19-07-2021, 12:58 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
|
19-07-2021, 01:34 PM
19-07-2021, 01:42 PM
19-07-2021, 06:46 PM
(This post was last modified: 19-07-2021, 06:47 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
খুব সুন্দর লাগলো এখনো পর্যন্ত
পরের আপডেটের অপেক্ষায়
19-07-2021, 06:48 PM
(This post was last modified: 19-07-2021, 06:50 PM by Kallol. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-07-2021, 10:22 PM)Lekhak is back Wrote: এই লেখার মধ্যে আমার জীবন ও জড়িয়ে আছে। জীবন কাহিনী লেখার দ্বারা প্রতিফলিত। একটা সময় আমাকে যৌন সাহিত্যের লেখক হিসেবে তকমা দেওয়া হয়েছিল। প্রেমের উপন্যাস লেখারও যে যোগ্যতা আছে আমার, এই উপন্যাসের মাধ্যমেই সেটা প্রমান করি। তবে কিছুটা যৌনতা মিশ্রিত আমার আর একটি উপন্যাস ও আছে। মল্লিকা তোমাকে সোহাগ শৃঙ্গার। পড়ে দেখবেন। দাদা আপনি যে কোন মাপের লেখক সেটা প্রমাণ করাার কোনো দরকার নেই। আপনার লেেখাই আপনার পরিচয় বলে দিচ্ছে PROUD TO BE KAAFIR
19-07-2021, 11:33 PM
19-07-2021, 11:33 PM
20-07-2021, 12:27 AM
Mr. Kallol has spoken the truth dada .....apni again lekha start korate bhalo lekha amra porte parchi....amader kei apnake thank you bola uchit......apni r apnar moto koyek jon r lekha satti khub bhalo......congrats
20-07-2021, 09:53 AM
20-07-2021, 01:06 PM
নতুন আপডেট??
20-07-2021, 01:57 PM
20-07-2021, 01:58 PM
সত্যি কথা বলতে কি দাদা আপনার লেখা পড়ে মন উদাস হয়ে যায়। আর তার সাথে পুরোনো দিনের গান গুলো পরিস্থিতি অনুসারে যে ভাবে আপনি লেখেন এক কথায় অসাধারণ।লাইক রেপু দিলাম সাথে আছি
PROUD TO BE KAAFIR
20-07-2021, 01:58 PM
20-07-2021, 01:59 PM
20-07-2021, 02:00 PM
20-07-2021, 10:56 PM
হঠাৎই বিদিশার সেল ফোনটা বাজতে শুরু করেছে। ফোনটা ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ছিল। বিদিশা ব্যাগের চেন খুলে ফোনটা বার করলো। আমাকে বলল, বাড়ী থেকে মা ফোন করেছে। দেখি কি বলে?
ফোনটা কানে ধরে বিদিশা ওর মা কে বলল, বলো? এই তো আমি দেবের বাড়ীতেই আছি। হ্যাঁ ওর শরীর এখন আগের থেকে ভাল। ওষুধ খাচ্ছে। বিপদ এখন কেটে গেছে।
বিদিশার মা সম্ভবত আমার মায়ের কথাও জিজ্ঞাসা করলেন। বিদিশা উত্তরে বলল, এই তো মা একটু আগে এই ঘরেই ছিল। সারাদিন ধরে প্রচুর খাটাখাটনি করেছে। এখন পাশের ঘরে গেছে, বিশ্রাম নিচ্ছে।
বিদিশার মা সম্ভবত আমাকে চাইছিলেন। কথা বলতে ভীষন উৎসুক করছিলেন। বিদিশা ওর মা কে বলল, এই তো দেব, আমার সামনেই রয়েছে। কথা বলো।
আমি বিদিশার হাত থেকে সেল ফোনটা ধরে হ্যালো বললাম।
-হ্যাঁ আমি দেব বলছি কেমন আছেন?
-তুমি কেমন আছো বাবা? কতদিন পরে তোমার গলার আওয়াজ শুনলাম।
হ্যাঁ, এই তো ভালই আছি। তা আপনি, মেশোমশাই কেমন আছেন?
আর আমাদের আর কি? বুড়ো হয়ে গেছি। এখন শুধু বিদিশার চিন্তাতেই আমরা মশগুল। ওর যে কি হবে ভগবানই জানে?
আমি বললাম, কেন এত চিন্তা করছেন? সব ঠিক হয়ে যাবে।
বিদিশার মা’ আমাকে ভীষন অনুরোধ করলেন। যেন বুক ফেটে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এল।
- আমার মেয়েটাকে একটু দেখো বাবা। তুমি ছাড়া ওকে মনোবল জোগানোর মতন কেউ নেই। চুপি চুপি একটা কথা বলছি, বিদিশাকে বোলো না, ও এর আগে দু দুবার আত্মহত্যা করবারও চেষ্টা করেছিল।
আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম, বিদিশার মা য়ের কথা শুনে। - আপনি বলছেন কি?
হ্যাঁ বাবা, খুব চিন্তা করি ওকে নিয়ে। ওর বাপীর তো ওর কথা চিন্তা করে করে শরীরটাও ভেঙে পড়েছে। শুধু মেয়েকে নিয়ে টেনশনে ভোগে। তোমাকে ভুল বুঝে তখন যে কি ছেলেমানুষি করলো মেয়েটা। এখন তার শাস্তি ওকে পেতে হচ্ছে।
আমি সান্তনা দিয়ে বললাম, পুরোনো কথা ভুলে যান মাসীমা। এখন নতুন করে আমাদের আবার জীবন শুরু। দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। নো টেনশন ফেনশন।
-একদিন এসো না আমাদের বাড়ীতে?
- হ্যাঁ যাবো। শরীরটা আর একটু সুস্থ করে নিই। তারপরেই যাচ্ছি।
এখানে এলে কিন্তু একদিন গান ও শোনাতে হবে। তোমার গানের যা ভক্ত ছিল বিদিশা। শুধু তোমার কথা বলতো।আমি হেসে বললাম, - এখনও তাই আছে। আমার মতন আমার গানকেও ভুলতে পারেনি বিদিশা।
রাখছি বলে, ফোনটা ছেড়ে দিল বিদিশার মা। তখন দেখি বিদিশা মুখটা ব্যাজার মতন করে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, বিদিশা কি তাহলে ওর মায়ের কথাগুলো শুনে নিল? আমি এখন বকাবকি করবো, তাই আশংকায় ভুগছে?
-কি আর বললো মা?
- ওই তোমার কথা, আমার কথা, তোমার বাড়ীর কথা।
আর কি বলল?
আর কি বলবে? আর কিছু বলে নি তো?
নিশ্চই কিছু বলেছে। তুমি আমার কাছে লুকোচ্ছো।
আমি বিদিশার দিকে তাকিয়ে বললাম, জানো? পৃথিবীতে যারা সবচেয়ে বেশি আপন হয়, তাদের কাছে কিছু লুকোতে নেই।
-তাহলে তুমি আমার কাছে লুকোচ্ছো কেন? মা আর কি বলেছে আমাকে বলো?
আমি বললাম, তুমি যদি আমাকে এত আপন করো, তাহলে কি সাংঘাতিক ঘটনাটাই কেমন চেপে গেছো আমার কাছে।
বিদিশা আঁচ করে রীতিমতন স্তম্ভিত হয়ে গেল। আমাকে উড়িয়ে দিয়ে বলল, ও এমন কিছু নয়।
-এমন কিছু নয়? সুইসাইড অ্যাটেম্ট, আর তুমি বলছো এমন কিছু নয়?
আরে বাবা মরে তো যাই নি। এই তো দিব্যি বেঁচে আছি তোমার সামনে।
আমি মুখটা গম্ভীর মতন করে বললাম, জীবন কি এতই সস্তা? যে যখন মনে করলাম, টা টা বাই বাই করে চলে গেলাম?
বিদিশা প্রায় বাকশূণ্য হয়ে গেছে। মুখটা নিচু করে বসে থাকলো কিছুক্ষণ। ওকে বললাম, কেমন এমন করতে চেয়েছিলে বলো আমাকে?
আমার চোখের দিকে আরও একবার উদাস চোখে তাকালো বিদিশা। কন্ঠ রোধ, একটু বলার চেষ্টা করলো বিদিশা। দেখলাম গলাটা বেশ ভারী। অনেক কষ্ট করে বলল, মরে যেতেই তো চেয়েছিলাম। তুমিই আমাকে ফিরিয়ে আনলে।
হা ইশ্বর, এই ফুলের মতন মেয়েটাকে তুমি আর কষ্ট দিও না।
20-07-2021, 10:58 PM
হঠাৎই হাউ হাউ করে কেঁদে উঠলো বিদিশা। বলল, অনেক কষ্ট করে লোকটার সাথে মানিয়ে নেবার চেষ্টা করেছিলাম আমি। কিন্তু পারলাম কই? কোথায় তুমি? আর কোথায় আমার অপদার্থ স্বামী। কষ্টগুলো জমতে জমতে পাথর হয়ে গিয়েছিল ভেতরটা। দেহ ভেঙে যেন চূড়মার হয়ে গেছে। এই দু দুটো বছর, যেন শ্বাসরোধকর পরিবেশ। মানসিক যন্ত্রণারও একটা সীমা থাকে। এ যেন সীমানা অতিক্রম করে আমার শরীরের মাংসের মধ্যে ঢুকে পড়েছে। মাংস পেশীগুলো চিবোচ্ছে আমাকে করে ফেলছে আরও অবসাদ গ্রস্থ। এক ভয়ঙ্কর অনিশ্চয়তার জীবন। যেখান থেকে ফিরে আসার কোন পথ নেই।
আমি বললাম, তারপর?
তারপর আর কি? দু দুবার মরার জন্য ছটফট করে উঠলাম। এই পৃথিবীতে যদি সুখই না থাকে তাহলে বেঁচে থেকে লাভ কি? আমি মরতে চেষ্টা করেও মরতে পারলাম না। এমনই আমার কপাল।
আমি বললাম কিভাবে? কি করেছিলে তুমি?
বিদিশা বলল, একবার তো সিলিং ফ্যানে শাড়ি বেঁধে গলায় লটকাতে গিয়েছিলাম। কিন্তু চেয়ারে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাই। আওয়াজ শুনে আমার বাড়ির কাজের মেয়েটা ছুটে আসে। - এ কি করছেন দিদি? এমন কাজ কি কেউ করে?
ওকে মানা করেছিলাম, আমার বরকে না বলতে। তাও বলে দেয় বোকার মতন। তারপর আমার ওপর শুরু হয় শারীরিক অত্যাচার।
-তোমার গায়েও হাত তুলতো?
-তবে আর বলছি কি? পশুর চেয়েও অধম।
আমি অবাক হয়ে বললাম, বলো কি?
যেন এমন শয়তান, আমাকে বলতো, তোমাকে এভাবে মরতে আমি দেবো না। যেদিন মনে করবো, তোমাকেই আমি গুলি করে মেরে দেবো।
- সে কী কেন?
ওর কাছে খুন করাটা কোন ব্যাপার নয়। এর আগেও না কি একটা খুন করেছে। আইন, পুলিস ওর কিচ্ছু করতে পারে নি।
বিদিশার কথা শুনে আমার গায়ের লোম রীতিমতন খাড়া হয়ে উঠছে। গায়ে কাঁটা দিচ্ছে। তবু বললাম, এখুনি লোকটাকে গারদে পাঠানো দরকার। অন্যায়ের একটা সীমা আছে।
বিদিশা বলল, ওর কাছে স্ত্রী, ভালবাসা এসবের কোন দাম নেই। শুনেছিলাম এর আগেও না কি একটা বিয়ে করেছিল লোকটা। স্ত্রী অত্যাচারে পরে পালিয়ে যায়। তারপরে বলির পাঁঠা হলাম আমি।
আমি বললাম, কিন্তু তুমি এই বিয়েটা তাহলে করলে কিভাবে? আমি তো শুনেছিলাম খুব ভাল জায়গায় বিয়ে হয়েছে তোমার। বিদিশা বলল, ভাল বিয়ে কে না চায় বলোতো? সব মেয়েরাই তো চায়, একটা সুন্দর স্বামী হবে তার, সুখে শান্তিতে ঘর করবে। কিন্তু এই বিদিশার জীবনে তো সেটা লেখা ছিল না। একবার তোমার সাথে বেইমানি করলাম আমি। আর একবার আমার স্বামী আমার সাথে বিশ্বাস ঘাতকতা করলো।
আমি জিজ্ঞাসা করলাম বিদিশাকে, সন্মন্ধটা কিভাবে হয়েছিল?
-ওই কাগজ দেখে। দিল্লী নিবাসী ব্যবসায়ী ভাল পাত্রী খুঁজছে। বাবা বিজ্ঞাপন দেখেই একেবারে গলে গেলেন। ভাল খোঁজ খবরও নিলেন না। আমি একেবারে এক দানবের খপ্পরে গিয়ে পড়লাম।
বিয়ের আগে তোমরা কিছুই আঁচ করো নি?
একেবারেই না। বিয়ের সময় তো খুবই ভাল। মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন জয় করে নিল। তারপর কদিন বাদেই সামনে আসলো ওর আসল রূপ।
-তোমার স্বামী কি খুব বদমেজাজী?
-স্বামী নয়, ওকে আসামী বলাই ভাল। বিয়ের পরই ওর ব্যবসা খারাপের দিকে মোড় নেয়। তার সব রাগ গিয়ে পড়ে আমার ওপর। আমি নাকি অপয়া, ওকে বিয়ে করে ওর জীবন মাটি করে দিয়েছি।
আমি বললাম, তাহলে তখনই তো ডিভোর্সটা দিয়ে দিতে পারতো? এতদিন অপেক্ষা করবার কি দরকার ছিল?
বিদিশা বলল, তাহলে আর বলছি কোথায়? আমি যে কি কষ্ট সহ্য করেছি, সেটা শুধুমাত্র আমিই জানি। আমি অনেকবার বলেছি, তাহলে আমি কলকাতায় মা, বাবার কাছে ফিরে যাই। কোর্টে মিউচাল ডিভোর্স নিয়ে নেবো। তাতেও বাবু রাজী নয়। তার বক্তব্য ব্যবসায় যে লোকসানটা হয়েছে সেটা আমার বাবা মা পুষিয়ে দিক, তাহলেই তিনি আমাকে মুক্তি দেবেন।
আমি অবাক হয়ে বললাম, এ আবার কি রকম কথা? স্ত্রী হয়ে তুমিই তো খোরপোশ পেতে বাধ্য। এখন তো মেয়েদের ফেবারেই সব আইন কানুন।
বিদিশা বলল, উনি আইন কানুন মানেন না। আমাকে পরিষ্কার বলে দিয়েছে। যতক্ষণ না পাঁচ লাখ টাকা না পাচ্ছে আমাকে রেহাই দেবে না।
আমি একটু বিরক্ত হয়ে বললাম, পাঁচ লাখ টাকা? এ কি মগের মুল্লুক না কি?
20-07-2021, 11:00 PM
বিদিশা বলল, এ বার বুঝতে পারছো তো? কেন পালিয়ে এসেছি ওখান থেকে।
-তুমি যে কলকাতায় এসে রয়েছো, সেটা তোমার স্বামী জানে?
-জানবে না কেন? আমি তো কলকাতায় এসেই মামলা করেছি ওর নামে। আর কয়েক মাস পরেই মামলার তারিখ। ওকে তখন কলকাতায় আসতে হবে। এর মধ্যেই দু দূবার ফোন করে শাসানোও হয়ে গেছে আমাকে। টাকা না পেলে কিছুতেই মুক্তি দেবে না আমাকে।
বিদিশাকে বললাম, তোমার বাবা, মা খুব চিন্তায় পড়ে গেছে তোমাকে নিয়ে?
বিদিশা আমার হাত দুটো ধরে বলল, ওরা দুজনেই খুব চিন্তা করে আমাকে নিয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। খুবই আদুরে। তার কপালে যে এমন পরিণতি লেখা ছিল কে জানে?
আমিও বিদিশার হাতে হাত রেখে বললাম, খুবই পীড়া দায়ক, যন্ত্রণা দায়ক। কিন্তু জীবন তো কখনও থেমে থাকে না। স্বামী-স্ত্রীর বৈবাহিক জীবন এক ধরনের চুক্তি। আর কেউ যদি সেই চুক্তি ভাঙে, বিশ্বাস ভঙ্গের দায়ে পড়ে, তাহলে শাস্তি তাকে পেতে হবেই। তুমি দেখবে, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো কোন অন্যায় কাজ করো নি। এতদিন মুখ বুজে সহ্য করেছো, এবার তোমার জবাব দেবার পালা।
বিদিশা বলল, জানো, মা বাপী খালি আমাকে বলতো, কি অমায়িক ব্যবহার ছিল দেবের। তুই ছেলেটাকে অকারণে সন্দেহ করলি। আজ যদি দেবের সাথেই তোর বিয়ে হতো, তাহলে তো এই দিনটা দেখতে হতো না। সবই ভাগ্যের খেলা, জানি না ভাগ্যে আমার কি লেখা আছে?
বিদিশার উদাসীন চোখ। অবিরাম মনের কষ্টে ভুগছে। দু বছর ধরে যেন একটা মারাত্মক বিষ বয়ে বেড়াচ্ছিল নিজেরই ভুলে। পাগলা কুকুরের মতন তার স্বামী তাকে শুধু দংশনই করেছে। জীবন যেন অসহ্য হয়ে উঠেছিল। আমাকে ছলছল চোখে বলল, ফিরে এসে যদি দেখতাম, তুমিও বিয়ে করে নিয়েছ, তাহলে হয়তো সত্যি সত্যি আমি মরেই যেতাম।
আবার সেই ভুলের স্বাকারোক্তি, ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য ছটফটে মন, কাঁদতে চেষ্টা করেও গলাটা শুধু একবার কেঁপে উঠল। ভেতরে অনেক জমানো ব্যথা, বেদনা। আমাকে শুধু বলল, মিনু যে ইচ্ছা করেই সেদিন ওই কান্ডটা ঘটিয়েছিল, আমি বুঝিনি। আসলে আমি খুব বোকা আর সরল ছিলাম জানো তো? মিনু ছিল চালাক, তাই আমার জীবনটা ছিন্ন ভিন্ন করে দিল। সেই সাথে তোমারও।
আমি বিদিশাকে বললাম, শোনো ভুল করাটা কোন দোষের নয়, কিন্তু ভুল থেকে যে শিক্ষা নিতে পারে সেই পৃথিবীতে সবচেয়ে বেশি লাভবান। -ভগবান তো যা শিক্ষা দিয়েই দিয়েছে, আর এর থেকে কি বেশি শিক্ষা পাবো আর জীবনে?
এখনো যেন আফশোস পিছু ছাড়ছে না বিদিশার মন থেকে। ওকে বললাম, যতই বাঁধা আসুক নিজেকে নিঃশ্বেস করে দেওয়ার তো কোন মানেই হয় না। This is a part of a life. অতীতের ভুলের কথা স্মরণ করে বর্তমানে বাঁচার কোন রসদ পাওয়া যায় না। আমাকে দেখেও তোমার কিছু মনে হচ্ছে না? কষ্ট ভুলে দিব্যি কেমন বেঁচে আছি। আর এমন কি হয়েছে তোমার? জীবনের নয় দুটো বসন্ত পার হয়ে গেছে। না তোমার রূপের কোন পরিবর্তন হয়েছে? না তোমার গোলাপের পাপড়ি ঝরে পড়ে গেছে। একটা ফালতু লোকের জন্য জীবন কে বলিদান দেবার তো কোন মানে হয় না। তাই না? জীবন কি অতই সস্তা?
এবার একটু হেসে বিদিশা বলল, মুখে খোঁচা খোঁচা দাড়ি রেখে চেহারাটা তো কিম্ভূত কি মার্কাই করেছো। আমার কথা চিন্তা করে করে এই দশা হয়েছে তোমার। সেটা বুঝি খুব ভাল লাগছে আমার?
বললাম, আমার জীবনে তুমি ছাড়া আর তো কোন নারী ছিল না, আর কোনদিন থাকবেও না। আমি হলাম তোমার আসল প্রেমিক বর। বিয়ের আগেও যা ছিলাম, এখনও তাই রয়েছি।
বিদিশা বলল, হয়েছে হয়েছে, এবার তো খাওয়া দাওয়া করে শুতে হবে না কি? মুড়ি জল টা খেয়ে নাও। আমি দেখি মায়ের কাছে গিয়ে রাতের খাবার কিছু জোটে কি না?
বিদিশা আমার পাশ থেকে উঠতেই যাচ্ছিল। ওর হাত ধরে ওকে টেনে বললাম, এই শোনো, আজ রাতে আমরা আর ঘুমোবো না। তুমি আর আমি শুধু গল্প করবো।
- তাই বুঝি? গল্প করা যেন পালিয়ে যাচ্ছে?
আমি বললাম, আরে এ গল্প তো সে গল্প নয়। এ হোল ভালবাসার গল্প। যাতে রোমান্স থাকবে, ড্রামা থাকবে। ট্র্যাজেডি তো আছেই আর সেই সাথে-
- সেই সাথে কি?
- সেই সাথে মস্তি।
বিদিশা চোখ বড় বড় করে বলল, মস্তি? সেটা কি রকম?
এই ধরো গল্প করতে করতে আমরা হারিয়ে যাবো। তুমি আর আমি হাত ধরাধরি করে ধরো কোথাও পাশাপাশি হাঁটছি। তুমি আমার হাতটা আরও শক্ত করে ধরলে। আমি তোমার কোমরে হাত দিলাম। সেখান থেকে তোমার পিঠ ছুঁয়ে তোমার ঘাড়ে, গলায়। তারপরই অকস্মাত-
অকস্মাত কি?
আমি দুম করে তোমার ঠোঁটে একটা চুমু খেয়ে বসলাম। তুমি নিজেকে আর সামলাতে পারলে না। তুমিও আমাকে জড়িয়ে ধরলে। তারপর-
তারপর কি? দূর, সব গল্প এখনই বলে দেবো না কি? তাহলে রাতের জন্য আর কি বাকী থাকবে? তোমার অভিসন্ধী আমি বুঝে গেছি। এ সব গল্প শুনিয়ে আমাকে সারারাত জাগিয়ে রাখা না অন্য কিছু? আর অসুস্থ শরীর নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হবে না। গল্প করার জন্য অনেক রাত পড়ে আছে। আমি বরং মায়ের পাশে গিয়ে শুচ্ছি। মায়ের সাথে গল্প করবো। সেটাই ভাল হবে। - না, না প্লীজ ওটা কোরো না, তাহলে আমি মারা পড়ব। কি মারা পড়বে? মরা কি অতই সস্তা না কি? বিদিশার জন্য একটা মান্না দের গানও ধরলাম, সুন্দরী গো, দোহাই তোমার মান কোরো না, আজ নিশীথে, কাছেই থাকো, না বোলো না। এতেও বিদিশা গলল না, হাত ছাড়িয়ে উঠে গেল। বলল, দাঁড়াও আমি বাটি করে তোমার খাবারটা নিয়ে আসছি। দু মিনিট পরেই ফিরলো। আমার হাতে মুড়ি জল ভর্তি বাটিটা ধরিয়ে বলল, এতে চামচে আছে। আসতে আসতে খাও। আমি মায়ের কাছে যাচ্ছি। মূহূর্তে বিদিশার প্রস্থান। আমি মুড়ি জল ভর্তি বাটিটা হাতে ধরে মুখটা ব্যাজার করে বসে আছি। ভাবছি কি করবো এখন? অনেক চেষ্টা করেও চামচ শুদ্ধু মুড়িটা মুখে ঢোকাতে পারলাম না। দু মিনিট বিষন্ন মুখে বসে রইলাম। হঠাৎই চোখ পড়ল দরজার দিকে। দেখলাম বিদিশা মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। ক্রমশঃ
20-07-2021, 11:34 PM
অপূর্ব এই পর্ব সাথে বাস্তবিক!!
আজকের পর্ব পড়ে সেই অসাধারণ গানটা মনে পড়লো - হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলাঘর.... |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 10 Guest(s)