17-07-2021, 05:49 PM
Bidisha r view hopefully ebar jante para jabe....also let's see how dev handle her n her situation.....how courageous he can be for her
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
|
17-07-2021, 05:49 PM
Bidisha r view hopefully ebar jante para jabe....also let's see how dev handle her n her situation.....how courageous he can be for her
17-07-2021, 10:17 PM
17-07-2021, 10:22 PM
(17-07-2021, 02:22 PM)Kallol Wrote: লেখক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন দুর্দান্ত একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প টা পড়ে বুঝতে পারছি এটা সুধুমাত্র একটা গল্প নয়় । একদমই বাাাাসত্মব। আমাদের আশেপাশে এমন কত দেেব বিদিশা আছে। যাদের হয়তো আমরা চিনি না। আপনার লেখার ভাষা খুুবই সুুন্দর । আগে কমেন্ট করতে পারিিিন বলে রাাগ করবেন না গল্প টা আমি কাল থেকে পড়া শুর করেছি। লাইক রেপু দিলাম লিখতে থাকুন এই লেখার মধ্যে আমার জীবন ও জড়িয়ে আছে। জীবন কাহিনী লেখার দ্বারা প্রতিফলিত। একটা সময় আমাকে যৌন সাহিত্যের লেখক হিসেবে তকমা দেওয়া হয়েছিল। প্রেমের উপন্যাস লেখারও যে যোগ্যতা আছে আমার, এই উপন্যাসের মাধ্যমেই সেটা প্রমান করি। তবে কিছুটা যৌনতা মিশ্রিত আমার আর একটি উপন্যাস ও আছে। মল্লিকা তোমাকে সোহাগ শৃঙ্গার। পড়ে দেখবেন।
17-07-2021, 10:23 PM
17-07-2021, 11:34 PM
মা’ ঘরে ঢুকে বলল, আমি একটু তোদের সাথে বসতে পারি?
ও মা সে কি? তুমি বসবে না তো কে বসবে? এসো আমার পাশে এসে বসো।
বিদিশাও বলল, হ্যাঁ মা বসো। সারাদিন অনেক খাটাখাটনি করেছো। এবার গল্প করো।
মা’ বলল, তোমাদের সাথে গল্প করার জন্যই তো এলাম। আজ সারাদিনে বাড়ীতে কত লোক। একদিন পরে সবাই দেবের কাছে এসেছে, তাই খুব ভাল লাগছিল।
আমি বললাম, মা’ বিদিশা আজ থাকবে। ও বাড়ীতে বলে এসেছে।
মুখটা তুলে খুব আশাপূরণ চোখে বিদিশার দিকে তাকিয়ে মা’ বলল, এইবার তোমরা দুজনে বিয়ে থা করে নাও মা। আমার ছুটী। আমি মরে গেলে দেব কে দেখার কেউ নেই।
মুখটা বিষন্ন মতন করে বললাম, কি যাতা বলছো? তোমার ছুটী মানে? তোমাকে বুঝি এত সহজেই চলে যেতে দেবো?
বিদিশাও বলল, তোমার জায়গা আমি কখনও নিতে পারবো না মা। মা’ মা ই। মায়ের কখনও বিকল্প হয় না।
মা বলল, আজ অনেক দিন বাদে বিদিশাকে পেয়ে আমার ছেলে খুশি। আমার সব কষ্ট দূর হলো।
বিদিশা লজ্জ্বায় মুখটা একটু নিচু করলো। যেন একটা অপরাধে মনে ও এখন ভারাক্রান্ত হয়ে গেছে।
একটা অনুরোধ করবো বিদিশা? আমার কথা রাখবে?
আমি আর বিদিশা দুজনেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রয়েছি। বিদিশা বলল, বলো মা?
দেখলাম মা’য়ের দুচোখ ভরা জল। দু গাল বেয়ে সন্তানের কষ্ট আর চিন্তায় অশ্রু টপটপ করে ঝরে পড়ছে। এমন অশ্রু দেখলে মন বেদনায় ভরে যায়।
এ মা, তুমি কাঁদছো কেন মা?
বিদিশা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মা’ কে প্রবল ভাবে জড়িয়ে ধরলো। ‘কেঁদো না মা, আমি জানি তুমি কি বলতে চাইছো। কথা দিচ্ছি আমি কোনদিন তোমার ছেলেকে ফেলে আর যাবো না।
আমিও সান্তনা যোগ করে বললাম, তোমার তো আনন্দ হওয়ারই কথা। এতদিন বাদে বিদিশা ফিরে এসেছে। তুমি ই তো কতবার বিদিশা বিদিশা করেছো। এই দ্যাখো বিদিশা এখন তোমার কাছেই দাঁড়িয়ে।
মা বলল, আজ বিদিশাকে এতদিন পরে দেখা। আমার কাছে তো অপ্রত্যাশিতই। এতদিন ধরে বিদিশার কথা চিন্তা করে করে তোর মনের ভাব যেমন বিষন্ন, নীরব আর শোচনীয় উঠেছিল, সেখান থেকে আজ তুই অনেকটাই পাল্টে গিয়েছিস। এর পুরো কৃতিত্বই বিদিশার। তারজন্যই তো ওর ওপর আমার এত আশা ভরসা। এই অনুরোধ। আমি চাই না কোন অবস্থাতেই তোরা আবার সেই আগের মতন বিচ্ছিন্ন হোস। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদের বাকীটা জীবন সুখের হোক।আমি মনে মনে বললাম, সত্যি বিদিশার জন্য এতদিন একটা যন্ত্রণা অনুভব করছি। কিন্তু বাইরের কাউকে তা চট করে বুঝতে দিই নি। তবে মা’ তো? মায়ের কাছে কি অভিনয় করে থাকা যায়? মা ঠিকই ধরে ফেলেছে, সেই মনের আঘাত কতটা ক্লান্ত করে তুলেছিল আমাকে। কতটা অস্থির করে তুলেছিল, কতটা দূঃখ দিয়েছিল আমাকে।
মা বলল, সারাদিন ধরে তো সবাইকে গান শুনিয়ে বেড়াচ্ছিস। এবার আমাকে একটা গান শোনা তো দেখি। তবে হ্যাঁ, বিদিশাকেও তোর সাথে গাইতে হবে।
মা’ য়ের আবদার শুনে বিদিশা রীতিমতন ভ্যাবাচাকা খেয়ে গেছে।
- আমি কি ওর মতন গাইতে পারি না কি? তোমার ছেলে কত সুন্দর গায়। আমি সেই তুলনায় কিছুই নয়।
বিদিশাকে বললাম, কলেজে পড়াকালীন তোমাকে তো একটা গান শিখিয়েছিলাম, সেটাই একটু গুন গুন করে মা কে শুনিয়ে দাও।
বিদিশা বলল, কোন গান টা?
আমি বললাম, কেন তোমার মনে নেই? সেই রবীন্দ্র সঙ্গীত টা।
বিদিশা একটু মনে করবার চেষ্টা করলো। হ্যাঁ এবার মনে পড়েছে। - এই তো হেথায় কুঞ্জ ছায়ায়। স্বপ্ন মধুর মনে।
- হ্যাঁ গাও।
না তুমি আগে গাও। নইলে আমি একা পারবো না।
আমি বললাম, ঠিক আছে তুমি শুরুটা করো না? আমি ঠিক ধরে নিচ্ছি।
বিদিশা শুরু করলো, আসতে আসতে গুন গুন করে,
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়,
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটা দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে……...
17-07-2021, 11:44 PM
(This post was last modified: 18-07-2021, 12:00 AM by Lekhak is back. Edited 2 times in total. Edited 2 times in total.)
বাহ্ এই তো দারুন হচ্ছে। গাও
বিদিশা বলল, এ মা তুমিও গাও। আমি একা পারি না কি?
বিদিশাকে সাহস যোগাতে এবার আমিও দ্বৈত কন্ঠে শুরু করলাম,
কাটবো প্রহর তোমার সাথে,
হাতের পরশ রইবে হাতে
রইবো যেদিন মুখোমুখি মিলন আগ্রহে
স্বপ্ন মধুর মোহে…..
এই বনেরই মিষ্টি মধুর
শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর জমিয়ে দেবে জানি
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে
স্বপ্ন মধুর মোহে…..
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়,
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটা দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে……...
চমৎকার, দারুন। মা বলল, বিদিশাকে এবার তুই গানটা ভাল করে শেখা দেব, ওর ও গানের গলা আছে।
বিদিশা মুখ টিপে টিপে হাসছে। আমি বললাম, একটু আগে শিখা যখন এসেছিল তখন ঘাপটি মেরে বসেছিল। শিখা শুনলে অবাক হয়ে যেত।
মা’ শিখার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছি। তুমি চেষ্টা করো। দেবের কাছ থেকে তালিম নাও। দেখবে তুমিও গাইতে পারবে।
বিদিশা বলল, এতদিনে তো গানটা শিখেই নিতে পারতাম। কি যে ভুল করলাম।
মা বলল, যা হয়ে গেছে, তা গেছে। পুরোনো কথা আর মনে রাখতে নেই। ভবিষ্যতের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। অতীত কখনও বাঁচার পথ দেখায় না। এই আমাকে দেখছো না? আমি কেমন তোমাদের দুজনকে দেখে সব কষ্ট ভুলে গেছি।
আমি বললাম, তাহলে একটু আগে কাঁদছিলে কেন তুমি? মা বলল, সন্তানের কষ্টে মা য়ের যেমন চোখে জল আসে, তেমনি সন্তানের আনন্দেও চোখ দিয়ে জল পড়ে। ন’ মাস আমি তোকে পেটে ধরে রেখেছিলাম, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি আর বিদিশা দুজনেই উঠে গিয়ে মা’ কে দুপাশ থেকে জড়িয়ে ধরলাম। মা’ য়ের গালে দুপাশ থেকে চুমু খেলাম। মা বলল, হয়েছে হয়েছে। এবার দুজনে মিলে গল্প করো তো দেখি। আমি পাশের ঘরে যাই। আমি আর বিদিশা দুজনেই মা’ কে আটকানোর চেষ্টা করছিলাম। মা নিজেই শুনলো না। যাবার আগে শুধু বলল, বেশি রাত্রি জাগিস না। তাড়াতাড়ি শুয়ে পড়িস দুজনে। ঘর থেকে আপাতত প্রস্থান করলো মা। আমি আসতে আসতে বিদিশার কাছে এগিয়ে গেলাম। বিদিশা বলল, কি ভয় পেয়ে গেছিলাম। আমাকে গাইতে বলছে মা। আমি কি পারি? আমি বললাম, কেন ভালই তো গাইলে। শিখার থেকেও কোন অংশে কম কিসের? দূর তুমিও রসিকতা করো। শিখা রীতিমতন রেওয়াজ করে। আমি কি রেওয়াজ করি? -তুমি কখনও একা গাইতেই পারবে না। রেওয়াজও নয়। আমি পাশে না থাকলে। -তাই বুঝি? আর তুমি তখন হারমোনিয়াম বাজাবে? আমার সাথে গলা মেলাবে? - আমি তোমার হাতে হাত ধরে তোমাকে হারমোনিয়াম বাজাও শেখাবো। - উম। বুঝেছি, আর কি কি করবেন গায়ক মশাই? -কেন? গাইতে গাইতেও প্রেম করবো, তোমাকে আদর করবো। তোমার গলায় চুমু খাবো। তোমার শরীর স্পর্ষ করবো। আর কত কি? - হু বুজেছি। গান শেখানোটা একটা বাহানা। ওই কাজগুলোই আসল। হেসে বললাম, পৃথিবীতে প্রেমের কোন বিকল্প আছে কি? সব কিছুতেই প্রেম বিরাজমান। জীবন মানেই প্রেম ময়। -থাক আর প্রেম করতে হবে না। বিদিশা একটু দূরে চলে যাচ্ছিল। ওর হাতটা শক্ত করে চেপে ধরে আমি শচীন দেব বর্মনের একটা গান ধরলাম।
17-07-2021, 11:46 PM
(This post was last modified: 18-07-2021, 12:11 AM by Lekhak is back. Edited 2 times in total. Edited 2 times in total.)
শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি।
শোন গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি।
শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি।
বিদিশা মুখ ঘুরিয়ে একটু ফিক ফিক করে হাসছে আমাকে বলল, তারপর?
আমি আরও গাইলাম, মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে, আমারি ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি।
শোন গো মধুর হাওয়া প্রেম করেছি আমি।।
বিদিশা মুখ ভেঙচে বলল, তাই বুঝি?
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী,
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী।
শোন গো মদির হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।
মধুর হাওয়ায় প্রেম, মদির হাওয়ায় প্রেম, দখিনো হাওয়ার প্রেম আকূলতা দেখে বিদিশা হেসেই লুটোপুটি। হাসতে হাসতে আমাকে বলল, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে আরও ভালবেসে ফেল তাই, দূরে দূরে রই।
ওকে জাপটে ধরে ফেললাম এবার। - তোমাকে দূরে যেতে দিচ্ছে কে?
এই করো কি? করো কি? দেখেছো শুরু করেছে আবার। বিদিশা হেসে এবার আমাকে কাকুতি মিনতি করতে লাগল।
17-07-2021, 11:48 PM
এই ছাড়ো না, মা যেই গেছে আবার শুরু করেছে।
এতদিন বাদে একটা রঙিন প্রজাপতিকে হাতে পেয়েছি। সহজে কি ছাড়া যায়? ফুরুত করে উড়ে পালিয়ে গেছিল। আর যেতে দিচ্ছি না।
বিদিশা বলল, উফ মায়ের সামনে কি কষ্ট করে গাইলাম। ভীষন ভয় হচ্ছিল আমার।
বললাম, ভালই তো গেয়েছো। কাল থেকে তোমাকে আরও গানের তালিম দেবো। তুমি রোজ আসবে আমার কাছে।
বিদিশা বলল, দাঁড়াও না, আরও একবার শিখাকে আসতে দাও, তারপর দেখবে আমিও কেমন গাই। ডুয়েট গাইবো তোমার সঙ্গে।
বিদিশাকে বাহবা দিয়ে বললাম, বাহঃ এই তো চাই, দ্যাটস গ্রেট। শুভেন্দুকে দেখিয়ে দেবো আমার বউও গাইতে পারে।
-সত্যি মেয়েটা কি মিষ্টি না?
-তোমার থেকেও মিষ্টি?
-ধ্যাত। আমি কি তুলনা করতে বলেছি? শিখা শিখার মতন, আমি আমার মতন।
বিদিশার গাল দুটো দু’ হাত দিয়ে ধরে বললাম, তোমার তুলনা তুমি। সেটা শিখাও জানে। কাউকে আলাদা করে আর বলতে হবে না।
-সত্যি তোমার যদি শিখার মতন একটা বউ হোত তাহলেই ভাল হতো।
-কেন এমন কথা বলছো বিদিশা?
এতগুলো বছর তোমার শুধু শুধু নষ্ট হোত না।
তাই বুঝি? তোমারও কি নষ্ট হয় নি?
হ্যাঁ হয়েছে তো? তার জন্যই তো পস্তাচ্ছি এখন।
পুরোনো কথা ভেবে কি লাভ বিদিশা? জীবনে হতাশা মানেই কপালে ভাঁজ। যত পরিত্যাগ করতে পারবে ততই ভালো।
ও বলল, আমি তো তাই ই চাই। তোমার সাথে যখনই থাকবো, এই হতাশা আর অনুভব করবো না। জীবনের উদ্বেগ আর অনিশ্চয়তার মূহূর্তগুলো আসতে আসতে কেটে যাবে। মন যখন ভেঙে পড়বে, তোমার সাথে কথা বলে মন টাকে চাঙ্গা করবার চেষ্টা করবো।
বিদিশার দু চোখে শান্ত কোমল দৃষ্টি আমার হৃদয়কে তাৎক্ষনিক আবেগে আপ্লুত করে ফেললো। ওকে বললাম, জীবনের সব ঝড় যখন কেটে যায়, তখন অনেক সময় রামধনুরও দেখা মেলে। আমি বলছি, তোমার জীবনের দূঃখ কষ্ট এখন আর কিছু নেই। রামধনুর মতন সাত রঙে ভরতে চলেছে তোমার জীবন। এই দেব তোমাকে কথা দিচ্ছে। আমার কথা কখনও বিফলে যাবে না।
ক্রমশঃ
18-07-2021, 12:05 AM
Darun.....r kichu akhon mathai asche na bolar moto.....keep it going
18-07-2021, 12:40 AM
সত্যিই খুব মিষ্টি পর্ব ছিল এটা. বিশেষ করে মা ছেলে আর বিদিশার কথোপকথন আর ভালোবাসা. খুব খুব মিষ্টি একটা আপডেট ❤❤
এই পর্বের জন্য বেস্ট গান - আজ মনেহয় রামধনু রং ছড়ালো আমার মনে
কে এতদূর দিলো উপহার আমার এ জীবনে
18-07-2021, 09:26 AM
এত সুন্দর লেখনী। বলার মতন ভাষা নেই।
18-07-2021, 12:18 PM
18-07-2021, 12:19 PM
18-07-2021, 12:20 PM
18-07-2021, 12:58 PM
মনটা কেমন উথাল পাথাল করে উঠলো শেষের পর্বটা পড়ে ....
18-07-2021, 07:35 PM
18-07-2021, 07:37 PM
18-07-2021, 10:54 PM
19-07-2021, 10:10 AM
|
« Next Oldest | Next Newest »
|