29-09-2019, 08:41 PM
(29-09-2019, 12:23 PM)Guptochar Wrote: ভাই আপনি আসলেই এক ভেড়ার রূপে শিয়াল পণ্ডিত নইলে এমন দুর্দান্ত লেখা জাত শিল্পী না হলে লেখা ও যায়না প্লাস পাঠকদের ও মুলা ঝুলিয়ে টান টান উত্তেজনায় দীর্ঘদিন আটকে রাখা যায় না। গুরু তুসি গ্রেট হো......?
গ্রেট হো পর্যন্ত ঠিক আছে তবে তফু কিন্তু কবুল করতে পারবোনা দাদা আমি ও লাইনের লোক ই না :D :D :D ।
সবাই কে ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন , আমি এতো উদার নই যে যারা কমেন্ট করেনি তাদের ধন্যবাদ দিবো।
আমি ভেবে পেয়ে গেছি আজগর আলির উত্তর ,তবে সেই উত্তর এর তেমন কনো গুরুত্ব নেই যেমনটা আমি ভেবে ছিলাম ( গতকাল সপ্ন যোগে জানতে পেরেছি)। কারন আজগর আলির কপালের লেখন আগেই লিখা হয়ে গেছে , সামান্য কথায় তার অন্যথা হবে বলে আমি মনে করিনা। তবে লেখা বেসিদুর এগিয়ে নিতে পারিনি তাই আজ আপডেট দিলাম না । তবে কাল পেয়ে যাবেন । আর সাথে নতুন একটা টুইস্ট ও থাকছে ।
গল্প ছাড়া এতো বড় পোস্ট দেখে অনেকেই বিরক্ত হতে পারেন , তাতে আমার কনো সমস্যা নেই , কারন বিচ্ছুদের কাজ ই বিরক্ত করা । আর আমি ভালো মানের লেখক না হতে পারি ভালো মানের বিচ্ছু তাতে আমার সন্দেহ নাই ।