05-10-2019, 10:30 AM
(05-10-2019, 10:19 AM)fer_prog Wrote: গল্পের মুল ভাব, বা থিম না বুঝে অযথা মন্তব্য করবেন না। আগে বুঝুন গল্পের নায়ক নায়িকার অবস্থান, পরিবেশ, পরিস্থিতি, কোন লোকের পাল্লায় পরেছে ওরা, সেই লোকের চরিত্র কেমন, ইত্যাদি। ওকে? তারপর মন্তব্য করুন। শুধু শুধু এটা ভালো লাগে না, ওটা পছন্দ হয় না, এসব অহেতুক মন্তব্য করা উচিত না, সমালোচনা করার জন্যে ও একটা লেভেলের পরিপক্কতা প্রয়োজন। আর এখানে কোন পাঠকের পছন্দ অনুযায়ী অর্ডারি গল্প লেখা হচ্ছে না, এটা ভালো করে মাথায় গেথে নেন। লেখক একটা থিমকে চিন্তা করে গল্পটা লিখছেন। এখানে গল্পের কাহিনী, ভাষা, গল্পের গতি, এসব নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু বিদিশাকে কষ্ট দিচ্ছেন কেন, ভালো লাগে না, পড়বো না, এসব মন্ত্যব্য লেখকের লেখার ক্ষতি করবে, কথাটা মনে রাখবেন সবাই।
fer_prog স্যার আপনি ঠিক বলেছেন। xossipy তে অনেক কাহিনী আছে, যার যে কাহিনী ভাল লাগবে সে সেটা পড়বে। থ্রেডে শুধু শুধু বাজে মন্তব্য না করাই ভাল।