12-01-2022, 12:37 PM
কথোপকথন আর বন্দি দুটোই পড়লাম, সাথে মাছ শিকার | দুটো হরর কমেডি আর একটা একেবারে অন্যরকম | অনু গল্প লেখা সহজ নয়, ঐটুকুর মধ্যে মূল ভাবনা ফুটিয়ে তোলা |
খুব সুন্দর |
খুব সুন্দর |
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
|
12-01-2022, 12:37 PM
কথোপকথন আর বন্দি দুটোই পড়লাম, সাথে মাছ শিকার | দুটো হরর কমেডি আর একটা একেবারে অন্যরকম | অনু গল্প লেখা সহজ নয়, ঐটুকুর মধ্যে মূল ভাবনা ফুটিয়ে তোলা |
খুব সুন্দর |
12-01-2022, 02:11 PM
14-01-2022, 03:23 PM
(This post was last modified: 14-01-2022, 04:18 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
ছুট- বাবান
ছুটছে জীবন, ছুটছে মানুষ
দিশেহারা যেন একটা ফানুস
হাওয়া ভর্তি চাহিদা গুলো
কখনো মুঠোয় কখনো ধুলো
ছুটছে সেবক ছুটছে মালিক
কেউ করতে সেবা কেউ করতে বেঠিক
হাসছে উনি, দেখছে সবই
ভাবছে একি খেলা আজগুবি
ফাটছে মাথা ভাঙছে বিশ্বাস
লোভের সেবক দিচ্ছে আশ্বাস
পূর্ণ হচ্ছে তার বা কতই?
শেষ নেই এই আধুনিক পথের
শেষটুকু দিয়ে দৌড়ো যতই
রাস্তা শুধু এগিয়ে যাবেই
যত হারাতে চাও গো তাকে
নিঃস্বাসটুকু ফুরিয়ে যাবেই
দেহটি কার পরে মাঝরাস্তাতে?
#baban
বাকিটুকু এই দৃশ্যর মধ্যে অসাধারণভাবে ফুটে উঠেছে
14-01-2022, 06:17 PM
14-01-2022, 08:47 PM
14-01-2022, 09:33 PM
কবিতার কথা ছাড়ুন। ওটা তো বরাবর ভালো হয়ই। আপনি বলুন ওই ভিডিওটা এখানে কিভাবে দিলেন ?
আমি দুবার চেষ্টা করেছিলাম। কিন্তু অসফল আমি , আবার হয়েছিলাম ব্যার্থ ❤❤❤
14-01-2022, 10:00 PM
(This post was last modified: 14-01-2022, 10:40 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-01-2022, 09:33 PM)Bichitravirya Wrote: কবিতার কথা ছাড়ুন। ওটা তো বরাবর ভালো হয়ই। আপনি বলুন ওই ভিডিওটা এখানে কিভাবে দিলেন ? হুহুবাওয়া.... সব তাস শো করবো কেন? আসলে আমি এসব ভিডিও লিংক শেয়ার করা খুব একটা পছন্দ করিনা। সে হলে অনেক আগেই আরও অনেক ভিডিও লিংক দিতে পারতাম। দিইনি। আমার ছড়ার সাথে দৃশ্যর এই অংশটুকু অনেকটা যুক্ত বলেই দিয়েছি।
14-01-2022, 10:17 PM
15-01-2022, 07:13 PM
17-01-2022, 11:26 AM
জবাব- বাবান
হাত বাড়িয়ে পথিক। একটু জীবন বাকি তার। আরেকটু ধার করতে চায় সে নীলাভ রশ্মির কাছ থেকে। একটা প্রশ্নের জবাব চাই তার। উত্তর জানা যে বাকি রয়ে গেছে। কি পেলো সেই মানুষটা দুঃখ দিয়ে তাকে? কি সুখ পেলো সেই মানুষটা বিষাক্ত তরল গিলিয়ে? কি সুখ পেলো মানুষটা এতো ভালোবাসাকে অপমান করে? নতুন শরীরী চাহিদা? নতুন আকর্ষণ? নতুন শক্তির সামনে মাথা নত করে অতীত মুছে কি সুখ পেলো সেই মানুষটা? ভুলে গেলো এই প্রানশক্তি তাকেও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলো আর আজ সেই পথিককেই মাঝ রাস্তায় বিদায় জানিয়ে নতুন বাহনে উঠে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেলো। পড়ে রইলো পথিক... একটু জীবন ধার চাই তার। উত্তর পাওয়া বাকি। - বাবান
18-01-2022, 01:13 PM
ইতি- বাবান
কিছু চিঠির টুকরো পড়ে আছে সামনে। আজ ছিঁড়ে ফেলেছি সবকটা। শেষ করে দিলাম শেষ স্মৃতি টুকু। তুমি আছো... কিন্তু নেই। গুলিয়ে গেলো? তুমি আছো সারা পৃথিবীর জন্য... নেই আমার চোখে। তোমার ওই হাসিমাখা মুখ সবাই দেখুক, আমি জানি হাসির পেছনের কান্নাকে। সবাই জানুক মুখোশ পড়া নায়িকাকে যে ভালো অভিনয় জানে, আমি চিনি অনামী সেই গায়িকা যে যার মধুর কণ্ঠ যেন অমর হয়েছে থাকবে আমার কাছে। মিশে যাও তুমি খ্যাতির ভিড়ে.... আমি ওই দলে নাম লেখাতে চাইনা। সব আসুক ঝুলিতে তোমার আমি আর মাঝে বাঁধা হবোনা। শুধু যেন এক পাগল ফ্যান ছিল যে চিনতো তোমায়.... ইতি..... না এটাও ছিঁড়ে ফেলি। - বাবান
18-01-2022, 03:16 PM
দুটোই খুব ভালো হয়েছে .. তবে জবাব এর থেকে ইতি টা বেশি মন ছুঁয়েছে আমার।
18-01-2022, 03:30 PM
(18-01-2022, 03:16 PM)Bumba_1 Wrote: দুটোই খুব ভালো হয়েছে .. তবে জবাব এর থেকে ইতি টা বেশি মন ছুঁয়েছে আমার। অনেক ধন্যবাদ। ❤ একেই নারায়ণ স্যারের বিদায়, তারওপর নন্দনা ম্যাডামের গল্পের শেষ পর্ব... সাথে আমার এক ভাবনার সাথে ওনার এই পর্বের অদ্ভুত মিল....... সব মিলে কেমন যেন অদ্ভুত অনুভূতি...... সেই থেকেই লেখা হয়ে বেরিয়ে এলো এই ইতি।
18-01-2022, 05:15 PM
আপনি একটা জায়গায় লিখেছেন -- আপনার ব্রেন ড্রেনে আছে একজনের মতে। আমি ওটা মিন করিনি। আমি অপমান জনক ভাবে বলিনি। বরং কমপ্লিমেন্ট হিসাবে বলেছিলাম।
কথাটা ছিল এইরকম --- বুম্বাদা তার সব গল্প ( নন- ইরোটিক) এখানে ছাড়ার আগে একটা পত্রিকা তে পাবলিশ করেন। ওইসব নন - ইরোটিক গল্পের কদর এখানে হয়না। বাবান দা যদি তার গল্প গুলো শুধু মাত্র এখানেই ছাড়েন তাহলে সেটা brain in drain অর্থাৎ waste of talent বোঝাতে চেয়েছিলাম। যেখানে গল্পের কদর নেই সেখানে লেখকের অপমান। এরপরও যদি আমার কথায় আপনি অপমানিত বোধ করেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ❤❤❤
18-01-2022, 05:23 PM
(18-01-2022, 05:15 PM)Bichitravirya Wrote: আপনি একটা জায়গায় লিখেছেন -- আপনার ব্রেন ড্রেনে আছে একজনের মতে। আমি ওটা মিন করিনি। আমি অপমান জনক ভাবে বলিনি। বরং কমপ্লিমেন্ট হিসাবে বলেছিলাম। বাবানের সব থ্রেডেই তো হলো ... এবারে কোনো দৈনিক পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে বলতে হবে কিন্তু !!!
18-01-2022, 06:33 PM
18-01-2022, 10:00 PM
ছোট্টবেলার সাদা কালো কমিকস গুলো আজ আধুকীকতার যুগে রঙ এর ছোঁয়া পেলেও রঙিন সেই শুরুর যাত্রাপথ হতেই... শুধুই লাল নীল সবুজ রঙ নয়.... মনের রঙে রাঙিয়ে তুলেছিল প্রতিটা চরিত্র এই মানুষটা..... শান্তিতে থাকুন...... ডানপিটে খাঁদুর কেমিকেল দাদু যদি এমন কিছু আবিষ্কার করতো যা..... না থাক কিছু অজানা.... ছিল তারা চরিত্র..... ছিল কল্পনা... তবু ছিল বন্ধু মোদের... পাশের বাড়ির ছেলেটা ❤ |
« Next Oldest | Next Newest »
|