17-01-2019, 03:18 PM
(17-01-2019, 07:15 AM)Nilpori Wrote: এই অলোকবাবু কে দেখে, মানে মানস চক্ষু তে দেখে ------
ঢ্যামনা দুচোখ খুঁজছে তোমায়
পাগলা স্লোমোশানে,
তুমিও মারছ আলতো ঝারি
আমি ক্লোন ঋত্তিক রোশনের
জানি আমায় চিনতে পারনি তুমি,
আমার হৃদয়ের হীম শীতল জালাভুমিকে-
তুমি ভেবেছ শুষ্ক মরুভূমি।
জানি আমায় চিনতে তুমি পারনি,
কখনো আমার হৃদয়ে মাঝে এসে-
আমায় আরো চেনার চেষ্টাও করোনি।
জানি আমাকে তুমি বুঝতেও পারনি,
আমার হৃদয়ের আবেগ-আকুলতা ---
বুঝতে কখনো কভু চাওনি।
জানি আমাকে এখনো তুমি বোঝনি,
আমার ভালবাসা, আমার স্বপ্ন-আশা
কতো খানি তা কখনো বুঝতে পারনি।
জানি চিনবে তুমি, চিনবে আমায় ;
হয়তো কোন এক ঊষায় রাঙা ভোরে ---
যখন শুনবে আমি নেই এ ধরায়।
জানি বুঝবে তুমি, বুঝবে আমায় ;
দিগন্তের প'রে সুদূর আকাশে ---হারাবো যখন
জ্বলবো লুকিয়ে সন্ধ্যা তারায়।