13-10-2019, 02:59 PM
৪র্থ পর্ব
অফিসের কাজকর্ম:
অফিসে আসার পর পরই অনুপ শুনতে পায় কোম্পানির বস ওকে তলব করেছে। ওদের বস দেবেশ চৌধুরির সাথে অনুপের খুব ভালো সম্পর্ক। দেবেশ ই ওদের মুম্বই ব্রাঞ্চে কথা বলে অনুপকে কলকাতায় ওদের অফিসে নিয়ো আসে, অনুপের কাজকর্মে দেবেশও বেশ তৃপ্ত। বিশেষ করে অনুপের চটপটে ব্যাপার টা দেবেশের ভীষন ভালো লাগে। কলকাতায় আসার পর শেষ দুটো প্রোজেক্ট লিডও অনুপ ই করেছে। এই কয়েকমাসে দেবেশের বড় ভরসা হয়ে উঠেছে অনুপ। ওর প্রোমোশনের ব্যাপার টাও দেবেশ এর মাথায় রয়েছে।
অনুপ দরজা নক করতেই দেবেশ ওকে ইশারায় ভেতরে এসে বসতে বলে। অনুপ এসে বসতেই দেবেশ বলে ওঠে 'তারপর কাজ কর্ম কেমন চলছে ?'। 'একদম ঠিকঠাক, তবে সফটওয়ার প্রোগামিং এর জন্য দু তিন জন এক্সপেরিয়েন্সড কেউ থাকলে ভালো হয়'- অনুপ উত্তর দেয়। 'হ্যাঁ সেটা আমার মাথায় আছে'- দেবেশ বলে ওঠে 'তবে তোমায় একটা অন্য কাজে ডেকেছি'। অনুপ- 'হ্যাঁ বলুন'।
দেবেশ- 'আগরওয়াল বিল্ডার্সের সাথে আমাদের একটা ডিল ফাইনাল হবার কথা আছে, ডিলটা ফাইনাল হলে আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে, আমি চাই এই ডিলটা ফাইনালিজ হবার সময় তুমি ওখানে থাকো'। অনুপ একটু অবাক হয়ে বলে 'হ্যাঁ কিন্তু এই প্রোজেক্টের দায়িত্ব তো অতুলদা কে দেওয়া হয়েছে।'
দেবেশ- হ্যাঁ কিন্তু আমি চাই তুমিও এই দায়িত্বে থাকো, আর তুমি থাকলে অতুলেরও হ্যান্ডেল করতে সুবিধে হবে।
অনুপ- ঠিক আছে স্যার, আপনি যা ভালো বুঝবেন।
দেবেশ- আর এই প্রোজেক্টটা ফাইনালিজ হলে আমি তোমার প্রোমোশনটা ডিরেক্টরস মিটিং এ তুলবো।
প্রোমোশনের কথা শুনে অনুপ বেশ খুশিই হয়। বলে 'ঠিক আছে, এটা তো আপনার হাতে, আর ডিল ফাইনাল করতে আমি সবরকম চেষ্টা করবো'।
দেবেশ- ওকে, গুড লাক, আর আমি অতুলকে ইনফর্ম করে দেবো।
নিজের কেবিনে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়ে অনুপ । ওর দায়িত্ব যথেষ্ট বেড়ে গেছে আর তার সাথে প্রোমোশনেরও ব্যাপার আছে। অনুপ ঠিক করে আজ কালের মধ্যেই প্রোজেক্ট নিয়ে যাবতীয় হোম ওয়ার্ক কমপ্লিট করে ফেলবে। দুপুরে লাঞ্চের পর আয়েশা প্রোজেক্টের ফাইল গুলো নিয়ে ওর কেবিনে ঢোকে। পুরো নাম আয়েশা দত্ত, বয়স 25-26, ওদের কোম্পানিতেই আছে দেড় বছর হলো, অনুপের চেয়ে এক দুবছরের ছোটো ই হবে। দেখতে মোটামুটি, তবে গায়ের রঙ পরিষ্কার, হাইট ৫'৩, শারীরিক গঠন 34-28-34। একটু গায়ে পড়ে কথা বলার অভ্যেস আছে। এর আগে একটা প্রোজেক্টে অনুপদের সাথে ছিলো, তখনই অনুপ দেখেছিলো ওর সাথে একটু গায়ে পড়ে কথা বলছে। তবে কথাবার্তায় বেশ স্মার্ট। আয়েশা এসেই বলে 'শুনলাম তোমায় নাকি নতুন প্রোজেক্টে ইনভলভ করা হয়েছে, কংগ্রাটস ফর দ্যাট'। 'ধন্যবাদ আয়েশা, তবে এটা আমাদের বসের ডিসিশন'- অনুপ উত্তর দেয়। আয়েশা- 'আমার মনে হয় বস ঠিকই করেছে, অতুলদার একার পক্ষে চাপ ই হয়ে যেতো'।
অনুপ- দেখা যাক কি হয়, আই উইল ট্রাই মাই বেস্ট।
'তুমি আছো যখন তখন ডিলটা ইজিলি হয়ে যাবে আই থিংক'- এই বলে একটু হেসে আয়েশা বেরিয়ে যায়। অনুপ বুঝতে পারলো ওদের বস হয়তো প্রোজেক্টে ওর ইনভলভমেন্ট টা ডিক্লেয়ার করে দিয়েছে, আয়েশা হয়তো সেখান থেকেই ব্যাপারটা জেনেছে।
অফিস থেকে ফিরে সন্ধ্যাটা রিলাকশেসন টাইম অনুপের। এই সময়টা অফিসের চিন্তা ভাবনা থেকে দুরেই থাকে। তবে একবার অতুলদাকে কল করতে হবে, প্রোজেক্টের ব্যাপারে। অতুলদার কথা মাথায় আসতে ওর মেয়ের কথা মনে পড়লো। অয়নিকা, 1st year.. ফেসবুকে কথাবার্তা হয়েছে অনুপের সাথে। মেয়েটা বেশ সুইট দেখতে। তবে অনুপ আপাতত কোনো রিলেশনে নেই। বেশ কয়েকবছর আগে সিরিয়াস রিলেশনে ছিলো, ব্রেকআপের পর আর রিলেশনে জড়ায় নি। তবে মুম্বইতে ওর দুজন ফিমেল কলিগের সাথে কিছুদিন ডেট করেছিলো। আর দুটোই বিছানা অবধি গড়িয়েছিলো। কলকাতায় আসার পর অবশ্য তেমন কিছু কারো সাথে হয়নি। তবে কথাবার্তা হয়েছে অনেকের সাথেই। ওদের অফিসের আয়েশা ছাড়াও তনিমা, মাসদুয়েক আগেই নিউ ট্রেনি হিসেবে জয়েন করেছে। কিছুদিন হলো অয়নিকা মেয়েটাও বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে। তবে অনুপের এরা ছাড়া অন্য একজনকে বেশ লেগেছে, সে হলো নন্দিতা, ওর কলিগ তাপসদার ওয়াইফ। নন্দিতার বয়স 41-42 হবে, তবে এই বয়সেও যথেষ্ট স্টাইলিস, ড্রেসিং সেন্স দেখেই সেটা বোঝা যায়। শরীরের গঠন 34-32-34 হবে, বয়সের ভারে পেট আর পাছায় সামান্য চর্বি জমেছে। অনুপের কথাও হয়েছে দু তিন বার, সেদিন অনুষ্ঠানে একটা কালো রঙের সিল্কের শাড়ি আর সাথে কালো রঙের ম্যাচিং ডিপকাট ব্লাউজ, পিঠ অনেকটাই খোলা, বেশ সেক্সি লাগছিলো দেখতে। কথাবার্তা হলেও অনুপের আপাতত কোনো প্ল্যানিং নেই। তবে ও যাকে চেয়েছে তাকে ঠিকই বিছানা অবধি নিয়ে গেছে।
কলেজ ক্যান্টিন এসে বসতেই রিয়া জিজ্ঞেস করে উঠলো 'তারপর কতদুর এগোলি তুই?'। 'আরে তোরা যা ভাবছিস তেমন কিছু নয়, টুকটাক কথাবার্তা বলি আর কি'- অয়নিকা জবাব দিলো, তবে জানে ওর এই জবাবে ইন্দ্রানী বা রিয়া কেউই সন্তুষ্ট হবে না। আসলে শেষ চার পাঁচদিন অয়নিকার সাথে অনুপের চ্যাটিং হয়েছে মোটামুটি, তবে সেরকম সিরিয়াস কিছু নয়। নরমাল কথোপকথোন। অয়নিকাই জিজ্ঞেস করেছিলো অফিস না থাকলে কি করে, ওর ফিটনেস কনসিয়াস নিয়ে এসব আরকি। তবে কথা প্রসঙ্গে অনুপ ওকে বলেছে সামনে একটা প্রোজেক্ট নিয়ে একটু ব্যস্ত আর ওর বাবাও নাকি এই প্রোজেক্টে ইনভলভ। অয়নিকা হালকা ফ্লার্টিং টাইপ কথা বললেও অনুপ নরমাল চ্যাট ই করেছে। দুদিন আগে রিয়া দের সাথে কনফারেন্স কলে থাকার সময় অয়নিকা জাস্ট বলেছিলো অনুপের সাথে ফেসবুকে কথা হয়েছে। সেটা নিয়েই আজ ওরা পড়েছে। 'ওরকম একজনের সাথে শুধু নরমাল চ্যাট হয়েছে এটাও মানতে হবে'- ইন্দ্রানী বলে ওঠে। 'আরে ওরকম কথা না হলে কি করবো'- একটু প্রতিবাদী সুরে বলে অয়নিকা। 'তাহলে আমার সাথে কথা বলিয়ে দে, একটু প্রেম করি'- ইন্দ্রানী চোখ টিপে বলে ওঠে।
অয়নিকা- তোরা ঐ নিয়েই থাক, বলছি নরমাল চ্যাট ই হয়েছে।
রিয়া- আরে চটছিস কেনো, আমার সাথে এরকম হ্যান্ডসাম ছেলের কথা হলে সবাই কে বলে বেড়াতাম
'তোরা ওসবই করে বেড়া, আমার তাড়া আছে আমি বাড়ি চললাম'- এই বলে ক্যান্টিন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় অয়নিকা। তবে ইন্দ্রানী আর রিয়ার যে কৌতুহল সহজে মিটবে না সেটা ও ভালো ভাবেই বুঝে গেছে।
অফিসের কাজকর্ম:
অফিসে আসার পর পরই অনুপ শুনতে পায় কোম্পানির বস ওকে তলব করেছে। ওদের বস দেবেশ চৌধুরির সাথে অনুপের খুব ভালো সম্পর্ক। দেবেশ ই ওদের মুম্বই ব্রাঞ্চে কথা বলে অনুপকে কলকাতায় ওদের অফিসে নিয়ো আসে, অনুপের কাজকর্মে দেবেশও বেশ তৃপ্ত। বিশেষ করে অনুপের চটপটে ব্যাপার টা দেবেশের ভীষন ভালো লাগে। কলকাতায় আসার পর শেষ দুটো প্রোজেক্ট লিডও অনুপ ই করেছে। এই কয়েকমাসে দেবেশের বড় ভরসা হয়ে উঠেছে অনুপ। ওর প্রোমোশনের ব্যাপার টাও দেবেশ এর মাথায় রয়েছে।
অনুপ দরজা নক করতেই দেবেশ ওকে ইশারায় ভেতরে এসে বসতে বলে। অনুপ এসে বসতেই দেবেশ বলে ওঠে 'তারপর কাজ কর্ম কেমন চলছে ?'। 'একদম ঠিকঠাক, তবে সফটওয়ার প্রোগামিং এর জন্য দু তিন জন এক্সপেরিয়েন্সড কেউ থাকলে ভালো হয়'- অনুপ উত্তর দেয়। 'হ্যাঁ সেটা আমার মাথায় আছে'- দেবেশ বলে ওঠে 'তবে তোমায় একটা অন্য কাজে ডেকেছি'। অনুপ- 'হ্যাঁ বলুন'।
দেবেশ- 'আগরওয়াল বিল্ডার্সের সাথে আমাদের একটা ডিল ফাইনাল হবার কথা আছে, ডিলটা ফাইনাল হলে আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে, আমি চাই এই ডিলটা ফাইনালিজ হবার সময় তুমি ওখানে থাকো'। অনুপ একটু অবাক হয়ে বলে 'হ্যাঁ কিন্তু এই প্রোজেক্টের দায়িত্ব তো অতুলদা কে দেওয়া হয়েছে।'
দেবেশ- হ্যাঁ কিন্তু আমি চাই তুমিও এই দায়িত্বে থাকো, আর তুমি থাকলে অতুলেরও হ্যান্ডেল করতে সুবিধে হবে।
অনুপ- ঠিক আছে স্যার, আপনি যা ভালো বুঝবেন।
দেবেশ- আর এই প্রোজেক্টটা ফাইনালিজ হলে আমি তোমার প্রোমোশনটা ডিরেক্টরস মিটিং এ তুলবো।
প্রোমোশনের কথা শুনে অনুপ বেশ খুশিই হয়। বলে 'ঠিক আছে, এটা তো আপনার হাতে, আর ডিল ফাইনাল করতে আমি সবরকম চেষ্টা করবো'।
দেবেশ- ওকে, গুড লাক, আর আমি অতুলকে ইনফর্ম করে দেবো।
নিজের কেবিনে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়ে অনুপ । ওর দায়িত্ব যথেষ্ট বেড়ে গেছে আর তার সাথে প্রোমোশনেরও ব্যাপার আছে। অনুপ ঠিক করে আজ কালের মধ্যেই প্রোজেক্ট নিয়ে যাবতীয় হোম ওয়ার্ক কমপ্লিট করে ফেলবে। দুপুরে লাঞ্চের পর আয়েশা প্রোজেক্টের ফাইল গুলো নিয়ে ওর কেবিনে ঢোকে। পুরো নাম আয়েশা দত্ত, বয়স 25-26, ওদের কোম্পানিতেই আছে দেড় বছর হলো, অনুপের চেয়ে এক দুবছরের ছোটো ই হবে। দেখতে মোটামুটি, তবে গায়ের রঙ পরিষ্কার, হাইট ৫'৩, শারীরিক গঠন 34-28-34। একটু গায়ে পড়ে কথা বলার অভ্যেস আছে। এর আগে একটা প্রোজেক্টে অনুপদের সাথে ছিলো, তখনই অনুপ দেখেছিলো ওর সাথে একটু গায়ে পড়ে কথা বলছে। তবে কথাবার্তায় বেশ স্মার্ট। আয়েশা এসেই বলে 'শুনলাম তোমায় নাকি নতুন প্রোজেক্টে ইনভলভ করা হয়েছে, কংগ্রাটস ফর দ্যাট'। 'ধন্যবাদ আয়েশা, তবে এটা আমাদের বসের ডিসিশন'- অনুপ উত্তর দেয়। আয়েশা- 'আমার মনে হয় বস ঠিকই করেছে, অতুলদার একার পক্ষে চাপ ই হয়ে যেতো'।
অনুপ- দেখা যাক কি হয়, আই উইল ট্রাই মাই বেস্ট।
'তুমি আছো যখন তখন ডিলটা ইজিলি হয়ে যাবে আই থিংক'- এই বলে একটু হেসে আয়েশা বেরিয়ে যায়। অনুপ বুঝতে পারলো ওদের বস হয়তো প্রোজেক্টে ওর ইনভলভমেন্ট টা ডিক্লেয়ার করে দিয়েছে, আয়েশা হয়তো সেখান থেকেই ব্যাপারটা জেনেছে।
অফিস থেকে ফিরে সন্ধ্যাটা রিলাকশেসন টাইম অনুপের। এই সময়টা অফিসের চিন্তা ভাবনা থেকে দুরেই থাকে। তবে একবার অতুলদাকে কল করতে হবে, প্রোজেক্টের ব্যাপারে। অতুলদার কথা মাথায় আসতে ওর মেয়ের কথা মনে পড়লো। অয়নিকা, 1st year.. ফেসবুকে কথাবার্তা হয়েছে অনুপের সাথে। মেয়েটা বেশ সুইট দেখতে। তবে অনুপ আপাতত কোনো রিলেশনে নেই। বেশ কয়েকবছর আগে সিরিয়াস রিলেশনে ছিলো, ব্রেকআপের পর আর রিলেশনে জড়ায় নি। তবে মুম্বইতে ওর দুজন ফিমেল কলিগের সাথে কিছুদিন ডেট করেছিলো। আর দুটোই বিছানা অবধি গড়িয়েছিলো। কলকাতায় আসার পর অবশ্য তেমন কিছু কারো সাথে হয়নি। তবে কথাবার্তা হয়েছে অনেকের সাথেই। ওদের অফিসের আয়েশা ছাড়াও তনিমা, মাসদুয়েক আগেই নিউ ট্রেনি হিসেবে জয়েন করেছে। কিছুদিন হলো অয়নিকা মেয়েটাও বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে। তবে অনুপের এরা ছাড়া অন্য একজনকে বেশ লেগেছে, সে হলো নন্দিতা, ওর কলিগ তাপসদার ওয়াইফ। নন্দিতার বয়স 41-42 হবে, তবে এই বয়সেও যথেষ্ট স্টাইলিস, ড্রেসিং সেন্স দেখেই সেটা বোঝা যায়। শরীরের গঠন 34-32-34 হবে, বয়সের ভারে পেট আর পাছায় সামান্য চর্বি জমেছে। অনুপের কথাও হয়েছে দু তিন বার, সেদিন অনুষ্ঠানে একটা কালো রঙের সিল্কের শাড়ি আর সাথে কালো রঙের ম্যাচিং ডিপকাট ব্লাউজ, পিঠ অনেকটাই খোলা, বেশ সেক্সি লাগছিলো দেখতে। কথাবার্তা হলেও অনুপের আপাতত কোনো প্ল্যানিং নেই। তবে ও যাকে চেয়েছে তাকে ঠিকই বিছানা অবধি নিয়ে গেছে।
কলেজ ক্যান্টিন এসে বসতেই রিয়া জিজ্ঞেস করে উঠলো 'তারপর কতদুর এগোলি তুই?'। 'আরে তোরা যা ভাবছিস তেমন কিছু নয়, টুকটাক কথাবার্তা বলি আর কি'- অয়নিকা জবাব দিলো, তবে জানে ওর এই জবাবে ইন্দ্রানী বা রিয়া কেউই সন্তুষ্ট হবে না। আসলে শেষ চার পাঁচদিন অয়নিকার সাথে অনুপের চ্যাটিং হয়েছে মোটামুটি, তবে সেরকম সিরিয়াস কিছু নয়। নরমাল কথোপকথোন। অয়নিকাই জিজ্ঞেস করেছিলো অফিস না থাকলে কি করে, ওর ফিটনেস কনসিয়াস নিয়ে এসব আরকি। তবে কথা প্রসঙ্গে অনুপ ওকে বলেছে সামনে একটা প্রোজেক্ট নিয়ে একটু ব্যস্ত আর ওর বাবাও নাকি এই প্রোজেক্টে ইনভলভ। অয়নিকা হালকা ফ্লার্টিং টাইপ কথা বললেও অনুপ নরমাল চ্যাট ই করেছে। দুদিন আগে রিয়া দের সাথে কনফারেন্স কলে থাকার সময় অয়নিকা জাস্ট বলেছিলো অনুপের সাথে ফেসবুকে কথা হয়েছে। সেটা নিয়েই আজ ওরা পড়েছে। 'ওরকম একজনের সাথে শুধু নরমাল চ্যাট হয়েছে এটাও মানতে হবে'- ইন্দ্রানী বলে ওঠে। 'আরে ওরকম কথা না হলে কি করবো'- একটু প্রতিবাদী সুরে বলে অয়নিকা। 'তাহলে আমার সাথে কথা বলিয়ে দে, একটু প্রেম করি'- ইন্দ্রানী চোখ টিপে বলে ওঠে।
অয়নিকা- তোরা ঐ নিয়েই থাক, বলছি নরমাল চ্যাট ই হয়েছে।
রিয়া- আরে চটছিস কেনো, আমার সাথে এরকম হ্যান্ডসাম ছেলের কথা হলে সবাই কে বলে বেড়াতাম
'তোরা ওসবই করে বেড়া, আমার তাড়া আছে আমি বাড়ি চললাম'- এই বলে ক্যান্টিন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় অয়নিকা। তবে ইন্দ্রানী আর রিয়ার যে কৌতুহল সহজে মিটবে না সেটা ও ভালো ভাবেই বুঝে গেছে।