Thread Rating:
  • 19 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
একান্ত গোপনীয়
#53
আমি বুঝলাম কোন লোচা আছে। আমি জেদ ধরলাম, ‘না তোকে বলতে হবে। তুই কিছু গোপন করছিস আমার কাছে।‘ তনু মাথাটা ঝাঁকি দিল। এক ঢোকে গ্লাস শেষ করে বলল, ‘দে আরেকটা পেগ দে।‘ আমি উঠে ঘরের ভিতর থেকে গ্লাসে ভরে নিয়ে এলাম। তনুর জন্য আর আমার জন্য। তনুকে একটু বেশি দিলাম কথা বার করার জন্য। ফেরত আসতে গিয়ে দেখি স্নেহার গ্লাস যেমন ভরা ছিল তেমনি আছে। আমি যে ঢুকেছি ওর কোন খেয়ালই নেই। ও একমনে মোবাইলে মুখ গুঁজে পড়ে আছে। আমি চাপা পায়ে ওর পিছনে গিয়ে দেখলাম ও কি করছে। যেটা মনে ভেবেছিলাম ঠিক তাই। ও ভিডিও ক্লিপ দেখছে। আমি ওকে বিরক্ত না করে আবার চাপা পায়ে বেড়িয়ে এলাম ঘর থেকে। তনুর হাতে জিনের গ্লাস তুলে দিলাম। লিমকা মিশিয়েই দিয়েছিলাম। তনু গ্লাসটা ধরতে আমি আবার চেয়ারে বসে জিজ্ঞেস করলাম, ‘এবার বল।‘ তনু বড় সিপ মেরে আমার দিকে তাকিয়ে বলল, ‘দীপ, আমাকে বলতেই হবে?’ আমি সিপ দিয়ে বললাম, ‘আরে আশ্চর্য, কেন বলবি না? না বলার অন্য কোন কারন আছে কি?’ তনু কেমন উদাস গলায় বলল, ‘নারে কারন কিছুই নেই। শুধু আছে অবিশ্বাস। শুনবি যখন তখন শোন আমি বলছি।‘ আমি ওয়েট করতে লাগলাম। তনু গলাটা পরিস্কার করে বলল, “তুই চলে যাবার পরে পরেই দাস এসে হাজির একদিন ঘরে। পার্থ ছিল ঘরে। মনে হচ্ছে সেদিন রবিবার ছিল। গল্প টল্প করলো। বলল তোর কথা। তুই নাকি অন্যায় ভাবে কোম্পানি ছেড়ে চলে গেছিস। এটা নাকি তোর ঠিক হয় নি। তারপর তোর নামে কত বদনাম করতে লাগলো। তুই নাকি কনট্রাকটরের থেকে টাকা নিতিস। পার্থ বাঁধা দিয়েছিল কিন্তু ও বলতই। যাইহোক ওর আসা বন্ধ হত না। আমাদের অসুবিধে থাকলেও স্টাফ বলে পার্থও কিছু বলতো না আর আমি তো নাই। এই করে করে ও খুব বেশি যাতায়াত শুরু করে দিয়েছিল। আমি আর পার্থ আলোচনা করতাম কিভাবে বন্ধ করা যায় ওর আসা। কিন্তু কিছুই ভেবে উঠতে পারতাম না। একে তো তুই থাকার সময় কারো সাথে আমরা সম্পর্ক রাখতাম না পরেও রাখিনি। কারো যে হেল্প নেব সেটাও হয়ে উঠত না। একদিন পার্থ ছিল না ঘরে সাইটে গেছিল। ও বোধহয় ছুটি নিয়েছিল। হঠাৎ করে দেখি ও হাজির। আমি তো দরজা খুলে অবাক ওকে দেখে। মুখ থেকে বেড়িয়ে এলো আরে আপনি আজ সাইটে যাননি? দাস জবাব দিয়েছিল না ও যায় নি সাইটে। ছুটি নিয়েছে। কিন্তু এখন আর ভালো লাগছে না দেখে ও আমাদের ঘরে চলে এসেছে। আমি জানিয়েছিলাম, “কিন্তু পার্থ তো সাইটে। ফিরতে তো সেই সন্ধ্যে হয়ে যাবে।“ ও জবাবে বলেছিল তাতে কি হয়েছে। আমারই সাথে গল্প করবে। আমি আর না বলতে পারি নি। জানিসই তো আমি ঘরে কেমন ড্রেস করে থাকি। প্রত্যেক দিনের মত তলায় ব্রা নেই প্যান্টি নেই। তবে সেদিন পা পর্যন্ত লম্বা নাইটি পড়ে রেখেছিলাম আমি। আমি ওকে চা খেতে দিয়েছিলাম। ওকে দেখছিলাম থেকে থেকে আমার বুকের দিকে তাকাতে। ওর চোখে আমি লোভের ছায়া দেখতে পেয়েছিলাম। পার্থকে বলতে পারি নি কারন তুই তো জানিস ও স্টাফ সম্বন্ধে কোন কিছু শুনতে চাইত না।সেই দাস একদিন সাইটে নেক্সট টু ম্যানেজার হয়ে গেছিল। অনেক পাওয়ার দিয়ে দিয়েছিল ওর হাতে। যে কোনো স্টাফকে যা ইচ্ছে তাই বলতে পারতো। তোর সাথে যেহেতু সম্পর্ক আমাদের খুব বেশি ছিল পার্থকে তো ও নাস্তানাবুদ করে ছাড়ত। আজ ওইটা করতে হবে আজ এইটা। কি না বলতো। একবার তো এও বলেছিল এখন তো আর দীপ নেই তোমাকে তোমার কাজ একা করতে হবে। যার জন্য পার্থ খুব একটা কিছু বলতো না। এটা তো ঠিক যে পার্থকে তুই অনেক বাঁচিয়ে দিয়েছিস অনেক বিপদ থেকে। তুই চলে যাবার পর পার্থ সত্যিই খুব বিপদে পড়েছিল, তার উপর ওই দাস। বেশ কয়েকবার ঘোরাফেরা করেছে ও আমাদের বাড়ীতে। আর ওর চোখের খিদে দেখে মনেই হত ওর নজর আমার উপর। কতবার বলেছে যে ওর সাথে ঘুরে আসতে। আমি কত ভনিতা করে ওকে কাটিয়ে গেছি।“ তনু একটু বিশ্রাম নিল টানা বলে যাওয়ায়। আমি একটু গন্ধ পাচ্ছি একটা সর্বনাশের। আমি অপেক্ষা করতে লাগলাম আবার তনু কখন শুরু করে। তনু আবার শুরু করলো। “জানিস দীপ সেই দিনের জন্য একদম আমি প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেই পারি নি এইরকমটা হবে আমার লাইফে। সেদিন পার্থ এসে বলল ওর নাকি সাইট থেকে ফিরতে অনেক দেরি হতে পারে। একটা বড় ঢালাই আছে। ওকে নাকি ডিউটি দিয়েছে ওই ঢালাইয়ের। ঠিক দুপুরবেলা দরজায় শব্দ। আমি জানতাম ওই দাস এসেছে।
Like Reply


Messages In This Thread
RE: একান্ত গোপনীয় - by Raj1100 - 11-10-2019, 12:08 AM



Users browsing this thread: 6 Guest(s)