Thread Rating:
  • 21 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুনিতা মাতা
#21
[Image: tree.jpg]

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--
সেই যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা--
উড়ে গেল, সকল কথা কইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

প্রথম পর্ব সমাপ্ত
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
অসাধারণ গল্প  পরের আপডেট যত তাড়াতাড়ি সম্ভব  দেবেেন  লাাইক রেেেপুপ  দিলাম
 








PROUD TO BE KAAFIR  devil2


                                 
[+] 1 user Likes Kallol's post
Like Reply
#23
[Image: sunita-2.jpg]
Like Reply
#24
কত দিন দেখিনি তোমায় -
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে
সে আলোয় মন ভরে যায়
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি
আমার এ অন্ধকারে কত রাত কেটে গেল
আমি আঁধারেই রয়ে গেলাম
তবু ভোরের স্বপ্ন দেখে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে
ওরা যদি গান হয়ে যায়
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
 
সুনিতা এই গানটা জানত না। কিন্তু ওর মনে ঠিক এইটাই মনে হত। রোজ সকালে উঠে ওই মেহগনি গাছের নীচে দিয়ে বসত। আর ভাবত আকাশের সাথে বসে আছে। আকাশের দিকে তাকিয়ে আকাশের সূর্যকে দেখতে দেখতে নিজের আকাশের কথা ভাবত। নিজের মনে কত কি বলে যেত আকাশকে। চোখ বন্ধ করলেই ওর মনে হত আকাশ বসে আছে ওর পাশে আর আকাশের হাত ওর পেটে খেলা করছে। দূরে আকাশের দিকে তাকিয়ে ভাবত ওই বুঝি আকাশ এলো। অল্প কিছু দিনের স্মৃতি, তবু ওর মনে হত জন্ম জন্মান্তর ও আকাশের সাথেই কাটিয়েছে। চোখ বন্ধ করলেই দেখত আকাশ আসছে, মনের খুশীতে চোখ খুলে দেখত কেউ নেই। মাঝে মাঝে দূর থেকে কাউকে আসতে দেখলে ওর মনে হত আকাশ আসছে। ওর মন খুশীতে ভরে উঠত। কিন্তু শেষে যখন সে অন্য দিকে চলে যেত বা সে কাছে এলে সুনিতা দেখত অন্য কেউ ওর চোখে জল এসে যেত। সকালের সূর্যকে দেখে ভাবত সূর্যের আলোতে যেরকম সব অন্ধকার কেটে যায়, ওর জীবনেরও অন্ধকার কেটে যাবে। পাখির ডাকের সুরে ওর মনে হত ওর জীবনের ফেলে আশা সময় টুকু ওর সামনে গান হয়ে ফিরে আসবে। কবে আবার আকাশ ওর পেটে হাত দিয়ে খেলবে। ওর সারা শরীর পুড়ে যেত আকাশের আদর খাবার জন্য। রোজ ওখানে বসে থাকার সময় ওর আর কিছুই মনে থাকতো না। ও বসেই থাকতো যতক্ষণ না ওর মা এসে ওকে ঘরে নিয়ে যেতেন। ও বার বার সূর্যকে বলে যেত, কতকাল দেখিনি আকাশকে, ওকে এনে দাও, একবার আকাশ দেখি।

ঘরে গিয়ে ওর মা ওকে বলে বলে সব কিছু করাতেন। উনিও রাগ করতেন না, কারণ উনি বুঝতেন মেয়ের মনের অবস্থা। সুনিতা আকাশের কাছ থেকে ওরতিনবন্ধুবইটা রেখে দিয়েছিল। যতক্ষণ ঘরে থাকতো ওই বইটা নিয়ে বসে বসে পাটা ওলটাত। কিছু পড়তে পারত না কিন্তু ওই বইটার প্রত্যেক পাতায় আকাশের হাতের ছোঁয়া ছিল। ও সেই হাতের ছোঁয়া অনুভব করার চেষ্টা করতো। ওই বইয়ের প্রত্যেক লাইনে আকাশের গলার স্বর আর আবেগ লুকিয়ে ছিল। ও সেই ভালবাসা অনুভব করতো। ক্যানালের ধারেও যেত না বন্ধুদের সাথে আড্ডা মারতে। লতা আর দিব্যা অনেক বললেও যেত না।

এই ভাবে দশ দিন মত কেটে গেলে সুনিতা একটু সামলে ওঠেতাও রোজ মেহগনি গাছের নীচে বসে সূর্যোদয় দেখত আর সূর্য দেবতাকে নিজের দুঃখের কথা বলত। ঘরে ফিরে মায়ের সাথে কিছু কাজ করত। পরে বন্ধুদের সাথে গল্প করতে ক্যানালের পাশে যেত। চুপচাপ বসে থাকতো, কিছু জিজ্ঞাসা করলে ছোটো করে উত্তর দিত। নিজের থেকে কিছুই বলত না।

একদিন রাজন আর দিব্যা ওকে ঘুরতে নিয়ে যায়রাজনের সাথে দিব্যাকে দেখে ওর মন খারাপ আরও বেড়ে গেল। ওর মনে হতে লাগলো আকাশ থাকলে ওকেও ওদের মত ভালবেসে হাত ধরে ঘুরত। ও আরও মন মরা হয়ে ওদের সাথে কথা বলছিল। দিব্যা ওদের পুরনো ভালবাসার জঙ্গলের দিকে যেতে গেলে সুনিতা বলল ও যাবে না ওই দিকে। ওদিকে গেলে সুনিতার আকাশের কথা বেশী করে মনে পড়বে, তাই ওদিকে যাবেনা। তখন দিব্যা রাজনের হাত ছেড়ে সুনিতার হাত ধরে অন্য কথা বলতে লাগলো। ওদের ছোটবেলার হাসির মুহূর্ত মনে করানোর চেষ্টা করল। সুনিতা একটু শুকনো হাঁসি হেঁসে চুপ করে গেল। তখন রাজন ওকে তিনবন্ধুগল্পটা শোনাতে বলল।

সুনিতা কোথাও বসতে বলল। ওরা ক্যানালের ধারে একজায়গায় বসল আর সুনিতা ওই গল্প বলতে শুরু করল। গল্প বলতে বলতে ওর মুখের ভাব বদলে যাচ্ছিল। ওর মনে হতে থাকল আকাশ ওর সাথে আছে। প্রায় এক ঘণ্টা পরে যখন গল্প শেষ করল, বাকি সবাই চুপ। কেউ কোন কথা বলতে পারছিল না। দিব্যা বলল, “তুই রবার্টের কথা ভাব, ওর ভালবাসা আর কোনদিন ফিরবে না। তোর ভালবাসা তো ফিরে আসবে। এত দুঃখ কেন তোর ? রবার্টের মনের অবস্থার সাথে তোর যদি তুলনা করিস তবে তোর তো কিছুই হয়নি। আকাশ তো আবার ফিরে আসবে”।
সুনিতা বলল, “আমি তো জানি ও ফিরে আসবে। কিন্তু কবে”?

একটু থেমে আবার বলল, “যদি না ফেরে, যদি ওর বাবা মা আসতে না দেয়! তখন কি হবে ? আমি তো বেঁচে থেকে মরে যাব”।
রাজন আর দিব্যা দুজনেই ওকে বলল যে ওর কোন চিন্তা নেই। ওরা আকাশকে যতটা দেখেছে আর বুঝেছে তাতে ওরা জানে আকাশ ফিরে আসবে। আকাশের জীবনে যত বিপর্যয়ই আসুক না কেন ও সুনিতাকে ছেড়ে থাকতে পারবে না। আরও কিছু সময় এইসব কথা বলে ওরা বাড়ি ফিরে গেল। তারপর থেকে রোজ ক্যানালের ধারে দিব্যা আর লতা “তিনবন্ধু” নিয়ে আলোচনা করতো। যতক্ষণ ওরা ওই গল্পে থাকতো ততক্ষন সুনিতার মন ভালো থাকতো।

সখি ভালবাসা একেই বলে।

একদিন সুনিতার বাবা অফিস থেকে ফিরে বলল আকাশ ফোন করেছিল। মুহূর্তের মধ্যে সুনিতার মুখ, সুনিতার চাহনি, সুনিতার সারা শরীরের অভিব্যক্তি বদলে গেল। যেন পি সি সরকারের ইন্দ্রজাল! ও বাবাকে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, “আকাশ কেমন আছে? আমার কথা কি জিজ্ঞাসা করল? আমাকে কি ভুলে গেছে? ও কি ওর বাবা মায়ের সাথে কিছু কথা বলেছে? ওর শরীর ঠিক আছে তো”?
ও আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল। ওর মা থামিয়ে দিল আর একটু ধৈর্য ধরতে বললেন। সুনিতা ছেলে মানুষের মত অ্যাঁ অ্যাঁ করতে লাগলো। ওর বাবা বললেন  চিন্তা করার কোন কারণ নেই। আকাশ ওর বাবা মাকে চিঠি লিখে দিয়েছে। ওরা কোন আপত্তি করেননি। বলেছেন আকাশ ফিরে গেলেই সব কথা শুনে ওনারা কি করা যাবে ঠিক করবেন। আর বলেছেন ওঁদের আকাশের ওপর পুরো বিশ্বাস আছে। সুনিতাকে সাবধানে থাকতে বলেছে। সুনিতা শান্ত হয়ে জিজ্ঞাসা করল আকাশ কবে পালঘাট আসবে। ওর বাবা বললেন আরও একমাস পরে ও কোলকাতা যাবে তারপর আসবে। সুনিতা সেদিন খুব শান্তিতে ঘুমাল।

তার পরদিন সকালে উঠেই আগে সূর্য দেবতাকে অনেক করে প্রনাম করল। বলল, “তুমি কি ভালো ঠাকুর। তুমিই সবথেকে ভালো জান আমি আকাশকে কতটা ভালোবাসি। তুমিই আমাদের ভালবাসা শুরু হবার সাক্ষী। একমাত্র তুমিই দেখেছ আমরা কি ভাবে একজন আরেকজনের কাছে এসেছি। রোজ তোমার সামনেই আমরা দুজনকে ভালবাসতাম। তোমার কাছে আমরা কখনো কিছু লুকাইনি। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে তুমি আমাদের কোনদিন দুঃখ পেতে দেবে না”।

তারপর ও সূর্যের দিকে মুখ করে মাথা নিচু করে ওনাকে শ্রদ্ধা জানালো। মাথা তুলে দেখে সূর্য মেঘের পেছনে লুকিয়ে গেছে। সুনিতা বলল, “তোমার আবার মন খারাপ হল কেন”?

সূর্য এক পলকের জন্য মেঘের বাইরে এসে আবার লুকিয়ে গেল। সুনিতা বলল, “তবে তোমার কিসে রাগ হল?”

সূর্য আবার এক পলকের জন্য মেঘের বাইরে এসে আবার লুকিয়ে গেল। সুনিতা বলল, “ও আমি বুজেছিআমি কেন আগে কেঁদে ছিলাম। আমি এই কান ধরছি, আমি তোমাকে আর অবিস্বাস করবো না। আমি জানি তুমি আছ, আকাশ ফিরে আসবেই। আমি তোমাকে কথা দিচ্ছি আর কাঁদব না আমি”।
সূর্য মেঘের পেছন থেকে বেরিয়ে এসে সব দিক উজ্জ্বল করে দিল। সুনিতার মুখ হাসিতে ভরে গেল। ঘরে ফিরে মার সাথে একটু কাজ করেই কোন রকমে একটু খেয়ে দৌড়ালো ক্যানালের ধারে। দিব্যা আর লতা আসতেই ও কলকলিয়ে সব বলল। আর বলল ও খুব খুশী। সেদিন সূর্য দেবতাও ওর সাথে কথা বলেছে। দিব্যারা ওর সূর্যের সাথে কি ভাবে কথা হয়েছে সেটাও শুনল। তারপর থেকে রোজ ওরা আকাশের সাথে কি করবে, ওর বাড়ি গেলে কিভাবে থাকবে সেই গল্পই করতো। আর তিনজন মিলে স্বপ্ন দেখত।

সখি ভালবাসা একেই বলে।

এরমধ্যে সুনিতার ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোল। ভালভাবেই পাস করেছে। দিব্যা আর লতাও পাস করেছে। রাজন সবাইকে নিয়ে ওখানকার সেইসময়ের ভালো রেস্টুরান্ট “হোটেল ক্যাসিনো” তে ওদেরকে খাওয়াল। পালঘাটে ওই একটা হোটেলেই বাঙালি মাছের ঝোল পাওয়া যেত। সুনিতা তাই খেল। ও খেয়েছিল তেলাপিয়া মাছের সর্ষে বাটা। ও আবার হোটেলের ম্যানেজারকে অনুরোধ করল ওকে ওই রান্নাটা শিখিয়ে দিতে। রাজন ওই ম্যানেজারকে আলাদা ডেকে বোঝাল কেন সুনিতা ওই রান্না শিখতে চাইছিল। অনেক অনুরোধ করার পরে উনি রাজী হলেন শিখিয়ে দেবার জন্য।  সুনিতা আর দিব্যা এরপরে তিনদিন ওই হোটেলে গিয়েছিল আর হোটেলের রাঁধুনির কাছ থেকে মাছের সর্ষে বাটা, কালিয়া আর দই মাছ করা শিখে নিল।

সখি ভালবাসা একেই বলে।

এখনকার কোন কবি যদি সুনিতার কথা জানতেন তবে উনি রবিন্দ্রনাথের “সখি ভালবাসা কারে কয়” গানটার উত্তর দিতে পারতেন। “সখি ভালবাসা এরে কয়, সেতো মোটেই যাতনার নয়”। ভালবাসা সবসময়ের জন্য সুখের। বিরহ সবসময় দুঃখের। এটা ঠিক যে ভালবাসার থেকেই বিরহের জন্ম। কিন্তু তা বলে ভালবাসা কক্ষনো যাতনাময় হতেই পারে না।

যাই হোক সুনিতার দিন কাটতে লাগলো। ও কলেজে ভর্তি হল। তখন রোজ সকালে ও সূর্যোদয় দেখতে যায়। আধঘন্টা সূর্যের সাথে সুখ দুঃখের গল্প করেবসে খানিকক্ষণ আকাশের কথা ভাবে। ভাবে আকাশ থাকলে তখন কি ভাবে আদর করতো। চোখ বন্ধ করে সেই সময়টাকে অনুভব করার চেষ্টা করে। তারপর কলেজ যায়। বাড়ি ফেরে, বন্ধুদের সাথে আড্ডা মারে। ব্যাস এইভাবেই চলে যাচ্ছিল। এইভাবে তিনমাস কেটে গেল। আকাশ মাঝে মাঝে সুনিতার বাবার সাথে ফোনে কথা বলত। আর বাড়ি ফিরে সব জানাত। সুনিতার মন দুদিন ভালো থাকতো। তারপর সুনিতা আবার নিজের মধ্যে গুটিয়ে যেত। 

কলেজে সুনিতাদের ক্লাসে ১০ জন মেয়ে আর ৩০ জন ছেলে। সব ছেলেমেয়েরাই হইচই করে দিন কাটাত। সুনিতা সবার সাথে থেকেও কেমন যেন আলাদা। দিব্যা আর লতাও একই ক্লাসে পড়ত। সুনিতা কোন ছেলের সাথে কথাই বলত না, আর দিব্যা আর লতা ছাড়া অন্য মেয়েদের সাথে অল্প কথা বলত। লতার অনেক বেশী ছেলে বন্ধু ছিল। ও সব ছেলেদের সাথে ফ্রীলি মিশত। অনেক ছেলেই ওর শরীরের নানা জায়গা ছুঁয়ে দেখেছে। লতা কিছুই বলত না। আসলে লতার খুব বেশী ইচ্ছা করতো সেক্স করতে। দিব্যা আর সুনিতার সেক্সের গল্প শুনে ওর আরও বেশী ইচ্ছা করতো। সবসময় কলজে ক্লাস করার সময় সুনিতা আর দিব্যা আলাদা বসত, আর লতা সব ছেলেদের মধ্যে গিয়ে বসত। আর লতা যা যা করতো সুনিতা বা দিব্যা কে বলত না, কিন্তু ওরা বুঝতে পারত। মাস খানেক পড়ে লতা ওদের বলত কোন ছেলেটার লিঙ্গ কত বড়। সুনিতা জিজ্ঞাসা করেছিল যে ও কি করে জানল। লতা বলল, “আমি রোজ ছেলেদের মধ্যে বসে বসে কি গান গাই, আমি সব ছেলেদের লিঙ্গ টিপে টিপে দেখি”।

সুনিতা বলল, “ওরা কিছু বলে না”?

লতা বলল, “সব ছেলেদের লিঙ্গ তে মেয়েরা হাত দিলে ওরা খুশীই হয়, তো কিছু বলবে কেন, আর ওরাও আমার স্তনে আর থাইয়ে বেশ ভালো টেপা টিপি করে”।

দিব্যা বলল, “অন্য কেউ দেখে না”?

লতা বলল, “দেখবে না কেন, আমি রোজ যেখানে গিয়ে বসি, ওখানে সব কটা ছেলেই জানে আমি কি করি, তাই আমার দুই পাশে কে বসবে সেই নিয়ে ওদের মধ্যে লড়াই হয়”।

সুনিতা আর লতা দুজনেই বলল ভীষণ সাঙ্ঘাতিক মেয়ে লতা। সুনিতা অবশ্য কলেজ শুরু হবার পর থেকে আকাশের দুঃখ একটু ভুলতে পেরেছে। তার মানে এই নয় যে ও আকাশকে ভুলে গেছে। ও কখনই আকাশকে ভোলেনি। ও কোনদিন আকাশকে ভুলবেও না। শুধু কলেজের পড়াশুনো ওকে অন্যদিকে ব্যস্ত করেছে। ও হেঁসে খেলে জীবন কাটানোর থেকে পড়াশুনো করাকে বেশী জরুরি মনে করেছে। মাঝে মাঝে সব বন্ধুদের হাঁসি, খেলা, হইচই ওকেও টানে, ওকেও দুর্বল করে দিতে চায়, কিন্তু ওর মনে তখন একটা জেদ চেপে গিয়েছিল যে ওকে নিজেকে প্রস্তুত হতে হবে। যদি কোন কারনে আকাশ ওর কাছে না আসতে পারে তখন ও যেন ও আকাশকে খুঁজে নিয়ে আসতে পারে। ও আকাশকে পাবার জন্য যেকোনো মুল্য দিতে রাজী ছিল। তাই ওর কাছে তখন পড়াশুনোর চাপ কোন চাপই নয়। আর সুনিতা বাকি সব বন্ধুদের সাথে হইচই কম করতো বা করতেই চাইতো না এই ভয়ে যে তাতে যদি ওর মন থেকে আকাশ হারিয়ে যায়। ও জীবনে FAST FOOD –এর আনন্দ একদমই চাইছিল না। ওর সামনে আরও বৃহত্তর আনন্দের ছবি ভাসছিল।
ওর পড়াশুনো করতেও ভালো লাগত। ও কোনদিনই মেধাবী ছাত্রী ছিল না। কিন্তু মন দিয়ে পড়াশুনো করতো। আর এখন তো আরও বেশী করে পড়ত। পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে পড়ত না। তার কারণ বোঝাতে একটা উদাহরন দিচ্ছি। আমরা প্রায় সবাই “Three Idiots” সিনামা টা দেখেছি। অনেকেই অনেক বার দেখেছি। আর এই সিনেমা দেখার পর আমরা আমীর খান আর ওর সব বন্ধু আর কার্যকলাপ নিয়ে অনেক আলোচনা করেছি। অনেকেই আমীর খানের (মানে র‍্যানচো) বলা “বই” এর ডেফিনিশন মুখস্ত বলে দিতে পারবে। কিন্তু যদি এই “Three Idiots” কলেজের বা পাঠ্য বই হত আর পরিক্ষাতে প্রশ্ন আসতো, “র‍্যানচোর দেওয়া বই এর সংজ্ঞা লেখ বা র‍্যানচোর চরিত্র ১৫ বাক্যের মধ্যে লেখ” তখন সবাই কি উত্তর দিত। অনেকেই বলত “কি কঠিন প্রশ্ন”। এই উদাহরনটা আকাশ একদিন সুনিতাকে বুঝিয়েছিল। তখন অবশ্য “Three Idiots” সিনেমাতা ছিল না। তবে “এক দুজে কে লিয়ে” ছিল। ওই সিনেমাতা ওরা দুজনেই দেখে ছিল অবশ্য আলাদা আলাদা ভাষায়। তাই আকাশ উদাহরন ওই সিনেমাটা দিয়ে বুঝিয়েছিল

আরও বুঝিয়েছিল যে কোন কাজ আমাদের ক্লান্ত কেন করে দেয়। আমরা যখন কোন কাজ সখ করে করি (Hobby)  তখন আমরা কখনো ক্লান্ত হই না। বরঞ্চ অনেক তাড়াতাড়ি অনেক ভালভাবে করি। অন্যথায় সেই একই কাজ যদি আমাদের কাছে টাস্ক (Task) হিসাবে আসে তখন আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পরি আর কাজটাও হয় না। তাই আমাদের কাছে যেটা করা জরুরি হয়ে পড়বে সেই কাজ কে কাজ হিসাবে না দেখে “সখ” হিসাবেই দেখা উচিত। সুনিতা ওর জীবনে এইরকম কথা কোনদিন শোনেনি আগে। ওর শুনে খুব ভালো লেগেছিল আর তাই ও পড়াশুনা Hobby হিসাবেই করতো। আর ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছাত্রী হয়ে যেতে পেরেছিল।

শুধু ভালবাসা আমাদের কত কিছু শিখিয়ে দেয়। একটা সাধারণ মেয়ে বা ছেলে শুধু ভালবাসার জন্য অসাধারণ খুব সহজেই হয়ে যেতে পারে। আকাশ যদি “তিনবন্ধু” না পড়ে সুনিতাকে ইতিহাস পড়ে শোনাত সুনিতা তবে ইতিহাসে ৯০% নম্বর পেত। (শেষ পরীক্ষায় ও ৫২ পেয়েছিল)। সুনিতা সেই ভালবাসা কে ভরসা আর অবলম্বন করেই জীবনে এগিয়ে যাচ্ছিল। আমাদের দেশের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জীবনে যদি একজন করে আকাশ বা সুনিতা থাকতো তবে আমদের দেশটাই অন্যরকম হত। উন্নতির সাথে সাথে সমাজে নোংরা রাজনীতিও থাকতো না। দ্রৌপদীকে পাবার জন্য অর্জুনের সামনে একটাই লক্ষ্য ছিল “মাছের চোখ”। সুনিতার জীবনে একটাই লক্ষ্য ছিল ও কোনভাবেই আকাশকে হাড়াবে না। ওকে তার যোগ্য হয়ে উঠতেই হবে।

একদিন সুনিতাদের পর পর তিনটে ক্লাস ছিল না। সুনিতা আর দিব্যা ঘুরে বেড়াচ্ছিল। ওরা লতাকে খুঁজে পাচ্ছিল না।  ওরা ওকে কলেজের সব দিকে খুজল কিন্তু পেল না। শেষে দিব্যা বলল ও দুএকদিন লতাকে ক্যান্টিনের পেছনের দিকে যেতে দেখেছিল। ওদের কলেজের ক্যান্টিন একদম এক কোনায়। দিব্যা সুনিতাকে নিয়ে সেই দিকে গেল। গিয়ে যা দেখল তাতে সুনিতা নিজেকে ধরে রাখতে পারছিল না। ওখানে কিছু ঝোপের পেছনে লতা দুটো ছেলের সাথে ছিল। লতা শুয়ে, ওর জামা খোলা, প্যান্ট নীচে নামানো। ও একটা ছেলের লিঙ্গ চুসছে, সেই ছেলেটা লতার স্তন নিয়ে টিপে যাচ্ছে। আর একটা ছেলে লতার যোনির মধ্যে আঙ্গুল দিয়ে অঙ্গুলি-রমন করার চেষ্টা করে যাচ্ছে। সুনিতা চলে যাচ্ছিল। দিব্যা ওর হাত ধরে থামিয়ে দিল, আর দেখতে লাগলো লতা কি করে।

দিব্যা দেখল লতা ওই ছেলেটার কালো লম্বা লিঙ্গ অনায়াসে ওর মুখের মধ্যে নিয়ে নিচ্ছিল, মুখের মধ্যে নিয়ে ভালো করে চুসচ্ছিল, তারপর মুখের মধ্যে থেকে বের করে কালো লিঙ্গের ফ্যাকাসে মাথাটা চেটে দিচ্ছিল। তারপর আবার মুখের মধ্যে ভরে নিচ্ছিল। অন্য ছেলেটা হাত দিয়ে লতার যোনি খেলতে খেলতে তিনটে আঙ্গুল ওর যোনির মধ্যে ঢুকিয়ে আগে পেছনে করছিল। প্রত্যেকবার ছেলেটা আঙ্গুল ভেতরে ঢোকাতেই লতা কেঁপে কেঁপে উঠছিল। দিব্যার মনে হল ছেলেটা লতার যোনির ভেতর আঙ্গুল ঢুকিয়ে ভেতরে আঙ্গুল নাড়াচ্ছিল আর তাই লতা ওভাবে কাঁপছিল। প্রায় দশ মিনিট পড়ে লতা যে লিঙ্গটা চুসছিল সেটার থেকে বীর্য পড়তে শুরু করল। কিছুটা লতার মুখের ভেতর আর কিছুটা বাইরে। যতটা লতার মুখের মধ্যে পড়লো সেটা ও গিলে খেয়ে নিল আর বাকিটা একটা কাপড় দিয়ে মুছে ফেলল। ওই ছেলেটা প্যান্ট খোলা অবস্থাতেই শুয়ে শুয়ে হাঁপাতে লাগলো। অন্য ছেলেটা বলল ওরটারও কিছু ব্যবস্থা করতে। লতা তখন উঠে বসে দ্বিতীয় ছেলেটার লিঙ্গ নিয়ে একটু চুষে দিল, তারপর হাত দিয়ে জোরে জোরে পাম্প করতে লাগলো। সুনিতার মনে পড়ে যাচ্ছিল ও আকাশের সাথে সেই দুই রাতে কি কি করেছিল আর কি ভাবে করেছিল। ও চোখ বন্ধ করে দিব্যার হাত ধরে সেটাই ভাবছিল। ও ঠিক ভাবে দেখছিলও না লতা কি করছে। ওদিকে লতা কিছুক্ষন খেলার পরেই দ্বিতীয় ছেলেটারও বীর্য পড়তে লাগলো। লতা ওর পুরো বীর্য হাতে নিয়ে চেটে চেটে খেতে লাগলো। দিব্যা ওই দেখে আর থাকতে পারল না। ওর মাথা ঝিম ঝিম করছিল। কোনরকমে ও সুনিতার হাত ধরে টান দিল। সুনিতা থতমত খেয়ে চোখ খুলে দেখেই আরও অবাক হয়ে গেল আর দিব্যার সাথে চলে গেল।

সুনিতা আর দিব্যা ক্লাসে চলে গেল। তখনও কেউ ক্লাসে আসেনি। দিব্যা বলল যে লতা খুব বেশী বেড়ে গিয়েছি। ওইভাবে কোনদিন ও বিপদে পড়বে। সুনিতাও বলল হ্যাঁ যে কেউ দেখে ফেলতে পারে আর কেউ যদি দেখার পর এই কথা সবাইকে বলে দেয় তবে লতার কি হবে। দিব্যা বলল শুধু সেইটাই না, ওইভাবে সেক্স করতে গিয়ে লতা যদি কোনদিন প্রেগন্যান্ট অয়ে যায় তখন কি হবে। ছেলেগুলো তো ভেগে যাবে, ওদের কেউ তো এসে বলবে না যে ওর বীর্যে বাচ্চা হয়েছে তাই ওটা ওর বাচ্চা। কোন ছেলেই ওর কাছে যাবে না। সমাজ ওকে আলাদা করে দেবে। লতার বাবা মায়ের কি হবে তখন।

দিব্যা বলল লতার মত মেয়ের সাথে ওদের বন্ধুত্ব রাখা উচিত নয়। কারণ লতার কোনদিন বদনাম হলে ওদেরও বদনাম হবে। সবাই বলবে ওই তিনটে মেয়েই খারাপ মেয়ে। সুনিতা বলল লতা ওদের বন্ধু। ওদের বন্ধু বিপথে গেলে ওদের প্রথম দায়িত্ব বন্ধুকে ফিরিয়ে আনা, বন্ধুকে ছেড়ে চলে যাওয়া নয়। সবার বন্ধত্বকে বেশী প্রাধান্য দেওয়া উচিত। বন্ধুর কোন ভুল কাজকে ঘৃণা করা উচিত, কিন্তু বন্ধুকে ঘৃণা করা বা ছেড়ে যাওয়া কখনই ঠিক নয়। যে একবার বন্ধু হয় সে সারাজীবন বন্ধু থাকে। তাই ও লতাকে বোঝাবে আর চেষ্টা করবে ওকে ঠিক করার। দিব্যা বলল ওরও কোন ইচ্ছা নেই লতাকে ছেড়ে দেবার, কিন্তু ওর মনে সুনিতার মত সাহস নেই। ওর ভয় লাগে ভবিস্যতের জন্য। ওর রাজন যদি জানতে পারে এইসব, আর ভাবে দিব্যাও লতারই মত। আর যদি রাজন দিব্যাকে ছেড়ে চলে যায় তবে ওর কি হবে। সুনিতা বলল যাই হোক না কেন আকাশ যেমন ওর ভালবাসা, যেমন ও কোনদিন কোন কিছুর জন্যই এই ভালবাসা ছাড়বে নয়া। সেইরকমই যাই হোক না কেন দিব্যা আর লতা ওর বন্ধু। ওরা সারা জীবন কোনকিছুর বিনিময়েই ওর এই বন্ধুত্ব ছাড়বে না।

পরদিন কলেজে সুনিতা আর দিব্যা লতাকে একা কোথাও যেতে না দিয়ে একটু ফাঁকা জায়গায় বসল। সুনিতা ওকে জিজ্ঞাসা করল আগেরদিন লতা কি করছিল দুটো ছেলের সাথে। লতা প্রথমে অস্বীকার করার চেষ্টা করছিল। কিন্তু তারপর দিব্যা ওকে জায়গা সময় আর ছেলেদের নাম বলাতে লতা কাঁদতে লাগলো। বলল ওর খুব সেক্স করতে ইচ্ছা করছিল। ওর সেক্সের ইচ্ছা আগে থেকেই ছিল, কিন্তু অবদমিত ছিল। দিব্যার কাছে রাজনের কথা শুনে আর সুনিতার কাছে আকাশের গল্প শুনে ওর সেক্সের ইচ্ছা বেড়ে গেছে। কিন্তু কোন ছেলেই ওকে ভালোবাসে না। তো সোজা রাস্তায় ও সেক্স কোথায় আর পাবে। তাই ক্লাসের  একটু কম শালীন ছেলেদের ধরেছে, ওর শরীর দেখিয়ে প্রলুব্ধ করেছে। সুনিতা জিজ্ঞাসা করল ও কোন জন্ম নিরোধক ব্যবহার করছে কিনা। লতা বলল ও কখনো কোন ছেলের সাথে সঙ্গম করেনি আর করবেও না। যদি কোনদিন করে তবে সব সাবধানতা নিয়েই করবে। দিব্যা বলল ওইরকম যার তার সাথে সেক্স না করে একজনকে পছন্দ করে তাকে ভালবাসুক। তবেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। লতা বলল ওর সেটাই তো সমস্যা সবাই ওর সাথে সেক্স করতে চায় কিন্তু কেউ ওকে ভালবাসতে চায় না। সুনিতা ওকে ওর মায়ের বলা কথাতাই বলল। সবাই যদি বিনা পয়সায় দুধ পেয়ে যায় তবে গরু কেন কিনবে। লতা বলল, “সুনিতা দয়া করে আমাকে ভালবাসা শিখিয়ে দে”।

হায়! ভালবাসা কাউকে শেখাতে হয় না। সবাই জন্ম থেকেই ভালবাসার শিক্ষা নিয়েই জন্মায়। কেউ বোঝে না, কেউ বোঝে। সুনিতা লতাকে বলল ভালবাসা সব জায়গাতেই আছে, কিন্তু লতা শুধু শরীর দেখে, তাই ভালবাসা বুঝতে পারে না। লতাকে বলল শরীর না দেখে চোখ দেখতে, ও কারো না কারো চোখের মধ্যে ভালবাসা ঠিক দেখতে পাবে। কিন্তু দেখলেই চেনা যায় না। চোখের মধ্যে ভালবাসা দেখে তাকে অন্য সব দৃষ্টি থেকে আলাদা বোঝা খুব সোজা আবার না চিনলে ভীষণ কঠিন। শরীর দিয়ে বা সেক্স দিয়ে ভালবাসা খোঁজা যায় না। মন থেকে সেক্স বাদ দিয়ে ভালবাসা খুঁজতে হবে। তার জন্য আগে নিজের মন পবিত্র করতে হবে। নিজের মন থেকে যদি সেক্সের চিন্তা আলাদা করা যায় তবেই ভালবাসাকে চেনা যায়। ভালবাসা পেলেই সেক্স পাবে। কিন্তু আগে সেক্স পেলে ভালবাসা কোনদিনই পাওয়া যাবে না। লতা যদি কোনদিন এইভাবে ছেলেদের চোখের দিকে তাকায় তবে ঠিক লতা ওর ভালবাসাকে খুঁজে পেয়ে যাবে। ভগবান জানেন সুনিতাকে এতবড় তত্বকথা কে শিখিয়ে ছিল। কিছুদিন আগে মানে আকাশের সাথে দেখা হবার আগে বা দেখা হবার ঠিক পরেই সুনিতা সবাইকে জিজ্ঞাসা করেছিল ভালবাসা কাকে বলে। আর সেদিন সুনিতা নিজে ভালবাসার একটা সঠিক ব্যাখা দিতে পারছে বা বোঝাতে পারছে ভালবাসা কিভাবে চিনতে হয়। আসলে কাউকে এটা শিখিয়ে দিতে হয় না। সত্যিকারের ভালবাসা পেলে সবাই এমনিতেই শিখে যায়। 

বেশ কিছুদিন কেটে গেল। এক রবিবারে সকালে লতা টিশার্ট আর ফুলপ্যান্ট পড়লো, একদম আকাশ যে ভাবে ড্রেস করতো সেই ভাবে। মাথা আঁচড়াল একদম আকাশের স্টাইলে। লতা আগের দিন ওখানকার সেলুনে গিয়ে ছেলেদের মত করে চুল কেটে এসেছিল। ওইভাবে আকাশ সেজে লতা সুনিতাদের বাড়ি গেল। সুনিতা ওকে দেখে একটু থমকে থাকল। তারপর জিজ্ঞাসা করল ও কি করছে ওইভাবে ড্রেস করে। লতা বলল ও সুনিতাকে আকাশের সাথে বেড়াতে নিয়ে যাবার জন্য গিয়েছে। সুনিতার মা বেরিয়ে লতাকে দেখে বুঝতে পারলেন ও কি করতে চায়। উনি সুনিতাকে বললেন লতার সাথে ঘুরে আসতে।

সুনিতা আকাশরূপি লতার সাথে বেরোল। লতা বলল সেদিনের জন্য সুনিতা যেন ওকে আকাশ ভাবে আর আকাশের সাথে যে ভাবে কথা বলত সেই ভাবে কথা বলবে। লতাও চেষ্টা করবে আকাশের মত ব্যবহার করতে। ওরা দুজনে হাত ধরে ওদের সেই ক্যানালের পরের জঙ্গলের দিকে হাঁটতে লাগলো।
সুনিতা জিজ্ঞাসা করল, “তুমি কবে থেকে বরাবরের জন্য আমার হবে”?

আকাশ (লতা) বলল, “আমি তো প্রথম দিন থেকেই তোমার হয়ে গেছি, চিরদিনের জন্য”।

সুনিতা – কিন্তু আমাকে কবে তোমার সাথে নিয়ে যাবে ?

আকাশ (লতা) – তুমি তো সবসময় আমার সাথেই আছো। হয় চোখের সামনে আছো না হলে মনের মধ্যে আছো।

সুনিতা – আমি সব সময় তোমার চোখের সামনে থাকতে চাই প্রভু।

আকাশ (লতা) – আমিও তো সবসময় তোমাকেই ধরে থাকতে চাই সোনা।

এই বলে আকাশ (লতা) সুনিতার ঠোঁটে একটা চুমু খেল। সুনিতাও চুমুতে সাড়া দিল। তারপরেই ওর মনে পড়লো ওটাতো আকাশ নয়, ও যে লতা। ও বলল, “তুই আমাকে চুমু খেলি কেন?”

লতা বলল, “আমি কোথায় চুমু খেলাম, চুমুতো আকাশ খেল তোকে”।

সুনিতা বলল, “মনে মনে তুই আকাশ হয়েছিলি, কিন্তু শারীরিক ভাবে ঠোঁট তো তোরই ছিল হতভাগী”।  

লতা বলল – “শারীরিক ভাবেও আজ আমি আকাশ। তুই আমাকে আকাশই ভাব”

এই বলে আকাশ (লতা) আবার চুমু খেল সুনিতাকে। কিন্তু সুনিতা কখনই লতার চুমু কে আকাশের চুমু বলে মানতে পারে না। তাই বলে যে লতা যেন ওইরকম না করে, কারণ শারীরিক ভাবে লতা কখনো আকাশ হতে পারবে না। ও এমনি আকাশের অভিনয় করছে, আকাশের মত কথা বলার চেষ্টা করছে সেটা ঠিক আছে কিন্তু ওর শরীরের থেকে যেন দূরে থাকে।  

তারপর  দুজনে আবার চলতে থাকল। সেই জঙ্গলে পৌঁছে ওরা আকাশ-সুনিতার লুকানো জায়গায় চলে গেল আর দুজনেই জঙ্গলে শুয়ে পরে গল্প করতে থাকল।  সুনিতা বলতে থাকে “আমার প্রভু আমাকে ছেড়ে কি ভাবে এতদুরে গিয়ে থাকতে পারে” ?

লতা সুনিতার চুলে বিলি কেটে দিতে লাগে আর বলে, “আকাশ তোর কাছেই আছে, ও তোর মন থেকে কখনই দূরে যায় নি, কখনো যাবেও না। অফিসের কাজের জন্যে ক’দিনের জন্য আলাদা আছে কিন্তু আমি নিশ্চিত যে আকাশও ওর মনের ভেতরে তোর কাছেই আছে”।  

তারপর আকাশ(লতা) সুনিতার পেটে আদর করতে লাগলো। সুনিতা ভাবার চেষ্টা করে লতার হাত কে আকাশের হাত বলে মেনে নেবার কিন্তু ওর শরীর কখনই আরেকটা মেয়ের ছোঁয়া মেনে নিতে পারেনা। ও লতার হাত সরিয়ে দেয়। তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে শুয়ে আকাশের কথা ভাবতে শুরু করে। আকাশ ওকে কিভাবে সেদিন আদর করেছিল তাই ভাবতে থাকে।

লতার মনে আকাশ হবার থেকেও সুনিতার সাথে সেক্সের খেলা খেলবার ইচ্ছা বেশী ছিল। তাই একটু পরে ও সুনিতার জামার সব বোতাম খুলে দিল। ওর স্তনে আলতো করে হাত বুলতে লাগলো। সুনিতা চোখ বন্ধ করে ভাবার চেস্টা করল যে সত্যি কারের আকাশ ওকে আদর করছেকিন্তু আকাশ সব সময় আকাশ, লতার মেয়েলি হাতকে কখনই ও আকাশের হাত বলে ভাবতে পারেনা। তাই আবার উঠে পরে লতার ওপর চেঁচিয়ে ওঠে যে লতা কেন ওকে বিরক্ত করছে। ও চায় না লতা ওকে শারীরিক ভাবে সেক্স দেবার চেষ্টা করুক। ও আকাশের ভাবনা নিয়ে ভালই আছে। ওর শরীরে আরেকটা মেয়ের কামনা জড়িত ছোঁয়া কখনই ওর ভালো লাগছে না। ও নিজের শরীরকে অপবিত্র করতে চায় না। এই বলে সুনিতা লতার থেকে একটু দূরে গিয়ে একটা গাছে হেলান দিয়ে আকাশের কথা ভাবতে থাকে।

লতা দুরে একাই বসে ছিল। কিন্তু ও নিজের মন থেকে সেক্স সরাতে পারছিল না। ওর মন চাইছিল কোন ছেলের বলিষ্ঠ স্পর্শ। কিন্তু ওখানে কোন ছেলে ছিল না তাই ও সুনিতার শরীরকে পাওয়ার শেষ চেষ্টা করতে গেল। ও আবার সুনিতার পাশে গিয়ে ওর গলা জড়িয়ে বসে পরে। তারপর এক হাত সুনিতার বুকে আর এক হাত ওর যোনির ওপর রাখে। সুনিতা ঘোরের মধ্যে ছিল, কিন্তু এক মিনিটের মধ্যেই চেঁচিয়ে ওঠে, “তুমি কে তুমি কে, তুমি আমার আকাশ নও, তুমি কে”?

ও চোখ খুলে লতাকে দেখেই পরে সব বুঝতে পেরে কাঁদতে লাগলো। লতা ওর মাথায় হাত দিয়ে চুপ করতে বলল। সুনিতা একটু শান্ত হলে লতা বলল কিছুক্ষনের জন্য তো ও আকাশের কাছে পৌঁছে গিয়েছিলসুনিতা আবার চেঁচিয়ে বলে লতার আকাশ সাজার কোন দরকার নেই। ও কোন রকম পাপ কাজ করতে পারবে না। ওর ঠোঁট, ওর স্তন, ওর যোনি ওর সব কিছু আকাশের। ওখানে আর কারো কোন অধিকার নেই।  লতা ওকে বলল সে বারের মত ক্ষমা করে দিতেও আর কোনদিন ওরকম করবে না।

পরদিন সকালে উঠে সুনিতা অভ্যেস মত মেহগনি গাছের দিকে যাচ্ছিল, সূর্যোদয় দেখবে বলে। একটু গিয়েই দেখে কেউ গাছতলায় বসে আছে। কাছে গিয়ে দেখে আবার লতা আকাশের মত ড্রেস করে মাথা হাঁটুর মধ্যে রেখে বসে আছে। সুনিতা পাশে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বলল সকাল বেলা আবার কেন ওর পেছনে লাগতে এসেছে। লতা মুখ তুলে একটু অবাক হয়ে বলল “আমি তোমাকে দেখব বলে এসেছি সোনা”। সুনিতা দেখল আকাশ বসে আছে, সত্যিকারের আকাশ। সুনিতা ওর বুকে মাথা রেখে অজ্ঞান হয়ে গেল।
Like Reply
#25
এ শুধু গানের দিন -
এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার
এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
এ লগনে দুতি পাখি, মুখমুখি নীরে জেগে রয়
কানে কানে রুপকথা কয়
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
এ লগনে তুমি আমি, একই সুরে মিশে যেতে চাই
প্রানে প্রানে সুর খুঁজে পাই
এ তিথি শুধু গো যেন তমায়ে পাওয়ার
এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
 
সুনিতা চোখ খুলে দেখে ও আকাশের কোলে মাথা রেখে শুয়ে আছে। সুনিতা চোখ খুলতেই আকাশ ওর দুই চোখে চুমু খেয়ে জিজ্ঞাসা করল, “কেমন আছো সোনা”?
সুনিতা উঠতে গেলে আকাশ ওকে কোলের মধ্যেই ধরে রাখল, আবার জিজ্ঞাসা করল ওর কি হয়েছে যে ওইভাবে অজ্ঞান হয়ে গেল। সুনিতা বলল ও তো অজ্ঞান হয়নি, ও হটাত করে আকাশকে দেখে এত খুশী হয়েছিল আর এত আনন্দ পেয়েছিল ও কথা বলতে পারছিল না। আর চোখ বন্ধ করে আকাশের হৃদয়ের গন্ধ অনুভব করছিল। কতদিন ও পায়নি আকাশকে। ও কক্ষনো পারবে না আকাশকে ছেড়ে থাকতে। আর দুদিন যদি আকাশ না আসতো তবে সুনিতা মরেই যেত।  আকাশ ওর মুখ চেপে ধরে বলল, “তুমি মরে যাবার কথা বললে আমি আগে মরে যাব। তোমাকে ছাড়া আমার জীবনের কোন দামই থাকবে না”।

সুনিতা বলল, “তুমি কেন মরবে। বড় হয়ে মেয়েদেরতো বাবা মায়ের কোন দায়িত্ব থাকে না, সব দায়িত্ব ছেলেদের। তোমাদের অনেক কিছু ভেবে আগে চলতে হয়। কোথাকার কোন মেয়ে বেঁচে থাকল না মরে গেল তাতে তোমাদের কিছুই এসে যায় না”।

আকাশ বুঝতে পারছিল সুনিতার অভিমানের কারণ। তাই কিছু না বলে ওকে আদর করতে শুরু করল। সুনিতার পেটে হাত রাখতেই সুনিতা হিপনোটাইজ হয়ে গেল। হাত পা এলিয়ে সুখ খেতে লাগলো। আকাশের হাত পেটের থেকে স্তনে পৌঁছতেই সুনিতা আর সামলাতে পারল না নিজেকে। প্রায় কেঁদে উঠল, “আমাকে এত আদর করো না প্লীজ, এবার আমি সুখে মরে যাব”।

এটাতে আকাশ থামল না। ওর স্তন বৃন্ত নিয়ে খেলার সাথে সাথে ওর ঠোঁটে চুমু খেয়ে আরও বেশী করে আদর করতে লাগলো। এতদিনের উপোষী শরীরে, এতদিনের বিরহ বিদগ্ধ মনে একটু খানি আদরই ওকে যৌন উত্তেজনার শিখরে পৌঁছে দিল। সুনিতা আআআ করে তীব্র চিৎকার করে রাগমোচন করল। সুনিতার চিৎকার শুনে ওর মা বেরিয়ে আসতেই আকাশকে দেখতে পেলেন। উনি তাড়াতাড়ি ঘরে ঢুকে সুনিতার বাবাকে বললেন আকাশ এসেছে। ওর বাবা বললেন উনি জানতেন সেদিন আকাশ আসবে। আকাশ সুনিতাকে একটু চমক আর আনুন্দ একসাথে দিতে চাইছিল তাই বলতে নিষেধ করেছিল। উনি বললেন আকাশ আরও কিছু বলেছে ওনাকে আর সেগুলো উনি করে রেখেছেন। কাল পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে সব জানার জন্য। সুনিতার মা জিজ্ঞাসা করলেন আকাশ কোথায় থাকবে। ওর বাবা বললেন সেদিন আকাশ রাজনের সাথে থাকবে। কিন্তু পরদিন থেকে আকাশ যতদিন থাকবে ওদের ঘরেই থাকার ব্যবস্থা করতে হবে। ওনাদের একটা ঘর আকাশকে ছেড়ে দিতে হবে। সুনিতার মাও রাজী হয়ে গেলেন।

আমরা আকাশ সুনিতাকে ছেড়ে ওদের মা বাবার কাছে চলে এসেছিলাম। আকাশের আদর করা শেষ হলে সুনিতার আর কথাই শেষ হয় না। আকাশ যাবার পর তিন মাসের বেশী সময় কেটে গেছে। সুনিতার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কি ভাবে কেটেছে ও সব বলছিল আকাশকেবেশ কিছুক্ষন পরে সুনিতার মা ওদের কাছে গিয়ে বললেন আগে ছেলেটাকে হাত মুখ ধুয়ে ফ্রেস হতে দিতে, বেচারা সাড়া রাত বাসে বসে বসে কাটিয়েছে। সুনিতা তাড়াতাড়ি উঠে আকাশকে ঘরে নিয়ে গেল। আকাশ ঘরে যেতেই সুনিতার বাবা আর মাকে প্রনাম করল। বাবা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন উনি খুব খুশী যে ওনার হীরা চিনতে ভুল হয়নি। সুনিতা বলল আগে হীরাটা ওই চিনে নিয়েছিল, আর বলেই লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে গেল।

আকাশ রাজনদের ঘরে গিয়ে ওদের শুভেচ্ছা জানিয়ে, ফ্রেস হয়ে আবার সুনিতাদের ঘরে আসলো। সুনিতার বাবার সাথে কিছু আলোচনা করল। সুনিতার মা ওদের কথা বুঝতে পারছিলেন না। ওর বাবা সব বুঝিয়ে দিতেই উনি কেঁদে ফেলে আকাশকে জড়িয়ে ধরে গালে আর কপালে চুমু খেতে লাগলেন আর ওনাদের ভাষায় কত কি বলে গেলেন। আকাশ কথা গুলোর আক্ষরিক মানে বুঝল না। কিন্তু ভালবাসা আর আনন্দ বোঝাতে বা বুঝতে ভাসার দরকার হয়না। আকাশও সব বুঝে নিল আর বলল সুনিতার সারা জীবনের দায়িত্ব সেদিন থেকে আকাশের।

আকাশ রাজনদের ঘরে ফিরে গেল। বন্ধুদের সাথে কিছু গল্প করল। রাজনের সাথে কিছু বিশেষ কথা বলে নিল। রাজন আকাশকে কোন চিন্তা করতে নিষেধ করল আর বলল ও সব ব্যবস্থা করে রেখেছে। সব ঠিকমতো হয়ে যাবে। আকাশ রাজনদের সাথে গল্প করছিল এমন সময় সুনিতা গিয়ে দাঁড়াল। আকাশ ওর দিকে তাকাতেই সুনিতা অভিমানী মুখ করে আকাশকে বলল ও কাকে দেখার জন্য পালঘাটে এসেছে, সুনিতাকে না অন্য বন্ধুদের। রাজন বলল আকাশ সারাদিন  সুনিতার কাছেই থাকবে, শুধু সকালের একটু সময় বন্ধুদের জন্য। একটু পরে সবাই অফিস চলে যাবে, ওদের খালি ঘর আকাশ আর সুনিতার কাছেই থাকবে। সুনিতা অভিমানী মুখ নিয়েই চলে গেল। একটু পরে রাজনরা সবাই চলে গেল।  সুনিতা ওদের ঘরের বাইরে বসে অপেক্ষা করছিল। রাজনরা সবাই চলে যেতেই সুনিতা গিয়ে হামলে পড়লো। আকাশকে চুমু পর চুমু দিয়ে পাগল করে দেয়। তার মধ্যেই সুনিতার মা বাইরে থেকে বলে, “ ছেলেটাকে কিছু খেতে দে, তবে না তোকে ভালবাসার শক্তি পাবে”। সুনিতা তাড়াতাড়ি উঠে গিয়ে মায়ের কাছ থেকে খাবার এনে আকাশকে খেতে দেয় আর বলে কত কি যে বাধা আসছে, ও আর মন দিয়ে ভালবাসতেই পারছে না।

আকাশ সুনিতাকে জড়িয়ে ধরে বসে, খাবার একবার নিজে খায় আর একবার সুনিতাকে খাইয়ে দেয়। আকাশের ওই পরম আদরের খাওয়ানোর সাথে সাথে সুনিতা ওর গত তিন মাসের দুঃখ বেদনা সব ভুলে যায়। ভাবে এই ছেলেটা যাকে ও কিছুদিন আগে পর্যন্ত চিনতই না, সে কি করে ওর জন্য এত ব্যাকুল হয়ে আছে, সে কি করে ওর জন্য এত চিন্তা করে, সে কি করে ওকে এত যত্ন করতে পারে। আকাশ বলল ও প্রথম দিন থেকে ওকে ভালবেসেছে, যখন আকাশ সুনিতাকে প্রথম ওর ভাইয়ের সাথে কথা বলতে দেখে তখন থেকেই জানে ওই ছোট্ট মেয়েটা আসলে ওর। ও তখন থেকেই জানে ভগবান সুনিতা কে আকাশের জন্যই বানিয়েছেন। হটাত সুনিতার খেয়াল হয় যে ওর মনের প্রশ্ন আকাশ বুঝল কি করে। আকাশ বলে দিল যে সুনিতা তখন যা ভাবছিল ও খেয়াল করে নি যে সুনিতা নিজের ভাবনা গুলো মনের মধ্যে নিঃশব্দে ভাবার বদলে জোরে জোরে কথা বলে ভাবছিল। সুনিতা আবার লজ্জা পেয়ে গেলআর বলল যে ওর আর ওর নিজের মনের ওপর কোন কন্ট্রোল নেই। আকাশের খাওয়া শেষ হতে সুনিতা জল নিয়ে ওর মুখ ধুইয়ে দিল। তারপর আকাশ বলল, “এ শুধু গানেরদিন, এ জীবন গান শোনাবার”।

ওরা দুজনে সব বাধা, সব সংকোচ, সব লজ্জা ভুলে গিয়ে একে অন্যকে  নিজের ভালবাসা বোঝাতে চায়। আকাশ ওর সবথেকে প্রিয় পেটে চুমু খেতে শুরু করে। সুনিতা হারিয়ে যায়। সুনিতা হারিয়ে যায় কিন্তু আবার নিজের ভালবাসাকে খুঁজে পায়। সুনিতা আকাশকে চুমু খেতে শুরু করে। ওর মনে পরে যায় ও লতার সাথে কি করছিল। লতার শরীরে আকাশ মনে করে যেটা খুজতে গিয়ে সম্বিত ফিরে পেয়েছিল সে বহু কাঙ্খিত আকাশের লিঙ্গের দিকে হাত বাড়িয়ে দেয়।  আকাশের লিঙ্গ টাকে নিজের দু হাতে চেপে ধরে বলে, “এইটা আমার নিজের শিবলিঙ্গ, এঁকে পুজা করার অধিকার শুধু আমার। হে প্রভু তোমাকে ধন্যবাদ আমারমত নগন্য মেয়ের জন্যেও তুমি চিন্তা করেছে”।

আকাশ বলে, সুনিতার ওর রানী, আর রানী কখনো নগন্য মেয়ে হতেই পারেনা। আকাশ আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু সুনিতার ঠোঁট ওর মুখ বন্ধ করে দেয়। তারপর দুজনেই একসাথে হারিয়ে যায়। আকাশ শারীরিক ভাবে খুব ক্লান্ত ছিল। ১১ ঘণ্টা বাসে ছিল, তার মধ্যে তিরুপুর পেরিয়ে যাবার পরে উত্তেজনায় ঘুমাতেই পারেনি। বাস ওর লক্ষ্যস্থল কালমন্ডপম ছাড়িয়ে পালঘাটে যায়। ও সূর্যোদয়ের আগে মেহগনি গাছের তলায় পৌঁছতে চেয়েছিল তাই জেগে ছিল যাতে ওর নামার জায়গা পেরিয়ে না যায়। যদি বাস পালঘাট শহরে ঢুকে যায় তবে আকাশের মেহগনি গাছের কাছে পৌঁছতে দেরি হয়ে যেত। এই ক্লান্তির জন্য সুনিতার একটু আদর খাবার পরেই কখন ঘুমিয়ে পড়েছে দুজনের কেউই বুঝতে পারেনি। একটু পরে সুনিতা বুঝতে পারে, তখন ও আকাশের জামা কাপড় ঠিক করে দেয় আর তারপর ওর বুকে মাথা রেখে শুয়ে থাকে। প্রিয়তমের বুক একটা মেয়ের কাছে সবথেকে ভরসার জায়গা। সুনিতা সেই জায়গাতে মাথা রেখে পরম নিশ্চিন্তে শুয়ে থাকে আর ওদের ভালবাসার কথা ভাবে।  

সুনিতার মা দুপুরে ওদের খেতে ডাকলেও ওরা ওঠে না। ওর মা ভেতরে গিয়ে ওদের ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে আর ওঠালেন না। সুনিতা জেগেই ছিল, ঘুমায় নি। ওর আকাশের হৃদয়ের ধুক ধুক শব্দের তালের সাথে নিজের মনের তরঙ্গের মেলবন্ধন ঘটানর চেষ্টা করছিল। ও মাকে এসে চলে যেতে ঢেকে উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে আর বলে ও খুব সুখী সেদিন। ওর মা ওর মাথায় হাত রেখে বলেন ওনারা চান যেন সুনিতা আকাশের সাথে সুখেই থাকে। বিয়ের পর ও অনেক দূরে চলে যাবে। ও আকাশের সাথে কলকাতায় চলে গেলে কত দিন পরে ওকে দেখতে পাবে ঠিক নেই। কিন্তু তাও ওনারা দেখে বুঝেছেন যে আকাশ ওকে মনে প্রানে ভালোবাসে আর আকাশ সুনিতাকে কক্ষনো দুঃখ দেবে না। তাই উনি বা সুনিতার বাবা সব মেনে নিয়েছেন। সুনিতা মায়ের সাথে ওর ঘরে গিয়ে মায়ের হাত ধরে বসে আর জিজ্ঞাসা করে উনি কেন আকাশকে ওত ভালবাসেন বা বিশ্বাস করেন। সুনিতা এর আগে অনেকবার মাকে জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারেনি। সেদিন জিজ্ঞাসা করল যে ওর মা কেন ওকে আকাশের সাথে রাত কাটাতে দিয়েছিলেন, আর ওরা কি করবে সেটা জেনেও আপত্তি করেননি। সুনিতার মা বললেন যে উনি চান সুনিতা আকাশকে বিয়ে করুক। আর যাতে আকাশ সুনিতাকে ছেড়ে চলে না যায় তাই ওদেরকে ভালবাসার চরম পর্যায়ে যেতে দিতে আপত্তি করেননি। সুনিতা আবার জিজ্ঞাসা করে যে ওনার কেন আকাশকে ভালো লেগেছে।

সুনিতার মা অনেকক্ষন চুপ করে থেকে বললেন, “আমার ছোটো বেলায় আমি একটা কোলকাতার ছেলেকে ভালবেসেছিলাম। কিন্তু অনেক দূরে বলে আমার বাবা মা বিয়ে দেননি। আমি যদিও তোদের বাবার সাথে খুব সুখে আছি, তবুও আমি আমার প্রথম ভালবাসা ভুলিনি। তাই তুইও যখন বাঙালি ছেলে ভালবাসলি, আমি খুশীই হয়েছি। তোর বাবা আমার প্রথম ভালবাসার কথা জানেন। তাই উনিও কোন আপত্তি করেননি”।

সুনিতা মায়ের চোখে জল দেখে অবাক হয়ে যায় যে এত বছর পরেও উনি ওনার প্রথম ভালবাসা ভোলেননি। সুনিতা মায়ের মন হালকা করার জন্য জিজ্ঞাসা করে যে উনি সেই বাঙালি ছেলেটার সাথে কি ভাষায় কথা বলতেন, কারণ উনি তো ইংরাজি একটুও বঝেন না। সুনিতার মা হেঁসে বললেন যে ওই ছেলেটা মালয়ালম জানত। সুনিতা আকাশকে উঠিয়ে দেয় আরে বাথরুমে নিয়ে গিয়ে চান করতে বলে। আকাশ ছেলেমানুসি করে বলে ওকে চান করিয়ে দিতে। সুনিতা আকাশকে জামা কাপড় খুলতে বলে ঘরে যায়। গিয়ে মাকে জিজ্ঞাসা করে আকাশ যা চাইছে সেটা করা উচিত কিনা। ওর মা বলে কেন উচিত নয়, ওনার অনুমতি আছে ও প্রেগন্যান্ট হওয়া ছাড়া যা খুশী করতে পারে।

সুনিতা খুশী হয়ে আকাশের কাছে গিয়ে ওকে পুরো উলঙ্গ করে দেয় আর বাথরুমে টেনে নিয়ে যায়। আকাশ বলে ও একা উলঙ্গ কেন হবে, সুনিতা বলে ও উলঙ্গ হতে পারে কিন্তু আকাশ কোন দুষ্টুমি করতে পারবে না। আকাশ বলে কেন পারবে না, ও তো মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছে। সুনিতা উলঙ্গ হয়ে জিজ্ঞাসা করে আকাশ কি করে জানল ও ওর মায়ের কাছে অনুমতি নিতে গিয়েছিল। আকাশ বলল, “তুমি কখন কি করবে সেটা যদি আগে থেকে বুঝতেই না পারি তবে আর তোমার মন কে বুঝলাম কোথায়। আমি তোমার শরীরের থেকে তোমার মন কে বেশী ভালভাবে চিনি। আর তাই তোমার মনের খবর আগে থেকে জানতে পেরে যাই”।

সুনিতা আকাশকে জড়িয়ে ধরে বলে সেইজন্যেই ও আকাশকে ভালোবাসে। তারপর দুজনে এক সাথে চান করে। চান করতে করতে আকাশ একটু দুষ্টুমি করে আর সুনিতাও আকাশের লিঙ্গ ধরে খেলে। আকাশ যখন প্যান্ট পড়ছে তখন সুনিতা বলে যে আকাশের সব থেকে পছন্দ সুনিতার পেট, সেটা ও সবসময় খুলে রাখে, আকাশ দেখতেও পায় হাতও দিতে পারে। কিন্তু সুনিতার সব থেকে প্রিয় প্রত্যঙ্গ আকাশ সবসময় লুকিয়ে রাখে। সাথে সাথে আকাশ প্যান্ট খুলে দিয়ে বলল, “চলো আজ থেকে তোমার সামনে এই ভাবেই থাকব। তুমি যদি আমার লিঙ্গ সবসময় দেখতে চাও তবে দেখো। আমি অন্য কেউ দেখে ফেলবে এই লজ্জায় তোমার খুশী নস্ট হতে দেবনা”।

সুনিতা বিপাকে পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে আকাশকে প্যান্ট আবার পড়ায় আর ঘরে নিয়ে যায় খাবার জন্য। দুপুরে খাবার পড়ে আকাশ একটু বের হল কিছু কাজ। সুনিতা জানতে চাইলে ও বলল পরেরদিন ওকে নিয়ে বেড়াতে যাবে তার কিছু ব্যবস্থা করার আছে। সুনিতা দুপুরে শুয়ে শুয়ে শুধু আকাশের কথাই ভাবল। আগে আকাশের বিরহে জেগে থাকতো আর সেদিন আকাশকে ফিরে পাওয়ার আনন্দে জেগে থাকলকত কি ভাবল, বিয়ে কবে হবে, বিয়ের পর কলকাতায় গিয়ে কি করবে, সংসারে কি করবে অনেক কিছু ভাবে গেল। তারপর ভাবল বাংলা ভাষা শিখতে হবে ওকে। এইসব ভাবতে ভাবতে কখন চারটে বেজে গেছে খেয়ালও করেনি। আকাশ ফিরে আসতেই ও উঠে পড়ে। উঠেই আকাশকে নিয়ে বেড়াতে বের হয়। ওর মা বলেন যে ছেলেটাকে একটুও বসতে দেয়না মেয়েটা। সুনিতা বলে ওর সাথে বসলেই ওকে জ্বালাবে তার থকে বাইরে যাওয়াই ভালো। আসলে সুনিতাও যে চাইছিল আকাশ ওকে একটু জ্বালাক, কিন্তু লজ্জায় সেটা বলতে পারেনি।

আকাশের সাথে বের হয়ে মালমবুলাহ ক্যানালের পাশে যেতেই লতা আর দিব্যার সাথে দেখা হয়ে যায়। দিব্যা আকাশকে দেখেই আনন্দে ওকে জড়িয়ে ধরে। আকাশ ওর কপালে একটা চুমু খায়। লতা ঠোঁট ফুলিয়ে বলে ওকে কি ভীষণ খারাপ দেখতে যে ওকে একটুও ভালবাসল না। আকাশ বলে তা নয়, ও সুনিতার সব বন্ধুকেই ভালোবাসে। এই শুনে লতাও আকাশকে জড়িয়ে ধরল। দিব্যাও আকাশকে কে জড়িয়ে ধরে ছিল সেটা ছিল সুনিতার ওপর আকাশের ভালবাসা থেকে। কিন্তু লতা যেভাবে জড়িয়ে ধরল সেটা আকাশ বুঝতে পারল কাম পীড়িত আলিঙ্গন। লতা ওর স্তন দুটো আকাশের বুকে পুরো চেপে আকাশের জঘনকে দৃঢ় ভাবে চেপে ধরে। আকাশের অস্বস্তি হয়। সুনিতা বুঝতে পেরে লতাকে ওদের ভাষায় বলে আকাশের গায়ে ওর স্তন না লাগাতে। লতা মনঃক্ষুন হয়ে আকাশকে ছেড়ে দেয়। তারপর ওরা চারজনে ক্যানালের ধারে গিয়ে বসে আর মন খুলে গল্প করে।

দিব্যা জিজ্ঞাসা করে আকাশের কতদিন থাকার প্ল্যান আর এর পড়ে কি করবেআকাশ ওদের সবাইকে আশ্বস্ত করে বলে ওর মা বাবার সাথে কথা হয়েছে। ও ব্যাঙ্গালর থেকে মাকে চিঠি দিয়ে জানিয়েছিল। ওর মা উত্তর দিয়েছেন যে আকাশের পছন্দকে ওনাদের বৌ হিসাবে মেনে নিতে কোন আপত্তি নেই। আকাশের মা ভেবেছিলেন যে আকাশের বাবা হয়ত আপত্তি করতে পারেন, কিন্তু উনি কোন আপত্তিই করেননি। উনি বলেছেন যে উনি তো আর বিয়ে করছেন না যে উনি অতো বেশী মাথা ঘামাবেন। আকাশ যাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই ভালো মেয়ে, না হলে আকাশ পছন্দ করবেই না।  তাই সবাই রাজী আছে আকাশ আর সুনিতার বিয়েতে। আকাশ বাড়ীতে ওর আর সুনিতার মালমবুলাহ ড্যামে তোলা ছবিও পাঠিয়ে দিয়েছে। ওর বাবা মায়ের সুনিতার ছবি খুব ভালো লেগেছে। আকাশের বাবার একটাই দাবি আছে যে কলকাতায় যাবার আগে সুনিতাকে BA পাস করতে হবে।

সুনিতার আর ওর বন্ধুদের এইসব শুনে আনন্দ আর ধরে না। তিনজনেই এক সাথে আকাশকে জড়িয়ে ধরল। সুনিতা লতার দিকে একটু তাকাতেই লতা ওর স্তন আকাশের থেকে দূরে রাখে। সুনিতা বলে আকাশ আসার আনন্দে ওর সকাল থেকে ঘুম হয়নি। এই খবর শোনার পড়ে এক সপ্তাহ ঘুম হবে না। আকাশ বলে ও সুনিতাকে ঘুমাতে দেবেও না। রাত্রে ঘরে ফিরে আর সেরকম কিছু ঘটেনি। সাধারণ গল্প করে আকাশ রাজনদের সাথে ঘুমিয়ে পড়ে। সুনিতা মায়ের গলা ধরে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে ওদের পুরনো নিয়মে দুজনে এক সাথে মেহগনি গাছের তলায় গিয়ে বসে। দুজনেই কোন রকমে যত কম জিনিস গায়ে দিয়ে বেরোনো যায় সেইভাবেই গিয়েছিল। সুনিতা যা পড়েছিল সেটা ওর প্রকৃতির বিরুদ্ধে ছিল কিন্তু আকাশের কথা ভেবে আর ওর আদরের কথা ভেবে নিজেকে সামলাতে পারেনি। শুধু একটা ছোট্ট ব্লাউজ যার সামনে তিনটে বোতাম লাগানো আর পাতলা একটা লুঙ্গি, তাও কোন ব্রা বা প্যান্টি ছাড়া। আর আকাশ শুধু একটা পায়জামা, কোন জাঙ্গিয়া ছাড়া। গাছের নীচে বসেই দুজনে দুজনকে প্রানের সমস্ত আবেগ দিয়ে চুমু খেল। চুমু খেতে খেতেই আকাশের হাত সুনিতার পেটে। সুনিতা প্রথমে নিজের ব্লাউজের সব বোতাম খোলে আর তারপর আকাশের পায়জামার দড়ি খুলে দেয়।

তারপর আর কেউ কাউকে আটকে রাখতে পারেনা। ওদের উচ্ছাস, ওদের উতেজনা মালামবুলাহ ড্যামের স্রোতের মত লজ্জা নামক লকগেট খোলা পেয়ে প্রবল বেগে এঁকে অন্যের ওপর ঝাপিয়ে পড়লো। আকাশ চুমু খেতে খেতে সুনিতার জিব নিজের মুখের মধ্যে টেনে নিয়ে পাকা কাঁঠালের কোয়ার মত চুষতে কাগে, সুনিতা আকাশের লিঙ্গ নিয়ে অনেক টানাটানি, অনেক চাপাচাপি করে মুখের মধ্যে পুড়ে নিল। সুনিতা মুখ আকাশের লিঙ্গে দিতেই আকাশ সুনিতার স্তন নিয়ে ময়দা মাখতে থাকে আর খেয়ে দেখতে থাকে।  কিছু পড়ে সুনিতা লিঙ্গ চোষার বেগ বেড়ে যায়, আকাশ নিজের শরীর ছেড়ে দেয়, দুহাত পেছনে রেখে বসে পড়ে। সুনিতা কে কোন সক্তি ভড় করেছিল কে জানে। ও কোন দিকে না তাকিয়ে আকাশের লিঙ্গ চুষতে থাকে যতক্ষণ না সেটা থেকে অমৃত নিঃসরন শুরু হয়। আর সেদিন সুনিতা কোন ঘেন্না না করে আকাশের অমৃত কে সত্যি অমৃত মনে করেই খেয়ে নেয়।

এতক্ষন সূর্যদেব মেঘের আড়াল থেকে সুনিতার কাণ্ড কারখানা দেখছিলেন আর এও দেখছিলেন যে ওরা সূর্যোদয় একটুও দেখছে না। সূর্য তখন মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে বেশ জোরে আলো ফেলল আকাশ সুনিতার মুখে। মুখের ওপর রোদ পড়তেই দুজনে সোজা হয়ে যায়। আকাশ বলে সেদিন ওরা বসেছিল সূর্যোদয় দেখতে কিন্তু সেটা না দেখে ওরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সুনিতা বলল সেই জন্য সূর্য দেবতা রাগ বা অভিমান করেছে। ও সূর্যের সামনে নতজানু হয়ে ওদের সেদিনের মত ক্ষমা করে দিতে। ওরা কক্ষনো সূর্যদেবকে ভুলে যাবে না। আকাশ আশ্চর্য হয়ে দেখল সূর্য দুবার ঝিকমিক করে আবার মেঘের আড়ালে চলে গেল। সুনিতা বলল, “দেখলে সূর্য ঠাকুর আমাদের কে হেসে যা করছিলাম তাই করতে বললেন। কিন্তু এরপর কোনদিন সূর্য ঠাকুরকে অবহেলা করবে না”।

আকাশ জানত এই ভাবনার হয়ত কোন যৌক্তিকতা নেই, তবুও সুনিতার কথা মেনে নিল। সূর্যদেবকে প্রনাম করে ও সুনিতার যোনির দিকে মন দিল। হাত দিয়ে আঙ্গুল দিয়ে জিব দিয়ে যত ভাবে খেলা যায় খেলে গেল। তারপর যোনির চারপাশে চুমু খেয়ে মুখ যখন যোনির ভেতরে দিল সুনিতা আবার চিৎকার করতে গিয়েই থেমে যায়। আকাশের জিব যত ভেতরে যায় তত ভেতরে চুষতে লাগে। সুনিতা বেশী সহ্য করতে পারে না। যোনি সুধা ছেড়ে দেয় আর আকাশও কোন ঘৃণা না করে খেয়ে নেয়। তারপর উঠে বসে বলে, “মৌখিক যৌনতা খুব একটা খারাপ নয়”। সুনিতা ওর পিঠে আলতো করে কিল মেরে পালিয়ে গেল।

তারপর সারাদিনে আর সেরকম কিছুই হল না।  বিকালে আকাশ সুনিতাকে ওর মা আর ভাইয়ের সাথে বেড়াতে নিয়ে যাবে। ও আকাশকে অনেক বার জিজ্ঞাসা করেছে কিন্তু আকাশ কিছুতেই বলেনি। সুনিতার মা ওকে সাজাতে শুরু করলে ও একটু অবাক হয়ে গেল, কারণ জিজ্ঞাসা করতে ওর মাও কিছুই বললেন না। সুনিতাকে একটা নতুন কাঞ্জিভরম শাড়ি পরিয়ে দিলেন উনি। সুনিতা ওই শাড়িটাও কোনদিন দেখেনি। কে কিনল কবে কিনল কিছুই জানত না। সুনিতার ভাই মীনাকেও নতুন জামা প্যান্ট পড়ালো। তখন সুনিতা অ্যাঁ অ্যাঁ করে কাঁদতে শুরু করল যে কেউ ওকে বলছে না যে কি হবে। ওর মা ওকে ধৈর্য ধরতে বললেন। তারপর সবাই সেজে গুজে আকাশের সাথে বেরোল। বড় রাস্তায় পৌঁছে দেখে রাজন একটা জিপ নিয়ে অপেক্ষা করছিল। জিপের মধ্যে দিব্যা আর লতাও ছিল। ওরা সবাই জিপে উঠলে সুনিতা ওর বন্ধুদের জিজ্ঞাসা করে যে ওরা কোথায় যাচ্ছে। ওর বন্ধুরাও জানত না কিছুই। জিপে করে পনেরো মিনিট মত যাবার পড়ে পালঘাট শহরের একটা বাড়ীর সামনে দাঁড়াল। রাজন সবাইকে নেমে পড়তে বলে। সুনিতা দেখে ওখানে ওর বাবাও আছেন। প্রায় সবাই অবাক হয়ে যায় আকাশের উদ্দেশ্য বুঝতে না পেড়ে।

সুনিতা নেমে চারপাশে দেখতে থাকে। তারপর দেখে সামনের বিল্ডিঙয়ের ওপরে সাইনবোর্ডে লেখা “MARRIAGE REGISTRATION OFFICE”.
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#26
সুনিতা ওর বন্ধুদের দেখায় সাইনবোর্ডটা। বাকি সবাইও দেখে। আকাশ আর রাজন মিটি মিটি হাসছে। সুনিতার বাবা আর মায়ের মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। সুনিতা আকাশের দিকে খুশী, বিস্ময় আর জিজ্ঞাসা মিশ্রিত এক আশ্চর্য দৃষ্টিতে তাকায়। আকাশ ওকে সবার সামনে জড়িয়ে ধরে বলে এখন আমি আর তুমি বিয়ে করবো। লতা আর দিব্যা খিল খিল করে হেঁসে ওঠে, মানে ঠিক খিল খিল করে নয় কিন্তু বেশ জোরে জোরে হাসে যেটাকে অট্টহাসিও বলা যায় না। রাজন সবাইকে ওপরে যেতে বলে। সুনিতার বাবা আর মা প্রথমে, তারপর আকাশ আর সুনিতা, তারপর বাকি সবাই ওপরে উঠে বিবাহের অফিসে ঢোকে। রাজন আগে থেকে সব ব্যবস্থা করেই রেখেছিল। সুনিতা এতটাই অবাক হয়ে গিয়েছিল আর মনের ভেতর থেকে প্রচণ্ড পরিমান সুখের ধাক্কা আসছিল যে ও কোন কথাই বলতে পারছিল না। বিবাহের অফিসে ঢুকে একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে। দিব্যা আর লতা ওকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সুনিতা ভ্যাঁ করে কেঁদে ফেলে।  ওর মা ওর মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করে কি হল, কিন্তু সুনিতার কান্না থামেই না। মীনা দিদিকে আদর করতে থাকে। ও ঠিক বুঝতে পারছিল না ব্যাপারটা। দিব্যা ওর পাশে বসে ওর মাথা নিজে বুকে মধ্যে নিয়ে নেয়, একটু পরে সুনিতা কিছুটা ধাতস্থ হলে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুনিতা কাঁদো কাঁদো গলায় বলে ওর বাবা, মা, আকাশ সবাই বাজে। ও কারো সাথে কথা বলবে না। আকাশ বিয়ে করছে করুক কিন্তু ও আকাশের সাথে কোথাও যাবে না। আকাশ ওকে মোটেও ভালোবাসে না।


এরপর অনেক কথা বলে সবাই মিলে অনেক বুঝিয়ে শান্ত করে। অবশেষে সুনিতার মুখে হাঁসি আসে। ওর মা ওকে আস্তে করে জিজ্ঞাসা করে ও খুশী কিনা সুনিতা ছোট্ট করে উত্তর দেয়, “ভীষণ”।

আকাশ একটা আংটি নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পরে আর বলে, “সুনিতা, তুমি কি চিরদিনের জন্যে আমার কাছে আসবে”?
সুনিতা বলে, “জানিনা যাও, সবার সামনে এইভাবে বললে আমার লজ্জা লাগে”।

আকাশ ওইভাবে বসেই থাকে। সুনিতা আবার বলে, “আমি তো তোমার জন্যেই বসে আছি, কবে সাথে করে নিয়ে যাবে বলে”।

বিবাহ সংস্থার ম্যানেজার এসে ওদের সব নিয়ম মত ফর্মালিটি পুরন করেন। আকাশ আর সুনিতা সই করার পরে আকাশের পক্ষ থেকে সই করে রাজন আর দিব্যা। সুনিতার পক্ষ থেকে সই করে ওর বাবা আর মা। তারপর রাজন আর দিব্যা দুজনকে দুটো মালা দেয় আর বলে মালা বদল করতে। ওরা হাঁসি খুশী ভাবে মালা বদল করে। আকাশ আর সুনিতা বাবা আর মাকে প্রনাম করে। ওনারা দুজনকে খুব আশীর্বাদ করেন। সুনিতার বাবা চোখে জল নিয়ে আকাশকে বলেন, “তোমার কাছে আমার একমাত্র হীরার টুকরো দিয়ে দিচ্ছি, ঠিক মত রাখবে বাবা”। আকাশ নীরবে মাথা নেরে সায় দেয়। রাজন এসে আকাশকে কংগ্রাচুলেট করে। তারপর বাকি সবাই আসে আর হাত মেলায়। দিব্যা গিয়ে সুনিতাকে জড়িয়ে ধরে। লতাও তাই করে। আকাশ মীনাকে কোলে নিয়ে বলে ওর কেমন লাগছে। মীনা বলে, “আমি প্রথম দিন থেকেই বুঝে গেছি দিদি কি চাইছে, আমি যখন দিদকে বললাম দ্যাখ কি সুন্দর দেখতে, একেবারে হিরো হিরো। দিদি বলেছিল হিরো না কচু, শুধু বই পরে কেমন বোকা বোকা। তখনই আমি বুঝে গিয়েছিলাম দিদি কি চাইছে। তাইত আমি আকাসদাদার সাথে কথা বলে দিদিকে ধরে নিয়ে গিয়েছিলাম”।

নিস্পাপ বাচ্চারাই আগে বুঝতে পারে কোথায় ভালবাসা আছে।  সবাই ম্যানেজার কে ধন্যবাদ দিয়ে নীচে নেমে আসতে থাকে। সুনিতার বাবা মা আগে নেমে গেলেন। তখন রাজন আকাশকে বলল বিয়ের পরের প্রথম ভালবাসার চুমু খেতে সুনিতাকে। আকাশ কিছু শুরু করার আগেই সুনিতা গিয়ে আকাশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরে আর চেপে ধরেই থাকে। আকাশও ওকে নিবিড় আবেগে জড়িয়ে ধরে। প্রায় পাঁচ মিনিট ধরে ওরা চুমু খায়। তারপর সুনিতা বলে ওঠে, “আমি কোনদিন ভাবিনি তুমি আমাকে এই ভাবে সুখী করবে। আমি সাড়া জীবন তোমার আর শুধু তোমারই থাকব”।

আকাশ ওর হাত ধরে নীচে নিয়ে যেতে যেতে বলে, “আমি সবসময় তোমার হাত এইভাবেই ধরে নিয়ে যাব”।

সবাই নীচে একসাথে হয়ে জিপে বসে ওখান থেকে সবাই একটা মন্দিরে যায়ওখানে আগে আকাশ আর সুনিতা একসাথে পুজা আর আরতি করেপুজারি ওদের আশীর্বাদ করলেন। তারপর বাকি সবাই পুজা দিল। ততক্ষনে রাত্রি আটটা বেজে গেছে। রাজন সবাইকে সেই হোটেল ক্যাসিনোতে নিয়ে যায়সবাই মিলে বাঙালি মাছের কালিয়া আরে দই মাংস দিয়ে ডিনার করএই মেনু আকাশ আর রাজন মিলে ঠিক করে ছিল।

এতক্ষন আকাশ আর সুনিতা প্রায় কোন কথা বলেই নি। ফেরার সময় জিপে বসে আকাশ সবাইকে ওর ভবিস্যত প্ল্যান বলেও যা যা বলে তা হল, ও দশ দিন থাকবে, তারপর সোজা কলকাতায় ফিরে যাবে। প্রতি ছয় মাসে একবার পালঘাটে আসবে। আর সুনিতার গ্রাজুয়েশন পুরো হয়ে গেলেই ওকে কলকাতায় নিয়ে যাবে। এর মাঝে ও একবার ওর মা আর বাবাকে পালঘাটে নিয়ে যাবার চেষ্টা করবে।  তারপর নানা রকম গল্প করতে করতে বাড়ি পৌঁছে যায়সুনিতার বাবা আর মা ঘরে ঢুকে গেলে রাজন, দিব্যা আর লতা ওদের দুজনকে নিয়ে ওদের আরেকটা ঘরে নিয়ে যায়। আকাশ আর সুনিতা ঢুকে দেখে পুরো ঘর আর বিছানা ফুল দিয়ে সাজানো। এটা আকাশও জানত না। ও কিছু জিজ্ঞাসা করতে যেতেই, রাজন বলে যে ওই ঘর সাজানো ওর উপহার নতুন দম্পতির জন্যে। ওদের ফুলসজ্জার জন্য। রাজন আগে কোন একটা বাংলা সিনেমাতে যেরকম দেখেছিল ও ওখানকার লোক দিয়ে সেইরকম সাজানর চেষ্টা করেছে। যাতে আকাশ আর সুনিতার ভবিষ্যৎ জীবন সবসময় ফুলে ফুলে ভরে থাকে।  আকাশ আর সুনিতা আবার বাইরে গিয়ে বাবা মাকে প্রনাম করেওনারা আশীর্বাদ করলেন। আকাশ আর সুনিতা দুজনেই মীনাকে কোলে জড়িয়ে আদর করেমীনা বলে ওর জামাইবাবু খুব পছন্দ হয়েছে।

রাজনরা তিন জনে মিলে আকাশ আর সুনিতাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে আসে ওদের যা ইচ্ছে করতে, কেউ কিচ্ছু বলবে না। লতা বলে, “আকাশ ভাই আজ গোলপোস্টের মাঝখানে কোন গোলকিপার নেই, কাল শুনব তুমি কত গুলো গোল দিলে”।
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#27
আমার স্বপ্ন তুমি –
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য অথার ভোর, আমার তারায় ভরা রাতি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
 
আমি তোমার ছায়া, তোমার আকাস নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে, পৃথিবীতে কে আর সুখী বল আমার চেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝরের মাঝের বাতি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
 
তুমি ছেড়ো না হাত পথে, যদি আঁধার আসেই নেমে
গ্রহন যত করো আমায়, ততোই বাঁধ প্রেমে
পাশেই আমার থাকো, জীবন টাকে শান্তি দিয়ে সবুজ করে রাখ
তোমার পুজার দুঃখ সুখের প্রেমের মালা গাঁথি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য অথার ভোর, আমার তারায় ভরা রাতি
 
আকাশ সুনিতা মুখোমুখি বসে। দুজনেই দুজনকে দেখছে। দেখছে আর ভাবছে। কেউ কোন কথা বলছে না। কতক্ষন এইভাবে বসেছিল ওরা দুজনেই সেটা মনে রাখেনি। একসময় সুনিতা ওর হাত দিয়ে আকাশের মুখে আস্তে আস্তে বোলাতে থাকে, গাল দুটো দেখে, চোখের পাতায় হাত রাখে, ঠোঁট দুটো কে আলতো করে ছুঁয়ে দেখে। দুহাত দিয়ে আকাশের মুখটাকে ধরে বসে থাকে। আকাশ জিজ্ঞাসা করে কি দেখছে। সুনিতা বলে, “আমি দেখছি সত্যি আকাশ আমাকে বিয়ে করল, না এটাও সেদিনের মত স্বপ্ন আমি এতদিন শুধু স্বপ্ন দেখে গেছি তুমি আমাকে নিজের করে নেবে। কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার স্বপ্ন সত্যি সত্যি একদিন সত্যি হয়ে যাবে। আমি তোমার সাথে প্রথম সেদিন কথা বলি সে রাতে তোমাকে স্বপ্নে দেখেছিলাম, আমরা দুজনে মিলে মালাম্বুলাহ ড্যামের ওপর ঘুরছিআর তারপর থেকে প্রায় প্রতিতারাতেই ও তোমাকে স্বপ্নে দেখিকিন্তু আজ সেই আকাশ আমার সামনে বসে আছে আমি ভাবতেও পারছিনা”।

আকাশ - “আমি তো কতদিন তোমার সামনে বসেছি, কথা বলেছি, আদর করেছি তারপর আরও কত কি খেলা করেছি, আজ রাতে আবার কেন তোমার মনে হচ্ছে স্বপ্ন সত্যি হবার কথা”

সুনিতা - “আগেকার সব দেখা বা খেলা ছিল সবাইকে ফাঁকি দিয়ে দেখা, আর আজ রাতে সবাইকে সাক্ষী রেখে তুমি আমাকে নিজের করে নিয়েছ, তাই স্বপ্ন আজ পুরোপুরি সত্যি হয়েছে। এর আগের দেখা হবার পরে রাত্রে আমি আরও বেশী করে স্বপ্ন দেখেছি যে তুমি কাছে আছে। কিন্তু আজকের পর আমাকে আর স্বপ্ন দেখতে হবে না। আজ তুমি সত্যি সত্যি আমার কাছে আছ। সারা জীবনের জন্য আছ”

আকাশ - “তুমিও আমার স্বপ্ন ছিলে। তবু আমি জানতাম তুমি আমারই হবে। আমি স্বপ্ন দেখতাম কিভাবে তোমাকে নিজের করে নেব। আমি স্বপ্ন দেখেছি তুমি আর আমি একসাথে কি কি করবো। আমি স্বপ্ন দেখেছি তোমাকে ঠিক কি ভাবে ভালবাসব। আমি স্বপ্ন দেখেছি তুমি আমকে কি ভাবে ভালবাসবে”।

সুনিতা - “আমি এতদিন বর্তমানের স্বপ্ন দেখেছি। এবার থেকে ভবিস্যতের স্বপ্ন দেখব”।

আকাশ - “অনেক স্বপ্ন দেখেছি আমরা। ভবিস্যতেও অনেক অনেক স্বপ্ন দেখব আর সব স্বপ্নকে সত্যি করে তুলবো। তবে কিনা আজ আমাদের সুহাগরাত, আমাদের ফুলসজ্জা। আজকে আমরা আর স্বপ্ন না দেখে সত্যি কারের ভালবাসতে শুরু করি।

সুনিতা - “এইযে আমরা কথা বলছি সেটাও তো ভালবাসারই আদান প্রদান। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো তাইনা আমরা এইসব কথা একে অন্যকে বলছি”।

আকাশ - “হ্যাঁ, এই কথাগুলোই আমাদের ভালবাসা। কিন্তু কথা ছাড়া আরও অনেক কিছু করার থাকে তো এই রাতে তাই বলছিলাম কি আমরা একটু শারীরিক ভাবে ভালোবাসি”।

সুনিতা - “তোমার শুধু দুষ্টুমি করতেই ভাললাগে, সব সময় তোমার চোখ আমার এই নিস্পাপ পেটের দিকে”।

আকাশ - “আমার চোখ তোমার পেটে, আমার চোখ তোমার কবুতর দুটোর দিকে, আমার চোখ তোমার ওই সুন্দর চোখের দিকে, যেখানে আমি আমার ভালবাসা খুঁজে পাই”।

সুনিতা – “আমার চোখ কোন দিকে জান”?

আকাশ – “হ্যাঁ জানি তোমার চোখ শুধু আমার বাচ্চাটার দিকে”।

সুনিতা – “আমি যখনই তোমার কাছে আসি আমার চোখও তোমার চোখের দিকেই প্রথমে যায়, আমি প্রথমদিন যে ভালবাসা দেখেছিলাম, আজও সেই ভালবাসাটাকে আরেকবার দেখে নিশ্চিন্ত হতে চাই। তারপর দেখতে চাই তোমার বাচ্চা ওটা তোমার সোনার ময়ুর, তোমার চোখের পরে আমার সবথেকে প্রিয় জিনিস। ইচ্ছা করে আমি ওই ময়ুরটাকে সব সময় সাথে করে রেখে দেই, ওর সাথে খেলি, ওকে চুমু খাই, ওকে আদর করি, সত্যি ভগবান আমাদের জন্য কত সুন্দর জিনিস বানিয়ে দিয়েছেন”।

আকাশ – “আমারও ইচ্ছা করে তোমার ওই কবুতর দুটোকে সাথে নিয়ে আকাড়ে উড়ে বেড়াই আর তারপর ক্লান্ত হয়ে তোমার ওই পেটের উপত্যকায় মাথা রেখে বিশ্রাম নেই। তোমার ওই পেটটা কেন এত সুন্দর হল আমার এখনই ইচ্ছা করছে আদর করতে”।

সুনিতা – “তোমার আর কিছু ইচ্ছা করে না। আমার তো মনে হয়ে ছিল আমার শরীরের আরেকটা অংশেও তোমার ইচ্ছা আছে”।

আকাশ – “হ্যাঁ আছে তো তবে ওটা আমার ইচ্ছা নয়। আমার বাচ্চাটার মানে তোমার সোনার ময়ুরের ইচ্ছা তোমার শরীরের মালাম্বুলাহ ক্যানালে সাঁতার কাটবে”।

সুনিতা – “কিন্তু এর আগে তো তুমি ওই ক্যানালের মুখে চুমুও খেয়েছো আর তোমার হাতের আঙ্গুল গুলোও ওখানে সাঁতার কাটতে ভালোবাসে”।

আকাশ – “ওটাতো তোমার ক্যানালটার মুখ পরিষ্কার করার জন্য আর ক্যানালের মসৃণতা বাড়াবার জন্য যাতে তোমার ময়ুরের ওখানে সাঁতার কাটতে কোন অসুবিধা না হয়”।

সুনিতা – “আর”?

আকাশ – “আর কিছু না, আমাদের সব ইচ্ছা পূর্ণ করার সরকারি সন্মতি আছে। তোমার আর আমার বাবা, মায়েদের অনুমতি আছে, বন্ধুদের শুভেচ্ছা আছে। তাই আর দেরি কেন এসো আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন পূর্ণ করার দিকে এগিয়ে যাই”।

সুনিতা – “এসো সখা, আমি প্রস্তুত তোমার সাথে চলার জন্য”।

আকাশ – “শুধু একটা কথা, আজকে আবার হে প্রভু বলে পুজা করতে শুরু করো না। আমি তার যোগ্য নই”।

সুনিতা – “তুমি কিসের যোগ্য আর কিসের নও সেটা তোমাকে ভাবতে হবে না। আমি তোমার খুশীর জন্যে মুখে সখা বললেও মনে মনে তোমাকে প্রভু বলি। আমি আমার পুজা মনে মনে করে নিয়েছি। আমি পুজা না করে আমার প্রভু, মানে আমার সখা আমার আকাশের দিকে তাকায়ই না”

সখি ভালবাসা একেই বলে। যে ভালবাসা পুজা দিয়ে শুরু হয় সেই ভালবাসায় কোন খাদ নেই। আমরা সবাই এই ভালবাসা পাওয়ার জন্যেই সারাজীবন বসে থাকি। আকাশ নিজেকে পরম ভাগ্যবান মনে করে বাড়ি থেকে এত দুরে এসে সেই ভালবাসা খুঁজে পাওয়ার জন্যে। ও নিজেও বুঝতে পারে না ও সুনিতাকে এতোটা ভালোবাসে কি নারা দুজনেই আবার নিবিড় চুম্বনে আবদ্ধ হয়ে যায়। একে একে দুজনেরই সব আবরণ খুলতে শুরু করে।  আকাশের ঠোঁট আবার সুনিতার ঠোঁটে ভালবাসা এঁকে দেয়। আকাশের ঠোঁট ধীরে ধীরে ওর প্রিয় কবুতর যুগলের কাছে নেমে আসে। এক এক করে দুই কবুতরকেই চুমু খায়। সুনিতা পুরো নগ্ন, চিত হয়ে শুয়ে আছে, আকাশ ওকে আদর করে চলেছে। সুনিতার হাত ওর প্রিয় সোনার ময়ুরের দিকে এগোয়। আস্তে করে ও আকাশের ভালবাসাকে হাতে তুলে নেয় আর আলতো করে চুমু খায়। সুনিতার ছোঁয়া পেয়েই আকাশের ময়ুর পেখম মেলে উঠে দাঁড়িয়ে পরে। সুনিতা আর কোনও বাধা মানে না, ক্ষুদার্ত হরিণের মত ঝাঁপিয়ে পরে আর আকাশের ময়ুরকে মুখে নিয়ে নেয়প্রানপনে ময়ুরের সব রস শুষে নিতে থাকে। সুনিতার বন্যতায় আকাশ হতবাক হয়ে শুয়ে পরে।

সুনিতার দুই জঙ্ঘা আকাশের মাথার দুই পাশে, সুনিতার মালাম্বুলাহ ক্যানাল ওর মুখের সামনে। সুনিতার কবুতর জোড়া ওর পেটের ওপর চেপে বসে। সুনিতা ময়ুরের রস আস্বাদন করতে থাকে। আকাশ আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারেনা। নিজের সমস্ত রস উজার করে দেয় সুনিতার মুখের মধ্যে। সুনিতা চমকে ওঠে কিন্তু মুখ সরিয়ে নেয় না। আকাশের ময়ুর শান্ত হলে সুনিতা উঠে পরে বাইরে গিয়ে মুখ ধুয়ে আসে। ফিরে এসে আকাশকে বলে ওকে ক্ষমা করে দিতে কারণ ও আকাশের জীবন রস পুরো নিজের মধ্যে নিতে পারেনি।

আকাশ বলে ও ক্ষমা করবে না কারণ ও রাগই করেনি। সুনিতা মুখ ধুয়ে আসবে সেটাই স্বাভাবিক। তারপর আকাশ সুনিতাকে শুইয়ে দেয়। সুনিতার পায়ের থেকে চুমু খেতে শুরু করে। একে একে দুই পায়ের পাতা থেকে উরুসন্ধি পর্যন্ত চুমু খায়। পেটে চুমু খাবার সময় সুনিতার নাভির মধ্যে জিব দিয়ে অনেকক্ষন খেলা করে। সুনিতা আকাশকে থামিয়ে দেয় বলে নাভিতে সুড়সুড়ি লাগে আর ওর হিসু পেয়ে যায়। আকাশ কথাটা মনে রাখে আর ধীরে ধীরে ওপরের দিকে চুমু খেতে থাকে। কবুতরের ঠোঁটে চুমু খেলে সুনিতা কেঁপে ওঠে। সুনিতার মুখে, গালে, কপালে, চোখে, কানে সব জায়গায় চুমু খায় ধীরে ধীরে। সব শেষে মন দেয় সুনিতার মালাম্বুলাহ ক্যানালের দিকে। ক্যানালের দুই পারে চুমু খেয়ে জিব দিয়ে লেহন করতে থাকে। ক্যানালের মাঝে ছোট্ট দ্বীপটাকে চুমুতে চুমুতে অস্থির করে দেয়। সুনিতা প্রায় আর্তনাদ করতে থাকে আর পারছে না থাকতে বলতে বলতে। আকাশ থামে না ওর জিব ঢুকিয়ে দেয় ক্যানালের ভেতরে গভীরতম জায়গায়। সুনিতা পা ভাঁজ করে নিজের জঘন ওপরের দিকে উঠিয়ে দেয়। এক হাত দিয়ে আকাশের মাথা ঠেলতে থাকে আরেক হাত দিয়ে ওর মাথা নিজের শরীরে চেপে ধরে। আকাশ ক্যানালের সব জল খেয়ে নিতে থাকে। সুনিতা এক আরামের দীর্ঘশ্বাস ফেলে নিস্তেজ হয়ে শুয়ে পরে। আকাশ সোজা হয়ে ওর পাশে শুয়ে পরে আর সুনিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে। কিছু পরে সুনিতা হুঁশ ফিরে পায়, আর আকাশকে বলে ও ফিরে এসেছে আবার খেলবে বলে।

দুজনেই একে অন্যকে আদর করতে থাকে। আকাশের ময়ুর আর সুনিতার ক্যানাল একেবারে মুখোমুখি ছিল। ওদের কাউকেই কিছু করতে হয়নি। ময়ুর জানত কোথায় উড়ে যেতে হবে। সে নিজের রাস্তা নিজেই খুঁজে নেয়। ময়ুর বার বার ওপর দিকে উড়ে যেতে চায় কিন্তু ক্যানালের মধ্যে ওড়ার জায়গা নেই, সে বাধ্য হয় ক্যনালের জলে সাঁতার কাটতে। ময়ুর সাঁতার কেটেই চলতে থাকে ক্যানালের কিনারা আর খুঁজে পায় না, আকাশ হাঁপিয়ে যায় কিন্তু সাঁতার কাটা থামায় না। অবিশ্রাম সাঁতার কাটতে কাটতে একসময় ঠিক পৌঁছে যায় নির্দিষ্ট লক্ষ্যে। আকাশের ময়ুর আরও রস ঢালে ক্যানালের রসের মধ্যে। সুনিতা বলে ও আকাশের ময়ুরের পিঠে বসে কোথায় যেন উড়ে যাচ্ছে। আকাশ বলে ও সুনিতার কবুতরে ভর করে ক্যানালের ওপারে পৌঁছে গেছে।

তারপর দুজনে ক্লান্তিতে শুয়ে থাকে। জীবনের বাকি সব ক্লান্তি থেকে এই ক্লান্তি সম্পূর্ণ আলাদা। এই ক্লান্তি স্বপ্ন পুরনের ক্লান্তি। এই ক্লান্তি জীবনের পরম লক্ষ্যে পৌঁছে যাবার ক্লান্তি। ক্লান্তি ছিল কিন্তু কোন অবসাদ ছিল না, মনে শান্তি ছিল। দুজনেই একসময় ভালবাসার শান্তিতে ঘুমিয়ে পরে। আকাশ ঘুমিয়ে পরে কিন্তু ওর ময়ুর জেগে থাকে। সুনিতা ঘুমিয়ে পরে কিন্তু ওর ক্যনালের জল শুকোয় না। বাকি রাতে যে ময়ুর কতবার সাঁতার কাটে কেউ জানে না। পরদিন সকাল হতেই দুজনে তারাতারি বেড়িয়ে যায় ওদের প্রিয় মেহগনি গাছের তলায়, সূর্যদেবকে প্রনাম জানাতে। সেদিন আর দুজনে খেলা করে না। হাতে হাত ধরে সারাক্ষণ সূর্যের পুজা করে যায়। সে পুজার কোন মন্ত্র ছিল না, মনের শ্রদ্ধা ছিল আর ভক্তি ছিল। সূর্যদেব তিনটে পাখির সাহায্য নিয়ে ওদের দিকে হেঁসে তাকালেন।
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#28
[Image: sun.jpg]
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#29
সকালে জলখাবার খেয়ে আকাশ সবাইকে বলল ও আর সুনিতা সেদিন বিকালে কোভালাম বীচ আর কন্যাকুমারিকা যাবে মধুচন্দ্রিমা যাপন করতে। 
সুনিতা কি করবে ভেবে পাচ্ছে না। ও কোনদিন স্বপ্নেও দেখেনি বেড়াতে যাবে। তাও আবার শুধু আকাশের সাথে। এতদিন পর্যন্ত ও পালঘাটের বাইরে শুধু কোয়েম্বাটোর গিয়েছে। আর ভাবত কোলকাতায় যাবে কোন একদিন আকাশের সাথে। আর মধুচন্দ্রিমা বা হানিমুন সেটা ও শুধু সিনেমাতে দেখেছেহিরো আর হিরোইন একসাথে সমুদ্রের ধারে আর পাহাড়ের ওপর হাত ধরে নেচে বেড়াচ্ছে। সুনিতা মধুচন্দ্রিমার কথা সুনেই প্রথমে আকাশকে জিজ্ঞাসা করল ওকেও কি সমুদ্রের ধারে গিয়ে নাচতে হবে নাকি। আকাশ বিস্ময় প্রকাশ করে নাচতে কেন হবে। সুনিতা বলে ও যে সিনেমাতে দেখেছে সবাই নাচে আর গান করে ওই সময়। আকাশ হো হো করে হেঁসে ওঠে। সুনিতা ঘাবড়ে যায়, ও হাসে কেন। আকাশ জিজ্ঞাসা করে সুনিতার বাবা আর মা দুজনে দুজনকে ভালোবাসে কিনা। সুনিতা বলে হ্যাঁ ভীষণ ভালোবাসে। আকাশ জিজ্ঞাসা করে সুনিতা কখনো ওর বাবা আর মাকে একসাথে নাচতে দেখেছে কিনা। সুনিতা বলে, “যাঃ তাই আবার হয় নাকি”!   

আকাশ আবার জিজ্ঞাসা করে সুনিতাকে যে ও কোন দিন কোন ছেলে মেয়েকে বিয়ের পর একসাথে নাচতে আর গাইতে দেখেছে কিনা। সুনিতা বলে যে ও কাউকে দেখেনি, তবে বিয়ের সময় অন্য ছেলে মেয়েরা মাঝে মাঝে নাচে কিন্তু যাদের বিয়ে তারা কখনো নাচে না। আকাশ বোঝায় মধুচন্দ্রিমাতে গিয়ে নাচ গান শুধু সিনেমাতেই হয়। রিয়াল লাইফে কখনো হয় না। সুনিতা জিজ্ঞাসা করে তবে ওরা মধুচন্দ্রিমাতে গিয়ে কি কি করবে। আকাশ বলে,”আমরা দুজনে ভালবাসব, গল্প করবো, ভালবাসব, একটু বেড়াবো আবার ভালবাসব। এই মধুচন্দ্রিমা দুজনে দুজনকে আরও কাছে থেকে জানার সময়। এই মধুচন্দ্রিমায় আমরা আরও বেশী করে এঁকে অন্যের পছন্দ অপছন্দ বুঝতে পারবো। ওখানে আমাদের সাথে আর কেউ থাকবে না। শুধু আমি আর তুমি। আমাদের জীবনের যত সুখ আর যত দুঃখ সব একে অন্যের সাথে ভাগ করে নেওয়া শুরু করবো। মধুচন্দ্রিমার পরে দেখবে মনে হবে আরও কিছুদিন থাকলে আরও ভালো হত। এখন যাও তাড়াতাড়ি সব জিনিসপত্র ব্যাগে ভোরে ফেল। আজ বিকালেই যাব”। 

সুনিতার মা, বাবা আর রাজন আকাশের প্ল্যান আগে থেকেই জানত। তাই সুনিতার মা সব গুছিয়েই রেখেছিল। রাজন যাওয়া আসার বাসের টিকিট, হোটেল সব বুক করে রেখেছিল। বিকাল পাঁচটার সময় বাসে উঠল দুজনে। যাবার আগে যখন দুজনে বাবা আর মাকে প্রনাম করতে গিয়েছিল সুনিতা একটু কেঁদে নিয়েছে। সেই প্রথম বাবা মা ভাইকে ছেড়ে কোথাও যাচ্ছে। মীনারও মন খারাপ হয়ে গিয়েছিল। আকাশ অনেক আদর করে আর ওর জন্য উপহার নিয়ে আসবে বলাতে একটু হেসেছে। সেই সময় এখনকার মত সুপার লাক্সারি বাস ছিল না। সব থেকে ভালো ছিল 2 x 3 বাস। রাজন একটা তিন সিটের চেয়ার ওদের দুজনের জন্য বুক করেছিল। বাসে দুজনে আরাম করে বসে। সুনিতা অনবরত প্রশ্ন করে যাচ্ছিল। আগে কোথায় যাবে, কতক্ষন লাগবে, সারারাত বসে বসে কি করে যাবে, ড্রাইভার সারারাত কি করে চালাবে, ও রাত্রে গাড়ি চালালে ঘুমায় কখন এইসব প্রশ্ন। আকাশের মনে হল একটা পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। ও প্রথমে একটু বিরক্ত হচ্ছিল। তারপর বুঝতে পারল একদম সাদাসিধে মেয়ে একটা, প্রথমবার বেরিয়েছে আর সবথেকে বড় কথা সুনিতার আকাশের ওপর ভীষণ ভরসা। আকাশ সুনিতার কাছে সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালবাসার মানুষ। আকাশ সুনিতার বিশ্বকোষ (encyclopedia). সুতরাং সুনিতার মনে আনন্দ, কৌতূহল যাই হোক না কেন আকাশই ওর কাছে প্রকাশ করার মানুষ। আকাশ যে একটা মেয়ের মনে এইভাবে জায়গা করে নিতে পেরেছে তাও এই কদিনের পরিচয়ে তাতে গর্ব বোধ করতে লাগলো।

আকাশ সুনিতার সব পার্থিব কৌতূহল মেটানর পরে সুনিতা মনে মনে একটু বড় হয়ে গেল। ওর পরের জিজ্ঞাসা হল ওদের দেখে কেউ কিছু ভাবছে কিনা। আকাশ বলে যে সবাই ভাবছে একটা যুবক ওইরকম একটা পাগলীকে নিয়ে কোথায় যাচ্ছে। সুনিতা “পাগলী” শুনেই চিৎকার করে ওঠে কেন ওকে পাগলী বলল। আকাশ ওর মুখ চেপে ধরে আস্তে করে বলে ওই ভাবে চেঁচালে সবাই সত্যিই পাগলী ভাববে। সুনিতা চুপ করে যায়। আকাশের থেকে দুরে সরে গিয়ে মাথা নিচু করে বসে থাকে। আকাশ ওর গায়ে হাত দিতে গেলে ও হাত সরিয়ে দেয়। আকাশ ওর হাত ধরতে গেলে সুনিতা হাত ছাড়িয়ে নেয়। আকাশ কিছু সময় অন্য দিকে মুখ করে চুপ চাপ থাকে। একটু পরে আকাশ আড় চোখে দেখে সুনিতা ওর দিকে তাকাচ্ছেআকাশ কিছু বলে না। সুনিতা আবার তাকায়, তারপর আকাশের দিকে মুখ করে বসে। ততক্ষনে বাসের আলো নিভে গেছে আড় সবাই ভিডিওতে সিনেমা দেখতে শুরু করে দিয়েছে। আকাশ টুক করে সুনিতার গালে একটা ছোট্ট চুমু দিয়েই সরে আসে। সুনিতা কিছুই বলে না। আকাশ ওর হাত ধরে কাছে টেনে নেয়। সুনিতা আকাশের বুকে ঝাঁপিয়ে পরে আড় মুখ গুজে নিঃশব্দে কাঁদতে থাকে। আকাশ বুঝতে পারে সুনিতা ভীষণই অভিমানি মেয়ে।

আকাশ আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। সুনিতা চুপ করে আদর খেতে থাকে। আকাশ সিটের একদম বাইরের দিকে বসে সুনিতার মাথা ওর কোলে তুলে নেয় আর সুনিতাকে শুয়ে পড়তে বলে। সুনিতাও পা ভাঁজ করে শুয়ে পরে। আকাশের আদর খেতে খেতে ঘুকিয়ে যায়। আকাশের হাত সুনিতার পেটের ওপর চলে যায়। সুনিতা একটা জামা, ভেতরে টেপ জামা আর লং স্কার্ট পরে ছিল। ভেতরের টেপ জামা স্কার্টের  মধ্যে গোঁজা ছিল। ফলে আকাশের হাত ওর পেটে পরছিল না। আকাশ স্কার্ট একটু উঠিয়ে টেপ জামাটাকে ধীরে ধীরে টানতে শুরু করলে সুনিতা বুঝে যায় আকাশ কি চায়। ও উঠে বসে জামা বের করে পেট খোলা রেখে আবার আকাশের কোলে শুয়ে পড়ে। আকাশ ওর হাত রাখে সুনিতার পেটে। একটু পরে সুনিতা আকাশের ময়ুর ধরতে চায়। আকাশ ওর ব্যাগের থেকে একটা চাদর বের করে ওর কোলে রাখে আর প্যান্টের চেন খুলে, জাঙ্গিয়ে নিচের দিকে নামিয়ে দেয়। তারপর আকাশ সুনিতার পেটের থেকে ধীরে ধীরে হাত ওর কবুতর জোড়ার ওপর নিয়ে যায়। সুনিতা একটু কেঁপে ওঠে, আকাশের কোলে মাথা রেখে হাত ওর মাথার নীচে রাখে আর একটু পরে বুঝতে পারে ওর কাঙ্ক্ষিত জায়গার দ্বার উন্মুক্ত। ও হাত ভেতরে ঢুকিয়ে আকাশের ময়ুর নিয়ে খেলতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে দুজনেই ঘুমিয়ে পরে।

রাত্রি ১১ টার সময় বাস থামে রাতের খাবারের জন্য। বাসের আলো জ্বলে উঠতেই আকাশ আর সুনিতা লাফিয়ে উঠে পড়ে। বাস থেকে নেমে আবার সুনিতার প্রশ্নের পর প্রশ্ন শুরু হয়ে যায়। এই জায়গাটার নাম কি, এইরকম ফাঁকা জায়গায় হোটেল কেন বানিয়েছে, এত রাত্রিতে এদের ভয় লাগে না, এরা বাড়ি যায় কিভাবে, আর কতক্ষন লাগবে ইত্যাদি ইত্যাদি। আকাশ সাধ্য মত উত্তর দিয়ে যায়। দুজনে অল্প কিছু খাবার খেয়ে বাসে ফিরে যায়। বাস ছাড়লে আলো নিভে যায়। আকাশ সুনিতা আবার আগের মত খেলতে খেলতে ঘুমিয়ে যায়। ভোর বেলা বাস ত্রিবান্দ্রমে পৌঁছায়। দুজনে বাস স্ট্যান্ডের কাছেই একটা ছোটো হোটেলে ওঠে ফ্রেস হবার জন্য। ফ্রেস হয়ে জলখাবার খেয়েই আবার বেরিয়ে পরে। আরেকটা বাসে করে কোভালাম যায়। ওখানে রাজন হোটেল মুনলাইটে বুক করে রেখেছিল ওরা সেই হোটেলে ঢুকতেই হোটেলের ম্যানেজার এসে ওদের ওয়েলকাম জানায়। প্রথমেই ওদেরকে ধন্যবাদ জানায় ওদের হোটেলে মধুচন্দ্রিমায় যাবার জন্য। আকাশ সুনিতার আনন্দপূর্ণ মধুচন্দ্রিমা আর সুখী জীবনের জন্য উইশ করে। দুজনের জন্য একটা হানিমুন স্যুইট ঠিক করা ছিল।

হোটেলের ঘরে ঢুকেই আকাশ জামা কাপড় সব খুলে ফেলে, সুনিতাকেও সব খুলে ফেলতে বলে। সুনিতা জিজ্ঞাসা করে ও সকাল বেলা ওইভাবে কি করতে চায়, দিনের বেলা ওর ময়ুর-সাঁতার খেলতে লজ্জা লাগবে। আকাশ জিজ্ঞাসা করে সেই ক্যানালের ধারেও তো দিনের বেলা ছিল তখন লজ্জা করেনি তো। সুনিতা বলে তখন আর কোন উপায় ছিল না তাই। আকাশ ব্যাগ থেকে ওর শর্টস আর সুনিতার সুইম-স্যুট বের করে আর সুনিতাকে বলে ওগুলো পরে নিতে। আকাশ যে সাঁতারের পোশাক কিনেছিল সুনিতার জন্য সেটা যথেষ্ট বেশী কনজারভেটিভ ছিল, গলা পর্যন্ত ঢাকা, অর্ধেক হাত আর হাঁটু পর্যন্ত ঢাকা। আর খুব বেশী টাইটও না। কিন্তু সুনিতা তাও পড়বে না। ও বলে ওই ড্রেসের নীচে ওর কবুতর বোঝা যাবে। আকাশ বলে বোঝা যাবে তো কি হয়েছে, ওখানে কে ওদেরকে চেনে। তারপর আকাশ ওকে ব্যালকনিতে নিয়ে যায়। ওখান থেকে পুরো সমুদ্র দেখা যায়। সুনিতা এর আগে কোনদিন সমুদ্র দেখেনি। আকাশও দেখেনি। ওদের ওখান থেকে সরতেই মন চায় না। আকাশ বলে ওরা সমুদ্রের ধারে যাবে আর সুনিতাকে সমুদ্রের ধারের ছেলে মেয়েদের দেখায়। ওখান থেকে খুব ছোটো ছোটো দেখাচ্ছিল তাও বোঝা যাচ্ছিল যে বেশীর ভাগ মেয়েরা বেশ ছোটো বিকিনি পড়ে ছিল। আকাশ সুনিতাকে বলে ওদের পোশাকের তুলনায় সুনিতাকে যা পড়তে দিয়েছে সেটা অনেক ভদ্র। সুনিতা তখন সুইম স্যুট পড়ে আর নিজে আয়নাতে দেখে ও আকাশকে বলে ওকে কিরকম সেক্সি লাগছে দেখতে। আকাশ বলে খুব সুন্দর লাগছে ওকে, মনেই হচ্ছে না ও সুনিতা, মনে হচ্ছে একটা সিনেমার হিরোইন। সুনিতা বলে সেই জন্যেই তো ওর লজ্জা লাগছে। আকাশ ওর শর্টস আর হাতকাটা টিশার্ট পড়ে। তারপরে দুজনে বেড়িয়ে পড়ে সীবিচের উদ্দেশ্যে।    

তখন হোটেল থেকে সী বিচে যেতে অনেকটা ঘুরে যেতে হত। দুজনে হাত ধরা ধড়ি করে যাচ্ছে। রাস্তা থেকে নেমে ধীরে ধীরে বিচের ধারে পৌঁছায়। কাছে যেতেই ওরা দেখে তিনটে মেয়ে খালি গায়ে শুধু প্যান্টি পড়ে ওদের দিকে আসছে। সুনিতা ওদের দেখে চোখ বন্ধ করে ফেলে আর আকাশকে বলে না দেখতে। মেয়ে তিনটে হাসতে হাসতে ওদের পাস দিয়ে চলে যায়। অন্য কেউ যে ওদের দোদুল্যমান খোলা স্তন দেখছে তাতে ওদের কোন ভ্রুক্ষেপ নেই। সুনিতা বলে ওরা ওইরকম কবুতর বের করে কেন যাচ্ছে। আকাশ বলে শুধু সুনিতার দুটো কবুতর। ওদের গুলো শুধুই স্তন, কবুতর নয়। সুনিতা বলে যাই হোক ওরা ওই ভাবে কেন ঘুরছে। আকাশ ওকে বোঝায় যে ওখানে বেশীর ভাগ ছেলে মেয়ে ইউরোপ বা আমেরিকা থেকে গিয়েছে। আর ওই সব দেশে ওই ভাবে ঘোরাটা কেউ অশালীন ভাবে না। ওই সব দেশে কিছু না পড়ে সমুদ্রের বিচে যাওয়াটাই নর্মাল। সুনিতা বলে ওরা অসভ্য।
ওরা আরও ভেতরে যায়। এক জায়গায় ১৫/২০ টা ছেলে মেয়ে বিকিনি পড়ে ভলিবল খেলছিল। সুনিতা হাঁ করে দেখতে থাকে। আকাশ ওকে টেনে নিয়ে যায়। প্রচুর মেয়ে বিকিনি পড়ে আর ছেলেরা ছোটো জাঙ্গিয়া পড়ে শুয়ে ছিল। সুনিতা জিজ্ঞাসা করে ওর সব ওইভাবে শুয়ে কেন। আকাশ বলে ওরা সব রোদ পোহাচ্ছে, যাতে ওদের চামড়া বাদামী হয়। সুনিতা আশ্চর্য হয়ে যায় আর বলে, “আমরা চাই সাদা হতে আর ওরা চায় বাদামী হতে, বেশ অদ্ভুত তো”!

আকাশ বলে যাদের যেটা আছে তারা সেটা চায় না, যেটা নেই আমরা সবাই সেটাই চাই। এক জায়গায় দেখে একটা মেয়ে পুরো উলঙ্গ, উপুর হয়ে শুয়ে ছিল। আর একটা ছেলে ওর গায়ে কিছু মালিশ করে দিচ্ছিল। সুনিতা তাকাতেই আকাশ আবার ওকে বোঝায় যে ওই লোসন লাগালে চামড়া বাদামী হবে কিন্তু পুড়বে না তাই লাগাচ্ছে। সুনিতা বলে তা হোক কিন্তু সব খুলে কেন। আকাশ বোঝায় যাতে কোন সাদা দাগ না থাকে। প্যান্টি পড়ে থাকলে যে প্যান্টির নীচে টা সাদা থেকে যাবে। সুনিতার মুখ হাঁ হয়ে যায় আর বন্ধই হয় না। ওইভাবে নানা রকম কথা বলতে বলতে ওরা বিচের শেষ মাথায় পৌঁছে একটা পাথরের ওপর বসে। দুজনে বসে বসে সমুদ্র দেখে। আর দেখতেই থাকে।

কোভালামের সমুদ্র অস্বাভাবিক রকম শান্ত আর অকল্পনীয় রকম সুন্দরমাঝে মাঝে বড় ঢেউ আসে কিন্তু তাও অনেক কম উচ্ছল। একটা দুরন্ত ছেলে যেমন মায়ের ভয়ে কম লাফালাফি করে, মনে হয় ওখানে সমুদ্রকে কেউ বকেছে তাই ও আস্তে আস্তে উচ্ছলতা দেখাচ্ছে। আকাশ ভাবে কি বিশাল এই সমুদ্র। সাড়া পৃথিবীর বেশীর ভাগটাই এই রকম সমুদ্র দিয়েই ভর্তি। আর ওরা যেখানে বসে সেইরকম মাটিই কম। কিন্তু সেইদিনের আগে পর্যন্ত ও কোনদিন সমুদ্রই দেখেনি। ও অবাক হয়ে দেখে সমুদ্রের গাঢ় নীল রঙ। ঢেউয়ের ওঠা নামার জন্যে নীল রঙ কোথাও একটু হালকা আর কোথাও গাঢ়। মাঝে মাঝে ঢেউয়ের মাথায় রোদ পড়ে ঝিক মিক করছে। সুনিতা ভাবে ভগবান কি ভাবে সমুদ্র বানিয়েছেন। সমুদ্রের ওপারে কি আছে। একবার ভাবে ও আকাশকে জিজ্ঞাসা করে, কিন্তু আকাশ যেভাবে সমুদ্র দেখছিল তাতে সুনিতা ওকে বিরক্ত করল না। ও শুধু দেখে আর মনে মনে প্রশ্ন করে। ও ঠিক করে সব প্রশ্ন আকাশকে না করে নিজে নিজে বই পড়ে জানার চেষ্টা করবে। ও আকাশের কাছে শুনেছে যে ও অনেক বই পড়ে, গল্পের বই জ্ঞানের বই সব পড়ে। সুনিতা তখন পর্যন্ত স্কুলের পড়ার বই ছাড়া আর মনও বই পড়েই নি, আর সেই জন্যেই ও অনেক কিছু জানে না। ওর সাথে আকাশও প্রথম সমুদ্র দেখছে কিন্তু তাও আকাশ কত কি জানে। ওইভাবে দেখতে দেখতে কখন যে দু ঘণ্টা পেরিয়ে গেছে দুজনের কেউ বুঝতে পারেনি। আকাশ সুনিতার হাত ধরে উঠে পড়ে। সুনিতা তখন জিজ্ঞাসা করে, “আমাকে বল সমুদ্রের ওপরে কি বিশাল বড় নীল রঙের কাপড় পাতা আছে, কারণ যখন কোন উৎসবের সময় প্যান্ডেল করে তখন হাওয়াতে কাপড় গুলো যেভাবে দোলে আর ধেউ খায়, সমুদ্রও সেই ভাবেই দুলছে, শুধু এটা অনেক অনেক বেশী বড়”।

আকাশ ওর ওই প্রশ্নের কোন উত্তর দিলো না। ওর হাত ধরে সমুদ্রের দিকে নিয়ে গেল। দু একজন ইতস্ততঃ স্নান করছিল। সুনিতাকে নিয়ে আকাশ হাঁটু জল পর্যন্ত নিয়ে গেল, তারপর জিজ্ঞাসা করল সুনিতা কোন কাপড় দেখছে কিনা। সুনিতা উত্তর দেয় ও জানত যে সমুদ্রের ওপর কোন কাপড় নেই কিন্তু ও বলতে চাইছিল যে দেখে কাপড়ের মতো লাগছিল। আকাশ ওই শুনে সুনিতা পুরো জড়িয়ে ধরে আর ওর ঠোঁটে চুমু খেতে থাকে। সুনিতা ছাড়িয়ে নেয় ওইভাবে সবার সামনে চুমু খাচ্ছে বলে। আকাশ ওকে চারপাশে দেখায় যে ওইরকম ওখানে অনেকেই চুমু খাচ্ছে তো ওরা খেলে কি হয়েছে। সুনিতা বলে তাও ওর লজ্জা লাগছে। তারপর দুজনে জলের মধ্যে বসে পড়ে। দুজনে জলের মধ্যে অনেকক্ষণ খেলা করে। তারপর হোটেলে ফিরে যায়।
আকাশ বলে দুজনে একসাথে স্নান করবে। সুনিতা বলে ওর লজ্জা করবে। আকাশ বলে ও আর কিসে কিসে লজ্জা পাবেএবার সময় হয়েছে ওর লজ্জা কাটিয়ে দেরিয়ে আসার, যাতে ওরা পরস্পরকে আরও ভালো ভাবে জানতে পারে। সুনিতা রাজী হয় একসাথে স্নান করার জন্য। দুজনে সব জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যায়। সুনিতা প্রথমে ওর কবুতর আর ক্যানাল হাত দিয়ে ঢেকে রাখে। আকাশ পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আকাশের ময়ুর মাথা উঁচিয়ে সুনিতার জঘনের মধ্যে আশ্রয় নেয়। সুনিতা ঘুরে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, “আমি ভাবতেই পারিনি তুনি আমাকে ভালোবেসে এই ভাবে আনন্দ দেবে। তুমি সত্যি আমার দেবতা, আমার রাজা, আমার প্রভু, আমার শিবঠাকুর। আমি সারাজীবন তোমার সাথেই থাকব আর তোমাকেই ভালবাসব”।

আকাশ ওর হাত ধরে বাথরুমে নিয়ে যায়। সুনিতাকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে আর নাভিতে চুমু খায়। জিব দিয়ে নাভির গভীরে সুড়সুড়ি দিতে শুরু করে। সুনিতা বলে, “ওইরকম করোনা সোনা, আমার হিসু পেয়ে যায়”।    

আকাশ থামল না, সুনিতার নাভিতে চুমু খেতেই থাকল। সুনিতা বলে যেতেই থাকল যে ওর হিসু বেড়িয়ে যাবে। সুনিতা যত বলে আকাশ আরও তত জোরে সুনিতার জঘন ধরে কাছে টেনে নিয়ে জিব ওর নাভিতে চেপে দেয়। সুনিতা আঃ আঃ করতে করতে হিসু করে ফেলে। আকাশ এক হাত ওর জলপ্রপাতের নীচে ধরে, সুনিতা নিজেকে থামাতে পারেনা, ওর হিসু আরও তীব্র বেগে বেড়িয়ে আসে আর আকাশকে চান করিয়ে দেয়। সুনিতার হিসু থামলে ও আকাশকে জিজ্ঞাসা করে ওইটা কি হলআকাশ বলে ওর ভালো লাগে হিসু নিয়ে খেলতে। সুনিতা বলে হিসু নোংরা জিনিস। আকাশ বলে এমনি সময় হিসু নোংরা বা অপবিত্র, কিন্তু সেক্সের সময় হিসু খুব উত্তেজক। সুনিতা বলে ওরা আগেও তো সেক্স করেছে তখন তো হিসু দরকার হয়নি। আকাশ বলে সেদিনের আগে পর্যন্ত ওরা ভালবেসেছে। কিন্তু সেদিন ওরা ভালবাসার সাথে সেক্সও করবে। তবে সেক্স করতেও যে হিসু লাগবেই তার কোন মানে নেই। তবে হিসু একটা অনুঘটকের কাজ করবে। সেক্স আরও বেশী উপভোগ্য হবে। সুনিতা হতবাক হয়ে যায় আকাশ আবার কি করবে। সুনিতার মুখ দেখে আকাশ বুঝতে পারে ওর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা ভয় পাচ্ছে। আকাশ বলে, “সোনা মনা তোমার ভয়ের কিছু নেই, আমরা আগে যা করেছি তাই করবো কিন্তু একটু আলাদা ভাবে করবো, আলাদা মেজাজে করবো, তোমার কিচ্ছু হবে না, আমিতো তোমার সাথেই আছি”।

সুনিতা একটু ভরসা পায়। ও আকাশের দিকে তাকিয়ে বলে ওর ময়ুরকে দেখতে বেশী ভয়ঙ্কর লাগছে। আকাশ বলে ওটা আর ময়ুর নেই ওটা ময়ূরপঙ্খী হয়ে গেছে। আর সুনিতার ক্যানাল আর ক্যানাল নেই ওটা সমুদ্র হয়ে গেছে। আকাশ সুনিতার হাত ধরে ওর যোনির নীচে রাখতে বলে। সুনিতা দেখে সেখান থেকে টপ টপ করে কিছু পড়ছে। ও অবাক হয়ে যায় যে ওর হিসু করা তো অনেক আগে শেষ হয়ে গেছে তো ওই জল কথা থেকে আসছে। আকাশ বলে ক্যানালের ভেতরের জল বেড়ে গেছে বলেই ও ওটাকে সমুদ্র বলেছে। আর আজ ও ওই সমুদ্রে ওর ময়ূরপঙ্খী পাল উঠিয়ে ভাসিয়ে দেবে। এতক্ষনে সুনিতা ব্যাপারটা বুঝতে পারে। ও আকাশের গায়ে আলতো করে কিল মারতে থাকে আর বলে, “দুষ্টু ছেলে, শুধু আমাকে ভয় দেখায়। তুমি পচা, তুমি পাগল, তুমি একটা কি যেন বুঝি না”

আকাশ বলে ও হিসু করবে। সুনিতা সরে আসে আকাশের সামনে থেকে। ও কোনদিন বড় ছেলেদের হিসু করতে দেখে নি, তাই তাকিয়ে থাকে আকাশ কি করে হিসু করে দেখার জন্য। আকাশ প্যানের দিকে ঘুরে হিসু করতে থাকে। সুনিতা বলে কি জোরে হিসু করে আকাশ আর কত দুরে যায় হিসুর ধারা। ও জিজ্ঞাসা করে ও হিসু তে হাত দেবে কিনা। আকাশ বলে ইচ্ছা হলে দিতে। সুনিতা আস্তে করে ওর হিসুর নীচে হাত দেয় আর দিয়েই সরিয়ে নেয়, বলে কি গরম, এত গরম হিসু পেটের মধ্যে কি করে রাখে আকাশ। আকাশ কিছু না বলে ঘুরে গিয়ে সুনিতার সাড়া গায়ে হিসু করে দেয়। শেষ হলে বলে সব মানুষের হিসুই গরম হয়, সুনিতার হিসুও গরম। সুনিতা বলে, “কি বাজে গন্ধ হিসুতে, আমি ভেবে পাইনা তোমার এই গন্ধে কি ভাবে উত্তেজনা আসে”।

তারপর দুজনে মিলে স্নান করে। আকাশের আরও কিছু খেলার ইচ্ছা ছিল, কিন্তু সুনিতা এতই নিস্পাপ একদিনে ওত কিছু করলে ও নিতে পারবে না। তাই স্নান করার পড়ে টাওয়েল দিয়ে ওর গা মুছিয়ে দেয়, আর সুনিতাকে বলে ওর গা মুছিয়ে দিতে। তারপর আকাশ সুনিতাকে পাঁজাকোলা করে বাথরুম থেকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। একটা বিশাল ডিম্বাকৃতি খাট, দুধের মত সাদা চাদর দিয়ে পুরোপুরি ঢাকা। চাদরের ধার গুলো এমন ভাবে কুচি দিয়ে সেলাই করা যে মনে হচ্ছিল একটা অনেক বড় জলপদ্ম। ওপরে মশারি একটা ঝাড়বাতির মত করে ভাঁজ করে রাখা, সেটাও দুধের মত সাদা রঙের, নিচের দিকটা গোলাপ ফুলের মত করে সাজানওই জলপদ্মের ওপর সম্পূর্ণ নগ্ন সুনিতাকে শুয়ে ছিল। সদ্য স্নান করে আসার জন্য সাড়া শরীর উজ্জ্বল ছিল। আকাশের মনে হল হচ্ছিল স্বর্গ থেকে কোন অপ্সরা এসে ওর জন্যে শুয়ে আছে। ও একটু দুরে গিয়ে একটা চেয়ারে বসে সুনিতা নামী অপ্সরাকে দেখতে থাকল। সুনিতা ওকে কাছে ডাকে, আকাশ বলে ওকে আরেকটু দেখবে তারপর ওর কাছে যাবে। তখন সুনিতা আকাশকে দেখে। ও দেখে একটা সুন্দর দেখতে ছেলে একটা সাদা চাদর দিয়ে ঢাকা বড় সিংহাসনে বসে আছে। সুনিতার মনে হয় দেবাদিদেব মহাদেব ও কাছে এসেছে। সুনিতাও নিস্পলক ভাবে আকাশের দিকে চেয়ে থাকে।    

এমন সময় বাইরে থেকে কেউ বেল বাজায়।
[+] 1 user Likes TumiJeAmar's post
Like Reply
#30
আকাশের মনে পড়লো ও আসার সময় খাবারের অর্ডার দিয়ে এসেছিল আর বলেছিল এক ঘণ্টা পরে . ও খেয়ালও করেনি কখন এক ঘণ্টা হয়ে গেছে। সুনিতা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে আর নিজেও সম্পূর্ণ উলঙ্গ। ও একটা চাদর নিয়ে তাড়াতাড়ি সুনিতা কে ঢেকে দেয় আর নিজে একটা টাওয়েল জড়িয়ে নেয়। দরজা খুলে ওয়েটারকে ভেতরে আস্তে বলে। ওয়েটারদের এইরকম অবস্থায় অনেকবারই পড়তে হয়, ও কোনদিকে না তাকিয়ে খাবার রেখে চলে যায়। আকাশ সুনিতার দিকে তাকিয়ে দেখে ওকে চাদর ঢাকা অবস্থায় উলঙ্গর থেকে বেশী সেক্সি লাগছে। চাদর ওর শরীরের একদম খাজে খাজে মিশে আছে, দু পায়ের মাঝে ত্রিভুজটা পরিষ্কার বোঝা যাচ্ছে, স্তন বৃন্ত আগে থেকেই উত্তেজনায় শক্ত হয়েছিল সেগুলোও ভীষণ ভাবে স্পষ্ট চাদরের নীচে। ও সুনিতাকে জিজ্ঞাসা করে আগে কি খাবে খাবার না ওর ময়ুর। সুনিতা বলে আকাশ আগে কি খেতে চায়। আকাশ বলে আগে ও কবুতর খেতে চায়, সুনিতা ওকে ডাকে কেন দেরি করছে।


আকাশ ঝাঁপিয়ে পড়ে সুনিতার ওপর। দুজনেই প্রবল যৌন ক্ষিদের কাছে পরাস্ত। সুনিতার নিচের পদ্মফুলের চাদর পুরো ভিজে গেছে। আকাশ ওর কবুতর নিয়ে একটু খেলা করেই যোনি সমুদ্রে ঝাপ দেয়। প্রান পনে চুষতে থাকে। সুনিতা চেঁচাতে থাকে ওর থেকে ময়ুর অনেক দুরে চলে গেছে বলে। আকাশ ঘুরে যায়, সুনিতা ওর প্রিয় ময়ুরকে চুমু খেতে থাকে। মুখে বলে, “আকাশ তোমার ময়ূরপঙ্খীর গোল গোল চাকা দুটো খুব সুন্দর”।

সুনিতা ময়ুর নিয়ে চুষতে থাকে আর গোল চাকা দুটো নিয়ে হাতের মধ্যে কচলাতে থাকে। আকাশ ওর সমুদ্রের রস চুসেই চলতে থাকে। ওরা বিখ্যাত 69 পজিসন কোন শিক্ষা ছাড়াই আবিস্কার করে। দুজনেই বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সুনিতার সমুদ্রে সাইক্লোন ওঠে আর ওর সাড়া শরীর দুমড়িয়ে মুচড়িয়ে ঢেউ এর পড়ে ঢেউ আকাশের মুখে আছাড় খায়, আকাশ তাও ওর সমুদ্রকে ছাড়ে না। আকাশের ময়ূরও মুখ থেকে অমৃত বর্ষণ শুরু করে। সুনিতা কোন দ্বিধা না করে অমৃত মনে করেই খেয়ে নেয়। সব খাওয়া হয়ে গেলেও আকাশের ময়ুর শান্ত হয়না বা সুনিতা চোষা বন্ধ করে না। দুজনেই পাগল হয়ে গিয়ে ছিল। সুনিতা বলে ওঠে, “আমার সমুদ্র ভেতরে উথাল পাথাল করছে, কিছু একটা করো দয়া করে, এত ঢেউ এত সুখ সহ্য করতে পারছি না, আকাশ তোমার ময়ুরকে সমুদ্রে স্নান করাও, দয়া করে দাও আমাকে দাও দাও দাও”।

আকাশ আর দেরি করে না, ঘুরে গিয়ে ওর ময়ূরপঙ্খী ভাসিয়ে দেয় সুনিতার সমুদ্রে। তীব্র বেগে নৌকা চালাতে শুরু করে, কিছু সময় চালানর পড়ে সুনিতাকে বলে সমুদ্র উলটে দিতে ও উলটো ভাবে নৌকা চালাবে। সুনিতা বুঝতে পারে না। আকাশ উঠে গিয়ে ওকে ধরে পুরো উলটে দেয়, ওকে বলে হামাগুড়ি দিয়ে থাকতে। তারপর আবার ওর ময়ূরপঙ্খী চালাতে শুরু করে। সমুদ্রের ঝড়ে ওর ময়ূরপঙ্খী ভেসে যায়। কত সময় নৌকা চালায় মনে নেই। এক সময় আকাশের ময়ুর পুনরায় অমৃত বর্ষণ করে, শুধু এবার সুনিতার সমুদ্রে। সমুদ্র আর ময়ূরপঙ্খী দুজনেই শান্ত, দুজনেই শুয়ে পরে, চোখ বন্ধ করে রমন পরবর্তী সুখ উপভোগ করতে থাকে।

আবার বাইরে থেকে কেউ ঘণ্টা বাজায়।
 
আকাশ ওইভাবেই উঠে গিয়ে দরজা একটু ফাঁক করে দেখে ওয়েটার প্লেট নিতে এসেছে। ও বলে দিল আরও একঘণ্টা পরে আসতে। দরজা বন্ধ করে আকাশ সুনিতার পাশে গিয়ে বসে। সুনিতাও উঠে বসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, “আজকে কিরকম যেন একটু অন্যরকম ভাবে হল আমাদের। অন্যদিন আমাদের ভালবাসা কেমন শান্ত আর স্নিগ্ধ থাকে। আজকে অনেক বন্য উত্তেজনার সাথে আমরা মিলিত হয়েছি”।

আকাশ বলে, “অন্য দিন আমরা শুধুই ভালবেসেছিলাম, আমরা ভালবেসে একে অন্যের সাথে মিলে ছিলাম। আজকেও আমরা ভালবেসেই মিলিত হয়েছি শুধু আজকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যৌনতাকে উপভোগ করা। তাই আজকের মিলন অন্য রকম ছিল। তোমার ভালো লেগেছে কিনা বল”?

সুনিতা বলে ওর ভালো লেগেছে তবু অন্য দিনের শান্ত মিলনই বেশী ভালো লাগে ওর। মাঝে মাঝে এইভাবেও ঠিক আছে। আকাশ বলে জোর ক্ষিদে পেয়েছে আর খাবারও প্রস্তুত, তাই এবার খেয়ে নেওয়াই ভাল। ওরা দুজনে উলঙ্গ ভাবেই খেয়ে নেয়। উলঙ্গ অবস্থাতেই হাত মুখ ধোয়। তারপর সুনিতা উলঙ্গ অবস্থাতেই নেচে নেয়। আকাশ বলে, “ওটা আবার কি হচ্ছে”?

সুনিতা বলে, “আমার খুব ভাল লাগছে। এই ভাবে আনন্দ করতে পারবো কোনদিন ভাবিনি। তাই নাচতে ইচ্ছা করছে”।

আকাশ আবার নাচতে বললে ও বলে ওর লজ্জা করে। সুনিতাকে বাথরুমে থাকতে বলে, আকাশ টাওয়েল পরে ওয়েটারকে ডাকে আর প্লেট দিয়ে দেয়। বিছানার চাদর বদলায়। তারপরে দুজনে ওই ভাবেই শুয়ে পরে। এক ঘণ্টা পরে উঠে আবার জামা কাপড় পরে বিচে যায়, সূর্যাস্ত দেখবে বলে।
 ওরা দুজনে বেড়িয়ে পরে। হাঁটতে হাঁটতে বীচের একদম পশ্চিম প্রান্তে চলে যায়। সন্ধ্যাবেলার বীচ লোকে লোকারণ্য। মনে হচ্ছিল কোভালামের সব লোক তখন বীচে চলে এসেছে। আকাশ দেখে পশ্চিম দিকে একটা ছোটো মত পাহাড় আছে আর ওইদিকে প্রায় কোন লোকই নেই। ও সুনিতাকে নিয়ে ওইদিকেই চলে যায়। সব ভিড়ের থেকে অনেক দুরে গিয়ে দুজনে বসে, সূর্যের দিকে মুখ করে। সুনিতা বলে, “এতদিন আমরা দুজনে একসাথে সূর্যের উদয় দেখেছি, আজ দুজনে সূর্যের অস্ত যাওয়া দেখব”।

ওরা চার পাশে কাউকেই দেখতে পায় না। আকাশ একটু সাহসী হয়ে যায়। ও সুনিতার কাধে হাত রাখে আর ধীরে ধীরে ওর হাত সুনিতার কবুতরের ওপর চলে যায়। সুনিতাও কিছু বলে না, নিবিড় ভালবাসায় আকাশকে চুমু খায়। চুমু খেতে খেতে দুজনেই সূর্যের দিকে চেয়ে থাকে। একসময় সূর্য সমুদ্রে জলের মধ্যে ডুব দেয়। পুরো আকাশ লালে লাল হয়ে যায়। 
[+] 1 user Likes TumiJeAmar's post
Like Reply
#31
[Image: kovalam.jpg]

সুনিতা সব ভুলে গিয়ে জাগতিক আকাশের লাল রঙ দেখে আর আমাদের আকাশ সেই লাল রঙ সুনিতার মুখে কি ভাবে প্রতিফলিত হয় সেটা দেখে। ওদের হাত রঙ দেখছিল না। আকাশের হাত কবুতরে আর সুনিতার হাত ময়ুরের ওপর। সূর্য পুরোপুরি দুবে যাবার পরে জাগতিক আকাশ ধীরে ধীরে গাঢ় নীল হতে থাকে টার সাথে মাঝে লালের আভা। সুনিতার মনে হয় স্বপ্ন দেখছে আর স্বপ্নের মাঝে স্বর্গলোকে চলে গিয়েছে। আমাদের আকাশের চোখ যখন আর সুনিতার মুখের লাল রঙ দেখতে পায় না, ও সম্বিত ফিরে পায়, চারপাশে দেখে অন্ধকার হয়ে গেছে। ও সুনিতার ধ্যান ভঙ্গ করে আর বলে উঠে পড়তে।


দুজনে ফিরে যেতে থাকে। একটু পরেই ওরা দেখে চার জোড়া ছেলে মেয়ে বীচে শুয়ে আছে আর সবাই পুরো নগ্ন। একটা ছেলে ওখানেই মেয়েটার সাথে সঙ্গম করছে। বাকিরা শুধু শুয়ে আছে বা একটু আধটু খেলা করছে। সুনিতা ফিস ফিস করে আকাশকে বলে কি নির্লজ্জ ছেলে মেয়ে যে ওইভাবে সবার সামনে সঙ্গম করছে। আকাশরা ওদের পাস দিয়ে চলে যায়। ওরা দেখতে না চাইলেও ওদের চোখ চলে যায় ওদের শরীরের ওপর। একটা ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে হেঁসে হাত নাড়ায়। আকাশ ওদের carry on বলে চলে যায়।

 আকাশ বুঝতে পারে কেন ঐদিকটা ফাঁকা ছিল। ওরা বীচে ফিরে যায়। দেখে প্রচুর স্নাক্সের দোকান। নানা রকম স্নাক্স আর বিশেষ করে সী ফুডের স্টল অনেক। বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, স্কুইড সব ছিল। যে যেটা চাইছিল সেটাকে মসালা দিয়ে ভেজে দিচ্ছিল। আকাশ সুনিতাকে জিজ্ঞাসা করে ও স্কুইড খাবে কিনা, সুনিতা বলে স্কুইড দেখতে একদম বাচ্চা অক্টোপাস, সেটা খাবার কোন ইচ্ছা নেই ওর। ও বাকি যেকোনো মাছ খেতে পারে। দুজনে একটা মাছ পছন্দ করে নিল আর তারিয়ে তারিয়ে খেল। তারপর এদিক ওদিক ঘুরে বীচেই কফি খেয়ে হোটেলে ফিরে গেল।      
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#32
দাদা, আপনার মতো গুণী লেখকদের থেকে ভালো ভালো নতুন গল্প আশা করি আমরা। নতুন গল্প লিখুন প্লিজ।।।
Give Respect
   Take Respect   
Like Reply
#33
(03-07-2021, 03:08 PM)Atonu Barmon Wrote: দাদা, আপনার মতো গুণী লেখকদের থেকে ভালো ভালো নতুন গল্প আশা করি আমরা। নতুন গল্প লিখুন প্লিজ।।।

কয়েক জনের অনুরধে এতা আবার পোষ্ট করছি।

নতুন গল্প আর লিখি না।
Like Reply
#34
Apndr moto guni lekhok ra mukh firiye nile bangla choti literature er ki hbe dada! Please dada....
Give Respect
   Take Respect   
Like Reply
#35
Epic story

yourock
Like Reply
#36
[Image: kovalam-2.jpg]

 আকাশ বুঝতে পারে কেন ঐদিকটা ফাঁকা ছিল। ওরা বীচে ফিরে যায়। দেখে প্রচুর স্নাক্সের দোকান। নানা রকম স্নাক্স আর বিশেষ করে সী ফুডের স্টল অনেক। বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, স্কুইড সব ছিল। যে যেটা চাইছিল সেটাকে মসালা দিয়ে ভেজে দিচ্ছিল। আকাশ সুনিতাকে জিজ্ঞাসা করে ও স্কুইড খাবে কিনা, সুনিতা বলে স্কুইড দেখতে একদম বাচ্চা অক্টোপাস, সেটা খাবার কোন ইচ্ছা নেই ওর। ও বাকি যেকোনো মাছ খেতে পারে। দুজনে একটা মাছ পছন্দ করে নিল আর তারিয়ে তারিয়ে খেল। তারপর এদিক ওদিক ঘুরে বীচেই কফি খেয়ে হোটেলে ফিরে গেল।      
 
হোটেলে রুমে ঢুকেই সুনিতা বলে আগে খাবারের অর্ডার দিয়ে দিতে না হলে ওর খুব লজ্জা লাগে। আকাশ রাত্রের ডিনার বলে দিল। তারপর দুজনে গল্প করতে থাকে। কিছু পরে খাবার দিতে আসলে আকাশ বলে দেয় রাত্রে প্লেট ফেরত নিতে না যেতে। ওদের খাবার পরে ও প্লেট বাইরে রেখে দেবে। তারপর ওরা জামা কাপড় ছাড়তে যায়। সুনিতা জিজ্ঞাসা করে ও কি উলঙ্গ থাকতে পারে। আকাশ আশ্চর্য হয়ে যায়, ও চাইছিল দুজনেই উলঙ্গ থাকবে আর ভেবেছিল সুনিতা বলবে “না লজ্জা লাগবে আমার”।

কিন্তু ও দেখে সুনিতার পরিবর্তন, আর মুখে বলে সুনিতার যা ভালো লাগে সেটাই করতে পারে। আকাশও সব কিছু খুলে দেয়। ওরা নগ্ন হয়েই খেলা করে, ডিনার করে, আবার খেলা করে, গল্প করে তারপর শুয়ে পরে। আবার উদ্দাম ভালবাসা দিয়ে সমুদ্রে ময়ূরপঙ্খী চালায়। তারপর কখন ঘুমিয়ে পরে দুজনের কারো মনে নেই।

পরদিন সকালে উঠে দুজনেই সমুদ্র দেখে। চা খেতে খেতে গল্প করে। আকাশ ওর ছোটোবেলা কোথায় কেটেছে কি ভাবে কেটেছে সেইসব কথা বলে। সুনিতাও ওর স্কুলের কথা বলে। আকাশ সুনিতার বাবা, মা, ভাইকে দেখেছে, ওর বন্ধুদের দেখেছে, ওর ঘর দেখেছে। কিন্তু সুনিতা আকাশকে ছাড়া আকাশের কিছুই দেখেনি। তাই আকাশ বেশী করে ওর বাবা, মা, ভাই, বন্ধুদের সম্পর্কে বলে যায়। গল্প করে আর প্রাতরাশ করে দুজনে বেড়য় সমুদ্রে যাবে বলে। আকাশ নীচে রিসেপ্‌সনে বেশ সংকোচের সাথে বলে ওদের বিছানার চাদর বদলে দিতে কারণ ওটা অস্বাভাবিক রকম নোংরা হয়ে গেছে। রিসেপ্‌সনের ভদ্রলোক বলে কোন চিন্তা না করতে। ওরা রোজ চাদর বদলে দেয় আর হানিমুন স্যুইটের চাদর নোংরা হবে সেটাই স্বাভাবিক, ওই নিয়ে ওদের কোন চিন্তা করতে হবে না।

আকাশ দেখে আরেক জোড়া ছেলে মেয়ে বাংলাতে কথা বলছে। অনেকদিন পরে ও বাংলা কথা শুনে নিজেকে ধরে রাখতে পারে না। ও গিয়ে ছেলেটার সাথে আলাপ করে আর জানতে পারে ওরাও হানিমুনে গিয়েছে। আকাশ বলে ওরাও হানিমুনে এসেছে আর ওর বৌ কেরালার মেয়ে বাংলা জানে না। আকাশ সুনিতাকে ডেকে ওদের সাথে আলাপ করিয়ে দেয়। ছেলেটার নাম সুনীল আর ওর বৌয়ের নাম উত্তরা। ওদের দুমাস হল বিয়ে হয়েছে, এক বছর প্রেম করার পরে। ওরা একসাথেই সমুদ্রে যায়। আকাশ ভালো করে তাকিয়েও দেখেনা উত্তরাকে কেমন দেখতে। বীচে যাবার সময় আকাশ ওদের সংক্ষেপে বলে ওদের প্রেম আর বিয়ে কিভাবে হয়েছে। সুনিতা বলে ওদের প্রেমের পেছনে “তিনবন্ধু” বইটার কি ভুমিকা ছিল। উত্তরা সেই শুনে বলে ওরা দুজনেই ফিরে গিয়ে ওই বইটা অবশ্যই পড়বে। একটা বই যদি দুই ভিন্ন প্রান্তের ছেলে মেয়েকে এত কাছে এনে দিতে পারে তবে ওদের জীবনে ওই বই কি প্রভাব ফেলবে সেটা ও ভাবতেও পারছে না। 

সেদিনও আকাশ আর সুনিতা আগের দিনের মতই ড্রেস করে ছিল। সুনীল আর উত্তরা টিপিকাল বাঙালি পোশাকে, সুনীল পায়জামা পাঞ্জাবি পড়ে আর উত্তরা সালওয়ার কামিজে পড়ে  ছিল। চারজনে একসাথেই সমুদ্রে ধারে পৌঁছায়। বীচের পূর্ব প্রান্তে একটু ফাঁকা দেখে বসে পড়ে। সমুদ্রের জলে ভেজা বালি, মাঝে মাঝে ছোটো ছোটো ঢেউ এসে ধুয়ে দিয়ে যাচ্ছে। সুনিতা আকাশের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর সুনীল উত্তরা পাশাপাশি বসে থাকে। দু একবার একটু বেশী জলের স্রোত এসে সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আকাশ সমুদ্র দেখে, সুনিতাকে দেখে, সমুদ্রের জলে সুনিতার ছায়া দেখে। সুনিতা চোখ বন্ধ করে আকাশের আর সমুদের সঙ্গ একসাথে উপভোগ করতে থাকে। জলে ভিজে সুনিতার গায়ে জামাটা একদম সেঁটে গিয়েছিল। আকাশের চোখে সুনিতা অপরুপ মোহময়ী লাগছিলসুনীল আড়চোখে সুনিতাকে দেখছিল আর ভাবছিল কি সেক্সি মেয়ে। ও চাইছিল ওর উত্তরাও সুনিতা মতই জলের মধ্যে শুয়ে পড়ুক কিন্তু উত্তরা একমনে সমুদ্রের দিকে তাকিয়ে ছিল। ও খেয়ালই করছিল না ওর সুনীল কি চায়।

হটাত সুনিতা আকাশকে নিজের কাছে টেনে নিয়ে চুমু খেতে শুরু করে। আকাশও একটু একটু আদর করে। উত্তরা গিয়ে সুনিতাকে জিজ্ঞাসা করে এত লোকের মধ্যে চুমু খেতে ওর লজ্জা করে না। সুনিতা বলে, “আমার আকাশকে আমি সব সময় ভালোবাসি। ওকে আমি সব জায়গাতেই চুমু খেতে পারি। আমি আমার আকাশকে আদর করবো তাতে অন্য কী দেখছে কি দেখছে না তাতে কি আসে যায়। আর এই কটা দিনই তো পাবো ওকে আমার কাছে, তারপর কত দিনের জন্য দুরে চলে যাবে কে জানে! যতক্ষণ কাছে আছে আমি ওকে আদর করবই। লোকের কথায় কি আসে যায়”।   

উত্তরা চুপ করে ভাবতে থাকে সুনিতা যেভাবে আকাশকে ভালোবাসে ও কি সেইভাবে সুনীলকে ভালোবাসে। উত্তরা এটাও খেয়া করে যে সুনীল মাঝে মাঝেই সুনিতার জলে ভেজা চেহারা বেশ লোভাতুর চোখে দেখছে। কিন্তু আকাশ সুনিতা ছাড়া আর কাউকেই দেখছে না। উত্তরার চোখে সে প্রথম আলাপের সময় তাকিয়ে ছিল, তারপর একবারও ওর দিকে তাকায় নি। চারপাশে কত বিকিনি পরা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সুনীল মাথা ঘুড়িয়ে ঘুড়িয়ে সবাইকে দেখছে। আকাশ শুধু সুনিতার দিকেই ভালবাসার চোখ নিয়ে তাকিয়ে আছে, আকাশের দৃষ্টিতে একটুও কামভাব নেই। উত্তরা এইসব ভেবে চুপ করে বসে থাকে। সুনীলের মনে হয় শরীর সর্বস্ব ছেলে। ও উত্তরা কেন, কারো মধ্যেই শারীরিক আহ্বান ছাড়া অন্য কিছু দেখতে পায় না। তিন চারটে বিকিনি পড়া মেয়ে জলের মধ্যে এক জায়গায় জলকেলি করছিল। সবগুলো মেয়েরই শরীরের ৯০ শতাংশ খোলা। সুনীল ভাবছিল কি ভাবে ওই মেয়েগুলোর কাছে যাবে। ও উত্তরাকে ওর সাথে জলের মধ্যে যেতে বলে। উত্তরা ভালই বুঝতে পারে সুনীলের আসল ইচ্ছাটা কি। ও বেশ জোরেই বলে, “যাও না তুমি একাই যাও আর অসভ্য মেয়েগুলো সাথে গিয়ে জলের মধ্যে নাচা নাচি করো। আমি এখানেই ভালো আছি”।

উত্তরা কথা গুলো বাংলাতে বলেছিল যেটা আকাশ বুঝেছিল কিন্তু সুনিতা বোঝেনি। সুনীল জলের মধ্যে একাই চলে যায়। আকাশ উত্তরার দিকে তাকায় আর বলে, “উত্তরা বোন আমার এত রাগ করছ কেন, সুনীল যখন জলে নামতে চাইছে যাও না ওর সাথে”।

উত্তরা বলে, “আপনি জানেন না, ও শুধু আমার চেহারাকে ভালোবাসে, ওর সত্যিকারে ভালবাসা কি সেটাই জানেনা। আজ আমি আপনাদের দেখে বুঝতে পারছি সত্যিকারের ভালবাসা কাকে বলে”।

সুনিতা হাঁ করে তাকিয়ে ছিল। আকাশ ওকে বুঝিয়ে দেয়। সুনিতা উঠে বসে আর উত্তরার পাশে যায়। গিয়ে জিজ্ঞাসা করে ও কি এতদিন জানত ভালবাসা কাকে বলে, আর ও কতটা ভালোবাসে সুনীলকে। উত্তরা বলে সেটাও ঠিক, ও হয়ত সেই ভাবে ভালোবাসে না সুনীলকে তাই সুনীলও ওর দিকে সেই ভাবে দেখে নাআকাশ বলে মধুচন্দ্রিমাতে এসে এইসব নেগেটিভ চিন্তা না করতে। সুনীল যে ভাবে চায় ও সেই ভাবেই সুনীলকে ভালবাসুক, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। সুনিতা আবার বলে “তিনবন্ধু” বইটা দুজনে মিলে পড়তে। সুনিতাও আগে জানত না ভালবাসা কাকে বলে, কতজন কে জিজ্ঞাসা করেছিল কিন্তু কেউ ওকে সঠিক ভাবে বোঝাতে পারেনি সত্যিকারের ভালবাসা কাকে বলে। ওই বইটা পড়ার পড়ে বুঝতে পেরেছে।
উত্তরা হটাত দাঁড়িয়ে পড়ে আর ওর সালওয়ার কামিজ খুলে ফেলে। শুধু ব্রা আর প্যান্টি পড়ে পেছন থেকে গিয়ে সুনীলকে জড়িয়ে ধরে। সুনীল হকচকিয়ে যায় কে ওকে ওইভাবে জড়িয়ে ধরেছে। ও বুঝতে পারে ওর গায়ের সাথে আরেকটা মেয়ের খোলা শরীর লেগে গেছে। ঘুরে দেখে ওর উত্তরা প্রায় বিকিনির মত পোশাকে ওকে ধরে আছে। সুনীল প্রথমে অবাক হয়ে যায় তারপর ঘোর কাটিয়ে উঠে ওকে আদর করতে থাকে আর জলের মধ্যে খেলতে শুরু করে। আকাশ আর সুনিতা ওদের দেখছিল, ওদের খেলতে দেখে ওর আবার নিজেদের মধ্যে হারিয়ে যায়। জল অনেকটা ওপরে চলে এসেছিল, তাই দুজনে আরেকটু ওপরে উঠে পাশাপাশি শুয়ে থাকে। সুনিতা খেয়াল করে উত্তরার জামাকাপড় সাথে নিয়ে যায়। সুনিতা আকাশকে জিজ্ঞাসা করে ও কি চায় সুনিতাও উত্তরার মত বিকিনি পড়ে থাকে। আকাশ বলে ওর সুনিতাকে কারো মত হতে হবে না। সুনিতা যে ভাবেই থাকুক না কেন আকাশ ওকে একইরকম ভালবাসবে।

বেশ কিছু সময় পরে সুনীল আর উত্তরা ফিরে আসে। সুনিতা জিজ্ঞাসা করে কেমন লাগলো ওদের জলের মধ্য। উত্তরা মাথা নেড়ে বলে খুব ভালো। সুনীল উঠে ডাব কিনতে যায়। উত্তরা আকাশকে বলে, “ধন্যবাদ দাদা, আপনার কথায় আমরা খুব আনন্দ করলাম। আমি এইভাবে যাওয়ার পর সুনীল আর ওই মেয়েগুলোর দিকে তাকায় নি”।

সুনীল বলে, “দাদাকে কেউ আপনি করে কথা বলে না বা ধন্যবাদ দেয় না। তোমাদের ভালবাসা ঠিক থাকলে আমাদের ভাল লাগবে”।

সুনীল একটা ডাবওয়ালা ধরে নিয়ে এসে সবাইকে ডাব দিতে বলে। সবাই ডাবের জল খেয়ে সমুদ্রে একটু ঘুরে হোটেলে ফিরে যায়। আকাশ আর সুনীল বাইরে থাকে সিগারেট খাবার জন্য। উত্তরাকে ডেকে সুনিতা ওদের রুমে যায়। দুজনে ভালবাসা আর ওদের স্বামী নিয়ে অনেক কথা বলে। উত্তরা অবাক হয়ে যায় সুনিতার কথা শুনে যে ও আকাশকে রোজ পুজা করে। সুনিতা বলে ও আধুনিক মানসিকতায় নারী পুরুষ সমান অধিকার সেই ভাবে বিশ্বাস করে না। ও যেরকম নারীর ওপর অত্যাচার মেনে নেবে না সেইরকম সব কথায় ও আকাশের সমান সেটাও আশা করে না। আকাশ সবসময় ওর ঠাকুর, ও আকাশকে পুজা করে আর ভালোবাসে। ও আকাশকে পুজা করে বলেই আকাশ ওকে সমান ভাবে দেখে আর ভালোবাসে। জীবনে খাবার যেমন কোন কিছু না দিলে পাওয়া যায় না। ভালবাসাও কিছু না দিলে পাওয়া যায় না। আমি ভালবাসলেই তবে ভালবাসা পাবো। আমি স্রদ্ধা করলে সেও আমাকে শ্রদ্ধা করবে।

সুনিতা বলে ওরা সবসময় সূর্যকে সাক্ষী রেখে ভালবেসেছে। ওদের প্রথম চুমু সূর্যের সামনে, প্রথম শারীরিক খেলা সূর্যের সামনে। তবে এতদিন ওরা সকালের সূর্যের সামনে সবকিছু করেছে। ওর ইচ্ছা আছে সেদিন সন্ধায় ও অস্তগামি সূর্যের সামনে ভালবাসবে। সূর্যকে সাক্ষী রেখে ভালবাসলে সেই ভালবাসা অনেক দীর্ঘস্থায়ী হয়। উত্তরা বলে ওরাও যাবে সুনিতাদের সাথে। সুনিতা উত্তরাকে বলে বিকালে কোন অন্তর্বাস ছাড়া পোশাক পড়ে বেরতে।
আকাশ আর সুনীল সন্ধ্যে বেলা একসাথে আড্ডা দেওয়ার প্ল্যান করে।

বিকাল বেলা চার জনে একসাথে বেড়য়। আকাশ আর সুনীল দুজনেই টিশার্ট আর প্যান্ট পরে। সুনিতা পেট খোলা ব্লাউজ আর ফুলস্কার্ট পরে। উত্তরা ওর স্ট্যান্ডার্ড সালওার কামিজ পরে। সুনিতা আর উত্তরা ওদের প্ল্যান মত কোন অন্তর্বাস পড়েনি। সমুদ্রের ধারে কিছু সময় ঘুরে আকাশ সবাইকে পশ্চিম প্রান্তের সেই নির্জন তীরে নিয়ে যায়। বেশ কিছুটা দুরত্ব রেখে দু জোড়া ছেলে মেয়ে বসে। যথা সময়ে সূর্য সমুদ্রে ডুব দেবার জন্য নামতে শুরু করে। সূর্য যত জলের কাছে যায় আকাশের হাত তত সাহসী হয়। সুনিতা ওকে আসতে করে বলে অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে সম্পূর্ণ ভাবে আদর করতে। আকাশ সব কিছু ভুলে গিয়ে সুনিতার সাড়া শরীরে চুমু খেতে শুরু করে। অনেকদিন পরে আকাশ ওর পেট পুরো খোলা পেয়েছে। হোটেলের রুমে যখন সুনিতা উলঙ্গ হয় তখন সব কিছু সামনে থাকে তাই আকাশ কখনই পেটের ওপর বিশেষ নজর দেয়নি। কিন্তু ওইখানে সমুদের বীচে শুধু খোলা পেট আকাশকে বিভোর করে তোলে। জানিনা সমুদ্র সৈকতে অস্তগামী সূর্য যখন লাল আলো ছড়ায়, সেই সময় টাকে গোধূলি লগ্ন বলে কিনা। কিন্তু সময়টা একই ছিল। প্রেমিকের চোখে এই লগ্নেই প্রেমিকা সবথেকে সুন্দর দেখায়। আকাশও ব্যতিক্রম নয়। ও পূর্ণ আবেগের সাথে সুনিতার ঠোঁটে চুমু খেতে থাকে আর পেটে হাত বুলাতে থাকে। তারপর দেখে সুনিতার ব্লাউজের বোতাম সুনিতা কখন খুলে দিয়েছে। আকাশ ভুলে যায় যে ও সমুদ্রের ধারে বসে। ও কবুতর জোড়া নিয়ে মেতে ওঠে। সুনিতা ওর ব্লাউজের সামনে টা পুরো খুলে দেয়। ওর পীনোন্নত কবুতরের গায়ে সূর্যের লাল আলো আকাশকে মাতাল করে দেয়। কি করবে ভেবে পায় না। কি ভাবে আদর করলে ওই কবুতর জোড়ার সৌন্দর্যের সঠিক সন্মান করা হবে বুঝে উঠতে পারে না। আকাশ ওর মাথা দুই কবুতরের মাঝে রেখে উষ্ণতা উপভোগ করে। সুনিতা আকাশের প্যান্ট খুলে দেয় আর ওর ময়ুর বের করে দেয়। অনেকক্ষন ময়ুরের ঠোঁটের আবরণ খোলা বন্ধ করে খেলা করে। তারপর সুনিতা আকাশকে শুইয়ে দেয় আর নিজেও উপুর হয়ে শুয়ে পরে ময়ুরকে মুখে নিয়ে নেয়। ওর শিব পুজা শুরু করে। সব মেয়েরা যেভাবে শিবলিঙ্গের পুজা করে। সুনিতা সমুদের ধারে আকাস-লিঙ্গের সেই পুজা করে।
[+] 1 user Likes TumiJeAmar's post
Like Reply
#37
সুনীল আর উত্তরা নিজেদের নিয়ে খেলছিল। কিন্তু কিছুক্ষন নিজেদের নিয়ে খেলার পরে সুনীল আকাশ আর সুনিতাকে দেখতে থাকে। উত্তরাও দেখে। তারপর ওদের ভালবাসার আবেগ দেখে নিজেরা নিজেদেরকে ভুলে যায়। নিস্পলক দৃষ্টিতে আকাশ সুনিতার ভালবাসা দেখতেই থাকে। দুজনেই ভাবতে থাকে ওদের মত ভালবাসার আবেগ নিজেদের মধ্যে কেন আসেনা। আকাশ আর সুনিতা অস্তমিত সূর্যের লালা আলো দ্যাখে, জাগতিক আকাশ দ্যাখে আর সূর্যের লাল আলোয় নিজেদের রাঙ্গিয়ে নেয়। যতক্ষণ সূর্য দেখা যায় ওরা দুজন নিজেদের ছেড়ে ওঠে না। এক সময় সূর্য ডুবে যায় আর জাগতিক আকাশ লাল থেকে গাঢ় নীল হয়ে যায়। তখন আকাশ আর সুনিতা মুখ তোলে। দুজনেই অবাক হয়ে যায় উত্তরা আর সুনীল তো ওদের দেখছিলই। ওরা ছাড়া আরও দুই জোড়া বিদেশী প্রায় উলঙ্গ ছেলে মেয়ে ওদের গভীর মনোযোগ দিয়ে দেখছিল। একটা বিদেশী মেয়ে এগিয়ে গিয়ে আকাশ আর সুনিতার হাত ধরে আর বলে, “We come in this side of the beach to enjoy sex in open space, but today after seeing you two we have forgotten sex. The kind of love was present in your eyes and overall expression we have never seen that with anyone else, anywhere else. Will you two please teach us love”?


(আমরা এইদিকে আসি খোলা আকাশের নীচে সেক্স করতে, আজকে তোমাদের ভালবাসা দেখে আমরা সেক্স ভুলে গিয়েছি। তোমাদের দুজনের চোখে আর মুখে যে ভালবাসার প্রকাশ ছিল আমরা কেউ কোনদিন কোথাও দেখিনি। তোমরা কি আমাদের দয়া করে ভালবাসা শিখিয়ে দেবে?)

আকাশ আর সুনিতা দুজনেই অবাক হয়ে যায়, কিছুটা অপস্তুতও হয়কোন কথা বলতে পারে না। বিদেশিনী মেয়েটার ছেলে সঙ্গীও এগিয়ে আসে আর আকাশকে বলে, “Please tell us something” (অনুগ্রহ করে আমাদের কিছু বল)।

আকাশ বলে, “We never do sex. We always do love each other. Our body is for making love only. We respect each other. We worship each other. Our love is the outcome of our respect. The way we offer our mind to all mighty God, we offer ourselves to each other with the similar attitude. We do not know anything else about our love. We do not know what you all have seen in us!

(আমরা কখনো সেক্স করি না। আমরা সব সময় ভালোবাসি। আমাদের শরীরের সব কিছু ভালবাসার জন্য। আমরা একে অন্যকে শ্রদ্ধা করি, পুজা করি। যেভাবে সবাই ভগবানের কাছে নিজেদের উৎসর্গ করে, আমরা একে অন্যের প্রতি নিজেকে একই ভাবে উৎসর্গ করি। আমরা ভালবাসার আর কিছুই জানি না। আমরা বুঝতেও পারছি না তোমরা সবাই আমাদের ভালবাসায় কি দেখেছ”!)

বিদেশী ছেলেটা বলে, “Hi, I am Mike and she is Ann, my fiancé. We have learned a lot from you and will certainly try to follow this philosophy in our life. We can say this was best experience we have in India. It’s really nice meeting you two and thanks for all the words you said to us.”

(হাই, আমি মাইক আর ও অ্যান, আমার প্রেমিকা। তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। আর আমরা তোমাদের দর্শন মেনে চলার চেষ্টা করবো। আমরা বলতে পারি ভারতে এসে এটাই আমাদের সব থেকে শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তোমার সবকটা কথার জন্য তোমাকে ধন্যবাদ।)

আকাশ আর সুনিতা নিজেদের পরিচয় দিয়ে ওদের থেকে বিদায় নেয়। অন্য বিদেশী ছেলে মেয়েটাও গিয়ে ওদেরকে ধন্যবাদ দেয়। ওরা চারজনে একসাথে ফিরে আসতে থাকে। সুনীল আকাশকে বলে, “এতক্ষন শুধু উত্তরা তোমাদের ভালবাসা দেখেছিল, বুঝেছিল আর আমাকে বলেছিল। আমি এর আগে কিছুই বুঝতে পারিনি। কিন্তু এই সূর্যাস্তের সময় তোমাদের দেখে বুঝেছি তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। আর তুমি ওর বিদেশীদের যা বললে তাতে আমিও বুঝলাম সত্যি কারের ভালবাসা কাকে বলে। আমি ধন্যবাদ দিয়ে তোমাদের ছোটো করবো না। কিন্তু আমাদের বিশেষ করে আমার সস্রদ্ধ প্রনাম তোমাদের ভালবাসার জন্য”।

মাছ ভাজার দোকান থেকে আকাশ বেশ কয়েক রকম মাছ ভাজা প্যাক করে নেয়। সুনীল গিয়ে একটা Vincola White Wine কিনে আনে। সুনিতা ওয়াইন দেখে একটু অবাক হয় কিন্তু কিছু বলে না। সবাই মিলে হোটেলে গিয়ে আকাশদের রুমে ঢোকে। আকাশ সুনিতা আর উত্তরা কে বলে, “ওই বিদেশীরা আমাদের দেখে ভালবাসা শেখার চেষ্টা করছে। আজ এই সন্ধ্যা বেলা আমরা ওদের রীতিতে ভালবাসা সেলিব্রেট করবো। এটা সাদা ওয়াইন, বিশুদ্ধ আঙ্গুরের রস দিয়ে তৈরি। এতে অ্যালকোহল আছে ঠিকইএটা খেলে সবাই মাতালও হয়ে যায়। কিন্তু আমরা যেটুকু খাব তাতে কেউ মাতাল হবো না। আমি শুধু সুনিতার সাথে থাকলে এটা আনতাম না। যেহেতু আমরা আর তোমরা একসাথে এক সন্ধ্যায় আছি আর একই উদ্দেশ্য নিয়ে এসেছি তাই ওয়াইন দিয়ে সেলিব্রেট করা। আশা করি তোমরা দুজনে রাগ করবে না বা আপত্তি করবে না”।

সুনিতা বলে, “আমার আকাশ আমাকে যা করতে বলবে, তাতে আমি রাগও করিনা, আপত্তিও করিনা। তোমার যদি মনে হয় আমি ওয়াইন খাব, তো আমি খাব। তুমি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললে আমি তাই করবো। এতো ওয়াইন খাওয়া। আজ আমিও তোমার সাথে উপভোগ করবো”।

এই বলে সুনিতা আকাশকে ধরে চার পাঁচটা চুমু খেয়ে দিল। উত্তরা বলে, “সুনীল বললে ও কখনোই ওয়াইন খেত না। কিন্তু যেহেতু আকাশ বলছে তাই ও সবার সাথে ওয়াইন খাবে”।

আকাশ আর সুনীল চারটে গ্লাসে ওয়াইন ঢেলে দেয়, সবাই চিয়ার্স করে আর ধীরে ধীরে খেতে শুরু করে। মেয়ে দুটোই বলে ওঠে ভীষণ ভালো খেতে। সুনিতা গিয়ে দুটো প্লেটে সব মাছ ভাজা সাজিয়ে দেয়। খুব তাড়াতাড়ি প্রথম পেগ ওয়াইন শেষ হয়ে যায়। সুনিতা আকাশকে জিজ্ঞাসা করে ও আরেকবার খেতে পারে কিনা। উত্তরাও বলে ও নেবে আরেকবার। আকাশ সবাইকে আবার ওয়াইন দিয়ে, সুনীল আর উত্তরাকে বলে, “দুঃখিত আবার একটু গম্ভীর কথা বলছিতখন উত্তরা বলল যে সুনীল বললে ও ওয়াইন খেত না, আমি বলেছি তাই খাচ্ছে। এই মনোভাবটাই ঠিক নয়”।

সুনীল আর উত্তরা দুজনেই কিছু বলতে যাচ্ছিল। কিন্তু আকাশ ওদের থামতে বলে আবার বলে, “উত্তরার কখনই সুনীলকে অবিশ্বাস করা উচিত না। আর সুনিলের এমন কিছু চাওয়া উচিত নয় যেটাতে উত্তরা বিশ্বাস করতে পারে না বা নিরাপদ মনে করে না। সুনিতা বলেছিল যে আমি বললে ও আগুনেও ঝাঁপ দিতে পারে কারণ সুনিতার এই বিশ্বাস আছে যে যে আগুন পুডিয়ে দেয় সেই আগুনে আমি কখনই ওকে ঝাঁপ দিতে বলবো না। আমাদের নিজেদের মধ্যে সেই বিশ্বাসটা আগে প্রতিষ্ঠা করতে হবে। তবেই আমরা ঠিক ভালবাসা খুঁজে পাবো”।

লম্বা বক্তৃতা দিয়ে আকাশ থামেসুনীল আর উত্তরা চুপ করেই থাকে। আকাশ বলে অনেক গুরু গম্ভীর কথা হল। এবার সুনীল বলুক ওদের প্রেম কি ভাবে শুরু হয়েছিল। সুনীল বলে ওরা একই কলেজে পড়ত আর একই ট্রেনে যাতায়াত করতো। কলেজে আলাপ আর ট্রেনে কাছে আসা। তারপর ভালবাসা আর শেষ পর্যন্ত বিয়ে। উত্তরা জিজ্ঞাসা করে আকাশ আর সুনিতার ভালবাসা কি ভাবে হল। সুনিতা তখন সব কিছু বেশ গুছিয়ে বলে। এই গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। আকাশ আর সুনীল আরেকবার ওয়াইন খেয়ে সান্ধ্য পার্টি শেষ করে।

রাত্রে খাবার পরে সুনিতা বলে আগের রাতের মত সেক্স করতে। ওয়াইন খেয়ে দুজনেরই এনার্জি অপরিসীম। সুতরাং সেক্সও সেই ভাবেই হয়। সেই রাতে ময়ূরপঙ্খী লিঙ্গ হয়ে যায় আর ক্যানাল বা সমুদ্র যোনি হয়ে যায়। সেই রাতে আকাশের লিঙ্গ দ্রুত গতিতে সুনিতার যোনিতে যাওয়া আসা করতে থাকে যতক্ষণ না আকাশ পুরো ক্লান্ত হয়ে পড়েআকাশ ক্লান্ত হলে সুনিতা খেলা চালিয়ে যায়। ও কলেজে দেখেছিল লতাকে সেই ছেলেদুটোর ওপরে উঠে লাফাতে। ও আকাশের সাথে সেটাই করে আর ভালও লাগে। তারপর একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে।

পরদিন ওরা কন্যাকুমারি যাবে। সুনীলরা আরেকদিন থাকবে কোভালামে। ওরা রেডি হয়ে আরেকবার সমুদের ধারে ঘুরে এসে নাগেরকোয়েল যাবার বাসে ওঠে।                
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply
#38
নাগেরকোয়েল কোভালাম থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূর। লোকাল বাসে দুদিকে তিনটে করে সিট। ওরা একদিকে দুজনে পাশাপাশি বসে। সুনিতা জানালার ধারে বসে। বাস প্রায় ভর্তি হয়ে গেছে তখন একটা বিদেশী ছেলে মেয়ে বাসে ওঠে। ওরা কোন সিট পাশাপাশি খুঁজে পায় না। মেয়েটা গিয়ে এক্সকিউজ মি বলে আকাশের পাশে বসে আর উলটো দিকের সিটে ছেলেটা বসে। আকাশ আর সুনিতা তখনো ইংরাজিতেই কথা বলছিল, কারণ তখন পর্যন্ত ওদের মাঝে আর কোন কমন ভাষা ছিল না। সুনিতা একটা দুটো বাংলা শব্দ শিখেছিল আর আকাশের মালয়ালম জ্ঞানও একইরকম। ওদের ইংরাজিতে কথা বলতে শুনে বিদেশী মেয়েটা ওদের কে জিজ্ঞাসা করে যে ওরা দুজনেই ইন্ডিয়ান তাও ওরা ইংরাজিতে কথা কেন বলছে। আকাশ ওকে বুঝিয়ে বলে। মেয়েটা অবাক হয়ে বলে যে ওরা ওইটুকু দেখে কি করে এতো ভালবেসে ফেলল।  মেয়েটা ওর ছেলে বন্ধুকেও ওদের ভালবাসা আর বিয়ের কথা বলে। আকাশরা ওদের নাম বলে, বিদেশী দুজনও ওদের নাম বলে, বেন আর র‍্যাচেল। আকাশ ওদের সাথে কথা বলে জানতে পারে যে র‍্যাচেল এসেছিল পোল্যান্ড থেকে আর বেন ফ্রান্সের। ওদের দেখা হয় আগ্রাতে তাজমহল দেখার সময়। দুজনেই একা বেড়াতে এসেছিল। আগ্রার পর থেকে একসাথে ঘুরছে। ছুটি ফুরিয়ে গেলে যে যার জায়গায় ফিরে যাবে।


সুনিতা জিজ্ঞাসা করে তার মানে ওরা বন্ধু বা প্রেমিক প্রেমিকা নয়। ওরা দুজনেই হেঁসে ওঠে আর বলে ওরা জাস্ট পথের সাথী। হয়ত ওরা কখনো বন্ধু হবে কিন্তু সেটা ওরা তখনই জানে না। সুনিতা আবার জিজ্ঞাসা করে ওরা রাত্রে কিভাবে থাকে, প্রশ্ন করেই একটু লজ্জা পেয়ে যায়। র‍্যাচেল বলে কেন একটা রুমে একসাথেই থাকে। আস্তে করে বলে এক সাথে সেক্সও করে রোজ রাত্রে। সুনিতা অবাক হয়ে যায়, আকাশও একটু অবাক হয় র‍্যাচেলের অকপট কথায়। ওদের সাড়া রাস্তা র‍্যাচেল আর বেন দের সাথে গল্প করেই কেটে যায়।

নাগেরকোয়েলে ওরা নেমে পড়ে সুচিন্দ্রম মন্দির দেখার জন্য। অদ্ভুত সুন্দর মন্দির, গোপুরম প্রথায় বানানো। মন্দিরে ঢোকার সময় আকাশকে জামা প্যান্ট খুলে রেখে ধুতি পড়ে নিতে হয়। মন্দিরের বাইরে অনেক দোকান ছিল ধুতি ভাড়া দেবার জন্য। মন্দিরের ভেতরে অসংখ্য পাথরের কারুকার্য। বিশাল একটা নাচের হল ঘর। ওদের গাইড বলে ওই হলঘরে ১০৩৫ টা পিলার আছে। প্রত্যেকটা পিলার নিখুঁত ভাবে বানানো। মিউজিকাল পাথর দেখল। একটা বিশাল বড়ো পাথর কেটে ২৫টা পিলারের মত বানানো, ছোটো একটা পাথরের টুকরো দিয়ে এক একটা পিলারে মারলে সা রে গা মা সাত সুর বাজে তাও আবার বিভিন্ন স্কেলে। এইরকম চারটে মিউজিকাল পিলার আছে। অচিন্ত্যনিয় পারদর্শিতা যারা বানিয়েছিল তাদের।

ওখান থেকে বেড়িয়ে আরেকটা বাসে করে কন্যাকুমারি পৌঁছায় শেষ বিকালে। ওরা বাস থেকে নেমেই চলে যায় সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখবে বলে। বালির কোন বীচ নেই। শুধু পাথরে ভর্তি সমুদ্রে ধার। আকাশ বলে এটাই ভারতের মেইন ল্যান্ডের দক্ষিনতম বিন্দু। আর আকাশের সত্যি মনে হয় যে ওখানে ভারত শেষ হয়েছে। ওরা পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে বেশ কিছুটা চলে যায় ভালো করে সূর্যাস্ত দেখবে বলে। এতো লোকের ভিড় যে ওরা কোথাও একটু বসতে পারে না। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে সূর্যাস্ত দেখে তাই খুব একটা উপভোগ করে না। মানে সূর্যাস্ত ওদের খুব ভালো লাগে, কোভালামের থেকে আলাদা। কিন্তু দুজনে সূর্যের সামনে ভালবাসতে পারে না। একবার সুনিতা আকাশকে চুমু খেতে গিয়েছিল আসে পাশের লোক জন হইচই করে ওঠে।

সূর্যাস্ত দেখার পড়ে ওরা হোটেল ঠিক করে। হোটেলের রুম থেকে বা ব্যালকনি থেকে সূর্যোদয় দেখা যাবে। ঘরে ঢুকেই সুনিতা আকাশকে চুমু খেতে শুরু করে। একটু চুমু খেয়েই বাথরুমে যায় মুখ হাত ধুয়ে উলঙ্গ হয়েই বেড়িয়ে আসে। আকাশকে বলে ও তখনো কেন সব জামা কাপড় পড়ে আছে, সুনিতা আর পারছে না। আকাশ বাথরুমে ঢুকলে সুনিতাও ওর সাথে ঢুকে যায়। আকাশের সব কিছু খুলে দিয়ে ওর ময়ুর মুখে নিয়ে বসে পড়ে। আকাশ সাওয়ার চালিয়ে দেয়। জলের ধারার সাথে ওদের ভালবাসার ধারা মিলে মিশে যায়। দুজনে দুজনকে সাবান মাখিয়ে চান করায়। বাইরে এসে দুজনে ভালাবাসা আর সেক্স যেটা বাথরুমে শুরু করে ছিল সেটা শেষ করে। আকাশ ভুলে যায় কনডম ব্যবহারের কথা।

আকাশ হোটেলের রিসেপসনে গিয়ে রাতের খাবারে কথা জিজ্ঞাসা করলে একটা ওয়েটার ওদের বলে পাসেই দু তিনটে রেস্টুরান্ট আছে সেখানে গিয়ে ভালো খাবার পাবে। আকাশ আর সুনিতা বেড়িয়ে পড়ে আর দেখে অখানেও একটা ‘দাদা বৌদির’ বাঙালি হোটেল আছে। ওরা ওখানে ডিনার করে। হোটেলে ফিরে গিয়ে দুজনেই ভীষণ ক্লান্ত। আকাশ জেনেছিল ভোর ৫-৪০ সে সূর্যোদয় হবে। ওদের কাছে কোন অ্যালার্ম ঘড়ি ছিল না। হোটেলের রিসেপসনে জিজ্ঞাসা করতে ওরা বলে ওরা সকালে ওঠাতে পারবে না। আকাশদের নিজে নিজে উঠতে হবে। আকাশ আর সুনিতার সেটাতে খুব একটা অসুবিধা ছিল না কারণ দুজনেরই রোজ ভোরে উঠে সূর্যোদয় দেখার অভ্যেস ছিল। ওরা চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আকাশের মাঝ রাতে ঘুম ভাঙ্গে দেখে রাত ৩-০৫। আবার ঘুমিয়ে পড়ে। কিছু পড়ে আবার আকাশের ঘুম ভাঙ্গে দেখে ঘড়িতে তখনো ৩-০৫। তখন আকাশের খেয়াল হয় ও সেদিন সকালে ঘড়িতে দম দেয়নি তাই সেটা বন্ধ হয়ে গেছে। বাইরে বারান্দায় গিয়ে দেখে চার পাস অন্ধকার। আকাশ একা একা বসে থাকে সূর্যের অপেক্ষায়। বুঝতেও পারে না কটা বাজে আর কতক্ষন সূর্যের জন্য বসে থাকতে হবে।

সুনিতা ঘুমের মাঝে আকাশকে ধরতে গিয়ে কাউকে না পেয়ে উঠে বসে। আকাশকে ডাকে কিন্তু আকাশ বাইরে বসে ঘুমিয়ে গিয়েছিল শুনতে পায় না। সুনিতা ঘুমের চোখে দুবার ডাকে আর কোন উত্তর না পেয়ে কাঁদতে শুরু করে। আকাশ সুনিতার ডাক শুনতে পায় নি কিন্তু কান্না শুনতে পায়, তাড়াতাড়ি ভেতরে গিয়ে সুনিতার পাশে বসে ওকে জড়িয়ে ধরে। সুনিতা জিজ্ঞাসা করে, “তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না”।

আকাশ ওকে বলে ওর ঘড়ি বন্ধ হয়ে যাবার কথা। তখন সুনিতা বলে ওরা দুজনে মিলে ব্যালকনিতে বসে সূর্যকে ডাকবে। আকাশ শুধু অন্তর্বাস পড়ে ছিল কিন্তু সুনিতা সম্পূর্ণ নগ্ন। ও যতক্ষণ আকাশের সাথে একান্তে থাকতো কোন জামা কাপড় পড়তে চাইতো না। আকাশ জিজ্ঞাসা করলে ও বলে ও আর আকাশ কি আলাদা যে জামা কাপড় দিয়ে দুরত্ব সৃষ্টি করবে। ও চায় না ওদের মাঝখানে কোন কিছু থাকুক। সুনিতা নগ্ন হয়েই আকাশের পাশে গিয়ে বসে। আকাশ বলে দু পাশের রুমেই লোক আছে আর ওরাও বেড়িয়ে আসবে সূর্যোদয় দেখার জন্য। সুনিতা বলে যে দেখে দেখুক। ও ওই সুন্দর সকালে আকাশের সাথে নগ্ন থাকবে। ওর লজ্জার থেকে ভালবাসা বেশী জরুরি। আকাশ সুনিতাকে বুঝে গেছে এই কয় দিনে, ও বুঝে গেছে সুনিতা কি ভাবে আকাশকে আর আকাশের সাথে সেক্স ভালোবাসে। তাই ও আর কিছু বলে না

দুজনে পাশাপাশি বসে থাকে কিন্তু সূর্যের কোন দেখা নেই। আকাশের সামনে অনন্ত সমুদ্র। সম্পূর্ণ অন্ধকার দিয়ে ঘেরা। আকাশের মনে হয় ওর জীবনও ওই সমুদ্রের মতই অন্ধকারে ঢাকা। ও জানে না সুনিতাকে নিয়ে ঠিক কি করবে। ওর বাবা মা চিঠিতে সব কিছু মেনে নিলেও সত্যি কারের জীবনে কিভাবে মেনে নেবে বুঝতে পারে না। আর ওর পক্ষে সুনিতাকে ছেড়ে বেশীদিন থাকাও সম্ভব না। ও বাড়ি ফিরে আবার কবে আসবে সুনিতাকে নিয়ে যেতে তার কোন নিশ্চিত পরিকল্পনা করতে পারে না। সেই জন্যেই ওর সামনের দিন গুলোকেও ওই সকালের অন্ধকার সমুদ্রের মত মনে হতে থাকে। শুধু ওর ভরসা আছে ওর নিজের ভালবাসার ওপর। ও জানত যে আমরা নিজের মন থেকে যদি কিছু করতে চাই সেটা কেউ বাধা দিতে পারবেনা, বরঞ্চ সবাই সাহায্য করবে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি।

সুনিতা সমুদ্র সামনে থাকলেও দেখে না। ও পাশে ওর আকাশ থাকতে ও অন্ধকার সমুদ্র দেখার কোন প্রয়জনীয়তা অনুভব করে না। ও অপেক্ষা করে থাকে কখন সূর্য উঠবে। ও জানে রোজ যেমন সূর্য ঠিক সময়ে সূর্য উঠবেই কেউ আটকাতে পারে না, সেইরকম ওদের জীবনও সূর্যের আলোয় ভোরে যাবে কেউ আটকাতে পারবে না। ও নিশ্চিন্ত মনে আকাশের ময়ুর নিয়ে খেলা করে যায়। তারপরে সুনিতা ভাবে সেই সকালে ওরা শুধু সেক্স করবে। আকাশের ময়ুরকে ময়ুর না ভেবে লিঙ্গ ভাবে। সাথে সাথে ওর মন কাম ক্ষুদায় ভোরে ওঠে। আকাশের অন্তর্বাস খুলে দেয়। আকাশ বলে পাশে কেউ এলে ওর ময়ুর দেখে ফেলবে। সুনিতা বলে তখন ওটা আর ময়ুর নেই সুনিতা ওটাকে লিঙ্গ বলে দেখছে। আকাশ বলে কি হল। সুনিতা বলে ও ভোরের সূর্য কে সাক্ষী রেখে ওর সাথে সঙ্গম করবে। আকাশের লিঙ্গকে ওর যোনি দিয়ে আদর করবে।  আকাশের লিঙ্গ জেগে ওঠে। সুনিতার স্তনবৃন্ত জেগে ওঠে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুই পা সামনের রেলিঙের ওপর রাখে। আকাশ দুই পা একটু ফাঁক করে রাখে। মাঝখানে ওর লিঙ্গ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে। আকাশ সুনিতাকে পেছন করে কোলে বসিয়ে নেয়। আকাশের লিঙ্গ সুনিতার যোনির মুখে। সুনিতাও আকাশের বুকে পিঠ এলিয়ে দেয়। আকাশের হাত সুনিতার স্তনের ওপর।

দুজনে একে অন্যের যৌনতা চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে। আকাশের লিঙ্গ ওদের জন্য অপেক্ষা করে না। সে তার রাস্তা খুঁজে নিয়ে প্রবেশ করে ওর লক্ষ্য স্থলে। সুনিতার যোনি থেকে সুধা রস ঝড়তে থাকে অবিরল ধারায়। দুজনে ভুলে যায় ওরা কোথায় বসে ছিল। সুনিতা আকাশের লিঙ্গের ওপর উঠবস করতে থাকে যেন ওকে স্কুলের শিক্ষক শাস্তি দিয়েছে। আকাশ নিঃশব্দে সুনিতার যৌন ভালবাসা নিতে থাকে। আকাশ দেখে জাগতিক আকাশ অল্প অল্প লাল হতে শুরু করেছে। ওর সামনের ব্যালকনিতে একটা বিদেশী কাপল দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে আর ওদেরকেও দেখছে। আকাশ সুনিতাকে ওঠাতে গেলে অন্য ব্যালকনির ছেলেটা হাত দেখিয়ে ইশারাতে সরি বলে আর ওদের ভালবাসা চালিয়ে যেতে বলে। আকাশ ফিস ফিস করে সুনিতাকে বলে দুজন বিদেশী ছেলে মেয়ে ওদের দেখছে। সুনিতা বলে, “দেখুক গিয়ে ওদের দেখতে দাও, তুমি তোমার সঙ্গম করতে থাকো, এদিককার ব্যালকনি থেকেও তিনজন আমাদের দেখছে। কিন্তু দয়া করে তুমি থামতে বোল না, আমি পারবো না”।

আকাশ থামেনা, ও সুনিতার নীচে থেকে যতটা পারে করতে থাকে। সুনিতাও থামে না। একসময় সমুদ্রের অপার থেকে সূর্য মুখ বের করে। আকাশ সুনিতার যোনিতে লিঙ্গের সব রস উজাড় করে দেয়। সুনিতাও নিজের জীবনের সব থেকে সুখী রাগমোচন করে। তারপর ওইভাবেই বসে সূর্যোদয় দেখতে থাকে। এবারও ওরা ভুলে যায় যে ওরা কনডোম ব্যবহার করেনি।

বেশ কিছুক্ষন সঙ্গমের পরের শান্তি আর ভালোলাগা উপভোগ করে। তারপর দুজনেই উঠে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে। একদিকের বিদেশী ছেলে মেয়ে দুটো ওদের থাম্বস্‌ দেখিয়ে ভেতরে চলে যায়। আকাশ অন্য দিকে দেখে একটা ছেলে আর দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল। ওরা ব্যালকনি বেশ কাছেই ছিল আর ওরা বাংলাতে কথা বলছিল। আকাশ বাংলাতেই ওদেরকে বলে ওরা দুঃখিত ওইভাবে অশালীনতা প্রকাসের জন্য। ওখানথেকে ছেলেটা বলে যে কোথাও কোন অশালীনতা ছিল না। ওরা একটা বিশুদ্ধ ভালবাসার প্রকাশ দেখেছে। আর সেই জন্য ধন্যবাদ দেয়।

আকাশ আর সুনিতা ভেতরে চলে আসে। আকাশের ওইভাবে খোলা জায়গায় সঙ্গম করার জন্য একটু অস্বস্তি হতে থাকে। সুনিতার কোন ভ্রুক্ষেপ নেই। ও খুশী যে ও ওর আকাশের সাথে নিজের মত করে ভালবাসতে পেরেছে।
[+] 1 user Likes TumiJeAmar's post
Like Reply
#39
তারপর সকালে মুখ হাত ধুয়ে সেই দাদা বৌদির হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে। আকাশ অনেকদিন পরে রুটি তরকারি খেতে পায় আর বেশ আনন্দ করে আটটা রুটি খায়। সুনিতা জিজ্ঞাসা করে এতো রুটি কেন খাচ্ছে। পেছন থেকে বেশ মজা করে ইংরাজিতেই বলে সকাল বেলা অতটা এনার্জি খরচ করলে খিদেতো পাবেই। আকাশ সুনিতা দুজনেই মুখ ঘুড়িয়ে দেখে ওদের পাস্রে রুমের সেই ছেলেটা আর মেয়ে দুটোও খাচ্ছে। সুনিতা লজ্জায়মুখ নামিয়ে নেয়। আকাশ আবার দুঃখিত বলে। ছেলেটা উঠে এসে ওদের কাছে ক্ষমা চায় ওই ভাবে বলার জন্যে। বলে ও কোন খারাপ উদ্দেশ্য নিয়ে বলেনি। সত্যি ওদের সকালে একটুও অশালীন লাগেনি বরং খুব ভালো লেগেছে। ওর বৌ আর শালি সাথে ছিল। ওদেরও কিচ্ছু খারাপ লাগেনি। আকাশ বলে ওরা হানিমুনে গিয়েছে। তারপর কিছু কথা বলে যে যার মত ফিরে যায়।


তারপর আকাশ আর সুনিতা বিবেকানান্দ রকে যায়। মেইন ল্যান্ড থেকে বেশ অনেকটা দুরে। স্টিমারে করে যেতে হয়। ওরা দুজনে স্টিমারে ওঠে। বেশ ভালই ভিড় ছিল। উত্তাল সমুদ্রে সে এক রোমাঞ্চকর যাত্রা। মাত্র পনের মিনিট সময় লাগে কিন্তু তার মধ্যেই স্টিমার একবার বাঁদিকে আর একবার ডান দিকে হেলে যেতে থাকে। যারা সিটে বসে ছিল সব হুমড়ি খেয়ে পরে উলটো দিকে। সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আবার সবাই উলটো দিকে পরে যায়। কেউ আর বসে থাকে না। সবাই দাঁড়িয়ে পরে। সুনিতা আকাশের বুকের মধ্যে শক্ত হয়ে ধরে দাঁড়ায়। আকাশ মুখে বলে ও সাথে আছে কোন ভয় নেই। কিন্তু ভেতরে ভেতরে আকাশের জিব শুকিয়ে যায়। কিন্তু বেশ মজাও লাগে। তারপর রকে পৌঁছে আকাশের মন উদাস হয়ে যায়। ও ভাবে বিবেকানন্দ কিসের টানে এই এতোটা সমুদ্র সাঁতার কেটে পাড় হয়ে এসেছিলেন। ও সুনিতার হাত ধরে এক দিকে অনেকক্ষণ বসে থাকে। তারপর চারদিক দেখে। সুন্দর পরিষ্কার স্মৃতি সৌধ। খুব ভালো ভাবে গুছিয়ে রাখা। বিবেকানন্দের জীবনের অনেক না জানা কথা আর ছবি রাখা আছে। আকাশ ভাবে এতদিনেও ওই একজন মহাপুরুষের জীবন আমরা ঠিক মত বুঝতেও পারিনি মেনেও চলিনা। এক দিকে একটা বেশ বড়ো ফলকের ওপর কাদের দানে ওই সৌধ বানানো হয়েছে সেটা লেখা। অনেক ছোটো বড় কোম্পানির নামের সাথে আকাশ অবাক হয়ে দেখে “গণেশ বিড়ি” পাঁচ লক্ষ টাকা দিয়েছে।   
ওখান থেকে ফিরে হোটেলে দুজনে চান করতে যায়। সুনিতা বলে ওকে আদর করতে। আকাশ বুঝতে পারে সুনিতা কি চায়। ও সুনিতার সামনে বসে আবার ওর নাভিতে হাত দেয়। সুনিতা যা চাইছিল তাই হয় – ও আকাশের গায়ে হিসু করে দেয়। দুজনেই জলের মধ্যে ভালবাসাবাসি করে। তারপর কন্যাকুমারি মন্দির দেখতে যায়। সেখানেও ঢুকতে গেলে ছেলেদের ধুতি পড়তে হবে। আকাশ বাইরেই থাকে, সুনিতা ভেতরে গিয়ে দেখে আসে। সমুদ্রের ধারে একটু ঘোড়া ফেরা করে। ওখানে সমুদ্র বিশাল, বেশ বোঝা যায় তিন দিকেই জল মাঝখানে একটু খানি জমিতে ওরা দাঁড়িয়ে। কিন্তু ভীষণ অশান্ত সমুদ্র। এতো উত্তাল হাওয়া যে দাঁড়িয়ে থাকা যায় না। এত ঢেউ যে কেউ সমুদ্রে চান করার কথা চিন্তাই করে না।

ওরা বাসে করে ত্রিবান্দ্রম ফিরে যায়। তখন দুপুর তিনটে বাজে। ওখান থেকে পালঘাটে ফেরার বাস সন্ধ্যে সাতটায়। আকাশ খোঁজ নিয়ে জানে পাশে একটা বেশ বড়ো মন্দির আছে। পদ্মনাভন স্বামী মন্দির। ওরা দুজনে মন্দিরে যায়। বেশ পয়সাওয়ালা মন্দির। চারিদিকে প্রাচুর্যে ভর্তি। আকাশের খুব একটা ভালো লাগে না মন্দিরে এতো ঐশ্বর্য দেখতে। মন্দিরের বাইরে দেখে কলার চিপস (কাঁচাকলা পাতলা পাতলা করে কেটে নারকেল তেলে ভাজা) গরম ভেজে বিক্রি হচ্ছে। সুনিতা বলে ও কিনবে। আকাশ গরম কলার চিপস কিনে দেয়। বেশ ভালো খেতে। তারপরেও বাসের অনেক দেরি। গিয়ে বাসের টিকিট কেটে নেয়। একটা দোকান থেকে আকাশ মীনার জন্যে বই আর খেলনা কেনে। পাশে একটা বেশ বড়ো পার্ক আছে, সেখানে গিয়ে দুজনে বসে থাকে আর ভালবাসার কথা বলে।

আকাশ সুনিতাকে পালঘাটে পৌঁছে দিয়ে কোলকাতা ফিরে যাবে। সুনিতা বলে এই কয়দিন বেশ ভালো ভাবে কাটল। ওর সত্যি মনে হচ্ছে হানিমুন আরও কিছুদিন বেশী হলে ভালো হত। কিন্তু এর পরে ও আকাশকে ছাড়া কি ভাবে থাকবে। আকাশও বলে ও ও থাকতে পারবে না সুনিতাকে ছেড়ে। তাই কিছু একটা করে ওকে সুনিতার কাছে ফিরে যেতেই হবে। এইভাবে এক সময় সময় শেষ হয়। ওরা বাসে গিয়ে বসে। দুজনেই ক্লান্ত আর দুজনেই ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে পালঘাট পৌঁছায়। বাড়ীতে গিয়ে সুনিতা মাকে জড়িয়ে ধরে। সারাদিন সুনিতার মাকে আর বন্ধুদের হানিমুনের গল্প করতেই কেটে যায়। ওর দুই বন্ধুও এসেছিল। লতা সুনিতাকে বলে আকাশের সাথে থাকতে। আকাশ প্রদিন সকালে চলে যাবে। তারপরে ওরা এসে সব গল্প শুনবে। আকাশও একবার ওর অফিসে যায় এক ঘণ্টার জন্যে। সবার সাথে দেখা করেই ফিরে আসে। বাকি সময় সুনিতার সাথেই কাটায়।

রাত্রি বেলা আকাশের খেয়াল হয় ওর সাথে কনডম নেই আর এর আগের দুদিন যতবার সুনিতার সাথে মিলিত হয়েছে কনডম ছাড়াই হয়েছে। ওর একটু ভয় ভয় লাগে। তারপর ভাবে ঠিক আছে কোন অন্যায় তো করেনি। কিছু হলে ওদেরই হবে, ভালই হবে। রাত্রে দুজনে নিবিড় ভাবে মিলিত হয়। দুজনের ভালবাসার ইচ্ছা ছিল কিন্তু উচ্ছাস ছিল। এর আগের কিছুদিন কন্যাকুমারির সমুদ্রের মত ভালো বেসেছে। কিন্তু সেই রাতে কোভালামের সমুদ্রের মতো শান্ত ধীর স্থির। আকাশের ময়ুর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে ছিল। সুনিতার ক্যানালও জলে ভরে ছিল। কিন্তু ময়ূরপঙ্খী ভাসানর শক্তি ছিল না। আকাশ তাও এক সময় ভাসিয়ে দেয়। ধীরে ধীরে জল কেটে এগিয়ে চলে ওর নৌকা। এক সময় লক্ষে পৌঁছেও যায়। তারপর দুজনে একে অন্যের বুকে হাত রেখে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে দুজনে ওদের পুরানো জায়গায় সূর্যোদয় দেখতে যায়। দুজনে নীরবে বসে থাকে। দুজনেরই চোখ নিঃসীম শুন্যের দিকে তাকিয়েএকটু পড়ে সূর্য উঠে এলে সুনিতা আর নিজেকে সামলে রাখতে পারে না। আকাশের বুকের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়ে। আকাশের চোখ দিয়েও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। আকাশ একটু পড়ে সুনিতার মাথায় হাত রেখে বলে, “দেখো সূর্যের রশ্মি কত উজ্জ্বল, সূর্য দেব আমাদের বলছেন আমাদের দুঃখের দিন বিরহের রাত বেশী সময়ের জন্য নয়। খুব তাড়াতাড়িই আমরা আবার একসাথে থাকব। আবার এইভাবেই দুজনে দুজনকে ভালবাসব। তুমি কেঁদো না সোনা, কেঁদো না। দেখো আমি কি কাঁদছি”।

এই বলেই আকাশও কেঁদে ফেলে। রাজন আর সুনিতার মা বেড়িয়ে আসে। দুজনকে ধরে ঘরে নিয়ে যায়। তারপর আকাশ তৈরি হয়ে নেয়। সুনিতার বাবা ওকে সাবধানে থাকতে বলেন। আকাশ বলে ও কোলকাতা অফিস থেকে ওনাকে ফোন করবেন। সবাইকে বিদাই জানিয়ে আকাশ চলে যায়। রাজন গিয়ে ওকে ট্রেনে তুলে দিয়ে আসে।

সুনিতার কথা আমি লিখতে পারবো না। সবার কাছ থেকে ক্ষমা চাইছি যে ওর মনের অবস্থা বোঝানর মত লেখার শক্তি আমার নেই। সুনিতা কাঁদেওনি একটুও। ওর সব চোখের জল শুকিয়ে গেছে। ও জোর করে দুদিন আগের কথা মনে করতে চাইছিল। কিন্তু তখন ওর মনের ভেতর টা আরও হু হু করে কেঁদে ওঠে। ও ঘরের কোনায় চুপ করে দুই হাঁটুর মাঝে মুখ রেখে বসে থাকে।
সখি ভালবাসা এমনই যাতনা ময় !        

দ্বিতীয় পর্ব সমাপ্ত।
[+] 3 users Like TumiJeAmar's post
Like Reply
#40
[Image: sunita-3.jpg]
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)