08-10-2019, 06:47 AM
(This post was last modified: 08-10-2019, 06:48 AM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
আমি ভেবেছিলাম এই ''পিপিং টম অ্যানি'' লেখাটি কোন বন্ধু পড়ছেন-ই না । মতামত মন্তব্যে সে ধারণা খানিকটা হলেও পাল্টালো । - আসলে এটি কিন্তু কোন কল্পিত লেখা নয় । রং-তুলির ব্যবহার লেখার প্রয়োজনে যতোটুকু না করলেই নয় - তাইই করা হচ্ছে । কাঠামোটি কিন্তু জীবন থেকেই নেওয়া । চরিত্রগুলির নাম-পরিচয় সামান্য বদলাতে হয়েছে সহজবোধ্য কারণেই , কিন্তু তাদের আচরণ অ্যাটিটিউড ডায়ালগ কনভারসেসন এগুলি প্রায়-অবিকল রয়েছে । আসলে , ট্রেনে বাসে মলে হলে যাদের দেখি আমরা পরিমার্জিত পরিশীলিত চকচকে মলাট দেওয়া - বন্ধ ঘরের অনুকূল পরিবেশে মনের মত সঙ্গীনি বা সঙ্গীর সান্নিধ্যে সেই মলাটটিই যায় ছিঁড়ে - বেরিয়ে আসে আরেকটি চেহারা - অমসৃণ , দগদগে , আঁঠালো-চটচটে আর অকৃত্রিম-আদিম । - ( তাই ''পিপিং টম অ্যানি'' আর ''প্রফেসর সালমা ৩৬+'' এক নয় । ) । সকলকে শুভ বিজয়া আর সালাম-প্রীতি ।