Thread Rating:
  • 10 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অচেনা পৃথিবী
#16
৫ম পর্ব

কলেজ থেকে বাড়ি ফিরে স্নান সেরে ফ্রেশ হয়ে নেয় অয়নিকা। বাথরুম থেকে বেরোতেই আবার কলিংবেলের আওয়াজ পায়। মালবিকা গিয়ে দরজা খোলে। অয়নিকা নিজের রুম থেকে বেরিয়ে ড্রইংরূমে আসতেই অবাক হয়ে যায়। ওর বাবার সাথে অনুপও এসছে। অনুপ ওকে দেখে হাই করে। সোফায় বসতেই অতুল বলে ওঠে 'যেই প্রোজেক্টটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম,সেই ডিল টা আজ ফাইনাল হয়ে গেছে আর অল দ্য ক্রেডিটস গোজ টু অনুপ'। মালবিকা আর অয়নিকা দুজনেই বেশ খুশি হয় এটা শুনে, মালবিকা বলে 'তাই নাকি? এটা তো দারুন খবর, thank you অনুপ'। 'আরে না না, অতুলদা আমার একটু বেশিই প্রশংসা করছে'- বিনয়ের হাসি হেসে বলে অনুপ 'আমি টিম ওয়ার্কে বিশ্বাসী আর এটা টিম ওয়ার্কের ফল'। অতুল মালবিকার দিকে তাকিয়ে বলে 'জানো যখন জানলাম অনুপও এই প্রোজেক্টে থাকবে আমি একটু টেনশনেই ছিলাম, কাজের ব্যাপারে ও কতটা সিরিয়াস সেটা নিয়ে আমার একটু ডাউট ই ছিলো, আর আমি যে কতখানি ভুল সেটা ও দেখিয়ে দিলো'। অনুপ হেসে বলে ওঠে 'তাও অতুলদা ইকুয়াল ক্রেডিটস গোজ টু ইজ'। অতুলের এই টিম স্পিরিটা অয়নিকার খুব ভালো লাগলো, আজকের দিনে অন্যকে সাফল্যের ভাগ দেবার মানুষের সংখ্যা খুব কমে গেছে। যদিও এটা বাবা মার সামনে প্রকাশ করে না। 'তা তোমাদের এই সাকসেসের সেলিব্রেশনটা কবে হবে শুনি?'- মালবিকা জানতে চায়। 'আমাদের বসের নতুন হোটেলের উদ্বোধন হবে এই কদিন পর, তখনই একটা গেট টুগেদার হবে আর কি'- অতুল উত্তর দেয়, 'তবে আরেকটা ব্যাপারও আছে সেটা অনুপ বলুক'।
অনুপ- আমরা ঠিক করেছি নিজেরাই একটা পার্টি দেবো, তবে সেটা কোনো হোটেল ফোটেল নয়, কোনো একটা রিসর্টে, একটু নিরিবিলিতে অফিসেরই কয়েকজন এমপ্লয়ীদের নিয়ে।
'বাহ শুধু এমপ্লয়ী আমরা বাদ'- একটু বেজার মুখ করে বলে ওঠে অয়নিকা। 'আরে না না তোমারাও থাকবে ডোন্ট ওরি'- অনুপ ওকে আশ্বাস দেয় 'আর তাছাড়া এটা এখনো ফিক্স হয়নি, হলেই জানতে পারবে।
মালবিকা অনুপের জন্য চা করার কথা বললেই ও বলে ওঠে 'না না আজ না, আজ একটু তাড়ায় আছি, পরে কোনো একদিন'। 'ঠিক আছে, তবে একদিন কিন্তু আসতেই হবে'- অতুল আর মালবিকা দুজনেই বলে ওঠে। অনুপ চলে যাবার পর লাঞ্চ সেরে নিজের ঘোরে আসে অয়নিকা। ডিলটা ফাইনাল হওয়াতে যে ওর বাবা বেশ রিলাক্সড সেটা ভালোই বুঝতে পারে, আর অতুল যে অনুপের কাজে বেশ ইম্প্রেসড সেটাও বুঝতে অসুবিধে হয় না। তবে বাবা মা সামনে থাকায় ওদের সামনে অনুপকে কংগ্রাটস জানানো হয়নি, আজ রাতে ওকে মেসেজ করে বলবে।

ডিনার করে এসেই মোবাইল নিয়ে বসেছে অয়নিকা। আজ আর ওয়েট করতে হলো না, অনুপ অনলাইন ই ছিলো। অয়নিকা মেসেজ করলো ' Congratulations & keep it up'। অনুপেরও সাথে সাথে রিপলাই 'thank you so much'।
অয়নিকা- বাবা তো তোমার খুব তারিফ করছে।
অনুপ- সো নাইস অফ হিম, তবে ক্রেডিট অল সো গোজ টু হিম
অয়নিকা- তোমার প্রোমোশনও হবে, সেটার জন্য কিন্তু ট্রিট চাই
অনুপ- সেটা তো কোম্পানির ব্যাপার, তবে ট্রিট একটা হচ্ছেই, কিছুদিনের মধ্যে।
অয়নিকা- কোম্পানির থেকে যেই পার্টি থ্রো করা হবে সেখানে কিন্তু যাচ্ছি।
অনুপ- ইউ আর মোস্ট ওয়েলকাম
অয়নিকা- শুধু ওয়েলকাম করলেই হবে না, কোম্পানিও দিতে হবে।
অনুপ- ইটস মাই প্লেজার ম্যাডাম
অয়নিকা- ঠিক আছে দেখা যাবে, ওকে বাই, গুডনাইট
অনুপ- ওকে & গুডনাইট
নেট অফ করে মোবাইল রেখে দেয় অয়নিকা। অনুপের সাথে চ্যাট করতে বেশ ভালোই লাগে। আস্তে আস্তে এগোবে, তাড়াহুড়োতে একদমই রাজি নয়।

অফিস ডায়েরী:
ঘুম থেকে একটু দেরি করেই ওঠে অনুপ। আজ অফিসে যাবার তেমন একটা তাড়া নেই। এই কদিন অবশ্য খুব চাপ গেছে ওর। তবে দেবেশ খুব খুশি ডিলটা ফাইনাল হওয়াতে। আজ মেইনলি দেবেশের সাথে দেখা করতেই যাবে। আর ওরা যে পার্টি টা দেবে সেটা নিয়েও তাপস আর অতুলের সাথে কথা বলতে হবে। অতুল কোনো হোটেলে দেবার কথা বললেও অনুপ চাইছে শহর থেকে একটু দুরে কোনো রিসর্টে দিতে। তবে ওর আরেকটা একটা প্ল্যানিংও মাথায় চলছে। কলকাতায় আসার পর শুধু অফিস আর কাজ নিয়েই ব্যস্ত ছিলো, প্রোমোশনের পর ওর কাজের চাপও কমবে, আর তার ফাকেই বিছানায় কাউকে তুলতে হবে। আর সেটার জন্য এই দুটো আপকামিং পার্টি ওর কাছে খুব দরকারি।
লাঞ্চ ব্রেকের আগেই অফিসে ঢোকে অনুপ। এসেই দেবেশের সাথে দেখা করে। দেবেশ যে বেশ ইম্প্রেসড সেটা ওর কথাতেই বুঝতে পারে। এছাড়া ওর প্রোমোশনটাও নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই আশ্বাস ও দেয়।
দেবেশের সাথে কথা বলে বাইরে এসে দেখে লাঞ্চ ব্রেক চলছে। অনুপ সোজা অফিস ক্যান্টিন চলে যায়। ওখানেই তাপস আর অতুল আছে এখন। ক্যান্টিনে এসে ওদের খুজে পেতে অসুবিধে হয় না।
চেয়ারে বসতেই তাপস বলে ওঠে 'দেবেশের সাথে কথা হলো'?। 'হ্যাঁ ওর সাথে দেখা করেই এলাম'- অনুপ উত্তর দেয়। তাপস- 'দেবেশ যখন বলেছে এর রিওয়ার্ড তুমি পাবেই'। অনুপ হেসে বলে 'দেখা যাক কি হয়।'
অতুল জিজ্ঞেস করে 'তা আমাদের পার্টির প্ল্যান কিছু করলে?'। অনুপ- 'ওটা রিসর্টেই করবো, শহর থেকে একটু দুরে নিরিবিলিতে বেশ ভালোই লাগবে সবার'। 'রিসর্ট টা কি তোমার চেনাজানা?'- অতুল জানতে চায়। 'আমারই এক বন্ধুর, বেশ ভালো'- অনুপ বলতে থাকে 'আমরা সন্ধ্যার দিকে গিয়ে নাইট স্টে করে আবার সকাল সকাল চলে আসবো, বুকিং এর কোনো সমস্যা হবে না'।
তাপস- আই সি, তা কে কে যাওয়া হবে?
অনুপ- আমরা তিনজন, সমীরদা, আয়েশা, তনিমা আর আপনাদের ফ্যামিলি।
তাপস একটু খোচা মেরে বলে 'বাবা আয়েশা আর তনিমা কেও নেবে'। অনুপ খোচাটা গায়ে না মেখে উত্তর দেয় 'না তাপসদা, ওরা প্রেজেন্টেশনে অনেক হেল্প করেছে, না বললে খুব খারাপ দেখাবে'। অতুলও অনুপের সাথেই মত দেয় 'আরে ঠিক আছে, গেলে কোনো অসুবিধে নেই, আর অনুপ পেমেন্টের ব্যাপারে কিছু লাগলে বলো'। 'আপনারা জাস্ট বুকিং এর ৫০℅ দিয়ে দিয়েন, বাকিটা আমি ম্যানেজ করে নেবো'- অনুপ বলে।
অতুল- ওকে ডান তাহলে
ওরা উঠে পড়ে। অনুপ অফিস থেকে বেরিয়ে যায়, পার্টি অ্যারেঞ্জমেন্ট এর জন্য ওকে অনেক কাজ করতে হবে।
[+] 1 user Likes Aragon's post
Like Reply


Messages In This Thread
অচেনা পৃথিবী - by Aragon - 12-10-2019, 10:07 AM
RE: অচেনা পৃথিবী - by Aragon - 15-10-2019, 01:30 PM
RE: অচেনা পৃথিবী - by TheLoneWolf - 11-11-2019, 04:36 PM
RE: অচেনা পৃথিবী - by kroy - 23-11-2019, 08:43 AM
RE: অচেনা পৃথিবী - by kroy - 23-11-2019, 08:47 AM
RE: অচেনা পৃথিবী - by kroy - 03-04-2020, 03:51 PM
RE: অচেনা পৃথিবী - by Samal - 01-05-2023, 05:31 PM



Users browsing this thread: 4 Guest(s)