15-07-2021, 11:55 AM
তারপর???
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
|
15-07-2021, 11:55 AM
তারপর???
15-07-2021, 12:22 PM
great writing dada
15-07-2021, 01:57 PM
15-07-2021, 01:58 PM
15-07-2021, 05:39 PM
ফিরে পাওয়া ভালোবাসার সঙ্গে চুম্বনের , শারীরিক এবং মানসিক নৈকট্যের কি অদ্ভুত সুন্দর বর্ণনা !!!
15-07-2021, 09:11 PM
15-07-2021, 11:30 PM
উনিশ
আমার মোবাইল ফোনটা হঠাৎই বেজে উঠল। বিদিশাকে বললাম, ফোনটা ধরে দেখো তো, আবার কার ফোন এল?
বিদিশা বলল, তোমার ফোন আমি ধরবো? তারপর অচেনা যদি কেউ হয়?
আমি বললাম, অচেনা আবার কে হবে? করলে বন্ধু বান্ধব রাই করবে।
বিদিশা ইতস্তত করছিল। ওকে জোর করে বললাম, যেই হোক, তুমি বলবে আমি বিদিশা বলছি। ওর শরীর খারাপ। ও এখন রেস্ট নিচ্ছে।
মোবাইলের স্ক্রীনে নামটা ফুটে উঠতেই বিদিশার মুখে এক গাল হাসি। আমাকে বলল, কে আবার? শুভেন্দু ফোন করেছে।
আমি হেসে বললাম, তুমিই ধরো। দেখো ব্যাটা কি বলতে চাইছে।
আমার কাছে এগিয়ে এসে ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, না তুমিই কথা বলো আগে। আমি কথা বললেই ও আমার সাথে ফাজলামী শুরু করে দেবে।
ফোনটা আমিই রিসিভ করলাম। ও প্রান্ত থেকে শুভেন্দুর বেশ ভারী গলা।
-হ্যালো।
- কি করছিস?
- কি আর করবো? এই তো বিশ্রাম নিচ্ছি।
বিশ্রাম নিচ্ছিস না অন্য কিছু করছিস?
মানে?
বিদিশা কোথায়?
এই তো আমার পাশেই আছে।
বিদিশাকে আদর করেছিস?
ভাগ শালা, ফাজলামী হচ্ছে না?
শুভেন্দু অট্টহাসি দিয়ে বলল, তুমি হলে শালা ডুবে ডুবে জল খাওয়া পাবলিক। বিদিশাকে এতদিন বাদে পেয়েছ, আদর না করে কি আর তুমি ছাড়বে?
আমি বললাম, কেন? এর পর থেকে তুইও তো শিখাকে আদর করবি আমার মতন।
বিদিশা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথাই শুনছে। শুভেন্দু জবাবে বলল, এই শোন না? আজ রাতে তুই আর বিদিশা কি পাশাপাশি শুবি?
এমন বদমায়েশ। আমি হেসে বললাম, কেন তোমার বুঝি খুব ছুঁক ছুঁক করছে?
শুভেন্দু বলল, ওখানেই তো আমার আফশোস।কেন? আফশোস হবে কেন?
তোর মতন আমিও যদি শিখাকে পাশে নিয়ে শুতে পারতাম?
শালা বলে কি? কটা দিন যেতে না যেতেই এখনই পাশে নিয়ে শোয়ার তাল করছে?
গাল দিয়ে ওকে বললাম, শালা এত তাড়া কিসের তোমার? সবে তো ফুল ফুটলো। এখনই সব গন্ধ শুঁকে নিতে ইচ্ছে করছে?
শুভেন্দু আরো জোরে হাসতে লাগল। বলল, শোনো, আজ রাতে কিন্তু সেনসর বোর্ড থাকবে না তোমার ঘরে। সুতরাং যা খুশি করে নিতে পারো।
আমি মনে মনে ভাবছি। বিদিশা পাশে দাঁড়িয়ে সবই শুনছে। কি ভাবছে ও কে জানে?
ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, দাও তো, ওর মজা আমি বার করছি।
- কি হয়েছে বল?
- কে বিদিশা?
-হ্যাঁ বিদিশা বলছি। বল।
এই তোদের একটু খবর নিচ্ছিলাম।
আমি তো চলে যাবো একটু পরে।
চলে যাবি? ও মা কেন?
বাড়ী থেকে ফোন এসেছিল। আমাকে তাড়া দিচ্ছে।
সে কি রে? এতদিন বাদে দেবের কাছে এলি। আজ রাতটুকু অন্তত ওর পাশে থাক।
না না। একসাথে থাকার অসুবিধা আছে। মা খারাপ ভাববে।
কে মাসীমা?
হ্যাঁ আমি দেবের মা য়ের কথা বলছি।
আরে দূর, কিচ্ছু খারাপ ভাববে না। মাসীমা তো খুশিই হয়েছে। তুই এতদিন বাদে দেবের কাছে ফিরে এসেছিস।
বিদিশা বলল, সেটাই তো বলতে চাইছি। এসেছিলাম, কাজ মিটে গেছে। এবার আমি ফিরে যাচ্ছি।
অপর প্রান্ত থেকে শুভেন্দু একটু গম্ভীর হয়ে গেল। আমি আর বিদিশা দুজনেই তখন মুখ টিপে হাসছি। শুভেন্দু এবার প্রায় হাতে পায়ে ধরার মতন বিদিশা কে রিকোয়েস্ট করলো, না তুই থাক। প্লীজ, আজ রাতটা অন্তত থাক।
থাকতে পারি এক শর্তে। আমি আজ রাতে দেবের পাশে শোবো না। মা’ য়ের কাছে শোবো।
বিদিশা গম্ভীর মুখে বলল, বিয়েটা হয়ে যাক। তখন দেখা যাবে। তাছাড়া ও তো অসুস্থ এখনও পুরোপুরি সুস্থ হয় নি। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
শুভেন্দু পুরোপুরি মন মরা হয়ে গেল। স্পীকারটা অন করে বিদিশা কথা বলছে। আমি পরিষ্কার শুনছি, শুভেন্দু বলছে, যাহ্ চ্চলে। এটা কেমন হলো? এমন একটা রজনী, বৃথা যাবে? কত তপস্যা করে অপেক্ষা করেছিল ব্যাচারা।
বিদিশা বলল, তোর কেন এত দূঃখ হচ্ছে বলতো?
আরে দেবের সুখই তো আমার সুখ। আর দেবের দূঃখ মানেই তো আমার দূঃখ।
ও তাই বুঝি? সেইজন্যই ওই সব সেন্সর ফেন্সর কি সব বলছিলিস।
ও তুই শুনে নিয়েছিস?
শুনবো ছাড়া আর কি? খালি ফাজলামো আর ফাজলামো।
শুভেন্দু এবার রসিকতটা আরও চরম পর্যায়ে নিয়ে গেল। বিদিশাকে লজ্জ্বা শরমের বালাই রেখে বলল, এই শোন না। আজ রাতের কাহিনীটা তোরা শুধু আমাকে বলবি। আর কেউ জানতে পারবে না।
-হ্যাঁ, ওটাই বাকী আছে। তারপর তুমি পেট পাতলা করে সবাই কে বলো বসো আর কি?
বিশ্বাস কর, কাউকে বলবো না। এমন কি শিখাকেও নয়।
বিদিশার হাত থেকে ফোনটা আবার নিয়ে আমি বললাম, ইয়ার্কী ছাড়। বাড়ী কখন পৌঁছোলি বল?
শুভেন্দু বলল, এই তো একটু আগে শিখা আমাকে ড্রপ করে দিয়ে গেল।
-সত্যি তুই খুব ভাগ্য করে পেয়েছিস মেয়েটাকে।
আর শিখা বুঝি আমাকে ভাগ্য করে পায়নি?
নিজের ঢাক নিজেই পেটাতে ব্যস্ত। আমি হাসতে হাসতে বললাম, তোর মাইরী স্বভাবটা আর গেল না। সবেতেই ইয়ার্কী মারিস।
শুভেন্দু এবার যে কথাটা আসতে আসতে বলল, শুনলে পিলে চমকে যাবে। আমাকে বলল, শোন বৎস, সুযোগ যখন পেয়েছো আজই তার সদব্যবহার করে নাও। আমি কিন্তু শিখার সাথে শুচ্ছি, আর কিছুদিন পরেই। হাঃ হাঃ হাঃ।
15-07-2021, 11:33 PM
(This post was last modified: 15-07-2021, 11:39 PM by Lekhak is back. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমি বললাম, এই দাঁড়া, অত তাড়াহূড়ো করিস না। শিখার মনোভাবটাও তোর বোঝা একান্তই দরকার। আর তাছাড়া বিয়ে তো করেই নিবি আর কিছুদিন পরে। এখনই তুফান এক্সপ্রেস ছোটাতে চাইছিস?
শুভেন্দু বলল, বিয়ে করে সবাই তো বউকে পাশে নিয়ে শোয়। আর যে বিয়ের আগেই শোয়, সেই তো আসল খিলারী।
আমি অবাক হয়ে শুভেন্দুর কথা শুনছিলাম। এই কদিনেই ওর মধ্যে কত পরিবর্তন। আমাকে আশ্চর্য করে আরও বলল, শোন না? আমি একটা ফুটবল টীম বানাবো ভাবছি। আমার আর শিখার বছর বছর একটা করে সন্তান হবে। এগারো বছরে এগারো জনের ফুটবল টিম।
মনে মনে ভাবলাম, এত সুন্দর ফুলের মতন মেয়েটাকে বাচ্চা পয়দা করবার মেশিন ভাবছে। এই ছেলেটার হলো টা কি?
আমাকে অবাক করে শুভেন্দু বলল, আমি কি মূর্খ? ভীমরতি ধরেছে আমাকে? তোর সাথে রসিকতা করে তোকে পরখ করছিলাম। শুভেন্দু ভালমতনই জানে, একার ইচ্ছে তে কিছু হয় না। জোড়া সিদ্ধান্তই আসল।
আমি বললাম, তা, শিখা তোকে আর কিছু বললো?
শুভেন্দু বলল, তোদের দুজনেরই খুব প্রশংসা করছিল। বিদিশা আর তুই। মাসীমার কথাও বলছিল। আর তোর কথা বিশেষ আলাদা করে। দেব দার মতন মানুষ হয় না।
আর তোর গানের গলার তো ভরপুর প্রশংসা। শিখা তো তোর রীতিমতন ফ্যান হয়ে গেছে।
-যাই হোক। মেয়েটার যত্ন করিস। ভালই দেখভাল করিস। খুব ভাগ্য করে পেয়েছিস।
শুভেন্দু বলল, বিদিশা তো তোর পাশেই ছিল। কোথায় গেল? দে একবার কথা বলি।
বিদিশা পাশের ঘরে গেছে। শুভেন্দুকে বললাম, ও এই পাশের ঘরে গেল। মা’ ঘুম থেকে উঠেছে কি না দেখার জন্য।
শুভেন্দু ফোনটা ছাড়ার আগে, শেষ কথা বলল, কিছুতেই বিদিশাকে আজ বাড়ি ফিরতে দিস না। তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে। আজই সুদে আসলে সব উশুল করে নে।
কি যে বলে ছেলেটা? বিদিশার কাছ থেকে কিছু সুদে আসলে উশুল করবার দরকার পড়ে না কি? আমার অতীতের এতগুলো বছরকে যে এক নিমেষে ভুলিয়ে দিয়েছে। সূর্যের মতন আমাকে আবার তেজোদৃপ্ত করেছে। আমার জীবনের আকাশ এখন ঘন নীল, সেই আগের মতন। ফুলের গন্ধ, বর্ণ সব যেন হারিয়ে বসেছিলাম। আজ আবার ফিরে পেয়েছি বিদিশারই দৌলতে। আবার আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আবার আমি আশাবাদী। জীবনের পথ চলা নতুন করে শুরু। বিদিশাকে সম্বল করে আমি ভবিষ্যতের সুখ স্বপ্নের ছবি আঁকছি। পৃথিবীর এমন কোন সুখ নেই। যা আমার এই সুখের সাথে পাল্লা দিতে পারে।
শুভেন্দু ফোনটা ছেড়ে দেবার পর চিন্তা করছিলাম, আজ অনেক্ষণ গল্প করবো বিদিশার সঙ্গে। ওর ভেতরে জমে থাকা কষ্টটা আমাকে আরও ভাল করে জানতে হবে। বিদিশাকে আরও সাহস যোগাতে হবে। ও যেন কিছুতেই নিরাশ হয়ে না পড়ে। সমস্যা যেমন আছে, তেমন সম্ভাবনাও আছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই। যা আমাদের দুজনকে আবারও আলাদা করে দিতে পারে। এই বাঁধা বিপত্তি থেকে যে করেই হোক আমাদের বেরিয়ে আসতে হবেই।বিদিশা ঘরে ঢুকে বলল, তুমি এখন কিছু খাবে? সারাদিন তো শুয়ে শুয়েই কাটিয়ে দিলে। খিদে পাচ্ছে না।
ওকে বললাম, পাশের ঘরে গিয়েছিলে? মা’ কে কি দেখলে? ঘুম থেকে উঠেছে? না এখনও ঘুমোচ্ছে।
-মা বলল, ঘুমোয় নি। শুধু চোখটা বন্ধ করে আলতো বিশ্রাম নিচ্ছিল। আমাকে শুধু জিজ্ঞাসা করলো, তুমি আজ থাকবে বিদিশা? বাড়িতে বলে এসেছো?
আমি বিদিশাকে বললাম, কি উত্তর দিলে তুমি?
বিদিশা বলল, আমি কিছু বলার আগেই মা’ বলল, থাকো না আজ রাতটুকু আমার ছেলের পাশে। তোমাকে পেয়ে ও খুব খুশি হয়েছে। আমি কতদিন বাদে দেবকে প্রাণ খুলে হাসতে দেখছি। শুধু মন মরা হয়ে থাকতো। আর সারাদিন শুধু লেখালেখি আর মন উদাস করে থাকা। কি যে হয়ে গিয়েছিল ছেলেটা। মা’ বলেই আমি ওর কষ্টটা বুঝি।
বিদিশা বলল, মাথা নিচু করে মায়ের সামনেই দাঁড়িয়ে ছিলাম, বললাম, হ্যাঁ মা। আমি থাকবো। বাড়িতে বলেই এসেছি।
দুহাত বাড়িয়ে বিদিশাকে কাছে টেনে নিজের পাশে বসালাম। বললাম, এবার বসোতো দেখি। তোমার সাথে একটু গল্প করি।
দাঁড়াও, আগে কিছু খেয়ে নাও। সারাদিন কিছুই তো খাও নি।
না, এখন কিছু খাবো না।
খাবো না বললেই হবে? পেটে পিত্তি পড়ে যাবে তখন কি করবে?
বিদিশা কিছুতেই বসতে চাইছিল না। বলল, আমি তোমার জন্য মুড়ি জল নিয়ে আসি। মা বলেছে তোমাকে মুড়ি জল খাওয়াতে। পেট ঠান্ডা থাকবে। মা’ কে আর কষ্ট দেবো না। আমি নিজেই করে নিয়ে আসছি।
বিদিশার হাত ধরে বললাম, বসো তো এখন। পরে যেও। রাতে শোবার আগে খেয়ে নেবো।
-এই তুমি কিন্তু আর জড়িয়ে ধরবে না। মা জেগে গেছে। এখুনি ঘরে চলে আসতে পারে।
- আচ্ছা আমি কি তোমাকে ঘনঘন জড়িয়ে ধরতে পারি না?- কি আবদার বাবুর? পারবে আমাকে সারাজীবন এভাবে জড়িয়ে ধরে রেখে দিতে?
আমি বললাম, কেন তোমার আমার ওপর ভরসা নেই?
আমার ওই দুষ্টু বরটা যদি আমাকে ডিভোর্স না দেয়? তোমার সব প্রচেষ্টা মাটি হয়ে যাবে।
মুখটা একটু উদাস করে বললাম, এমন কথা বোলো না। তোমাকে আমি সাথে করে নিয়ে কোথাও পালিয়ে যাবো।
-পালিয়ে যাবে? সে কি? কোথায়?
যেদিকে মন চাইবে সেইদিকে। তোমার ওই দুষ্টু বর আমাদের হদিশও পাবে না।
আর মায়ের কি হবে? মা’ বুঝি সারাজীবন একা থেকে ছেলের কষ্টে শেষ জীবন কাটাবে?
আমি বললাম, মাকেও সাথে করে নিয়ে যাবো।
ঠিক সেই মূহূর্তে মা ও ঘরে ঢুকেছে। বলল, কোথায় পালাবার কথা হচ্ছে?
আমি সামলে নিয়ে বললাম, কোথাও না। এই একটু ইয়ার্কী মারছিলাম বিদিশার সঙ্গে।
ক্রমশঃ
16-07-2021, 08:41 AM
খুব ভাল লাগলো।
16-07-2021, 09:36 AM
Ki korbe ei dujon ebar setai dekhar
16-07-2021, 11:43 AM
16-07-2021, 11:43 AM
16-07-2021, 12:06 PM
16-07-2021, 12:15 PM
জানিনা শেষে কি অপেক্ষা করছে এই গল্পে তবে প্রতিটা পর্বের সাথে আগ্রহ বেড়েই চলেছে. সত্যিই খুব সুন্দর একটা গল্প. আবারো একটা গান মনে পড়লো এই গল্পের সাথে মানানসই -
হারিয়ে যাওয়া মুক্ত গুলো কয়েকবছর পরে খুঁজে পেলে মনটা যেন কানায় কানায় ভরে
16-07-2021, 07:56 PM
বড্ড ছোট আপডেট হয়ে গেলো ! জানি লিখতে অনেক পরিশ্রম লাগে ! তাই বলতেও কষ্ট হচ্ছে ! কিন্তু এমন একটা গল্পের এইটুকু আপডেটে মন ভরেনা !
16-07-2021, 09:55 PM
16-07-2021, 09:56 PM
(16-07-2021, 12:15 PM)Baban Wrote: জানিনা শেষে কি অপেক্ষা করছে এই গল্পে তবে প্রতিটা পর্বের সাথে আগ্রহ বেড়েই চলেছে. সত্যিই খুব সুন্দর একটা গল্প. আবারো একটা গান মনে পড়লো এই গল্পের সাথে মানানসই - বাহ খুব সুন্দর উদাহরণ। খুব ভাল লাগল।
16-07-2021, 09:57 PM
17-07-2021, 06:33 AM
17-07-2021, 02:22 PM
লেখক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন দুর্দান্ত একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প টা পড়ে বুঝতে পারছি এটা সুধুমাত্র একটা গল্প নয়় । একদমই বাাাাসত্মব। আমাদের আশেপাশে এমন কত দেেব বিদিশা আছে। যাদের হয়তো আমরা চিনি না। আপনার লেখার ভাষা খুুবই সুুন্দর । আগে কমেন্ট করতে পারিিিন বলে রাাগ করবেন না গল্প টা আমি কাল থেকে পড়া শুর করেছি। লাইক রেপু দিলাম লিখতে থাকুন
PROUD TO BE KAAFIR |
« Next Oldest | Next Newest »
|