31-03-2022, 02:27 PM
আপডেট চাই,
আপডেট নাই ।
কাল পয়লা এপ্রিল ।
আপডেট নাই ।
কাল পয়লা এপ্রিল ।
Romance ছাইচাপা আগুন ।।কামদেব
|
31-03-2022, 02:27 PM
আপডেট চাই,
আপডেট নাই । কাল পয়লা এপ্রিল ।
31-03-2022, 03:42 PM
(This post was last modified: 31-03-2022, 03:44 PM by Crushed_Burned. Edited 1 time in total. Edited 1 time in total.)
নতুন আপডেটের জন্য অপেক্ষায় আছি দাদা
31-03-2022, 09:05 PM
নতুন করে বিয়ে হলো, বাসর রাত জাগা হলো সবই ঠিক আছে, তবে এখন ফুলসজ্জার নামে এপ্রিল ফুল করবেন না দাদা।
মনসিজ বেটা শোকে মরেই যাবে। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
31-03-2022, 10:07 PM
(This post was last modified: 09-04-2022, 07:26 PM by kumdev. Edited 1 time in total. Edited 1 time in total.)
।।১১৫।।
এলিনা বৌদি ব্যাপারটা বুঝিয়ে বলছেন।একদিকে বর পক্ষ অন্যদিকে কন্যা পক্ষ। পুরো গান গাইবার দরকার নেই।একপক্ষ গান যে অক্ষরে শেষ করবে অন্য পক্ষকে সেই অক্ষর দিয়ে শুরু করতে হবে।আরেকটা কথা,একজন পর পর দুবার গাইতে পারবে না,অন্যদেরও সুযোগ দিতে হবে।ধরুন দীক্ষা গাইলেন পরেরবার দীক্ষা গাইতে পারবেণ না দেবযানী বা অন্য কেউ গাইবে।তার পরেরবার দীক্ষা গাইতে পারে। যাতে প্রতিযোগিতা দুই জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।মনে হয় সবাইকে বোঝাতে পেরেছি? --দিদি গান যদি য়-তে শেষ হয়? --তাহলে অ-দিয়ে গাইতে পারবে।কিম্বা ণ-তে শেষ হলে ন-দিয়েও শুরু করতে পারবে।যদি ড় কিম্বা ঢ়-তে শেষ হয় তাহলে ড়-র জায়গায় ড আর ঢ়-র জায়গায় ঢ দিয়ে শুরু করা যেতে পারে।কেননা ড় ঢ় দিয়ে শুরু বাংলায় কোনো শব্দ নেই। এবার আমার একটা সাজেশন বলতে পারো।সকলের মত জানতে চাই।আধুনিক রবীন্দ্র সঙ্গীত দ্বিজেন্দ্রগীতি নজ্রুল গীতি লোকগীতি সব চলবে কিন্তু হিন্দি গান কেউ গাইবো না।কি রাজী? কিছুক্ষন ফিসফাস কথা চলতে থাকে তারপর সবাই বলল,ঠিক আছে বাংলা ছাড়া অন্য গান চলবে না। শিউলী জিজ্ঞেস করল,বৌদি মেয়েরা ছেলেদের গান গাইতে পারবে তো? --হ্যা হ্যা কেন পারবে না। তুমি ইচ্ছে করলে হেমন্ত মানব শ্যামল মিত্রের গানও গাইতে পারবে বাংলা হলেই হল। --বৌদি ধরুণ বসন্ত দিয়ে শেষ হল তাহলে?নির্মল জিজ্ঞেস করে। --ব-স-ন-ত তাহলে শেষে কি আছে ত।ত-দিয়ে গাইতে হবে।ইজ ইট ক্লিয়ার? বরযাত্রীরা ডানদিকে আর বা-দিকে রমিতা বৌদি, মন্দা ছাড়া সবাই পাড়ার মেয়ে।প্রজ্ঞা লক্ষ্য করে এলিনাকে,মহিলা সুন্দর বোঝাতে পারেন।কলেজ টিচার নয়তো? মস্তান চুপচাপ লক্ষ্য করছে।প্রজ্ঞা জিজ্ঞেস করে,তোর এলিনাবৌদি কি করে? --একটা আইটি কোম্পানীতে ম্যানেজার,খুব জলি। জলি সেতো বুঝতেই পারছি।প্রজ্ঞা লক্ষ্য করে বাচ্চাটা একজন মহিলার কোলে ঘুমিয়ে পড়েছে।ঐটুকু বাচ্চা কতক্ষন জেগে থাকবে। -- বাচ্চাটা ঘুমোচ্ছে ঐ মহিলা কে? --বৌদির ওখানে কাজ করে,ওর নাম সাহানা। --আর কোনো বৌদির সঙ্গে আলাপ ণেই? --একথার মানে? --রেগে যাচ্ছিস কেন?বাদ দে বৌদির কথা।এদের মধ্যে মীনাক্ষী ণেই? নামটাও মনে আছে মনসিজ হেসে বলল,ওর বিয়ে হয়ে গেছে বিদেশে থাকে।ঐযে কোনার দিকে বসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে ওর নাম দিলীপ।দিলীপের দিদি মীনাক্ষী। --মেয়েটা কে? --রুক্সানা ওর গার্লফ্রেণ্ড। --সবার গার্ল ফ্রেণ্ড আছে?আচ্ছা একটা কথা বলতো যখন তাল্পুকুর ছেড়ে চলে এলি তোর কষ্ট হয়নি? মনসিজ কিছু বলে না। শিউলি গান শুরু করেছে,তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর।... বঙ্কিম পিছণ থেকে শুভকে খোচা দিল।শিউলি "যত ব্যথা দুজনে ভুলবো"-তে শেষ করল। এলিনা বলল,আর একটা কথা এক পক্ষের শেষ হলে আমি দশ পর্যন্ত গুনবো তার মধ্যেই অন্যপক্ষকে শুরু করতে হবে।ঠিক আছে?ব-এক ব-দুই...। দীক্ষা শুরু করে,বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ো না জননী এলিনা বলল,নী-এক নী -দুই নী--। নির্মল শুরু করল,নীল আকাশের নীচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ঐ নীল আকাশ আকাশ আকাশ শুধু নীল ঘণ নীল নীল আকাশ... --ব্যাস শ-এক শ- দেবযানী শুরু করে,শূণ্য এ বুকে পাখী মোর ফিরে আয় ফিরে আয় গানের সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ বদলে যায়। অন্তাক্ষরী চলতে থাকে।প্রজ্ঞা বলল,কি জিজ্ঞেস করলাম বললি না তো? --আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম।তোমাকে দেখতে ভালো লাগতো।তাল্পুকুর ছেড়ে চলে যেতে খুব কষ্ট হয়েছিল কিন্তু কি করব জানো তো বাবা কি রকম রাগী। সিথিতে এলাম ওদের সঙ্গে আলাপ হল, দেখলাম সবার গার্লফ্রেণ্ড আছে।তখন তোমার কথা এক্টূ একটূ মনে হোতো। নির্মলের গার্লফ্রেণ্ড ওকে ছেড়ে চলে গেল শুনেছি আবার যোগাড় হয়েছে আর শঙ্করও দাগা খেয়েছে। --শঙ্কর কোন ছেলেটা? --ওইতো একটু আগে গান গাইছিল। --দাও আমারে দীক্ষা? মনসিজ মুখ টিপে হেসে বলল,ক্যাজুয়ালী দীক্ষা এসে গেছে। ক্যাজুয়ালি কিছু হয়না।ফ্রয়েডের কথা ভুল করে কেউ ভুল বলে না।ভুলের পিছনে কিছু না কিছু কারণ থাকবে।সজ্ঞানে নাহোক অবচেতনে দীক্ষা নামটা ছিল হয়তো।মনোবিজ্ঞানের ছাত্রী মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে থাকে।দীক্ষাকে দেখেছে ছেলেটার সঙ্গে অনেক্ষন কথা বলছিল।ফ্রয়েডের কথা সুখের আকাঙখ্যা সহজাত অথচ যুবতী বউ থাকতে মস্তান কেমন নির্বিকার।শারীরিক কোনো অক্ষমতাও ণেই বরং বেশী মাত্রায় আছে। তার প্রতি বেশী ভরসা হয়তো মামণির সঙ্গে ওর দূরত্ব বাড়িয়ে দিয়েছে মনে হয় আমার মধ্যে সেই অভাবটা পূরণ করতে চায়।সেজন্যই কি ওর মধ্যে দ্বিধার ভাব?তার প্রতি মস্তানের নির্ভরশীলতা প্রজ্ঞার ভাল লাগে কিন্তু নারীর একটা চাহিদা থাকে দয়িতের কাছে সে তো অস্বীকার করা যায় না।শরীরের মধ্যে কেমন একটা করে এখন অস্থির অস্থির বোধ হয় বিয়ের আগে তো এমন হতো না।একটা মেয়ের পক্ষে কতবার বলা যায়।ভাবছে একবার ওকে নিয়ে একটা পরীক্ষা করে দেখবে।মস্তানের দিকে তাকিয়ে দেখল মন দিয়ে অন্তাক্ষরী শুনছে। প্রজ্ঞা হাত তুলে কানের কাছে নাড়তে গয়নার ছমছম শব্দ হতে মনসিজ ফিরে তাকিয়ে বলল,এত গয়না পরেছো গয়না পরতে তোমার ভালো লাগে? --বিয়েতে দিয়েছে পরেছি।অন্য সময় দেখেছিস গয়না পরতে? --বালা জোড়া বেশ ভারী এটা কেউ দিয়েছে? --বৌদি দিয়েছে।তুই তো কিছু দিলি না? --দেব সময় হলেই দেবো। --আর সময় হয়েছে।ভেবেছিলাম চাকরি পেয়ে অন্তত একটা শাড়ী কিনে দিবি। --টাকা তো তোমাকেই পাঠাতাম--। --এবার ঠাষ করে এক চড় লাগাবো।আমি নিজেই তোর টাকা দিয়ে শাড়ী কিনে নেবো। --আচ্ছা যা হয়ে গেছে এখন বলে কি হবে।বাড়ী চলো দেখবে তোমাকে কি দিই। কথাটা মনের মধ্যে বাজে,বাড়ী গিয়ে কি দেবে?মুখে রক্তিম আভা ফোটে।মনসিজ বলল,তোমার বৌদির কাছে ড্রাইভিংটা শিখে নিতে পারতে। --শিখবো চুচুড়া গিয়ে শিখবো।হ্যা মামণিকে তুলে নিয়ে আমরা কালই চুচুড়া চলে যাব।তুই শশীবাবুকে বলে রাখবি। --শশীবাবু অফিস স্টাফ তাকে ব্যক্তিগত কাজে বলা কি ঠিক হবে? প্রজ্ঞা থমকে যায়।বেলিকে চুপ হয়ে যেতে দেখে মনসিজ বলল,অত ভাবছো কেন?আমার উপর এক্টূ ভরসা রাখো। প্রজ্ঞার ভাল লাগে কথাটা মনে মনে ভাবে আমি তো তোমার উপরই ভরসা করতে চাই। এলিনা কনে পক্ষর দিকে হাত প্রসারিত করে বলল,ত-এক ত-দুই দেবযানী দেরী না করেই শুরু করে,তোরা দেখ তোরা চাহিয়া চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া তোরা দেখ দেখ চাহিয়া রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া এলিনা বৌদি হাত তুলে থামতে ইশারা করে বললেন,আ-এক আ-দুই আ-তিন কল্পনা শুরু করে,আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এলিনা বলল,স সঙ্গে সঙ্গে দীক্ষা ধরল,শূণ্য এ বুকে পাখি মোর বর পক্ষ হৈ-হৈ করে উঠল,এটা একবার হয়ে গেছে। এলিনা বলল,অন্য গান গাও। দীক্ষা গান বদলে শুরু করল,সুরের গুরু...। --এটাও হয়ে গেছে। এলিনা বলল,এটা প্রতিযোগিতায় হইনি,আপন গান। দীক্ষা শুরু থেকে শুরু করল,সুরের গুরু দাও গো সুরের দীক্ষা-- মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। এলিনা বলল,ক্ষ-এক ক্ষ-দুই শ্রাবন্তী শুরু করল ক্ষণিকের অতিথি এলে প্রভাতে... কনে পক্ষ আপত্তি করল,হে ক্ষণিকের অতিথি। শ্রাবন্তী লজ্জা পেয়ে থেমে গেল।এলিনা বলতে থাকে,ক্ষ-দুই ক্ষ-তিন সবাই মুখ চাওয়া চাওয়ি করে মনে মনে তন্ন তন্ন করে খোজে ক্ষ দিয়ে শুরু গান।মনসিজ আগ্রহ নিয়ে লক্ষ্য করে কি হয়। এলিনা বলতে থাকে,ক্ষ-সাত ক্ষ-আট ক্ষ-নয় ক্ষ- ক্ষমা করো মোরে সখী..।প্রজ্ঞা চমকে ঘাড় ঘুরিয়ে দেখে মস্তান গাইছে।কনে পক্ষ আপত্তি করে,হবে না হবে না।প্রজ্ঞা হাত তুলে ওদের বিরত করে।মস্তান ভরাট গলায় গেয়ে চলেছে,শুধায়ো না আর মরমে লুকানো থাক মরমের ভার যে গোপণ কথা সখী সতত লুকায়ে রাখি ইষ্টদেব মন্ত্রসম পূজি অনিবার। মনসিজ থেমে গেলে প্রজ্ঞা বলল,থামলে কেন বেশ তো গাইছিলে? মনসিজ লাজুক হাসে।পারুল বলল,প্রজ্ঞা তোর বরের কি গাওয়ার কথা ছিল? দরজার কাছ থেকে একজন জিজ্ঞেস করল,আসতে পারি? রমিতা চোখ চক চক করে উঠল বলল,এসো।আমার স্বামী ডক্টর প্রদোষ চৌধুরী।এফ আর সি এস। প্রদোষ চৌধুরী ভিতরে এসে বলল,একটা ব্যাপার জানতে এসেছি।আপনারা কি লাঞ্চ করে বেরোবেন? সবাই আপত্তি করে অত দেরী করা সম্ভব নয়। --ওকে তাহলে চায়ের ব্যবস্থা করি? এত ব্যস্ত ছিল কেউ খেয়াল করেনি চায়ের কথায় দেখল আবছা আলোয় ভরে গেছে বাইরেটা।প্রদোষ বলল,উপর নীচ মিলিয়ে গোটা চারেক বাথ রুম আছে আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন।কোনো দরকার হলে রমিকে বলবেন।দেখি চায়ের কি হল।
31-03-2022, 10:08 PM
31-03-2022, 11:13 PM
ভালোই চললো অন্তাক্ষরী।
অপেক্ষায় আছি যে এরপর প্রজ্ঞা আর এলিনা বৌদির ভেতরে কেমন একটা সম্পর্ক দাঁড়ায় অথবা আদৌ তেমনটা হয় কিনা দেখার..........
31-03-2022, 11:41 PM
(This post was last modified: 31-03-2022, 11:41 PM by raja05. Edited 1 time in total. Edited 1 time in total.)
Baro mukh kore to bollo j chalo bari present debo......let's see ki diche
01-04-2022, 12:50 AM
এমন সুন্দর বাসর রাতের গল্প শোনে বিয়ে করার ইচ্ছে টা মাথাচাড়া দিচ্ছে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
01-04-2022, 02:43 AM
মনসিজের ভরাট কন্ঠের গান সত্যিই সবার জন্য একটা চমকই বটে!
যা এই আপডেটে অন্য তম সেরা মুহূর্ত।
01-04-2022, 08:47 AM
01-04-2022, 10:00 AM
01-04-2022, 10:31 AM
01-04-2022, 11:11 AM
Mone hocche sese monosij kichu akta ghot pakabe ... Dekhi dada ki kore ses projonto .....
01-04-2022, 02:28 PM
(This post was last modified: 01-04-2022, 02:29 PM by Abid Ahmed. Edited 1 time in total. Edited 1 time in total.)
আজকের পর্বটা পড়ে মনে হলো সা রা গা মা পা রিয়েলিটি শো দেখছি।অন্তাক্ষরীর এতো পুংখানুপুংখ বর্ননা না দিলেও হয়তো হতো।যাই হোক কর্তার ইচ্ছায় কর্ম;লেখক যা ভালো মনে করেছেন তাই করেছেন(যদিও ৩ দিন পর পাওয়া আপডেটে আরও কিছু ঘটনা আশা করেছিলাম)
01-04-2022, 05:13 PM
(This post was last modified: 01-04-2022, 05:15 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
01-04-2022, 07:50 PM
বিয়েতে সবকিছুরই আয়োজন হলো, কিন্তু কারন সুধার দেখা পেলাম না , ওইটা না হলে আসর ঠিক জমে না!!
PROUD TO BE KAAFIR |
« Next Oldest | Next Newest »
|