Thread Rating:
  • 19 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
একান্ত গোপনীয়
#80
লাখনউ থেকে সোজা আমি বোম্বেতে চলে গেছিলাম। বর্ষা জিজ্ঞেস করেছিল বটে আমি ঘরে আসবো কিনা। কিন্তু আমার প্রেসিডেন্ট আমাকে সে সময়টা দেয় নি। বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে আসি। যদি প্রেজেন্ট কোম্পানি আমাকে মাইনে নাও দেয় উনি দিয়ে দেওয়া করাবেন পুরনো কোম্পানি থেকে। তাহলে আর ব্যাথা থাকল না। আমি বর্ষাকে বলেছিলাম চলে আসতে বোম্বেতে। হোটেলে একসাথে থাকা যাবে। ছেলের অজুহাত দেখিয়ে ও এলো না। আগের কোম্পানিতে ফিরে আসতে প্রথমে তো প্রেসিডেন্ট আমায় একহাত নিল। শুনতে হোল চুপচাপ। তারপর একসময় বললেন, ‘জানো তুমি তোমার যে বন্ধুটার কথা বলেছিলে তাকে একবার ফোন করতে বোলো। দারলাঘাটে আমরা একটা কাজ পেয়েছি সেখানে পাঠাবো।‘ এতো খুব খুশির খবর। আমি সঙ্গে সঙ্গে তনুকে ফোন লাগালাম। বললাম, ‘শোন, পার্থকে বলিস ও যেন আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলে। খুব জরুরি। মনে হয় ওর হয়ে যেতে পারে।‘ তনু ফোনেই আমাকে চকাম করে একটা চুমু খেয়ে দিল। বলল, ‘ওকে এখুনি বলছি আজই যাতে ও কথা বলে।‘ প্রায় বোম্বেতে এক মাস থাকার পর কোম্পানি আমাকে টাটায় পাঠাল একটা সিমেন্ট প্ল্যান্টে। খুব নাকি গুরুত্বপূর্ণ কাজ আর আমি ছাড়া ওটাকে সামলানো যাবে না। প্রমোশনের ব্যাপারে প্রেসিডেন্ট বলল, ‘তুমি যাও। তোমার সাথে তোমার প্রমোশনও যাবে।‘ আমি বর্ষাকে এই খবরটা দিলাম। বর্ষা আমার প্রমোশনের কথা শুনে খুব খুশি। জিজ্ঞেস করল যদি হয় তো আমার পোস্ট কি হবে। আমি হেসে ওকে বললাম, ‘আমাকে ডেপুটি জেনারেল ম্যানেজার করবে।‘ আমার এই পোস্টের কথা শুনে তো ও খুব খুশি। কারন ও অনেক আগে থেকে বলত যদি আমি উঁচু পোস্টে কাজ করি তাহলে ও গর্বের সাথে পাড়ার সবাইকে বলতে পারবে। আমি ওকে আরও খুশি করার জন্য বললাম, ‘একটা কাজ করো। তুমি একটা ভালো গাড়ীর খোঁজে থেক। আমি যেদিন যাবো সেদিন কিনে নেব।‘ কেন জানি না, বর্ষাকে নিয়ে আমি যখন রাস্তায় হাঁটতাম, বিশেষ করে পুজোর সময়, তখন মনে হতো বর্ষা রাস্তায় হাঁটার জন্য নয়। ওকে গাড়ীতে আরও ভালো মানাবে। সেটা আমার মনে রয়েই গেছিল। তনুকে খবর দিয়েছিলাম যে আমি টাটায় যাচ্ছি, কিন্তু এটা বলিনি যে আমি ডিজিএম হতে চলেছি। পাকামো করে পার্থ আবার কোম্পানিতে এই পোস্ট চেয়ে বসলে ওর হয়তো চাকরি নাও হতে পারে। আমি ছাড়া কে আর ভালো জানবে পার্থর ভিতর কতটা ভুসি আছে। টাটায় চলে এলাম সাথে আমার প্রমোশনের লেটার। আহ, কি দারুন লাগছিল সেই দিনটা। এতো কম বয়সে এই পোস্ট আমাদের কোম্পানিতে আগে কেউ পায় নি। বর্ষা খুশি আমি খুশি পৃথিবীটাকেও কেমন খুশিতে ভরা মনে হোল। আমার জন্য একটা ঘর দেখা হল। খুব ভালো ঘর, ডিজিএম থাকবে। সোজা কথা? ওই ঘরে আমি একাই থাকব। সাথে কাজী বলে একটা ছেলে যে আমার সাথে অনেক সাইটে ছিল, অফিস বয়ের কাজ করতো। কিন্তু ওকে এখানে রাখলাম কুক হিসেবে। আমার রান্না করবে, সাইটেও যাবে। ও খুব খুশি সাহেবের কাছে থাকতে পেরে। ওকে কাছে রেখেছিলাম আমার একটা উদ্দেশ্য ছিল। আমি ওকে বলে দিয়েছিলাম সাইটের সব খবর যেন আমার কাছে আসে। কারন অনেক সময় সাইটে অনেক কিছু হয় যেটা নিজের কোন লোক না থাকলে খবর পাওয়া যায় না। তনুদের সাথে তো কথা হয়। সাইটেও হয় আবার রাতেও। সেই রোল প্লে তনুর। স্নেহার ব্যাপারে বলে, স্নেহা আরও বেশি নাকি মুখে মুখে কথা বলে। স্নেহাকে জিজ্ঞেস করাতে স্নেহা বলে, ‘আর মায়ের কথা বোলো না। বকে বকে জীবনটা হেল করে দিল।‘
Like Reply


Messages In This Thread
RE: একান্ত গোপনীয় - by Raj1100 - 13-10-2019, 11:26 PM



Users browsing this thread: 6 Guest(s)