Thread Rating:
  • 179 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩১ )
(02-05-2023, 02:17 AM)Rahat123 Wrote: ভাই আমি কালকে রাতেই পড়েছি। ঘুম ঘুম চোখ নিয়ে। অসাধারণ হয়েছে যথারীতি। তবে সাবরিনার মতো একটা ব্যক্তিত্বশীলা মেয়ে যেভাবে বারবার যৌনতা শুরু হলেই কিশোরী মেয়েদের মতো দুর্বল হয়ে পড়ছে সেটা দৃষ্টিকটু লাগছে। এবার থেকে সে মাহফুজের সঙ্গে যৌনতায় আরো সাবলীল হবে সে আশা করছি

পড়ার জন্য ধন্যবাদ ভাই। আপনি যে পয়েন্ট উত্থাপন করেছেন আমার লেখায় এর হিন্টস আছে কিন্তু আপনার মন্তব্যের পর আমার মনে হল এর বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়া আমার দরকার। 



ব্যক্তিত্বের ক্ষেত্রে আমাদের খুব কমন একটা ভুল ধারণা হল একজন ব্যক্তির ব্যক্তিত্ব সব জায়গায় এক। তবে সাইকোলজির লিটারেচার এবং আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ দুইটা অনুযায়ী সেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে সত্য না। আপনি খেয়াল করলে দেখবেন অফিসে দোর্দান্ড প্রতাপে যে অফিসার সবার উপর ছড়ি ঘুড়াচ্ছেন বাসায় এসে উনি আবার ভেজা বেড়াল হয়ে থাকছেন। ঠিক এর উল্টোটাও আছে। অফিসে সবার হাসিঠাট্টার পাত্র কিন্তু বাসায় স্ত্রী, সন্তান ও অন্য সদস্যরা তার দাপটে অস্থির। ফলে একজন ব্যক্তি কে তার স্পেসিফিক পরিবেশে ব্যক্তিত্ব দিয়ে ভিন্ন পরিবেশে তার আচরণ ব্যখ্যা করাটা সঠিক নয়। কমন পার্সনালিটি ট্রেইট স্পেসিফিকেশন অনুযায়ী সাবরিনা আসলে টাইপ সি পার্সনালিটি। এরা নিয়মানুবর্তি, পারফেকশনিস্ট এবং নিজদের ইমোশন সব সময় সঠিক ভাবে প্রকাশ করতে পারে না। এই ধরণের লোকরা যেহেতু আগেব প্রকাশে খুব একটা পারংগম না তাই অনেক সময় লোকেরা তাদের ভুল বুজে। মানুষের সাথে ইন্টাররেকশনে তাদের অদক্ষতার কারণে অনেকে তাদের কে মুডি, অহংকারি বলে চিহ্নিত করে।  এই বিষয়টি মাথায় রাখলে কোল্ড বিচ সাবরিনার এবং তার যৌন আচরণ আপনার বুঝা আর সহজ হবে।


 যৌনতার ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যৌনতা শুধু শারীরিক ব্যাপার নয় বরং অনেকক্ষেত্রে এটি অনেক বেশি একটি মানসিক ব্যাপার। একজন মানুষ বড় হওয়ার সময় যৌনতা সম্পর্কে কি কি ভ্যালুস তাকে দেওয়া হচ্ছে সেটা পরবর্তীতে তার যৌন আচরণ কে প্রভাবিত করে। কনজারভেটিভ পরিবারে সাধারণত যৌনতা নিয়ে আলোচনা নেই বললেই চলে। মেয়েরা ঋতুমতী হবার পর মায়ের তাদের অল্প কিছু জ্ঞান দেয় তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেটা সেক্সের ম্যাকানিক্যাল ব্যাপার নিয়ে। সেক্স কি, বাচ্চা কি ভাবে হয় এবং কেন বিয়ের আগে সেক্স থেকে দূরে থাকতে হয়। এই জ্ঞানদানের একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে এখানে দুইটা পয়েন্ট। এক, সেক্স শুধু বাচ্চা উতপাদন করার একটি প্রক্রিয়া। দুই, বিয়ের আগে সেক্স করা উচিত নয়। গরীব থেক বড়লোক প্রায় প্রতিটা বাংলাদেশি কনজারভেটিভ ফ্যামিলিতে মেয়েরা এই শিক্ষা নিয়ে বড় হয়ে উঠে। সেখানে তাই সেক্সের প্রতি কার কার মনোভাব হয় এটি শুধু মাত্র বাচ্চা জন্ম দেবার প্রক্রিয়া, কার কার ভয় মিশ্রিত কৌতুহল থাকে এবং খুব অল্প কিছু মেয়ে তাদের বান্ধবী বা বয়ফ্রেন্ড বা ইন্টারনেটের মাধ্যমে আসল সেক্স সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করে। এই গল্পে যেমন সিনথিয়া। এছাড়া বাংলাদেশে আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, ছেলেদের মধ্যে স্কুল বা কলেজে যে ছেলেটা সেক্স নিয়ে কথা বলতে পারে বা জ্ঞান আছে তাকে বন্ধু মহলে কুল ডুড হিসেবে চিহ্নিত করা হয়। মেয়েদের ক্ষেত্রে উলটো। সেক্স নিয়ে কথা বলা মেয়েরা বান্ধবী মহলে বাজে মেয়ে হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ সেক্স সম্পর্কে পরিবার এবং শিক্ষাজীবনে নেগেটিভ একটা ধারণা নিয়ে অধিকাংশ মেয়ে বড় হয় বাংলাদেশে। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে।


 মেয়েদের এই অভিজ্ঞতা থেকে আপনার প্রশ্নের মূল অংশের উত্তর আসে, সাবরিনা কেন মাহফুজের সামনে এত স্কুল গার্লের মত এত কনফিউজ আচরণ করে ২৫ বছর বয়স এবং বিয়ে হয়ে যাবার পরেও। যৌনতার এক বড় ব্যাপার হচ্ছে আপনি কত বেশি যৌন সংগী এর কাছে এক্সপোজ হয়েছেন এবং কতবার যৌন সঙ্গম করেছেন। সাবরিনার ক্ষেত্রে গল্পে দেখবেন তার আগে একটা প্রেম থাকলেও সেখানে একবার চুমু ছাড়া আর কিছু হয় নি। অর্থাৎ সাদমান তার একমাত্র যৌন সংগী। সাদমানের ক্ষেত্রেও দেখবেন সাবরিনা আর সাদমান একটি নির্দিষ্ট রুটিনে বার বার সেক্স করছে এবং এটা নিয়ে তাদের মাঝে খুব বেশি আলাপ আলোচনা হয় না। অর্থাৎ বিয়ে হলেও সাবরিনার যৌন অভিজ্ঞতা খুব একটা বেশি না। আবার মাহফুজ সে ক্ষেত্রে যৌন অভিজ্ঞতায় আগানো। তার বেশ অনেক গুলো সেক্সুয়াল পার্টনার ছিল এবং বিভিন্ন রকম সেক্সুয়াল অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার যাবার সুযোগ হয়েছে। আর মাহফুজের ব্যক্তিত্ব টাইপ এ এবং টাইপ সি এর মাঝামাঝি। অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত। ফলে মাহফুজের সাথে প্রতিটা সেক্সুয়াল এনকাউন্টারে সাবরিনা অনেকটাই অপ্রস্তুত। অভিজ্ঞতার এই ফারাকটাই অনেকাংশে সাবরিনার অপ্রস্তুত টিএনজার এর মত আচরণের কারণ। গল্পের অগ্রগতির সাথে সাথে দেখবেন সাবরিনা আর সাবলীল হবে কারণ নতুন অনেক কিছুর সাথে পরিচিত হবে। 



 এছাড়া দেখবেন সাবরিনা উপন্যাসে তার যৌন ফ্যান্টাসি নিয়ে চিন্তার সময় ফিফটি শেডস অফ গ্রে এবং দ্যা সেক্রেটারি এই মুভি গুলার নাম বলে। এই দুইটাই মূলধারার ইংরেজি ছবি যাতে ইরোটিসিজমের প্রভাব আছে। আমি মুভি দুইটার প্লট আর বললাম না তবে এই দুইটির কাহিনী জানলে দেখবেন এই দুইটি মুভি সাবরিনার প্রিয় হওয়ার এবং তার আচরণের মধ্যে একটা সামঞ্জস্য আছে। 


বিশাল একটা উত্তর দিয়ে দিলাম। আসলে এই উপন্যাস শুরু করবার আগে মূল চরিত্র গুলো- মাহফুজ, সিনথিয়া, সাবরিনা, নুসাইবা, সাফিনা, আরশাদ এবং সিনথিয়া-সাবরিনার বাবা, সবার চরিত্র কি হবে এগুলোর একটা খসড়া করেছিলাম। তাদের ব্যক্তিত্ব, সেক্সুয়াল প্রেফারেন্স ইত্যাদি। আজকে আপনি প্রশ্ন করার পর মনে হল যে লজিকের উপর ভিত্তি করে চরিত্র গুলো আচরণ করছে তার কিছু কিছু হয়ত পাঠকের কাছে ঝাপসা থেকে গেছে। তাই অন্তত সাবরিনার ক্ষেত্রে এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আর বাকি চরিত্রগুলো পূর্ণ ভাবে আসার আগে সেগুলোর সাইকোলজিক্যাল মটিভেশন যেন গল্পে থাকে সেই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করব। 


প্রশ্নের জন্য ধন্যবাদ। 

[+] 9 users Like কাদের's post
Like Reply


Messages In This Thread
RE: অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ১৪) - by কাদের - 02-05-2023, 04:00 AM



Users browsing this thread: Kamal hasan, s@000, 24 Guest(s)