Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
ওয়েটারটা বগল থেকে মেনু বার কতে যাচ্ছিল, দীপালি একটা আঙ্গুল তুলে থামিয়ে দিল।
- “আমার জন্য জাস্ট আ জিন উইথ লাইম, লার্জ। আর তুমি তো ড্রিঙ্ক করো না, না? ওকে, স্যারের জন্য ক্যাপুচিনো। চলবে তো?”
আমি ওপরে-নীচে ঘাড় নাড়লাম।
- “আর, ব্রেকফাস্টের জন্য আরো কিছু নেবে? এনিথিং?”
আমি ডাইনে-বামে ঘাড় নাড়লাম।
- “ভেরি ওয়েল দেন, দ্যা’ল বি অল!” ওয়েটার রোবটের মত ঘুরে চলে গেল। এদেরকে বোধহয় চাইলে স্যালুটও করবে।
- “কী হল? খাও!”
কাঁটাচামচ দিয়ে টোস্ট নিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। খিদে কবে উবে গেছে ছিপিখোলা হোমিও ওষুধের মত। এই কী আমার শেষ স্বাধীন খাওয়া? আহা, অনু বড় ভাল কিমা-বাঁধাকপি রাঁধে। রাঁধতো। একবার…
দীপালি একটু ঝুঁকে বসল, টেবিলে কনুই পেতে। “খাও, দীপ। তোমার খিদে থাকা উচিৎ - কাল যা ধকল গেছে।” একটু মুচকি হাসল। “বাট অফ কোর্স, আমিও অনেকটা দায়ী ছিলাম। সকালে ওভাবে তোমাকে প্রেস করাটা উচিত হয় নি।”
কী বলছে কি? আমি ওকে কিনা… ওঃ। তার মানে আমার ওষুধের ব্যাপারটা এখনো ও জানে না। ওকে কী বলা উচিৎ হবে? আমি খুঁটে খুঁটে খাওয়া শুরু করলাম।
একদিকে, আমার আত্মরক্ষার্থে বলা উচিৎ। আমি নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আর, ভিকটিম হিসাবে ওরও সম্পূর্ণ অধিকার রয়েছে সবকিছু জানবার। কিন্তু… কিন্তু কি করে বলি? যদি ও কোম্পানিতে জানায় তা হলে সর্বনাশ। আবার আবার ওকে বুঝিয়েসুঝিয়ে চুপ করানোর মত ক্ষমতা আমার নেই। না, ওকে বলা যাবে না। তাতে আমার যা হয় হোক।
কিছুক্ষণ সব চুপচাপ। আমি যথাসম্ভব চেষ্টা করছি চামচের কোন শব্দ না করবার। কাঁধের নীচ থেকে বাকিটা বরফে জমে গেছে।
বাইরে রাস্তা দিয়ে কোন ভারী গাড়ি চলে গেল। আমার পায়ের তলায় ভাইব্রেশনটা টের পেলাম।
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
- “জানোয়ার একটা।”
প্লেট থেকে চোখ তুললাম। দীপালির মুখটা খুব কাছে। বাদামী চোখজোড়া যেন মেঘে ভেসে যাচ্ছে। আমার হঠাত খুব জলতেষ্টা পেতে লাগল। গ্লাস হাতের কাছেই, কিন্তু মাথা ঘোরাতে পারছি না!
- “এখনও ব্যথা আছে, জানো?”
আমি একটা ঢোঁক গিললাম। কষ্ট করে। ওর প্রসাধনহীন মুখ এই মায়াবী আলোয় অপার্থিব দেখাচ্ছে।
করিডরে জুতোর শব্দ। ওয়েটার এসে ঢুকল। দীপালির সামনে স্ট্র-ছাতা শুদ্ধু একটা বড় গেলাস আর আমার সামনে একটা ধোঁয়াওঠা কাপ নামিয়ে, অ্যাবাউট টার্ন মেরে চলে গেল। দীপালি সড়াৎ করে একহাতে দরজাটা টেনে, দিল ঘামতে থাকা গ্লাসে একটা লম্বা চুমুক।
আমি ঠেলে ঠেলে আরো দু’গাল খাবার নামালাম।
- “কিছু বলো?”
বলব? কী বলব?
- “সরি।” গলা দিয়ে ব্যাঙের ডাকের মত একটা আওয়াজ বেরোল।
ওর চোখগুলো সরু হয়ে এল। “সরি? সরি??!” সাপের মত হিসহিস করে উঠল, “আমাকে… আমাকে মেরে, ধরে, আমাকে রেপ করে… তুমি বলছ সরি!!”
আমার বাকি বডিটাও জমে পাথর হয়ে গেল। দীপালির মাথাটা আগের চেয়েও বেশী এগিয়ে এসেছে, কিন্তু চেহারা যেন পাথর কাটা।
- “এখন যদি আমি পুলিশে যাই, তোমার কী হবে জানো? টু হেল উইথ পোলিশ, যদি এখন এখানে বসে একটা চিৎকার করি, তোমার অবস্থা কী হবে ইম্যাজিন করতে পারছ?”
খুব পারছি। আমার এখানে আসাটাই বিরাট ভুল হয়েছে।
- “কেন যাই নি পুলিশে, বলতে পার? কেন তোমার লাইফ হেল করে দিলাম না? কেন, কেন, কেন?!”
সকাল থেকে তো তাই ভাবছি। গলা দিয়ে আবার একটা আওয়াজ বেরোল, কিন্তু কি বললাম নিজেই ঠিক বুঝলাম না।
কিছুক্ষণ আমার চোখে চোখে তাকিয়ে থেকে, ওর একটা দীর্ঘশ্বাস পড়ল। আমার মুছে গেল ওর ফুসফুসের বাতাস। চোখ নামিয়ে নিয়েছে ও।
- “বিকজ… আই… লাইকড ইট…”
হঠাৎ আমার মাথার চুল খামচে ধরে টেনে আনল ও, চুমো খেল আমায়। তীব্র, ক্ষুধার্ত চুম্বন। আগুনের হলকা বয়ে গেল আমার চামড়া বেয়ে।
- “ওহ, আই লাইকড ইট সো মাচ! আই লাভড ইট!”
আবার সেই চুম্বন। আবার। আবার।
মাথাটা ঝিমঝিম করছে। জোর করে ওকে ঠেলে সরিয়ে দিলাম আমি। দীপালি আমার কলার খামচে ধরল।
“এতদিন কোথায় ছিলে তুমি?” ওর ফিসফিস করে বলা কথাগুলো যেন কামে জ্বলে যাচ্ছে, “ওহ, আই অ্যাম সাচ আ পারভার্ট, দীপ! এতোদিনে, সেই কলেজ থেকে শুরু করে এই লম্বা আর সাকসেসফুল ক্যারিয়ারে কম পুরুষমানুষ দেখলাম না, দীপ। আমার এ দেহ… কম লোকে ভোগ করেছে? কিন্তু আমি… আমি ভোগ করলাম কাল প্রথমবার!”
আমকে ছেড়ে দিয়ে দীপালি আবার গ্লাসে চুমুক দিল। স্ট্র-টা দিয়ে তরলটা নাড়ছে।
- “আমি অলওয়েজ পাওয়ার ভালোবেসে এসেছি, জানো। ক্ষমতা পাবার জন্যে, ক্ষমতায় থাকার জন্যে কী না করেছি। কত ওপরওয়ালার… ক্ষুধা পূরণ করতে হয়েছে আমাকে। কিন্তু আমার ক্ষুধা? সাধারণ সেক্সে এত বেশী অভ্যস্ত আমি যে… আমার হাজবেন্ড মোটেও এব্যাপারে দূর্বল নয়, কিন্তু আমি জাস্ট…”
দীপালির গলা গ্লাসের তরলে মিলিয়ে গেল।
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
- “প্লীজ দীপ।” ও আবার চোখ তুলে তাকাল। “আমি কোন ক্ষতি করব না তোমার। জাস্ট কীপ ডুইং হোয়াট ইউ ডিড লাস্ট নাইট। আমি সবসময় অন্যের ওপর ক্ষমতা প্রয়োগ করে এসেছি। কিন্তু নিজে এভাবে ক্ষমতার তলায় চাপা পড়লে কীরকম লাগে আমি… ভাবতেও পারিনি! কাল তুমি যখন আমাকে… মারলে, আমার… আমার… গালের চেয়ে… ভেতরে বেশী রিঅ্যাকশন হল। যখন আমাকে তুমি ওভাবে চেপে ধরে… করছিলে, আমার কিচ্ছু করার ছিল না, কোন আটকাবার উপায় ছিল না, আমি কি ভাবছিলাম জানো তখন? প্লেজার। আর পেইন। মাই পেইন ওয়াজ মাই প্লেজার, দীপ!”
আবার আমার কলার চেপে ধরল দীপালি। “হিট মি, দীপ! হিট মি এগেইন!”
- “প্লীজ, দীপালি!” আর চুপ থাকা গেল না। মেয়েটা উন্মাদ। “স্টপ ইট! মাথা ঠান্ডা করো!”
- “প্লীজ, দীপ! প্লীজ ডু ইট এগেইন!”
আমি জোর করে ওর হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। যথাসম্ভব ঠাণ্ডা গলায় বললাম, “দীপালি। কালকের ঘটনায় তুমি প্রচণ্ড শক পেয়েছ, তোমার মাথা ঠিকঠিক কাজ করছে না। বাড়ি যাও, ঘুমোও, ব্যাথার জন্য ডাক্তার দেখাও। আমিও বাড়ি যাচ্ছি। কালকের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত - কিন্তু ওটাও জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল।” জামা ঠিকটাক করে দরজা খুলে বেরলাম। “আই অ্যাম সরি, দীপালি। কাল আমারও মাথার ঠিক ছিল না। আমি অত্যন্ত গর্হিত, নিকৃষ্ট, অমানবিক, পাশবিক কাজ করেছি - আমাকে জেলে দিলে সেটাই ঠিক কাজ হবে। বাট প্লীজ লেট মি ফিনিশ দ্য রিসার্চ ফার্স্ট - তোমার-আমার দুজনেরই জীবনে ওটাই একমাত্র গুরুত্বপূর্ণ জিনিশ। এসব ব্যাপারে আর ভেবো না। আমি এলাম। বাই।”
দীপালির আশাহত, আগুনঝরা দৃষ্টিতে জ্বলতে জ্বলতে আমি বেরিয়ে এলাম রেস্তোরার বাইরে। বাড়ির দিকে এগোলাম। আর একবার ঘুম দরকার। তার আগে স্নান।
অর্ধেক পথ এসে মনে পড়ল, রেস্তোঁরায় বিল মেটাইনি।
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
৫ - অ্যানালাইসিস
বাড়ি গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। অনু ঘরে ছিল না - আবার ওই ‘বান্ধবী’দের ওখানে গিয়ে থাকবে আর কী। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গেল।
কিছু স্ন্যাকস আর চা নিয়ে ঘরের কমপিউটারে বসলাম। ফর্মুলার ব্যাপারটা ভেবে দেখতে হবে। আমার রিসার্চের সমস্ত ডাটাই আমার ঘরের সিস্টেমে রাখা আছে ব্যাক-আপ হিসেবে। যদিও কাজটা কোম্পানির রেগুলেশন অনুযায়ী বেআইনি, কিন্তু আমি মাঝে মধ্যেই ছুটির দিনে ঘরে বসেই বেশ কিছুটা কাজ আগিয়ে দিয়ে থাকি - যে সমস্ত কাজে ল্যাবের যন্ত্রপাতি লাগে না আর কি।
দুটো উইন্ডো খুলে পাশাপাশি রাখলাম। একটায় ফর্মুলা-৪৮, অন্যটায় ফর্মুলা বি-১১ খুলেছি।
দুটোর মধ্যে কোন সিমিলারিটিই চোখে পড়ছে না। এত ভালোভাবে মিশল কী ভাবে?
অথবা এমনটাও হতে পারে যে, প্রথমে কোন রিয়্যাকশনই হয় নি। পরে যে কৃত্রিম চিনিটা ঢেলেছিলাম, সেটাই কিছু করেছে? তৃতীয় একটা উইন্ডো খুলে তাতে পর পর এন্ট্রি করলাম সুগারফ্রী-র উপাদানগুলো। মোটামুটিভাবে কতখানি ঢেলেছিলাম, তাও দিলাম। তারপর আমার পোষা বায়োকেমিস্ট্রি সফটওয়্যারটাকে নির্দেশ দিলাম, এই তিনটে জিনিসকে স্বাভাবিক তাপমাত্রায় মেশালে কী কী রাসায়নিক বিক্রিয়া সম্ভব।
বেশ একটু সময় লাগবে। যাই আর এককাপ চা করে নিয়ে আসি গিয়ে।
কেটলি বসাতে গিয়ে অসাবধানে একটু ছ্যাঁকা খেলাম। আসলে অন্যমনস্ক ছিলাম; সেদিনকার স্বপ্নটার কথা মনে পড়ে যাচ্ছিল। সুজাতার সম্বন্ধে এমন অদ্ভুত স্বপ্ন! ওকে কখনো খারাপ চোখে দেখিনি; ইদানীং একটু বরং বাৎসল্যস্নেহই তৈরী হয়েছে ওর ওপর। তা সত্ত্বেও আমার অবচেতন মন কেন এমন স্বপ্ন দেখায়? হতে পারে মেয়ের প্রতি টান আর মায়ের প্রতি টানের মধ্যে বেসিক্যালি খুব একটা ফারাক নেই। আমি কি করে জানব। আমার তো মেয়ে নেই। ছেলেও নেই। কোনদিন হবে বলে মনেও হয় না, অনুর সহযোগিতা না থাকলে।
হয়তো অন্য কারোর ঔরসে অনুর সন্তান আমি পালন করতেও পারতাম। সামাজিক লজ্জার মধ্যে না পড়লেই হল। কিন্তু অনু তো সে রাস্তাও রাখেনি।
চা নিয়ে ফিরে এসে দেখি প্রেডিকটিভ অ্যানালিসিসটা হয়ে গেছে। দেখি কী করল?
Posts: 16
Threads: 0
Likes Received: 14 in 7 posts
Likes Given: 550
Joined: Feb 2022
Reputation:
0
দাদা আপনি লেখক হিসেবে ভালো কিন্তু গল্পের যে পরিমানে আপডেট দিচ্ছেন তাতে বিরক্তিকর হয়ে যাচ্ছে। আপনাকে অনুরোধ করছি আপডেট গুলো একটু বড় করে দিন।
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
হুমম। আমার কপালে খাঁজ পড়ল।
ঠিক এরকমটা আশা করিনি। আমার কমপিউটারের বক্তব্য হল এই; সাধারণতঃ ঐ দুটো ফর্মুলা মেশে না ঠিকই। কিন্তু সুগারফ্রী-র একটা উপাদান, ঐ দুটোর মাঝে অনুঘটক হিসেবে কাজ করছে, আর একটা এমন নতুন যৌগ তৈরী করছে যেটা… যেটার নাম আমার কম্পিউটারের ডাটাবেসে নেই। পরে ইন্টারনেটে খুঁজে দেখব অবিশ্যি, কিন্তু… আমার মন বলছে এ জিনিস আজ ইস্তক অজানা। কারণ আমি এ ধরনের পরমাণু-বিন্যাস বাপের জন্মে দেখিনি।
কেন দেখিনি, তার কারণটাও একটু পরেই বুঝতে পারলাম। কম্পিউটারের রিপোর্টের ল্যাজে ছোট করে একটা নোট ফুটে উঠেছে। বলছে, ঐ নতুন যৌগটি রসায়নের স্বাভাবিক ধর্ম অনুযায়ী “আনস্টেবল” - খুব বেশী হলে চার-পাঁচ মিনিট মাত্র ওটা থাকে, আর তার পরেই অন্য তিনটে “স্টেবল” অণুতে ভেঙ্গে যায়। টেনশনের কথা হল, ঐ তিনটে ‘স্বাভাবিক’ রাসায়নিকের মধ্যে দুটি অতি বিষাক্ত - আমার চেনা; মাসতিনেক আগে ফর্মুলা বি-১০ বাতিল করতে হয়েছিল কারণ এগুলো চলে আসছিল এন্ড সলিউশনের মধ্যে।
তাহলে ব্যাপারটা এই দাঁড়াল যে ঐ ‘সেক্স ককটেল’ চার-পাঁচ মিনিটের বেশী ‘জুড়োতে’ দেওয়া যাবে না। দেরী করলেই সে ককটেল রীতিমত বিষ হয়ে উঠবে।
হটাৎ একটা কথা ভেবে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। এ ওষুধ তা হলে কারখানায় তৈরী করা যাবে না। এটা আমার একান্ত নিজস্ব ওষুধ! আর এর সুফল হোক বা কুফল, সবই আমার নিজের ওপর দিয়েই যাবে।
দূর, কীসব উল্টোপাল্টা ভাবছি! আমি আর ঐ ওষুধ খাবোই না তো সুফল-কুফলের কথা উঠছে কোথা থেকে।
অবিশ্যি আমাকে নিজের কাছে স্বীকার করতে হল যে এখনো পর্যন্ত কুফলের চাইতে সুফলই বেশী পেয়েছি। দীপালির ওপর পাশবিক ব্যবহার করেছি বটে, কিন্তু তার আসলে ভালোই লেগেছে (যেটা আমার কাছে একটা রহস্য)। আর আমি… মানে, অন্য লোকটা কেমন এনজয় করেছিল সেই সময়টা? বলছি বটে অন্য লোক, কিন্তু আমার পরিষ্কারভাবে মনে পড়ছে কেমন লেগেছিল। আহহহ…
পাজামার দড়ি খুলে আমার পেনিসটাকে বাইরে নিয়ে এলাম। শক্ত হয়ে গেছে… কিন্তু সেই সাইজ কী হল? ওটাও কী টেম্পোরারি ছিল?
নিশ্চয়ই তাই। আহা রে, কী অসাধারণ আকার নিয়েছিল জিনিসটা। সে জিনিস শুধু পর্নো ছবিতেই দেখা যায়।
আর একবার যদি হত…
কিন্তু আবার যদি নিজেকে হারিয়ে ফেলি? এবার যদি সামনে অন্য কোন মেয়ে থাকে? কোন স্বাভাবিক মেয়ে, দীপালির মত হাফ-ম্যাড স্পেসিমেন নয়? যদি রাস্তাঘাটে বেরিয়ে কিছু করে ফেলে অন্য লোকটা?
না, না, যদি বেশী ডোজ না খাই তা হলে নিশ্চয় নিজের ওপর কন্ট্রোল রাখতে পারব। কিন্তু কম ডোজ খেলে ওষুধটা কাজই করবে না হয়তো।
অল্প একটু নিশ্চয় করবে। কিছু তো পরিবর্তন দেখা যাবে।
বেশী খাব না। অল্প একটু।
আর অল্প চেঞ্জ ভালোভাবে পর্যবেক্ষণ করে, নোটও লিখতে পারব। আফটার অল, আমি বিজ্ঞানী। পর্যবেক্ষণ করাই তো আমার কাজ।
সামান্য চাখব মাত্র।
ধড়ফড় করে উঠে তাড়াতাড়ি ধড়াচূড়া পালটে বেরিয়ে পড়লাম। শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি… কিসের যেন টান। বড় ফাঁকা ফাঁকা, যেন জলতেষ্টা, কিন্তু খিদের মত। না, তাও নয়। যাচ্চলে, আমি কি অ্যাডিকটেড হয়ে পড়লাম না কি? নিকুচি করেছে, আগে আমাকে আর একবার টেস্ট করতেই হবে।
একটুখানি, বেশী না।
Posts: 46
Threads: 0
Likes Received: 61 in 35 posts
Likes Given: 13
Joined: Feb 2019
Reputation:
3
I eagerly wait for your updates. The story is very interesting.
The waiting is the most boring part. But the intensity of the story is intriguing. Please do finish the story. Don't leave it incomplete.
•
Posts: 95
Threads: 0
Likes Received: 76 in 43 posts
Likes Given: 136
Joined: Dec 2020
Reputation:
5
•
Posts: 112
Threads: 0
Likes Received: 50 in 46 posts
Likes Given: 1,147
Joined: Jun 2019
Reputation:
2
•
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
পৌঁছে দেখলাম আমাদের রিসার্চ ফ্লোর পুরো অন্ধকার। কেউ নেই। ওপরের তলায় অফিস গমগম করছে, আর নীচে ল্যাব ছমছম করছে। ভালো, উল্টোপাল্টা কিছু হলে সাক্ষী থাকবে না।
‘উল্টোপাল্টা কিছু’ ভাবতেই তলপেটে কেমন করে উঠল।
আমার সিকিউরিটি কার্ড পাঞ্চ করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সটান ল্যাবের কোনায় গিয়ে যে বীকারে রেডি সল্যুশন রাখা থাকে, সেটায় হামলা! তবে অল্প, অল্প… সাবধান। এবারে মাথা ঠাণ্ডা করে চলতে হবে। দুটো ফর্মুলা মিলিয়ে মাত্র আধ টেস্টটিউব ভরলাম এবার।
ডেন-এ গিয়ে সুগারফ্রী-র একটাই বড়ি ফেললাম টিউবে। বুড়ো আঙ্গুল দিয়ে মুখটা চেপে ধরে বারকতক ঝাঁকাতেই সেই ব্রিলিয়ান্ট কমলা রঙ চলে এল। বাহ!
দেরী না করে আমার ‘সেক্স ককটেল’ ঢেলে দিলাম গলায়। আজ আরো ভালো টেস্ট লাগছে।
তারপর…
চুপচাপ বসে আছি… আছি...। পাঁচ মিনিট গেল। দশ মিনিট।
ডোজটা কী খুব কম হয়ে গেল না কী?
আবার একটু বানাব?
আর অল্প একটু? বেশি না?
সাহস হচ্ছে না। যদি রাস্তায় বাড়াবাড়ি হয়ে যায়, আজ আর জ্যান্ত ফিরতে হবে না।
মিনিট কুড়ি বাদেও যখন কিছুই হল না, মনে মনে নিজেকে নিজে গালাগাল দিতে দিতে উঠে পড়লাম। আজকের টেস্ট ফেলিওর। সে যাকগে, ওটা নতুন কিছু নয় আমার কাছে - ব্যর্থ ফলও একটা ফল বৈকি। যেমন আজকের গবেষণার থেকে এটা জানা গেল যে আমার সেক্স ককটেল অল্পমাত্রায় কাজ করে না - অন্তত ছ’সাত মিলিলিটারের বেশী দরকার। কাল দেখব আবার চেষ্টা করে ঠিক কী ডোজ কাজ করে।
যাই বলি না কেন, নিজের মনের কাছ থেকে লুকোতে পারব কেন। আশাভঙ্গের গোমড়া মুখ নিয়ে উঠে এলাম বাড়ি যাবার পথে।
The following 11 users Like ddey333's post:11 users Like ddey333's post
• anirban080, crappy, Deedandwork, free123skk, Lajuklata, nextpage, pondpaka, sudipto-ray, Swt_ononna, tuhin009, Voboghure
Posts: 548
Threads: 1
Likes Received: 627 in 383 posts
Likes Given: 1,655
Joined: Sep 2019
Reputation:
35
গল্পটা অনেকদিন আগে পড়েছিলাম। খুব সুন্দর একটি গল্প। পাঠকদের সৌভাগ্য, আপনার মাধ্যমে পাঠকরা অনেক পুরাতন গল্পের স্বাদ নতুন করে নিতে পারছে। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
5 Star Rating and Reputation Added.
Posts: 163
Threads: 0
Likes Received: 190 in 128 posts
Likes Given: 10
Joined: Sep 2021
Reputation:
5
শেষ করলাম এ পর্যন্ত ।
দারুণ এগোচ্ছে ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।
•
Posts: 17
Threads: 0
Likes Received: 11 in 6 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
1
গল্পটির আপডেট দেন...আগে অন্য এক বন্ধ ফোরামে পড়েছিলাম, সত্যি বলতে কি অসাধারণ লেখা এবং বুদ্ধিদীপ্ত লেখনী। অনেক ধন্যবাদ আপনাকে এই গল্পটি চালু রাখার জন্য, তবে বাকি অংশটুকু দিয়ে দেন। যদিও এই গল্পটি আসল ফোরামেও শেষ হয় নাই ...যতদূর মনে পড়ে।
•
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
(25-03-2022, 02:48 PM)pondpaka Wrote: গল্পটির আপডেট দেন...আগে অন্য এক বন্ধ ফোরামে পড়েছিলাম, সত্যি বলতে কি অসাধারণ লেখা এবং বুদ্ধিদীপ্ত লেখনী। অনেক ধন্যবাদ আপনাকে এই গল্পটি চালু রাখার জন্য, তবে বাকি অংশটুকু দিয়ে দেন। যদিও এই গল্পটি আসল ফোরামেও শেষ হয় নাই ...যতদূর মনে পড়ে।
শেষ হয়েছিল আগের ফোরামে , আসবে কিছুদিনের মধ্যে ....
•
Posts: 17
Threads: 0
Likes Received: 11 in 6 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
1
(25-03-2022, 06:19 PM)ddey333 Wrote: শেষ হয়েছিল আগের ফোরামে , আসবে কিছুদিনের মধ্যে ....
গল্পটি শেষ করলে ভালো লাগতো...অনেক দিন হয়ে গেলো।
•
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,593 in 27,687 posts
Likes Given: 23,796
Joined: Feb 2019
Reputation:
3,265
(25-04-2022, 11:26 AM)pondpaka Wrote: গল্পটি শেষ করলে ভালো লাগতো...অনেক দিন হয়ে গেলো।
দাদা এগুলো সব ওই লোকডাউনের সময়ে খুঁজে বার করা , সারাদিন কোনো কাজ থাকতো না বসে বসে ঘন্টার পর ঘন্টা এই করতাম শুধু ...
আজকাল জীবন খুব ব্যস্ত হয়ে উঠেছে আবার ... তাই শুধু পুরোনো স্টকগুলোই খালি করে যাচ্ছি ,
জানিনা আমার কবে খোঁজাখুঁজি শুরু করতে পারবো ... প্রচুর সময় লাগে আসলে ...
•
Posts: 17
Threads: 0
Likes Received: 11 in 6 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
1
26-04-2022, 10:31 AM
এই গল্পটি সত্যিই অসাধারন এবং বুদ্ধিদীপ্ত লেখা, অন্যান্য erotic গল্পের চেয়ে একদম আলাদা... অনেক ধন্যবাদ আপনাকে সাড়া দেওয়ার জন্য। আশা করছি গল্পটি শেষ পর্যন্ত এখানে পাবো সে ভরসা আছে আপনার প্রতি।
•
Posts: 8
Threads: 0
Likes Received: 5 in 1 posts
Likes Given: 1
Joined: Nov 2021
Reputation:
0
আচ্ছা ভাই আপনার কাছে কি সবটা আছে??
থাকলে আমাকে মেইলে দিতে পারবেন।
কত খুঁজি অনলাইন বিভিন্ন ফোরাম ঘুরলাম পাইনি। হয় এখানে এটা শেষ করুন না হয় আমাকে কষ্ট করে মেইলে দিন। আর একটা অনুরোধ থাকলো কমপ্লিট গল্প ছাড়া গল্প দিয়ে আমাদের তৃষ্ণা বাড়াবেন না।
•
Posts: 19
Threads: 0
Likes Received: 15 in 15 posts
Likes Given: 4
Joined: Apr 2022
Reputation:
0
(25-04-2022, 04:48 PM)ddey333 Wrote: দাদা এগুলো সব ওই লোকডাউনের সময়ে খুঁজে বার করা , সারাদিন কোনো কাজ থাকতো না বসে বসে ঘন্টার পর ঘন্টা এই করতাম শুধু ...
আজকাল জীবন খুব ব্যস্ত হয়ে উঠেছে আবার ... তাই শুধু পুরোনো স্টকগুলোই খালি করে যাচ্ছি ,
জানিনা আমার কবে খোঁজাখুঁজি শুরু করতে পারবো ... প্রচুর সময় লাগে আসলে ...
 দাদা ঐ যে স্বাধীনতা গল্পটা আর পাওয়া যাচ্ছে না কেন ?
Posts: 139
Threads: 4
Likes Received: 164 in 63 posts
Likes Given: 1,251
Joined: Mar 2023
Reputation:
26
দাদা গল্পটার আপডেট দেওয়া যায় না
•
|