
বৃষ্টিভেজা রেলিঙের পাশে বিছানায় শুয়ে মা কস্মোপলিটান এক বাংলা ম্যাগাজীনের পাতায় যেন হারিয়ে গিয়েছিল। “জানলার ফ্রেমের বাইরে চোখ রাখলেই, হঠাৎ কেমন একটা ছোট পিঁপড়ের মত সুজাতার বাড়ীর পাশে একটা দানবের মত নির্মিয়মান বহুতল ফ্ল্যাট বসে পড়েছে। সেই ফ্ল্যটেরই দোতলার একটি ঘরে আপন মনে দেওয়ালে রঙ করে চলেছে এক রংমিস্ত্রি। তার আবলুশ-কালো সুঠাম দেহে ঘামের সিক্ততা তার পেশীর প্রত্যেক সংকোচন প্রসারনের স্পষ্ট জলছবি এঁকে চলেছে। তার পুরুষালী বাহু, চওড়া কাঁধ, মোটা গর্দান, আর পাশানরূপ ছাতি ক্ষণে ক্ষণে এক নিখাদ শক্তির ফুলকি ছড়িয়ে যাচ্ছিল। সেই ফুলকি সুজাতার প্রাণে দাবানল ছোটাবে, বিশ্বাস হয়নি।” গল্পের নাম, ‘রংমিস্ত্রি’। সাতচল্লিশ বছর বয়সী এক সাধাসিধে গৃহবধু সুজাতা। তার স্বামী উচ্চপদস্থ সরকারি চাকুরে, পঁচিশ বছরের সুখের সংসার। হঠাৎই সে এক অতি সাধারন রংমিস্ত্রির প্রেমে পাগল। কেন যৌবনের শেষ লগ্নে সে করে বসল এমন একটা পাপ? কি বলবে সমাজ? কি বলছে তার বিবেক? দুবেলা রান্নাঘরে বন্দী সুজাতার এক ক্ষনকালের মুক্তির গল্প ‘রংমিস্ত্রি’।
- Xossip এ পড়েছিলাম এই অসাধারণ গল্পটি। এই লেখককে কেউ চিনলে তার অন্যান্য লেখার সন্ধান দিতে পারবেন কেউ ?
- Xossip এ পড়েছিলাম এই অসাধারণ গল্পটি। এই লেখককে কেউ চিনলে তার অন্যান্য লেখার সন্ধান দিতে পারবেন কেউ ?
![[Image: wcCCdHT.jpg]](https://i.imgur.com/wcCCdHT.jpg)