ধার করিস।
-এই যে আবার ভাষণ শুরু, কেন ডাকলে সেটা তো বলো।
-খাবারের প্লেট টা নিয়ে যা, তোর দাদা কাল রাতেও কিছু খায় নি। এখনো না খেয়ে অফিস চলে যাচ্ছে, তুই নিয়ো গেলে ঠিক খাবে।
-আচ্ছা গিয়ে দেখি, সকাল সকাল আমাকে বকা খাওয়ানোর ধান্ধা করলে।
নাস্তার প্লেট নিয়ে রুদ্রের ঘরের দিকে এগিয়ে যায় রিতু। দরজার সামনে দাড়িয়ে দেখে রুদ্র ততক্ষণে একদম রেডি অফিসে যাবার জন্য। ঘরে ঢুকে দাদার পিছনে গিয়ে দাড়ায় ছুটকি। বিছানা থেকে সাইড ব্যাগটা নিয়ে পিছন ঘুরেতেই ছুটকি কে প্লেট হাতে দাড়িয়ে থাকতে দেখে।
-কিরে তুই এখনো কলেজে যাস নি কেন?
-যাবো এখনই যাবো, তবে
-তবে কি?
-তুই কাল রাতেও খেলি না এখনো না খেয়ে চলে যাচ্ছিস। তুই না খেলে আমারো তো খেতে মন চায় না তাই না খেয়ে কলেজে যাবো আজ।
-আমার না খাওয়ার সাথে তোর কি সম্পর্ক? যা তুই খেয়ে রেডি হয়ে নে, তোকে কলেজে নামিয়ে দিয়ে যাবো।
-না তুই না খেলে আমিও খাবো না।
-জেদ করিস না ছুটকি?
-বা রে তুই জেদ করতে পারলে আমি পারবো না কেন? ভুলে যাবি না আমিও তোর বোন, তুই যদি না খেয়ে থাকতে পারিস তবে আমিও পারবো(কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই পিছন থেকে রুদ্র ওর হাত ধরে টান দেয়)
-বুঝেছি বুঝেছি তুই আমার থেকেও বেশি জেদি। না খেয়ে অসুখ বাঁধাবি পরে সেই আমাকেই বুকনি শুনতে হবে বাবার কাছ থেকে। নে দুজনেই একসাথে খেয়ে নিই, এবার খুশি তো।
খাওয়া শেষে দুজনেই বাইকে করে কলেজের দিকে রওনা দেয়। রিতু কে কলেজের কাছে নামিয়ে দিয়ে অফিসের দিকে চলে যায় রুদ্র। রুদ্র বাইক টা পার্কিং-এ রেখে লিফট ধরে উপরে উঠতে থাকে। নিজের ফ্লোরে আসতেই লিফট থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাওয়ার পথে তনয়ার সাথে দেখা হয়। দুজনেই একবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে যে যার মত চলতে থাকে। আজ তনয়াকে যেন আরও বেশি সুন্দর লাগছে, ওর মুখমন্ডলে গ্লো টা আরও বেশি করে ফুটে উঠেছে। এটাই হয়তো সেক্স গ্লো, অনেকের মতে সেক্সের পর নাকি মেয়েদের গ্লো বেড়ে যায় সেটাই হয়তো তনয়ার ক্ষেত্রেও হয়েছে।
নিজের রুমে ঢুকতে যাবে তখনি পিয়ন এসে বলে যায় বস একবার ওকে দেখা করতে বলেছে। নিজের রুমে ব্যাগটা রেখে বসের রুমের দিকে এগিয়ে যায়। কাঁচের দরজা টা একটু সরিয়ে দেখে ভিতরে ম্যানেজার ম্যাডাম ও বসে আছে।
-মে আই কাম ইন
সামনের দিকে তাকিয়ে বস বলে
-ওই তো রুদ্র এসে গেছে, ভিতরে এস। তোমার জন্য আমি আর রিদ্ধিমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
The following 17 users Like nextpage's post:17 users Like nextpage's post
• Ami Raja, Ari rox, Atonu Barmon, Baban, bad_boy, bosir amin, Bumba_1, ddey333, Jibon Ahmed, kapil1989, MNHabib, paglashuvo26, ppbhattadt, Roy234, Somnaath, sudipto-ray, WrickSarkar2020
Posts: 6,161
Threads: 42
Likes Received: 12,447 in 4,169 posts
Likes Given: 5,340
Joined: Jul 2019
Reputation:
3,799
30-05-2022, 12:08 AM
(This post was last modified: 30-05-2022, 12:10 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
একেতো ফ্ল্যাশবাক.... তার ওপর আবার বর্তমান জীবনেরও দুটো আলাদা স্থানের ঘটতে থাকা পরিস্থিতির উল্লেখ। আগের পর্বের শুরুর কিছু লাইনের অর্থ আজকের পর্বে পরিষ্কার হলো। কে এসেছিলো তাহলে বাড়িতে যখন নায়ক রূদ্র বাবু আমাদের লুডো খেলতে ব্যাস্ত।
এ দারুন গপ্পো। পুরো জমিয়ে তুলেছ লেখক মশাই ❤❤❤
বাবুর শেষ ডায়লগ খারাপ যখন হয়েছি শেষটাও দেখবো....উফফ অনেক কিছু লুকিয়ে ওতে। ছেলে সেদিন বড়ো হয়ে গেছিলো প্রকৃতপক্ষে।
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 12:08 AM)Baban Wrote: একেতো ফ্ল্যাশবাক.... তার ওপর আবার বর্তমান জীবনেরও দুটো আলাদা স্থানের ঘটতে থাকা পরিস্থিতির উল্লেখ। আগের পর্বের শুরুর কিছু লাইনের অর্থ আজকের পর্বে পরিষ্কার হলো। কে এসেছিলো তাহলে বাড়িতে যখন নায়ক রূদ্র বাবু আমাদের লুডো খেলতে ব্যাস্ত।
এ দারুন গপ্পো। পুরো জমিয়ে তুলেছ লেখক মশাই ❤❤❤
বাবুর শেষ ডায়লগ খারাপ যখন হয়েছি শেষটাও দেখবো....উফফ অনেক কিছু লুকিয়ে ওতে। ছেলে সেদিন বড়ো হয়ে গেছিলো প্রকৃতপক্ষে।
সে ফিরে এসেছে।
এবার দেখি লাগাম ছাড়া রুদ্র কে বশে আনতে পারে কিনা।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,275
Threads: 3
Likes Received: 1,461 in 966 posts
Likes Given: 3,902
Joined: Apr 2022
Reputation:
153
Ak kothai darun hoche a vabei ageia jao sathe achi
Posts: 294
Threads: 0
Likes Received: 217 in 189 posts
Likes Given: 401
Joined: May 2022
Reputation:
11
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,376 in 2,851 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,229
বর্তমানের দুটি অধ্যায় আর তার সঙ্গে অতীতের কথা তো আছেই। এই পর্বের প্রতিটা লাইন খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় কথা এক মুহূর্তের জন্যেও একঘেঁয়েমি লাগে নি। আশা রাখি বেলাগাম রুদ্রকে বাঁধতে সক্ষম হবে আমাদের রাই। keep going bro
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 12:34 AM)Boti babu Wrote: Ak kothai darun hoche a vabei ageia jao sathe achi
পাশে থেকে এভাবে উৎসাহ দিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 05:02 AM)Jibon Ahmed Wrote: অসাধারণ দাদা
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 09:01 AM)Bumba_1 Wrote: বর্তমানের দুটি অধ্যায় আর তার সঙ্গে অতীতের কথা তো আছেই। এই পর্বের প্রতিটা লাইন খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় কথা এক মুহূর্তের জন্যেও একঘেঁয়েমি লাগে নি। আশা রাখি বেলাগাম রুদ্রকে বাঁধতে সক্ষম হবে আমাদের রাই। keep going bro
বেশ মুশকিলের ব্যাপার
দেখি কি হয়।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,409
Threads: 2
Likes Received: 1,435 in 991 posts
Likes Given: 1,761
Joined: Mar 2022
Reputation:
82
মেয়েরা রুদ্রর মত rough & tough ছেলেদেরই পছন্দ করে। কিন্তু শরীরসর্বস্ব রুদ্রর মন কে জিততে পারে সেটাই দেখার। সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্ব।
Posts: 569
Threads: 1
Likes Received: 652 in 394 posts
Likes Given: 1,743
Joined: Sep 2019
Reputation:
36
30-05-2022, 01:57 PM
(This post was last modified: 30-05-2022, 02:01 PM by sudipto-ray. Edited 1 time in total. Edited 1 time in total.)
বেশ ভালো আপডেট। তবে রিদ্ধিমা চৌধুরী নামটা মনে রাখতে হবে। কারণ ওই তো.......।থাক আর বেশি কিছু বললাম না।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
Posts: 291
Threads: 0
Likes Received: 200 in 177 posts
Likes Given: 164
Joined: Dec 2021
Reputation:
0
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 12:18 PM)Somnaath Wrote: মেয়েরা রুদ্রর মত rough & tough ছেলেদেরই পছন্দ করে। কিন্তু শরীরসর্বস্ব রুদ্রর মন কে জিততে পারে সেটাই দেখার। সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্ব।
সত্যিই মেয়েরা কি চায় সেটা বুঝা মুশকিল
শরীরও মাঝে মাঝে মনের দিকে ছুটে। এবার রুদ্রের কবে মন ছুটে সেটাই দেখার বিষয়।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 01:57 PM)sudipto-ray Wrote: বেশ ভালো আপডেট। তবে রিদ্ধিমা চৌধুরী নামটা মনে রাখতে হবে। কারণ ওই তো.......।থাক আর বেশি কিছু বললাম না।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
ধন্যবাদ এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য।
কে কখন দর্শক থেকে খেলোয়াড় হয়ে যাবে সেটা বুঝা খুবই মুশকিল।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 05:47 PM)Arpon Saha Wrote: হারিয়ে যেওনা কখনো।
এইভাবে পাশে থেকে অনুপ্রাণিত করলে অনেক লেখার ইচ্ছে আছে।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,402
Threads: 12
Likes Received: 2,482 in 829 posts
Likes Given: 1,054
Joined: Nov 2019
Reputation:
387
(29-05-2022, 10:50 PM)nextpage Wrote: বাকি পর্ব গুলো পড়ে মন্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। 
সে তো অবশ্যই পড়বো এবং বলবো , সত্যি বলতে আপনার লেখার স্টাইল আমাকে বেশ আগ্রহী করে তুলেছে । একটা এর পর কি হবে পরিস্থিতি আপনি ভালো তৈরি করতে পারেন ।
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
(30-05-2022, 08:34 PM)cuck son Wrote: সে তো অবশ্যই পড়বো এবং বলবো , সত্যি বলতে আপনার লেখার স্টাইল আমাকে বেশ আগ্রহী করে তুলেছে । একটা এর পর কি হবে পরিস্থিতি আপনি ভালো তৈরি করতে পারেন ।
ধন্যবাদ
নতুন পর্বও এসে গেছে।
সত্যি বলতে কোন গল্প লেখার আগে আমাকে একটু ভ্রমণে বের হতেই হয়৷ গল্পের প্লট মাথায় রেখে আমি চরিত্র গুলো মানুষের ভীড়ে খুঁজে বেড়াই। গল্প অলীক হয় তবে আমি সেটার সাথে বাস্তবতার রঙ মেশাই।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
•
Posts: 1,474
Threads: 7
Likes Received: 2,550 in 929 posts
Likes Given: 2,453
Joined: Mar 2022
Reputation:
522
নতুন পর্ব লেখার কাজ শুরু হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি চলে আসবে।
আগের পর্ব কারও পড়া না হয়ে থাকলে পড়ে ফেলুন। তাছাড়া আমার প্রথম গল্প মায়া পড়ে নিতে পারেন।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
|