07-05-2022, 04:19 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
|
07-05-2022, 08:02 PM
এটা কি ঠিক হচ্ছে মশাই ....
বারবার সুচি-আকাশের কথা মনে করিয়ে দিচ্ছেন কেন ❤️❤️❤️
07-05-2022, 09:01 PM
এমন মধুর স্মৃতিচারন বারবার ফিরে আসুক সবার জীবনে।
কটা লাইন মাত্র কিন্তু গভীরতা সাগর সমান। ভাই বোনের খুনসুটি, দুই বন্ধুর ছোট্ট মূহুর্ত সাথে স্বামী-স্ত্রীর আরাপচারিতা কত কিছু পেয়ে গেলাম। দাদা হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
07-05-2022, 09:06 PM
07-05-2022, 09:11 PM
(This post was last modified: 07-05-2022, 09:14 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-05-2022, 09:01 PM)nextpage Wrote: এমন মধুর স্মৃতিচারন বারবার ফিরে আসুক সবার জীবনে। তোমায় আমার এই থ্রেডে পেয়ে খুবই ভালো লাগলো। আমার তোমাতে আমাতে আর বন্ধু, আর দূরত্ব পড়ার জন্য ধন্যবাদ। এছাড়া নস্ট সুখ তো পড়ছোই। কিন্তু এই থ্রেডের বাকি গল্প গুলোতে তোমার মতো লেখকের মতামত পেলে খুবই ভালো লাগবে। স্মৃতি তো অণু গল্প ছিল। এখানে ১ পর্বের কয়েকটি মাঝারি আকারের গপ্প আছে । সেগুলো সব না পড়লেও কয়েকটা পড়ো। যেমন ধরো - অচেনা অতিথি, ভূমি, তুমি আছো এতো কাছে তাই, ও খোকন, আমার একলা আকাশ। একেবারে ভিন্ন সব লেখা। সময় করে পড়ো। সূচিপত্রে পৃষ্ঠা নাম্বার পেয়ে যাবে। ♥️
08-05-2022, 12:59 AM
08-05-2022, 12:05 PM
হাসি কান্না - বাবান
কিনবেনা কিনবেনা বলে আমায় এক প্রস্থ শাসিয়ে শেষে নিজেই কিনা কিনে আনলে এই খেলনা? এটা কি হলো শুনি? এক বাবার প্রশ্নে এক মা মুচকি হেসে চেয়ারে বসে একটা দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো - কি করবো বলো? উনি যে কান্নার চোটে বন্যা এনে ফেলছিলো। মাটিতে গড়াগড়ি দেওয়া বাকি ছিল শুধু। আমি আর...... বাবা - সহ্য করতে পারলেনা তাইতো? আর সেদিন আমি কিনে দেবো বলতেই আমায় দিলে বকুনি। বাহ্ বাহ্ মা তখনো তাকিয়ে একটা নির্দিষ্ট দিকে। কি যেন দেখছে সেই মহিলা। তার মাথায় ঘাম চিকচিক করলেও ঠোঁটে এক মিষ্টি হাসি। মায়া ভরা দুই আঁখি। ওই দিকেই দেখতে দেখতে সে বললো - সেদিন তোমায় বকেছিল তোমার এই বৌ। যাতে ফালতু আজেবাজে খরচ না করে ফেলো তুমি। যা লোক তুমি বাব্বা! কিন্তু আজ..... আজ সেই বৌ হেরে গেলো এক মায়ের কাছে। সেদিনের একটা কথার দাম রাখতে পারলাম না নিজেই। কি করবো বলো? আমি পারলাম না ওর ওই কান্না সহ্য করতে। আমি..... আমি পারলাম না। স্বামী এগিয়ে এসে হাত রাখলেন স্ত্রীয়ের কাঁধে। তার ঠোঁটেও মুচকি হাসি। শুধু বললেন - বেশ করেছো পারোনি, কোনো মা-ই পারেনা। আমার মাও পারতোনা আমার কান্না শুনতে। যতই বকুক শেষে জড়িয়ে আদর না করে দিলে কিছু খেতেই পারতোনা সেই বুড়ি। স্বামীর কথা শুনে একবার দেয়ালে টাঙানো একজনের ছবিটা দেখে নিয়ে মেঝেতে বসে থাকা ছেলের দিকে চোখ রাঙিয়ে বললো - এই শেষবার কিন্তু, আর যদি কোনোদিন দেখেছি এমন নাটক করতে রাস্তায়। দেখিস... দেখিস কি করি আমি! মায়ের বকুনি খেয়েও খিলখিল করে হেসে ফেললো ছোট্ট ছেলেটা তারপরে আবার খেলনা প্লেনটা হাতে নিয়ে চারিদিকে ঘোরাতে লাগলো। ততক্ষনে মায়ের রাগের নাটক হাসিতে পাল্টে গেছে। ♥️♥️♥️ বাবান
08-05-2022, 12:08 PM
কে বলেছে ভগবান শুধু স্বর্গে থাকেন? একবার নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, ঠিক ভগবানের দেখা পাবে।
লেখাটা পড়ে এর বেশি আর কিছু বলতে পারলাম না।
08-05-2022, 06:47 PM
(08-05-2022, 12:08 PM)Bumba_1 Wrote: কে বলেছে ভগবান শুধু স্বর্গে থাকেন? একবার নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, ঠিক ভগবানের দেখা পাবে। একদমই মূল্যবান একটি মতামত ♥️ অনেক ধন্যবাদ ❤ (08-05-2022, 01:57 PM)Sanjay Sen Wrote: আজকের দিনে এইরকম একটা উপযুক্ত গল্প পেয়ে মন ভরে গেল অনেক ধন্যবাদ দাদা ♥️
08-05-2022, 07:26 PM
ছোটবেলায় টিভিতে হলিউডের একটি ছবি Airport 1975 https://www.youtube.com/watch?v=HldvFWIekh8 দেখে খুব শখ জেগেছিলো একটা খেলনা প্লেনের জন্যে, পরে বাবা কিনে দেয় আমাকে একটা বোয়িং ৭৪৭ খেলনা প্লেন। মনে পরে গেলো কত কথাই।
08-05-2022, 07:33 PM
এজন্যই মায়ের স্থান স্বর্গেরও উপরে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
09-05-2022, 12:38 PM
(This post was last modified: 10-05-2022, 01:09 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-05-2022, 07:26 PM)a-man Wrote: ছোটবেলায় টিভিতে হলিউডের একটি ছবি Airport 1975 https://www.youtube.com/watch?v=HldvFWIekh8 দেখে খুব শখ জেগেছিলো একটা খেলনা প্লেনের জন্যে, পরে বাবা কিনে দেয় আমাকে একটা বোয়িং ৭৪৭ খেলনা প্লেন। মনে পরে গেলো কত কথাই। অনেক ধন্যবাদ ♥️ আমার এই অণু গল্প যে আপনার ছোটবেলা মনে করিয়ে দিলো, জেনে ভালো লাগলো। (08-05-2022, 07:33 PM)nextpage Wrote: এজন্যই মায়ের স্থান স্বর্গেরও উপরে। সেই যে সৃষ্টি ❤
04-06-2022, 12:38 PM
একলা পথিক শুরু পথ চলা
ভিড়ের মাঝে আপনভোলা কারো হাসি মুখ কারো কৌতূহল কারো রাগী চোখ, কারো ছলছল কারো হাতে লাঠি, কারো হাতে কলম কারো গায়ে ক্ষত, কারো হাতে মলম কেউ বা আঙ্গুল উঁচিয়ে চেঁচায় কেউ বা শান্তিতে ঘুমিয়ে কাটায় পথিক পথের এতো রূপ দেখে ফাঁকা খাতা কিনে কলমে লেখে নানান সব আজগুবি যত কিছু স্পষ্ট, কিছু ঝাপসা মতো কিছু সত্যি, কিছু মিথ্যা কিছু না বলা, কিছু জানা কথা কিছু আবার গরু হয়ে গাছে চড়ে কিছু আবার মগজে গিয়ে শুধুই নড়ে লিখে যায় পথিক, লিখতেই থাকে নানান সব মানুষ ভিড় করে...... দেখতেই থাকে পাগলের পাগলামি আপনাদের ভালোবাসার আর বিশ্বাসে ফল এটি। সেই যাত্রা শুরু থেকে আজও যা থামেনি। কিছু পথিক নতুন এসেছে, কেউ সেই পুরাতনই সাথে আছে কিন্তু ভালোবাসা আর বিশ্বাস একই রয়ে গেছে ♥️ ধন্যবাদ
11-08-2022, 04:36 PM
দস্যি - বাবান
ছিলি তুই যে এত্তোটুকু
পুতুল যেন একটা মোটু
পারতিস না বলতে কথা
মোটকু শরীরে মোটা মাথা
এদিক ওদিক তাকিয়ে দেখা
আমাকে দেখে নকল শেখা
চোখ পিটপিট আর ঠোঁটের হাসি
যেন নীল বালক যার হাতে বাঁশি
ভুলভাল কিযে তুই বলতিস
ঘুম থেকে উঠে চোখ ডলতিস
যেই তোকে আমি কোলেতে নিতাম
তোর মায়ের বকুনি খেতাম
অবশ্য সে যে মা আমারই
তুই এসে ব্যাটা ভাগ বসালি
রাগ হতো খুব তোর ওপর
খেতিস যখন মায়ের আদর
আমি ছিলাম মায়ের মামনি
মিষ্টি দুস্টু মেয়ে সোহিনী
কিন্তু ব্যাটা তুই আসার পরেই
বড়ো হয়ে গেলাম হটাৎ করেই
পাল্টে গেলো মায়ের আদর
সব তোর জন্য উল্লুক বাঁদর
আর বসিনা মায়ের কোলে
ভুল করলেই কান দিতো মুলে
তুই হাসতিস খিলখিলিয়ে
ইচ্ছে করতো দি পিটিয়ে
মায়ের ওই চোখ রাঙানি
তাই কিছু করতে পারিনি
দুস্টু ছিলি তুই শয়তান ব্যাটা
আমার থেকে ছিলি যে নাটা
সেই যেবারে পা ভাঙলি
মামা করে কত কাঁদলি
বাবার চিন্তা মায়ের সোহাগ
সেটাই ছিল ব্যাথার খোরাক
কিন্তু তুই জানিসও নি
সেদিন শুধুই ওরা কাঁদেনি
এই দিদিরও ছিল চোখে জল
লাল চোখ করেছিল ছলছল
সব লুকিয়ে এসেছিলাম
তোর পাশেতে বসেছিলাম
ব্যাথায় আমার হাতটা ধরে
বলেছিলি দিদি গেলাম মরে
মুখ চেপে তোর দিয়েছিলাম
ভয় কি সেদিন বুঝেছিলাম
ঠাকুর ঘরে আমি লুকিয়ে
উঠেছিলাম আমি কোকিয়ে
ওগো ঠাকুর আমার একটা বায়না
ভাইকে ঠিক করে দাও আর কিছু চাইনা
শুনে ছিল ঠাকুর আমার কথা
কমে গেছিলো তোর যে ব্যাথা
আমার ভাইটা আবার উঠে
ফিরে গেছিলো মায়ের বুকে
তাতেই আমি সুখী ছিলাম
যদিও রেগেই তাকিয়েছিলাম
হতচ্ছাড়া মোটকু বাঁদর
ঠান্ডায় যে জড়িয়ে চাদর
আমার মুখে ভুতের গল্প
শুনে কাঁপতিস ভয় অল্প
রাতে আমায় শুতি জড়িয়ে
বুকটা যেত খুশিতে ভোরে
ঘুম পাড়িয়ে দিতাম তোকে
ভীতু বাচ্চা বলে হালকা বোকে
আজ কত্ত বড়ো আমার সে ভাই
নেই মোটকু, লম্বু তাগড়াই
দাঁড়িয়ে আজ নিজের দুই পায়ে
এগিয়েছে নিজের যোগ্যতায়
আজও নিজের হাত যে বাড়ায়
দিদির কোলে মুখ লোকায়
ভাইতো নয় যেন আমার ছেলে
এইভাবেই যেন এগিয়ে চলে
গেছে সে যে দূরের দেশে
কাজের সূত্রে উড়ে ভেসে
আজকে সে যে দেশে ফিরবে
এসেই আমায় জড়িয়ে ধরবে
সেই যে যেমন ছোটবেলায়
দিদির পিঠে ভাইটা লাফায়
হতচ্ছাড়া জ্বালিয়েছে কম?
সামলাতে অনেক বেরিয়েছে দম
মনে পড়লেই ভোরে ওঠে আঁখি
ফিরবে ভাই, আজ যে রাখি
#বাবান
11-08-2022, 05:31 PM
অনেকদিন পর এই থ্রেডে এলাম। এসেই চমকে গেছি। এর মধ্যে কত কিছু লিখে ফেলেছেন বাবান দা। ও খোকন টা তো সাংঘাতিক লাগলো। এক মায়ের মাতৃত্ব কি সেটা বোঝালো এই গল্প। শেষের চমক টা সত্যিই বেদনাময়। আর বাকি অনু গল্প ও ছড়া গুলোও দারুণ।
এমন একটা থ্রেড আরকিনা মাত্র তিনটে ষ্টার? আমি শেষবার ৪টে দেখেছিলাম। এটা খুবই দুঃখজনক। আগে দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি দিতে পারলাম না। লাইক রেপু দিলাম। |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 21 Guest(s)