07-07-2021, 05:28 PM
আমার যৌবনের ইতিকথা
Daily Passenger
Update-1
আমার নাম সন্দীপ চক্রবর্তী , আজ আমার ৩০ তম জন্মদিন আর আমি হসপিটালের বিছানায় হাত -পা ভেঙ্গে পড়ে আছি আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজেই। আজ আমি কেন এভাবে পড়ে আছি তা জানার জন্য ৮ বছর পেছনে যেতে হবে।
আমি বাবা মা এর একমাত্র সন্তান , পড়াশোনায় বেশ ভালো , IT নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে নানা জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম । এমন সময় একদিন ইন্ডিয়ান নেভির এপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে যোগদান করার জন্য। প্রথম ৫ বছরের জন্য চাকরি। আমার এক মামা বললেন যে খুব ভালো সরকারী চাকরি ৫ বছর ওখানকার এক্সপেরিয়েন্স থাকলে পরে আরো ভালো চাকরি পাব। আমিও ৩-৪ মাস ধরে বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই ঠিক করলাম আমি নেভি জয়েন করব। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি ঘরে থাকাকলীন সময় কাটানোর জন্য একটা জিম এ জয়েন করেছিলাম তার ফলে আমার চেহারার মধ্যে বেশ একটা হিরো হিরো ভাব চলে এসেছিল।
যাইহোক একাডেমি তে ট্রেনিং করে আমার পোস্টিং হলো কোচিন এ , আমি আমার শরীর চর্চাও চালিয়ে যাচ্ছিলাম আর তার সঙ্গে পড়াশোনাও , আমার কোনো প্রেমিকা বা বান্ধবীও ছিলনা কারণ আমি বরাবরই ইন্ট্রোভার্ট ও মেয়েদের থেকে দুরেই থাকতে ভালবাসতাম। আমার নেভির জীবন ভালই কাটছিল , কম্পিউটার এ আমার ভালো জ্ঞান থাকায় আমার বস কখনো আমাকে জাহাজে পাঠাতে চাইত না , আমি অফিস এই থাকতাম। এইভাবে মাস দুএক কেটে গেল , একদিন আমার বস আমাকে বললেন যে ওনার বাড়ির কম্পিউটার টা ঠিক কাজ করছে না যদি আমি একবার চেক করে দিই , আমি বললাম ঠিক আছে আমি আগামী কাল বিকেলে গিয়ে দেখে আসব।
পরের দিন বিকেলে আমি আমার বাইক নিয়ে বেরোলাম আমার বস রাজেশ শর্মার বাড়ির উদ্দেশ্যে , আমার বস আদতে পাঞ্জাবের বাসিন্দা ৫০ এর ওপর বয়স, ওনাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে , বর কানাডায় চাকরি করে। এখানে সরকারী বাংলো তে মিয়া বিবি আর একজন কাজের মেয়ে নিয়ে থাকেন। ওনার স্ত্রী এর বয়স ও প্রায় ৪৫ এর কাছাকাছি।
আমি বাইকে ওনাদের বাড়ির কাছে পৌছাতেই হটাত বৃষ্টি শুরু হয়ে গেল আমিও আর না থেমে স্পিড বাড়িয়ে ওনার বাড়ি পৌছে গেলাম। ওখানে গিয়ে দেখি Mr & Mrs শর্মা আমার জন্য অপেক্ষা করছেন , আমাকে এই অবস্থায় আসতে দেখে শর্মা স্যার তাড়াতাড়ি করে একটা টি শার্ট ও হাফ প্যান্ট আমাকে দিলেন চেঞ্জ করার জন্য। আমি চেঞ্জ করে নিলাম ও দেখলাম Mrs শর্মাও একটা ক্যাপ্রি ও টি শার্ট পরে আছেন। বয় কাট চুলে ম্যাডাম কে আরো কমবয়সী লাগছিল। আমি যেতেই স্যার আমার সঙ্গে ম্যাডামের পরিচয় করিয়ে দিলেন ও বললেন "প্রিয়া, মিট সন্দীপ , smartest বয় অফ মাই অফিস" আমি মুচকি হেসে নমস্কার করতেই প্রিয়া শর্মাও নমস্কার করলেন ও আমাকে বসার ইশারা করে পরিষ্কার বাংলায় বললেন যে
"তোমার বাড়ি কোথায়, সন্দীপ ?" আমি তো বাংলা শুনে অবাক , বললাম
"আপনি বাংলা জানেন ?
Madam: "আরে , আমি তো খাঁটি বাঙালি , দুর্গাপুরে ,জন্ম পড়াশোনা সবই "
আমি: "বাহ , খুব ভালো লাগলো শুনে"
Daily Passenger
Update-1
আমার নাম সন্দীপ চক্রবর্তী , আজ আমার ৩০ তম জন্মদিন আর আমি হসপিটালের বিছানায় হাত -পা ভেঙ্গে পড়ে আছি আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজেই। আজ আমি কেন এভাবে পড়ে আছি তা জানার জন্য ৮ বছর পেছনে যেতে হবে।
আমি বাবা মা এর একমাত্র সন্তান , পড়াশোনায় বেশ ভালো , IT নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে নানা জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম । এমন সময় একদিন ইন্ডিয়ান নেভির এপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে যোগদান করার জন্য। প্রথম ৫ বছরের জন্য চাকরি। আমার এক মামা বললেন যে খুব ভালো সরকারী চাকরি ৫ বছর ওখানকার এক্সপেরিয়েন্স থাকলে পরে আরো ভালো চাকরি পাব। আমিও ৩-৪ মাস ধরে বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই ঠিক করলাম আমি নেভি জয়েন করব। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি ঘরে থাকাকলীন সময় কাটানোর জন্য একটা জিম এ জয়েন করেছিলাম তার ফলে আমার চেহারার মধ্যে বেশ একটা হিরো হিরো ভাব চলে এসেছিল।
যাইহোক একাডেমি তে ট্রেনিং করে আমার পোস্টিং হলো কোচিন এ , আমি আমার শরীর চর্চাও চালিয়ে যাচ্ছিলাম আর তার সঙ্গে পড়াশোনাও , আমার কোনো প্রেমিকা বা বান্ধবীও ছিলনা কারণ আমি বরাবরই ইন্ট্রোভার্ট ও মেয়েদের থেকে দুরেই থাকতে ভালবাসতাম। আমার নেভির জীবন ভালই কাটছিল , কম্পিউটার এ আমার ভালো জ্ঞান থাকায় আমার বস কখনো আমাকে জাহাজে পাঠাতে চাইত না , আমি অফিস এই থাকতাম। এইভাবে মাস দুএক কেটে গেল , একদিন আমার বস আমাকে বললেন যে ওনার বাড়ির কম্পিউটার টা ঠিক কাজ করছে না যদি আমি একবার চেক করে দিই , আমি বললাম ঠিক আছে আমি আগামী কাল বিকেলে গিয়ে দেখে আসব।
পরের দিন বিকেলে আমি আমার বাইক নিয়ে বেরোলাম আমার বস রাজেশ শর্মার বাড়ির উদ্দেশ্যে , আমার বস আদতে পাঞ্জাবের বাসিন্দা ৫০ এর ওপর বয়স, ওনাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে , বর কানাডায় চাকরি করে। এখানে সরকারী বাংলো তে মিয়া বিবি আর একজন কাজের মেয়ে নিয়ে থাকেন। ওনার স্ত্রী এর বয়স ও প্রায় ৪৫ এর কাছাকাছি।
আমি বাইকে ওনাদের বাড়ির কাছে পৌছাতেই হটাত বৃষ্টি শুরু হয়ে গেল আমিও আর না থেমে স্পিড বাড়িয়ে ওনার বাড়ি পৌছে গেলাম। ওখানে গিয়ে দেখি Mr & Mrs শর্মা আমার জন্য অপেক্ষা করছেন , আমাকে এই অবস্থায় আসতে দেখে শর্মা স্যার তাড়াতাড়ি করে একটা টি শার্ট ও হাফ প্যান্ট আমাকে দিলেন চেঞ্জ করার জন্য। আমি চেঞ্জ করে নিলাম ও দেখলাম Mrs শর্মাও একটা ক্যাপ্রি ও টি শার্ট পরে আছেন। বয় কাট চুলে ম্যাডাম কে আরো কমবয়সী লাগছিল। আমি যেতেই স্যার আমার সঙ্গে ম্যাডামের পরিচয় করিয়ে দিলেন ও বললেন "প্রিয়া, মিট সন্দীপ , smartest বয় অফ মাই অফিস" আমি মুচকি হেসে নমস্কার করতেই প্রিয়া শর্মাও নমস্কার করলেন ও আমাকে বসার ইশারা করে পরিষ্কার বাংলায় বললেন যে
"তোমার বাড়ি কোথায়, সন্দীপ ?" আমি তো বাংলা শুনে অবাক , বললাম
"আপনি বাংলা জানেন ?
Madam: "আরে , আমি তো খাঁটি বাঙালি , দুর্গাপুরে ,জন্ম পড়াশোনা সবই "
আমি: "বাহ , খুব ভালো লাগলো শুনে"