Thread Rating:
  • 10 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অচেনা পৃথিবী
#6
৩য় পর্ব

প্রায় দু ঘন্টা হতে চললো শপিংয়ে এসেছে অয়নিকারা। ওরা বলতে অয়নিকা এসছে মালবিকা আর নন্দিতার সাথে। দিন তিনেক আগে নন্দিতা আন্টি ওদের বাড়িতে এসছিলো, তখনই নাকি ওর মাকে বলেছিলো এর মধ্যে একদিন শপিংয়ে যাবে। তারপর আজ ১১টার দিকে ওদের বাড়িতে এসে হাজির। অয়নিকা জানে নন্দিতা শপিংয় করতে ভালোবাসে, শপিং পার্টনার হিসেবে তাই মাঝেসাঝেই মালবিকার ডাক পড়ে। অয়নিকারও কিছু কসমেটিকস কেনার ছিলো তাই ও আজ ওদের সাথে জুড়ে গেছে। তবে ওর মা মালবিকা অবশ্য শপিংয়ে খুব একটা আগ্রহী নয়, জাস্ট নন্দিতাকে সঙ্গ দিতেই আসে ওর সাথে। অয়নিকার কেনাকাটা করতে অবশ্য তেমন একটা সময় লাগে না। এবারও লাগেনি। সময় যা নেওয়ার নিচ্ছে নন্দিতা। নন্দিতার নাকি সামনেই দুটো ইনভাইটেশন আছে, সেখানে পড়ার জন্য শাড়ি কিনবে। চার পাঁচটা অলরেডি ঘোরা হয়ে গেছে। শেষে অয়নিকা একটা নীল রঙের সিল্কের শাড়ি চুজ করে বলে 'এটা নাও আন্টি, তোমায় ভালো মানাবে'। নন্দিতাও বলে ওঠে 'বাহ্ অয়নিকা তোর পছন্দ আছে বলতে হবে'। মালবিকাও নিশিন্ত হয় নন্দিতার শাড়ি পছন্দ হওয়ায়, না হলে আবার অন্যদিন ওর সাথে শপিংয়ে আসতে হতো। শাড়ির দোকান থেকে বেরিয়ে নন্দিতা ওদের নিয়ে একটা লেডিস গারমেন্টস এর দোকানে ঢোকে। দোকানের ভেতরে যেতেই অয়নিকা বুঝতে পারে ইনার ওয়ার কিনতে এসছে নন্দিতা আন্টি। লেসের কাজ করা ডিজাইনার ব্রা প্যান্টি দেখছে দেখে মালবিকা নন্দিতাকে আস্তে করে বলে ওঠে 'একি তুমি এই ধরনের ব্রা প্যান্টি পড়ো নাকি ?'। নন্দিতা- 'আরে এগুলো বেশ কমফরটেবল, আমি তো বলবো তুমি ও ট্রাই করো এগুলো, তোমার কর্তাও খুলে মজা পাবে'। শেষ দিকের কথা গুলো বলেই হেসে দেয় নন্দিতা। মালবিকা ফিস ফিস করে বলে ওঠে 'ইস, তুমি না সত্যি, মেয়ে বড় হচ্ছে আর এখন এসব'। অয়নিকা অবশ্য পাশে দাড়িয়ে চুপচাপ ওদের কথা শুনতে থাকে। ও জানে নন্দিতা আন্টি খুবই ফ্যাশন কনসিয়াস, তাই উনি এসব ডিজাইনার ব্রা প্যান্টি পড়বেন এটাই ওর কাছে স্বাভাবিক। আর ওর মা এসবে তেমন আগ্রহী নয়, তাই তার কাছে তার বয়সী একজনের এসব কেনাটা একটু অদ্ভুত ই লাগবে সেটাই স্বাভাবিক। তবে অয়নিকা নন্দিতা আন্টির বর তাপস আংকেল কেও দেখেছে আর উনিও বেশ ফিট। ওর বাবার মতো ভুড়িওয়ালা মধ্যবিত্ত টাইপ নয়। হয়তো তাপস কাকু এসব পছন্দ করেন, নন্দিতা আন্টির কথা মতো তার শরীর থেকে এসব খুলে আনন্দ পান। শেষমেষ একটা গোলাপী রঙের লেসের কাজ করা একটা ব্রা প্যান্টির সেট পছন্দ করে নন্দিতা আন্টি। কেনাকাটা শেষ হলেই নন্দিতা ওদের ছাড়ে না, ওদের নিয়ে রেসুরেন্টে ঢোকে লাঞ্চ করবে বলে। নন্দিতার এই গুনটা অয়নিকার খুব ভালো লাগে। সবাইকে নিয়ে হুল্লোড় করতে ভালোবাসে। অয়নিকা ওর ফেভারিট ডিশ ইলিশ ভাপা অর্ডার করে আর ও এটাও জানে আজকের বিল নন্দিতা আন্টিই পে করবে। লাঞ্চ পর্ব মিটে গেলে নন্দিতা ওদের গাড়িতে লিফট দিতে চায়। মালবিকা বলে ওঠে 'না নন্দিতা তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা একটা ক্যাব বুক করে নিচ্ছি'। নন্দিতা তাও জোড়াজুরি করলেও অয়নিকা ওর মোবাইলে ক্যাব বুক করে করে নেয়। গাড়িতে আসতে আসতে মালবিকা বলে ওঠে 'নন্দিতার ড্রেসিং সেন্স টা কেমন জানি!'। অয়নিকা বুঝতে পারে তখনকার ঘটনার জন্যই ওর মা এরকম বললো। 'নন্দিতা আন্টি একটু ফ্যাশনেবল তাই হয়তো'- অয়নিকা উত্তর দেয়। 'একটু বেশি ফ্যাশনেবল তোর নন্দিতা আন্টি'- মালবিকা বলে। অয়নিকা হেসে ওঠে 'হয়তো তাপস কাকু পছন্দ করে এসব খুলতে'। মালবিকাও হেসে দেয় অয়নিকার কথা শুনে। অয়নিকা এবার মালবিকার কানে ফিসফিস করে বলে 'তুমিও এরকম লেসের কাজ করা ব্রা প্যান্টি পড়তে পারো, বাবারও দেখে মজা লাগবে আর খুলতেও মজা লাগবে'। মালবিকা অয়নিকার গালে আলতো চাটি মেরে বলে 'বড্ড পেকেছিস কলেজে গিয়ে'। ওরা দুজনেই হেসে ওঠে।

সন্ধ্যার দিকে ইন্দ্রানী অয়নিকাকে ফোন করে। আজ শপিংয়ে যাওয়ায় অয়নিকার আর কলেজ যাওয়া হয়নি। হঠাৎ করে চলে যাওয়ায় ইন্দ্রানীদের ফোন করারও সময় পায় নি। দুপুরে বাড়ি ফিরে বাকি সময়টা ঘুমিয়েই কাটিয়েছে। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ই ইন্দ্রানী ওকে কলটা করে। অয়নিকা রিসিভ করতেই জিজ্ঞেস করে ওঠে 'কিরে আজ কলেজ এলি না কেন?'
- আর বলিস না হঠাৎ করে শপিংয়ে গেলাম, তাই তোদের আর বলাও হয়নি।
- ওহ আচ্ছা, আমি ভাবলাম কি জানি সেই হ্যান্ডসামের সাথে ডেটে গেলে নাকি (ইন্দ্রানী মজা করে বলে ওঠে)
অয়নিকা বুঝতে পারে ইন্দ্রানী আবার লেগপুলিং শুরু করেছে, ও টপিক চেঞ্জ করে বলে 'ক্লাস করেছিস তো?'
- হ্যাঁ, আজ আর বাঙ্ক করিনি
- তাহলে ভাবছি কাল একবার তোর বাড়ি গিয়ে নোটস গুলো নেবো।
- হ্যাঁ চলে আয়, আমি বাড়িতেই থাকবো
- ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে।
অয়নিকা ফোন রেখে দেয়। ইন্দ্রানী সুযোগ পেলেই লেগপুলিং করে, আর এবার তো অনুপের টপিক পেয়েছে। তবে অনুপ যে ওর রিকোয়েস্ট একসেপ্ট করেছে সেটা আর বলেনি। বললে আরও ইয়ার্কি করতো। অনুপকে সেদিন রাতে রিকোয়েস্ট পাঠিয়েছিলো, পরদিন সকালে একসেপ্ট করেছে। তবে কোনো কথা হয় নি। তবে অয়নিকা অনুপের প্রোফাইল টা চেক করেছে এবং ওর ওকে সিঙ্গেল ই মনে হয়েছে। অনুপের বেশিরভাগ ছবিই সিঙ্গেল দেওয়া, অফিস কলিগদের সাথে আছে কয়েকটা আর কিছু জিম করার সময় সেলফি। অয়নিকা ঠিকই ধরেছিলো অনুপ জিম করে। অনুপের চেহারাটা সত্যিই মাসকিউলার আর হাইট টাও চেহারার সাথে মানাননসই। অয়নিকা ঠিক করে আজ অনুপের সাথে একটু চ্যাট করবে। বেশি না অল্পই করবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।
রাতে ডিনারের পর অয়নিকা মেসেঞ্জারে হাই পাঠায় অনুপকে। হাই পাঠিয়ে ওয়েট করতে থাকে, কারন অনুপ এখন অনলাইন নেই। ওয়েট করার সময় ভেতরে ভেতরে একটু উত্তেজনাও অনুভব করে ও, কারন আগে কখনো এমন করেনি। ঠিক ১৫ মিনিট পর অনুপ hello রিপলাই করে। অয়নিকা মেসেজ করে 'তারপর কি খবর?'।
অনুপ- এই তো চলছে, তোমার?
অয়নিকা- আমারও আর কি, বাই দ্য ওয়ে তুমি ই বলছি।
অনুপ- হ্যাঁ ওটাই বেটার, কাকু আবার ডেকে বসো না।
অয়নিকা- না না তুমি অতটাও বড় না, তোমার জিমের ছবি গুলো কিন্তু অসাধারন
অনুপ- thank you..
অয়নিকা- সেদিন অনুষ্ঠানে তোমার ব্লেজার টা দারুন ছিলো, ওটা কার চয়েস গার্লফ্রেন্ড এর (অয়নিকা সরাসরি জিজ্ঞেস করে)
অনুপ- একদম ই না, ওটা নিজেরই চয়েস, আর gf থাকলে তো চয়েস করবে।
অয়নিকা- সেকি এরকম হ্যান্ডসাম ছেলের কোনো gf নেই?!
অনুপ- হ্যান্ডসাম হলেই যে gf থাকতে হবে তেমন তো কোনো কথা নেই
- না নেই, তবে অনেক হ্যান্ডসাম ছেলেরই তো gf থাকে
- সে থাকে, তুমি তো দেখতে সুন্দরী, তোমার কি বয়ফ্রেন্ড আছে ?
- না আমারও বয়ফ্রেন্ড নেই, এনিওয়ে সুন্দরী বলার জন্য ধন্যবাদ।
- ওয়েলকাম, তবে তুমি সত্যি সুন্দরী
- thanks again, আজ টাটা , গুডনাইট
- ওকে গুডনাইট
মোবাইল রেখে শুয়ে পড়ে অয়নিকা। প্রথম দিন হিসেবে এটুকু চ্যাট ঠিক ই আছে। তবে অনুপের কোনো গার্লফ্রেন্ড নেই এটা জানতে পারলো। তবে অনুপ তেমন ইন্টারেস্ট না দেখালে ও নিজে থেকে এগোবে না- এমন টাই ঠিক করে অয়নিকা।

পরদিন দুপুরের আগে আগে ইন্দ্রানীদের বাড়িতে আসে অয়নিকা। অয়নিকা ওর রুমে ঢুকতেই ইন্দ্রানী বলে ওঠে 'কিরে কথাবার্তা হলো তারপর?'। অয়নিকা বুঝতে পারে ইন্দ্রানী অনুপের ব্যাপারে জানতে চাইছে। 'ধুর তোর ঐ এককথা'- অয়নিকা বলে ওঠে। ইন্দ্রানী- 'বাহ্ রে এরকম একজন হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলবি না, তোর ইচ্ছে না থাকলে আমার সাথে কথা বলিয়ে দিস'। 'আচ্ছা তাহলে বাড়িতে বলি অনুপ সিঙ্গেল কি না, নাহলে তোর কথা বলবো'- অয়নিকা হেসে জবাব দেয়। 'কথা বলাবি না সেটা বল'- ছদ্ম রাগ দেখিয়ে বলে ইন্দ্রানী। ইন্দ্রানীর রাগ দেখে হেসে ফেলে অয়নিকা। বেশিক্ষণ থাকে না ওর বাড়ি। নোটস গুলো নিয়ে বেরিয়ে পড়ে, অয়নিকা জানে অনুপের ব্যাপারে জিজ্ঞেস করে করে ওর মাথা খাবে ইন্দ্রানী।
[+] 2 users Like Aragon's post
Like Reply


Messages In This Thread
অচেনা পৃথিবী - by Aragon - 12-10-2019, 10:07 AM
RE: অচেনা পৃথিবী - by Aragon - 12-10-2019, 03:38 PM
RE: অচেনা পৃথিবী - by TheLoneWolf - 11-11-2019, 04:36 PM
RE: অচেনা পৃথিবী - by kroy - 23-11-2019, 08:43 AM
RE: অচেনা পৃথিবী - by kroy - 23-11-2019, 08:47 AM
RE: অচেনা পৃথিবী - by kroy - 03-04-2020, 03:51 PM
RE: অচেনা পৃথিবী - by Samal - 01-05-2023, 05:31 PM



Users browsing this thread: 2 Guest(s)