(16-01-2019, 10:32 AM)Nilpori Wrote: গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে।
মনে বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে।
-লালন সাঁই -
গোধূলি হাওয়ায় – রং তুলি সাজানো ক্যানভাস –
তোমার শূন্য দৃষ্টির মতো – সাজানো শস্য ,
অথবা উষ্ণ নিঃশ্বাসের ঘ্রান
আমায় মাতাল করে দিতো –
বড় ভালোবাসতাম।
এক পাগলী।
বড় উথাল পাথাল করে গোওওওওওও ................................................
হেমন্তের মোলায়েম রোদে
অলস বিকেলে
চিলেকোটায় বড় একা!
উষ্ণ প্রেমের পরশ ঘোরে
মন হয়েছে বোকা!
রক্ত ক্ষরণ মন যমুনায়
ভুলে গেছি অঙ্গীকার!
ধূসর গোধূলির অগ্রাসী মন
অভিবন্দনায় বড় নিথর!
পিঙ্গল পপি ফুলে
বিমোহিত অষ্ট প্রহর!