(16-01-2019, 06:14 PM)Nilpori Wrote: অনুভূতির চুড়ান্তে শিহরণ জাগানো এক সুস্বর ধ্বনিইচ্ছে তো ছিলো ঘাশফুল হবো,
কখনো বুঝতে পারবোনা, কখনও প্রকাশ হবে না
হবো প্রজাপতি লাল-নীল।
ইচ্ছে তো ছিলো রংধনু হবো।
ভাসবো আকাশে অনাবিল।
ইচ্ছে তো ছিলো স্বপ্ন হয়ে,
ছুঁয়ে যাবো আঁখিপাত।
ইচ্ছে তো ছিলো বাসবো ভালো,
তোমায় দিন রাত।