15-10-2019, 11:27 PM
ভোর বেলা সঙ্গীতাকে কথা দিয়েছিল রজত তার সাথে সূর্যোদয় দেখতে যাবে।নীল জলরাশি পাড়ে সূর্যোদয় মুহূর্তে দুজনে চুমুতে আবদ্ধ হয়।রজতের হাত সঙ্গীতার কোমর বেষ্টন করে থাকে।সঙ্গীতার ব্রোঞ্জ স্কিনের গাল সূর্যের আলোয় চকচক করছে।দীর্ঘ চুম্বনের পর সঙ্গীতা বলে---রজত তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না কথা দাও।
রজত সঙ্গীতার গালে চুমু দিয়ে বলে--না।কক্ষনো না।
---তবে আমরা কতদিন এরকম থাকবো।তোমার আর অদিতির সম্পর্কটা যখন কেবল নামকওয়াস্তে তবে কেন বেরিয়ে আসছো না।
---সঙ্গীতা,আমি তোমাকে চাই।অদিতির ব্যক্তিত্ব,রূপ আমাকে আকৃষ্ট করে না।আমি তোমার সাথে থাকতে চাই।যদিও অদিতি আমাকে ভালোবাসে।কিন্তু ওর বুঝে নেবার সময় হয়েছে।আমি ডিভোর্স নেব।ও যদি খোরপোষ চায় দেব।ওই বাড়িটাও আমি নেব না।আমি আর তুমি একটা নতুন ফ্ল্যাটে চলে যাবো।
সঙ্গীতা রজতের চোখে চোখ রেখে বলে-সেখানে আমাদের সংসার হবে।তুমি,আমি আর আমাদের একটা ছোট্ট বেবি হবে।
রজত যেন কেমন আনমনা হয়ে ওঠে বলে---আর পিকু--চিকু?
সঙ্গীতা মিষ্টি করে হেসে বলে ---পিকু আমাদের সঙ্গেই থাকবে।আর চিকু ছোট ও নাহয় ওর মার কাছেই থাকবে।
রজত জানে অদিতি উচ্চ শিক্ষিতা।চাইলে সে চাকরী করতে পারে।আর তাছাড়া অদিতির পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার একমাত্র অদিতির।রজতের বাড়িটাও রজতের বাবাকে অদিতির নামে করে গেছে।তার ব্যক্তিত্ব আছে তাই অদিতি রজতের কাছে কোনো কিছু দাবি করবার মেয়ে নয়।কিন্তু পিকুকে অদিতি ছেড়ে দেবে?
সঙ্গীতা বলে--সোনা কি ভাবছো?
---পিকু কে পাবো তো?আমি যে আমার ছেলেকে বড্ড ভালোবাসি সঙ্গীতা।
---নিশ্চয়ই পাবে।তাছাড়াঅ চিকুতো অদিতির কাছে রইল।অদিতিকে বুঝতে হবে।না হলে আমরা কোর্টে যাবো।
রজতের সব এলোমেলো হয়ে ওঠে।কোর্ট,পিকু,অদিতি,ডিভোর্স,সঙ্গীতা,সংসার সব এলোমেলো।
সঙ্গীতা রজতের বুকে চুমু দিয়ে বলে--আর একদম উল্টোপাল্টা ভাবনা নয়।চলো হোটেলে ফিরে যাই।আর একবার তোমার আদর খেতে ইচ্ছা করছে।
রজত সঙ্গীতাকে জড়িয়ে ধরতে গেলে।সঙ্গীতা বলে এই একদম এখানে নয়।আগে হোটেলে ফিরে চলো তারপর।
ন'টা বেজে গেছে।অদিতির ঘুম ভাঙে চিকুর কান্না শুনে।বিছানায় হামাগুড়ি দিয়ে কখন উঠে পড়েছে সে।অদিতি নিজের নাইটির বোতাম খুলে একটা স্তন বের করে দেয়।চিকু দুধ খেতে পেয়ে নিশ্চিন্ত হয়।অদিতির আগের রাতের কথা মনে আসে।
দাঁত ব্রাশ করতে করতে দরজায় বেল পড়ে।সবিতা এসেছে।অদিতির মধ্যে প্রবল দ্বিধাবোধ হয় সবিতাকে সে কি বলবে?তার বর আগের রাতে তাকে ;., করে গেছে!আর সেটা সে তারিয়ে তারিয়ে উপভোগ করেছে!
সবিতা ডাকাডাকি শুরু করে--বৌদি?ও বৌদি দরজা খুল দিখিনি।
অদিতি গিয়ে দরজা খোলে।কি ব্যাপারে এত দেরীতে তো কখনো বৌদি ঘুম থেকে ওঠে না--সবিতার মনে প্রশ্ন তৈরী হয়।বলে--বৌদি শরীর খারাপ নাকি?
অদিতি বলে---তেমন কিছু না।তুই চা কর দেখি।
সবিতা চা বসিয়ে চিকুর বোতলে দুধ ভরে দেয়।অদিতি ফ্রেস হয়ে এসে চায়ের কাপে মুখ দেয়।বলে--সবিতা তুই কাল বাপের বাড়ী গেছিলি?
---গেছিলাম গো বৌদি।কিন্তু চলে এসেছি।আমার মরদটাতো জানো, আমাকে মারে ধরে কিন্তু আমাকে ছাড়া তার চলবেনি যে।
অদিতি কোনো কথা বলে না।কেমন যেন সবিতার ওপর ঈর্ষা হয়।রজত অফিসের কাজে ট্যুরে গেছে।নিশ্চিত সেখানে সঙ্গীতাও গেছে।অদিতির প্রতি কোনো দায়বদ্ধতা নেই যেন তার।আর লক্ষণ আর সবিতার যেন মনে হয় ভালো আছে।সবিতাকে লক্ষণ কিছু দিতে না পারুক।মারুক ধরুক।ভালোবাসা তো দেয়।লক্ষণের ভালবাসার কথা ভাবতেই অদিতির লক্ষণের দানবীয় পাশবিক চেহারার অদম্য কামশক্তির কথা মনে আসে।যে লক্ষণকে বউ পেটানো অশিক্ষিত মাতাল নোংরা লোক বলে মনে করত অদিতি সেই লক্ষণকেই আজ স্বামী হিসেবে অনেক ভালো মনে হচ্ছে।এমনকি নিজের কাজের মেয়ের উপর হিংসা হচ্ছে।
টেলিফোনটা বেজে ওঠে।এই মোবাইলের যুগে মাঝে মাঝে এটা কর্কশ শব্দে বেজে ওঠে।অদিতি ফোনটা ধরতেই সুজাতার গলা পায়।
---মিসেস ঘোষ?পিকুকে কলেজে নিয়ে গেছে ড্রাইভার।ওকে আপনাকে নিশ্চই কাল খুব টেনশনে ফেলেছি।এমনিতেই মিস্টার ঘোষ বাড়ীতে নেই।
অদিতির সত্যিই কাল রাতে পিকুকে নিয়ে টেনশন করবার সুযোগ হয়নি।তবু সে মিথ্যে সুরে বলে---হুম্ম।থ্যাংক ইয়ু সুজাতা।
---------------
রজত সঙ্গীতার গালে চুমু দিয়ে বলে--না।কক্ষনো না।
---তবে আমরা কতদিন এরকম থাকবো।তোমার আর অদিতির সম্পর্কটা যখন কেবল নামকওয়াস্তে তবে কেন বেরিয়ে আসছো না।
---সঙ্গীতা,আমি তোমাকে চাই।অদিতির ব্যক্তিত্ব,রূপ আমাকে আকৃষ্ট করে না।আমি তোমার সাথে থাকতে চাই।যদিও অদিতি আমাকে ভালোবাসে।কিন্তু ওর বুঝে নেবার সময় হয়েছে।আমি ডিভোর্স নেব।ও যদি খোরপোষ চায় দেব।ওই বাড়িটাও আমি নেব না।আমি আর তুমি একটা নতুন ফ্ল্যাটে চলে যাবো।
সঙ্গীতা রজতের চোখে চোখ রেখে বলে-সেখানে আমাদের সংসার হবে।তুমি,আমি আর আমাদের একটা ছোট্ট বেবি হবে।
রজত যেন কেমন আনমনা হয়ে ওঠে বলে---আর পিকু--চিকু?
সঙ্গীতা মিষ্টি করে হেসে বলে ---পিকু আমাদের সঙ্গেই থাকবে।আর চিকু ছোট ও নাহয় ওর মার কাছেই থাকবে।
রজত জানে অদিতি উচ্চ শিক্ষিতা।চাইলে সে চাকরী করতে পারে।আর তাছাড়া অদিতির পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার একমাত্র অদিতির।রজতের বাড়িটাও রজতের বাবাকে অদিতির নামে করে গেছে।তার ব্যক্তিত্ব আছে তাই অদিতি রজতের কাছে কোনো কিছু দাবি করবার মেয়ে নয়।কিন্তু পিকুকে অদিতি ছেড়ে দেবে?
সঙ্গীতা বলে--সোনা কি ভাবছো?
---পিকু কে পাবো তো?আমি যে আমার ছেলেকে বড্ড ভালোবাসি সঙ্গীতা।
---নিশ্চয়ই পাবে।তাছাড়াঅ চিকুতো অদিতির কাছে রইল।অদিতিকে বুঝতে হবে।না হলে আমরা কোর্টে যাবো।
রজতের সব এলোমেলো হয়ে ওঠে।কোর্ট,পিকু,অদিতি,ডিভোর্স,সঙ্গীতা,সংসার সব এলোমেলো।
সঙ্গীতা রজতের বুকে চুমু দিয়ে বলে--আর একদম উল্টোপাল্টা ভাবনা নয়।চলো হোটেলে ফিরে যাই।আর একবার তোমার আদর খেতে ইচ্ছা করছে।
রজত সঙ্গীতাকে জড়িয়ে ধরতে গেলে।সঙ্গীতা বলে এই একদম এখানে নয়।আগে হোটেলে ফিরে চলো তারপর।
ন'টা বেজে গেছে।অদিতির ঘুম ভাঙে চিকুর কান্না শুনে।বিছানায় হামাগুড়ি দিয়ে কখন উঠে পড়েছে সে।অদিতি নিজের নাইটির বোতাম খুলে একটা স্তন বের করে দেয়।চিকু দুধ খেতে পেয়ে নিশ্চিন্ত হয়।অদিতির আগের রাতের কথা মনে আসে।
দাঁত ব্রাশ করতে করতে দরজায় বেল পড়ে।সবিতা এসেছে।অদিতির মধ্যে প্রবল দ্বিধাবোধ হয় সবিতাকে সে কি বলবে?তার বর আগের রাতে তাকে ;., করে গেছে!আর সেটা সে তারিয়ে তারিয়ে উপভোগ করেছে!
সবিতা ডাকাডাকি শুরু করে--বৌদি?ও বৌদি দরজা খুল দিখিনি।
অদিতি গিয়ে দরজা খোলে।কি ব্যাপারে এত দেরীতে তো কখনো বৌদি ঘুম থেকে ওঠে না--সবিতার মনে প্রশ্ন তৈরী হয়।বলে--বৌদি শরীর খারাপ নাকি?
অদিতি বলে---তেমন কিছু না।তুই চা কর দেখি।
সবিতা চা বসিয়ে চিকুর বোতলে দুধ ভরে দেয়।অদিতি ফ্রেস হয়ে এসে চায়ের কাপে মুখ দেয়।বলে--সবিতা তুই কাল বাপের বাড়ী গেছিলি?
---গেছিলাম গো বৌদি।কিন্তু চলে এসেছি।আমার মরদটাতো জানো, আমাকে মারে ধরে কিন্তু আমাকে ছাড়া তার চলবেনি যে।
অদিতি কোনো কথা বলে না।কেমন যেন সবিতার ওপর ঈর্ষা হয়।রজত অফিসের কাজে ট্যুরে গেছে।নিশ্চিত সেখানে সঙ্গীতাও গেছে।অদিতির প্রতি কোনো দায়বদ্ধতা নেই যেন তার।আর লক্ষণ আর সবিতার যেন মনে হয় ভালো আছে।সবিতাকে লক্ষণ কিছু দিতে না পারুক।মারুক ধরুক।ভালোবাসা তো দেয়।লক্ষণের ভালবাসার কথা ভাবতেই অদিতির লক্ষণের দানবীয় পাশবিক চেহারার অদম্য কামশক্তির কথা মনে আসে।যে লক্ষণকে বউ পেটানো অশিক্ষিত মাতাল নোংরা লোক বলে মনে করত অদিতি সেই লক্ষণকেই আজ স্বামী হিসেবে অনেক ভালো মনে হচ্ছে।এমনকি নিজের কাজের মেয়ের উপর হিংসা হচ্ছে।
টেলিফোনটা বেজে ওঠে।এই মোবাইলের যুগে মাঝে মাঝে এটা কর্কশ শব্দে বেজে ওঠে।অদিতি ফোনটা ধরতেই সুজাতার গলা পায়।
---মিসেস ঘোষ?পিকুকে কলেজে নিয়ে গেছে ড্রাইভার।ওকে আপনাকে নিশ্চই কাল খুব টেনশনে ফেলেছি।এমনিতেই মিস্টার ঘোষ বাড়ীতে নেই।
অদিতির সত্যিই কাল রাতে পিকুকে নিয়ে টেনশন করবার সুযোগ হয়নি।তবু সে মিথ্যে সুরে বলে---হুম্ম।থ্যাংক ইয়ু সুজাতা।
---------------