20-04-2020, 09:54 PM
(This post was last modified: 20-04-2020, 10:05 PM by mjrocks2011. Edited 2 times in total. Edited 2 times in total.)
সবুজ পাহাড়ে ঘেরা কিরাত দেশ। ছোট্ট একটি রাজ্য । কিন্তু তাতে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর রয়েছে বিভিন্ন ধরনের বন্য পশু পাখী ও নানান বন্য গাছ পালা । আর পাহারের বু মহারানী প্রীয়ম্বদা ক চিড়ে বইছে শবরী নদী। ব্যাবসা বাণিজ্যও চলছে রাজ্যে বেশ। প্রজারা ও খুব শান্তিপ্রিয়। স মহারানী প্রীয়ম্বদা বমিলিয়ে একটি সুখী ও শান্তির রাজ্য । কিন্তু সব সুখের মধ্যেই কোন না কোন দিন দুঃখের ও সঞ্চার হয়।কিরাত দেশের রাজা প্রাতাপ বিবাহ করেন হারিপুরের রাজকন্যা প্রিয়ম্বদাকে । প্রীয়ম্বদা দেবী ছিলেন একজন আশ্চর্য সুন্দরী রমণী। বিবাহের সময় বয়স ছিল মাত্র ২০। দুধে আলতো রং। হরিণী লোচন। ঘন কেশ। পাতলা কোমর। কলসী আকারের নিতম্ভ। প্রীয়ম্বদার সৌন্দর্য্য সারা রাজ্যে চর্চিত। ঈশরের অশেষ কৃপায় দম্পতির জন্ম হয় একটি ছেলে শিশু ।তার নাম দেওয়া হয় সুমন কুমার। রাজপরিবার আর রাজ্য চলছিল সুখে ও শান্তিতে। কিন্তু হলো এক অঘটন। কিরাত রাজ্য ছিল শান্তি প্রিয় ঠিকই। কিন্তু যখন কোনো রাজ্যের উপর আক্রমণ হলে যুদ্ধ অনিবার্য। সেটাই ঘটেছিল কীরাত রাজ্যে। কিরাত রাজ্য থেকে প্রায় ১৫০ ক্রোশ দূরে পাহাড়ে ঘন জঙ্গলে পেরিয়ে ছিল বিরাজপুর নগরী। সেখানকার রাজা গরজমান সেন ছিল কুখ্যাত রাজা যে তার নিজের সিংহাসন লোভে নিজের পিতাকে হত্যা করে। তার দৈহিক শক্তি বন্য মোষ থেকে ও বেশি। লম্বা চওড়া পেশীহুল বাহু। গোঁফ ভর্তি মুখ। বিরাজপুরে ভোগ ও বিলাসের খাতিরেই চলে যায় সব অর্থ ও রাজকোষের ধন। শুধু মাত্র গরজমান এর ব্যয় বহুল চরিত্রে। তাই নিকটবর্তী রাজ্য আক্রমণ করে লুটপাট চালিয়ে যায়। দরকার পড়লে আরেকটি রাজ্য না হলে আরও একটি এমনভাবে চালিয়ে যায়। তবুও তার আশ মেটে না। অন্য রাজ্যের থেকে লুটপাট করার পর সুন্দর রাজপরিবারের মহিলাদের নিয়ে আসতো দাসী হিসাবে। যৌন পিপাসা মেটাতেও। তবুও তার আরও চাই। এই দানব থেকে দেশকে রক্ষা করার কেউ নেই। যেই মাথা উঠায় মাথা কেটে দেওয়া হয়। তার কথায়ই শেষ কথা। এমন এক পাশবিক রাজা ছিল শে। দেশ ও দশের কথা ভাবে না আর শুধু নারী ভোগ এ আর বিলাসে আর যুদ্ধে মনোলিন ছিল।কিন্তু গুপ্তচরের কাছে থেকে খবর আসে যে পার্শ্ববর্তি করত দেশে মহারাজা প্রতাপ এক অপূর্ব সুন্দর রমণী প্রীয়ম্বদাকে বিবাহ করে রাজ্যে রেখেছেন। কিরাত রাজ্য মাত্র ১৫০ ক্রোশ দূরে কিন্তু তাও এত ঘন জঙ্গল ও দুর্গম পথ অতিক্রম করে আক্রমণ করা খুব কঠিন। তাও অন্য রাজ্য যেমন অনায়েশে জয় করা যায় কীরাত রাজ্য কিন্তু তেমন না। কারণ মহারাজ প্রতাপের শক্তি ও বীর্য, রাজনীতি এর জস চারিদিকে ছড়িয়ে আছে। সৈন্য সামন্ত কম হলেও যুদ্ধ বিদ্যায় নিপুণ। তাই গরজমান তেমন উৎসাহী ছিল না। কিন্তু এখন গুপ্তচরের কথা শুনে তার একটা কারণ পেল আক্রমণের। যুদ্ধে জয় হলেই রাণী প্রীয়ম্বদা কে পাওয়া যাবে। সেই উদ্দেশ্যে সে সৈনিক ও অস্ত্র নিয়ে এই দুর্গম পথ পেরিয়ে কিরাত রাজ্যের দিকে এগিয়ে চললো। অনেক কঠিন পথ পায়ে চলে সৈন্যরা চললো আর কিট পতঙ্গ নানান জিব জন্তুর সাথে লড়াই করে এগুতে লাগলো গরজমান ও তার সৈন্য বাহিনী।নানা বাধা বিপত্তি পেরিয়ে খাদ্য সংকটের মধ্যে গিয়ে পৌঁছলো কীরাত রাজ্যের দর গোড়ায়। সৈন্য রা সব তৈরী ভোরের আগেই আক্রমণের জন্য । তখন রাত্রে পুত্রকে ঘুমের দেশে দিয়ে রাজা প্রতাপের বিছানায় এসে আলিঙ্গনে মত্ত। আসন্ন বিপদের কোনো অভাসের পেলেন না রাজা প্রতাপ। হঠাৎ হলো হামলা। রাজা প্রতাপ আর প্রিয়াম্বদার ঘুম ভাঙ্গলো এক বিকট শব্দে। প্রতাপ চেয়ে দেখলো জানালা দিয়ে যে মূল ফাটকে আক্রমণ হোয়েছে কিছু সৈন্য দলের। প্রতাপ কিছু বোঝার আগেই কিছু তীর এসে নিচে রক্ষীদের ভেদ করে।প্রতাপ বুঝে গেছেন কেল্লাতে হামলা হয়েছে। সীমান্ত প্রহরীদের কে আগেই মেরে দেওয়া হোয়েছে। তাই আসন্ন বিপদটার খবর পাওয়া যায় নি। তাই তিনি আর সময় নষ্ট না করে প্রীয়ম্বদাকে আর তার সন্তানকে গুপ্ত সুরঙ্গ দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য দাস দাসীকে বললেন।তখনই মহামন্ত্রী কিছু সৈন্য নিয়ে রাজার কক্ষে হাজির।