11-10-2019, 11:27 PM
আমি উত্তর করলাম, ‘হুম, তনু বলছিল বটে। কিছুদিনের মধ্যেই আমাদের প্রেসিডেন্টের আসার কথা আছে। দেখি, ওকে একবার বলে। হয়তো হয়েও যেতে পারে।‘ পার্থ বলল, ‘প্লিস একটু দ্যাখ। আর একা থাকতে ভালো লাগছে না।‘ তনু চা নিয়ে এলো। দুজনের হাতে চা দিয়ে বলল, ‘তোরা চা খা। আমি দেখি কি রান্না করতে পারি।‘ আমি ওকে বারন করে বললাম, ‘আরে ছাড় তো রান্না। ম্যায় অগর ইস ওয়াক্ত কাম মে না আউ তো কব আয়েঙ্গে?’ পার্থ বলল, ‘কি বলতে চাইছিস তুই?’ আমি বললাম, ‘আবার খেটে খুটে রান্না কেন। চল সব বাইরে গিয়ে খেয়ে আসি।‘ পার্থ বলল, ‘ও তো ঠিক আছে। কিন্তু......’ আমি জানি ও কি বলতে চাইছে। বললাম, ‘অন্য ভাবা পড়ে পার্থ। ডিসাইডেড মানে ডিসাইডেড। বাইরে খাব। স্নেহাকে ডাক।‘ তনু গলা ছেড়ে ডাকল ওকে, ‘অ্যাই স্নেহা তোর কাকু ডাকছে।‘ স্নেহা লাফাতে লাফাতে প্রায় বাইরে এলো। আমার দিকে তাকিয়ে বলল, ‘হুকুম কর জনাব।‘ আমি বললাম, ‘আজ আমরা হোটেলে খাব। ইউর অপিনিওন?’ স্নেহা জবাব দিল, ‘তাই তো যাবো। এ কথা উঠলো কেন? মা বলছিল বুঝি রান্না করবে?’ আমি বললাম, ‘হ্যাঁ তোর মা বলছিল। যাইহোক, তাহলে চল বেড়িয়ে পড়ি।‘ পার্থ তনুকে ডেকে বলল, ‘এই দেখ দীপ আবার কি পাগলামি শুরু করেছে। বলছে হোটেলে খাবে।‘ তনু বলল, ‘আরে তাই নাকিরে দীপ। বাহ, বাহ। চল চল যাই।‘ পার্থ হতাশ হয়ে বলল, ‘উফ বাবা, কাকে বলতে গেছি আমি।‘তনু আর স্নেহা ড্রেস করে ফেলল। তনু সালোয়ার কামিজ আর স্নেহা একটা কাপ্রি আর টপ। পার্থ একটা ক্যাজুয়াল ড্রেস পড়ে নেওয়ায় আমরা ঘর থেকে বেড়িয়ে ওই হোটেলেই গেলাম। পার্থ ঢুকতে ঢুকতে বলল, ‘উফ এই হোটেলটা সহ্যের বাইরে আমার। যা চলে এখানে, বউ মেয়ে নিয়ে ঢোকা যায় না।‘ আমি ওর পাশে হাঁটতে হাঁটতে বললাম, ‘এখানকার লোকেরা মানা করে না কেন?’ পার্থ হাত নাড়িয়ে বলল, ‘আরে মানা করলেও শুনছে কে? এটাতেই তো ওদের পয়সা। তোরা এসেছিলি না এখানে?’ আমি জবাব দিলাম, ‘এসেছিলাম মানে, বেড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছিল। তনু তবু ঠিক আছে, স্নেহার সামনে বসে এগুলো সহ্য করা যায়?’ উপরে উঠতে উঠতে পার্থ বলল, ‘আবার এই হোটেল ছাড়া ভালো হোটেল এখানে অনেক দূরে। তাই বাধ্য হয়ে প্রায় আসতে হয় এখানে।‘ আমরা সবাই বসলাম একটা কোনে যেখান থেকে অন্যদের কম দেখা যাবে। আমি, পার্থ আর তনু ভদকা নিলাম আর স্নেহার জন্য ককটেল অর্ডার দিলাম। কিছুপরে ড্রিংক চলে এলো। আমরা ড্রিংক করতে করতে দেখতে লাগলাম চারপাশ। একটা ব্যাপার আমার নজরে লাগলো পার্থর সাথে স্নেহার ইন্টারঅ্যাকশন। দুজনে প্রায় চুপচাপ। জিজ্ঞেস করা ঠিক হবে না। তাই আমিও কিছু বললাম না। ড্রিংক করতে করতে পার্থ বলল, ‘তাহলে দীপ তুই ওই ব্যাপারটা দেখবি তো?’ আমার উত্তর দেবার আগে তনু জিজ্ঞেস করল, ‘কোন ব্যাপারটা গো?’ পার্থ বলল, ‘ওই ওদের কোম্পানিতে কোন চান্স হবে কিনা।‘ তনু বলল, ‘হ্যাঁ, আমি তো ওকে বলেছি। ও বলেছে দেখবে। কে নাকি আসার ব্যাপার আছে ওর সাইটে, তখন কথা বলবে বলেছে।‘ আমি বললাম, ‘হ্যাঁ, প্রেসিডেন্টের আসার কথা আছে। উনি এলে আমি ঠিক বলব।‘ খাবার খেয়ে আমরা বাইরে চলে এলাম। পার্থ আর আমি সিগারেট ধরিয়ে চলতে লাগলাম। আমার পাশে স্নেহা আর পার্থর পাশে তনু। আমি স্নেহাকে জিজ্ঞেস করলাম, ‘তো স্নেহা জী, কেমন লাগলো ডিনার?’ স্নেহা আমার কোমর হাত দিয়ে জড়িয়ে চলতে চলতে বলল, ‘দারুন।