02-12-2020, 09:52 PM
পুরাতন Xossip সাইটা হারাবার পর আমরা অনেকে অনেক হতাশ হয়ে পরেছিলাম। এই নতুন সাইটা প্রথমে আশাহত করলেও ধীরে ধীরে আমাদের পচ্ছন্দের লেখক-লেখিকারা ফিরে এসে এই সাইটাকে আবার কানায় কানায় ভরিয়ে তুলেছে । এছাড়া আবার নতুন লেখক-লেখিকারও আগমন ঘটেছে। ডিসেম্বর মাস চলছে বছর শেষ হতে চললো তাই পুরাতন সাইটের মত এই বাংলা ফোরামে একটা Award বা ভোটাভোটির ব্যবস্তা করার ইচ্ছা প্রকাশ করছি।
তাই সমস্ত মেম্বর এবং মোডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। সবার মতামত দিবেন আশা করি
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!