26-09-2019, 02:44 PM
মনে মনে হাসল অনিরুদ্ধ।কাল সুজাতাকে জোর করে তারা ড্রিংক করতে বাধ্য করল।খুব সকালে ওঠায় অভ্যস্ত বেচারা এখনো হ্যাং ওভার কাটাতে পারেনি।
ব্রাশ করে ট্রাউজারের ওপর ওভার কোটটা পরে সোজা চামেলিজীর কেবিনে চলে এলো অনি।চা আর টোস্ট রেডি করে সুজাতাকে জাগালো।
বিধস্ত অবস্থায় উঠল সুজাতা।
--- কি হল বেশ টায়ার্ড মনে হচ্ছে যে?
কিছুক্ষণ নীরবে বসে থাকার পর সুজাতা সোজা বাথরুমে চলে গেল।
এমনিতেই স্নানে বেশি সময় লাগে সুজাতার।আজ আরেকটু বেশি সময় নিল।ততক্ষণে অর্ক এসে গেছে।
----আরে অনিদা যাবেন নাকি?
---কোথায়?
---ওই ফরেস্ট এরিয়ায়।তামাং কে বলেছি গাড়ী বের করতে।
অনিরুদ্ধ বলল---সুজাতা যাবে নাকি?
বাথরুম থেকে সুজাতা বলল---তোমরা যাও।আমার ভালো লাগছে না।
অনিরুদ্ধ অর্ককে বলল---বেচারা কালকের ঘটনার জন্য রেগে আছে।
অর্ক বলল---তাহলে সুজাতা দি কে আজকে ডিস্টার্ব করার দরকার নেই।চলুন ঘুরে আসি।কি অয়ন রেডি হয়ে পড়।
অয়ন আনন্দে বলল---আংকেল আজ কিন্তু আমি ছবি তুলব।
ফরেস্ট লাগোয়া একটা নেপালিদের সুন্দর গাঁ।তার ধাপে ধাপে রঙ বেরংয়ের বাড়ী।
অয়ন জোর ধরল ছবি তুলবে বলে।অনিরুদ্ধ ছেলেকে বকল---এত দামী ক্যামেরা তুই সামলাতে পারবিনা।
অয়নের গোসা হল।অনি জানে সুজাতা থাকলে অয়ন এত জেদ করত না।অয়ন মাকেই ভয় পায়।
মলি বলল---দাও না ওকে ক্যামেরাটা।একটা-দুটো ছবি তুলুক।
অর্ক অয়নের হাতে ক্যামেরা দিয়ে বলল---লেসটা গলায় ঝুলিয়ে নে।আর লেন্সটা সাবধানে।
অয়ন মাথা নাড়ল।
ফিরতে ফিরতে সন্ধ্যে হল অনিরুদ্ধদের।ছেলেকে নিয়ে কর্টেজে ফিরল অনি।দরজা বন্ধ ভেতর থেকে।নক করতে আড়মোড়া ভেঙে উঠে এলো সুজাতা।ঘুমন্ত চোখে চশমাটা পরে নিল।
বলল--- কেমন ঘুরলে?
---তুমি গেলে না।গেলে ভালো হত।
অয়ন বলল---মা আমি আজ অর্ক আঙ্কেলের ক্যামেরায় অনেক ছবি তুলেছি।
---এই হল তোমার ছেলের কারবার।লোকের এত দামী ক্যামেরা ভেঙে গেলে?
এমনি সময় হলে সুজাতা অয়নকে বকাবকি করত।বোঝাই যাচ্ছে সুজাতার শরীর ভালো নেই।
অনিরুদ্ধ বলল---সুজাতা শরীর খারাপ নাকি?
---ওই একটু, গা গুলোচ্ছিল।
**********
আজ দুপুরে অর্ক-মলির যাবার পালা।যাবার সময় ওরা দার্জিলিং হয়ে যাবে।তামাং গাড়ী রেডি করে দাঁড়িয়ে আছে।
সুজাতা ওদের জন্য কিছু খাবার বানিয়ে দিয়েছে।মলি বলল---দারুন কাটল এই কয়েকটা দিন।
সুজাতা বলল---বিদেশ যাবার আগে আমাদের বাড়ীতে একবার এসো কিন্তু।
মলি আর সুজাতা হাগ করল।গাড়ী ছেড়ে দিল; অর্করা তখনও হাত নেড়ে যাচ্ছে।অনিরুদ্ধ ভাবছে মলির পাশে থাকতে পারার স্বল্প সময় যেন তার একধাক্কায় বয়স কমিয়ে দিল।
বিকেল বেলা কাঠ বাড়ীর বারান্দায় বসে বই পড়ছিল অনিরুদ্ধ।ট্রাকের হর্ণে চমকে উঠল।পাহাড়ী রাস্তার ধারে সর্দার ট্রাক থেকে নামল।লোকটার সেই একই পোশাক।ময়লাটে ধুসর কুর্তা।কোনো কালে হয়ত তার রঙ সাদা ছিল।সেই গেরুয়া পাগড়ী।লম্বা চওড়া লোক বলেই বোধ হয় এত ঠান্ডাতেও এমন পোষাকে থাকতে পারে।
সুজাতা এসে বলল--বসে আছো? এদিকে সন্ধ্যে হচ্ছে।পারলে কিছু স্ন্যাক্স আর বিস্কুট আনতে পারতে।কাল ভোরে তো আবার ন্যাওড়াভ্যালি ফরেস্ট যাওয়ার কথা।
অলসতার সাথে অনিরুদ্ধ বলে উঠল---এখন? এই পাহাড়ী রাস্তা ধরে এদ্দুর গিয়ে ফিরে আসতেই তো এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে।
সুজাতা জানে অনির আলস্য আছে।তাই জোর করে বলল--যাও যাও।এতে মেদ কমবে।
অয়নকে বকুনি দিল সুজাতা।বলল---খালি গেম নারে? বেড়াতে এসেও? পারিস তো বাবার সাথে ঘুরে আয়।
অয়নকে নিয়ে নীচের দিকে চলল অনিরুদ্ধ।নিচে নামতে তেমন কষ্ট নেই।কষ্ট কেবল উপরে উঠতে।তাই বেশ মজার সঙ্গেই ছেলের সাথে গল্প করতে করতে নেমে গেল।
স্ন্যাক্স, বিস্কুট, চিপস, চকোলেট কিনে ছেলেকে নিয়ে আবার রওনা দিল অনিরুদ্ধ।সন্ধ্যে নেমে গেছে।এসময় ভীষন ছমছমে হয়ে যায় পাহাড়ী রাস্তা।
উঠতে কষ্ট হচ্ছে।অয়ন এগিয়ে যাচ্ছে।অনিরুদ্ধ ছেলেকে বকছে--এই দাঁড়া।অন্ধকার দেখছিস না।
মিনিট চল্লিশ লাগল হোমস্টেতে পৌঁছতে।হোম স্টের দরজায় তালা দেওয়া।সুজাতা গেল কোথায়।অনিরুদ্ধ ফোন করল সুজাতার মোবাইলে।
---এসে গেছো?যাচ্ছি।
কেবিনের দিক থেকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো সুজাতা।ফ্লাস্কে গরম চা ভরে এনেছে।
চাবি দিয়ে দরজা খুলেই সুজাতা গায়ের সোয়েটার খুলে সোজা টয়লেটে চলে গেল।
মিনিট পাঁচেক পর বেরিয়ে এলো।
---উফঃ ভারী ক্ষিদে পেয়েছে ডার্লিং।অনিরুদ্ধ বলল।
সুজাতা স্ন্যাক্স আর চা রেডি করে আনল।
পরদিন ওরা বেরোল ন্যাওড়াভ্যালি ফরেস্ট।অনিরুদ্ধ গিয়েই দেখল আবার সেই পাহাড়ে ওঠা।মনে মনে ভাবল বাড়ী যখন ফিরবে ভুঁড়ি আর থাকবে না।
সেখান থেকে ফিরবার সময় ওরা সেই নেপালি মেয়েটির চায়ের দোকানে ঢুকল।নেপালি মেয়েটি বোধ হয় চিনতে পারল।হেসে বলল--দুসরা সাহাব নেহি আয়া?
অনিরুদ্ধ ও বিনিময়ে হেসে বলল--ও চলা গ্যায়া।
মেয়েটি তখন অন্য একটি লোককে আস্তে আস্তে বলল---সর্দার হার গ্যায়া।
লোকটি তখন কি বলল অনিরুদ্ধ বুঝতে পারল না।
অনি এটুকু বুঝতে পারছিল মলিকে নিয়ে যে নোংরা চ্যালেঞ্জ করেছিল সর্দার তাতে সে হেরে গেছে।
পরের দিনও তামাংকে বলা ছিল বেড়াতে নিয়ে যাবার কথা।সুজাতা বলল---সে খুব টায়ার্ড।
বাধ্য হয়ে অয়নকে নিয়ে সকাল সকাল সূর্যদয় দেখতে বেরোল অনিরুদ্ধ।তামাং এর ড্রাইভিং এর হাত দুরন্ত।একটা দুর্দান্ত সানসেট পয়েন্টে নিয়ে এলো সে।
দশটার সময় যখন অনিরা ফিরল তখন হাল্কা রোদ বেরিয়েছে।ক্ষিদেতে চোঁ চোঁ করছে পেট।কর্টেজে না ফিরে অনিরুদ্ধ সোজা চামেলিজির কেবিনে গিয়ে ব্রেকফাস্টের অর্ডার দিল।
অনিরুদ্ধ সুজাতাকে ফোন করল।একটু দেরিতেই ফোনটা ধরল সুজাতা।
---আমরা এসে গেছি।কেবিনে চলে এসো।ব্রেকফাস্ট রেডি।
---ওঃ এসে গেছ।যাই দাঁড়াও।
একটুখানি পর ঘেমে নেয়ে ফিরল সুজাতা।সুজাতার পরনে সবুজ সিল্কের শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজে চৌকো চৌকো আঁকা।গলায় আর কপালে বিন্দু ঘাম।তার পাতলা ছোটখাটো চেহারায় সরু সোনার চেনটা গলার ঘামে সেঁধিয়ে আছে।আজ কম ঠান্ডা হলেও ঘেমে যাবার মত নয়।
অনিরুদ্ধ বলল---কি ব্যাপার সুজাতা ঘামছো কেন? জ্বর নাকি?
কয়েকদিন ধরেই সুজাতা বলছিল শরীরটা ভালো যাচ্ছে না।
সুজাতা সোজা বেসিনে জলের ঝাপটা চোখে মুখে দিয়ে বলল---একটু গা গরম আছে।চিন্তা করার কিছু নেই।পিসিএম খেয়েছি।
ওরা যখন খেতে শুরু করল সর্দারও কেবিনে এলো।ভারী গলায় বলল---চামেলি বেহেন?
---আরে সর্দার জী ইতনা দের কিউ লাগা দি।রোটি কব সে রেডি হ্যায়।
সর্দারের খালি গা।সেই বুকে সাদা লোমশ চওড়া তামাটে দেহ।এতটা লম্বা যে কেবিনে ঢুকতে ধেপে ঢুকতে হয়।
সর্দার একবার অনিরুদ্ধকে দেখল।বলল---বাঙ্গালীবাবু অব বাঙ্গালী লোক এ টোস্ট কেন খান? হামার মত রোটি খান।জোর বাড়বে।
বলেই সর্দার তার পালোয়ানি মাসলস ফুলিয়ে দেখালো।
অনিরুদ্ধ হেসে বলল---সর্দার জী আপনার বয়স কত হল?
----এই বাষট হবে।
---এ বয়সেও এমন স্বাস্থ্য? সেটা কি রুটি খেয়ে? ঠাট্টা করে অনিরুদ্ধ বলল।
সর্দার হা হা করে হাসল।মুখে রুটি ছিঁড়ে নিয়ে বলল---হামি মাংস, মছলি খাই না।দুধ, ঘি, মাক্ষন,দহি অউর রোটি।
----তারমানে আপনি নিরামিষাশী?
---হাঁ।লেকিন অউর এক চিজ পসন্দ আছে?
---কি?
সর্দার সুজাতার দিকে তাকিয়ে বলল---ভাবিজী আছে।বলা যাবে না।
অনিরুদ্ধ হাসল।সে জানে সর্দার দারুর কথা বলছে।
**********
ভোরে ঘুম থেকে উঠল অনিরুদ্ধ।অয়ন পাশে ঘুমোচ্ছে।সুজাতা নেই।নিশ্চই হাঁটতে বেরিয়েছে।অনিরুদ্ধ জ্যাকেট, সোয়েটার টুপি, কেটস পরে রেডি হয়ে পড়ল।ভাবল একবার অয়নকে ডেকে তুলবে।তারপর ভাবল না থাক।ঘুমোচ্ছে ঘুমোক।
পাহাড়ের রাস্তা ধরে পাইনের জঙ্গল।রাস্তাটা বেশ নিঃঝুম।এখান থেকে লোকালয় যে সেই দুটো ধাপ নিচে।প্রায় একঘন্টার পথ।
একটা বড় কাঠবিড়ালি চলে গেল।অর্ক থাকলে নিশ্চই ছবি তুলত।উল্টো দিকের একটা সরু রাস্তা ধরে কেউ নেমে আসছে।
লম্বা চওড়া পাগড়ীওয়ালা এই লোকটাকে যে কেউ সহজে চিনতে পারবে।
---এই যে সর্দার? কোথায় গেছিলেন?
আজ সর্দারের পরনে একটা নীল পলিথিনের জ্যাকেট।তার গায়ে মেঘ আর শিশিরের জল ভিজিয়ে দিয়েছে।
সর্দার যেন একটু চমকে গেল।তারপর বলল---আরে বাঙ্গালী বাবু? ওই জারা হাঁটতে নিকলেছিলাম।আপনি কি যাচ্ছেন?
---হ্যা।আপনি কি প্রতিদিন যান নাকি?
---নেহি।কভি কভি।
সর্দার ঝটপট চলে গেল।
অনিরুদ্ধ প্রকৃতির শোভা নিতে নিতে পৌঁছে গেল।
---আরে!সুজাতা?
পাইনের ঝোপের উল্টো দিক থেকে একটা রাস্তা পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে।সুজাতা ওই দিক থেকেই আসছে।
সুজাতার পরনে বাদামী সোয়েটার। শাড়ির রঙ গোলাপি, ব্লাউজও গোলাপি।কাছে আসতেই অনির নজর পড়ল কাঁধের পাশে সোয়েটারটা সরে গেছে। ব্রায়ের একটা স্ট্র্যাপ বেরিয়ে আছে।সুজাতার মত পাতলা, ছোটখাটো চেহারার মহিলার বুক তেমন আকৃষ্ট জনক বড় নয়।বরং ঝুলেছে ঈষৎ।অয়ন আড়াই-তিন বছর পর্য্ন্ত চুষেই এই হাল করেছে।তাই এভাবে ব্রেসিয়ারের লেস বেরিয়ে আসা স্বাভাবিক ভাবল অনিরুদ্ধ।তবু ছিপছিপে ছোটখাটো সুজাতার মুখে একটা শ্রী আছে।চশমা চোখা হলেও তেমন বেমানান লাগে না।এই শ্রী দেখেই অনিরুদ্ধ সুজাতাকে বিয়ে করবার জন্য বাড়ীতে মত দিয়েছিল।সাঁইত্রিশ বয়সটা কম হল না।সুজাতার গায়ের স্যাঁতস্যাঁতে ফর্সা রঙটা ঠান্ডার দেশে এসে যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে।
----আরে তুমি? সুজাতা ভিরমি খেয়ে গেল আচমকা অনিরুদ্ধ সামনে এসে পড়ায়।
অনিরুদ্ধ হেসে বলল--- এত সকালে একা একা হাঁটতে বেরোলে আমাকে ডাকতে তো পারতে?
----তুমি যা নাক ডাকছিলে! ভাবলাম একা যাওয়াই ভালো।
অনিরুদ্ধ বলল---চলো তবে ওপরে যাই।একটু গল্প করব।
---অয়ন একা আছে যে।উঠে পড়লেই কাউকে না দেখতে পেলে আবার বল নিয়ে বেরিয়ে পড়বে।
অনিরুদ্ধ জানে অয়ন এতক্ষনে নিশ্চই বেদম ফুটবল খেলছে একা একা।আর ওই খাদের পাশটা বড় বিপজ্জনক।
সুজাতা যাবার পর অনিরুদ্ধ একটা পাথরের উপর বসে পড়ল।সিগারেট ধরালো।সুজাতা যেদিকটা দিয়ে এলো সেদিকটা অনিরুদ্ধ কখনো যায়নি।এক পা এক পা করে এগিয়ে গেল।
একটা ইটের পুরোনো ঘর।সে অর্থে ঘর বলা যদিও যায় না।এক কামরা ঘরের সাইজটা অতন্ত্য ছোট।এতই ছোট যে অনিরুদ্ধ প্রথমে শৌচাগার ভেবেছিল।পরে ভাবল এখানে শৌচাগার কে বানাবে? কেন বানাবে?
কাঠের দরজাটা বাইর থেকে শেকল দেওয়া।অনিরুদ্ধ কি ভেবে শেকলটা খুলে দিল।পেছন দিকে একটা জানলা আছে।আলো আসছে।ঘরটা একে বারে ফাঁকা।
সিগারেটটা ফেলতে গিয়ে চমকে গেল অনিরুদ্ধ! এ বাড়ীতে আসলে কি হয় বুঝতে পারলো অনি।মেঝেতে একটা কন্ডোম পড়ে রয়েছে।
অনিরুদ্ধর হঠাৎ মনে হল এই কন্ডোমটা বেশি দিনের পুরোনো না।বরং তার সিক্ততা দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ ব্যবহার করেছে।তাতে গাঢ় বীর্য লেগে আছে যা মেঝেতে গড়িয়ে পড়েছে।নূন্যতম একঘন্টা আগে হলেও এমন তাজা বীর্য থাকত না।
সেখান থেকে বেরিয়ে এলো অনির্বাণ।একটা খুঁত খুঁত করছে।একা একা সুজাতা এদিকে কেন এসেছিল? নিছকই কি বেড়াতে? পরক্ষণে অনিরুদ্ধ ভাবল সুজাতাকে সন্দেহ করছে কি সে? কিন্তু কেন? সুজাতার সাথে তার বিবাহের তেরো-চৌদ্দ বছরের সম্পর্কে কখনোই সুজাতার মধ্যে এমন কিছু থাকতে পারে অনিরুদ্ধ কেন কেউই বিশ্বাস করবে না।অনি মনে মনে বলল--ধ্যাৎ কিসব ভাবছি।হয়তো স্থানীয় কোনো যুগল এসেছিল।
পরদিন সকাল সকাল রেডি হয়ে পড়ল সকলে।গাড়ী ছেড়ে দিল এনজিপি স্টেশনের উদ্দেশ্যে।সুজাতা ব্যাগ পত্তর সামলে আরাম করে বসে পড়ে বলল---যা ধকল গেল এ কদিন।
অনিরুদ্ধ বলল---ধকল তো আমার গেল।তোমরা তো তরতরিয়ে পাহাড়ে চড়।আর তোমার যা চেহারা বাতাস দিলে উড়িয়ে নিয়ে এভারেস্টে পৌঁছে দেওয়া যেত।
সুজাতা বলল---বারে আর তোমার ওই ভুঁড়ি কি তবে আমার বাতাসের যোগান দিত।
অয়ন বাবা-মায়ের কথায় হেসে বলল---অর্ক আংকেল আর মলি আন্টি থাকলে আরো মজা হত।
----হ্যা গো মলি নাকি বাঁজা?
---কে বলল তোমাকে?
----চামেলিজী।
----চামেলিজী জানবে কোত্থেকে?
----আরে ওদের ঝগড়া হচ্ছিল চামেলিজী শুনেছে।
অনিরুদ্ধ যেন কথাটা বিশ্বাস করতে পারছেনা।মলির মত পূর্ন পুষ্ট শরীরের মেয়ে বাঁজা হতে পারে! এটা অনির পক্ষে মেনে নেওয়া কঠিন।
(চলবে)
ব্রাশ করে ট্রাউজারের ওপর ওভার কোটটা পরে সোজা চামেলিজীর কেবিনে চলে এলো অনি।চা আর টোস্ট রেডি করে সুজাতাকে জাগালো।
বিধস্ত অবস্থায় উঠল সুজাতা।
--- কি হল বেশ টায়ার্ড মনে হচ্ছে যে?
কিছুক্ষণ নীরবে বসে থাকার পর সুজাতা সোজা বাথরুমে চলে গেল।
এমনিতেই স্নানে বেশি সময় লাগে সুজাতার।আজ আরেকটু বেশি সময় নিল।ততক্ষণে অর্ক এসে গেছে।
----আরে অনিদা যাবেন নাকি?
---কোথায়?
---ওই ফরেস্ট এরিয়ায়।তামাং কে বলেছি গাড়ী বের করতে।
অনিরুদ্ধ বলল---সুজাতা যাবে নাকি?
বাথরুম থেকে সুজাতা বলল---তোমরা যাও।আমার ভালো লাগছে না।
অনিরুদ্ধ অর্ককে বলল---বেচারা কালকের ঘটনার জন্য রেগে আছে।
অর্ক বলল---তাহলে সুজাতা দি কে আজকে ডিস্টার্ব করার দরকার নেই।চলুন ঘুরে আসি।কি অয়ন রেডি হয়ে পড়।
অয়ন আনন্দে বলল---আংকেল আজ কিন্তু আমি ছবি তুলব।
ফরেস্ট লাগোয়া একটা নেপালিদের সুন্দর গাঁ।তার ধাপে ধাপে রঙ বেরংয়ের বাড়ী।
অয়ন জোর ধরল ছবি তুলবে বলে।অনিরুদ্ধ ছেলেকে বকল---এত দামী ক্যামেরা তুই সামলাতে পারবিনা।
অয়নের গোসা হল।অনি জানে সুজাতা থাকলে অয়ন এত জেদ করত না।অয়ন মাকেই ভয় পায়।
মলি বলল---দাও না ওকে ক্যামেরাটা।একটা-দুটো ছবি তুলুক।
অর্ক অয়নের হাতে ক্যামেরা দিয়ে বলল---লেসটা গলায় ঝুলিয়ে নে।আর লেন্সটা সাবধানে।
অয়ন মাথা নাড়ল।
ফিরতে ফিরতে সন্ধ্যে হল অনিরুদ্ধদের।ছেলেকে নিয়ে কর্টেজে ফিরল অনি।দরজা বন্ধ ভেতর থেকে।নক করতে আড়মোড়া ভেঙে উঠে এলো সুজাতা।ঘুমন্ত চোখে চশমাটা পরে নিল।
বলল--- কেমন ঘুরলে?
---তুমি গেলে না।গেলে ভালো হত।
অয়ন বলল---মা আমি আজ অর্ক আঙ্কেলের ক্যামেরায় অনেক ছবি তুলেছি।
---এই হল তোমার ছেলের কারবার।লোকের এত দামী ক্যামেরা ভেঙে গেলে?
এমনি সময় হলে সুজাতা অয়নকে বকাবকি করত।বোঝাই যাচ্ছে সুজাতার শরীর ভালো নেই।
অনিরুদ্ধ বলল---সুজাতা শরীর খারাপ নাকি?
---ওই একটু, গা গুলোচ্ছিল।
**********
আজ দুপুরে অর্ক-মলির যাবার পালা।যাবার সময় ওরা দার্জিলিং হয়ে যাবে।তামাং গাড়ী রেডি করে দাঁড়িয়ে আছে।
সুজাতা ওদের জন্য কিছু খাবার বানিয়ে দিয়েছে।মলি বলল---দারুন কাটল এই কয়েকটা দিন।
সুজাতা বলল---বিদেশ যাবার আগে আমাদের বাড়ীতে একবার এসো কিন্তু।
মলি আর সুজাতা হাগ করল।গাড়ী ছেড়ে দিল; অর্করা তখনও হাত নেড়ে যাচ্ছে।অনিরুদ্ধ ভাবছে মলির পাশে থাকতে পারার স্বল্প সময় যেন তার একধাক্কায় বয়স কমিয়ে দিল।
বিকেল বেলা কাঠ বাড়ীর বারান্দায় বসে বই পড়ছিল অনিরুদ্ধ।ট্রাকের হর্ণে চমকে উঠল।পাহাড়ী রাস্তার ধারে সর্দার ট্রাক থেকে নামল।লোকটার সেই একই পোশাক।ময়লাটে ধুসর কুর্তা।কোনো কালে হয়ত তার রঙ সাদা ছিল।সেই গেরুয়া পাগড়ী।লম্বা চওড়া লোক বলেই বোধ হয় এত ঠান্ডাতেও এমন পোষাকে থাকতে পারে।
সুজাতা এসে বলল--বসে আছো? এদিকে সন্ধ্যে হচ্ছে।পারলে কিছু স্ন্যাক্স আর বিস্কুট আনতে পারতে।কাল ভোরে তো আবার ন্যাওড়াভ্যালি ফরেস্ট যাওয়ার কথা।
অলসতার সাথে অনিরুদ্ধ বলে উঠল---এখন? এই পাহাড়ী রাস্তা ধরে এদ্দুর গিয়ে ফিরে আসতেই তো এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে।
সুজাতা জানে অনির আলস্য আছে।তাই জোর করে বলল--যাও যাও।এতে মেদ কমবে।
অয়নকে বকুনি দিল সুজাতা।বলল---খালি গেম নারে? বেড়াতে এসেও? পারিস তো বাবার সাথে ঘুরে আয়।
অয়নকে নিয়ে নীচের দিকে চলল অনিরুদ্ধ।নিচে নামতে তেমন কষ্ট নেই।কষ্ট কেবল উপরে উঠতে।তাই বেশ মজার সঙ্গেই ছেলের সাথে গল্প করতে করতে নেমে গেল।
স্ন্যাক্স, বিস্কুট, চিপস, চকোলেট কিনে ছেলেকে নিয়ে আবার রওনা দিল অনিরুদ্ধ।সন্ধ্যে নেমে গেছে।এসময় ভীষন ছমছমে হয়ে যায় পাহাড়ী রাস্তা।
উঠতে কষ্ট হচ্ছে।অয়ন এগিয়ে যাচ্ছে।অনিরুদ্ধ ছেলেকে বকছে--এই দাঁড়া।অন্ধকার দেখছিস না।
মিনিট চল্লিশ লাগল হোমস্টেতে পৌঁছতে।হোম স্টের দরজায় তালা দেওয়া।সুজাতা গেল কোথায়।অনিরুদ্ধ ফোন করল সুজাতার মোবাইলে।
---এসে গেছো?যাচ্ছি।
কেবিনের দিক থেকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো সুজাতা।ফ্লাস্কে গরম চা ভরে এনেছে।
চাবি দিয়ে দরজা খুলেই সুজাতা গায়ের সোয়েটার খুলে সোজা টয়লেটে চলে গেল।
মিনিট পাঁচেক পর বেরিয়ে এলো।
---উফঃ ভারী ক্ষিদে পেয়েছে ডার্লিং।অনিরুদ্ধ বলল।
সুজাতা স্ন্যাক্স আর চা রেডি করে আনল।
পরদিন ওরা বেরোল ন্যাওড়াভ্যালি ফরেস্ট।অনিরুদ্ধ গিয়েই দেখল আবার সেই পাহাড়ে ওঠা।মনে মনে ভাবল বাড়ী যখন ফিরবে ভুঁড়ি আর থাকবে না।
সেখান থেকে ফিরবার সময় ওরা সেই নেপালি মেয়েটির চায়ের দোকানে ঢুকল।নেপালি মেয়েটি বোধ হয় চিনতে পারল।হেসে বলল--দুসরা সাহাব নেহি আয়া?
অনিরুদ্ধ ও বিনিময়ে হেসে বলল--ও চলা গ্যায়া।
মেয়েটি তখন অন্য একটি লোককে আস্তে আস্তে বলল---সর্দার হার গ্যায়া।
লোকটি তখন কি বলল অনিরুদ্ধ বুঝতে পারল না।
অনি এটুকু বুঝতে পারছিল মলিকে নিয়ে যে নোংরা চ্যালেঞ্জ করেছিল সর্দার তাতে সে হেরে গেছে।
পরের দিনও তামাংকে বলা ছিল বেড়াতে নিয়ে যাবার কথা।সুজাতা বলল---সে খুব টায়ার্ড।
বাধ্য হয়ে অয়নকে নিয়ে সকাল সকাল সূর্যদয় দেখতে বেরোল অনিরুদ্ধ।তামাং এর ড্রাইভিং এর হাত দুরন্ত।একটা দুর্দান্ত সানসেট পয়েন্টে নিয়ে এলো সে।
দশটার সময় যখন অনিরা ফিরল তখন হাল্কা রোদ বেরিয়েছে।ক্ষিদেতে চোঁ চোঁ করছে পেট।কর্টেজে না ফিরে অনিরুদ্ধ সোজা চামেলিজির কেবিনে গিয়ে ব্রেকফাস্টের অর্ডার দিল।
অনিরুদ্ধ সুজাতাকে ফোন করল।একটু দেরিতেই ফোনটা ধরল সুজাতা।
---আমরা এসে গেছি।কেবিনে চলে এসো।ব্রেকফাস্ট রেডি।
---ওঃ এসে গেছ।যাই দাঁড়াও।
একটুখানি পর ঘেমে নেয়ে ফিরল সুজাতা।সুজাতার পরনে সবুজ সিল্কের শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজে চৌকো চৌকো আঁকা।গলায় আর কপালে বিন্দু ঘাম।তার পাতলা ছোটখাটো চেহারায় সরু সোনার চেনটা গলার ঘামে সেঁধিয়ে আছে।আজ কম ঠান্ডা হলেও ঘেমে যাবার মত নয়।
অনিরুদ্ধ বলল---কি ব্যাপার সুজাতা ঘামছো কেন? জ্বর নাকি?
কয়েকদিন ধরেই সুজাতা বলছিল শরীরটা ভালো যাচ্ছে না।
সুজাতা সোজা বেসিনে জলের ঝাপটা চোখে মুখে দিয়ে বলল---একটু গা গরম আছে।চিন্তা করার কিছু নেই।পিসিএম খেয়েছি।
ওরা যখন খেতে শুরু করল সর্দারও কেবিনে এলো।ভারী গলায় বলল---চামেলি বেহেন?
---আরে সর্দার জী ইতনা দের কিউ লাগা দি।রোটি কব সে রেডি হ্যায়।
সর্দারের খালি গা।সেই বুকে সাদা লোমশ চওড়া তামাটে দেহ।এতটা লম্বা যে কেবিনে ঢুকতে ধেপে ঢুকতে হয়।
সর্দার একবার অনিরুদ্ধকে দেখল।বলল---বাঙ্গালীবাবু অব বাঙ্গালী লোক এ টোস্ট কেন খান? হামার মত রোটি খান।জোর বাড়বে।
বলেই সর্দার তার পালোয়ানি মাসলস ফুলিয়ে দেখালো।
অনিরুদ্ধ হেসে বলল---সর্দার জী আপনার বয়স কত হল?
----এই বাষট হবে।
---এ বয়সেও এমন স্বাস্থ্য? সেটা কি রুটি খেয়ে? ঠাট্টা করে অনিরুদ্ধ বলল।
সর্দার হা হা করে হাসল।মুখে রুটি ছিঁড়ে নিয়ে বলল---হামি মাংস, মছলি খাই না।দুধ, ঘি, মাক্ষন,দহি অউর রোটি।
----তারমানে আপনি নিরামিষাশী?
---হাঁ।লেকিন অউর এক চিজ পসন্দ আছে?
---কি?
সর্দার সুজাতার দিকে তাকিয়ে বলল---ভাবিজী আছে।বলা যাবে না।
অনিরুদ্ধ হাসল।সে জানে সর্দার দারুর কথা বলছে।
**********
ভোরে ঘুম থেকে উঠল অনিরুদ্ধ।অয়ন পাশে ঘুমোচ্ছে।সুজাতা নেই।নিশ্চই হাঁটতে বেরিয়েছে।অনিরুদ্ধ জ্যাকেট, সোয়েটার টুপি, কেটস পরে রেডি হয়ে পড়ল।ভাবল একবার অয়নকে ডেকে তুলবে।তারপর ভাবল না থাক।ঘুমোচ্ছে ঘুমোক।
পাহাড়ের রাস্তা ধরে পাইনের জঙ্গল।রাস্তাটা বেশ নিঃঝুম।এখান থেকে লোকালয় যে সেই দুটো ধাপ নিচে।প্রায় একঘন্টার পথ।
একটা বড় কাঠবিড়ালি চলে গেল।অর্ক থাকলে নিশ্চই ছবি তুলত।উল্টো দিকের একটা সরু রাস্তা ধরে কেউ নেমে আসছে।
লম্বা চওড়া পাগড়ীওয়ালা এই লোকটাকে যে কেউ সহজে চিনতে পারবে।
---এই যে সর্দার? কোথায় গেছিলেন?
আজ সর্দারের পরনে একটা নীল পলিথিনের জ্যাকেট।তার গায়ে মেঘ আর শিশিরের জল ভিজিয়ে দিয়েছে।
সর্দার যেন একটু চমকে গেল।তারপর বলল---আরে বাঙ্গালী বাবু? ওই জারা হাঁটতে নিকলেছিলাম।আপনি কি যাচ্ছেন?
---হ্যা।আপনি কি প্রতিদিন যান নাকি?
---নেহি।কভি কভি।
সর্দার ঝটপট চলে গেল।
অনিরুদ্ধ প্রকৃতির শোভা নিতে নিতে পৌঁছে গেল।
---আরে!সুজাতা?
পাইনের ঝোপের উল্টো দিক থেকে একটা রাস্তা পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে।সুজাতা ওই দিক থেকেই আসছে।
সুজাতার পরনে বাদামী সোয়েটার। শাড়ির রঙ গোলাপি, ব্লাউজও গোলাপি।কাছে আসতেই অনির নজর পড়ল কাঁধের পাশে সোয়েটারটা সরে গেছে। ব্রায়ের একটা স্ট্র্যাপ বেরিয়ে আছে।সুজাতার মত পাতলা, ছোটখাটো চেহারার মহিলার বুক তেমন আকৃষ্ট জনক বড় নয়।বরং ঝুলেছে ঈষৎ।অয়ন আড়াই-তিন বছর পর্য্ন্ত চুষেই এই হাল করেছে।তাই এভাবে ব্রেসিয়ারের লেস বেরিয়ে আসা স্বাভাবিক ভাবল অনিরুদ্ধ।তবু ছিপছিপে ছোটখাটো সুজাতার মুখে একটা শ্রী আছে।চশমা চোখা হলেও তেমন বেমানান লাগে না।এই শ্রী দেখেই অনিরুদ্ধ সুজাতাকে বিয়ে করবার জন্য বাড়ীতে মত দিয়েছিল।সাঁইত্রিশ বয়সটা কম হল না।সুজাতার গায়ের স্যাঁতস্যাঁতে ফর্সা রঙটা ঠান্ডার দেশে এসে যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে।
----আরে তুমি? সুজাতা ভিরমি খেয়ে গেল আচমকা অনিরুদ্ধ সামনে এসে পড়ায়।
অনিরুদ্ধ হেসে বলল--- এত সকালে একা একা হাঁটতে বেরোলে আমাকে ডাকতে তো পারতে?
----তুমি যা নাক ডাকছিলে! ভাবলাম একা যাওয়াই ভালো।
অনিরুদ্ধ বলল---চলো তবে ওপরে যাই।একটু গল্প করব।
---অয়ন একা আছে যে।উঠে পড়লেই কাউকে না দেখতে পেলে আবার বল নিয়ে বেরিয়ে পড়বে।
অনিরুদ্ধ জানে অয়ন এতক্ষনে নিশ্চই বেদম ফুটবল খেলছে একা একা।আর ওই খাদের পাশটা বড় বিপজ্জনক।
সুজাতা যাবার পর অনিরুদ্ধ একটা পাথরের উপর বসে পড়ল।সিগারেট ধরালো।সুজাতা যেদিকটা দিয়ে এলো সেদিকটা অনিরুদ্ধ কখনো যায়নি।এক পা এক পা করে এগিয়ে গেল।
একটা ইটের পুরোনো ঘর।সে অর্থে ঘর বলা যদিও যায় না।এক কামরা ঘরের সাইজটা অতন্ত্য ছোট।এতই ছোট যে অনিরুদ্ধ প্রথমে শৌচাগার ভেবেছিল।পরে ভাবল এখানে শৌচাগার কে বানাবে? কেন বানাবে?
কাঠের দরজাটা বাইর থেকে শেকল দেওয়া।অনিরুদ্ধ কি ভেবে শেকলটা খুলে দিল।পেছন দিকে একটা জানলা আছে।আলো আসছে।ঘরটা একে বারে ফাঁকা।
সিগারেটটা ফেলতে গিয়ে চমকে গেল অনিরুদ্ধ! এ বাড়ীতে আসলে কি হয় বুঝতে পারলো অনি।মেঝেতে একটা কন্ডোম পড়ে রয়েছে।
অনিরুদ্ধর হঠাৎ মনে হল এই কন্ডোমটা বেশি দিনের পুরোনো না।বরং তার সিক্ততা দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ ব্যবহার করেছে।তাতে গাঢ় বীর্য লেগে আছে যা মেঝেতে গড়িয়ে পড়েছে।নূন্যতম একঘন্টা আগে হলেও এমন তাজা বীর্য থাকত না।
সেখান থেকে বেরিয়ে এলো অনির্বাণ।একটা খুঁত খুঁত করছে।একা একা সুজাতা এদিকে কেন এসেছিল? নিছকই কি বেড়াতে? পরক্ষণে অনিরুদ্ধ ভাবল সুজাতাকে সন্দেহ করছে কি সে? কিন্তু কেন? সুজাতার সাথে তার বিবাহের তেরো-চৌদ্দ বছরের সম্পর্কে কখনোই সুজাতার মধ্যে এমন কিছু থাকতে পারে অনিরুদ্ধ কেন কেউই বিশ্বাস করবে না।অনি মনে মনে বলল--ধ্যাৎ কিসব ভাবছি।হয়তো স্থানীয় কোনো যুগল এসেছিল।
পরদিন সকাল সকাল রেডি হয়ে পড়ল সকলে।গাড়ী ছেড়ে দিল এনজিপি স্টেশনের উদ্দেশ্যে।সুজাতা ব্যাগ পত্তর সামলে আরাম করে বসে পড়ে বলল---যা ধকল গেল এ কদিন।
অনিরুদ্ধ বলল---ধকল তো আমার গেল।তোমরা তো তরতরিয়ে পাহাড়ে চড়।আর তোমার যা চেহারা বাতাস দিলে উড়িয়ে নিয়ে এভারেস্টে পৌঁছে দেওয়া যেত।
সুজাতা বলল---বারে আর তোমার ওই ভুঁড়ি কি তবে আমার বাতাসের যোগান দিত।
অয়ন বাবা-মায়ের কথায় হেসে বলল---অর্ক আংকেল আর মলি আন্টি থাকলে আরো মজা হত।
----হ্যা গো মলি নাকি বাঁজা?
---কে বলল তোমাকে?
----চামেলিজী।
----চামেলিজী জানবে কোত্থেকে?
----আরে ওদের ঝগড়া হচ্ছিল চামেলিজী শুনেছে।
অনিরুদ্ধ যেন কথাটা বিশ্বাস করতে পারছেনা।মলির মত পূর্ন পুষ্ট শরীরের মেয়ে বাঁজা হতে পারে! এটা অনির পক্ষে মেনে নেওয়া কঠিন।
(চলবে)