11 hours ago
আমি একজন সেলেস ম্যান। বাড়ি বাড়ি গিয়া প্রোডাক্ট সেলেস করি। এক দিন সকাল ৯ টাই ফিল্ড খুঁজে পৌঁছায় অশোকনগর। দিন তা ছিল সোম বার। আমি বাড়ি বাড়ি ভিসিট করছি একটা প্রোডাক্ট বাঁচার জন্য। রোজ আমি একটা প্রোডাক্ট সেলেস করি। কিন্তু সেদিন তা ছিল আমার খারাপ দিন। কারণ ২ টো প্রজন্ত কাজ করে ও এক তা ও প্রোডাক্ট সেলেস করতে পারিনি। তাই একটা চা এর দোকান গিয়ে বসি। চা তা সবে নিয়েছি। তার মধ্যে একটা ম্যাডাম আমার ব্যাগ তা দেখে এবং আমাকে বলে তার মেশিন তা খারাপ হয়ে গেছে আমি বলি তার বাড়ি তা কোথায় ম্যাডাম জানাই এই সামনের ২ন্ড গলি ৪ no বাড়ি নাম পূজা রায়। ম্যাডাম আমার নাম জানতে চায় আমি বলি আমার নাম রাজা রায়। বা তা কখন আসবেন আপনি যান আমি চা তা খেয়ে আসছি। ম্যাডাম বলে ঠিকাছে আমি আসছি ওকে। আমি তাতারী করে চা তা খেয়ে ম্যাডাম এর বাড়ি দিকে যাই। যখন তার বাড়ি সামনে যাই বাড়ি তা ছিল একটা কোটিপতি তাই আমি ও বাড়ি তা ভিসিট তখন করি নি। কিন্তু কপাল আমার কি যে ও বাড়ি টা তাই সালে তা ছিল আমি পরে বুঝতেপারি। আমি কিছু না ভেবে আমি বেল টা টিপি। এক জন কাজের মেয়ে আসে আর আমাকে বলে আপনি কে আমি বলি ম্যাডাম পূজা আর বাড়ি ? মেয়ে টা বলে আপনার নাম কি আমি বলি আমার নাম রাজা রায়। মেয়ে টা বলে আপনি দাঁড়ান আমি ম্যাডাম কি জিগ্সে করে আসি। আমি দাঁড়িয়ে আছি কিচু পরে মেয়ে টা আসে এবং বলে আপনি আসুন আমি তার সাথে যাই। আর আমি জিগ্সে করি নাম কি সে বলে তার নাম পারমিতা। আমি বলি তুমি কি কাজ কারো উনি বললেন আমি এই বাড়ির কাজের মেয়ে। এবং আমাকে বলে ওই সোফা টাই বসো আমি বসা পড়ি। আরো এক ঘন্টা হতে চললো কিন্তু পূজার আর আসার নাম নাই। তার কিচুক্ষন পারে আমি আবার পারমিতা কে বলি ম্যাডাম কি করছে তখন পারমিতা বলে ম্যাডাম ওয়াশ রুমে আমি বলি ও ঠিক আছে। তার পর আবার ওকে বলি এই বাড়ি টা এত ফাঁকা কোনো বললো এই বাড়ি টা ম্যাডাম এর আর এই খানে ম্যাডাম একই থাকে আমি এবার বাড়ি যাবো আবার কাল সকালে আসবো। ম্যাডাম বার্থরুম থাকে বার হলে আমি চলে যাবো। ঠিক সাি সময় বার্থরুম এর দরজা খোলার শব্দ পেলাম তখন পারমিতা সিড়ি দিয়া ম্যাডাম এর কাছে চলে গেল। আমি আবার বসে আছি পারমিতা আসে আর আমাকে বলে আপনি বসুন ম্যাডাম আসছে আমি চললাম।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)