10-10-2019, 10:13 PM
পুরো গল্পটা এখানে না দিলেও আপনার দেয়া লিঙ্ক থেকে গল্পটা পড়ে নিয়েছি। এতো সুন্দর গল্প আমার জীবনে আমি খুব কমই পড়েছি। প্রত্যেকটা বিষয়ের প্রতি এতো বেশী সামঞ্জস্যতা ছিলো যে অতি বড় সমালোচকও এই গল্পের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করতে পারবে বলে আমার মনে হয় না। শুধু আক্ষেপ থেকে গেছে গল্পটা আরো অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবার কথা ছিলো, সেটা হয়তো হয়নি। লেখকের যে পরিকল্পনার ছাপ দেখলাম এই গল্পে, তাতে খুব জোর দিয়েই বলা যায় এতো বড় গল্প হলেও এটা আসলে মূল গল্পের ভূমিকা মাত্র। এটা আসলে গল্প নয়, একটা পূর্ণাংগ উপন্যাসের প্রথম অংশ মাত্র... এতে এমন অনেক কিছুই অবশিস্ট আছে যা থেকে গল্পটি সামনে বাড়িয়ে নেয়া কোনো ব্যাপারই না। সামনে বাড়িয়ে নেবার উপাদানে ঠাসা এই গল্প এখানেই পরিসমাপ্তি ঘটবে কিংবা লেখক আদৌ ঘটাতে চাবেন সেটা আমার মনে হয়নি। যদিও গল্পের পরের অংশের ব্যাপারে আমার কোনো ধারনা নেই যে গল্পটি আরো বেড়েছিলো কি বাড়েনি।
চমৎকার এই গল্পটি যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেও কম হয়ে যায়। আসলে ঐ লেখকের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। এই কারনে যে যতোক্ষন গল্পটি পড়েছি ততোক্ষন জীবনের বাস্তবতা তথা বাস্তব সূখ দুঃখ থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছিলাম। শুধু গল্পের নাবিল সূখেই নিমজ্জিত ছিলো পুরো মন...
সেই সাথে গল্পটির সন্ধান দেয়ার জন্য TS কেও অনেক ধন্যবাদ জানাচ্ছি...
চমৎকার এই গল্পটি যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেও কম হয়ে যায়। আসলে ঐ লেখকের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। এই কারনে যে যতোক্ষন গল্পটি পড়েছি ততোক্ষন জীবনের বাস্তবতা তথা বাস্তব সূখ দুঃখ থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছিলাম। শুধু গল্পের নাবিল সূখেই নিমজ্জিত ছিলো পুরো মন...
সেই সাথে গল্পটির সন্ধান দেয়ার জন্য TS কেও অনেক ধন্যবাদ জানাচ্ছি...