18-10-2019, 01:37 PM
পরের পর্ব
সবার থালায় নুন লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত বাড়তে শুরু করলাম। ডাল আলু-ফুলকপি ভাজা দিতেই ওদের খাওয়া শুরু হয়ে গেল। মাংস পরিবেশন করার সময় যখন অরুণের কাছে এলাম তখন ওকে কিছুটা দেওয়ার পর অরুণ ইশারায় বুঝিয়ে দিল ব্যস আর লাগবে না। আমি অরুণের সামনে থেকে চলে যাচ্ছিলাম কিন্তু হঠাত কি মনে হওয়ায় আবার ওর দিকে ঘুরে আরেক পিস মাংস আর আরেকটু ঝোল ওর পাতে দিয়ে দিলাম। ও একটু দুষ্টুমি ভরা হাঁসি নিয়ে আমার দিকে ক্ষণিকের জন্য দেখে নিল। ঝোল বেশী হয়ে গেছে তাই কয়েক সেকন্ডের মধ্যেই ফিরে এসে আরেক হাতা ভাত ওর পাতে দিয়ে গেলাম। ওদের খাওয়া শেষ হল। তিনজনেই আমাকে সার্ভ করার জন্য ধন্যবাদ জানিয়ে চলে গেল। মিনিট তিনেকের মধ্যেই ওদের ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম।
বারবার যাতে উঠতে না হয় সেই জন্য আমি রান্নাঘর থেকে কয়েকটা বাটি নিয়ে এসে জিনিসগুলো কে একেকটা বাটিতে একবারেই সাজিয়ে নিয়ে বসে গেলাম। একা একা খাচ্ছি। আমি ভাবছিলাম অরুণ কি আমার দুর্বলতা বুঝতে পারছে? আমি তো একটা নষ্ট মেয়ে , শরীর দিয়ে সুখ ভোগ করতে চাইছিলাম। কিন্তু ওর সামনে এলেই আমার এত লজ্জা লাগে কেন। কেনই বা আমি আর ওর সাথে তুই তুকারি করতে পারছি না। খাবার কেমন হয়েছিল সেটা এক কথায় বলতে গেলে বলতে হয় লাজবাব। আমি খেয়ে বাসন গুলো নামিয়ে আলো বন্ধ করে উপরে উঠতে যাচ্ছি হঠাত দেখলাম একটা ছায়ামুর্তি সিঁড়ির দিকে এগিয়ে আসছে। এই শরীরের গন্ধ আমার চেনা। অরুণ। কোনও কথা না বলে আমাকে জড়িয়ে ধরে অন্ধকারে দাঁড়িয়েই আমার ঠোঁটে একটা ঘন চুমু খেল। আমি যেন ওর দুহাতের মধ্যে লজ্জায় ছটফট করছি। চুমু শেষ হতেই ওর পেটে একটা গুতো মেরে আমি দৌড়ে উপরে উঠে গেলাম। এই একটা চুমুতেই আমি ঘামিয়ে গেছি। ঘরে গিয়ে শুতে শুতে কি সব জানি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙল সকাল আটটায়। এই মেসে একটা ফোন আছে (যদিও সেটা আমরা চোখে কোনও দিন দেখিনি) ওটা শ্যামদা বিশেষ কাজে ব্যবহার করেন। আমাদের ব্যবহার করা বারণ। ঘুম এমনি এমনি ভাঙেনি। শ্যামদার মেয়ে এসে আমাকে ডেকে তুলেছে কারণ হাঁসপাতাল থেকে খবর এসেছে অন্তত দুজনকে যেতে হবে। এমারজেন্সি যাকে বলে। আগের দিন রাতে রাজা আর সন্দীপ ছিল, আজ আমি আর অরুণ যাব। এটা না বলা চুক্তি। আমি ওকে জিজ্ঞেস করলাম “নিচে কেউ তৈরি হয়েছে? “ “রাজাদা আর সন্দীপদা ঘুমাচ্ছেন, অরুণদা মোটামুটি তৈরি হয়ে গেছেন। শুনলাম আজ আপনাদের দুজনকেই যেতে হবে। “ ও কথা গুলো বলতে বলতে নিচে নেমে গেল। আমার আর মদের নেশা নেই। আমি অরুণকে কিছুটা সময়ের জন্য একলা পাব ভাবতেই মনটা নেচে উঠল আনন্দে।আমি ওকে চেঁচিয়ে বললাম “ বলে দাও আমি ২০ মিনিটে রেডি হয়ে নামছি। আর একটা রিক্সাও আনতে বলে দিও। “ আওয়াজ এল “বাবা রিক্সা আনতে চলে গেছে”। আসলে আজ রিক্সা আসার কথা নেই। তাই আমাদের আলাদা করে রিক্সা ডাকতে হবে। ব্রাশ করে স্নান করে ঘরে ফিরে দরজা বন্ধ করে ভাবলাম কি পরি আজ। একটু সাজতে ইচ্ছে করছে আজ। “আমার অরুণের জন্য।“ ওর আমাকে স্লিভলেস পোশাকে দেখতে ভালো লাগে। একখানা গাড় লাল রঙের চাপা কামিজ আর তার সাথে অফ হোয়াইট রঙের লেগিন্স পরলাম। দেরী হয়ে যাচ্ছি বুঝতে পারছি, আর দেরী হলে বকা খাব তাও জানি, তবুও চোখের কোনে একটু কাজল লাগালাম। ঠোঁটে হালকা একটু গোলাপি লিপস্টিক লাগিয়ে নিলাম। বগলে স্তন বিভাজিকায় তলপেট আর ঊরুসন্ধিতে ভালো করে বডি স্প্রে মেরে নিলাম। হুম গন্ধটা বেশ ভালো লাগছে। তবে কতক্ষণ থাকবে জানি না। না থাকলেও বা কি ওর তো আমার গায়ের স্বাভাবিক ঘামের গন্ধটাই বেশী পছন্দ। তবে হাঁসপাতালে তো আর খোলা হাত দেখিয়ে ঘুরতে পারব না। বগলের নিচটা চাপা কিন্তু একটু বেশীই কাটা, অনেকটা জায়গা ফাঁকা। এটা পরে হাঁসপাতালে ঘোরা যায় না আর এইরকম রুরাল হাঁসপাতালে। একটা গাড় লাল রঙের ওড়না নিয়ে নিলাম বুকের ওপর। ভালো করে ওড়না দিয়ে নিজেকে জড়িয়ে নিলাম। ছোট আয়নাটায় একবার এদিক ওদিক করে দেখে নিলাম নিজেকে। না আমার খোলা হাত দেখা যাচ্ছে না ওরনার তলায়। আমি নিচে নেমে এলাম। অরুণের সাথে চোখাচুখি হতেই ওর চোখে একটা বেশ প্রশংসা দেখলাম। উফফ কি যে হচ্ছে না আমার, আবার আমি লজ্জা পেয়ে গেলাম। বুঝলাম ওর চাহুনিতে আমি লাল হয়ে গেছি এক মুহূর্তে, কান গুলো একটু গরম লাগছে। আজ জল খাবারে সবার জন্য লুচি আর পাতলা আলুর তরকারি বানিয়েছেন শ্যামদা। আমি ঝাল একটু বেশী খাই। চার টা কাঁচা লঙ্কা সহযোগে ছটা লুচি আর অনেকটা তরকারি খেয়ে আমি উঠে পড়লাম। অরুণ দেখলাম আটটা লুচি খেয়ে ফেলল। ভালোই খিদে পেয়েছে আমাদের সেটা আর বলে দিতে হয় না। রিক্সা চলে এসেছিল। অরুণ আগে উঠে পড়ল। আমি ওর হাত ধরে রিক্সায় উঠে ওর পাশে বসলাম। রিক্সা ছেড়ে দিল। আমি রিক্সায় উঠে বসে পড়েছি, কিন্তু অরুণ আমার হাত ছাড়ল না। পুরো রাস্তাটাই আমার হাতটা নিজের হাতে নিয়ে বসে ছিল। আমি লজ্জায় অন্য দিকে তাকিয়ে বসে ছিলাম। পথে কোনও কথা হল না। অনেক কিছু বলার ইচ্ছে হচ্ছিল কিন্তু বলতে পারলাম না। অদ্ভুত লজ্জা আমাকে গ্রাস করেছে। গোটা রাস্তায় একবারও ওর দিকে তাকাতে পারলাম না। রিক্সা থেকে নেমে ভাড়া শেয়ার করতে যাওয়ার সময় অরুণ বলল “তোকে দিতে হবে না। “ ওকে বললাম “তোমার কোনও সমস্যা হবে না তো?” ও শুধু হাসল কিছু বলল না। কথা হল রিক্সাটা দুপুরের পরে এসে খোঁজ নিয়ে যাবে যে কখন আমাদের নিতে আসবে। আমার একটা অন্য ইচ্ছা আসছে। আজ সব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে ওর সাথে একটু আসে পাশে ঘুরে দেখব। রাজা আর সন্দীপ নিশ্চই যাবে মদ কিনতে। তবে ওরা হাঁসপাতালের ধার মাড়াবে বলে মনে হয় না। এখানে কয়েকটা দোকান আছে সেগুলো আমি ওর সাথে ঘুরে দেখতে চাই। শুধু ও আর আমি। যদিও এখনও এই কথাটা আমি ওকে বলতে পারিনি। দেখি লাঞ্চের সময় অবস্থা বুঝে বলব।
পরের তিন ঘণ্টা যে কিভাবে কেটে গেল সেটা বলতে পারব না। আমাদের তৎপরতা আর কাজে এখানকার অভিজ্ঞ ডাক্তাররা আজ বেশ খুশি। যখন দুপুরে খেতে বসছি দেখলাম স্যারও আমাদের সাথে খেতে এসেছেন। আমরা খাবার নিতে যাব এমন সময় স্যার বললেন “তোমরা কি রোজ এখানেই খাও?” আমরা বললাম “হ্যাঁ” উনি বললেন বাইরে কিন্তু একটা মোটামুটি ভালো খাওয়ার জায়গা আছে। যাবে? আমরা বললাম “হ্যাঁ চলুন।“ স্যার বললেন “কি খাও তোমরা ?” আমরা বললাম “রুটি।“ বললেন “রুটি ভাত সব কিছুই পাবে ওখানে। “ হাঁসপাতাল থেকে বেড়িয়ে মিনিট দশেক হেঁটে আমরা একটা ছোট বাজারের মতন জায়গায় এসে পৌঁছালাম। এখানে রকমারি জিনিসের দোকান আছে বেশ কয়েকটা। এই জায়গাটা আমাদের দেখাই হয়নি। স্যার আমাদের একটা ছোট খাওয়ার দোকানের সামনে নিয়ে গেলেন। দেখলাম দোকানের বাইরে লেখা আছে “সাধুর ভাতের দোকান, শস্তা এবং ভালো।“ এখন সেক্টর ফাইভের কল্যাণে অনেক ঝুপড়ি গজিয়ে উঠেছে শুনেছি। এটাও সেই গোছের কিছু। ঠিক হল আজ আমরা ভাতই খাব। আর স্যার আমাদের বললেন যে আমাদের যা লাগবে যেন দ্বিধা না করে বলে ফেলি আর আজ উনিই আমাদের খাওয়াচ্ছেন। স্যারের আহার খুবই কম। এখানে মিল সিস্টেমে খাবার। ১৫ টাকায় ভাত ডাল আলুভাজা আর দুটো সবজি। যত চাও তত খাও। আরও অনেক কিছু আছে সেগুলো খেলে আলাদা করে টাকা লাগবে, তবে ভীষণ শস্তা। আমি কি কি খেলাম সেটা বলেই ফেলি। আমি মিলের বাইরে একটা মাছের ডিমের বড়া খেলাম, একটা বেগুনী খেলাম, আর এক প্লেট মুরগির মাংস খেলাম। ভাজা গুলো সামান্য নেতিয়ে গেলেও মাংসটা বেড়ে বানিয়েছিল লোকটা। স্যার দেখলাম একটা ডিমের ঝোল নিলেন। অরুণও অনেক কিছু খেল, পরে দুবার ভাতও নিল। আমরা হাঁসপাতালের পথে রওয়ানা দিলাম। পথে স্যার একটু এগিয়ে গিয়েছিলেন বা আমি হয়ত ইচ্ছে করেই একটু পিছিয়ে গিয়েছিলাম আর সেই জন্যই অরুণও একটু পিছিয়ে পড়েছিল। আমি ওকে ফিস ফিস করে বললাম “ এই শোনো না, স্যার কে জিজ্ঞেস করবে যে আমাদের ছুটি কখন হবে?” যদি বিকালের দিকে হয় তাহলে তোমার সাথে এই দোকানগুলোতে এসে একটু ঘুরে যাব। “ অরুণ আমার ডান হাতটা নিজের হাতে আলতো করে ধরে রেখেছিল। এখানে ছেলে মেয়ে এইভাবে হাত ধরে রাস্তায় ঘোরে না। আমার বেশ একটু লজ্জাই হচ্ছিল। কিন্তু হাত ছাড়িয়ে নিলাম না আর অরুণও আমার হাতটা ধরেই রইল হাঁসপাতালে পৌঁছানো পর্যন্ত। আমাদের সাথে স্যারের দুরত্ব কমে এসেছিল, ও আমার হাতটা নিজের হাত থেকে ছেড়ে দিয়েছিল। হাঁসপাতালে ঢোকবার মুখে অরুণ স্যার কে জিজ্ঞেস করল “ স্যার এদিককার ব্যাপার তো মোটামুটি ঠিক আছে। আমরা কি ৪ টের দিকে বেড়িয়ে যাব। স্যার বললেন “তোমরা চাইলে সাড়ে তিনটের দিকে বেড়িয়ে যেতে পার। এখন আর তোমাদের লাগবে না। “ রিক্সা চলে এসেছিল। আমরা বললাম ৫ টার পর এসে আমাদের নিয়ে যেতে। দুষ্টুমি খেলছে আমাদের মাথায়। দেড় ঘণ্টা যথেষ্ট ওকে কাছে পাওয়ার জন্য। রিক্সা ওয়ালাটার কাছে এটাও শুনলাম যে আমাদের নামিয়ে দিয়ে ও আবার মেসে ফিরে গিয়েছিল। রাজা আর সন্দীপকে নিয়ে স্টেশনে গিয়ে যা কেনার সব কিনে নিয়ে এসেছে। ওরা মেসে ফিরে গেছে। ও আবার বেলা পাঁচটায় হাঁসপাতালে আসবে আমাদের নিতে। এখন আর হাতে তেমন কাজ নেই। আমি একটা মেডিক্যাল ম্যাগাজিন হাতে নিয়ে পাতা ওলটাতে ওলটাতে সময়টা কাটিয়ে দিলাম। সাড়ে তিনটের কিছু আগেই অরুণ এসে আমাকে বলল “চল স্যার বললেন আমার বেড়িয়ে যেতে পারি। “ আমি ওর সাথে হাঁসপাতাল থেকে বেড়িয়ে এলাম।
হাঁসপাতাল থেকে একটু দূরে এসে আমি আমার গায়ে জড়ানো ওড়নাটা খুলে হালকা করে বুকের উপর মেলে রাখলাম। আমার খোলা নির্লোম হাতগুলোকে ও একবার আড়চোখে দেখে নিল। ও যে খুব খুশি হয়েছে সেটা বলে দিতে হয় না। আবার আমার হাতটা ও নিজের গরম হাতের মধ্যে নিয়ে নিল। ওর গরম হাতের ছোঁয়ায় সামান্য ঘেমে গেলাম আমি। হাতগুলোও ঘামিয়ে উঠেছে। “খুব গরম লাগছে নাকি রে?” ও হেঁসে জিজ্ঞেস করল। আমাদের হাতে এখন অনেক সময়, দুচোখ যেদিকে যায় সেদিকে হেঁটে চললাম। দুএকটা দোকানে হাতের কাজের কিছু জিনিস দেখলাম দাঁড়িয়ে। ও দেখলাম এইসব দেখতে খুব একটা ইচ্ছুক নয়। আমি যখন হাতের কাজের জিনিস গুলো দেখছিলাম, ও তখন পাশের একটা রকমারি দোকানে কিসব খোঁজ করছিল। আমার দেখা শেষ হওয়ার আগেই ও বেড়িয়ে এসেছে। বলল “কিরে তোর দেখা হল?” আমি দেখলাম বেচারা বিরক্ত হচ্ছে। ফালতু সময় নষ্ট করার মানে নেই। ওকে একলা কাছে পাব বলে হাঁটতে এসেছি, আর এখন দোকানে হাবি যাবি জিনিস দেখে সময় নষ্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। মিনিট দুয়েক হাঁটার পর আমি ওকে জিজ্ঞেস করলাম “তুমি কি খোঁজ করতে গিয়েছিলে?” ও মুখ দিয়ে চুক মতন একটা শব্দ করে বুঝিয়ে দিল তেমন কিছু না। মনে হল যা খুঁজতে গিয়েছিল সেটা পায়নি। বা আমার সামনে বলতে চাইছে না। চারপাশের দোকান পাট দেখতে দেখতে হাঁটতে হাঁটতে হঠাত খেয়াল হল যে এখন আর ও আমার হাত ধরে হাঁটছে না, উল্টে আমিই ওর বাহাতটাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে ওর সাথে খুব ঘন হয়ে হাঁটছি। একটু অস্বস্তি হচ্ছে। কিন্তু নিজের হাত দিয়ে ওর হাতটাকে জড়িয়েই রাখলাম, ওর হাতের সাথে আমার হাতের ঘষা লাগায় বেশ আরাম পাচ্ছিলাম। ও একবার শুধু আমার দিকে তাকিয়ে বলল “একটা সত্যি কথা বলবি? “ বললাম “কি?” “এই যে এত সাজ এটা কি আমার জন্য?” আমি একটু মিনমিন করে জিজ্ঞেস করলাম “তোমার কি মনে হয়? কার জন্য? ” হঠাত কি হল জানি না, নিজের বা হাত টা আমার হাত থেকে ছাড়িয়ে আমার গা ঘেঁষে সামান্য পিছনে গিয়ে ওর ডান হাতের মুঠোয় আমার নরম ডান হাতটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতেই আমার খোলা বা কাঁধের ওপর বা হাতটা রেখে যেন আমাকে আড়াআড়ি ভাবে ওর সাথে জড়িয়ে ধরল। আমার শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। এরকম অকপট বেপরোয়া ভালোবাসাই আমি চাই, কিন্তু চারপাশের লোকজনের দৃষ্টি দেখে আমার বেশ লজ্জা লাগছে। ইচ্ছে থাকলেও এখন উপায় নেই। আমি বললাম “এই, শোনো না, সবাই দেখছে এইভাবে জড়িয়ে ধরে থেকো না। লজ্জা লাগছে।“ আমি সোজা রাস্তার দিকে তাকিয়ে দেখছি, ওর দিকে তাকিয়ে দেখার সাহস নেই। এখন এদিককার বেশীরভাগ দোকানই বন্ধ, বোধহয় সবাই খেতে গেছে। ফিরবে আবার সেই বিকালে। রাস্তায় লোক খুব কম, তাও যারা ছিল তারা হা করে আমাদের গিলছিল। আগের মত আমার বা হাতটা নিজের হাতে নিয়ে লক্ষ্যহীন ভাবে হাঁটতে লাগল। আমি ওকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম “এই, আমরা কোথায় যাচ্ছি গো?” ও বলল “ জানিনা। তবে একটু নিরিবিলি জায়গা খুঁজছি যেখানে ভালো হাওয়া থাকবে আর কেউ থাকবে না। শুধু তুই আর আমি। “ বললাম “তেমন জায়গা আছে বলে তো মনে হয় না। “ দিকভ্রান্তের মতন কিছুদুর হাঁটার পর দেখলাম আমাদের চলার কাঁচা রাস্তার দুপাশে চাষের খেত শুরু হয়েছে। এখন মাঠে লোকজন নেই। অন্য সময় হলে আমি এরকম জনবিরল স্থানে আসতাম না, কিন্তু যতক্ষণ ও সাথে আছে আমি কাউকে ডরাই না। আর ওর পাশে পাশে গা ঘেঁষে হাঁটতে আমার বেশ ভালোই লাগছিল। হঠাত আমরা পথের কিছুদুরে একটা পুকুরের মতন জিনিস দেখলাম। “ওর পাশে বসা যায়?” আমাকে জিজ্ঞেস করে আর উত্তরের অপেক্ষা না করে নিজেই এগিয়ে চলল ওই দিকে। পুকুরের মতন জায়গাটা কাঁচা রাস্তা থেকে অনেক দূরে। রাস্তার বা পাশে একটা বিশাল বড় মাঠ যাতে কয়েকটা ছেলে কিছু একটা খেলছে দুই দলে ভাগ হয়ে। ছেলেদের অনেক খেলারই মাথা মুণ্ডু আমি বুঝিনা। তবে গোল হয়ে বসে খেলছে, প্রত্যেকের হাতে কয়েকটা করে গুটি। ছেলেগুলোর বয়স ১৮ কি ১৯ হবে। ওরা কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে এমনই মশগুল যে আমাদের দেখেও যেন দেখল না। একবার দেখে নিয়েই ঘাড় ঘুরিয়ে ডুবে গেল খেলায়, না বলা ভালো ঝগড়ায়। হিল তলা জুতো পরে এই এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে হাঁটতে বেশ বেগ পেটে হচ্ছিল। এটাকে পুকুর না বলে ডোবা বলা ভালো। কচুরি পানায় ভর্তি। বড় বড় বট গাছ ঘিরে রেখেছে ডোবাটাকে। চারপাশে কেউ নেই। ভীষণ উঁচু ঘন ঝোপে ভর্তি চারপাশের জায়গাটা। একধরণের গ্রাম্য ঘাস বোধহয় উচ্চতায় প্রায় এক হাঁটুর সমান।
আমার তো মাথায় আসছে না এখানে আমরা বসব কোথায়? হাতে অনেক সময় আছে, বেশ একটা সুন্দর হাওয়াও আছে, যদিও কিছুটা গরম। কিন্তু বসার কোনও জায়গা চোখে পড়ল না। এই জায়গাটা চুটিয়ে প্রেম করার জন্য আদর্শ, কোথাও কেউ নেই, সেই দূরে মাঠে কয়েকটা ছেলে বসে আছে। নিজের পকেট থেকে রুমাল বের করে নিয়ে বলল “তোর কাছে রুমাল আছে?” আমি হ্যান্ডব্যাগ থেকে আমার লালচে গোলাপি তোয়ালে রুমালটা বের করে ওকে দিলাম। বেছে বেছে সবচেয়ে মোটা গুঁড়িওয়ালা একটা গাছের নিচে একটু খালি জায়গা দেখে তার নিচেই দুটো রুমাল বিছিয়ে আমরা বসে পড়লাম। হেঁসে বলল “গাছটা বেশ মোটাসোঁটা, এখানে তোকে আদর করলেও পিছন থেকে কেউ দেখতে পাবে না। “ আমি কপট রাগ দেখিয়ে ওর বা হাতে একটা থাপ্পড় মারলাম। কি একটা মনে করে একটু উঠে ডান পকেট থেকে কি একটা মুঠো করে বের করে আমার হাতে দিয়ে বলল “এই নে।“ করেছে কি ছেলে, একটা হালকা গোলাপি নেলপলিশের শিশি। “কোথায় পেলে এই জিনিস? বলল “ওই তো ওই দোকানটায়?” জিজ্ঞেস করলাম “হঠাত কিনতে গেলে?” “তোর নখগুলো দেখতে ভালো লাগছিল না তাই...” একটু থেমে বলল “ আজ ফিরে গিয়ে পরে নিস। কাউকে বলার দরকার কি যে আমি দিয়েছি?” মনে মনে খুব খুশি হলেও মুখে আবার কপট রাগ দেখিয়ে বললাম “এ তো আমার কাছেও ছিল। তুমি বেকার পয়সা খরচ না করলেও পারতে।“ আমাকে পাশ থেকে বাঁহাতে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু খেয়ে বলল “আমার ইচ্ছে হয়েছে আমার সোনাকে কিছু দেওয়ার, তাই দিলাম। কোনও প্রবলেম আছে? “ আমি আস্তে আস্তে ডান দিকে মাথাটা ঘুরিয়ে ওর গালে আলতো ভাবে ঠোঁটটা ছোঁয়ালাম। “থ্যাংকস সোনা। আমার খুব ভালো লেগেছে।“ ও আমার কাঁধের উপর থেকে হাত সরায়নি। আমাকে আরেকটা সশব্দ চুমু খেয়ে বলল “ তুই খুশি হলেই হল। “ আমি একবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিলাম। না কেউ নেই আর ওই ছেলেগুলোও এদিকে দেখছে না। চুপ করে কিছুক্ষণ ওর সাথে ঘেঁষে বসে রইলাম, কারোর মুখে কোনও কথা নেই। আমার বা কাঁধে রাখা ওর আঙুলগুলো আমার আমার কাঁধে আর হাতের উপরের দিকে নখ দিয়ে সুড়সুড়ি দিয়ে চলেছে। আমার গা নির্লোম হলেও, সারা গায়ে একটা বেশ লোম খাড়া হওয়া অনুভূতি পাচ্ছি ওর সুড়সুড়ির জন্য। একটু বেসামাল হয়েই ডান দিকে মুখ ঘুরিয়ে বা হাত দিয়ে ওর ডান গালটা আলতো করে চেপে ধরে ঠোঁটে একটা চুমু খেলাম। আমি চুমু খেয়ে মুখ ঘোরাতেই যাচ্ছিলাম, কিন্তু ও ঘোরাতে দিল না, বা কাঁধে হাতটা আরও শক্ত করে চেপে ধরে আমাকে প্রায় নিজের বুকে টেনে নিল, ডান হাত দিয়ে আমার বা গালটাকে চেপে আমার মুখটাকে ওর মুখের দিকে ঘুরিয়ে রাখল। অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে দেখছিল। জানিনা শরীরটা আনচান আনচান করছে। আস্তে করে বললাম “কি দেখছ ওইভাবে?” ও কোনও উত্তর দিল না, মুখটা আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে নামিয়ে নিয়ে এল, এখনও চেয়ে আছে আমার মুখের দিকে, আমি আস্তে আস্তে কাঁপতে শুরু করেছি যেন, আপনা থেকে আমার চোখ দুটো বুজে এল, ঠোঁটদুটো নিজে থেকেই যেন সামান্য ফাঁক হয়ে গেল আসন্ন চুম্বনের আকাঙ্ক্ষায়। আমি অপেক্ষা করে চলেছি, কিন্তু ঠোঁট এল না, ও যে আমার মুখের উপর এখনও তাকিয়ে আছে সেটা বেশ বুঝতে পারছি, ওর মুখ নাক থেকে গরম বাতাস এসে পড়ছে আমার মুখের ওপর, বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে কপালে। অবশেষে এল সেই প্রেমঘন চুমু। কয়েক সেকন্ডের জন্য আমার ঠোঁটদুটো যেন মিশে গেল ওর ঠোঁটে। বুঝলাম ও ঠোঁট সরিয়ে নিচ্ছে, আমার আরও ভালোবাসা চাই, চোখ বন্ধ করেই ওর দিকে ঘুরে জড়িয়ে ধরলাম ওকে, আমার বা গালের ওপর থেকে হাত সরিয়ে দুহাত দিয়ে আমার পিঠটাকে জড়িয়ে ধরল, আমাকে নিজের বুকে আস্টেপিস্টে টেনে নিল ও। “আই লাভ ইউ সোনা।“ আমার ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে গভীর স্বরে বলল, আমি কোনও মতে বললাম “আই লাভ ইউ টুউউউউ”। ওর আওয়াজ পেলাম একদম মুখের ওপরে “তোর বাড়ি থেকে মেনে নেবে তো?” আবারও কোনও মতে উত্তর দিলাম “আমি তোমার, ব্যস, না মানলেও আমি তোমার, মানলেও আমি তোমার।“ আমি চাইছিলাম ওর চুম্বন, কিন্তু হঠাত কি হল জানি না ওর বুকে মুখে চেপে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। চুমু খাওয়ার থেকেও যেন অনেক বেশী আরাম পাচ্ছি ওর বুকে নিজেকে শপে দিয়ে। বলতে লজ্জা নেই, আমি ওকে ভালোবাসি, কি করে শুরু হল জানিনা, কি থেকে ভালোবেসে ফেললাম জানিনা, কেনই বা ভালোবেসে ফেললাম, কিন্তু কথায় বলে ভালোবাসা হঠাতই হয়, আমারও তাই হয়েছে। ওর হাতে আমি নিজেকে ছেড়ে দিতে চাই, আমি ওকে বিশ্বাস করি। করুক না দুষ্টুমি আমার সাথে, তাতে কি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আর সবথেকে বড় কথা ওর আমার মানসিকতা ভীষণ ম্যাচ খায় যদিও অনেক চেনা বাকি!
কতক্ষণ ওর বুকে এইভাবে মুখ গুঁজে বসেছিলাম জানি না। ও আমার পিঠে হাত বুলিয়েই চলেছে। ওর জামার গলার কাছটা আমার চোখের জলে ভিজে গেছে। বেশ খানিকক্ষণ পরে আমাকে নিজের থেকে আলাদা করে আমার চিবুকটা ধরে আমার মুখটা তুলল ওর মুখের দিকে, কপালে আস্তে করে একটু চুমু খেল, আমার অবস্থা অদ্ভুত, আমার মুখে হাঁসি কিন্তু চোখের কোনায় জল। “চল তোকে সাইকোলজিস্ট দেখাই। শালা বিয়ের পর রোজ রাতে তোকে আদর করার পর কি তুই এইভাবেই কাঁদবি নাকি? “ আমি নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিজের কামিজ আর ওড়নাটা ঠিক করে নিলাম। মেকি অভিমান মেশানো রাগ দেখিয়ে বললাম “কাঁদব কেন?” ও বলল “না জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। কালও শালা তোকে এতক্ষণ ধরে আদর করলাম, এত আদর করলাম, তারপর তুই ঘুমিয়ে পড়লি, আমি যখন উঠলাম দেখলাম তোর চোখের কোনা ভেজা। তুই ঘুম থেকে উঠে বুঝিস নি। তোকে দেখে মনে হয় তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু আমি তোকে আদর করলেই বা দুটো কথা বললেই তুই কেঁদে ফেলিস। আর আজকাল আমার সামনে কি লজ্জাই না পাচ্ছিস সোনা। সো সুইট। অথচ বাইরে এমন ভাব করে ঘুরিস যে ঝাঁসি কি “ ওকে বাকি কথাটা শেষ করতে না দিয়ে ওকে আবার জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। কানের পাশে মশার ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, কেয়ার করি না। অনুভব করলাম ওর ডান হাতটা নরম ভাবে আমার বাম স্তনের ওপর বসে গেছে। আমার বাম স্তনটা কামিজের ভেতরে এখন ওর মুঠোয় বন্দী। ওর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিতে যেন বাধ্য হলাম। না এই জন্য নয় যে আমার ওর হাতের আদর ভালো লাগছে না বা কেউ দেখে ফেললে কি হবে এই ভয় আমার মনের মধ্যে উঁকি দিয়েছে, আগেই তো বললাম কেয়ার করি না, নিজের ঠোঁটগুলো সরিয়ে নিতে বাধ্য হলাম কারণ আমার গলা হঠাত শুঁকিয়ে গেছে। একটা জোড়ে ঢোঁক গেলা দরকার। ও আমার বুক থেকে হাত সরাল না। কানের কাছে মুখ নিয়ে এসে বলল “কিরে একটু আদর কি করলাম গলা শুঁকিয়ে গেল?” আমি ওর বুকে মাথাটা নামিয়ে নিয়ে গিয়ে বললাম “ কর না সোনা আদর। যা খুশি কর। আমি কি তোমাকে কিছু করতে বারণ করেছি? নাকি বাঁধা দিয়েছি? তোমাকে খুব ভালোবাসি।আর সেই জন্যই তোমার সামনে লজ্জা পাই। তুমি ভীষণ অসভ্য। “ ও আবার আমার গালে একটা মিষ্টি করে চুমু খেল। আমি নড়া চড়া করার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। একটা অসাড় ভাব ধীরে ধীরে সারা শরীরটাকে গ্রাস করছে, এ যে মদ না খেয়েই আজ নেশ চড়ে যাচ্ছে তাও আবার ভর দুপুরে। একবার আমার অবস্থা ভাবুন, শয়তানটা ভর দুপুরে খোলা আকাশের নিচে একটা অচেনা খোলা জায়গায় বসে আমার স্তন নিয়ে খেলছে, কেউ এলে বা দেখলে কি হবে জানা নেই, অথচ ওকে বাঁধা দেওয়া দূরে থাক, আমি যেন ওর আদরে গলে মরে যাচ্ছি। আমার সমস্ত সত্ত্বাটা চাইছে ওর সাথে মিশে যেতে, ওর শক্ত বুকের মধ্যে নিজের হাঁপধরা বুকটা পুরোপুরি মিশিয়ে দিতে পারলেই যেন আমার জীবনের সার্থকতা। না আমার স্তন থেকে ওর হাতটা সরেছে না ওর চুমুর বর্ষণ বন্ধ হয়েছে। কিছুক্ষণ ধরে অস্থির ভাবে চুমু খেয়েই চলল আমার নাকে, গালে, কপালে, গলায়, ঠোঁটে, কানের লতিতে। আমি প্রতিক্রিয়াহীন ভাবে নিজেকে ওর সামনে মেলে রেখেছি, ভেতর থেকে ওর প্রতিটা চুম্বন অনুভব করছি, শান্তি পাচ্ছি। আমার প্রেমিক বা বরের কাছ থেকে ঠিক এরকমই স্নেহভরা আদর, ঠিক এইরকম ভালোবাসার ছোঁয়া চেয়ে এসেছিলাম সারা জীবন ধরে। ওর হাতটা যদিও সেই তখন থেকে অক্লান্ত ভাবে কামিজের ওপর দিয়ে আমার নরম স্তনটাকে নিয়ে খেলেই চলেছে, তবু একটা কথা বলতেই হয় আজ ওর হাতের ছোঁয়ায় যেন কামের গন্ধ অনেক কম অনুভব করছি, ওর ছোঁয়ায় আজ যেন শুধু স্নেহ আর ভালোবাসার পরশ। আমার মনে হচ্ছিল আজ ও আমাকে বোঝাতে চায় যে ও আমাকে ভীষণ ভালোবাসে, তার অভিব্যক্তি হিসাবেই এতগুলো ঘন চুমু আর একটু স্তন নিয়ে আদর। মনের ভালোবাসার শারীরিক অভিব্যক্তি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। “আর আমাকে একটাও কিস করবি না এখন?” আমার বুক থেকে হাত সরিয়ে কোমরটাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে ভীষণ ভালোবাসা মাখা গলায় জিজ্ঞেস করল আমায়। সত্যি বলতে কি আমি তো সেই কখন থেকেই চাইছি চুমু খেতে, কিন্তু ওর ভালবাসায় যে কি জাদু আছে জানি না, হারিয়ে গিয়েছিলাম ওর আদরে, কিছুই যেন করে উঠতে পারছিলাম না এতক্ষণ। আমি সরে আরও কাছে গিয়ে ওর কোলের উপর চড়ে বসলাম। দুহাত দিয়ে ওর ঘেমে যাওয়া গলাটাকে ভীষণ ঘন ভাবে জড়িয়ে ধরে আড়াআড়ি ভাবে নিজের ঠোঁট দুটোকে ওর ঠোঁটের উপর চেপে ধরলাম, ওর মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিলাম, গভীর চুম্বনে মেতে উঠলাম দুজনে। যতক্ষণ না দম বন্ধ হওয়ার জোগাড় হয় ততক্ষণ অব্দি ওর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরালাম না, খেলেই চললাম ওর ভেজা জিভটা নিয়ে, হয়ে চলল দুজনের মুখের স্বাদ আর গন্ধের আদান প্রদান।
সবার থালায় নুন লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত বাড়তে শুরু করলাম। ডাল আলু-ফুলকপি ভাজা দিতেই ওদের খাওয়া শুরু হয়ে গেল। মাংস পরিবেশন করার সময় যখন অরুণের কাছে এলাম তখন ওকে কিছুটা দেওয়ার পর অরুণ ইশারায় বুঝিয়ে দিল ব্যস আর লাগবে না। আমি অরুণের সামনে থেকে চলে যাচ্ছিলাম কিন্তু হঠাত কি মনে হওয়ায় আবার ওর দিকে ঘুরে আরেক পিস মাংস আর আরেকটু ঝোল ওর পাতে দিয়ে দিলাম। ও একটু দুষ্টুমি ভরা হাঁসি নিয়ে আমার দিকে ক্ষণিকের জন্য দেখে নিল। ঝোল বেশী হয়ে গেছে তাই কয়েক সেকন্ডের মধ্যেই ফিরে এসে আরেক হাতা ভাত ওর পাতে দিয়ে গেলাম। ওদের খাওয়া শেষ হল। তিনজনেই আমাকে সার্ভ করার জন্য ধন্যবাদ জানিয়ে চলে গেল। মিনিট তিনেকের মধ্যেই ওদের ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম।
বারবার যাতে উঠতে না হয় সেই জন্য আমি রান্নাঘর থেকে কয়েকটা বাটি নিয়ে এসে জিনিসগুলো কে একেকটা বাটিতে একবারেই সাজিয়ে নিয়ে বসে গেলাম। একা একা খাচ্ছি। আমি ভাবছিলাম অরুণ কি আমার দুর্বলতা বুঝতে পারছে? আমি তো একটা নষ্ট মেয়ে , শরীর দিয়ে সুখ ভোগ করতে চাইছিলাম। কিন্তু ওর সামনে এলেই আমার এত লজ্জা লাগে কেন। কেনই বা আমি আর ওর সাথে তুই তুকারি করতে পারছি না। খাবার কেমন হয়েছিল সেটা এক কথায় বলতে গেলে বলতে হয় লাজবাব। আমি খেয়ে বাসন গুলো নামিয়ে আলো বন্ধ করে উপরে উঠতে যাচ্ছি হঠাত দেখলাম একটা ছায়ামুর্তি সিঁড়ির দিকে এগিয়ে আসছে। এই শরীরের গন্ধ আমার চেনা। অরুণ। কোনও কথা না বলে আমাকে জড়িয়ে ধরে অন্ধকারে দাঁড়িয়েই আমার ঠোঁটে একটা ঘন চুমু খেল। আমি যেন ওর দুহাতের মধ্যে লজ্জায় ছটফট করছি। চুমু শেষ হতেই ওর পেটে একটা গুতো মেরে আমি দৌড়ে উপরে উঠে গেলাম। এই একটা চুমুতেই আমি ঘামিয়ে গেছি। ঘরে গিয়ে শুতে শুতে কি সব জানি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙল সকাল আটটায়। এই মেসে একটা ফোন আছে (যদিও সেটা আমরা চোখে কোনও দিন দেখিনি) ওটা শ্যামদা বিশেষ কাজে ব্যবহার করেন। আমাদের ব্যবহার করা বারণ। ঘুম এমনি এমনি ভাঙেনি। শ্যামদার মেয়ে এসে আমাকে ডেকে তুলেছে কারণ হাঁসপাতাল থেকে খবর এসেছে অন্তত দুজনকে যেতে হবে। এমারজেন্সি যাকে বলে। আগের দিন রাতে রাজা আর সন্দীপ ছিল, আজ আমি আর অরুণ যাব। এটা না বলা চুক্তি। আমি ওকে জিজ্ঞেস করলাম “নিচে কেউ তৈরি হয়েছে? “ “রাজাদা আর সন্দীপদা ঘুমাচ্ছেন, অরুণদা মোটামুটি তৈরি হয়ে গেছেন। শুনলাম আজ আপনাদের দুজনকেই যেতে হবে। “ ও কথা গুলো বলতে বলতে নিচে নেমে গেল। আমার আর মদের নেশা নেই। আমি অরুণকে কিছুটা সময়ের জন্য একলা পাব ভাবতেই মনটা নেচে উঠল আনন্দে।আমি ওকে চেঁচিয়ে বললাম “ বলে দাও আমি ২০ মিনিটে রেডি হয়ে নামছি। আর একটা রিক্সাও আনতে বলে দিও। “ আওয়াজ এল “বাবা রিক্সা আনতে চলে গেছে”। আসলে আজ রিক্সা আসার কথা নেই। তাই আমাদের আলাদা করে রিক্সা ডাকতে হবে। ব্রাশ করে স্নান করে ঘরে ফিরে দরজা বন্ধ করে ভাবলাম কি পরি আজ। একটু সাজতে ইচ্ছে করছে আজ। “আমার অরুণের জন্য।“ ওর আমাকে স্লিভলেস পোশাকে দেখতে ভালো লাগে। একখানা গাড় লাল রঙের চাপা কামিজ আর তার সাথে অফ হোয়াইট রঙের লেগিন্স পরলাম। দেরী হয়ে যাচ্ছি বুঝতে পারছি, আর দেরী হলে বকা খাব তাও জানি, তবুও চোখের কোনে একটু কাজল লাগালাম। ঠোঁটে হালকা একটু গোলাপি লিপস্টিক লাগিয়ে নিলাম। বগলে স্তন বিভাজিকায় তলপেট আর ঊরুসন্ধিতে ভালো করে বডি স্প্রে মেরে নিলাম। হুম গন্ধটা বেশ ভালো লাগছে। তবে কতক্ষণ থাকবে জানি না। না থাকলেও বা কি ওর তো আমার গায়ের স্বাভাবিক ঘামের গন্ধটাই বেশী পছন্দ। তবে হাঁসপাতালে তো আর খোলা হাত দেখিয়ে ঘুরতে পারব না। বগলের নিচটা চাপা কিন্তু একটু বেশীই কাটা, অনেকটা জায়গা ফাঁকা। এটা পরে হাঁসপাতালে ঘোরা যায় না আর এইরকম রুরাল হাঁসপাতালে। একটা গাড় লাল রঙের ওড়না নিয়ে নিলাম বুকের ওপর। ভালো করে ওড়না দিয়ে নিজেকে জড়িয়ে নিলাম। ছোট আয়নাটায় একবার এদিক ওদিক করে দেখে নিলাম নিজেকে। না আমার খোলা হাত দেখা যাচ্ছে না ওরনার তলায়। আমি নিচে নেমে এলাম। অরুণের সাথে চোখাচুখি হতেই ওর চোখে একটা বেশ প্রশংসা দেখলাম। উফফ কি যে হচ্ছে না আমার, আবার আমি লজ্জা পেয়ে গেলাম। বুঝলাম ওর চাহুনিতে আমি লাল হয়ে গেছি এক মুহূর্তে, কান গুলো একটু গরম লাগছে। আজ জল খাবারে সবার জন্য লুচি আর পাতলা আলুর তরকারি বানিয়েছেন শ্যামদা। আমি ঝাল একটু বেশী খাই। চার টা কাঁচা লঙ্কা সহযোগে ছটা লুচি আর অনেকটা তরকারি খেয়ে আমি উঠে পড়লাম। অরুণ দেখলাম আটটা লুচি খেয়ে ফেলল। ভালোই খিদে পেয়েছে আমাদের সেটা আর বলে দিতে হয় না। রিক্সা চলে এসেছিল। অরুণ আগে উঠে পড়ল। আমি ওর হাত ধরে রিক্সায় উঠে ওর পাশে বসলাম। রিক্সা ছেড়ে দিল। আমি রিক্সায় উঠে বসে পড়েছি, কিন্তু অরুণ আমার হাত ছাড়ল না। পুরো রাস্তাটাই আমার হাতটা নিজের হাতে নিয়ে বসে ছিল। আমি লজ্জায় অন্য দিকে তাকিয়ে বসে ছিলাম। পথে কোনও কথা হল না। অনেক কিছু বলার ইচ্ছে হচ্ছিল কিন্তু বলতে পারলাম না। অদ্ভুত লজ্জা আমাকে গ্রাস করেছে। গোটা রাস্তায় একবারও ওর দিকে তাকাতে পারলাম না। রিক্সা থেকে নেমে ভাড়া শেয়ার করতে যাওয়ার সময় অরুণ বলল “তোকে দিতে হবে না। “ ওকে বললাম “তোমার কোনও সমস্যা হবে না তো?” ও শুধু হাসল কিছু বলল না। কথা হল রিক্সাটা দুপুরের পরে এসে খোঁজ নিয়ে যাবে যে কখন আমাদের নিতে আসবে। আমার একটা অন্য ইচ্ছা আসছে। আজ সব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে ওর সাথে একটু আসে পাশে ঘুরে দেখব। রাজা আর সন্দীপ নিশ্চই যাবে মদ কিনতে। তবে ওরা হাঁসপাতালের ধার মাড়াবে বলে মনে হয় না। এখানে কয়েকটা দোকান আছে সেগুলো আমি ওর সাথে ঘুরে দেখতে চাই। শুধু ও আর আমি। যদিও এখনও এই কথাটা আমি ওকে বলতে পারিনি। দেখি লাঞ্চের সময় অবস্থা বুঝে বলব।
পরের তিন ঘণ্টা যে কিভাবে কেটে গেল সেটা বলতে পারব না। আমাদের তৎপরতা আর কাজে এখানকার অভিজ্ঞ ডাক্তাররা আজ বেশ খুশি। যখন দুপুরে খেতে বসছি দেখলাম স্যারও আমাদের সাথে খেতে এসেছেন। আমরা খাবার নিতে যাব এমন সময় স্যার বললেন “তোমরা কি রোজ এখানেই খাও?” আমরা বললাম “হ্যাঁ” উনি বললেন বাইরে কিন্তু একটা মোটামুটি ভালো খাওয়ার জায়গা আছে। যাবে? আমরা বললাম “হ্যাঁ চলুন।“ স্যার বললেন “কি খাও তোমরা ?” আমরা বললাম “রুটি।“ বললেন “রুটি ভাত সব কিছুই পাবে ওখানে। “ হাঁসপাতাল থেকে বেড়িয়ে মিনিট দশেক হেঁটে আমরা একটা ছোট বাজারের মতন জায়গায় এসে পৌঁছালাম। এখানে রকমারি জিনিসের দোকান আছে বেশ কয়েকটা। এই জায়গাটা আমাদের দেখাই হয়নি। স্যার আমাদের একটা ছোট খাওয়ার দোকানের সামনে নিয়ে গেলেন। দেখলাম দোকানের বাইরে লেখা আছে “সাধুর ভাতের দোকান, শস্তা এবং ভালো।“ এখন সেক্টর ফাইভের কল্যাণে অনেক ঝুপড়ি গজিয়ে উঠেছে শুনেছি। এটাও সেই গোছের কিছু। ঠিক হল আজ আমরা ভাতই খাব। আর স্যার আমাদের বললেন যে আমাদের যা লাগবে যেন দ্বিধা না করে বলে ফেলি আর আজ উনিই আমাদের খাওয়াচ্ছেন। স্যারের আহার খুবই কম। এখানে মিল সিস্টেমে খাবার। ১৫ টাকায় ভাত ডাল আলুভাজা আর দুটো সবজি। যত চাও তত খাও। আরও অনেক কিছু আছে সেগুলো খেলে আলাদা করে টাকা লাগবে, তবে ভীষণ শস্তা। আমি কি কি খেলাম সেটা বলেই ফেলি। আমি মিলের বাইরে একটা মাছের ডিমের বড়া খেলাম, একটা বেগুনী খেলাম, আর এক প্লেট মুরগির মাংস খেলাম। ভাজা গুলো সামান্য নেতিয়ে গেলেও মাংসটা বেড়ে বানিয়েছিল লোকটা। স্যার দেখলাম একটা ডিমের ঝোল নিলেন। অরুণও অনেক কিছু খেল, পরে দুবার ভাতও নিল। আমরা হাঁসপাতালের পথে রওয়ানা দিলাম। পথে স্যার একটু এগিয়ে গিয়েছিলেন বা আমি হয়ত ইচ্ছে করেই একটু পিছিয়ে গিয়েছিলাম আর সেই জন্যই অরুণও একটু পিছিয়ে পড়েছিল। আমি ওকে ফিস ফিস করে বললাম “ এই শোনো না, স্যার কে জিজ্ঞেস করবে যে আমাদের ছুটি কখন হবে?” যদি বিকালের দিকে হয় তাহলে তোমার সাথে এই দোকানগুলোতে এসে একটু ঘুরে যাব। “ অরুণ আমার ডান হাতটা নিজের হাতে আলতো করে ধরে রেখেছিল। এখানে ছেলে মেয়ে এইভাবে হাত ধরে রাস্তায় ঘোরে না। আমার বেশ একটু লজ্জাই হচ্ছিল। কিন্তু হাত ছাড়িয়ে নিলাম না আর অরুণও আমার হাতটা ধরেই রইল হাঁসপাতালে পৌঁছানো পর্যন্ত। আমাদের সাথে স্যারের দুরত্ব কমে এসেছিল, ও আমার হাতটা নিজের হাত থেকে ছেড়ে দিয়েছিল। হাঁসপাতালে ঢোকবার মুখে অরুণ স্যার কে জিজ্ঞেস করল “ স্যার এদিককার ব্যাপার তো মোটামুটি ঠিক আছে। আমরা কি ৪ টের দিকে বেড়িয়ে যাব। স্যার বললেন “তোমরা চাইলে সাড়ে তিনটের দিকে বেড়িয়ে যেতে পার। এখন আর তোমাদের লাগবে না। “ রিক্সা চলে এসেছিল। আমরা বললাম ৫ টার পর এসে আমাদের নিয়ে যেতে। দুষ্টুমি খেলছে আমাদের মাথায়। দেড় ঘণ্টা যথেষ্ট ওকে কাছে পাওয়ার জন্য। রিক্সা ওয়ালাটার কাছে এটাও শুনলাম যে আমাদের নামিয়ে দিয়ে ও আবার মেসে ফিরে গিয়েছিল। রাজা আর সন্দীপকে নিয়ে স্টেশনে গিয়ে যা কেনার সব কিনে নিয়ে এসেছে। ওরা মেসে ফিরে গেছে। ও আবার বেলা পাঁচটায় হাঁসপাতালে আসবে আমাদের নিতে। এখন আর হাতে তেমন কাজ নেই। আমি একটা মেডিক্যাল ম্যাগাজিন হাতে নিয়ে পাতা ওলটাতে ওলটাতে সময়টা কাটিয়ে দিলাম। সাড়ে তিনটের কিছু আগেই অরুণ এসে আমাকে বলল “চল স্যার বললেন আমার বেড়িয়ে যেতে পারি। “ আমি ওর সাথে হাঁসপাতাল থেকে বেড়িয়ে এলাম।
হাঁসপাতাল থেকে একটু দূরে এসে আমি আমার গায়ে জড়ানো ওড়নাটা খুলে হালকা করে বুকের উপর মেলে রাখলাম। আমার খোলা নির্লোম হাতগুলোকে ও একবার আড়চোখে দেখে নিল। ও যে খুব খুশি হয়েছে সেটা বলে দিতে হয় না। আবার আমার হাতটা ও নিজের গরম হাতের মধ্যে নিয়ে নিল। ওর গরম হাতের ছোঁয়ায় সামান্য ঘেমে গেলাম আমি। হাতগুলোও ঘামিয়ে উঠেছে। “খুব গরম লাগছে নাকি রে?” ও হেঁসে জিজ্ঞেস করল। আমাদের হাতে এখন অনেক সময়, দুচোখ যেদিকে যায় সেদিকে হেঁটে চললাম। দুএকটা দোকানে হাতের কাজের কিছু জিনিস দেখলাম দাঁড়িয়ে। ও দেখলাম এইসব দেখতে খুব একটা ইচ্ছুক নয়। আমি যখন হাতের কাজের জিনিস গুলো দেখছিলাম, ও তখন পাশের একটা রকমারি দোকানে কিসব খোঁজ করছিল। আমার দেখা শেষ হওয়ার আগেই ও বেড়িয়ে এসেছে। বলল “কিরে তোর দেখা হল?” আমি দেখলাম বেচারা বিরক্ত হচ্ছে। ফালতু সময় নষ্ট করার মানে নেই। ওকে একলা কাছে পাব বলে হাঁটতে এসেছি, আর এখন দোকানে হাবি যাবি জিনিস দেখে সময় নষ্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। মিনিট দুয়েক হাঁটার পর আমি ওকে জিজ্ঞেস করলাম “তুমি কি খোঁজ করতে গিয়েছিলে?” ও মুখ দিয়ে চুক মতন একটা শব্দ করে বুঝিয়ে দিল তেমন কিছু না। মনে হল যা খুঁজতে গিয়েছিল সেটা পায়নি। বা আমার সামনে বলতে চাইছে না। চারপাশের দোকান পাট দেখতে দেখতে হাঁটতে হাঁটতে হঠাত খেয়াল হল যে এখন আর ও আমার হাত ধরে হাঁটছে না, উল্টে আমিই ওর বাহাতটাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে ওর সাথে খুব ঘন হয়ে হাঁটছি। একটু অস্বস্তি হচ্ছে। কিন্তু নিজের হাত দিয়ে ওর হাতটাকে জড়িয়েই রাখলাম, ওর হাতের সাথে আমার হাতের ঘষা লাগায় বেশ আরাম পাচ্ছিলাম। ও একবার শুধু আমার দিকে তাকিয়ে বলল “একটা সত্যি কথা বলবি? “ বললাম “কি?” “এই যে এত সাজ এটা কি আমার জন্য?” আমি একটু মিনমিন করে জিজ্ঞেস করলাম “তোমার কি মনে হয়? কার জন্য? ” হঠাত কি হল জানি না, নিজের বা হাত টা আমার হাত থেকে ছাড়িয়ে আমার গা ঘেঁষে সামান্য পিছনে গিয়ে ওর ডান হাতের মুঠোয় আমার নরম ডান হাতটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতেই আমার খোলা বা কাঁধের ওপর বা হাতটা রেখে যেন আমাকে আড়াআড়ি ভাবে ওর সাথে জড়িয়ে ধরল। আমার শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। এরকম অকপট বেপরোয়া ভালোবাসাই আমি চাই, কিন্তু চারপাশের লোকজনের দৃষ্টি দেখে আমার বেশ লজ্জা লাগছে। ইচ্ছে থাকলেও এখন উপায় নেই। আমি বললাম “এই, শোনো না, সবাই দেখছে এইভাবে জড়িয়ে ধরে থেকো না। লজ্জা লাগছে।“ আমি সোজা রাস্তার দিকে তাকিয়ে দেখছি, ওর দিকে তাকিয়ে দেখার সাহস নেই। এখন এদিককার বেশীরভাগ দোকানই বন্ধ, বোধহয় সবাই খেতে গেছে। ফিরবে আবার সেই বিকালে। রাস্তায় লোক খুব কম, তাও যারা ছিল তারা হা করে আমাদের গিলছিল। আগের মত আমার বা হাতটা নিজের হাতে নিয়ে লক্ষ্যহীন ভাবে হাঁটতে লাগল। আমি ওকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম “এই, আমরা কোথায় যাচ্ছি গো?” ও বলল “ জানিনা। তবে একটু নিরিবিলি জায়গা খুঁজছি যেখানে ভালো হাওয়া থাকবে আর কেউ থাকবে না। শুধু তুই আর আমি। “ বললাম “তেমন জায়গা আছে বলে তো মনে হয় না। “ দিকভ্রান্তের মতন কিছুদুর হাঁটার পর দেখলাম আমাদের চলার কাঁচা রাস্তার দুপাশে চাষের খেত শুরু হয়েছে। এখন মাঠে লোকজন নেই। অন্য সময় হলে আমি এরকম জনবিরল স্থানে আসতাম না, কিন্তু যতক্ষণ ও সাথে আছে আমি কাউকে ডরাই না। আর ওর পাশে পাশে গা ঘেঁষে হাঁটতে আমার বেশ ভালোই লাগছিল। হঠাত আমরা পথের কিছুদুরে একটা পুকুরের মতন জিনিস দেখলাম। “ওর পাশে বসা যায়?” আমাকে জিজ্ঞেস করে আর উত্তরের অপেক্ষা না করে নিজেই এগিয়ে চলল ওই দিকে। পুকুরের মতন জায়গাটা কাঁচা রাস্তা থেকে অনেক দূরে। রাস্তার বা পাশে একটা বিশাল বড় মাঠ যাতে কয়েকটা ছেলে কিছু একটা খেলছে দুই দলে ভাগ হয়ে। ছেলেদের অনেক খেলারই মাথা মুণ্ডু আমি বুঝিনা। তবে গোল হয়ে বসে খেলছে, প্রত্যেকের হাতে কয়েকটা করে গুটি। ছেলেগুলোর বয়স ১৮ কি ১৯ হবে। ওরা কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে এমনই মশগুল যে আমাদের দেখেও যেন দেখল না। একবার দেখে নিয়েই ঘাড় ঘুরিয়ে ডুবে গেল খেলায়, না বলা ভালো ঝগড়ায়। হিল তলা জুতো পরে এই এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে হাঁটতে বেশ বেগ পেটে হচ্ছিল। এটাকে পুকুর না বলে ডোবা বলা ভালো। কচুরি পানায় ভর্তি। বড় বড় বট গাছ ঘিরে রেখেছে ডোবাটাকে। চারপাশে কেউ নেই। ভীষণ উঁচু ঘন ঝোপে ভর্তি চারপাশের জায়গাটা। একধরণের গ্রাম্য ঘাস বোধহয় উচ্চতায় প্রায় এক হাঁটুর সমান।
আমার তো মাথায় আসছে না এখানে আমরা বসব কোথায়? হাতে অনেক সময় আছে, বেশ একটা সুন্দর হাওয়াও আছে, যদিও কিছুটা গরম। কিন্তু বসার কোনও জায়গা চোখে পড়ল না। এই জায়গাটা চুটিয়ে প্রেম করার জন্য আদর্শ, কোথাও কেউ নেই, সেই দূরে মাঠে কয়েকটা ছেলে বসে আছে। নিজের পকেট থেকে রুমাল বের করে নিয়ে বলল “তোর কাছে রুমাল আছে?” আমি হ্যান্ডব্যাগ থেকে আমার লালচে গোলাপি তোয়ালে রুমালটা বের করে ওকে দিলাম। বেছে বেছে সবচেয়ে মোটা গুঁড়িওয়ালা একটা গাছের নিচে একটু খালি জায়গা দেখে তার নিচেই দুটো রুমাল বিছিয়ে আমরা বসে পড়লাম। হেঁসে বলল “গাছটা বেশ মোটাসোঁটা, এখানে তোকে আদর করলেও পিছন থেকে কেউ দেখতে পাবে না। “ আমি কপট রাগ দেখিয়ে ওর বা হাতে একটা থাপ্পড় মারলাম। কি একটা মনে করে একটু উঠে ডান পকেট থেকে কি একটা মুঠো করে বের করে আমার হাতে দিয়ে বলল “এই নে।“ করেছে কি ছেলে, একটা হালকা গোলাপি নেলপলিশের শিশি। “কোথায় পেলে এই জিনিস? বলল “ওই তো ওই দোকানটায়?” জিজ্ঞেস করলাম “হঠাত কিনতে গেলে?” “তোর নখগুলো দেখতে ভালো লাগছিল না তাই...” একটু থেমে বলল “ আজ ফিরে গিয়ে পরে নিস। কাউকে বলার দরকার কি যে আমি দিয়েছি?” মনে মনে খুব খুশি হলেও মুখে আবার কপট রাগ দেখিয়ে বললাম “এ তো আমার কাছেও ছিল। তুমি বেকার পয়সা খরচ না করলেও পারতে।“ আমাকে পাশ থেকে বাঁহাতে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু খেয়ে বলল “আমার ইচ্ছে হয়েছে আমার সোনাকে কিছু দেওয়ার, তাই দিলাম। কোনও প্রবলেম আছে? “ আমি আস্তে আস্তে ডান দিকে মাথাটা ঘুরিয়ে ওর গালে আলতো ভাবে ঠোঁটটা ছোঁয়ালাম। “থ্যাংকস সোনা। আমার খুব ভালো লেগেছে।“ ও আমার কাঁধের উপর থেকে হাত সরায়নি। আমাকে আরেকটা সশব্দ চুমু খেয়ে বলল “ তুই খুশি হলেই হল। “ আমি একবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিলাম। না কেউ নেই আর ওই ছেলেগুলোও এদিকে দেখছে না। চুপ করে কিছুক্ষণ ওর সাথে ঘেঁষে বসে রইলাম, কারোর মুখে কোনও কথা নেই। আমার বা কাঁধে রাখা ওর আঙুলগুলো আমার আমার কাঁধে আর হাতের উপরের দিকে নখ দিয়ে সুড়সুড়ি দিয়ে চলেছে। আমার গা নির্লোম হলেও, সারা গায়ে একটা বেশ লোম খাড়া হওয়া অনুভূতি পাচ্ছি ওর সুড়সুড়ির জন্য। একটু বেসামাল হয়েই ডান দিকে মুখ ঘুরিয়ে বা হাত দিয়ে ওর ডান গালটা আলতো করে চেপে ধরে ঠোঁটে একটা চুমু খেলাম। আমি চুমু খেয়ে মুখ ঘোরাতেই যাচ্ছিলাম, কিন্তু ও ঘোরাতে দিল না, বা কাঁধে হাতটা আরও শক্ত করে চেপে ধরে আমাকে প্রায় নিজের বুকে টেনে নিল, ডান হাত দিয়ে আমার বা গালটাকে চেপে আমার মুখটাকে ওর মুখের দিকে ঘুরিয়ে রাখল। অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে দেখছিল। জানিনা শরীরটা আনচান আনচান করছে। আস্তে করে বললাম “কি দেখছ ওইভাবে?” ও কোনও উত্তর দিল না, মুখটা আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে নামিয়ে নিয়ে এল, এখনও চেয়ে আছে আমার মুখের দিকে, আমি আস্তে আস্তে কাঁপতে শুরু করেছি যেন, আপনা থেকে আমার চোখ দুটো বুজে এল, ঠোঁটদুটো নিজে থেকেই যেন সামান্য ফাঁক হয়ে গেল আসন্ন চুম্বনের আকাঙ্ক্ষায়। আমি অপেক্ষা করে চলেছি, কিন্তু ঠোঁট এল না, ও যে আমার মুখের উপর এখনও তাকিয়ে আছে সেটা বেশ বুঝতে পারছি, ওর মুখ নাক থেকে গরম বাতাস এসে পড়ছে আমার মুখের ওপর, বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে কপালে। অবশেষে এল সেই প্রেমঘন চুমু। কয়েক সেকন্ডের জন্য আমার ঠোঁটদুটো যেন মিশে গেল ওর ঠোঁটে। বুঝলাম ও ঠোঁট সরিয়ে নিচ্ছে, আমার আরও ভালোবাসা চাই, চোখ বন্ধ করেই ওর দিকে ঘুরে জড়িয়ে ধরলাম ওকে, আমার বা গালের ওপর থেকে হাত সরিয়ে দুহাত দিয়ে আমার পিঠটাকে জড়িয়ে ধরল, আমাকে নিজের বুকে আস্টেপিস্টে টেনে নিল ও। “আই লাভ ইউ সোনা।“ আমার ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে গভীর স্বরে বলল, আমি কোনও মতে বললাম “আই লাভ ইউ টুউউউউ”। ওর আওয়াজ পেলাম একদম মুখের ওপরে “তোর বাড়ি থেকে মেনে নেবে তো?” আবারও কোনও মতে উত্তর দিলাম “আমি তোমার, ব্যস, না মানলেও আমি তোমার, মানলেও আমি তোমার।“ আমি চাইছিলাম ওর চুম্বন, কিন্তু হঠাত কি হল জানি না ওর বুকে মুখে চেপে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। চুমু খাওয়ার থেকেও যেন অনেক বেশী আরাম পাচ্ছি ওর বুকে নিজেকে শপে দিয়ে। বলতে লজ্জা নেই, আমি ওকে ভালোবাসি, কি করে শুরু হল জানিনা, কি থেকে ভালোবেসে ফেললাম জানিনা, কেনই বা ভালোবেসে ফেললাম, কিন্তু কথায় বলে ভালোবাসা হঠাতই হয়, আমারও তাই হয়েছে। ওর হাতে আমি নিজেকে ছেড়ে দিতে চাই, আমি ওকে বিশ্বাস করি। করুক না দুষ্টুমি আমার সাথে, তাতে কি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আর সবথেকে বড় কথা ওর আমার মানসিকতা ভীষণ ম্যাচ খায় যদিও অনেক চেনা বাকি!
কতক্ষণ ওর বুকে এইভাবে মুখ গুঁজে বসেছিলাম জানি না। ও আমার পিঠে হাত বুলিয়েই চলেছে। ওর জামার গলার কাছটা আমার চোখের জলে ভিজে গেছে। বেশ খানিকক্ষণ পরে আমাকে নিজের থেকে আলাদা করে আমার চিবুকটা ধরে আমার মুখটা তুলল ওর মুখের দিকে, কপালে আস্তে করে একটু চুমু খেল, আমার অবস্থা অদ্ভুত, আমার মুখে হাঁসি কিন্তু চোখের কোনায় জল। “চল তোকে সাইকোলজিস্ট দেখাই। শালা বিয়ের পর রোজ রাতে তোকে আদর করার পর কি তুই এইভাবেই কাঁদবি নাকি? “ আমি নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিজের কামিজ আর ওড়নাটা ঠিক করে নিলাম। মেকি অভিমান মেশানো রাগ দেখিয়ে বললাম “কাঁদব কেন?” ও বলল “না জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। কালও শালা তোকে এতক্ষণ ধরে আদর করলাম, এত আদর করলাম, তারপর তুই ঘুমিয়ে পড়লি, আমি যখন উঠলাম দেখলাম তোর চোখের কোনা ভেজা। তুই ঘুম থেকে উঠে বুঝিস নি। তোকে দেখে মনে হয় তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু আমি তোকে আদর করলেই বা দুটো কথা বললেই তুই কেঁদে ফেলিস। আর আজকাল আমার সামনে কি লজ্জাই না পাচ্ছিস সোনা। সো সুইট। অথচ বাইরে এমন ভাব করে ঘুরিস যে ঝাঁসি কি “ ওকে বাকি কথাটা শেষ করতে না দিয়ে ওকে আবার জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। কানের পাশে মশার ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, কেয়ার করি না। অনুভব করলাম ওর ডান হাতটা নরম ভাবে আমার বাম স্তনের ওপর বসে গেছে। আমার বাম স্তনটা কামিজের ভেতরে এখন ওর মুঠোয় বন্দী। ওর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিতে যেন বাধ্য হলাম। না এই জন্য নয় যে আমার ওর হাতের আদর ভালো লাগছে না বা কেউ দেখে ফেললে কি হবে এই ভয় আমার মনের মধ্যে উঁকি দিয়েছে, আগেই তো বললাম কেয়ার করি না, নিজের ঠোঁটগুলো সরিয়ে নিতে বাধ্য হলাম কারণ আমার গলা হঠাত শুঁকিয়ে গেছে। একটা জোড়ে ঢোঁক গেলা দরকার। ও আমার বুক থেকে হাত সরাল না। কানের কাছে মুখ নিয়ে এসে বলল “কিরে একটু আদর কি করলাম গলা শুঁকিয়ে গেল?” আমি ওর বুকে মাথাটা নামিয়ে নিয়ে গিয়ে বললাম “ কর না সোনা আদর। যা খুশি কর। আমি কি তোমাকে কিছু করতে বারণ করেছি? নাকি বাঁধা দিয়েছি? তোমাকে খুব ভালোবাসি।আর সেই জন্যই তোমার সামনে লজ্জা পাই। তুমি ভীষণ অসভ্য। “ ও আবার আমার গালে একটা মিষ্টি করে চুমু খেল। আমি নড়া চড়া করার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। একটা অসাড় ভাব ধীরে ধীরে সারা শরীরটাকে গ্রাস করছে, এ যে মদ না খেয়েই আজ নেশ চড়ে যাচ্ছে তাও আবার ভর দুপুরে। একবার আমার অবস্থা ভাবুন, শয়তানটা ভর দুপুরে খোলা আকাশের নিচে একটা অচেনা খোলা জায়গায় বসে আমার স্তন নিয়ে খেলছে, কেউ এলে বা দেখলে কি হবে জানা নেই, অথচ ওকে বাঁধা দেওয়া দূরে থাক, আমি যেন ওর আদরে গলে মরে যাচ্ছি। আমার সমস্ত সত্ত্বাটা চাইছে ওর সাথে মিশে যেতে, ওর শক্ত বুকের মধ্যে নিজের হাঁপধরা বুকটা পুরোপুরি মিশিয়ে দিতে পারলেই যেন আমার জীবনের সার্থকতা। না আমার স্তন থেকে ওর হাতটা সরেছে না ওর চুমুর বর্ষণ বন্ধ হয়েছে। কিছুক্ষণ ধরে অস্থির ভাবে চুমু খেয়েই চলল আমার নাকে, গালে, কপালে, গলায়, ঠোঁটে, কানের লতিতে। আমি প্রতিক্রিয়াহীন ভাবে নিজেকে ওর সামনে মেলে রেখেছি, ভেতর থেকে ওর প্রতিটা চুম্বন অনুভব করছি, শান্তি পাচ্ছি। আমার প্রেমিক বা বরের কাছ থেকে ঠিক এরকমই স্নেহভরা আদর, ঠিক এইরকম ভালোবাসার ছোঁয়া চেয়ে এসেছিলাম সারা জীবন ধরে। ওর হাতটা যদিও সেই তখন থেকে অক্লান্ত ভাবে কামিজের ওপর দিয়ে আমার নরম স্তনটাকে নিয়ে খেলেই চলেছে, তবু একটা কথা বলতেই হয় আজ ওর হাতের ছোঁয়ায় যেন কামের গন্ধ অনেক কম অনুভব করছি, ওর ছোঁয়ায় আজ যেন শুধু স্নেহ আর ভালোবাসার পরশ। আমার মনে হচ্ছিল আজ ও আমাকে বোঝাতে চায় যে ও আমাকে ভীষণ ভালোবাসে, তার অভিব্যক্তি হিসাবেই এতগুলো ঘন চুমু আর একটু স্তন নিয়ে আদর। মনের ভালোবাসার শারীরিক অভিব্যক্তি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। “আর আমাকে একটাও কিস করবি না এখন?” আমার বুক থেকে হাত সরিয়ে কোমরটাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে ভীষণ ভালোবাসা মাখা গলায় জিজ্ঞেস করল আমায়। সত্যি বলতে কি আমি তো সেই কখন থেকেই চাইছি চুমু খেতে, কিন্তু ওর ভালবাসায় যে কি জাদু আছে জানি না, হারিয়ে গিয়েছিলাম ওর আদরে, কিছুই যেন করে উঠতে পারছিলাম না এতক্ষণ। আমি সরে আরও কাছে গিয়ে ওর কোলের উপর চড়ে বসলাম। দুহাত দিয়ে ওর ঘেমে যাওয়া গলাটাকে ভীষণ ঘন ভাবে জড়িয়ে ধরে আড়াআড়ি ভাবে নিজের ঠোঁট দুটোকে ওর ঠোঁটের উপর চেপে ধরলাম, ওর মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিলাম, গভীর চুম্বনে মেতে উঠলাম দুজনে। যতক্ষণ না দম বন্ধ হওয়ার জোগাড় হয় ততক্ষণ অব্দি ওর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরালাম না, খেলেই চললাম ওর ভেজা জিভটা নিয়ে, হয়ে চলল দুজনের মুখের স্বাদ আর গন্ধের আদান প্রদান।