Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
স্নেহ ঝোরা
আজ শনিবার, শ্রীময়ের অফিসে 'ছুটি'। এই লক ডাউনের সময়ে ছুটিছাটার তেমন কদর থাকবে না, ভেবেছিল রূপাঞ্জনা। আর ভেবেছিল ওকে বোধহয় আজ অন্তত একটু কাজে হেল্প করবে শ্রীময়! কিন্তু সে গুড়ে বালি! শ্রীময় আজ উঠল ই সাড়ে দশটায়। তারপর চা খেয়ে গড়িমসি করে ওয়েব সিরিজ নিয়ে বসল। ও একটু মুখ ঝামটা দেওয়ায় বলল 'আহ্, আজ আমার ছুটি, সারা সপ্তাহ খুব মাথার খাটনি গেছে গো...প্লিজ একটু মাথা ছাড়াতে দাও!' তা সেই 'মাথা ছাড়ানোর' বহর এখনো চলছে! দুপুর দুপুর তিনি একবার উঠে, নিরামিষ খাবার দেখে মুখ ভেটকে লাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়েছেন! ধন্য বাবা!
টেনে ঝগড়া করবে ভেবেছিল রূপাঞ্জনা। সারাদিন একা একা খাটতে হচ্ছে ওকে। প্রথম দিকে তবু ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন বিরক্তি লাগছে ওর। ক্লান্ত ও লাগছে। সকাল থেকে ঘর পরিষ্কার, কাপড় কাচা...আজ নিরামিষ বলে দুটো পদ এক্সট্রা করতে হয়েছে। সব মিলিয়ে কোমর টা ধরে গেছে একদম। কিন্তু, শোয়া যাবে না। তাহলেই বিকেলে শরীর ম্যাজম্যাজ করবে। খানিকক্ষণ টিভি দেখল...কিন্তু ভাল লাগছে না আর। তাই 'কি করা যায়..' ভাবতে ভাবতে দেওয়ালে টাঙানো ওর আর শ্রীময়ের বিয়ের ছবিটার দিকে চোখ গেল ওর। আর কি মনে হতে খুব ইচ্ছে করল সেই দিন টাকে একবার ফিরে দেখতে।
আর যেই না ভাবা... শো কেস থেকে গাবদা এলবাম টা বের করে নিয়ে এলো ও। প্রথমে গতানুগতিক ছবি... কাকিমা জেঠিমাদের জল সইতে যাওয়া, দধিমঙ্গল...দেখতে দেখতে রূপাঞ্জনা যেন ফিরে যাচ্ছিল ওর সেই পুরোনো দিন গুলোতে। তিন তিনটে বছর কেটে গেছে, তাও মনে হয়, এই তো সেদিনের কথা...। মা বিধবা বলে কিছুতেই ওর বিয়েতে থাকবেন না ঠিক করেছিলেন, আর ও ও ছাড়বে না! বিয়েতেই বসবে না ঠিক করেছিল।।শেষমেষ ওর জেদের কাছে মা কে হার মানতেই হয়েছিল।
এলবাম উল্টোতে উল্টোতে চোখে পড়ল ওর গায়ে হলুদের ছবি গুলো। হাসি মুখের ছবি। ইস, তখন কি জানত বিয়ে মানেই খেটে মরা! উফ, তখন তো জানত না,ওর বর টা এমনি কুঁড়ের হদ্দ হবে!
গায়ে হলুদের একটা ছবিতে চোখ আটকে গেল ওর। শেফালি মাসির ছবি। অনেক মহিলার মাঝে, হাতে যেন কি একটা ধরা। একটা লাল তাঁতের শাড়ি পরা...। কালো শীর্ণ চেহারা, হি হি করে হাসছে, দাঁতের সামনে টা একটু ভাঙা...। কিন্তু সেই হাসিতে একটুও মালিন্য নেই। একদম প্রান খোলা খুশির হাসি।
দেখেই,মন টা খুব খারাপ হয়ে গেল। প্রায় ওর জন্মের সময় থেকেই শেফালি মাসি ওদের বাড়িতে কাজ করেন। ওর মায়ের বেস্ট ফ্রেন্ড ও বলা যায়, আবার মায়ের মেন ডিটেকটিভ ও। এমনকি, শ্রীময়ের সাথে ওর রোজ ফোনে গুজগুজের খবর শেফালি মাসি ই মা কে দিয়েছিল! তারপর তো ইতিহাস! নামে রান্না বান্নার কাজ হলেও, শেফালি মাসি আসলে ওদের বাড়ির ম্যানেজার। আর ও কি কম জ্বালিয়েছে ওঁকে!
ভাবতে ভাবতেই কেমন চোখে জল এলো ওর। বিয়ের আগে ওজন কমাতে হবে বলে হরেক রকম ডায়েট শুরু করেছিল ও। ঘন্টায় ঘন্টায় তার যোগান দেওয়া থেকে শুরু করে, মাথায় হট অয়েল ম্যাসাজ...কি না করিয়েছে ও মাসিকে দিয়ে!
অথচ কখনো ধন্যবাদ দেয়নি।
না, মুখের 'থ্যাংকইউ' না...সত্যিকারের মন থেকে আসা ধন্যবাদ!
উলটে মেজাজ ও দেখিয়েছে কত!
আর এখন বাড়ির উনকোটি চৌষট্টি কাজ করতে করতে ও বুঝতে পারছে, সংসারের সবার কাজ করা, ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে, কতটা কঠিন! তাও নিজের সংসার না, অন্যের সংসার...অন্যের সন্তানের জন্য...।
তাড়াতাড়ি সোফা থেকে উঠে পড়ল রূপাঞ্জনা। এক্ষুনি ফোন করতে হবে, শেফালি মাসিকে। না বরাবরের মতো মা কে ফোন করে এক আধদিন যেমন ভাবে কথা বলে তেমনি ভাবে না, শুধু মাসির সাথেই গল্প করার জন্য ফোন করবে...। বলবে...'শোনো না, তোমার বানানো ঝিঙে পোস্ত টা খুব মিস করছি! ওটা মায়ের থেকেও ভালো বানাও তুমি। এই করোনা দৈত্য হেরে গেলে, আমরা যখন সবাই ভাল থাকব, আমাকে শিখিয়ে দেবে তুমি, ওটা? আমি নিজে রাঁধব তোমার জন্য'। আর বলবে 'কোনোদিন বলিনি মাসি...কিন্তু ভাগ্যিস তুমি ছিলে? তাই তো বাবা ছিলেন না, তাও স্বাচ্ছন্দ্যের সাথে বড় হয়েছি আমি...মা তোমার কাছে আমাকে নিশ্চিন্তে রেখে কলেজে পড়াতে যেতে পারতেন...অথচ সেই আমি বিয়ের সময় মা কে কাছে রেখেছিলাম, নিজে নিজেকে বাহবা দিয়েছিলাম...সংস্কার ভাঙছি বলে...অথচ...তোমাকে একবার ও ডাকিনি...আমাকে ক্ষমা করে দিও মাসি...তিনবছর পরে হলেও...আর এবছর মায়ের সাথে তুমিও আমার জন্য ষষ্ঠী রেখো, রাখবে তো?'
দ্রুত হাতে অপরিচিত অথচ অনেকদিন ধরে স্টোর করা নাম্বার টা ডায়াল করতে থাকে রূপাঞ্জনা।
ও জানে, হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ঝুটো কষ্ট দেখে কেঁদে ভাসানো শেফালি মাসি আজ ওর কথা শুনেও কাঁদবে...কিন্তু চোখের জলের মাঝে হীরের কুঁচির মতো হাসিও লেগে থাকবে...মেয়ের ফোন যাচ্ছে যে...।
করোনার বিধিবদ্ধ সতর্কীকরনের পর ফোনটা বাজছে এবার...পাহাড়ি ঝোরার বাঁধ ভেঙে দেবার অপেক্ষায়...।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
জীবনের ছোট ছোট ঘটনা যখন এ্যালবামের ছবিতে ধরা পরে হৃদয় তখন কথা বলে ! মুখ হয়ে যায় মুক ও বধির !
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
।। পৃথিবী ফেরত চেয়েছেন ঈশ্বর ।।
কি হল এত পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বানিয়ে? আমেরিকার বি-স্টেলথ বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে, রাশিয়ান S400 মিসাইল ডিফেন্স সিস্টেম, নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার ক্ষমতা ধরে, AK107 রাইফেল নাকি আস্ত ট্যাংক উড়িয়ে দেয় এক নিমেষে।
মানুষ মারার কত আয়োজন....
মনে আছে?
সিরিয়ার সেই ৩ বছরের ছেলেটির কথা... বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে
মরে যাবার আগে যে বলেছিল - _'আমি ঈশ্বরকে সব বলে দেব'_ !
সে হয়তো ঈশ্বরকে সব ব'লে দিয়েছে।
হয়তো বলে দিয়েছে -
আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা।
আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ-কোটি !
মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র।
সুইডেনের ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে ২০১৮ সালে পৃথিবীতে কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।
সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে।
বলেছে সেই পাখিটির কথা, যে আর আকাশে ওড়ে না;
বলেছে সেই আকাশের কথা,
যে একদিন নীল ছিল;
বলেছে সেই বাতাসের কথা,
যে একদিন নির্মল ছিল;
বলেছে সেই পৃথিবীর কথা,
যে একদিন সবার ছিল।
এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছেমতো।
ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।
চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের।
সাগরপাড়ে পরে থাকা আ্যালান কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি
হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে।
*ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার।*
তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ... হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ -- শুনেছেন সেই পাখিটির কান্না।
এটাই হয়তো ঈশ্বরের মার, কিংবা প্রকৃতির প্রতিশোধ ...বৈভবে মোড়া দুবাই-এর ৮২৮ মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে। সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার থরথর করে মৃত্যুভয়ে কাঁপছে।
ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্রবল পরাক্রমশালীরা অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কোটের কলার ফাটা বিজ্ঞানীর দিকে অথবা রাতজাগা ক্লান্ত অবসন্ন কিন্তু হার না মানা জেদি ডাক্তার আর নার্সের দিকে!
চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরেও তাকাত না, আজ সেই সাফাইকর্মীদের পুষ্পবৃষ্টি আর শঙ্খধ্বনিতে আবাহন।
তবে এ যুদ্ধ কি কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? বোধহয় না। লকডাউনে খাবারের অভাবে গঙ্গায় পাঁচ সন্তানকে মায়ের বিসর্জন।
একদিন হয়তো সব ঠিক হবে,
কিন্তু আমরা কি সত্যিই
মানুষ হবো?
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
পরের জন্মে আর কোনো ভুল করব না, কেমন?
তুই প্রপোজ করার সঙ্গে সঙ্গেই 'হ্যাঁ' বলে দেব,
ঝুলিয়ে রাখব না...
তারপর চুটিয়ে প্রেম করবো হাতে হাত
আঙুলে আঙুল ঠেকিয়ে...
বিয়ের আগে দুয়েক বছর লিভ ইন
আলগা হাসির জোরালো বাঁধনে
খুশিমতো এদিক ওদিক যাব,
হোটেলখাতায় 'মিষ্টার অ্যান্ড মিসেস'
লিখে তাকিয়ে থাকব আবেশ ভরে, কেমন?
বিয়ের পরে চুটিয়ে সংসার করব
রান্না করব হরেক রকম
রাতের খাবার টা, আমিই তোকে খাইয়ে দেব...
রুটির টুকরো - চিকেন কারিতে ভালবাসা মাখামাখি, কেমন?
দুই থেকে তিন যখন হবো আমরা
রাত জাগব ভাগাভাগি করে...
ওর চোখেতে লেগে থাকবে তোর
বাদামী মণির স্বপ্ন,কেমন?
এ জন্ম গেল যেমন তেমন..
পরজন্মে তোকে ভালবাসব খুব...
ভাসিয়ে নিয়ে যাব তোকে ভালবাসার ঢেউয়ে...
পরের জন্মে...খুব...খুব...কেমন?
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(29-04-2021, 03:29 PM)ddey333 Wrote: পরের জন্মে আর কোনো ভুল করব না, কেমন?
তুই প্রপোজ করার সঙ্গে সঙ্গেই 'হ্যাঁ' বলে দেব,
ঝুলিয়ে রাখব না...
তারপর চুটিয়ে প্রেম করবো হাতে হাত
আঙুলে আঙুল ঠেকিয়ে...
বিয়ের আগে দুয়েক বছর লিভ ইন
আলগা হাসির জোরালো বাঁধনে
খুশিমতো এদিক ওদিক যাব,
হোটেলখাতায় 'মিষ্টার অ্যান্ড মিসেস'
লিখে তাকিয়ে থাকব আবেশ ভরে, কেমন?
বিয়ের পরে চুটিয়ে সংসার করব
রান্না করব হরেক রকম
রাতের খাবার টা, আমিই তোকে খাইয়ে দেব...
রুটির টুকরো - চিকেন কারিতে ভালবাসা মাখামাখি, কেমন?
দুই থেকে তিন যখন হবো আমরা
রাত জাগব ভাগাভাগি করে...
ওর চোখেতে লেগে থাকবে তোর
বাদামী মণির স্বপ্ন,কেমন?
এ জন্ম গেল যেমন তেমন..
পরজন্মে তোকে ভালবাসব খুব...
ভাসিয়ে নিয়ে যাব তোকে ভালবাসার ঢেউয়ে...
পরের জন্মে...খুব...খুব...কেমন? অসাধারণ ❤
এই লেখা কত কিছু না বলেও বুঝিয়ে দিলো. স্বপ্ন জীবনে কত জরুরি তার একটা প্রমান. স্বপ্ন শুধু ভালো অর্থ উপার্জনেরই হয়না, স্বপ্ন প্রথম দেখা সেই সুন্দরীকে নিয়েও হয়, স্বপ্ন শ্রদ্ধারও হয়, স্বপ্ন কামেরও হয় আবার স্বপ পবিত্র ভালোবাসারও হয়.
সত্যি... এই নন-ইরোটিক থ্রেড গুলোর এতো কম ভিউ দেখে খারাপ লাগে. কিছু পাঠক বাদে বাকি সবাই কি আজকের সময় দাঁড়িয়েও শুধুই 'পকাৎ পকাৎ' পড়তে আসে?
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
(29-04-2021, 04:23 PM)Baban Wrote: অসাধারণ ❤
এই লেখা কত কিছু না বলেও বুঝিয়ে দিলো. স্বপ্ন জীবনে কত জরুরি তার একটা প্রমান. স্বপ্ন শুধু ভালো অর্থ উপার্জনেরই হয়না, স্বপ্ন প্রথম দেখা সেই সুন্দরীকে নিয়েও হয়, স্বপ্ন শ্রদ্ধারও হয়, স্বপ্ন কামেরও হয় আবার স্বপ পবিত্র ভালোবাসারও হয়.
সত্যি... এই নন-ইরোটিক থ্রেড গুলোর এতো কম ভিউ দেখে খারাপ লাগে. কিছু পাঠক বাদে বাকি সবাই কি আজকের সময় দাঁড়িয়েও শুধুই 'পকাৎ পকাৎ' পড়তে আসে?
হাঃ হাঃ !!
ভিউ , লাইক বা রেপু কোনো কিছুর আশাতে কিছু পোস্ট করিনা এখানে , সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো বাবান ভাই !!
নিজের যেগুলো পড়ে ভালো লাগে সেগুলো এখানে দিয়ে দি শুধু নিজের মনটাকে খুশি রাখার জন্য , হ্যাঁ সেটাই একমাত্র স্বার্থপর কারণ বলা যেতে পারে !!!
অনেক ধন্যবাদ !!
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
একটা সময় যখন প্রথম লেখা শুরু করি তখন ঐগুলোর ইচ্ছা আমারও ছিল. Like, repu, 5star..... তারপরে সময় অতিক্রমের সাথে সেইসব ইচ্ছে ছলে গেছে. শুধু রয়েগেছে ভালো গল্প তোমাদের সামনে নিয়ে আসা. তা সে এরটিক হোক বা নন-এরটিক.
তুমি না হয় খোলা মনে কোনো আশা না করে পোস্ট করো... খুব ভালো কথা. কিন্তু আমার খারাপ লাগাটা তোমার, আমার ও বাকি সবাই যারা নন- এরটিক লেখে তাদের জন্য.
আমি জানি.... যদি এখনই আমি একটা পানু গল্প লিখতে শুরু করি... সেই পুরোনো 'বাবান স্টাইল ' তাহলে ভালোই ভিউ পাবো. আবার যদি একটা- বন্ধু, অচেনা অতিথি, আমার একলা আকাশ এর মতো গপ্পো লিখি তাহলে অবশ্যই তোমার মতো বেশ কিছু বন্ধুকে পাশে পাবো কিন্তু তার সংখ্যা ওই পানু গল্পের মতো হবেনা.
এই চাহিদা কোনো লোভ না যে আমার গল্পের ভিউ এতো হতেই হবে, এই চাহিদা পাঠকদের মতামতের. আমার গল্প তাদের কতটা ভালো লাগলো সেটা জানার. আমি সেই হিসেবে ভিউ এর কথা বলেছি. আমার মতো বাকি লেখকরাও আজকের দিনে সেটাই চায়.
যাইহোক...... অন্যের তো অনেক হলো.. এবারে নিজেরও একটা হয়ে যাক নাকি? মাথায় কোনো ছোট গল্প বা মনে কোনো কথা থাকলে গল্পের আকারে আমাদের সামনে নিয়ে এসো.❤
Posts: 1,391
Threads: 12
Likes Received: 2,355 in 824 posts
Likes Given: 1,054
Joined: Nov 2019
Reputation:
378
(29-04-2021, 04:50 PM)Baban Wrote: একটা সময় যখন প্রথম লেখা শুরু করি তখন ঐগুলোর ইচ্ছা আমারও ছিল. Like, repu, 5star..... তারপরে সময় অতিক্রমের সাথে সেইসব ইচ্ছে ছলে গেছে. শুধু রয়েগেছে ভালো গল্প তোমাদের সামনে নিয়ে আসা. তা সে এরটিক হোক বা নন-এরটিক.
তুমি না হয় খোলা মনে কোনো আশা না করে পোস্ট করো... খুব ভালো কথা. কিন্তু আমার খারাপ লাগাটা তোমার, আমার ও বাকি সবাই যারা নন- এরটিক লেখে তাদের জন্য.
আমি জানি.... যদি এখনই আমি একটা পানু গল্প লিখতে শুরু করি... সেই পুরোনো 'বাবান স্টাইল ' তাহলে ভালোই ভিউ পাবো. আবার যদি একটা- বন্ধু, অচেনা অতিথি, আমার একলা আকাশ এর মতো গপ্পো লিখি তাহলে অবশ্যই তোমার মতো বেশ কিছু বন্ধুকে পাশে পাবো কিন্তু তার সংখ্যা ওই পানু গল্পের মতো হবেনা.
এই চাহিদা কোনো লোভ না যে আমার গল্পের ভিউ এতো হতেই হবে, এই চাহিদা পাঠকদের মতামতের. আমার গল্প তাদের কতটা ভালো লাগলো সেটা জানার. আমি সেই হিসেবে ভিউ এর কথা বলেছি. আমার মতো বাকি লেখকরাও আজকের দিনে সেটাই চায়.
যাইহোক...... অন্যের তো অনেক হলো.. এবারে নিজেরও একটা হয়ে যাক নাকি? মাথায় কোনো ছোট গল্প বা মনে কোনো কথা থাকলে গল্পের আকারে আমাদের সামনে নিয়ে এসো.❤
এইখানে রাগ গোস্বার কিছু নাই ভাইয়া । যেটা নিয়ে আপনার খারাপ লেগেছে সেটা নিয়ে আমারও খারাপ লেগেছিলো । কিন্তু আমি অনেক ভেবে দেখছি , খারপ লাগার কিছুই নেই যার যেমন পছন্দ সে তেমন পড়বে , আর যেহেতু মুলত এটা একটা চটি ফোরাম বেশিরভাগ পাঠক এখানে একটু খেঁচে শান্তি নেয়ার জন্য আসে । তাই যারা একটু অন্য রকম লিখতে চাই তাদের সেটা নিজ দায়িত্বে লিখতে হবে । যাদের ভালো লাগবে তাঁরা পড়বে যাদের লাগবে না তাঁরা পড়বে না ।
তবে মনে দুঃখ কষ্ট থাকা ভালো নইলে যে মন ফাঁকা হয়ে যাবে , আর ফাঁকা মন আর করোনা দুটোই ঘাতক জিনিস ।
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(29-04-2021, 05:11 PM)cuck son Wrote: এইখানে রাগ গোস্বার কিছু নাই ভাইয়া । যেটা নিয়ে আপনার খারাপ লেগেছে সেটা নিয়ে আমারও খারাপ লেগেছিলো । কিন্তু আমি অনেক ভেবে দেখছি , খারপ লাগার কিছুই নেই যার যেমন পছন্দ সে তেমন পড়বে , আর যেহেতু মুলত এটা একটা চটি ফোরাম বেশিরভাগ পাঠক এখানে একটু খেঁচে শান্তি নেয়ার জন্য আসে । তাই যারা একটু অন্য রকম লিখতে চাই তাদের সেটা নিজ দায়িত্বে লিখতে হবে । যাদের ভালো লাগবে তাঁরা পড়বে যাদের লাগবে না তাঁরা পড়বে না ।
তবে মনে দুঃখ কষ্ট থাকা ভালো নইলে যে মন ফাঁকা হয়ে যাবে , আর ফাঁকা মন আর করোনা দুটোই ঘাতক জিনিস ।
রাগ বা গোস্বা সেরকম নেই দাদা... যদি তাই হতো তাহলে কোনোদিন নন-এরোটিক একের পর এক লিখতামই না. শুধুই পকাৎ পকাৎ এর গল্প লিখে যেতাম.
ভিউ কম হওয়া সত্ত্বেও একের পর এক নন- এরটিক ভালোবাসার, বন্ধুত্বের গল্প লিখেছি কারণ আমি জানি সেই পরিমান পাঠক বন্ধু হয়তো এই গল্পে পাবনা কিন্তু যারা পড়বে ও যাদের ভালোলাগবে তাদের ওই ভালোলাগা টুকুই অনেক আমার কাছে.
হ্যা ....খারাপ লাগে এই দেখে যে এই সাইট আজও শুধুই সেক্স স্টোরি সাইট হয়েই রয়ে গেলো
•
Posts: 778
Threads: 0
Likes Received: 1,589 in 921 posts
Likes Given: 1,442
Joined: Jan 2021
Reputation:
187
(29-04-2021, 06:00 PM)Baban Wrote: রাগ বা গোস্বা সেরকম নেই দাদা... যদি তাই হতো তাহলে কোনোদিন নন-এরোটিক একের পর এক লিখতামই না. শুধুই পকাৎ পকাৎ এর গল্প লিখে যেতাম.
ভিউ কম হওয়া সত্ত্বেও একের পর এক নন- এরটিক ভালোবাসার, বন্ধুত্বের গল্প লিখেছি কারণ আমি জানি সেই পরিমান পাঠক বন্ধু হয়তো এই গল্পে পাবনা কিন্তু যারা পড়বে ও যাদের ভালোলাগবে তাদের ওই ভালোলাগা টুকুই অনেক আমার কাছে.
হ্যা ....খারাপ লাগে এই দেখে যে এই সাইট আজও শুধুই সেক্স স্টোরি সাইট হয়েই রয়ে গেলো
যার যেটা ভালো লাগবে সে সেইটাই পড়বে এতে আশ্চর্যের বা খারাপ লাগার কিছু নেই. তবে বাবান দা আপনার নিকট হতে এমন মূলধারার গল্প উপন্যাস আরো প্রত্যাশা করি এবং আপনি হয়তোবা দেখেছেন যে ইরোটিকতার বাইরেও আপনার মূল ধারার গল্প উপন্যাসগুলো যথেষ্টই পাঠক সমাদৃত হয়েছে.
Posts: 1,391
Threads: 12
Likes Received: 2,355 in 824 posts
Likes Given: 1,054
Joined: Nov 2019
Reputation:
378
(29-04-2021, 06:00 PM)Baban Wrote: রাগ বা গোস্বা সেরকম নেই দাদা... যদি তাই হতো তাহলে কোনোদিন নন-এরোটিক একের পর এক লিখতামই না. শুধুই পকাৎ পকাৎ এর গল্প লিখে যেতাম.
ভিউ কম হওয়া সত্ত্বেও একের পর এক নন- এরটিক ভালোবাসার, বন্ধুত্বের গল্প লিখেছি কারণ আমি জানি সেই পরিমান পাঠক বন্ধু হয়তো এই গল্পে পাবনা কিন্তু যারা পড়বে ও যাদের ভালোলাগবে তাদের ওই ভালোলাগা টুকুই অনেক আমার কাছে.
হ্যা ....খারাপ লাগে এই দেখে যে এই সাইট আজও শুধুই সেক্স স্টোরি সাইট হয়েই রয়ে গেলো
এই যে দাদা ভাই আর একটা ভুল জিনিস নিয়ে মন খারাপ করলেন , কে বলেছে এটা একটি সেক্স সাইট , বা ইরোটিক ফোরাম ? হ্যাঁ শুরুটা কিন্তু তাই ভেবেই করা হয়েছিলো । কিন্তু এখানকার পাঠক আর লেখকদের মাঝে যত জাত পাত ধর্ম অধর্মের বিভেদ দেখতে পাই সেটা দেখে কিন্ত এটাকে ইরোটিক ফোরাম মনে হয় না । যদি তাই হতো তাহলে সাব ফোরাম এর দরকার হতো না । এই দেখুন না সমাজের আর দশটা জায়গার মতো এখানেও ছুঁত অছুত আছে । সাব ফোরাম নামক একটা পর্দা টানিয়ে দেয়া হয়েছে । বলা হয়েছে যা সব নিষিদ্ধ তা যাবে ওই পর্দার আড়ালে । অথচ ইরোটিকতার কোন সীমা পরিসীমা নির্ধারিত নেই , থুক্কু ছিলো না, এখন আছে । যা নিরধারন করে দিয়েছে আমাদের এই ফোরাম এর সতীর্থ ভাই রা ।
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(29-04-2021, 06:36 PM)a-man Wrote: যার যেটা ভালো লাগবে সে সেইটাই পড়বে এতে আশ্চর্যের বা খারাপ লাগার কিছু নেই. তবে বাবান দা আপনার নিকট হতে এমন মূলধারার গল্প উপন্যাস আরো প্রত্যাশা করি এবং আপনি হয়তোবা দেখেছেন যে ইরোটিকতার বাইরেও আপনার মূল ধারার গল্প উপন্যাসগুলো যথেষ্টই পাঠক সমাদৃত হয়েছে.
অবশ্যই যার যেটা ভালো লাগবে সে সেটাই পড়বে. আর আমি ভিউ বৃদ্ধি র কথা ওই হিসেবে বলিনি. আমি বলতে চেয়েছি পাঠক আজও এই ধরণের সাইটকে সেক্স গল্পের সাইট হিসেবেই দেখে. হ্যা... একটা সময় যখন আমি শুধু পাঠক ছিলাম তখন আমিও এখানে আসতাম শুধুই এরটিক গল্প পড়তে. তারপরে পিনুরাম নামক জাদুকরের সাথে পরিচয় হলো তার লেখার মাধ্যমে. অবাক হয়েছিলাম এটা দেখে এই ধরণের সাইট-এ এই ধরণের অসাধারণ লেখা! সেদিন থেকে আমার চোখে এই ধরণের সাইট গুলির মানে বদলে গেছিলো.
হয়তো সেই দৃষ্টিভঙ্গি অনেকের আজও বদলায়নি. অ্যাডাল্ট গল্প অবশ্যই পড়ুক সবাই. কিন্তু তার পাশাপাশি মন ভালো করা এই সুন্দর গল্প গুলির যোগ্য মর্যাদাও প্রাপ্য তাইনা? সেগুলোর পাঠক সংখ্যাও অনেক বৃদ্ধি পাক সেটাই বলতে চেয়েছি. বাকি আমার যাত্রাও তো এই অ্যাডাল্ট গল্প দিয়েই শুরু
আর হ্যা... ধন্যবাদ. সত্যিই আমার খুব ভালো লেগেছে এটা দেখে আমার প্রচেষ্টা গুলি অনেকেরই ভালো লেগেছে. চেষ্টা করি কিছু মনের কথা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসতে. একটা সময় বড়ো গল্প লিখেছি. তোমাতে আমাতে দেখা হয়েছিলো. আপনাদের পছন্দ হয়েছিল. কিন্তু সবসময় বড়ো গল্পের আইডিয়া আসেনা... বা আসলেও অনেক সময় এগিয়ে যাবার পথে নানারকম বাঁধা আসে. এটা লেখক লেখিকারা বুঝবেন নিশ্চই. তাই ছোট গল্প দিয়েই আপনাদের বিনোদনের যোগাই. ভালো কিছু মাথায় এলে আবার লিখবো
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(29-04-2021, 06:45 PM)cuck son Wrote: এই যে দাদা ভাই আর একটা ভুল জিনিস নিয়ে মন খারাপ করলেন , কে বলেছে এটা একটি সেক্স সাইট , বা ইরোটিক ফোরাম ? হ্যাঁ শুরুটা কিন্তু তাই ভেবেই করা হয়েছিলো । কিন্তু এখানকার পাঠক আর লেখকদের মাঝে যত জাত পাত ধর্ম অধর্মের বিভেদ দেখতে পাই সেটা দেখে কিন্ত এটাকে ইরোটিক ফোরাম মনে হয় না । যদি তাই হতো তাহলে সাব ফোরাম এর দরকার হতো না । এই দেখুন না সমাজের আর দশটা জায়গার মতো এখানেও ছুঁত অছুত আছে । সাব ফোরাম নামক একটা পর্দা টানিয়ে দেয়া হয়েছে । বলা হয়েছে যা সব নিষিদ্ধ তা যাবে ওই পর্দার আড়ালে । অথচ ইরোটিকতার কোন সীমা পরিসীমা নির্ধারিত নেই , থুক্কু ছিলো না, এখন আছে । যা নিরধারন করে দিয়েছে আমাদের এই ফোরাম এর সতীর্থ ভাই রা ।
হি হি..
এইজন্যই বোধহয় এই ফোরাম কে Bengali Sex stories আখ্যা দেওয়া হয়েছে. সব কিছুতেই চাবি তালার ব্যবহার
Parde mein rehene do.... Parda na uthao... Parda jo uth gaya toh!!!!
•
Posts: 1,391
Threads: 12
Likes Received: 2,355 in 824 posts
Likes Given: 1,054
Joined: Nov 2019
Reputation:
378
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
আমার হয়ে
তোমাকে একটা কথা বলার ছিল...
একটা নতুন ইমেল আইডি তৈরি করেছি...
এবার থেকে মেল গুলো
নতুন আইডি তেই করো...
না না, আগের অ্যাকাউন্ট হ্যাক হয়নি...
পাসওয়ার্ড ও আছে মনে..
আসলে...
ওই মেলবক্সে তোমার পাঠানো
হাজারো মেল, কমেন্ট, চ্যাট...
আদর আর আশ্লেষ...
গুড মর্নিং আর মিস ইউ মেসেজ...
এই কাদা কাদা কালো কালো
মেলগুলো ওই মেলবাক্সে নাহয়
না ই ঢুকল!
এই তো, সেদিনই পড়ছিলাম একটা চ্যাট...
সেই দু হাজার আটের!
তুমি লিখেছিলে 'আজ বিকেলে শাড়ি পরে আসবে তো?
আমার দেওয়া নীল শাড়িতে?
অফিস থেকে তাড়াতাড়ি বেরিও কিন্তু...
মিসিং ইউ...'
আরেকটা মেল পেলাম...
আমাদের বিয়ের কার্ডের নকশার...
লাল বেনারসির ওপর সোনালি জরির কাজ যেন!
সাথে তোমার ছেলেমানুষি বায়না 'প্রুফটা দেখে দাও ঠিক মতো! আমার বাংলা বানান অনেক সময় ভুল হয়! লোকে তোমার বরকেই অশিক্ষিত ভাববে!'
আর ওই মেলটা?
আমাদের হানিমুনের ই -টিকিট?
আর...তোমার লেখা...
'এই করব, সেই করব' প্ল্যান...
ধ্যাত, ছাড়ো...ওসব এখন ভাবতে নেই...
ওটা তো এক আলোকবর্ষ দূরের চিঠি...
অন্য এক মানুষের...
যাকে আমি চিনতাম।
জানতাম।
বুঝতাম।
আগলে রাখতাম।
ভালবাসতাম।
তুমি সে নও মোটেও।
তাই, প্লিজ...
আমাকে এই নতুন আইডিতে মেল করো...
অ্যালুমনি, কাস্টডি...সবকিছু...
শুধু এই নতুন আইডিতে...
নতুন পরিচয়ে...
পুরোনোকে পিছনে ফেলে...
নতুন আইডিতে...কেমন?
পুরোনো টা থাক আমার -
পেঁজা তুলোর মেঘে ভরা আকাশ হয়ে...
নোনাজলের সমুদ্দুর হয়ে...
পাহাড়ের বাঁক হয়ে...
ছেলেমানুষি হাসি আর...
ভালবাসার জোয়ার হয়ে...
আমার হয়ে...
আমার হয়ে...।।
Posts: 23
Threads: 0
Likes Received: 18 in 14 posts
Likes Given: 62
Joined: Mar 2020
Reputation:
-1
•
Posts: 23
Threads: 0
Likes Received: 18 in 14 posts
Likes Given: 62
Joined: Mar 2020
Reputation:
-1
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
আজও মেয়েটা দুপুরবেলা কোথায় যেন বেরোচ্ছে! গত দিন পাঁচেক ধরেই একটা মোটরবাইক আসে, আর তাতে চড়ে মেয়েটা কোথায় যেন যায়! রোজ রোজ! ভাবতে ভাবতেই ভুরুটা কুঁচকে গেল মিঠুর। এইজন্যই উনি কাউকে ভাড়া দিতে চান নি। কিন্তু উনিশ সালে কর্তা চলে গেলেন, মেয়ে পইপই করে বোঝাল এত বড় বাড়ি, একতলায় একটা ভাড়া দিলে ভালো হয়, বিপদে আপদে এলাহাবাদ থেকে ও আসতে আসতে দেরি হয়ে যাবে, কিন্তু কেউ একজন পাশে থাকলে অনেক সুবিধা...। প্রথমে তো রাজি হন নি উনি, তারপর কুড়ি সাল যা খেলা দেখাল! ঘরে বন্দী! কেউ কথা বলার নেই! মেয়ে অনলাইনে বাজারহাট, ওষুধপত্র পাঠিয়ে দিত! সবিতাও কাজে আসতে পারেনি দু'মাস। কাঁহাতক আর টিভি দেখা যায়! তাই পুজোর পরে ভাড়া দিয়েছেন একতলাটা। তবে একটা মেয়েই নিয়েছে। মেয়েটি ডিভোর্সি, একটা বছর সাতেকের ছেলে আছে। এখন বাড়ি থেকেই কাজ করে। সবমিলিয়ে ঝঞ্ঝাট নেই কোনো, সেইভেবেই ভাড়া দেওয়া। ভাড়া দেবার সময়ই বলে দিয়েছিলেন একগাদা ছেলে ছোকরা নিয়ে পার্টিটার্টি চলবে না। মেয়েটি মিষ্টি হেসে বলেছিল "চিন্তা করবেন না মাসিমা, আমার সময় কই! সারাদিন কাজ আর ছেলে নিয়েই কাটে।"
আর এই সময়ে কোথায় যে যাচ্ছে মেয়েটা!
খাওয়া দাওয়া করে আবার ব্যালকনিতে এলেন মিঠু। জামাকাপড় গুলো শুকিয়ে গেছে, এবার ভাঁজ করবেন। আর তখনই দেখেন মেয়েটা ফিরে এলো। হেলমেট খুলে, 'টাটা' করে ঘরে চলে এলো।
শুনশান রাস্তা। কেউ কোত্থাও নেই। আর এত করোনা ছড়াচ্ছে! বাড়িতে একটা বাচ্চা আছে! কোনো আক্কেল নেই মেয়েটার!
নাহ! রেগে যাচ্ছেন মিঠু। আর রাগলে উনি এক্কেবারে অগ্নিশর্মা হয়ে যান। তাই চটি ফটফটিয়ে নিচে চলে আসেন উনি। কলিংবেলটা বাজান।
"দিদা, এসো, মা স্নানে গেছে" ফোকলা মুখে একগাল হেসে বলে বুম্বা। উনি ঘরে ঢোকেন। সরাসরি তো বলতে পারবেন না, কায়দা করেই বলতে হবে মেয়েটিকে। ভাবতে ভাবতেই বাথরুম থেকে বের হয় মেয়েটি। সদ্য স্নান করা, মাথায় তোয়ালে পেঁচানো আছে তখনও। ওঁকে দেখে হাসিমুখে বলে "বসুন না মাসিমা!"
"এই অবেলায় স্নান করলে কেন?" জিজ্ঞেস করেন উনি।
"আসলে একটু বেরিয়েছিলাম মাসিমা। তাই এসেই স্নান করলাম।"
"বেরিয়েছিলে? সেকি! কেন! এখন চারিদিকের যা অবস্থা!" চেষ্টা করেও রাগটা সরাতে পারলেন না গলা থেকে মিঠু।
মেয়েটি একমুহূর্ত চুপ করে রইল। তারপর বলল "কি করি, মাসিমা। আমার এক বন্ধু, বিদেশে থাকে, ওর মা বাবা এখানে একা, কোভিড হয়েছে। আরেকজন কলিগ, এখানে কেউ নেই, তারও...আর আমার শ্বশুর -শাশুড়ি দুজনের ই...মানে, আমার এক্স হাজব্যান্ডের বাবা মায়ের...ওঁদের একটু খাবার পৌঁছে দিচ্ছি কদিন ধরে মাসিমা। এইসময় পাশে না দাঁড়ালে...আর কবে দাঁড়াব বলুন? তবে এসেই আমি স্যানিটাইজ করছি সব জায়গা। গেটেও করেছি মাসিমা। "
স্তব্ধ হয়ে গেলেন মিঠু। নিজেকে এত ছোট মনে হচ্ছে! তাই জিজ্ঞেস করলেন "তোমার রান্নার লোক আসছে? এতজনের রান্নাবান্না কিভাবে...মানে তুমি তো বলেছিলে তুমি সেরকম রান্না পারো না!"
"পারি তো না ই মাসিমা। তাও, ডাল ভাত, মাছ টুকু দিচ্ছি। আজ থেকে তো আমাকেই রান্না করতে হচ্ছে, দিদি আসতে পারবেন না, ট্রেন বন্ধ। জানেন মাসিমা, আগে আমার শাশুড়ি মা আমি রান্না পারিনা বলে কত রাগ করতেন, আর এখন...একটু আগে ফোন করে কাঁদলেন...ওই সামান্য খাবার ই নাকি অমৃতের মতো লেগেছে ওঁর কাছে!" ম্লান হেসে বলল মেয়েটি।
একটু ভাবলেন মিঠু। তারপর বললেন, "এক কাজ করা যাক, আমি এবার থেকে রান্নাটা করে দেব, তুমি পৌঁছবার ব্যবস্থা করো। আর চাইলে আমার গাড়িটাও ব্যবহার করতে পারো। ড্রাইভিং করতে পারো তো?"
"পারি মাসিমা, ওয়াও! খুব ভাল হয় তবে! এই কদিন এক একদিন এক একটা বন্ধুকে বলে কয়ে আনতে হয়েছে খাবার পৌঁছনোর জন্য। ওদের ও তো অফিস আছে। " বলে মেয়েটি আর তারপর আচমকাই ওঁকে জড়িয়ে ধরে চকাম করে হামি খায় একটা।
কতদিন পরে কেউ এখানে জড়িয়ে ধরল! মেয়েটা তো বিয়ের পর থেকে আসেই না...
বাইরে মেঘ জমেছে। বৃষ্টি আসবে এক্ষুণি। কিন্তু তার আগেই মিঠুর চোখে বন্যা নামে কেন? অ্যাঁ?
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
কি সুন্দর গল্প..... কোন genre এ ফেলা যায় এই গল্পটাকে?
আরে ধুর!! এতো সুন্দর গল্পর কোনো genre এর কি প্রয়োজন?
এই গল্প নিজেই একটা নতুন genre. কিছু বলার ভাষা নেই.... অসাধারণ. টান, ভালোবাসা, শ্রদ্ধা, মূল্যবোধ সবকিছুর ছোঁয়া পেলাম.
আমি একটা গল্প লিখেছি আমার ওই ছোট গল্পের থ্রেডে. সময় পেলে পড়ে ফেলো. যদিও হিন্দি.... অনেকদিন আগেই লিখেছিলাম অন্য জায়গায়... কিন্তু মনে হলো আমার ওই গল্প গুলোর মাঝে ওটাকে স্থান দেয়াই যায়.
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
বাস্তব কাহিনী:-
########################
সম্রাট : বয়স কত ?
স্বপ্না : কেন বাবু, বয়স শুনলে ২০০ আরো বেশি দেবেন ?
সম্রাট : নাম ?
স্বপ্না : কেনো নাম দিয়ে ধুয়ে খাবেন ?স্বপ্না আমার নাম ….
সম্রাট : এমন ভাবে কথা বলছো কেন ?
স্বপ্না : ভালো ভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু
সম্রাট : তা বলে এইভাবে কথা বলার জন্যও তো কম পয়সা নাওনি ?
স্বপ্না : বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনোই বা সময় নষ্ট করছেন, শুরু করুন
সম্রাট : সিগারেট খেতে পারি একটা ?
স্বপ্না : খান না, আমাকে জিজ্ঞেস করছেন কেন
সম্রাট : নাহঃ, যদি সমস্যা থাকে …
স্বপ্না : বাব্বা, পারি না গো পারিনা, করতে এসে এতো ন্যাকামো আসে কিভাবে
সম্রাট : এমন কেন বলছো ? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে
স্বপ্না : বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড়ো পদার্থ
সম্রাট : একটু বেশিই বাজে বকছো, সমস্যা আছে কিনাই জাস্ট জিজ্ঞেস করলাম
স্বপ্না : তবে রে, অনেকক্ষন ধরে বড্ডো কপচাচ্ছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো, শুরু করুন
সম্রাট : হ্যাঁ
স্বপ্না : খুলবো ? না নিজেই খুলবেন ?
সম্রাট : হ্যাঁ ..না…হ্যাঁ আমিই..না…
স্বপ্না : ওহ বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার ?
সম্রাট : হ্যাঁ
স্বপ্না : কেনো ? গার্লফ্রেন্ড দেয়নি ?
সম্রাট : না না, গার্লফ্রেন্ড টার্ল্ফ্রেন্ড নেই
স্বপ্না : এমন ঝাঁট জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে
সম্রাট : না না, আমি বিবাহিত
স্বপ্না : তোহ ? বউ কি রাতে ডিস্ক গেছে ? আর আপনি এলেন সোনাগাছি ? সত্যিই মাইরি, আপনারা বড়লোকরাই পারেন এমন নাটক করতে?
সম্রাট : না না, আমি ওই জন্য আসিনি, বউ কে খুঁজতে এসেছি
স্বপ্না : মানে ?
সম্রাট : হ্যাঁ, জানেন ..রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই, আমি আর আমার স্ত্রী উত্তরা , হঠাৎ ৪ জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো, জ্ঞান ফিরলো যখন,পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেডে শুয়ে আছি , উত্তরা নেই, অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি
স্বপ্না : তাহ হটাৎ আজ রাতে সোনাগাছিতে একরাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি ?
সম্রাট : নাহঃ,বলছি, প্লিজ পুরোটা শুনুন, ওই রাতের ঘটনার ২৬ দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে, শুধু বললো সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও, নাম আমার নিশা ….আমি কিছু বলার আগেই ফোন টা কেটে দিলো উত্তরা, বুঝতে পেরেছিলাম হয়তো ৫ সেকেন্ডের সুযোগ টাই পেয়েছিলো আমাকে জানানোর জন্য, তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে, ফোন লাগে নি আর …তাই আমি খুঁজতে এসেছি উত্তরা কে, জানি এতো বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে, প্লিজ তুমি খুঁজে দাও উত্তরা কে, যা লাগবে আমি তোমাকে দেবো ….
স্বপ্না : আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে সব কিছু জেনেও ?
সম্রাট : কেনো পারবো না ? আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরা কে ফেরাতে এসেছি ..তুমি তো কত দালাল, কত মাসি কে চেনো….প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরা কে …..
স্বপ্না : আচ্ছা, আপনার নম্বর টা দিয়ে যান, আমি আপনাকে জানাবো কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব
(৩ দিন পর সম্রাট কে ফোন করে স্বপ্না)
স্বপ্না : শুনছেন ? নিশার খবর পেয়েছি ..আমার বিল্ডিঙের ডান দিকের ৩ নং বিল্ডিয়েই নিশা থাকে, এখানে নতুন তো তাই হাতে ফোন পায়না, আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন ৫ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিলো, নিয়ে যান আপনার নিশা কে
(সাথে পুলিশ নিয়ে গিয়েই সম্রাট উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরা কে এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে )
সম্রাট : কি বলে ধন্যবাদ দেবো তোমায়, নিজেও জানিনা, এবার বলো তোমার কত টাকা লাগবে ?
স্বপ্না : টাকা লাগবে না, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু …
সম্রাট : মানে ? কি বলতে চাইছো ? কিছুই বুঝলাম না …
স্বপ্না : জানেন বাবু ? আজ থেকে ৩ বছর আগে গ্রামেরই একটা ছেলে কে ভালোবেসে বিয়ে করেছিলাম, খুব ভালোবাসতাম ….বাবা মা মানে নি তাই পালিয়ে বিয়ে করেছিলাম….জানেন বাবু ? বিয়ের ১৯ দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় ১৩ হাজার টাকায়.. অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাবো বলুন, বাবা-মার সামনে কোন মুখে দাঁড়াবো, রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে , আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাঁতালে ..তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি ….বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষ কে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষ কে বিশ্বাস করতেও পারিনা, শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান ….৩ দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন, নতুন করে বিশ্বাস করতে শিখলাম, একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে সোনাগাছি থেকে ….গতর খাটিয়ে পয়সা তো ৩ বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে ৩ বছরে যে ভুল টা রোজ ভেবে এসেছি, সেই ভুল টা আপনি ৫ মিনিটেই ভেঙে দিলেন.. যেটা পয়সার থেকেও অনেক দামি ….যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরা কে নিয়ে …আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য “সব পুরুষ সমান নয়” …..কেউ রেখে যায়, কেউ নিয়ে যায় ….কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে... ❤️
|