14-01-2019, 10:19 PM
(14-01-2019, 08:54 PM)Nilpori Wrote: আমারে রেখেছি গোপন
দেখা হীন অদেখায়, কথাহীন না বলায় ।
আমি রয়েছি তোমার কাছাকাছি
তবুও যে আমি অনেক দূর দুরান্তে ।
পথহীন পথের দিশায় ,
ঠিকানাহীন আপনের সন্ধানে ।
হোক সে কায়াহীন , তবুও স্বপ্নিল অবস্থানে,
ভাসবে সমাজ গন্ডির এ কূল বৃথা।
উদ্বেলিত উচাটনে উন্মাদনা এ প্রানে,
সে যে আজন্ম লালিত হে পৃথা।
Fer ami bakrudhho. . Sotti. ..