31-05-2020, 03:01 AM
(This post was last modified: 31-05-2020, 03:04 AM by ray.rowdy. Edited 1 time in total. Edited 1 time in total.)
কিস্তি ১
বালির ওপরে হুমড়ি খেয়ে বসে পড়লাম। আমাকে কেউ দেখলে মনে করবে এখুনি হার্ট অ্যাটাক হবে। এতটাই বেদম হয়ে গেছি। সমুদ্রের পাড় ধরে বালির ওপর দিয়ে নর্থ এর দিকে মাইল দুএক দৌড়ে গেছি আর এসছি। বালিতে এমনিতেই হাঁটা কষ্ট; ঘেমে স্নান করে গেছি যাকে বলে। ঘড়িতে দেখলাম ছটা পনেরো। অসীম আদিগন্ত সমুদ্রের ওপরে আকাশটা পরিস্কার হয়ে এসেছে। আর দশ মিনিটের মধ্যেই সূর্যোদয় হবে ওয়েস্ট পাম বীচ, ফ্লোরিডার সোনালী সাগরতটে। অনেক চেষ্টা করেও পূর্বাকে সকালের দৌড়ের অভ্যাস ধরাতে পারিনি। পূর্বালি সান্যাল, আমার স্ত্রী, ভীষণ ঘুম কাতুরে। বিশেষ করে এই ভোরবেলার ঘুমটা ওর সবচেয়ে গভীর। কোন কারণে নষ্ট হয়ে গেলে সারাদিন ঢুলু ঢুলু থাকে। এখন নিশ্চয়ই বালিশ কম্বল জড়িয়ে প্রায় মাঝরাতের স্বপ্ন দেখেছে।
কালকে আমাদের প্লেনটা পৌঁছাতে একটু দেরীই হয়ে গিয়েছিল, প্রায় পৌনে বারোটাতে সি ফেসিং রিসর্টের রুমে চেক ইন করলাম যখন শরীর আর দিচ্ছিল না। কোনোমতে একটু ফ্রেশ হয়েই ঘুমিয়ে কাদা। কোনও নতুন হোটেলে গেলেই পূর্বার প্রথম কাজ হয় ভীষণ এক্সাইটেড হয়ে ঘরের ভিতরের ছবি তোলা। কিন্তু কালকে বেচারীর সেটা করারও শক্তি ছিল না। আমি বরং আজ ভোরে বেরনোর আগে টুকটুক করে এদিক ওদিক দেখলাম। আমাদের স্যুইটটা ফাটাফাটি। একটা রুমে দুটো কিং সাইজ বেড আর একটা বসার ঘর আর একটা কিচেন। সাত দিন ধরে ভ্যাকেশন উপভোগ করার জন্যে এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না। মনে মনে নিজেকে খুব বাহবা দিলাম লোকেশন আর রিসর্টটা ঠিক করার জন্যে। তবে অকেশনটাও তো দেখতে হবে। এটা পূর্বার দ্বিতীয় মধুচন্দ্রিমা, কোন কার্পণ্য করার কোন কারণই নেই।
মধুচন্দ্রিমা কথাটা মনে পড়াতে হাসি পেয়ে গেল। পূর্বা খুব লজ্জা পায় যখনই আমি ওকে এটা বলি। কালকে প্লেনে আসার সময়েও আমি খোঁচা দিতে ছাড়িনি। শেষমেশ বেচারী "আমি আর খেলব না" গোছের মুখ করে আমার দিকে কাঁদ কাঁদ চোখে তাকিয়ে বলেছিল, "অর্ক, প্লীজ! আমি এত উৎকণ্ঠা-উদ্বেগে আছি আর তুমি আমাকে আরও ভয় পাওয়াচ্ছ কেন?" "আহারে বেচারী" বলে আমি ওর গালে চকাস চকাস করে দুটো চুমু খেয়ে মন ভুলিয়ে ছিলাম। পূর্বার মতে হানিমুনটা শুধু বিবাহিত কাপলদের মধ্যে হয়। আমাদের আর অ্যালানের এই আগামী সাত দিনের ব্যাপারটা হল গিয়ে যাকে বলে আউটিং যেখানে দুই নতুন লাভ বার্ডস পূর্বা আর অ্যালান নিজেদেরকে একটু ভাল করে চিনবে। আমি আর ওর ভুল ভাঙিয়ে আরও রাতের ঘুম কাড়তে চাইনি, তাই হাসি মুখে ঘাড় নেড়ে গেছি। আমি ভাল করেই জানি অ্যালানের কাছে ভাল করে চেনা মানে কি, প্রায় এক বছর ধরে অপেক্ষা করে আছে বেচারী ওর এক্সোটিক ভারতীয় বান্ধবীর শরীরের ভালবাসা পেতে।
ও হ্যাঁ, অ্যালানের কথা তো বলাই হয়নি। অ্যালান স্মিথ, আমি যাকে পূর্বার দুর্বার প্রেমিক বলে ক্ষ্যাপাই, একটি ছয় ফুটিয়া ফিরিঙ্গী সাহেব। পূর্বার প্রেমে মাতাল, পাগল আর যা যা কিছু সম্ভব সবই। আমাদের তিন জনের একসাথেই আসার কথা ছিল। শেষ মুহূর্তে ওর কিছু কাজ না এসে গেলে ফুলশয্যার প্রথম রাত হয়তো এতক্ষণে হয়েই যেত। মাঝ রাতের ফ্লাইটে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যান্ড করবে।
কম লেখাপড়া করা টিপিক্যাল অ্যামেরিকান বলতে যাকে বোঝায় অ্যালান হল তাই। কোন মতে হাই কলেজ অবধি পড়েছে। পেশীবহুল সুঠাম চেহারা নিয়ে সারা দিন নিজের গ্যারাজে ঘর্মাক্ত কলেবর হয়ে কাজ করে যায়। আর হাতে কাজ না থাকলে নানা ছুতোয় পূর্বার সাথে দেখা করার জন্যে আমাদের বাড়ীর বা জিমের পথ ধরে। আমাদের পাঁচ বছরের পুঁচকে বাবলার ইদানীং বেস্ট ফ্রেন্ড হয়েছে ও মনে হয়। অ্যালান আঙ্কেল বাড়ী এলেই লাফালাফি শুরু করে দেয়। পূর্বা 'ধরণী দ্বিধা হও' ভাব করে এঘর ওঘর পালিয়ে বেড়ায় পাছে অ্যালানের সাথে একলা হয়ে যায় ঘরে কখনও। ওদের দুজনের অঙ্কুরিত প্রনয় দেখতে আমার ব্যাপক মজা লাগে। পূর্বা প্রাণপণ চেষ্টা করে প্রেমটাকে পবিত্র উত্তম সুচিত্রার মতন রাখার, দৃষ্টির ঝলকানি বা মিষ্টি হাসির ছোঁয়া দিয়ে। আর অন্য দিকে অ্যালান নানা ছলছুতোয় পূর্বার শরীরের উষ্ণতা পাওয়ার চেষ্টা করে যায়। আমি বাড়ীতে না থাকলে পূর্বার রক্ষা কবচ হয় বাবলা, অ্যালান আসলে কিছুতেই বাবলাকে কাছ ছাড়া করে না। তাতেও যে বেচারী সব সময় ছাড়া পায় তা নয়। কোন এক একলা মুহূর্তে অ্যালান ওকে কাছে টেনে নেয়, কখনও কখনও আমার সামনেই, পূর্বার ফোলা ফোলা ঠোঁটে চুষে মেটায় ওকে পরিপূর্ণ ভাবে না পাওয়ার হতাশা...।
পূর্বা আর আমি কলেজ সুইট হার্ট ছিলাম। বিয়ের আগে প্রায় আট বছরের চুটিয়ে প্রেমের পর দুহাজার দুয়ের অগাস্টে যখন আমাদের বিয়ে হয় তখন আমাদের গান্ধর্ব মতে বিয়ের প্রায় চার বছর। হ্যাঁ, আমাদের প্রথম চার বছরের প্রেম ছিল যাকে বলে প্লেটোনিক, শুধু হাত ধরা আর মাঝেমধ্যে গালে একটা হামি। কিন্তু যা হয়, একবার মাংসাশী হয়ে গেলে রক্তের স্বাদ ভোলা যায় না। ফাঁকা বাড়ীর সুযোগ পেলেই আমি নানা অজুহাতে ওকে টেনে নিয়ে যেতাম বিছানায়। ফুলের পাপড়ির মতন এক এক করে সরিয়ে দিতাম গায়ের আবরণ। দুহাতে মুখ ঢেকে রাখা আমার বিবস্ত্রা বাগদত্তার নরম শরীরের মধু খেতাম বিনা বাধায়। ওর দেহের একটাও তিলও গোপন থাকেনি আমার কাছে।
কালকে আমাদের প্লেনটা পৌঁছাতে একটু দেরীই হয়ে গিয়েছিল, প্রায় পৌনে বারোটাতে সি ফেসিং রিসর্টের রুমে চেক ইন করলাম যখন শরীর আর দিচ্ছিল না। কোনোমতে একটু ফ্রেশ হয়েই ঘুমিয়ে কাদা। কোনও নতুন হোটেলে গেলেই পূর্বার প্রথম কাজ হয় ভীষণ এক্সাইটেড হয়ে ঘরের ভিতরের ছবি তোলা। কিন্তু কালকে বেচারীর সেটা করারও শক্তি ছিল না। আমি বরং আজ ভোরে বেরনোর আগে টুকটুক করে এদিক ওদিক দেখলাম। আমাদের স্যুইটটা ফাটাফাটি। একটা রুমে দুটো কিং সাইজ বেড আর একটা বসার ঘর আর একটা কিচেন। সাত দিন ধরে ভ্যাকেশন উপভোগ করার জন্যে এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না। মনে মনে নিজেকে খুব বাহবা দিলাম লোকেশন আর রিসর্টটা ঠিক করার জন্যে। তবে অকেশনটাও তো দেখতে হবে। এটা পূর্বার দ্বিতীয় মধুচন্দ্রিমা, কোন কার্পণ্য করার কোন কারণই নেই।
মধুচন্দ্রিমা কথাটা মনে পড়াতে হাসি পেয়ে গেল। পূর্বা খুব লজ্জা পায় যখনই আমি ওকে এটা বলি। কালকে প্লেনে আসার সময়েও আমি খোঁচা দিতে ছাড়িনি। শেষমেশ বেচারী "আমি আর খেলব না" গোছের মুখ করে আমার দিকে কাঁদ কাঁদ চোখে তাকিয়ে বলেছিল, "অর্ক, প্লীজ! আমি এত উৎকণ্ঠা-উদ্বেগে আছি আর তুমি আমাকে আরও ভয় পাওয়াচ্ছ কেন?" "আহারে বেচারী" বলে আমি ওর গালে চকাস চকাস করে দুটো চুমু খেয়ে মন ভুলিয়ে ছিলাম। পূর্বার মতে হানিমুনটা শুধু বিবাহিত কাপলদের মধ্যে হয়। আমাদের আর অ্যালানের এই আগামী সাত দিনের ব্যাপারটা হল গিয়ে যাকে বলে আউটিং যেখানে দুই নতুন লাভ বার্ডস পূর্বা আর অ্যালান নিজেদেরকে একটু ভাল করে চিনবে। আমি আর ওর ভুল ভাঙিয়ে আরও রাতের ঘুম কাড়তে চাইনি, তাই হাসি মুখে ঘাড় নেড়ে গেছি। আমি ভাল করেই জানি অ্যালানের কাছে ভাল করে চেনা মানে কি, প্রায় এক বছর ধরে অপেক্ষা করে আছে বেচারী ওর এক্সোটিক ভারতীয় বান্ধবীর শরীরের ভালবাসা পেতে।
ও হ্যাঁ, অ্যালানের কথা তো বলাই হয়নি। অ্যালান স্মিথ, আমি যাকে পূর্বার দুর্বার প্রেমিক বলে ক্ষ্যাপাই, একটি ছয় ফুটিয়া ফিরিঙ্গী সাহেব। পূর্বার প্রেমে মাতাল, পাগল আর যা যা কিছু সম্ভব সবই। আমাদের তিন জনের একসাথেই আসার কথা ছিল। শেষ মুহূর্তে ওর কিছু কাজ না এসে গেলে ফুলশয্যার প্রথম রাত হয়তো এতক্ষণে হয়েই যেত। মাঝ রাতের ফ্লাইটে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যান্ড করবে।
কম লেখাপড়া করা টিপিক্যাল অ্যামেরিকান বলতে যাকে বোঝায় অ্যালান হল তাই। কোন মতে হাই কলেজ অবধি পড়েছে। পেশীবহুল সুঠাম চেহারা নিয়ে সারা দিন নিজের গ্যারাজে ঘর্মাক্ত কলেবর হয়ে কাজ করে যায়। আর হাতে কাজ না থাকলে নানা ছুতোয় পূর্বার সাথে দেখা করার জন্যে আমাদের বাড়ীর বা জিমের পথ ধরে। আমাদের পাঁচ বছরের পুঁচকে বাবলার ইদানীং বেস্ট ফ্রেন্ড হয়েছে ও মনে হয়। অ্যালান আঙ্কেল বাড়ী এলেই লাফালাফি শুরু করে দেয়। পূর্বা 'ধরণী দ্বিধা হও' ভাব করে এঘর ওঘর পালিয়ে বেড়ায় পাছে অ্যালানের সাথে একলা হয়ে যায় ঘরে কখনও। ওদের দুজনের অঙ্কুরিত প্রনয় দেখতে আমার ব্যাপক মজা লাগে। পূর্বা প্রাণপণ চেষ্টা করে প্রেমটাকে পবিত্র উত্তম সুচিত্রার মতন রাখার, দৃষ্টির ঝলকানি বা মিষ্টি হাসির ছোঁয়া দিয়ে। আর অন্য দিকে অ্যালান নানা ছলছুতোয় পূর্বার শরীরের উষ্ণতা পাওয়ার চেষ্টা করে যায়। আমি বাড়ীতে না থাকলে পূর্বার রক্ষা কবচ হয় বাবলা, অ্যালান আসলে কিছুতেই বাবলাকে কাছ ছাড়া করে না। তাতেও যে বেচারী সব সময় ছাড়া পায় তা নয়। কোন এক একলা মুহূর্তে অ্যালান ওকে কাছে টেনে নেয়, কখনও কখনও আমার সামনেই, পূর্বার ফোলা ফোলা ঠোঁটে চুষে মেটায় ওকে পরিপূর্ণ ভাবে না পাওয়ার হতাশা...।
পূর্বা আর আমি কলেজ সুইট হার্ট ছিলাম। বিয়ের আগে প্রায় আট বছরের চুটিয়ে প্রেমের পর দুহাজার দুয়ের অগাস্টে যখন আমাদের বিয়ে হয় তখন আমাদের গান্ধর্ব মতে বিয়ের প্রায় চার বছর। হ্যাঁ, আমাদের প্রথম চার বছরের প্রেম ছিল যাকে বলে প্লেটোনিক, শুধু হাত ধরা আর মাঝেমধ্যে গালে একটা হামি। কিন্তু যা হয়, একবার মাংসাশী হয়ে গেলে রক্তের স্বাদ ভোলা যায় না। ফাঁকা বাড়ীর সুযোগ পেলেই আমি নানা অজুহাতে ওকে টেনে নিয়ে যেতাম বিছানায়। ফুলের পাপড়ির মতন এক এক করে সরিয়ে দিতাম গায়ের আবরণ। দুহাতে মুখ ঢেকে রাখা আমার বিবস্ত্রা বাগদত্তার নরম শরীরের মধু খেতাম বিনা বাধায়। ওর দেহের একটাও তিলও গোপন থাকেনি আমার কাছে।
পূর্বা ওর নিজের যৌনআবেদন নিয়ে সজাগ ছিল শুরু থেকেই। কলেজ বা কলেজে বহু ছেলের মাথা ঘুরিয়ে দিয়েছিল ওর বিভঙ্গ। বিয়ের আগে থেকেই আমরা বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করতাম। যেমন তন্বী পূর্বা গায়ের সাথে লেপটে থাকা শাড়ীতে আমার জন্যে অপেক্ষা করতো শপিং মলের সামনে। আমি একটু দূর থেকে অচেনা লোকেদের ভিড়ে মিশে দেখতাম ওকে। শুনতাম আমার আশপাশ থেকে রগরগে আলোচনা সেক্সি মেয়েটার নাভী, কোমর আর বুকের খাঁজ নিয়ে। পূর্বা নিজেও মাঝেমধ্যে আমার ইন্ধন ছাড়াই এগিয়ে যেত কয়েক পা। যেমন ভীড় বাসে একবার ওর সামনে দাড়িয়ে থাকা ক্যাবলা মতন ছেলেটাকে ছুঁয়ে দিয়েছিল ওর নরম তুলতুলে বুক। অন্যদিকে তাকিয়ে ছিল সারাটাক্ষণ কিছুই যেন হয়নি এরকম ভাব করে। ছেলেটা নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারেনি। পূর্বার ডান দিকের স্তনটা মুঠো করে বারবার ধরার সময় কেমন একটা ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল ওর দিকে।
দু-হাজার তিনের সেপ্টেম্বরে আমরা অ্যামেরিকা চলে আসি। বাবলা হওয়ার আগে অবধি আমার স্বল্পবাস স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়াটা আমার কাছে এক অদ্ভুত রোমাঞ্চকর লাগতো। দেশে থাকলে পূর্বা হয়তো এতটা দুঃসাহসিক হতে পারতো না কোনোদিনই। শাড়ী চুড়িদার ছেড়ে ক্রমশও ছোট হওয়া স্কার্ট আর তার সাথে মানানসই শরীর ল্যাপ্টানো পাতলা বড় গলা টি-শার্ট জানান দিতে শুরু করলো পূর্বার শরীরের বাঁধুনি।
অফিস বা লোকাল দেশী পার্টিতে আমার আর পূর্বার উপস্থিতি হল আবশ্যিক। তার কারণ যতটা আমাদের সকলের সাথে অকাতরে মিশে যাওয়া স্বভাব ততটাই আবার লজ্জা আর লাস্য মেশানো পূর্বার অদম্য আদি অকৃত্রিম দেশীয় যৌনআবেদন। আমার মনে আছে দুহাজার দশের নিউ ইয়ার পার্টিতে পূর্বা নাভী দেখানো ঘাগরা আর উন্মোচিত-পীঠ চোলি পড়েছিল। পার্টির পশ্চিমি পোশাকে অর্ধনগ্ন মেয়েদের মধ্যেও পূর্বাকেই যেন সবচেয়ে নজরে আসছিল। চোলির ভিতরে ব্রা-এর বাঁধনহীন ভারী দুধের দুলুনি সব জোড়া চোখের দৃষ্টি আটকে রেখেছিল। জর্জ তো ওর হাতে চুমু খেয়ে ওর রাতের রাণী হওয়ার প্রস্তাব দিয়ে একেবারে কেলেঙ্কারী করেছিলো সবার সামনে। নীহারিকা, তন্ময়ের বউ, শেষ অবধি পূর্বাকে বাঁচায় জর্জের প্রেম নিবেদনের হাত থেকে। আমি গিয়ে নিজের পরিচয় দেওয়াতে বেচারা জর্জ অনেক সরি বলে পালায় শেষমেশ পার্টি ছেড়ে।
পূর্বা নিজেও এই আকর্ষণটা খুব উপভোগ করতো, আর সেই সাথে আমিও। আমরা দুজনেই এই ব্যাপারগুলো নিয়ে খুব খোলামেলা হওয়াতে কোনদিন ঈর্ষা বা ভুল বোঝাবুঝি হয়নি। নিজদের অজান্তেই আমরা কল্পনায় আমাদের যৌন জীবনের মাঝে কোন এক আগন্তুকের উপস্থিতি উপভোগ করা করতাম যার সাথে আমি আমার বউকে ভাগ করে নেব। কিন্তু পূর্বা শুধু শরীরের মিলন কল্পনা করতে চাইত না। ওর কাছে শরীর দিতে হলে সেই অজানা পুরুষকে ওর মনের ভালবাসাও দিতে হবে। তাই এটা নিয়ে খুব দ্বিধায় থাকতো। আমি খুব হাসাহাসি করতাম ওকে নিয়ে যে কল্পনাতেও এত ভাবনা চিন্তা করলে বাস্তবে কোনদিন হলে কি করবে। আমি ওকে বোঝাতাম যে আমাদের নিজেদের মধ্যে যদি বিশ্বাস আর ভালবাসার বাঁধন থাকে তাহলে আর কোন কিছু সেটাতে ভাগ বসাতে পারে না। আর তাতেই যদি ঘাটতি হয় তাহলে সম্পর্ক ভাঙ্গার জন্যে একটা দমকা হাওয়াই যথেষ্ট, কোন ফরাসী প্রেমিকের দরকার নেই। আমাদের কল্পনায় পূর্বা ওর নতুন প্রেমিককে ততোটাই নিংড়ে দিত ওর বুকভরা ভালোবাসা যতটা রাখা আছে আমার বা আমাদের পাঁচ বছরের ছেলে বাবলার জন্যে। তবে আমাদের এই কল্পনা হয়তো তার নিজের জগতেই থেকে যেত যদি না অ্যালান স্মিথ আসত পূর্বার জীবনে।
আমাদের সাথে অ্যালানের প্রথম দেখা হয় প্রায় এক বছর আগে। আমার গাড়ীর ব্রেক-শ্যুটা খারাপ হয়ে গিয়েছিল। তন্ময়কে জিজ্ঞেস করাতে ও আমাকে ওই গ্যারাজের ঠিকানা দিয়েছিল, বলেছিল ওটা নাকি সাত দিনই খোলা আর অনেক সস্তায় করে দেয়। একটা ফালতু ইয়ার্কিও করেছিল চোখ টিপে, "পূর্বাকে নিয়ে যাস, ফ্রি-তেও করে দিতে পারে।"
শনিবার করে চলে গিয়েছিলাম গ্যারাজটাতে পূর্বা আর সম্রাটকে নিয়ে। পূর্বাকে নিয়ে যাওয়ার পিছনে আমার কোন আলাদা উদ্দেশ্য ছিল না, কিন্তু কি জানি হয়তো মনের অজান্তে তন্ময়ের উপদেশটাও কাজ করছিল।
পূর্বা সেদিন একটা বড় গোল গলা কালো টি-শার্ট আর তার সাথে একটা টাইট জিন্সের স্কার্ট পরেছিল। নিটোল ভরাট স্তন দৃশ্যতঃ একটা গভীর খাঁজ সৃষ্টি করেছিল যেটা ঢাকবার প্রয়াস বা উপায় কোনটাই পূর্বার ছিল না। বাবলার দুষ্টুমি, দুরন্তপনা সামাল দিতে ওকে অনেক ব্যস্ত থাকতে হচ্ছিল। ঝুঁকে ঝুঁকে ধরতে হচ্ছিলো মাঝেমধ্যে মাটিতে হামাগুড়ি দেওয়া থেকে বাবলাকে আটকাতে। ওর টি-শার্টের গলাটা এতটাই বড় ছিল যে কখনও কখনও কালো ব্রা-এর কাপ পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার ঝুঁকে পড়া স্ত্রীর উপচে পড়া বক্ষসুধা উপভোগ করার মতন আর কেউ আছে কিনা ভাবতে ভাবতেই অ্যালানের ওপরে চোখ গিয়েছিল। আমার গাড়ীতে ওই কাজ করছিল কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিতে পারছিল না বলেই মনে হয়েছিল আমার। কখনও আড়চোখে আবার কখনও লজ্জাহীনভাবে সরাসরি তাকিয়ে পূর্বার দোদুল দুধের নির্যাস নিচ্ছিল। চোখে মুখে একটা একটা প্রবল কামভাব ফুটে উঠেছিল। মনের কোণে হেসে উঠেছিলাম, সত্যি কি ফ্রি সার্ভিস পাব নাকি আজকে? আমি যে ওকে লক্ষ্য করছি তা নিয়ে ওর কোন ভ্রূক্ষেপও ছিল না। পূর্বা ব্যাপারটা খেয়াল করেছিল অনেক পরে, হঠাৎ ওর সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে। বাবলার সাথে খেলা করতে করতে বুঝতেই পারেনি বুকের দুধের দোলা এই গ্যারাজের তাপমাত্রা কতটা বাড়িয়ে দিয়েছে।
"লোকটা কেমন করে যেন আমাকে দেখছে, তুমি খেয়াল করেছো?" পূর্বা বাবলাকে জোর করে কোলে নিয়ে আমার পাসে এসে বসে জিজ্ঞাসা করেছিল।
"তুমি যা দেখাচ্ছিলে সেটা না দেখলে আমি ওকে সমকামী ভাবতাম," আমি চোখ টিপে উত্তর দিয়েছিলাম। পূর্বার সাহসী পোশাক পরা আমার অসাধারণ লাগে। সাধারণ গ্রসারি করতে যাওয়াটাও উত্তেজক হয়ে ওঠে যখন দেখি আগ্রাসী চোখ ওর দেহের প্রতিটা ভাঁজ লেহন করছে।
"তোমার খালি এক কথা। যাও দেখে এসো ওর আর কতক্ষণ লাগবে," পূর্বা কপট রাগ দেখিয়ে বলেছিল।
ওখানে বসে থাকতে আমার মন্দ লাগছিল না। কিন্তু শনিবারের দুপুর পুরোটাই গ্যারাজে কাটানোর ইচ্ছেও ছিল না। তাই উঠে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, "কি রকম মনে হচ্ছে তোমার? কতক্ষণ লাগবে?"
"ও কি অ্যারাবিয়ান?" লম্বা কালি ঝুলি মাখা লোকটা পূর্বার দিকে তাকিয়ে আমাকে পাল্টা জিজ্ঞাসা করেছিলো, "একদম জেসমিনের মতন দেখতে।"
"জেসমিন?" আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করেছিলাম।
"ওই যে আলাদিনের বউ না বাগদত্তা ছিল না অ্যারাবিয়ান নাইটসে..." পূর্বার থেকে চোখ না সরিয়ে উত্তর দিয়েছিল লোকটা।
আমি কিছুতা হতভম্ব হয়ে গিয়েছিলাম। এরকম অভিজ্ঞতা এর আগে কখনও আমার হয়নি। স্কার্ট-টপ পরা পূর্বাকে দেখে এর কি করে আরব্য রজনীর নায়িকার কথা মনে পড়ল সেটা নিয়ে অবাক হব না এর অভদ্র ব্যবহারে।
"নাহ! আমরা ভারতীয়..." আমি কাষ্ঠ হেসে উত্তর দিয়েছিলাম, "... আর ধন্যবাদ ওর প্রশংসার জন্যে। ওকে জানিয়ে দেব।"
"শি ইজ ফাকিং হট ম্যান," আবার বিড়বিড় করে বলেছিল আমাদের মেকানিক। ওর চোখ তখনও পূর্বার ওপরেই, ওর পা থেকে মাথা পর্যন্ত মাপছে। আমি দেখলাম পূর্বা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমাদের দিকে তাকাচ্ছে না এই লোকটার সাথে চোখাচখি হওয়ার ভয়ে। "ইউ আর ড্যাম লাকি ম্যান। আমার যদি এরকম একজন সঙ্গিনী থাকতো... আমি শালা বিছানা ছেড়ে উঠতাম না কোনদিন।"
"হা হা...লাকি ইনডিড...আমি অর্ক সান্যাল, তোমার সাথে আলাপ করে ভাল লাগলো। আর তোমার হবু সঙ্গিনীর জন্যে বেস্ট অফ লাক," আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম করমর্দনের জন্যে। লোকটার সাহস আর ভ্রূক্ষেপহীন ভাব দেখে খুবই অবাক হয়েছিলাম যদিও। আমার সাথে আমার স্ত্রীকে নিয়ে এরকম ইঙ্গিতপূর্ণ কথা বলছে, নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছিল না।
"অ্যালান স্মিথ।" বাঘের থাবার মতন হাত দিয়ে আমার হাত ঝাঁকিয়ে বলেছিল লোকটা, "আলাপ করে ভাল লাগলো। তোমার স্ত্রীর নাম জানতে পারি?"
"পূর্বা... পূর্বালি সান্যাল," নামটা না বলার কারণ খুঁজতে খুঁজতে বলেই ফেলেছিলাম। যথারীতি ভারতীয় নাম উচ্চারণ করতে এই সাহেবদের যতরকম সমস্যা হওয়া সম্ভব সবই হয়েছিল।
"আমি তোমাকে পাব বলে ডাকতে পারি কি হান?" অ্যালান আমাকে এড়িয়ে হাত তুলে পূর্বার দিকে তাকিয়ে চীৎকার করে জিজ্ঞাসা করেছিল।
আমাদের কথাবার্তার ধরণ দেখে পূর্বা হয়তো আন্দাজ করেছিলো যে ওকে নিয়েই কিছু বলাবলি হচ্ছে। কিন্তু অ্যালান যে ওকে সোজাসাপটা ডাকনাম জিজ্ঞাসা করে বসবে সেটা ভাবেনি। হাল্কাভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিল। ওটাই ছিল ওদের প্রথম পরিচয়।
একটা সিগাল আমার এক হাত দূরত্বের মধ্যে ডানা ঝাপটে উড়ে যাওয়াতে আমার সম্বিৎ ফিরল। দিগন্তের বুক চিড়ে সোনালী সূর্যের অপূর্ব ছটা অ্যাটলান্টিকের জলে ছবি এঁকে দিয়েছে যেন। ঢেউয়ের সাদা ফেনা, স্বছ জল আর বালি মিশে সে এক অপরূপ ক্যানভাস। ইস্ পূর্বা জানেও না যে ও কি মিস করছে। সৈকতে গুটিকয় লোক এসে জড় হয়েছে এদিক ওদিক। কিছু লোক এখুনি জলে নেমে সার্ফিং শুরু করে দিয়েছে। আমি প্যান্ট থেকে বালি ঝেড়ে উঠে দাঁড়ালাম। হাঁটা শুরু করার আগেই টং টং করে এসএমএস এল।
"জাস্ট ল্যান্ডেড," অনেকগুলো স্মাইলি দেওয়া মেসেজ অ্যালানের। ওর ফ্লাইট এসে গেছে। আর আধ ঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এসে যাবে রিসর্টে। আমি রিপ্লাইতে আমাদের রুম নাম্বারটা দিয়ে আবার জগ করা শুরু করলাম। পূর্বাকে ঘুম থেকে তুলে তৈরী করাতে হবে। ওর আগামী সাত দিনের মালিক এসে গেছে ওর কাছে আরও গভীর আলাপচারিতার জন্যে।