13-01-2019, 03:46 AM
২)
ও হ্যাঁ, অ্যালান এর কথা তো বলাই হয়নি। অ্যালান স্মিথ, আমি যাকে পূর্বার দুর্বার প্রেমিক বলে খ্যাপাই, একটি ছয় ফুটিয়া ফিরিঙ্গী সাহেব। পূর্বার প্রেমে মাতাল, পাগল আর যা যা কিছু সম্ভব সবই। আমাদের তিন জনের একসাথেই আসার কথা ছিল। শেষ মুহূর্তে ওর কিছু কাজ না এসে গেলে ফুলশয্যার প্রথম রাত হয়ত এতক্ষনে হয়েই যেত। মাঝ রাতের ফ্লাইটে আসছ, আর কিছুক্ষণের মধ্যেই হয়ত ল্যান্ড করবে। কম লেখাপড়া করা টিপিকাল আমেরিকান বলতে যাকে বোঝায় অ্যালান হল তাই। কোন মতে হাই কলেজ অবধি পড়েছে। পেশি বহুল সুঠাম চেহারা নিয়ে সারা দিন নিজের গ্যারাজ এ ঘর্মাক্ত কলেবর হয়ে কাজ করে যায়। আর হাতে কাজ না থাকলে নানা ছুতোয় পূর্বা র সাথে দেখা করার জন্যে আমাদের বাড়ির বা জিম এর পথ ধরে। আমাদের পাঁচ বছরের পুঁচকে বাবলার ইদানীং বেস্ট ফ্রেন্ড হয়েছে ও মনে হয়। অ্যালান আঙ্কেল বাড়ি এলেই লাফালাফি শুরু করে দেয়। পূর্বা ধরণী দ্বিধা হও ভাব করে এঘর ওঘর পালিয়ে বেড়ায় পাছে অ্যালান এর সাথে একলা হয়ে যায় ঘরে কখনও। ওদের দুজনের অঙ্কুরিত রোমান্স দেখতে আমার ব্যাপক মজা লাগে। পূর্বা প্রাণপণ চেষ্টা করে প্রেম টাকে পবিত্র উত্তম সুচিত্রার মতন রাখার, দৃষ্টির ঝলকানি বা মিষ্টি হাসির ছোঁয়া দিয়ে। আর অন্য দিকে অ্যালান নানা ছল ছুতোয় পূর্বার শরীরের উষ্ণতা পাওয়ার চেষ্টা করে যায়। আমি বাড়িতে না থাকলে পূর্বার রক্ষা কবচ হয় বাবলা, অ্যালান আসলে কিছুতেই বাবলা কে কাছ ছাড়া করেনা। তাতেও যে বেচারি সব সময় ছাড়া পায় তা নয়। কোন এক একলা মুহূর্তে অ্যালান ওকে কাছে টেনে নেয়, কখনও কখনও আমার সামনেই, পূর্বার ফোলা ফোলা ঠোঁটে চুষে মেটায় ওকে পরিপূর্ণ ভাবে না পাওয়ার হতাশা…।