Posts: 1,206
Threads: 24
Likes Received: 9,967 in 1,163 posts
Likes Given: 18
Joined: Nov 2019
Reputation:
2,701
05-11-2021, 07:57 PM
(This post was last modified: 01-02-2022, 04:16 PM by kumdev. Edited 1 time in total. Edited 1 time in total.)
।।৫৯।।
সুর্য হেলে পড়েছে পশ্চিমে,পার্কে লোকের ভীড় বাড়তে থাকে।বেলি তাকে কেন ডেকেছিল মনসিজ এতক্ষনে বুঝতে পারল।মস্তানি করার জন্য তাকে অতদুর হতে এখানে নিয়ে এসেছে।বেলি তাকে মস্তান বলতো তারও মজা লাগতো এখন বুঝতে পারছে ওর চোখে সে একজন গুণ্ডা মাস্তান।মন্দাকিনী অবাক হয়ে দেখে মনসিজকে,কোথায় দেখেছে ছেলেটাকে?সন্ময়কে আচ্ছা শিক্ষা দেওয়া হয়েছে।মনে হচ্ছে এই ছেলেটাই তার আশ্রয়।মন্দাকিনী জিজ্ঞেস করল,আপনি কোথায় থাকেন?
--সিথীতে থাকি।
--আমার গাড়ী আছে চলুন আপনাকে পৌছে দিই।
--ওর কাজ আছে ও যাবে না।প্রজ্ঞা বলল।
--আবার কি কাজ?যে জন্য ডেকেছিলে মস্তান তো করে দিল।
--ঠিক আছে যা।
মন্দাকিনীর সঙ্গে বেরিয়ে গেল মনসিজ।প্রজ্ঞা দুহাতের তালুতে চোখ ঢাকে।চোখ ঝাপসা হয়ে এল।মন্দাকিনী যেতে যেতে বলল,আপনার নম্বর পাওয়া যাবে?
মনসিজ নম্বর বলতে নিজের মোবাইলে সেভ করে জিজ্ঞেস করল,আপনার নাম?
--মনসিজ মজুমদার।
--সুন্দর নাম।আমার নাম মন্দাকিনী দত্ত।
রাস্তা পেরিয়ে গাড়ীর কাছে এসে মন্দাকিনী বলল,উঠূন।
মনসিজ ইতস্তত করে বলল,আমার একটু কাজ আছে,আপনি আসুন।
--তাহলে আজ একাই যাই।মন্দাকিনী হেসে গাড়ীতে উঠে বলল,ফোন করব।
গাড়ী চলে যেতে মনসিজ রাস্তা পেরিয়ে পার্কে ঢূকল যা ভেবেছে তাই।বেলি বেঞ্চে বসে মনে হল কাদছে।কাছে এসে বলল,আবার কান্না হচ্ছে।আমি কি এমন বলেছি?তুমি আমাকে মাস্তান ভাবো না?
প্রজ্ঞা চোখ মুছে বলল,কাদতে আমার বয়ে গেছে।তুই আজ যা করলি আমি কি করতে বলেছি?
--ছেলেটা তোমার উপর তেড়ে যায়নি?তুমি আমাকে মাস্তান কেন বলো?
--আমার ইচ্ছে।মাস্তান মানে জানিস?
--বাচ্চা ছেলেরাও জানে গুণ্ডা মাস্তান কি?
--অশিক্ষিতদের এই দোষ।
--হ্যা আমি অশিক্ষিত তুমি তো শিক্ষিত।
--মাস্তান মানে মাতোয়ারা মাতাল।
--আমি মদ খাই জানা ছিল না।কি কাজ আছে বলছিলে?
--কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কথাটা শুনেছিস?
মনসিজের ধৈর্যচ্যুতি ঘটে বেলিটা এত বকতে পারে।কাজ আছে কি কাজ আছে বললেই হয় তানা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা শালা যতসব।ঐ মেয়েটার সঙ্গে গেছিল সেজন্য বলছে নাতো? বিরক্ত হয়ে বলল,তুমি কি ভেবেছো তোমার বন্ধুর প্রেমে পড়েছি?
--তুই বেলির প্রেমে পড়েছিস।
--আবার ইয়ার্কি?
--বেলির বিপদ শুনে কেন ছুটে এলি?বেলির সঙ্গে ছেলেটা খারাপ ব্যবহার করেছে বলে কেন ঝাপিয়ে পড়লি? বেলি কাদছে দেখে কেন তোর কষ্ট হচ্ছে?
--আমার কান্নাকাটি ভাল লাগে না।
প্রজ্ঞা উঠে দাঁড়িয়ে বলল,আমি তোকে ডেকেছি অন্য কারণে।
এখন কথা ঘোরানো হচ্ছে বেলিটা হেভি চালু।মনসিজ কিছু বলে না,দেখা যাক কি বলে।
--চল আমাকে পৌছে দিবি।
--এইটা তোমার কারণ?
--থাক তোকে যেতে হবে না।প্রজ্ঞা পার্ক থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাটতে শুরু করল।
রাগ আছে ষোলোআনা মনসিজ পার্ক থেকে বেরিয়ে প্রজ্ঞাকে অনুসরণ করতে থাকে।মিট্মিট করে হাসে প্রজ্ঞা।রাস্তায় কেউ কোনো কথা বলে না।কলকাতা মনসিজের অচেনা দু-পাস দেখতে দেখতে হাটতে ভাল লাগছে।এক সময় একটা দোতলা বাড়ীর সামনে এসে দাঁড়িয়ে পড়ে প্রজ্ঞা।
--তুমি এখানে থাকো?মনসিজ জিজ্ঞেস করল।
--আয় ভিতরে চল।
--না না বেলি তোমার মাসীমা আবার উল্টোপাল্টা সন্দেহ করতে পারেন?
প্রজ্ঞা অতি কষ্টে হাসি সামলে নিয়ে বলল,তুই আমাদের পাড়ায় আগে থাকতি হঠাৎ দেখা হয়ে গেল।আর সন্দেহ করল তো বয়ে গেল।
--বুঝতে পারছো তোমার বাবা যদি জানতে পারেন তাহলে তোমার কলকাতায় পড়া বন্ধ করে দেবেন।
--তুই এত বকতে পারিস,চল ভেতরে চল।
পুরানো আমলের বিশাল বাড়ী ঘরটা বেশ বড়।সোফা দিয়ে সাজানো পরিপাটি।মনসিজকে বসতে বলে উপরে উঠে গেল প্রজ্ঞা।মনসিজ চারপাশ দেখতে থাকে।দেওয়ালে হাতে আকা তৈল চিত্র। বেলির মাসীও বেশ বড়লোক মনে হল।
খাবারের ট্রে হাতে এক মহিলা প্রবেশ করল।এই কি বেলির মাসী মনসিজ বুঝতে পারেনা।ট্রেটা সেণ্টার টেবিলে রেখে একটা ঝোলা ব্যাগ মনসিজকে দিয়ে বলল,এইটা দিদিমণি দেল।
মহিলা মাসী নয় মনসিজ নিশ্চিত হল।ঝোলা ব্যাগ খুলে দেখল একটা সাধারণ জ্ঞানের বই কিছু কাগজ পত্র।বেলি ওর মাসীকে নিয়ে ঢূকলো।মনসিজ উঠে দাড়াতে ভদ্রমহিলা বসতে বললেন।একেবারে বেলির মায়ের মত দেখতে।বেলি বলল,এই আমার মাসীমণি।সবার ছোট সবার আদরের চারুলতা সেন।আর এর নাম--কিরে নাম বল।
--মনসিজ মজুমদার।
বড়দির এই মেয়েটা ছোট থেকেই ডাকাবুকো কিন্তু ওর মনটা খুব সরল।জামাইবাবুর প্রশ্রয়ে দস্যিপনা বেড়েছে।সোফায় বসে মনসিজের আপাদ মস্তকে চোখ বুলিয়ে নিলন।দেখতে শুনতে বেশ এক পলক দেখে ছেলেটিকে পছন্দ হয়।চারুলতা হেসে বললেন,আমাদের চার ভাই-বোনের মধ্যে আমি সবার ছোট।পুব পাকিস্তান হতে আমার দাদু এখানে বালীগঞ্জে বাড়ী করেন।এখন বড়দা ওখানে থাকে।মেজদা এ্যামেরিকা।তোমার দেশ কোথায়?
--শুনেছি যশোর জেলা থেকে আমার বাবা এসেছে।
--মাসীমণি তোমরা কথা বলো।প্রজ্ঞা উপরে উঠে গেল।
--তোমার বাবা কি করেণ?
--উনি মারা গেছেন।
--স্যরি।কি করতেন?
--উনি সরকারী কেরাণী ছিলেন।
চারুলতার মুখে কালোছায়া পড়ে একটু ভেবে জিজ্ঞেস করেন,তুমি কি করো?
--আমি বি এস সি পাস করেছি।
প্রজ্ঞা এসে ঢুকল।চারুলতা জিজ্ঞেস করেন,কোন সাবজেক্ট?
--ফিজিক্স অনার্স।
--বাঃ।এখন কি এম এস সি?
--ওর বাবার মৃত্যুর পর ওকেই সব দেখতে হয় চাকরির চেষ্টা করছে।প্রজ্ঞা বলল।
ঘাম দিয়ে জ্বর ছাড়লো ভাগ্যিস বেলি এসেছিল।চারুলতা বললেন,তোমাদের কি নিজেদের বাড়ি?
--আগে তাল্পুকুরে ভাড়া থাকতাম তারপর সিথিতে ফ্লাট কিনেছি।
--তুমি খাও।বেলি উপরে আয়।
চারুলতা চলে গেলেন।বেলি কাছে এসে বলল,ঘাম মুছে ফেল বলে মাসীর সঙ্গে সঙ্গে চলে গেল।উপরে এসে মাসীমণির মুখ দেখে প্রজ্ঞা বুঝতে পারে মাসীমনির পছন্দ হয়নি।
চারুলতা বললেন,ছেলেটি দেখতে বেশ কিন্তু বাইরের রূপই কি সব?
--মাসীমণি ও আমাকে বুক দিয়ে আগলে রাখবে।
--ওসব নাটক নভেলে শুনতে ভাল লাগে।সংসার বড় কঠিণ ঠাইরে মা।মাথার উপর বিধবা মা বাপের পেনশন একমাত্র ভরসা।
--আহা এখনই কিছু করছি নাকি?
--বড়দি জানে?
--কেউ জানে না।তুমি এখনই কিছু বোলো না।কয়েক বছর দেখি।বেলিকে তুমি অত বোকা ভাবো নাকি?
--তুই আমাকে চিন্তায় ফেলে দিলি।শেষে জামাইবাবু আমাকেই দুষবে।যা নীচে যা কি করছে একা একা।
--মাসীমণি আমি থাকতে তোমার কিচ্ছু হবে না।বেলি তোমারই বোন-ঝি।
প্রজ্ঞা চলে যাচ্ছিল চারুলতা ডাকলেন,বেলি শোন।প্রজ্ঞা কাছে আসতে জিজ্ঞেস করেন,তুই ওর সঙ্গে ওভাবে কথা বলছিলি কেন?্বয়সে তোর চেয়ে বড় না?
প্রজ্ঞা হেসে ফেলল।
--তুই হাসছিস?
--শাসনে রাখতে হচ্ছে লাই দিলে মাথায় চড়ে বসবে।
প্রজ্ঞা নীচে নেমে দেখল প্লেট একেবারে শেষ,জিজ্ঞেস করল,আর মিষ্টি দেবে?
--পাগল আমি রাক্ষস নাকি?
এক প্লেট মিষ্টি চেটেপুটে খেয়েছে।প্রজ্ঞা হাসি সামলাতে পারে না।হঠাৎ হাসির কি কারন মনসিজ বোঝার চেষ্টা করে।
--মাসীমণিকে প্রণাম করেছিস?
--এমা ভুল হয়ে গেছে।
প্রজ্ঞা গলা চড়িয়ে ডাকল,মাসীমণি একবার নীচে আসবে,তোমাকে ডাকছে।
--আমি ডাকলাম কোথায়?
প্রজ্ঞা ঠোটে আঙুল দিয়ে চুপ করতে বলে বলল,প্রণাম করে বলবি আমি আসি।
চারুলতা নীচে আসতে মনসিজ পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল,আণ্টি আজ আসি।
চারুলতা চিবুক ধরে আশির্বাদ করলেন।মনসিজ রাস্তায় বেরিয়ে এলো সঙ্গে প্রজ্ঞাও বলল,শোন একটা জেনারেল নলেজের বই--এটা লেটেস্ট আর কিছু সাজেশন আছে,সময় হয়ে এল---।
মোবাইল বাজতে মনসিজ বাটন টিপে কানে লাগিয়ে বলল,হ্যালো...মন্দাকিনী...কেন চিনব না...এখন আমি...।প্রজ্ঞা হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল,কিরে মন্দা ফোন করেছিস কেন...আহা এতে ধন্যবাদ জানাবার কি হল...ও এসব কার্টসি ফার্টিসির ধার ধারে না...আচ্ছা রাখছি।
The following 20 users Like kumdev's post:20 users Like kumdev's post
• a-man, Badmas boy, bad_boy, Biddut Roy, Bondhon Dhali, buddy12, Crushed_Burned, ddey333, dreampriya, LajukDudh, MNHabib, Pocha, ppbhattadt, raja05, Rudroneel, Tiger, Tilottama, tuhin009, Voboghure, মাগিখোর
Posts: 759
Threads: 6
Likes Received: 1,593 in 805 posts
Likes Given: 2,169
Joined: Jan 2019
Reputation:
194
মনসিজের হাত থেকে ফোন নিয়ে মন্দাকে ভালোই জবাব দিয়ে দিল বেলি।
আশা করি মন্দা আর মনোর দিকে হাত বাড়াবে না।
Posts: 1,228
Threads: 0
Likes Received: 975 in 705 posts
Likes Given: 1,681
Joined: Jul 2020
Reputation:
66
05-11-2021, 10:49 PM
(This post was last modified: 05-11-2021, 10:51 PM by raja05. Edited 1 time in total. Edited 1 time in total.)
mon beli k buke kore agle rakhbe.....ei trust ta ekta meye ekta cheler opor rakhle chele tar r kichu dorkar pore na ei life e
.....beli is just fav
Posts: 163
Threads: 0
Likes Received: 189 in 128 posts
Likes Given: 10
Joined: Sep 2021
Reputation:
5
আহা ওহ মন্দা,
প্রজ্ঞায় মনসিজ বান্ধা ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।
Posts: 30
Threads: 0
Likes Received: 22 in 16 posts
Likes Given: 9
Joined: Sep 2021
Reputation:
1
Posts: 111
Threads: 0
Likes Received: 75 in 61 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 1,568
Threads: 1
Likes Received: 1,544 in 971 posts
Likes Given: 5,274
Joined: Jan 2019
Reputation:
194
বেলির মাসীর ব্যবহার খুবই বাস্তব সম্মত।
ঠিক সেরকমই মন্দাকিনীর মনোসিজের প্রতি ব্যবহার।
কিন্তু বেলি বসে বসে কাঁদছিল কেন ?
বেলি কি ভাবছিল মনসিজ মন্দাকিনীর হয়ে গেল ?
কি জানি।
রেপু দিলাম। সাথে আছি দাদা।
Posts: 30
Threads: 0
Likes Received: 22 in 16 posts
Likes Given: 9
Joined: Sep 2021
Reputation:
1
নিজের জিনিস ধরে না রাখলে
তার জন্য আবার কান্নাকাটি কেন।
ভালবাসলে তা বলতে হয়
আর ভালোবাসা ধরে রাখতে হয়
Posts: 778
Threads: 0
Likes Received: 1,589 in 921 posts
Likes Given: 1,442
Joined: Jan 2021
Reputation:
187
মন্দা পিছু ছাড়বেনা সহজে, বেলি কে এখন বেশ শক্ত ভাবে তার মনের দিকে নজর রাখতে হবে
Posts: 55
Threads: 0
Likes Received: 196 in 82 posts
Likes Given: 476
Joined: Jul 2021
Reputation:
41
(06-11-2021, 11:37 AM)buddy12 Wrote: বেলির মাসীর ব্যবহার খুবই বাস্তব সম্মত।
ঠিক সেরকমই মন্দাকিনীর মনোসিজের প্রতি ব্যবহার।
কিন্তু বেলি বসে বসে কাঁদছিল কেন ?
বেলি কি ভাবছিল মনসিজ মন্দাকিনীর হয়ে গেল ?
কি জানি।
রেপু দিলাম। সাথে আছি দাদা।
বেলির বোধহয় ইনসিকিওরিটি আছে। সাধারণতঃ যারা উপরে হুকুম-হাকাম চোটপাট করে, তাদের ভিতরে কোমলতা থাকে। তাদের কথা কেউ একবার না শুনলে তারা ভারি আহত হয়।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,454 in 27,682 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,264
বেলির একতরফা চোটপাটের বিরুদ্ধে মনোসিজ এই প্রথম একটু রুখে দাঁড়ালো ,
নারীর অবচেতন মনে ব্যাপারটা ভালোই লেগেছে কিন্তু হারিয়ে ফেলার মিশ্রিত ভয় আর আবেগে চোখে জল এসে গেলো ..
আমার বিশ্লেষণ , বেলির কান্নার .... !!
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,454 in 27,682 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,264
খুব সুন্দর চলছে , ঘটনাপ্রবাহ ...
Posts: 55
Threads: 0
Likes Received: 196 in 82 posts
Likes Given: 476
Joined: Jul 2021
Reputation:
41
06-11-2021, 04:49 PM
(This post was last modified: 06-11-2021, 04:50 PM by Tilottama. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-11-2021, 03:47 PM)ddey333 Wrote: বেলির একতরফা চোটপাটের বিরুদ্ধে মনোসিজ এই প্রথম একটু রুখে দাঁড়ালো ,
নারীর অবচেতন মনে ব্যাপারটা ভালোই লেগেছে কিন্তু হারিয়ে ফেলার মিশ্রিত ভয় আর আবেগে চোখে জল এসে গেলো ..
আমার বিশ্লেষণ , বেলির কান্নার .... !!
বাস্তবে এ রুখে দাঁড়ানো ক্রমশঃ বাড়ে। বেলিকে শিখতে হবে, কাউকে বদলে দেওয়া অত সোজা নয়। "না" শুনতে যারা অভ্যস্ত নয় জীবন কিন্তু ঘা দিয়ে সে অভ্যাস করিয়ে ছাড়ে।
Posts: 1,206
Threads: 24
Likes Received: 9,967 in 1,163 posts
Likes Given: 18
Joined: Nov 2019
Reputation:
2,701
06-11-2021, 05:31 PM
(This post was last modified: 09-03-2022, 12:06 PM by kumdev. Edited 2 times in total. Edited 2 times in total.)
।।৬০।।
মনসিজকে বাসে তুলে দিয়ে বাসায় ফিরে এল।ধন্যবাদ জানাবার জন্য ফোন করেছে ন্যাকামো।চেনে না জানে না অমনি নজর পড়েছে।
এই করেই তো এরা ফাঁসে।আমার সামনে বলে তাই না হলে মাস্তানটা কি বলতো কে জানে।সিড়ি বেয়ে দোতলায় উঠতে মাসীমণির মুখোমুখি।
চারুলতা জিজ্ঞেস করেন,চলে গেছে?
--হ্যা কেন?
--ছেলেটি বেশ।
--একবার দেখেই বুঝে গেলে?
চারুলতা ধন্দ্বে পড়ে যান বেলির মুখে একথা শুনে।বড়দির এই মেয়েটা ভীষণ খামখেয়ালী।আশ্বস্থ হলেন ভেবে যতদূর গড়িয়েছে ভেবেছিলেন তা নয়।
বেলির মাসীকে আজ প্রথম দেখল।ভদ্রমহিলাকে ভালই লাগল।বেলি এইসব দেবার জন্য ডেকেছিল।মনসিজের খারাপ লাগে সে ভুল বুঝেছিল।ঠিকই তো বেলি তো বলে নি ঐ ছেলেটাকে কিছু বলতে।আসলে ছেলেটা বেলির সঙ্গে খারাপ করতেই তার মেজাজ গরম হয়ে যায়।
পাড়ায় পৌছে দেখল বোসবাড়ীর রকে কেউ নেই।কি ব্যাপার একটু পরেই সন্ধ্যে হবে সব গেল কোথায়।তাহলে কি বাড়ী চলে যাবে।কিন্তু ওরা গেল কোথায়?দূর থেকে শঙ্করকে দেখে দাড়ালো।হন হন করে করে আসছে।
--কিরে কোথায় চললি,কাউকে দেখছি না।
--যা শালা তুই শুনিস নি কেলোর কীর্তি--।
--আশিসদার মাল ধরণায় বসেছে।
--মানে?
--আশিসদার বাড়ীর দরজায় বোচকা বুচকি নিয়ে থেবড়ে বসে আছে।
--আশিসদা কোথায়?
--আজ হেভি প্যাদান খেয়েছে।
--কে প্যাদালো কি সব বলছিস?
--চল যেতে যেতে বলছি সবাই ওখানে আছে অনেক লোক জমে গেছে।
শঙ্করের সঙ্গী হয় মনসিজ।
শঙ্কর বলতে থাকে,কৃষ্ণা সকাল বেলা এসে আশিসদার বাড়ীর সামনে ধর্ণায় বসে যায়।ফোন করে চা নিয়ে আসছে লাঞ্চনিয়ে আসছে সব শালা ওখানে বসেই সারছে।আশিসদা বেরোতে লোকজন ধরে ফেলে ক্যালাতে লাগলো।
--তোরা কি করছিলি?
--কি করবো পাব্লিকের ক্যালানি--কি বলবো মাইরী কৃষ্ণাই ঝাপিয়ে পড়ে আশিসদাকে বাচায়।আজিব ব্যাপার যার জন্য ধরণা আবার তাকেই তাকে বাচালো--তুই না দেখলে বিশ্বাস করবি না--।
মনসিজ ভাবতে থাকে নারী যেন রহস্যের আকর।
ভীড়ের মধ্যে দেখল পাড়ার সবাই বাইরে থেকেও লোকজন এসেছে।মীনাক্ষীকেও দেখল এক কোনে দাড়িয়ে।ভীড় ঠেলে ভিতরে উকি দিয়ে দেখল কৃষ্ণা বসে আছে তার কাছে কয়েকজন লোক ক্যামেরা হাতে।মেয়েটি দেখতে খারাপ নয় আগে দেখেনি।দেওয়ালে হেলান দিয়ে বসছে।লোকগূলো সাংবাদিক নানা প্রশ্ন করছে,কৃষ্ণা উত্তর দিচ্ছে,দূর থেকে শোনা যাচ্ছে না।
একটি ছেলে কেটলিতে চা নিয়ে ঢূকলো।কৃষ্ণা বলল,চা খান।
লোকগুলো চায়ের ভাড় নিয়ে চা পান করতে থাকে।কৃষ্ণার চোখে মুখে কোনো উদবেগ নেই বেশ খোশমেজাজে আছে।মাথা ঝুকিয়ে ক্লান্ত ভাব করে বসতে ক্লিক ক্লিক ক্যামেরার ফ্ল্যাশ ঝল্কে উঠল।বুঝলাম মেয়েটা খুব চতুর।পিছনে হাত পড়তে তাকিয়ে দেখল বঙ্কিম।
--সারাদিন কোথায় ছিলি?
--একটু কাজ ছিল।মনসিজ বলল।
বঙ্কিমের সঙ্গে ভীড় থেকে বেরিয়ে এল।বঙ্কিম বলল,যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল এবার আশিস মুখুজ্জে টের পাবে।
--ব্যাপারটা কি খুলে বলতো।
--সত্যি-মিথ্যে জানি না কৃষ্ণা যা বলল--।কল্পনাকে আসতে দেখে বলল,পরে বলছি।
মনসিজ হেসে জিজ্ঞেস করল,আপনি এখানে?
--আপনাদের মজা দেখছি।কল্পনা বলল।
--আমাদের মজা কেন বলছেন?
বঙ্কিম বলল,কোনা তুমি ঐ রকে বোসো আমরা আসছি।
কল্পনা চলে যেতে বঙ্কিম বলল,যা বলছিলাম কৃষ্ণা বলছে ওর পেটে নাকি আশিসদার বাচ্চা।চল ঐ রকে গিয়ে বসি।
কল্পনা বলেছিল কিছু না হলে কোনো মেয়ে এমনি-এমনি বিয়ে করতে বলে কথাটা মনে পড়ল মনসিজের।রকে বসে মনসিজ জিজ্ঞেস করল,ধরণায় বসেছে কেন?
--বিয়ে করতে হবে দাবী।
--আশিসদা কি বলছে?
--জানি না মনে হয় আশিসদা রাজী নয়।
--ভোগ করে দুর্ভোগ পোয়াতে রাজী নয়।কল্পনা ফোড়ন কাটে।
--সাংবাদিকরা খবর পেল কিভাবে?
--কি করে বলব।মনে হয় খবর দিয়ে আনিয়েছে,দেখছিস না কেমন পোজ দিয়ে ছবি তুলছে।একেবারে ঘাগু মাল।
--একদম বাজে কথা বলবে না।কল্পনা আপত্তি করে।
পাড়ায় এতবড় কাণ্ড হয়ে গেছে সে কিছুই জানতে পারেনি।বেলির ফোন পেয়ে বেরোবার জন্য ব্যস্ত ছিল।মনসিজ জিজ্ঞেস করল,আশিসদার বাবা কি বলছেন?
--অফিস থেকে ফিরে জানতে পারবেন।ওই বোচকায় থালা গেলাস জলের বোতল ফ্লাক্স সব আছে।ফোন করে সব আনছে।
--কতক্ষন চলবে ধরণা?
--যতদিন ফয়শলা না হবে এখানেই বসে থাকবে বলছে।
--আশিসদা এখন কোথায়?
--বাড়ীতেই আছে ঘাপটি মেরে।
মনসিজ উঠে দাড়ালো বলল,আমি আসিরে অনেক বেলায় বেরিয়েছি।রাত হল মা চিন্তা করছে।
--আশিসদার বাবা এসে কিকরে দেখবি না?
--পরে শুনে নেবো,এখন যাইরে।মা একা আছে।
মনসিজ বাড়ীর দিকে হাটতে থাকে।বাড়ির কাছে পৌছাতে মোবাইল বেজে উঠল।বাটন টিপে কানে লাগিয়ে বলল,হ্যা বলো।
--তুই কোথায়?
--বাড়ীতে।
--পৌছে খবর দিতে হয় বুঝিস না?
--এখুনি তোমাকে ফোন করছিলাম--।
--উফস মাস্তান তোর মিথ্যে বলতে লজ্জা হয়না?মামণিকে দে।
--আমি এখনো বাড়ীতে ঢূকিনি।
--এই বললি বাড়ীতে শোন মাস্তান তোকে একটা কথা বলি যত বিপদই হোক মিথ্যে বলবি না।মিথ্যে বললে আত্মপ্রত্যয় নষ্ট হয়ে যায়।ঠিক আছে এখন রাখ পরে ফোন করবো।
The following 17 users Like kumdev's post:17 users Like kumdev's post
• Badmas boy, Biddut Roy, Bondhon Dhali, Boti babu, buddy12, Crushed_Burned, ddey333, dreampriya, mozibul1956, ppbhattadt, raja05, Rudroneel, samael, Tiger, tuhin009, Voboghure, মাগিখোর
Posts: 163
Threads: 0
Likes Received: 189 in 128 posts
Likes Given: 10
Joined: Sep 2021
Reputation:
5
06-11-2021, 06:03 PM
(This post was last modified: 06-11-2021, 06:08 PM by mahadeb. Edited 1 time in total. Edited 1 time in total.)
_
আশিষ তুই মরেছিস,
মেলান ফুটোয়
পাগলের মতো চুদ্দেছিস ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
(06-11-2021, 02:04 PM)Kesob roy Wrote: নিজের জিনিস ধরে না রাখলে
তার জন্য আবার কান্নাকাটি কেন।
ভালবাসলে তা বলতে হয়
আর ভালোবাসা ধরে রাখতে হয়
কথাটা বেশ ভালো লাগলো। আচ্ছা একটা প্রশ্ন --- ভালোবাসি বললেই কি ভালোবাসা পাওয়া যায়?
আমি তো পাই নি
❤❤❤
Posts: 163
Threads: 0
Likes Received: 189 in 128 posts
Likes Given: 10
Joined: Sep 2021
Reputation:
5
(06-11-2021, 06:04 PM)Bichitravirya Wrote: কথাটা বেশ ভালো লাগলো। আচ্ছা একটা প্রশ্ন --- ভালোবাসি বললেই কি ভালোবাসা পাওয়া যায়?
আমি তো পাই নি
❤❤❤
সবাই তো ভালোবাসা চায়,
কেউ পায় কেউবা হারায় ।
আমিও তো চেয়েছি তোমায়,
কতনা সুখেরই আশায় ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।
Posts: 1,228
Threads: 0
Likes Received: 975 in 705 posts
Likes Given: 1,681
Joined: Jul 2020
Reputation:
66
Posts: 46
Threads: 0
Likes Received: 156 in 67 posts
Likes Given: 312
Joined: Jun 2021
Reputation:
23
(06-11-2021, 06:04 PM)Bichitravirya Wrote: কথাটা বেশ ভালো লাগলো। আচ্ছা একটা প্রশ্ন --- ভালোবাসি বললেই কি ভালোবাসা পাওয়া যায়?
আমি তো পাই নি
❤❤❤
এর প্রধান কারণ বোধহয় দুজনের সংস্কারের তফাৎ। একজন যা বলার চেষ্টা করে, অন্যজন তা বুঝতে পারেনা, অথবা তার কথা বিশ্বাস করতে পারে না।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,454 in 27,682 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,264
(06-11-2021, 03:47 PM)ddey333 Wrote: বেলির একতরফা চোটপাটের বিরুদ্ধে মনোসিজ এই প্রথম একটু রুখে দাঁড়ালো ,
নারীর অবচেতন মনে ব্যাপারটা ভালোই লেগেছে কিন্তু হারিয়ে ফেলার মিশ্রিত ভয় আর আবেগে চোখে জল এসে গেলো ..
আমার বিশ্লেষণ , বেলির কান্নার .... !!
বেলির কতই বা বয়স হবে , উনিশ বা কুড়ি হয়তো ....
কিন্তু ওর চিন্তাশক্তি ... অনেক এর মাথা ঘুরিয়ে রাখার মতো
ভালোবেসে কাঁদুক এবং হাসুক , কিন্তু প্রতারিত হলে ... কাউকে ছাড়বো না আমি !!!
|