10-10-2019, 09:59 PM
ও অনেকসময় বলত তুই যদি আমার সাথে সঙ্গম করতিস তাহলে সেদিন আমি পার্থর সাথে সঙ্গম করতাম। নাহলে পেটে এসে গেলে ওর সন্দেহ হতে পারে। তারমানে ওর সাথে পার্থর সঙ্গম হত। অনেককিছুই ঘোঁট পেকে আছে। শুনেছি যে অনেক মেয়ে বিয়ের বাইরেও সম্পর্ক করে থাকে। তাহলে কি সেটা দেহের চাহিদা না টাকার চাহিদা? তনুকে মাঝে মাঝেই টাকা দিতাম। ও চাইত না কিন্তু হয়তো ওকে বলতাম ওর কোন সাজার জিনিস কিনতে। তনু কিন্তু কোনদিন না বলত না টাকা নিতে। অনেক কিছুই উত্তর হয় আবার নাও হয়। যাকগে, এটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। তারপরে বেশ কয়েকটা বছর কেটে গেছে। আমি এক সাইট থেকে আরেক সাইটে ঘুরতে থেকেছি ট্র্যান্সফারের দৌলতে। দেখলাম এরকমভাবে ঘুরতে থাকলে আমার ফ্যামিলি লাইফ নষ্ট হয়ে যাবে। ছেলের পড়াশোনা। বর্ষার একা থাকার অসুবিধে। একদিন বর্ষার সাথে আলোচনা করে ওদেরকে সেটেল করে দিলাম আমার শ্বশুরবাড়ির কাছে, যেখানে ওর দিদি পরিবার নিয়ে থাকে। অন্তত যদি কোন দরকার হয় হঠাৎ, তাহলে ওরা অন্তত সময়মত দেখভাল করতে পারবে। আর আমি ঘুরতে থাকলাম সারা ভারতে। একটা নতুন সাইটে গেছি। ওখানে ক্লায়েন্টের একটা ইঞ্জিনিয়ার নাম মনে হয় তপন বিশ্বাস ওর সাথে দেখা। ওর সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমি হিমাচল প্রদেশে ছিলাম। তখন থেকে ও আমাকে মেল করতো আমি কখনো কখনো জবাব দিতাম। আমাকে দেখে ও যেন ভুত দেখেছে এই ভাব ওর। আমাকে জিজ্ঞেস করলো, ‘আরে আপনি এখানে। কি সৌভাগ্য আমার আপনাকে পেলাম। খুব একা লাগছিল এই সাইট। কারো সাথে আলাপ নেই পরিচয় নেই। যাক অন্তত আপনি আছেন।‘ যেহেতু ক্লায়েন্টের, মেলামেশা করতেই হবে। নাহলে শালা এ বেটা কাজ করতে দেবে না এতো পিছনে লেগে থাকে। এক কথা দু কথায় পার্থর নাম এসে গেল আলাপে। তপনই বলল ওরা কোথায়, পার্থ কি করছে, কেমন আছে। বলল পার্থ নাকি মহারাষ্ট্রে একটা ঘর কিনেছে লোনে। পার্থ এখন মালদ্বিপে আছে, কোন এক কোম্পানিতে। আমি ভাবলাম শালার লাক দেখ। গান্ডুটা কিছু না জেনেও বিদেশে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ‘মালদ্বিপে কবে গেল ও?’ তপন বলল, ‘তা প্রায় চোদ্দ বছর হয়ে গেল।‘ আমার মুখ ঝুলে গেল। চোদ্দ বছর মালদ্বিপে? বাপরে তাহলে তো প্রচুর কামিয়েছে টাকা। মনে হল যেন হিংসে হচ্ছে। চিন্তাটা ঝেড়ে ফেলে তপনকে জিজ্ঞেস করলাম, ‘নিশ্চয়ই প্রচুর কামাচ্ছে।‘ তপন গা ঝাড়া জবাব দিল, ‘ওর আছেটা কি যে কামাবে? দেখুন কারোকে তেল লাগিয়ে চাকরিটা যোগার করেছে।‘ আমি হিসেব করে দেখলাম যে ওর সাথে লাস্ট দেখা হয়েছিল প্রায় ১৭ বছর আগে। কিভাবে ভুলে গিয়েছিলাম ওদের। আবার কিভাবে মনে চলে এলো।