06-10-2019, 09:48 PM
মা-ছেলের ইনসেস্টের মতো এই ধরনের কোকল্ড গল্পও কেনো যেনো আমার কাছে ভালো লাগে না। জানি না এটা হীনমন্যতা নাকি আত্নসম্মানবোধ ! তবে আমার কাছে আত্নসম্মানবোধটাকেই বেশী প্রায়োগিক মনে হয়। হয়তো আমার মাঝে পুরোপুরি সক্ষমতা আছে বলেই এমনটা মনে হয়। পুরোপুরি কেনো? কিছু কিছু ক্ষেত্রে তো পুরোপুরির থেকেও অনেক বেশী সক্ষমতা আমার মাঝে আছে বলে মনে করি। আর সে জন্যই এরকম কোকল্ড আমার কাছে একেবারেই অসহ্য মনে হয়। তবে গল্পটা খুব সতর্কতার সাথে লেখা হয়েছে। একেবারে বাস্তব বিবর্জিত কিছু গল্পের মতো না। কোনো কোনো ক্ষেত্রে তো বেশ যৌক্তিকভাবেই বিশ্লেষন করার প্রয়াস পেয়েছে যে একজন অক্ষম পুরুষের দাম্পত্য জীবন রক্ষার জন্য এর থেকে ভাল কোনো উপায় যেনো আর নেই।
আমার কাছে আরো ভাল লাগতো, যদি দীঘার ওই ঘটনার পর অরুপ আর তার স্ত্রীর যৌন সম্পর্কটা আবার এক্সিডেন্টের আগের মতো হয়ে যেতো। এরকম মিরাকল তো ঘটেই যেতে পারে। তাছাড়া অরুপের কোমড়ের সমস্যাটাও তো আস্তে আস্তে সেরে যেতে পারে। সেই সাথে তার স্ত্রীর প্রতি তার যে প্রগাড় ভালোবাসা তার প্রতিদানে স্ত্রীর ভালোবাসাও তো শুধু অরুপ কেন্দ্রীক হয়ে যেতে পারে যেমন ছিলো এক্সিডেন্টের পর থেকে গতো পাঁচ বছর !
লেখাটি এখানে শেয়ার করার জন্য রনিদা'কে অনেক ধন্যবাদ !
আমার কাছে আরো ভাল লাগতো, যদি দীঘার ওই ঘটনার পর অরুপ আর তার স্ত্রীর যৌন সম্পর্কটা আবার এক্সিডেন্টের আগের মতো হয়ে যেতো। এরকম মিরাকল তো ঘটেই যেতে পারে। তাছাড়া অরুপের কোমড়ের সমস্যাটাও তো আস্তে আস্তে সেরে যেতে পারে। সেই সাথে তার স্ত্রীর প্রতি তার যে প্রগাড় ভালোবাসা তার প্রতিদানে স্ত্রীর ভালোবাসাও তো শুধু অরুপ কেন্দ্রীক হয়ে যেতে পারে যেমন ছিলো এক্সিডেন্টের পর থেকে গতো পাঁচ বছর !
লেখাটি এখানে শেয়ার করার জন্য রনিদা'কে অনেক ধন্যবাদ !