15-01-2019, 01:47 AM
৬)
“লোকটা কেমন করে যেন আমাকে দেখছে, তুমি খেয়াল করেছো?”, পূর্বা বাবলাকে জোর করে কোলে নিয়ে আমার পাসে এসে বসে জিগাসা করেছিলো।
“তুমি যা দেখাচ্ছিলে সেটা না দেখলে আমি ওকে সমকামী ভাবতাম”, আমি চোখ টিপে উত্তর দিয়েছিলাম। পূর্বার সাহসী পোশাক পড়া আমার অসাধারণ লাগে। সাধারন গ্রসারি করতে যাওয়াটাও উত্তেজক হয়ে ওঠে যখন দেখি আগ্রাসি চোখ ওর দেহের প্রতিটা ভাঁজ লেহন করছে।
“তোমার খালি এক কথা। যাও দেখে এসো ওর আর কতক্ষন লাগবে”, পূর্বা কপট রাগ দেখিয়ে বলেছিল।
ওখানে বসে থাকতে আমার মন্দ লাগছিলো না। কিন্তু শনিবারের দুপুর পুরোটাই গ্যারাজ এ কাটানোর ইচ্ছেও ছিলনা। তাই উঠে গিয়ে আমি জিগাসা করেছিলাম, “কি রকম মনেহচ্ছে তোমার? কতক্ষন লাগবে?”
“ও কি আরাবিয়ান?”, লম্বা কালি ঝুলি মাখা লোকটা পূর্বার দিকে তাকিয়ে আমাকে পাল্টা জিগাসা করেছিলো, “একদম জেসমিন এর মতন দেখতে”।
“জেসমিন?”, আমি ভুরু কুঁচকে জিগাসা করেছিলাম।
“ওই যে আলাদিন এর বউ না বাগদত্তা ছিলনা আরাবিয়ান নাইটসে…”, পূর্বার থেকে চোখ না সরিয়ে উত্তর দিয়েছিল লোকটা।
আমি কিছুতা হতভম্ব হয়ে গেছিলাম। এরকম অভিগ্যতা এর আগে কখনও আমার হয়নি। স্কার্ট টপ পরা পূর্বা কে দেখে এর কি করে আরব্য রজনীর নায়িকার কথা মনে পরল সেটা নিয়ে অবাক হব না এর অভদ্র ব্যাবহারে।
“নাহ! আমরা ভারতীয়…”, আমি কাষ্ঠ হেসে উত্তর দিয়েছিলাম, “… আর ধন্যবাদ ওকে কমপ্লিমেন্ট করার জন্যে। ওকে জানিয়ে দেব”
“শি ইজ ফাকিং হট ম্যান”, আবার বিড়বিড় করে বলেছিল আমাদের মেকানিক। ওর চোখ তখনও পূর্বার ওপরেই, ওর পা থেকে মাথা পর্যন্ত মাপছে। আমি দেখলাম পূর্বা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মাঝে মাঝে আমি খেয়াল করছি পূর্বা অ্যালান এর ঘর্মাক্ত পেশিবহুল শরীর টার দিকে আড় চোখে তাকাচ্ছে ,উপরে নিচে দ্রুত দেখে নিচ্ছে...... একটু পরেই পূর্বার গোল গোল দুধের বোটা দুটো একটু উচু হয়ে উঠেছে খেয়াল করলাম...... পূর্বা খুব বেশী আমাদের দিকে তাকাচ্ছে না এই লোকটার সাথে চোখাচখি হওয়ার ভয়ে। “ইয়উ আর ড্যাম লাকি ম্যান। আমার যদি এরকম একজন সঙ্গিনী থাকতো… আমি শালা বিছানা ছেড়ে উঠতাম না কোনদিন” অ্যালান বলল।
“হা হা…লাকি ইনডিড…আমি অর্ক সান্যাল, তোমার সাথে আলাপ করে ভাল লাগলো। আর তোমার হবু সঙ্গিনীর জন্যে বেস্ট অফ লাক”, আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম করমর্দনের জন্যে। লোকটার সাহস আর ভ্রূক্ষেপহিন ভাব দেখে খুবই অবাক হয়েছিলাম যদিও। আমার সাথে আমার স্ত্রী কে নিয়ে এরকম ইঙ্গিতপূর্ণ কথা বলছে, নিজের কান কে যেন বিশ্বাস হচ্ছিলনা।
“অ্যালান স্মিথ” বাঘের থাবার মতন হাত দিয়ে আমার হাত ঝাকিয়ে বলেছিল লোকটা, “আলাপ করে ভাল লাগলো। তোমার স্ত্রীর নাম জানতে পারি?”
“পূর্বা… পূর্বালি সান্যাল”, নাম তা না বলার কারণ খুঁজতে খুঁজতে বলেই ফেলেছিলাম। যথারীতি ভারতীয় নাম উচ্চারন করতে এই সাহেবদের যতরকম প্রব্লেম হওয়া সম্ভব সবই হয়েছিল।